নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।
বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।
রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।
শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।
জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!
এক এক করে খেলো গুলি
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।
বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।
শেষ কথাঃ
তারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।
ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।
ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!
কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।
হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???
মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে ভালো লাগলো
অন্তরে দাগ কাটলো
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাষা আন্দোলনে শহীদদের নিয়ে খুবই চমৎকার ছড়া লিখেছেন!
অনেক ভাল লাগলো!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললে ভায়া চমৎকার
লাগলো বড় ভালো;
বাঘের ঐ হুন্কারে
ব্লগ চমকালো।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: চমৎকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পিতা কহেন চমৎকার
পিতার মতে অমতকার।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
শায়মা বলেছেন: বাহ ভাইয়ু!!!!!!!!
অনেক অনেক ভালো হয়েছে শহীদদেরকে নিয়ে কবিতা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কেগো তুমি
গেছো নাকি পথ ভুলে;
পাম্প দিলে আহা বেশ
আনন্দে মন দোলে।
শেষ কি হলোরে বাপু
তোমার ঐ ব্যস্ততা?
আমি বিজি,আমি বিজি
মুখস্ত পাঠ তোতা। (হুহ)
সব কাম যেনো তার
একটুকু রোষনা;
তোমার ঐ ''বিজি'' দেখে
মন মোটে খোশও না।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লাগলো। ২১ মানে মাথা নত না করা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একুশ মোদের অহংকার
একুশ মোদের চেতনা;
একুশ শেখায় বীরের মতন
কভু মাথা নত না।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: কি করি আজ ভেবে না পই
দীপ্ত প্রতিকে সুপ্ত গলায়
গাইছিলে অনেক সুন্দর গান
বেস বেস, হয়েছে অনেক
সালাম,রফিকের ছবি খান।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানলুম আমি আজি প্রথম
কোন ছবিটা কার;
মিছেই ছিলো এই এতদিন
একুশ অহংকার।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
কল্লোল পথিক বলেছেন: অসাধারন লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া খালি খালি
দ্যাও মোরে মিছে পাম্প;
লোড হয়ে ভাবি সুখে
ছাদ থেকে দেই জাম্প।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছড়া । ভাল লেগেছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
লিখেছি কি অগাবগা
সেকি ছাই কম জানি??
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম,ভ্রাতা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লাগা বুঝে পেনু
থ্যাংকস্ জেনো ভ্রাতা;
এইভাবে পাশে থেকো
যা-ই লিখি যা তা।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
শায়মা বলেছেন: আসলেও বিজি আছি!
দেখছোনা রা টি নেই
তবু ভালো রেগে গেলে
দেখবে কারো পাটি নেই।
পাটি মানে ভেবো নাকো
মাদুরকে বলছি।
অথবা পায়ের কথা
না না ওকে বলছি।
পাটি মানে দন্তের
এক পাটি সার সার
সাধ জাগে এক চড়ে
করে দেই ছার খার।
কার পাটি কার দাঁত
ডোন্ট আস্ক ভাইয়া।
তার আগে কিছু মিছু
আসি আমি খাইয়া।
স্যরি ভায়া শহীদদের
এই সাধু কবিতায়
অং বং ছড়া দিয়ে
ভরে তুলি ভবিতায়।
সব শেষে বলি ভায়া
কবিতাটা দারুন!
অং বং যাই লিখি
করো নাকো বারণ!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরিবাবা লাগে ভয়
মহারাণী ক্ষেপেছে;
শোনে লাগে কপাটি
থরো থরো কেঁপেছে।
কারে মারে চর ঘুষি
কৌশলে চেপেছে;
আছি বড় ডরে ডরে
কথা যেই ছেপেছে।
ক্ষিদে যে পেয়েছে বুঝি
তাও লাগে মনে ডর;
তুমি খাও সব কাঁচা
বাঘ হাতি কি গিদর।
অং বং বলছ কি?
তুমি মোর সদা গুরু;
যাই লিখি টুকিটাকি
তোমা হতে সব শুরু।
এইসব বলে বাপু
ফেলোনাকো শরমে;
এসিতেও কুলুকুলু
ঘামি ভিজে গরমে।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
মেজদা বলেছেন: সুন্দর করে ভিন্নভাবে লিখেছেন। ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া ভারি ইয়ে..........
কি যে সব কওনা;
তোমার মেধার কাছে
আমি মোটে ''ক'' ও না।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: অামি অামার অামিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাংলা আমার দীপ্ত শ্লোগান
তৃপ্ত শেষ চুমুক;
আমি একবার দেখি,বারবার দেখি
দেখি বাংলার মুখ।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২১ অহংকার। জাগ্রত বিবেক আকাঙ্ক্ষিত।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অহংকারেই পতন ভায়া
চাই চেতনার লালন;
জাতিগতভাবে করি
শিষ্টের দমন,দুষ্টের পালন।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
আরণ্যক রাখাল বলেছেন: ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ
এটা একটা বিরাট সমস্যা।
দারুণ ছন্দ মেলানোর ক্ষমতা আপনার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি খোদা পোলাডার
খাসলত গেলোনা;
পাম্প মারে যেন মুই
তার বেলুনের খেলনা...............
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
বিজন রয় বলেছেন: দারুণ ছন্দ মেলানোর ক্ষমতা আপনার।
শহীদদের প্রতি শ্রদ্ধা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখি একি বাপু
রাখালের দোস্ত;
পাম্প মারা শিল্পতে
হাত পাকা চোস্ত।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
শায়মা বলেছেন: চলো লিখি কিছু মিছু
ভালোবেসে ভাষাকে
করে তুলি ক্ষুরধার
তাহাদের আশাকে।
এই ভাষা ভালোবেসে
কথা বলি সুন্দর
এ ভাষাতে গান গাই
ভরে তুলি অন্তর।
এ ভাষাতে লিখি যত
আনন্দ কথকতা।
অনুভবে চেতনায়
ভুলে যাই শত ব্যাথা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''কবিতার আর নতুন কি লিখবো?রক্ত দিয়ে লিখেছি একটি নাম............স্বাধীনতা''
কোথায় গেলো যে আপু
সেই দৃঢ় চেতনা?
জাতি আজ দিশেহারা
জীবিত-ই, মৃত না!!!
মুখে মুখে আজ মোরা
খুব বড় বাঙালী;
মননেতে পুরো ফাঁকা
ভিগ মাগা কাঙালী।
বিশেষ দিবসে মোরা
কত করি রঙঢঙ;
ব্যাস স্রেফ এটুকুই
এর পর ধুলো জঙ।
না না আপু পারবনা
এইসব মুনাফেকি;
হৃদয়ে লালন করি
নয় কভু সে যে মেকি।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছড়া।।
নোবেল পাওয়ার যোগ্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খিক খিক.....ওরি বাবা
হেসে হই কুটি কুটি;
লোকে শুনে মহা খ্যাপা
জান নিয়ে ডরে ছুটি।
গরীবের তরে বাপু
কেনো মিছি মশকরা;
পাছে কথা ট্রাস্ট করে
ধরাকে ভাবিনু সরা।
নোবেলের লোক বুঝি
খুঁজে আর পাওনা?
নাকি টুকিটাকি লিখি
তাও তুমি চাওনা।
যত লিখি অগাবগা
জানি ঠিকি সবি ভূয়া;
তুমি ভায়া উঁচু জ্ঞাণী
খাস দিলে করো দোয়া।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শহীদ দিবসে
ভাবছিনু বসে
নেই কেন ছড়া
গেল কি টসে
আলাই বালাই
কি বলে যাই
আমার আয়ু নিয়ে
বাঁচাক প্রভু তোমায়
অবশেষে পেনু
আহা কি ছড়া
যেন রঙ ধেনু
চেতনায় ভরা।
একুশের চেতনা
ফুল দিয়ে ভেবোনা
সব হল সাড়া
দিওনা গা ঝাড়া!
হিংলা, বাংলিশ
শুনে হাত নিশপিশ
আরজেগো কথা শুনে
মন চায় মারি ঠুস!!
সরকারে
সব পারে
তবু কেন
আজো হায়
প্রশাসনে
আদালতে
বাংলা
পিছে রয়?
২১শের এই ক্ষনে
এই হোক সাধনা
কথা নয় কাজে
বাংলাকো ভুলনা।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শহীদ দিবসে
ভাবছিনু বসে
নেই কেন ছড়া
গেল কি টসে
চটপট লিখে নেবো
নেইগো সে ক্ষমতা;
উত্তরে হলো দেরী
প্লীজ ভায়া ক্ষমো তা।
আলাই বালাই
কি বলে যাই
আমার আয়ু নিয়ে
বাঁচাক প্রভু তোমায়
স্রষ্টার কাছে জেনো
এই মোর মিনতি;
ভৃগুকে মোমিন করো
আর ঐপারে জান্নাতি।
অবশেষে পেনু
আহা কি ছড়া
যেন রঙ ধেনু
চেতনায় ভরা।
ক্যান ভায়া অধমেরে
মিছিমিছি পটানি;
কি যে লিখি আগডুম
সে কি ছাই কম জানি??
একুশের চেতনা
ফুল দিয়ে ভেবোনা
সব হল সাড়া
দিওনা গা ঝাড়া!
ফুল সনে চেতনার
মিল খু্ঁজে না পাই;
ফুলই যেনো সব কথা
আসলে নেই বালাই।
হিংলা, বাংলিশ
শুনে হাত নিশপিশ
আরজেগো কথা শুনে
মন চায় মারি ঠুস!!
তুমি বাপু ভালা বলে
ঠুস মেরে শান্ত;
মন চায় পাড়িয়ে মারি
আমরন অক্লান্ত।
সরকারে
সব পারে
তবু কেন
আজো হায়
প্রশাসনে
আদালতে
বাংলা
পিছে রয়?
সরকার?? সেটা কিগো
খায় না কি পিন্দে?
লিঙ্গের অক্ষমতায় (বৃহন্নলা)
বুকে শেল বিন্দে।
২১শের এই ক্ষনে
এই হোক সাধনা
কথা নয় কাজে
বাংলাকো ভুলনা।।
কথা কাজে মননে
প্রমিত মায়ের বুলি;
নবীজীরও (স.) সুন্নত তা
এসোনা মানিয়া চলি।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: ৬ষ্ঠ প্লাস। সুন্দর পোস্ট।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত বল সুন্দর
দিয়ে প্লাস ৬ষ্ঠ;
তোমা কাছে আমি পুষি
বলি কথা পষ্ট।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উচিৎকথাকথন। ধন্যবাদকবিকেশতবার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শতবার পেয়ে হনু
বিনয় সনে ধন্য;
হাজার শুভ কামনা
দাদা তোমা জন্য।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যক্তিগত অহংকার জানতাম পতনের কারণ। ২১ তো সমষ্টিগত অহংকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধু শ্লাঘা ভালো নয়
ব্যক্তি বা সমষ্টি;
এ সুযোগে দেশ লুটে
হায়েনার গোষ্টি।
মননেতে ঠনঠন
বড় বড় বুলি ফাঁকা;
চেতনার ব্যাপারীরা
খাওয়ায় জিলিপী চাকা।
ভাব দিয়ে হবে কি
পেটে নাই ভাত;
তাও মোরা বর্গীরে
সদা জুরি হাত!!!
তুমিই বলোনা ভায়া
একি একূশেরি চেতনা?
মোদের এই হাল দেখে
শহীদেরা দুঃখ কি পেতনা??
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
আবু শাকিল বলেছেন: অসাধারন প্রতিভা ।
দারুন দিলেন।মুগ্ধ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফাগুনের গরমে
লাজে মরি চরমে
শায়মাপু শুনে চটে মারে বাড়ি খড়মে..............
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
আবু শাকিল বলেছেন: এত্ত ভালবাসা রাইক্ষা ঘুমান কেম্নে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খড়মের বাড়ি খেয়ে
হয়ে পড়ি ক্লান্ত;
নাক ডেকে সারারাত
ঘুমেই ঘুমান্ত।
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩
মোফিয বলেছেন: আমি ফইস্যা গেছি মাইনকা চিপায়.......
...
....
ইংলিসে গাইল পারে .........
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাইনকা চিপায় ঠিকি ফাঁসে
লিখতে গেলে ইংরেজী;
মাম্মি ড্যাডির পোলা হগল
মুখে মুখেই সব তেজী।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
সোহানী বলেছেন: অনেক অনেক ভালো লাগা+++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ দিলে গুনে গুনে
নয় খানা প্লাস;
আপু তুমি ভালো থেকো
সদা ফার্স্টক্লাস।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ছড়া।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া মিছিমিছি
দ্যাও খালি পামে;
শুনে হই পাংখা
ভাব মারি চামে।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
জেন রসি বলেছেন: অতি চমৎকার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কিডাগো
স্বয়ং যে রসি ভায়া;
আজকাল ব্লগে মোর
পড়েনা তোমারি ছায়া।
হলোটা কি ভায়া তোমা
ব্লগে মোর আসনা;
জানি বুঝি সবি ঠিকি
লিখা মোর 'খাস' না।
টুকটাক এলে বাপু
হই পুরো চাঙা;
তোমার টিকিটি দেখে
বলি কাউয়ায়ায়ায়াবাঙা।
২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দ্রোহী প্রকাশ.......।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রকাশ আর হলো কৈ
যা বলিতে চাই;
ছন্দে খেলেনা মাথা
ঘটে কিছু নাই।
অখ্যাত ছড়াকারে
যদি করে অভিমান;
কিবা এসে গেলো তাতে
কে বা ওতে দেয় কান?
সাহসী কিনা জানিনে
বলি যা মনে লাগে সহি;
কেউ ভাবে তার ছেঁড়া
কেউ ভাবে ছোড়া দ্রোহী।
২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বলি ভায়া
চোখে কি পড়েছে বালি
সবাই পেল উত্তর
অধমের ঘর খালি!!!
আহা কতবার
ঘুরে যাই বারবার
পাকো বুঝি এইবার
ভায়া কি দিলো উত্তর!!
হায় মিটে না আশা
সকলেই সব পায়
আমি শুধু ফাকা
কি জানি কেন হায়
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি ছি ভায়া মিছি মিছি
মোরে ভুল বুঝনা;
দেরী হলো এতে প্লিজ
ভীন কিছু খুঁজনা।
প্রথমেই কানে ধরে
করি শত উঠ বস;
দ্যাও মোরে চড় লাথি
যত আছে মনে কষ।
মূল কথা বলি শোনো
কি যে দেবো উত্তর;
এমন জ্ঞাণীরে জবাব
যায়নাকো দেয়া সত্বর।
তোমারি জ্ঞানের কাছে
আমি অতি ক্ষূদ্র;
পুরোহিত সনে যেনো
অচ্ছুৎ নমঃ শূদ্র।
ফের বলি ভায়া আমি
ভেরি ভেরি সরি;
ফের কানে হাত দিয়ে
উঠ বস করি।
৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা কি যে শান্তি
ভায়া তুমসি দিলে মোরে
ভূল নাই ভেবে বড়
প্রশান্তি হৃদ জুড়ে।।
কিন্তু একি ছাই
কিযে বল ছাইপাশ
বিনয়ে আড়ালে
বুঝি দাও 'নক্লিন বাঁশ।।
তুমি কেনু কান ধরে করবে উঠবস
এই ঘাট মানলুম যদি ভুল করি বস
তুমি হলে প্রেরণা ছড়ার জাহাপনা
দেখে হাবিজাবি লিখি -তাই কিযে বল না!!
কত কিছূ শিখব বলে
আসি ছড়ার আসরে
এমন যদি কর হামেশাই
তবে কিন্তু আসবনা ঘরে
তুমি বিনয়ের অবতার দেখেছি বহুবার
সবেরে রাখো তুলে আকাশে
আহা কি মেধা তোমার নাই তুলনা যার
ছড়ায় বোঝাবো নাই নে ভাষা যে।।
দোয়া করি স্রষ্টায় এভাবেই লিখা চাই
ছড়ায়- ডিজিটাল দত্ত
বলবো নাতি-পুতিরে জানিস আমিও
বিখ্যাত ছড়াকারের ভ্ক্ত ।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া এইভাবে
আর কত দেবে বাঁশ?
তার চেয়ে ভালো গালে
দ্যাও জোরে ঠাশ ঠাশ।
পাও বুঝি খুব মজা
গরীবেরে করে ঠাট্টা;
থামোনা বাপু এইবারে
কত দেবে গাট্টা ??
ভেবেছ কি বুঝিনা
তোমার ঐ ফান জোক?
অপমানে নুয়ে মরি
গোমরে সয়ে এ শোক।
তুমি কর তাতে সই
কেনো টানা নাতিপুতি?
মান কি রইবে আর
বলনা কি করেছি ক্ষতি।
ভক্ততো আমি ভায়া
সদা জেনো তোমারি;
কানে ধরি ক্ষমো বাপু
ডরে দৌড় ভোঁ মারি।
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ঘাট মানি ভায়া
তোমার সাথে পারবনা
বেশ বুঝেছি বিনয়ে-
তুমি, মহারাজা আর কেু্উনা ।।
দোহাই ভাই অমন করে বোলনা
অধম অভাগার দিলে চোট দিও না।
অন্তর থেকে বলছি একটুও নয় বানিয়ে
সত্যি তুমি ছড়ায় অনন্য অতুলনীয়ে।।
নয় ফান নয় জোক এটাই সত্যি
তুমি ভাল লিখ মিছে নয় রত্তি;
তোমা দেখে শিখেছি যা মন্দও নয় তা
হোক তবে সন্ধিতা- দুজনেই প্রেমে বন্ধিতা।
বিনয় ভাল তবে অতি টা' নয়
ভালবাসায় হোক ভাব বিনিময়
কেউ নয় ছোট- তুমি ব্লগে ছড়া গুরু
নতুন করে হোক সব কিছু শুরু।।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবারে বাবা
এতো ছন্দের রাজা;
পায়ে পড়ি খোটা মেরে
দিয়োনা আর সাজা।
তোমার ছড়ার কাছে
আমি যেনো নস্যি;
গুরু মানি তোমাকেই
নেও মোরে পোষ্যি।
বিনয় পেলে বা কোথা
কথা বলি সত্য;
তোমারি ছন্দ মোহে
হনু মহা মত্ত।
ভাবতো আছেই বটে
সিকি নয় কমলো;
ভাবে ভাবে মিলে ব্লগে
আমাদেরি রস জমলো।
৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
সায়েল বলেছেন: ভাল লাগলো।