নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

বাহারে জাতীয়তাবাদী ছাত্রদল!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০




বাহ বাহ ভারি মজা
দিলো সব জ্বালিয়ে,
পোজ মারে ক্যামেরাতে
দাঁত সব কেলিয়ে।

কত বড় বীর তারা
লাঠি হাতে আক্রোশে,
কমিটিতে নাম নেই..........
ভাং সব মহা রোষে।

নেতা গুরু মানিনা
পোষ্ট দিবি কিনা বল,
যদি কিছু নাই মেলে
গোল্লায় যাক দল।

কমিটিরে মার লাথি
ভেঙ্গে কর আলাদা,
নেতাফেতা মানিনাকো
জিয়া কিবা খালেদা।

দল যেনো তাহাদের
বাপে কিনা তাল্লুক,
মন খুশি চলবে তা
মগেদের মুল্লুক।

রাজনীতি জেনো ভায়া
মহাজনী ব্যবসা,
আসলটা বাকী থাক
সুদে মূল লিপ্সা।

আদর্শ? সেটা কি গো
খায় নাকি পিন্দে?
সয়নাকো দিলে আর
বুকে শেল বিন্দে।

এক বুক ভালবেসে
দলটাকে গড়েছি;
ভালবাসা কাল হলো
শোকে শোকে মরেছি।

তোমাদের সুখ দিনে
করেছিলে দিয়ে পর;
বিপদে দেখি আমি ছাড়া
বাকী সব বেখবর।

নেত্রীর মুখখানি
চোখে দেখা যায়না;
দেশ আজ খায় কুরে
প্রতিবেশি হায়েনা।

দস্যূরা আগ দিলো
সরকারী মদদে;
বলে এতে লাভ কিবা
প্রেসে কেঁদে স্বখেদে??

তোমরাই দিয়েছিলে
ছাগুদের আশকারা;
ঋণ শোধে আজ তারা
দিয়ে মোটা বাঁশ খাড়া !!!

কেঁদে কেটে লাভ নেই
সবি ছিলো প্রাপ্য;
দুখ আরো ঢের আছে
নয় মোটে গপ্প।

সেদিন আর দুরে নয়
ম্যাডাম হবে বন্দি;
তৃণমূল গড়ে ধ্বসে
দেবে, এই ফন্দি।

কথা সব বলা মানা
আছি মহা ফাঁপরে,
ইশারায় যাই বলে
বুঝে নাও বাপুরে।

শেষ কথাঃ
রাজনীতি! খেতা পুড়ি
ধরেছে মনে ঘেন্‌না;
তার চেয়ে ছড়া লিখি
বাজে কথা আরনা।


উৎসর্গঃ
ব্লগে কি যে শুরু হলো
ঢিলাঢিলি নোংরামি;
এরে ওরে গালাগালি
আজাইরা পাগলামী!!!

ক'টা দিন দুরে ছিনু
তাতে এতো হল্লা???
আপুনিরে দিলে দুখ
ছিড়ে নেব কল্লা।

কি বল্লে? আপু কে?
মাথায় কি ছিট নাকি?
মহারাণী শায়মাপু
এটাও কি বুঝা বাকী??

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



ছাত্রদল, জন্ম থেকেই যারা ডাকাত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইন এ সেন্স তাও ঠিক
খারাপের তরে দস্যূ;
লীগ যারা দেখেনাকো
ভালোতে কভু কিসসু।

বাদ দাও তক্কো
কেমন আছ বলো;
বহুদিন পরে দেখে
লাগে বড় ভালো।:)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

গেম চেঞ্জার বলেছেন: ছড়াটায় লাইক দিলাম। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাইক দিলে যেই তব
দিল হলো বাগবাগ;
ছোট্ট কমেন্টটি গো
হৃদয়ে কাটলো দাগ।:)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ তাহলে আমিও খুশি...... :) :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া আসলেই
ট্রু গেম চেঞ্জার;
মন গেলো পুরো ভরে
যত থাক ডেঞ্জার। B-)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

আবু শাকিল বলেছেন:
কি করি আজ ভেবে না পাই কি করি আজ ভেবে না পাই
অনুসারিত


দুর্নীতির ওষুধ হলো সমৃদ্ধি আর সুশাসন
আলোকসজ্জায় নতুন মাত্রা আনছেন জার্মান লাইট ডিজাইনার
‘দুর্নীতি একেবারে কমানো সম্ভব না'
‘স্বাধীন চিত্রকর্মে বাধা দেয়া বাকস্বাধীতায় হস্তক্ষেপ'
ভাষার মাসে কয়েক ব্লগারকে হত্যার পরিকল্পনা
from: dw.com
বাহারে জাতীয়তাবাদী ছাত্রদল!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইযে লাইনে আইয়া পড়ছেন-
রাজনীতি! খেতা পুড়ি
ধরেছে মনে ঘেন্‌না;
তার চেয়ে ছড়া লিখি
বাজে কথা আরনা :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত কিছু দিলে বাপু
নিউজ অব জার্মানি;
তুমি কত জ্ঞানী ভায়া
আমি কত কম জানি।

আছে এক সানগ্লাস
ইতালীর আরমানি;
এই হলো সম্বল
তোমা কাছে হার মানি।:)

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কি ছড়া
সত্যের আখড়া
সত্যের হোক জয়
মিথ্যের পরাজয়।

দেখে সেই বীরদের
মনে জাগে শংকা
এরা কারা শয়তান
নাকি হনুমানে লংকা!

কই ছিল তারা সব
সেই উনষাঠ দিন
ঘরে একা বন্দিনী
গণতন্ত্রের দুর্দিন?

কানপটে ঠাস করে
চড় দিতে মন চায়
বীর পুঙ্গব সব
বাতাসেতে গদা ধায়!

এতএত ইস্যু পথে
পথ ভাসে বন্যায়
হায়, তারা কোন পথে
দেশবাসী লজ্জ্বায়!

অনির্বাচিত স্বৈরাচার
বুক ফুলিয়ে করে অনাচার
বিরোধী দল সে কি আবার
আমরাই বিরোদী আমরাই সরকার!

মাৎসানায় চলে
গুম খুন লুটপাটে
সাতান্ন আর স্বৈরান্নে
সব মাথা গুজে চলে!

আক্রোশে দাত কাটে
একাত্তরের যত শহীদ
এই কি স্বাধীনতা
চেতনার একি ট্রিট!!!

আত্মারা তড়পায়
আরেকবার যদি সুযোগ পায়
ডিজুস পোলাপানে
দেখাতে- দেশপ্রেম কারে কয়?



২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারে কবে ভায়া তুমি
হৃদয়ের যাতনা;
হারিয়েছে সব শালা
শহীদ জিয়ার চেতনা।

দল যাক গোল্লায়
নেই কোন মাথা ব্যাথা;
হালুয়ার ভাগ চাই
এই যেনো মূল কথা।

দেশ আজ লুটে খায়
ওপারের বাবু দাদারা;
কারো ভ্রুক্ষেপ নেই
নোয়ানো শিরদারা!!!

কোন দেশে বাস করি
সব কথা বলা মানা;
শ্বাসই শুধু ট্যাক্স ফ্রি
বাকী......পিতার লঙ্গরখানা।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: বাহারে!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাই বলি যাহারে
শোনে নাকো আহারে;
বাড়ে তারা গো-হারে
বেশ বেশ বাহারে...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.