নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ট্যাকা দে ফেরৎ

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৩



রাজব্যাংক লুটে নিলো
আটশত কোটি টাকা!!!
সুরাহা কি হবে আদৌ
কার বাপু অত ঠ্যাকা?

খড়্গ নামে অধমে
চুনোপুটিরা বরখাস্ত;
মন্ত্রী বহাল আছেন!!!
নাটক কত মাস্ত।

হাতে নেয় সরকারে
মেগা সব প্রজেক্ট;
ফান্ড হলো জনতা
ফাঁকা হয় পকেট।

কথা ছিল চাল খাবো
কেজি প্রতি দশ;
পরে কয় চুপ কর
বেশী কথা কছ্‌।

চাল কেনা দুরে থাক
ডিম পিস বারো টাকা;
মুখ খুলা স্রেফ মানা
ঘুরে উন্নয়নের চাকা।

ডেসটিনি হলমার্ক
শেয়ার কেলেংকারি;
ইউনিপে লুটে নিলো
সব টাকা জনতারি।

খোঁজ নেই সেসবের
সবি আজ ইতিহাস;
হ্যাকিংয়ের তথ্য হয়
একমাস পরে ফাঁস?!?

কোনদেশে করি বাস
এরপরও সরকার;
ভাবলেশহীন গা ঝাড়া
দায়হীন নির্বিকার !!!

মাথার ঘাম পায়ে ফেলে
দেই মোরা ট্যাকস্‌;
সেই টাকা লুটে নিলো
নিমিষে করে হ্যাকস্‌ !!!

ডলারে বেতন নেয়
এক্সপার্টওয়ালারা;
চুরি যদি হবে,তগো
কামডা কি শালারা??

অত শত বুঝিনা বাবা
কথা কই পষ্ট;
ভালোয় ট্যাকা দে ফেরৎ
মাথা পুরা নস্ট।

শ্রমিকের জনতার
ঘামে ভেজা অর্থ;
হিসাব না দিলে পরে
ঘটবে অনর্থ।

সেদিন আর দুরে নয়
জনতা হবে লুটেরা;
সরকার ধ্বসে দেবে
কুলি মুচি মুটেরা।

এই দিন দিন নয়
আরো দিন আছে;
প্রলয় সংকেত শুনি
সময় ঘনিয়েছে............

শেষকথাঃ
হে খোদা,কত সইব
এইবার কর রফা;
জাতিরে দাও মুক্তি
মালবাবুরে শেফা।


মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৪

অন্তঃপুরবাসিনী বলেছেন: "হে খোদা,কত সইব
এইবার কর রফা;
জাতিরে দাও মুক্তি
মালবাবুরে শেফা। "

তবু আল্লাহর রহমত যে পুরা টাকা চুরি যায়নি। বানানটা ভুল হয়েছিল।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হ্যাকারের বড় দয়া
বানানটা ছিলো ভুল;
তা না হলে গেছিলো;
লোপাট হয়ে রিজার্ভ ফুল। (জয়তু হ্যাকার ভায়া.............)

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন!!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: করলুম প্রতিবাদ
বল্লে তুনি চমৎকার;
কত লিখি ফালতু
এইবারে পরিষ্কার।;)

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা ...... যাঁতাকল।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাঁতাকল কারে কয়
মোরা হই পিষ্ট;
মাল যায় মোদের আর
মালবাবুরা হয় হৃষ্ট।:(

৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

সুমন কর বলেছেন: শ্রমিকের জনতার
ঘামে ভেজা অর্থ;
হিসাব না দিলে পরে
ঘটবে অনর্থ।
-- কঠিন সব সত্য বলে দিয়েছেন। +।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছা কথা কমু ক্যান
কারো খাই নাকি পড়ি;
কলমই অস্ত্র মোর
তাই দিয়ে লড়ি।;)

৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন দারুন।

অদ্ভুত ক্ষমতা আপনার। ছড়ায় ছড়ায় সত্যি কথাগুলো তুলে আনলেন।
প্লাস।
ভাল থাকবেন।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া গরীবেরে
মিছিমিছি দ্যাও পাম;
বুঝি বুঝি ঠিকি আমি
চামে কর অপমান।;)

৬| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ১
টাকা নিলো হ্যাকার,
কেউ ছিলোনা দেখার,
বিনিয়োগের অভাব থাকায়-
লক্ষ তরুণ বেকার।

উঁচু কিংবা নিচু,
কেউ জানেনা কিছু,
সত্যি বলুন কে নিয়েছে-
ডলার গুলোর পিছু?

ব্যাংক থেকেও চুরি,
শুনে লাজে মরি,
কোথায় গেলে স্বান্তনা পাই-
কি করি কি করি!

আছে শুধু দেখার,
নেইতো কিছুই শেখার,
দেশটা গেলে রসাতলে-
ক্ষতি কি আর একার?
চট্টগ্রাম ১৪.০৩.১৬

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিছু আগে পড়েছিনু
তোমার ঐ পোষ্ট;
দারুণ ছন্দ তোমা
মাস্ত এন্ড চোস্ত। :)

(¯`v´¯;)
.`•.¸.•´ ★
¸.•´.•´¨;) ¸.•¨;)
(¸.•´(¸.•´ (¸.•¨¯`* ♥

৭| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১

গেম চেঞ্জার বলেছেন: সবই সরকারের দোষ!!!!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হায় হায় তোবা কাটো
অকালে কি মরবে?
এক্ষুনি ঠোলা এসে
খপ করে ধরবে।;)

৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: শ্রমিকের জনতার
ঘামে ভেজা অর্থ;
হিসাব না দিলে পরে
ঘটবে অনর্থ।[/sb
তেমন কিছুই ঘটবে না বলে ঘুড়িয়ে বলা যায় লুলা মানুষ হাঠতে পারে না!! বিরোধীদের প্রতিবাদের নমুনাতো দেখছেনই।। আরো কিছু......।।।

১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''বিরোধী'' !! হেইডা কি
খায় নাকি পিন্দে?
নপুংসকতা দেখে
বুকে শেল বিন্ধে। X(

রুখবে এ জনতা
যা ঘটেছিল নব্বই;
মার খাবে পথে পথে
নেতা-তেনা সব্বই।

৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৬

শায়মা বলেছেন: সেদিন আর দুরে নয়
জনতা হবে লুটেরা;
সরকার ধ্বসে দেবে
কুলি মুচি মুটেরা।



B:-)

বাপরে! এ ছায়া দেখি বিদ্রোহী নজরুল
ছড়া পড়ে হতবাক ঘামি শুধু কুল কুল
কুলি,মুচি, মুটেরা যদি ক্ষেপে এবারে
কৃষক কি জনতা কামারে কি কুমারে।

গদী যদি কেঁপে ওঠে হয় ভূমিকম্প!
চারিদিকে শুরু হবে লম্ফ ও ঝম্প!!!!!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জনতার গর্জন
মানবোনা মানবোনা;
স্বদেশ বিরোধী চাল
চলবেনা ....সিনা।

মানবোনা অন্যায়
খাটবেনা ফন্দী;
জনতার আদালতে
আজ তুই বন্দী।

(লিন্কখানা দেখ/কমেন্টও রেখ)
view this link

১০| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:১৯

নুর আমিন লেবু বলেছেন: ভাই এত সুন্দর করে কিভাবে লিখেন?

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: করলুম প্রতিবাদ
তুমি কও সুন্দর;
কি যে ছাই লিখি ভেবে
জ্বলে যায় অন্দর। |-)

১১| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৮

সোহানী বলেছেন: ''ডলারে বেতন নেয়
এক্সপার্টওয়ালারা;
চুরি যদি হবে,তগো
কামডা কি শালারা??''

সরকারী প্রজক্ট বাট বিদেশী টাকায় কাজ করতাম। আমার মাথার উপরে এক ভুটানী, নিজের দেশে মাসে ১০ হাজার টাকা বেতন পেত এখানে আমাদের জাত ভাইরা নিজেদের আখের গুছাতে তাকে মাসে ১০ লাখ বেতনে আনে আমার মাথার উপরে কারন আমি চুরি করতে দিতাম না। আর ডোনার ও আমার কথা ছাড়া মানতো না। কম্প্রমাইজ করলে নিজের আখেরে লাভ কিন্তু নিজের আত্মাকে তো বিষর্জন দিতে পারি না আর ডোনারকে সত্য কথা বললে মিলিয়ন ডলার ডোনেশানই বন্ধ করে দিবে, আমি দেশের এতো বড় ক্ষতিতো করতে পারি না তাই না !!!!

হায়রে দেশ ........ নিজেরা ও খাই আবার দেশরে ও ধ্বংস করি............

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেই পাতে খাই মোরা
সেই পাতে করি ফোটা;
দেশ গেলো রসাতলে
সেই মুখে দেই খোটা!!!

আজব এক জাতি মোরা
নেই কোনো মোরালিটি;
চেতনা চেতনা করে
নিজেরা করি পিটাপিটি।

চেতনার ভাত নাই
নিজেরা আগে শোধরা;
কার কথা কেডা শুনে
বুঝেনা যে অবোধরা।

কান নিয়ে গেলো চিলে
সেই শুনে দিশেহারা;
ভাইয়ে ভাইয়ে লড়ে শেষ
জাতি আজ আধামরা।

১২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

ডলারে বেতন নেয়
এক্সপার্টওয়ালারা;
চুরি যদি হবে,তগো
কামডা কি শালারা??

অত শত বুঝিনা বাবা
কথা কই পষ্ট;
ভালোয় ট্যাকা দে ফেরৎ
মাথা পুরা নস্ট।

শ্রমিকের জনতার
ঘামে ভেজা অর্থ;
হিসাব না দিলে পরে
ঘটবে অনর্থ।

শতভাগ সহমত
নেই কোন কিন্তু
ওরা কেউ মানুসনা
সব শালা জন্তু!

বাংলাদেশ ব্যাংকে
কেন রাকেশ আস্থানা
এই দেশে মেধাবী
কেউ কি ছিল না?

হায় একি রসাতল
নিজ দেশে নিজ অফিসে
সকলেই বসে
বিদেশীর তল!!!

যেন তেন নয় তাও
ভাকু ভাদার দেশ
ক'দিন আগেই চুরি করে
ধরা পড়েছিল শেষ!

দেশ নাকি নেয় না ভারতে
এসবই জুজুর ভয় বলে চেতনা বাজে
আজ কই চান্দুরা এসো গলা বাজি কর
এরে যদি নানেয়া কয় নেয়া তবে কারে কয়?

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবো কি দুঃখ আর
প্রাণে মোটে সয়না;
দেশ আজ লুটে খায়
প্রতিবেশী হায়েনা।

মুখে বুলি মিঠা মিঠা
যেন কত মিত্র;
কোর'আনেই বলা আছে
তাদের মনো চিত্র।

সহজ কথাটা আজো
বুঝেনা কেনো সরকার;
দন্দ্ব বাজিয়ে করে
দেশটাকে ছাড়কার।

বঙ্গবন্ধু আজ
বড় দুখী সর্গে;
তার প্রিয় বাংলাকে
পাঠালো তারা মর্গে।

বেশী কথা বলা মানা
দেয়ালেরও আছে কান;
পানা দাও হে দয়াময়
রহমত কর দান।

১৩| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বঙ্গবন্ধু আজ
বড় দুখী সর্গে;
তার প্রিয় বাংলাকে
পাঠালো তারা মর্গে।

বেশী কথা বলা মানা
দেয়ালেরও আছে কান;
পানা দাও হে দয়াময়
রহমত কর দান।

বড় ভাল বলো ভায়া
শুনে জুড়ায় পরান,
তাই সকলে জোরে
একসাথে বলে আমিন।।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমায় দেখলে ভায়া
নয়ন যায় জুড়িয়ে;
তুমি মোর সেরা ধন
সামুয় পাওয়া কুড়িয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.