নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
কেমন আছ ছড়ারাজ
বহুদিন পরে লিখছি;
খুলে বলি মন কথা
হেথা যা যা দেখছি।
সামুয় আছে কত পাতা
আলোচিত,নির্বাচিত;
ভিসা সেথা সকলেরি
স্রেফ ছড়া নির্বাসিত।
মডু সব উঁচা জ্ঞাণী
অগামগা রুচেনা;
পড়ে সব ভারী ভারী
মগো কুফা ঘুচেনা।
সময়টা কই অত
যেথা সেথা বসেনা;
জ্ঞাণী নিয়ে কারবার
ছড়ায় হ্যাগো পোষেনা।
ছড়া লেখা?ওয়াক থুঃ
ক্লাসলেস ফেলো;
ব্লগেরও লেভেল আছে
মোটে নয় খেলো।
ছাইপাশ লিখে লিখে
ব্লগে যত নোংরামী;
দূর করো ঝেটিয়ে
ছড়ার নামে পোংটামী।
লিখেই চলেছো তুমি
আমি লিখি টুকটাক;
আর কত ফাজলামো!?!
লোকে কয় চুপ থাক।
বড় বড় কথা যত
দু'আনার ছড়াকার;
মডুদের নিয়ে কথা??
অত বড় গলা কার?
বুঝি সবি আগডুম
যতই লিখি হরদম;
এই বুঝি ব্যান খেনু
ডরে সদা ছমছম।
করবো কি বলো দাদা
আর কিছু পারিনে;
কবিয়ালী ঘটে মোর
ছন্দ ছড়া ছাড়িনে।
দাম নেই এক রতি
এইটুকু ঠিকি বুঝি;
ছন্দের ভাত নেই
ভাবে নেই রুটিরুজি।
তাও মনে ক্ষীন আশা
দিলের এক আর্জি;
দূর হোক মডুদের
ছড়াতে এলার্জী।
আজ তবে এটুকুই
ভালো থেকো ছড়ারাজ;
জবাবটা প্লিজ দিও
রিপ্লাইয়ে নো চার্জ।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি নই,প্রামানিক
অত সুখ নেই আর;
তেল দাম যেই কমেছে
শুরু হলো নাচ তার।
নাচবেনা কেনো বলো
আছে ভাঙ্গা সাইকেল;
ভটভটি নয় দামী
যত দামী তার তেল।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই,এজন্যে শতবার ধন্যবাদ জানাই।।।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলুম দুখ কথা
তুমি বলো সুন্দর!!
ভরে গেলো তিতকুটে
বিষাদেতে অন্দর।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
হা.........হা..............হা............... ব্লগার কালনী নদীর খলখল স্রোতে আমিও নিজেকে ভাসালাম ...............
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অধমের দুখ দেখে
সুখে হাসবেইতো;
হাসো হাসো যত খুশী
প্রাপ্তিটা এইতো।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
প্রামানিক বলেছেন: চার্জ ছাড়াই রিপ্লাই
দিয়ে আমি যাই ভাই
ছড়া পড়ে যত মজা
অন্যটাতে তত নাই।
তাই তো লিখি ছড়া
কে কি বলল
রাগ করে কে কবে
লেখা ছেড়ে চলল।
ধৈর্য্যটা ধরে ভাই
ছড়া টড়া লিখে যান
একদিন পাবেনই
লেখা টেখার সম্মান।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধৈর্য্যটা ধরে ভাই
ছড়া টড়া লিখে যান
একদিন পাবেনই
লেখা টেখার সম্মান।
দুখ মোর এখানেই
বুঝেনা কভু আপনায়;
ভাবে মোরে টিপিক্যাল
ফাঁস লই মুঞ্চায়।
মানটান ভাবিনেকো
লিখি মন খুশীতে;
যত কর হেলাফেলা
পাবেনাকো পুষিতে।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে যা বলে বলুক না
উঁচা রবে সদা স্বর;
শব্দেতে খেলি মোরা
ছন্দের জাদুকর।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: আহা আহা ভাইয়াটা
নো লাগ নো লাগ!
ছড়া লেখা চলবেই
লাগটাকে বলো ভাগ!
নির্বাচনে বুঝি ছড়াটাকে
দাড়াবে?
তার আগে এইভাবে
দামটাকে বাড়াবে!
ডোন্ট ওরি ভাইয়াজি
উই আর ইওরস ফ্যান
লেখো ছড়া রোজ রোজ
নো মোর প্যান প্যান!
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা আহা ভাইয়াটা
নো লাগ নো লাগ!
ছড়া লেখা চলবেই
লাগটাকে বলো ভাগ!
আর বাবা রাগ নয়
কিঞ্চিত রঙঢঙ;
বহুদিন লিখিনাতো
মাথায় পড়েছে জঙ।
নির্বাচনে বুঝি ছড়াটাকে
দাড়াবে?
তার আগে এইভাবে
দামটাকে বাড়াবে!
ছি ছি বাবা তোবা তোবা
দিলে ঠিকি বাঁশটা;
তুমিও বুঝলে ভুল
ছিলে মোর খাসটা।
ডোন্ট ওরি ভাইয়াজি
উই আর ইওরস ফ্যান
লেখো ছড়া রোজ রোজ
নো মোর প্যান প্যান!
ওরি বাবা!!!রোষো রোষো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছ শিল্প।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক বলেছেন:
ধৈর্য্যটা ধরে ভাই
ছড়া টড়া লিখে যান
একদিন পাবেনই
লেখা টেখার সম্মান।
এইবারে ঠিক ঠিক
হলো ভারি রাগ;
প্রামানিকে চিকনে
দিল দিলে দাগ।
তুমিই দ্যাওতো আপু
জবাবটা দাঁত ভাঙ্গা;
ম্যারম্যারে পড়ে আছি
কথা শুনে হই চাঙ্গা।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
আমিও ছড়া পোস্ট দিয়েছিলাম, সেটাও নির্বাচিত হয়নি।
হাহাহাহা
তবে আপনি, প্রামানিক তো অনেক সুন্দর ছড়া লিখেন।
আশা করি রাগ, অভিমান করেও ছড়া লেখা বন্ধ করবেন না।
সবাই ছন্দ দিয়ে লিখতে পারেনা।
শুভেচ্ছা রইল।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি রাগ??কাভি নেহি
বাই বর্ন বান্দর;
শয়তানি বুদ্ধিতে
ফুল মেরা অন্দর।
রঙঢঙ করে করে
হুদাই দিনু পোষ্টটি;
তোমার কমেন্ট পেয়ে
মন হলো খোশটি।
ভালো কথা ভুলে গেছি
ছন্দেও তুমি খাসা;
পড়েছিনু কবে যেনো
মনে আছে ভাসা ভাসা।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: হাহাহাহাহা............মজার !
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি খোদা লোকটার
কবে হবে সুমতি;
মিছে পাম দিয়ে দিয়ে
ফুলিয়ে করে ক্ষতি।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
মুসাফির নামা বলেছেন: আমি টুকটাক আপনাদের ফলো করার চেষ্টা করি।
০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ দেখি কান্ডটা
কি যে কও ধূৎ যা,
মিছিমিছি অধমেরে
চামে দিলে লজ্জা।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মানুষ নিয়ে গদ্যে লিখেন, মানুষের জীবনই সবচেয়ে বড় গল্প
০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানুষের জীবনই সবচেয়ে বড় গল্প
আরি বাহ,কি খাটি কথা
আসলেই তুমি জ্ঞাণী;
ছোট্ট এ লাইনটিতে
শেখালে পরম বাণী।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বলবো কি আর দুঃখের কথা
আমিও সেই দলে,
নিজের কথা কেমনে বলেন
আমায় গিয়ে ভুলে?
প্রামানিক আর আপনি সহ
আরও যারা আছি,
আমরাতো ভাই ছড়ার মানুষ
ছড়ায় মরি-বাঁচি।
মনের সকল কান্না-হাসি
ছড়ায় ধরি তুলে,
ছোট ভেবে তাইতো সবাই
যায় আমাদের ভুলে।
কেন এতো অবহেলা
এই আমাদের প্রতি?
মডুরা কি জবাব দেবেন-
কি করেছি ক্ষতি?
পরিশেষে সবার জন্য
ভালবাসা অনেক,
সবার মাঝে আমি যে ভাই,
অতি ক্ষুদ্র জন-এক।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরাতো ভাই ছড়ার মানুষ
ছড়ায় মরি-বাঁচি।
মনের সকল কান্না-হাসি
ছড়ায় ধরি তুলে,
ছোট ভেবে তাইতো সবাই
যায় আমাদের ভুলে।
কেন এতো অবহেলা
এই আমাদের প্রতি?
মডুরা কি জবাব দেবেন-
কি করেছি ক্ষতি?
মেনি মেনি থ্যাংকস্ ভায়া
এসো করি হ্যান্ডশেক;
তুমি ছাড়া বাকী সবে
হেথা করে মিসটেক।
ছড়া লিখা পাপ যেনো
নেই কোন মূল্য;
লোকে ভাবে ছাইপাশ
অতি বালখিল্য।
দুঃখ বুঝাবে কারে
প্রামানিকও বুঝেনা;
মাস্তিতে আছে বেশ
মগো কভু খুঁজেনা।
বেশী কথা বলা মানা
মডু যদি করে রাগ;
ঘ্যাচ করে দেবে 'ব্যান'
চুপ শালা,যা যা ভাগ।
এই দুখ নিয়ে করি
ছন্দের সংসার;
ছড়াকার যাক ভেসে
কিবা এসে গেলো কার?
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরাও ধার ধারিনা
উঁচু রবে সদা স্বর;
খেল খেলি শব্দের
মোরা ছন্দের জাদুকর।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৪
দইজ্জার তুআন বলেছেন: পয়েন্টা কিতা?
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও মনে ক্ষীন আশা
দিলের এক আর্জি;
দূর হোক মডুদের
ছড়াতে এলার্জী।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৭
দইজ্জার তুআন বলেছেন: দাম নেই এক রতি
এইটুকু ঠিকি বুঝি;
ছন্দের ভাত নেই
ভাবে নেই রুটিরুজি।
কতা সইত্য.............
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছা কথা কমু ক্যান
কারো খাই নাকি পড়ি;
কলমই অস্ত্র মোর
তাই দিয়ে লড়ি।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪
মানসী বলেছেন: খুব ভালো লিখেছেন ৷আরো ছড়া চাই ৷
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারও কি স্ক্রুটি ঢিলে
ছড়া চাও আরো!!
ছড়া পড়া মহা পাপ
এ পাপ বাপু ছাড়ো।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: দূর হোক মডুদের
ছড়াতে এলার্জী।...........
হাঁ হাঁ..... অসাধারন ছড়ায় ছড়ায় যুদ্ধ...............
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন কথা কয়ে তারে(প্রামানিক)
দিয়েছিনু পত্র;
রা নেই ওতে কোন
করলোনা গাত্র।
ধূৎ ছাই,ঘাট হলো
আর গায়ে মাখিনা;
কেমন আছ তুমি বলো
কত দিন দেখিনা।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮
প্রামানিক বলেছেন: ছন্দ ছড়ায় মন্তব্য
চলছে ভাই যুদ্ধ
কেউ করে হি হি
কেউ করে যুদ্ধ।
যে ভাই যেইভাবে
থাকেনাকো খুশিতে
ছোটদের দিয়ে দাও
চুইংগাম চুষিতে।
তবুও চলুক ছড়া লেখা
ব্লগের পাতাতে
মাথার মধ্যে যাই আসে
তাই লেখেন খাতাতে।
তার পরেও লেখা হোক
ছন্দ আর ছড়া ভাই
গদ্যটা যত পড়ি
ছড়ার মত মজা নাই।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে ভাই যেইভাবে
থাকেনাকো খুশিতে
ছোটদের দিয়ে দাও
চুইংগাম চুষিতে।
তা যা বলেছ বেশ
সমাধান মাস্ত খাঁটি;
ট্যা ফোঁ টি করলেই
পুরে দাও মুখে কাঠি।
এত গেলো জেনারেল
মডুগো কি মেডিসিন?
ছড়া বিদ্বেষি তারা
বঞ্চনা করে প্রতিদিন।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯
আরণ্যক রাখাল বলেছেন: আমি যদি আপনাদের মতো পারতাম লিখতে!
ছড়া পড়ায় যে মজা, একটা ভাবগম্ভির প্রবন্ধতে তার অর্ধেকও নেই। ছড়া লিখে সুকুমার রায় আজ নন্দিত।
ওর মতো আপনারাও পারবেন, জানি
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া লিখে হবো আমি
সুকুমার রায় খোদ!!!
চামে খোচা মেরে নিচ্ছ হে
কোন জনমের প্রতিশোধ?
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
রোষানল বলেছেন: এতো দেখি ছড়ায় ছড়ায় ছড়া ছড়ি
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মূল ছড়াটি ভুলেই গেছি
টানছি সবাই রাবার,
ছন্দটানে ঐকতানে
আমরা ছড়ার লাভার।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাই নাকি!
আমি তো আক্ষেপ করি ছড়া লিখতে না পারায়।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক হইছে
কয় কি যে পামরাজ;
তিনি হবে ছড়াকার
সুরে সুরে মারে ভাজ।(হুহ.........)
আর কত দিবা খোটা
মারবে কি অকালে;
শুনে শুনে আধামরা
সইছেনা ধকলে।
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
জুন বলেছেন: কি বলেন এত অসাধারণ ছড়াগুলো নির্বাচিত পাতায় যায় না! আমিতো সাত রাত সাত দিন ভেবেও আপনার মত করে এক লাইন ছড়াও লিখতে পারতাম না। আশা করি উর্ধতন কতৃপক্ষ এ ব্যপারে ভেবে দেখবে
আফসোস সুকুমার রায় বেচে থাকলে তার বোধ হয় এই হাল হতো কি করি আজ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষতক তুমিও !!!
রাখালে সুর মিলালে;
শিল্পীর তুলি দিয়ে
চামে খোঁচা বিলালে?
তবে এতে একমত
সুকুমারও খাবে ফেল;
ছড়া মানে সামুতে
শিশুতোষ বাজে খেল।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
আরণ্যক রাখাল বলেছেন: খোঁচা না, ভাই, সত্যি বলছি
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিঠে মিছে কথা দিয়ে
যত কর ফুলঝুরি;
অত নই মদনাটা
ঠিকি সেই ভুল ধরি।
তুমি ভায়া ব্লগরাজ
আমি চুনোপুটি;
বুঝি দ্যাও শান্তনা
পিছে হেসে কুটিকুটি।
আমিও কি কম ভাবি
হবো কভু তোমা যেথা;
দৌড় বাপু ঐটুকি
জানি নেই সেই মাথা।
না ঘরে,না ঘাটে গেনু
ধোবির আমি কুত্তা;
কপালেতে লাথি ঝাঁটা
মেনে নিলু ধূৎ তা।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোথা আছ ভায়া তুমি
কতদিন দেখিনা;
মিস ইউ ভেরি মাচ
ভেব মোটে মেকি না।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুধু ছড়া নয়, যে কোন লেখাই মানসম্মত হলে নির্বাচিত পাতায় যাওয়া উচিৎ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুনায়েদও যায় সেথা
যায়না স্রেফ ছড়াকার;
সেই কথা কবে কিডা
অত বড় গলা কার?
২২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
গেম চেঞ্জার বলেছেন: এটা ভাল, চালিয়ে যান। এটা ভাল!! চালিয়ে যান!!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাপু বলবিতো
ভালো হলো কোনটা?
অত ছাই বুঝি নাকি
নেই তোর মত গুণটা।
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: আমি যদি আপনাদের মতো পারতাম লিখতে!
ছড়া পড়ায় যে মজা, একটা ভাবগম্ভির প্রবন্ধতে তার অর্ধেকও নেই। ছড়া লিখে সুকুমার রায় আজ নন্দিত।
ওর মতো আপনারাও পারবেন, জানি।
রাখালের কথা শুনে
মনে পেনু শান্তি,
দূর হলো ছড়া নিয়ে
যত ছিলো ভ্রান্তি!
মডুরা না গুনলেও
ভয় আর পাবোনা,
পাঠকের ভালবাসা
আমাদের প্রেরণা!
নব উদ্যমে এসো
আছো যত ছড়াকার,
ছড়া লিখে প্রতিহত
করি সব অবিচার।
ব্লগের আঙিনায়
ছড়ার হোক ছড়াছড়ি,
পাঠকের হৃদয়েতে
ছড়া খাক গড়াগড়ি!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি না না খোকা বাবু
অত ত্বরা ভুলনা;
খোঁচাটাও বুঝলেনা,যবে
সুকুমারে দিলো তূলনা।
তারা হলো মেগাস্টার
ব্লগে নামী যুবরাজ;
ছড়া দেখে স্মিত হেসে
মিছে সুরে দেয় ভাজ।
ঠিকি জানি পিছে সবে
হেসে হয় কুটিকুটি;
তাই দেখে লাজে হই
জড়সড় গুটিসুটি।
তবে বাপু আর নয়
সময় ঘুরে দাঁড়াবার;
কারো ধার ধারিনাকো
মোরা সব ছড়াকার।
পাঠকেরে বশ করি
ছন্দের জাদু স্পর্শে;
ছড়াই হলো ব্লগে প্রাণ
হর্ষই যেথা বর্ষে।
২৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সামুর জ্ঞানী মডুরা
ছড়ার দিকেও নজর দিক,
আছেন মোদের কি করি ভাই,
আছেন ভাই প্রামাণিক।
ছড়ায় ছড়ায় কত যে
গল্প তারা বুনে যান!
সবাইকে হাসাতে পেরে
নিজেরা আনন্দ পান।
তবু কেন নির্বাচিত
পাতায় ছড়া থাকে না?
চার্জবিহীন নির্বাচন
ছড়া মনে রাখে না?
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখে যাও মডুরা
নয়া এক ছড়াকার;
ছন্দেরে দেবে ধ্বসে?
সে সাধ্য আছে কার??
জেগে ছড়া,ঘুমে ছড়া
ছড়া দেহে মননে;
সতত ছন্দে খেলি
শব্দের বুননে।
২৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আরে বাপু বলবিতো
ভালো হলো কোনটা?
অত ছাই বুঝি নাকি
নেই তোর মত গুণটা।
হেঃ হেঃ হেঃ
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেলানো হাসিটা দেখে
জ্বলে যায় পিত্তি;
কাছে পেলে দিমু ডলা
এক সত্যি,দুই সত্যি,তিন সত্যি।
২৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছড়া লিখে ছড়াকার
সবচে তা অনন্য
নাই তুলনা তার
বোঝেনা- সে নগন্য!
ভূলে যাও সব খেদ
কিবা হবে পাতা দিয়ে
সকলের হৃদে আছে
কত ভালবাসা নিয়ে।।
হীরা চিনে মানিকে
কচু চিনে বরাহ
শাস্ত্রের বিধানে
দুখ কভু নিও নাহ।
খোলা চিঠি দিলে বেশ
মনে লেগে রল রেশ
অনন্য এ সিরিজ
দারুন কারুকাজ।
সবশেষে করি দোয়া
ভাল থেকো চিরদিন;
সবাইকে নিয়ে লেখা
সিরিজ অনন্য সংকলন।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা এলে শেষে
ভেবেছিনু গেছ ভুলে;
সেই দুখে মনে মনে
রয়ে ছিনু বেশ ফোলে।
খেদমেদ নয় বাপু
মাঝে লাগে ভারী রাগ;
ছড়াকে ভেবেছে যা তা
ভাব যেনো যা যা ভাগ।
সতত হাতরে ফিরি
শব্দের ভান্ডার;
শব্দ বুননে গড়া
ছন্দের কারবার।
ভাবেটা কি মডুরা?
তুচ্ছ নগন্য??
ছড়া আদি শাস্ত্রের
শিল্প অনন্য।
কভু দেখি গালি দিয়েও
হয়ে যায় নির্বাচিত;
আর কভু দামী ছড়াও
অবহেলিত উপেক্ষিত।
বলছিনা মোর ছড়া
কেন সেথা যায়না;
মোর দাবী ভালো ছড়া
মূল্যায়িত কেন হয়না।
এসব বুঝাবো কারে
শুনতে যে লাগে কান;
মডু তারা,সে কি ঠাট
সিনা সদা টানটান।
তাই খোলা চিঠি দিয়ে
মন করি হাল্কা;
পোষ্ট পড়ে মডুদের
মনে মনে গাল খা।
তুমি মোর প্রাণসখা
সদা থেকো ভালো;
তোমাতেই যত আশা
লিখে ব্লগ কর আলো।
২৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
ভ্রমরের ডানা বলেছেন:
ছড়া লেখা খুব কঠিন
পারি নাতো লিখতে,
আফসোস করি খালি
পারি নাতো শিখতে।
চায়ে চায়ে দেখি আমি
প্রামানিক ভাইয়ের ছড়া।
মিষ্টি মিষ্টি মজার জিনিস
পুরাই মালাই রসে ভরা।
এখন দেখছি আপনিও
ছড়া লেখেন বেশ।
এত দিনে পেলাম আমি
ডবল ধামাকার রেশ।
ছড়ায় ছড়ায় খেলা হবে
আমরা নিব মজা,
আমি কিন্তু ছড়া প্রিয়
বলে দিলাম সোজা।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ায় ছড়ায় খেলা হবে
আমরা নিব মজা,
আমি কিন্তু ছড়া প্রিয়
বলে দিলাম সোজা।
তুমি আছ বলেইনা
লিখায় পাই প্রাণ;
ভ্রমরিয়া চালে তোমা
সুবাসিত ব্লগ'খান।
কে বল্লে পারোনা ছড়া
বেশ দেখি ছন্দ;
তোমাতেই ঠিকি পাই
ছড়াকারি গন্ধ।
২৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই দেখি ছড়াকারের মিছিল
এবার বুছি ভড়বে পাঠকের দিল
যারা -সবাই ছড়াকার
খুলে দাও মুডুদের দার
এবার হবে যুদ্ধ
দেখা যাবে ছড়াকাররাই মদ্ধ
চলুন সবাই এক সাথে দাঁড়াই
দেখে নাও ছন্দের বড়াই
এবার খেলা এখানেই শুরু
মেনে নিব তোমরা আমার গুরু
চলুক যা চলছে
মনের শান্তিত মিলছে
কেন শুধু প্রামানিক ভাই
এড়িয়ে যায় দায়
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন থেকে থ্যাংকস্ দিনু
তুমিই একা বুঝলে;
প্রামানিক কৌশলে
যায় হেথা পিছলে।
আগে চাই ইউনিটি
নিজেদেরি ঐক্য;
সে আশায় গুড়েবালি
মোরা নই পরিপক্ক।
২৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছড়া একটি সুপ্রাচীন এবং জনপ্রিয় স্টাইল। যে লেখতে পারে না, সেও ছড়া পছন্দ করে।
অতএব চলতে থাকুক ছড়া পোস্ট।
শুভেচ্ছা জানবেন।
প্রামানিক ভাইকেও শুভেচ্ছা
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ঐ কথা শুনে
সব দুখ গেলো উড়ে;
ফের হনু তরতাজা
মন পুরো ফুরফুরে।
কে কি কয়,খেতা পুড়ি
লিখা নয় কভু বন্ধ;
জেগেছে কবির মন
পাও কি বিল্পবী গন্ধ??
তোমাকেও থ্যাংকস্ ভায়া
ভালোবাসা নিও;
অগ্রীম বৈশাখী
শুভেচ্ছা জানিও।
৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চল চল সবাই লিখতে যাই ছড়া
দেখাব সবাইকে লিখক হলেম মোরা
আর কেন দেরী
চল ছড়া করি ফেরী
ছড়ার মেলা
ছড়ার খেলা
ছড়া হোক সাথী
ছড়া দিলে চল কথার মালা গাথী।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শব্দের মালা গেঁথে
বুনেছ ছন্দ বেশ;
ছোট ছড়া,তাতে কি?
রয়ে যায় মনে রেষ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
কালনী নদী বলেছেন: একটু নিচে গিয়ে দেখুন কি নাচটা না নাচতেছেন!