নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন ১
গুণীজন সিরিয়াল
লিখেছেন যে গুণি;
পাঠকেরা বাগ বাগ
প্রকাশিবে বই শুনি।
শায়মাপু মাতোয়ারা
শুনে হবে পাবলিশ;
ভৃগুদা গেমু নেচে হারা
হাতে তালি মুখে শীষ।
এত খুশী ক্যান বাপু
যত আছে তারি ভক্ত;
প্রকাশের লেট দেখে
আমি উল্টো বিরক্ত।
এই নিয়ে বই হবে
এতো ভারি স্বাভাবিক;
হবে তা বেস্ট সেলার
বলে দিনু আগে ঠিক।
কেমন তার আক্কেল
এতো কেনো মুখচোরা??
চুল পেকে গেছে তবু
বুদ্ধিতে কচি ছোরা।
ভৃগুদা দেখি ঠিকি কয়
দ্যাও তারে যত গুতা;
মুখেতে রা-টি নেই
কিশোরী লাজুক লতা।
গেমু যদি না জানাতো
বই-ও বুঝি হত মিস;
রাগে মাথা ঝা ঝা করে
হাত দুটো নিশপিশ।
লিটনদা,বোকা তুমি?
বুঝনাকো অভিমান?
নিউজ শুনে ভীনমুখে
দিল ভেঙ্গে খানখান।
রাগ ঝেরে সিধা কই
বুক ভরে গর্বে;
এ লিখা যেনো চালু থাকে
শত শত পর্বে।
লোকে যত হোক খুশী
দিক যত লাফঝাফ;
মোর চাই ফার্স্ট কপি
সাথে মাস্ট অটোগ্রাফ।
সেরাদের সেরা তুমি
কয় সব বোদ্ধা;
আজ ফের জানালুম
প্রাণঢালা শ্রদ্ধা।
উৎসর্গঃ
দেমাগে পা পড়েনা তার
ঠাট বাট ঠমকে;
চিন্তেটা এলে ঘটে
ভয়ে উঠি চমকে।
এও বুঝি বুঝা বাকী
ডেডিকেটে কোন জন?
আরিবাবা কে আবার
আলবাৎ গিয়াস লিটন।
ছবিঃ
প্রথমটি ফেবু থেকে
দ্বিতীয়টি গেমু;
আরো আছে সেইরাম
লিটনদা, দেমু?
১১ ই মে, ২০১৬ রাত ১০:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবাগো মলাম আমি
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছ শিল্প।
২| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০২
শায়মা বলেছেন: ফার্স্ট কপি তুমি নেবে?
আহা কত আল্লাদ!
মরে যাই মরে যাই
সখ দেখে, দেখে সাধ!
ফার্স্ট কপি অলরেডি
এসেছেন চলে,
কার হাতে বলো দেখি
কে দেয় বলে!
হা হা হি হি হো হো ভায়া
বোকারাম হদ্দ
পাবে নাকো ফার্স্ট পিস
যত লেখো পদ্য!
১১ ই মে, ২০১৬ রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগে গেলে বাঘে খায়
পিছে গেলে সোনা;
ফার্স্ট কপি ভুলে ভরা
পেজও হাতে গুনা।
আসল কপি লিটনদা
রাখিয়াছে মোর তরে;
শোকেসের টপ তাকে
শোভা পাবে মোর ঘরে।
মিছে হেসে হও খুন
দেখে লাগে আফসোস;
ফেক কপি নিয়ে সেকি
উল্লাসে দিলখোশ।
৩| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৪
শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার।
আপনার ছড়া পড়ে
হয়ে যাই মুগ্ধ!
মনে হয় ধ্যানে আছি
আমি এক বুদ্ধ!
জিনিভাইয়া একটা বানান ভুল হয়েছে। বুদ্ধ না বুদ্ধু হবে!!!!!!!!!!!
১১ ই মে, ২০১৬ রাত ১০:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা আপু বলেছ
আমি মহা বুদ্ধু;
গুনখানা খান্দানি
সাথে আপু শুদ্বু (শ্যাম্পু অওর শায়মাপু)।
৪| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম
১১ ই মে, ২০১৬ রাত ১০:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুমহাম যতই কর
পাবেনাকো ফার্স্ট কপি;
কনট্রাক্ট পাকাপাকি
বাগিয়েছি চুপিচুপি।
৫| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০৮
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার।
আপনার ছড়া পড়ে
হয়ে যাই মুগ্ধ!
মনে হয় ধ্যানে আছি
আমি এক বুদ্ধ!
জিনিভাইয়া একটা বানান ভুল হয়েছে। বুদ্ধ না বুদ্ধু হবে!!!!!!!!!!!
নাহ! বুদ্ধই লিখেছি!
১১ ই মে, ২০১৬ রাত ১০:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফান করে শ্যাম্পুনি
আমি ভায়া সিরিয়াস;
নামে তুমি জেন রসি
কামে পুরো জিনিয়াস।
৬| ১১ ই মে, ২০১৬ রাত ১০:২৯
সাহসী সন্তান বলেছেন: লিটন ভাইয়ের চেহারডা কিন্তু ঝাক্কাস ব্রাদার! এক্কেরে নায়কের লাহান! যেমন মেধা, তেমনই তার গঠনমূলক লেখা। আমি সত্যিই ওনার অনেক বড় ফান!
লিটন ভাইয়ের সুলিখিত বইয়ের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি!
উনার জন্য অবশ্যই অনেক অনেক শুভ কামনা! আর আপনার জন্য একগাদা সমবেদনা!
১১ ই মে, ২০১৬ রাত ১০:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি তার কথা বলে
পুরো লেডি কিলার;
বোকা গাধি মেয়ে সব
তাহাতে পায় থ্রীলার।
কত কথা ফুলঝুরি
ফোনের ঐ চ্যাটিংএ;
ফ্রেন্ডশিপ নাম করে
নিয়ে যায় ডেটিংএ।
হাত ধরা থেকে শুরু
ঠোটে গিয়ে থামতে;
খেলা উঠে জমে ধীরে
কৌশলে নিতে রূমেতে।
এইভাবে দিনে দিনে
বানালেন কত গোপী;
প্রেমে ওস্তাদ তিনি
বস মেনে তারে জপি।
৭| ১১ ই মে, ২০১৬ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: চমৎকার।
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোনটির কথা কও
বই নাকি ছড়া?
জানি কবে বইখানি
ছন্দে মোর খরা।
৮| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:২৪
দইজ্জার তুআন বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগারকে
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কনগ্র্যাটস্ লিটনদা
তিনি সকলেরি প্রিয়;
কমেন্টে মেনি থ্যাংকস্
শুভেচ্ছা জানিও।
৯| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:২৬
দইজ্জার তুআন বলেছেন: আসলেই হি লুকস ভেরি ম্যানলি......................
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাহনীতে সেকি জাদু
মাইয়ারা যায় পটে;
শিডিউল ভেরি টাফ
পড়েছেন প্রেম জটে..............
১০| ১২ ই মে, ২০১৬ ভোর ৬:২৭
দইজ্জার তুআন বলেছেন: যারে নিয়া এত্ত আয়োজন হেইতো নাইক্কা
১২ ই মে, ২০১৬ ভোর ৬:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সময়ের দাম আছে
তিনি মহা ব্যস্ত;
বইখানি ছাপাছাপি
কাজ হোক শেষ তো।
১১| ১২ ই মে, ২০১৬ সকাল ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়া লিটন ভায়া
করছ তুমি কি?
এই দেখোনা তোমার নামে
ছড়া লিখেছি।
===
আসলেই গুনি ভায়া
করে অমর এক সাধন
হয়ে গেল ভজন পূরণ
পেল অমূল্য রতন।
আমরাও পেনু সাথে
সে রতনের ঝিলিক
এত বড় হাস্তি সাথে__
মোরা চুনোপুটি লেখক!
বুক ভরে গর্বে
বলি জানো ব্লগে
লিটন ভাইয়ের সাথে
আমরাও লেখি যে!
বই শূধু বই নয়
ইতিহাস এ দেশের
গর্ব, সম্মান আর
গুনিজন প্রেরণার ।
যে দেশে নেই কদর
জ্ঞানী আর গুনিদের
জন্মেনা সে দেশে
বীজ ফুল উনাদের।
লিটন ভায়া দিলেন
নতুন পথ দেখিয়ে
যে পথ বেয়ে
গুনিরা আসবে ধেয়ে
এতবড় আইডি
সংক্ষেপে কি করি
ধন্যবাদ তোমাকেও
এ সুযোগ দিলে করি।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুক ভরে গর্বে
বলি জানো ব্লগে
লিটন ভাইয়ের সাথে
আমরাও লেখি যে!
বই শূধু বই নয়
ইতিহাস এ দেশের
গর্ব, সম্মান আর
গুনিজন প্রেরণার ।
যে দেশে নেই কদর
জ্ঞানী আর গুনিদের
জন্মেনা সে দেশে
বীজ ফুল উনাদের।
লিটন ভায়া দিলেন
নতুন পথ দেখিয়ে
যে পথ বেয়ে
গুনিরা আসবে ধেয়ে
নয়া আর বলবো কি
সবি দিলে বলে;
মেনি মেনি শুকরিয়া
এসো মিলি গলে।
গুণীজন সিরিয়াল
তার মহা কীর্তি;
উঠবে তাহারো নাম
মনে মোর আর্তি।
কি জাদু লেখনিতে
পড়ে হই বিস্মিত;
পাঠক আর ফ্যান দেখে
মনে মহা ঈর্ষিত।
জানি জানি সামুয় আছে
আরো কত বাঘা বাঘা;
আমি পুঁটি সহব্লগার
এ সুখে বুকে সদা শ্লাঘা।
লেখক তিনি কত উঁচা
তাও নেই কণা ইগো;
মন তার আরো উঁচা
ঠিক কিনা?বলো কিগো?
১২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০৪
গেম চেঞ্জার বলেছেন: ফার্স্ট কপি নিয়া টানা হ্যাচড়া করবার কি দরকার? ঐটা তো আমার।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চুপ থাক পুচকে
বেশী কথা কছ;
অলওয়েজ জানবি
আমি তোর বস।
শ্যাম্পুর যন্ত্রনায়
এমনিতে অস্থির;
গোদ কা বিষফোঁড়া
তিনি মারে আরো তীর!!!
অতশত বুঝিনাকো
ফার্স্ট কপি মোর;
কাঁদিসনে সেকেন্ডটা
আলবাৎ তোর।
১৩| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার!
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা বলেছ ভায়া
নেই মোটে ডাউট;
শুনে হলো মন খুশী
নাও.....খাও স্পাউট।
১৪| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:২৩
শায়মা বলেছেন: গেমু সাবধান! দইজ্জার তুয়ান কিন্তু ধরলো!
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক বলেছ,দাও লেলিয়ে
দইজ্জার ঐ তুয়ান;
ফার্স্ট কপি চায়!!! সাহস কত
চুবিয়ে দিক ধুয়ান।
১৫| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:২৪
রুদ্র জাহেদ বলেছেন: বইয়ের জন্য নতুন করে কিছু বলারতো নেই।
আর ছড়া?প্রিয় ছড়াকার লিখেন আপনি অসাধারন
মুগ্ধ হতে নেইকো বারণ
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া গরীবেরে
দ্যাও হুদা মিছে পাম;
সে বুঝি জানিনে আমি?
নেই মোর সিকি দাম।
১৬| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:২৯
শামছুল ইসলাম বলেছেন: হৃদয় উৎসারিত ভালবাসার প্রকাশ বুঝি এমনই হয় !!!!
//রাগ ঝেরে সিধা কই
বুক ভরে গর্বে;
এ লিখা যেনো চালু থাকে
শত শত পর্বে।// -- কবির মত কামনা করি গিয়াস ভাইয়ের লেখা শত শত পর্ব।
ভাল থাকুন। সবসময়।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাজী ধরে লাখ টাকা
তোমা সনে একমত;
পর্ব শত না যদি হয়
কানে ধরে দেব খত।
১৭| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: থাকতে কি দেবে নাকো
মোরে আর জিন্দা !
গুণী টুনি বলে কেন
কর শরমিন্দা !
পাগলের হাতে কুড়াল
এ বড় ডেঞ্জার
ভৃগু ভায়া জানে ভাল
জানে গেম চেঞ্জার ।
আমার বই প্রকাশ জেনো
এমনই এক কীর্তি (?)
পড়া শেষে পাঠকরা
টাকা চা'বে ফিরতি ।
শায়মা'টা মেয়ে ভাল
কম নয় কিপটা
দেয়নি তো টেরারিয়াম
আমাকে গিফট টা ।
গেম ভায়া জ্ঞানী জন
করি তাকে রেসপ্যাক্ট
মোর ফ্রেনড রিকু টা
করেছেন এক্সেপট ।
ফেবুতে পেয়ে এই
প্রচ্ছদের ছবি
সামুতে চাউর করে
দিয়েছেন সবি ।
তুমি ভায়া লিখেছো
বেশ অতিরিক্ত
সেরকম কিছু নই
আমি অতী রিক্ত ।
সামুতে সবার কাছে
রইলাম কৃতজ্ঞ
কিভাবে যে ঋণ সুধী
আমি বড় অজ্ঞ ।
;কি করি ভাইয়ের কাছেও
হয়ে আছি ঋণী
মঙ্গল করুন তোমার ,
প্রতিপালক যিনি ।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ তোমার উচ্চ অতি
বলছি খেয়ে কসম;
ভয়েই হলুম আধামরা
দাঁড়ায় গায়ের পশম।
ছড়াতেও দিনদিন
বাড়ছে যে দক্ষতা;
কি যে হবে এই মোর
পেইন করে বক্ষটা।
তোমাদেরি মত ভায়া
না পারি গদ্য কিবা পদ্য;
টিকেছিনু এতদিন লিখে
ছড়া যত অখাদ্য।
ছড়া লিখা ধরলে বড়
বুঝি মোর দিন শেষ;
পাঠক হয়ে কাটাবো
বাকী ক'টা দিন বেশ।
১৮| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'কি করির' মাহাত্ব্য
বলেছেন জেন রসি
ছন্দময় থাকুক সদা
''ভেবে না পাই''র মসি ।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঈমানসে কই বাপু
মোর ডর ভায়া তুমি;
ছন্দের বাড় দেখে
গা উঠে ছমছমি। B:-)
ছড়াতেও হাত দিলে
এই কাম সারছে;
লিটইন্না ভাইয়াডা
মোরে ভাতে মারছে।
১৯| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: গিয়াস ভাইয়ের জন্য শুভেচ্ছা আর শুভকামনা।
ধন্যবাদ লেখককে ।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে জানাই কৃতজ্ঞতা
ভালো থেকো ভায়া;
দুঃখ জরা অমঙ্গলের
না পড়ে কভু ছায়া।
২০| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা , গেম , কি করি
তুলিয়াছেন তর্ক !
যা দেখে হয়ে আছি
সদা সতর্ক !
ফার্স্ট কপি কে পেয়েছে ?
অনেকেই সরব
এখানেই কবি কিন্তু
রহিয়াছে নিরব ।
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলেই ঝামেলাটা
বাড়ছে যে দিনে দিনে;
কপি খানা স্রেফ মোর
কয়ে দাও সিনা টেনে,
২১| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
,
সাহসী ভাই যা বলেছেন
নিতান্তই কৌতুক ,
উনার কথা সত্যি হলে
পেলাম না ক্যান যৌতুক
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো চাও যৌতুক........হুহহ
বিয়েতো করেছ পরী;
তোমার ঐ সুখ দেখে
আমি ভৃগু জ্বলে মরি।
২২| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
প্রিয় কবি সুমন কর
বলেছেন: চমৎকার।
তিনি ব্লগের সবার প্রিয়
আমার মতে অমত কার ?
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমনদা প্রিয়জন
তাতে কিবা নয়া;
মোরে দেয় খালি পাম
মিছে কয়া কয়া।
২৩| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
জিনি ভায়া গৌতম কে বুদ্ধু বলে
মিলিয়েছেন ছন্দ
শায়মা যা বুঝিয়েছে
সেটাও নয় মন্দ !!
১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ্যাম্পুটা ক্যান জানি
মোর উপরে ক্ষুদ্ধ;
কৌশলে সেই ক্ষোভে
কয়েছে মোরে বুদ্ধু।
২৪| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
প্রথম কমেন্ট পেয়ে
ভরিয়াছে প্রাণ ,
শুভেচ্ছা নিও তুমি
দইজ্জার তুআন
১২ ই মে, ২০১৬ রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চেননাতো মালডারে
মহা এক বিচ্ছু;
চান্স পেলে দেবে বাঁশ
মানেনা সে কিচ্ছু।
২৫| ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫
এস কাজী বলেছেন: খুব সুন্দএ হয়েছে।
লিটন ভাই আমার ও একজন প্রিয় ব্লগার। বিশেষ করে উনার রম্য আমার অনেক পছন্দের
১২ ই মে, ২০১৬ রাত ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ট্যালেন্টে ভরপুর
কিলবিলে বুদ্ধি;
কতো কিছু ধরে বাপু
মগজের মধ্যি।
পোষ্ট তার হামেশা
পাঠে অনবদ্য;
যাই লিখে তাই হিট
গদ্য বা পদ্য।
গুণীজন সিরিয়াল
তার মহা কীর্তি;
পাঠকের শেষ নেই
ফ্যান হেথা ভর্তি।
এই সিরিয়াল পড়ে
বুক ভরে গর্বে;
পোষ্ট যেনো চালু থাকে
শত শত পর্বে।
গুণীজন-ই নয় তার
জেনো স্রেফ কম্মো;
আরো আছে কতো শত
আর্টিকেল ও রম্য।
আমি অতি সাধারণ
নই বড় বোদ্ধা;
গুণী এই লেখকেরে
জানালুম শ্রদ্ধা।
২৬| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮
হাফিজ বিন শামসী বলেছেন: লিটন ভাইসহ সব ছড়াকারের প্রতি শুভেচ্ছা রইল।
১২ ই মে, ২০১৬ রাত ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানালে
মন হলো খুশী;
তোমাকেও শুভেচ্ছা
ইয়াত্ত বেশী বেশী।
২৭| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: লিটন ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা আর একই সাথে লেখক আপনার জন্য ভালো লাগা থাকলো ।
১২ ই মে, ২০১৬ রাত ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লাগা জানালেন
উৎসাহ পেলুম
পাঠে জানাই কৃতজ্ঞতা
কৃতার্থ হলুম।
২৮| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৩
মুসাফির নামা বলেছেন: লিঠন ভাই এর জন্য শুভকামনা।
১২ ই মে, ২০১৬ রাত ৯:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা দোয়া দিয়ে
নই আমি ক্ষান্ত;
ফার্স্ট প্রিন্ট সেল করে
তবে হব শান্ত।
২৯| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০১
পবন সরকার বলেছেন: এক কথায় চমৎকার।
১২ ই মে, ২০১৬ রাত ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট পড়েছেন,মজাও পেলেন
এইতো আমার পাওয়া,
ভালো থাকুন,সুস্থ থাকুন
খোদার কাছে চাওয়া।
৩০| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
গুলশান কিবরীয়া বলেছেন: বেশ ছন্দের সমারোহ ঘটেছে তো !! ছন্দে ছন্দে দুলি আনন্দে আর লেখক গিয়াস লিটনকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন । আপনাকেও অশেষ ধন্যবাদ ।
১২ ই মে, ২০১৬ রাত ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ায় ছড়ায় লড়াই করে
গিয়েছিলুম নেতিয়ে,
তাল দিলে তাই,সাহস পেলুম
উঠবো আবার তাতিয়ে.....
৩১| ১২ ই মে, ২০১৬ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
কি করি , ভৃগু ভাই
সামুর সত্যেন্দ্র নাথ,
রিপ্লাই কি দেব ভাবি
মাথায় দিয়ে হাত ।
দুজনেই বড় কবি
বড় ছড়াকার
শব্দে গাথেন মালা
ঝানু মালাকার ।
ভৃগু,শায়মা, কি করি
তাঁরা আমার সুহৃদ
ছন্দেতে আমি কিন্তু
এ তিন জনের মুরিদ ।।
এ তিনজন, সামুর সবাই
নিবেন শুভ কামনা
সামু আমার প্রিয় নিবাস
ভাবি সদাই আপনা ।
১২ ই মে, ২০১৬ রাত ৯:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায় কথায় ফোড়ন কাটার
স্বভাব তোমার গেলোনা;
তাই বলে অধমের সনে
সত্য বাবুর তূলনা !!!
বুঝলুম বে-গুণ আমি
ব্রেনলেস ফেলো;
এভাবে করলে চামে
ব্লগে মোরে খেলো ??
সুহৃদ বললে যেই
সিনা হলো টানটান;
খুশীর জোয়ার ছুটে
আকুল হইলো প্রাণ।
শায়মাপু,ভৃগুদা
তোমার ঐ নাম সনে;
সহব্লগারটি কয়ে
ভাব মারি জনে জনে।
যতই ক্ষূদ্র মোর
লিখায় পরিব্যপ্তি;
তোমাদেরি সখ্যতা
মোর মহা প্রাপ্তি।
৩২| ১২ ই মে, ২০১৬ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ফার্স্ট কপি নিয়ে দেখি
চলছে কাড়াকাড়ি
ও কপিটা চুরি হয়েছে
করতে যাচ্ছি জিডি ।
কি করি, গেম,
তাদের সাথে আছে এক বালিকায়
আপাতত এ তিন জন
সন্দেহের তালিকায় ।
১২ ই মে, ২০১৬ রাত ৯:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধুনফুন যত কর
কথা কই সাফসাফ;
ফার্স্টকপি চাই-ই চাই
সাথে তোমা অটোগ্রাফ।
লোক পাওনা,দেহাও মোরে
পুলিশের ডরানি;
মোর কাহা চহিদার
শালা থানার কেরাণী।
যদি কর চিটারি
ধারা চাইরশ বিশ;
দিলে মোরে ফার্স্টকপি
কেস আপোষে ডিসমিস।
৩৩| ১২ ই মে, ২০১৬ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
,
প্রোফাইলের সূর্যটা
দেখাচ্ছে বেশ রাগী
শুভেচ্ছা জানবেন
অনিকেত বৈরাগী ।
১২ ই মে, ২০১৬ রাত ৯:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাই কও প্রপিটাতে
আছে বেশ কারিগরি;
দাঁড়িয়েছে বৈরাগী
সূর্যের ছায়া ধরি।
৩৪| ১২ ই মে, ২০১৬ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
শায়মা কে বলছি
শুন কান খুলে
তুমি বোধ হয় ডুবে
আছো মহা এক ভুলে ।
দইজ্জার তুয়ান ভালা মানুষ
কেন হব সাবধান
সেকি তবে মই দিয়ে
নাশিছে তোমার ধান ?
১২ ই মে, ২০১৬ রাত ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না ভায়া আপুনির
এতে কোন দোষ নাই;
আমারো যে মন চায়
দইজ্জারে থাপরাই।
ব্যাটা মোর জানি দোস্ত
চিনি তারে বহুদিন;
আস্ত খবিস সে যে
বদ পাজী মিনমিন।
৩৫| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
যার কথা বলছেন
তিনি কবি নন ক্ষুদ্র
শুভেচ্ছা জানবে
জাহেদ ভাই রুদ্র ।
১২ ই মে, ২০১৬ রাত ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দেতে রুদ্রদা
জেনো মহা পোক্ত;
হাছা কতি নেই লাজ
আমি তারি ভক্ত।
৩৬| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
আপনার কমেন্টে
কষে লাইক হাঁকলাম
শুভেচ্ছা জানবেন
শামছুল ইসলাম .।
১২ ই মে, ২০১৬ রাত ১০:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শামছুল ইসলাম
বড় ভালা লোক;
দোয়া করি সতত
তার ভালা হোক।
শামস মানে জানো নাকি?
মনে হয় সূর্য;
ডিকশনারি দেখে জেনে নেব
নেই সেই ধৈর্য।
৩৭| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: মুরুব্বীর দোয়া সাথে ছিল , তাই আজকে একদম উপড়ে থুক্কু এতখানি উপরে উঠতে পেরেছেন
শুভ কামনা লিটন ভাই
১২ ই মে, ২০১৬ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোয়া ছিলো বলে তারে
ক্রেডিট দিতে ছেড়না;
সাথে ছিলেন পরীর রাণী
মোদের ভাবীর প্রেরণা।
৩৮| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ্
,
,
সামুতে আপনি
আমার একজন গুরু
শুভেচ্ছা জানবেন
নূর মোহাম্মদ নূরু ।
১২ ই মে, ২০১৬ রাত ১০:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফানেরও লিমিট আছে
কি যে কও ধুরু;
নুরুদা নবীন ব্লগার
সবে তার শুরু।
৩৯| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
,
কি করি ভাবে মোরে
মহা এক পাজি
ভেবে না পাই শুনো এখন
কি বলছেন এস কাজী
১২ ই মে, ২০১৬ রাত ১০:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাজী ভায়া মোর দলে
বলি ধরে বাজি;
কথা না মিললে তবে
যে সাজা দেবে রাজী।
৪০| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
আপনার ব্লগ দেখি
নিরব আর সুনসান !!
শুভেচ্ছা জানবেন
কিবরীয়া গুলশান ।।
১৩ ই মে, ২০১৬ ভোর ৫:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ তথ্য জানো?আপু
বিরিয়ানী ফুল খান;
মিনিমাম দুই বাটি
মাটনের ঝোল চান।
৪১| ১২ ই মে, ২০১৬ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
উপরেতে উঠিনিকো
আছে সবার জানা
সালাম নিবেন মুরুব্বী
মনিরা সুলতানা ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৫:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিনয় যতই কর
তুমি আকাশেরি তারা;
সেকথাই কয়েছেন
প্রিয় আপুনি মনিরা।
৪২| ১২ ই মে, ২০১৬ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
বরাবরের মতোই ছন্দময় । তবে কঠিন সত্যটা হলো, সহ-ব্লগারদের প্রকাশিত বই আমরা ব্লগাররাই কিনিনে । যতোই লাফালাফি এই ব্লগেই । বাস্তব বড়ই কঠিন ।
আমার এমন কথায় আপনারা রাগ হতে পারেন কিন্তু অতীতের অভিজ্ঞতা আমার কথার পক্ষেই রায় দেবে ।
লিটনের প্রকাশিতব্য বইটি আমার কথাকে লজ্জা দিক সেই আশাবাদ রইলো ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আর বলতে ভায়া
অগ্নি-ই তার সাক্ষী;
মুখে যত সামু প্রেম
হেথা পথ হারা লক্ষী।
ঘাট হলো এইবার
নো রিপিট ইতিহাস;
ফার্স্ট প্রিন্ট কিনে তবে
ফেলবো সামুয় শ্বাস।
৪৩| ১২ ই মে, ২০১৬ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা লিটন ভাই ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারটা কি হে ভায়া
মোর ব্লগে আসোনা;
যদিও বা জানি বুঝি
লিখা মোর খাসও না।
৪৪| ১২ ই মে, ২০১৬ রাত ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
ছড়াকার ? শুনে আমি
গরমেতে ঘামছি
শুভেচ্ছা জানবেন
হাফিজ বিন শামসী ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ছন্দ দেখে
লাজে আমি আমসি;
ছড়াঘরে তালা দিয়ে
ত্বরা নীচে নামছি।
৪৫| ১২ ই মে, ২০১৬ রাত ১০:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
সব সময় পাশে আছি
এই করলাম প্রমিজ
আপনাকেও শুভেচ্ছা
ভাই ঠ্যঠা মফিজ ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ ছড়ায় হার মেনেছি
সব চুকিয়ে ল্যাঠা;
মুখ লুকাব,পালাই কোথা
শেল্টার চাই ঠ্যঠা।
৪৬| ১২ ই মে, ২০১৬ রাত ১০:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
মুসাফির নামে আমার
ছিলেন এক মামা
আপনি কি সেই জন ?
মুসাফির নামা ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইনি নন সেই জন
যত দ্যাও পামা;
ঠিকি জানো সেই মামা
ভেগেছেন লামা।
৪৭| ১২ ই মে, ২০১৬ রাত ১০:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '
'
'
কি করির শানে এমন কথা
বলার আছে দরকার
শুভেচ্ছা রইল
ভাই পবন সরকার ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই পাম্পু দিক
প্রিয় ভায়া পবন;
আমি হনু সেই ডাল
যা-তে নেই লবন।
৪৮| ১২ ই মে, ২০১৬ রাত ১১:২১
মুই কোলো হাবিল্লা কতা কবা হামলাইয়া বলেছেন:
ওড়ে মোর আল্লা
এহানে দেহি লাগজে
কবিতা লেহার পাল্লা
মুই এহন কি হরি
এ গেদু তুই দেক দেহি
অত্তবড় ছবিডা বানাইছে ক্যামনে ও আল্লা
সবাই মিইল্লা কও মাসাল্লা মাসাল্লা
মোরা দুই ভাই আইয়া পড়ছি
চিন্তা নাই সুবহানাল্লা সুবহানাল্লা।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমকে গেছি যেই এলে ভাই
নামের সেকি জেল্লা;
ছন্দ তোমার উচ্চ অতি
মারহাবা মাশাআল্লাহ।
৪৯| ১২ ই মে, ২০১৬ রাত ১১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই , অপ্রিয় এক সত্য কথা তুলে ধরেছেন । সম্পুরক মন্তব্যটা ছন্দে দিয়ে এর গুরুত্ব হাল্কা করতে চাইছিনা ।
একই ফ্যাটফর্মে লিখার সুবাদে ব্লগের সকলেই আমরা একজন আরেক জনের পরিচিত আপন । তাই একজন ব্লগারের বই প্রকাশ হওয়া আমার কাছে সব সময়েই গর্ভের এবং আনন্দের ।
মেলায় প্রকাশিত প্রায় বই একই সময়ে আমাদের জেলা শহরে পাওয়া যায় । তার পরও আমি প্রতিবার বই মেলায় যাই , শুধু ব্লগারদের লিখা বই গুলি সংগ্রহ করার জন্য । কারণ এ বই গুলি জেলা শহরে আসেনা ।
আমি গর্ভ ভরে আমার বাচ্ছা আর অন্যদের দেখাই যে , দেখ এই লিখক সহ আমরা এক সাথে ব্লগিং করি , ইনি আমার পরিচিত স্বজন ।
একই বিষয় নিয়ে আমি অনেক কে হীনমন্যতায় ভুগতে দেখেছি । তারা ঈর্ষাপরায়ণতায় ভোগেন । একটা উদাহরণ দিচ্ছি - লিখক হিসাবে আমি লো-কোয়ালিটি , এটা আমি যেমন জানি অন্যরাও জানে । তারপরও ফেবুতে কিছু লিখলে অনেকেই লাইক বা কমেন্ট করেন । একটু বিরতি দেখলে অনেকেই ইনবক্স করেন ,''আপনার লিখা পাচ্ছিনা কেন?''
তাজ্জবের বিষয় হচ্ছে আমার বই প্রকাশের সংবাদ সম্বলিত পোস্টে দেখি আমার নিয়মিত পাঠকদের বেশির ভাগই হাজির নাই ।
এই পোস্টে তাঁদের লাইক বা কমেন্ট পেয়ে পাছে আমি ধন্য হয়ে যাই , এই ভয়ে তারা লাইক, কমেন্ট প্রদান থেকে সচেতন ভাবেই বিরত থাকেন ।
তবে আমার সহব্লগার রা সেরকম নন । ফেবুতে ব্লগার যাঁদের সাথে আমি এড আছি তাঁরা আমার আমার বই প্রকাশের সংবাদ সম্বলিত পোস্টে সকলেই ঝাঁপিয়ে পরেছেন ।
আসলে বই বিক্রি হলে আমার অর্থনৈতিক ভাবে কোন লাভ নাই , তার পরও আমি চাইবো আমার সকল সুহৃদ অন্তত এক কপি বই কিনুক । এতে আমার উপর যে পাহাড় সম আস্থা নিয়ে , প্রকাশক অর্থনৈতিক ঝুঁকি নিয়েছেন , তাঁর আস্থার প্রতিদানের পথটা আমার জন্য সুগম হবে । এবং আগামীতেও প্রকাশকগণ নতুন লিখকদের বই প্রকাশে উৎসাহিত হবেন ।
১৩ ই মে, ২০১৬ ভোর ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই , অপ্রিয় এক সত্য কথা তুলে ধরেছেন । সম্পুরক মন্তব্যটা ছন্দে দিয়ে এর গুরুত্ব হাল্কা করতে চাইছিনা ।
দিল হুয়া চুর চুর
যো বাত কিয়া পাল কা;
ছন্দে জবাব দিলে
গুরুত্ব হবে হাল্কা ??
ছন্দে যা বলা যায়
স্রেফ এক ছত্রে;
লিখে শেষ হয়না সে
গদ্যের লাখো পত্রে।
ছন্দের শক্তিকে
করনাকো অবহেলা;
যতই তুচ্ছ ভাবো
এ নয় মোটে ছেলেখেলা।
বইয়ের সেলটি নিয়ে
প্লিজ ভায়া ভেবনা;
এ হলো ব্লগার্স টাং
ওয়র্থলেস ফেবুনা।
ফার্স্ট কপি নিয়েই যা
শুরু হলো টানাটানি;
হাঙ্গামা কি হবে বাপু
বেরুলে,সে না জানি।
৫০| ১২ ই মে, ২০১৬ রাত ১১:২৯
তেলাপোকা রোমেন বলেছেন: আমিতো ছড়া লিখতে পারিনা! আমার কি হপে? আমি কি বই পাবনা?
১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া লিখনা,তাতে কি বা
গদ্যতে সেরা তুমি;
তাও কই নিক দেখে
গা উঠে ডরে ছমছমি।
৫১| ১২ ই মে, ২০১৬ রাত ১১:৫৪
মানবী বলেছেন: প্রিয় ব্লগার গিয়াস লিটনকে আন্তরিক অভিনন্দন!
অত্যন্ত অ্যিনব আইডিয়া নিয়ে শুরু করা সিরিজ বই আকারে বের হয়েছে জেনে ভালো লাগলো, বইটির সাফল্য কামনা করছি।
এই পোস্টের লেখকের ছড়ার বই শিঘ্রী বের হবে আশা করি।
পোস্টের জন্য ধন্যবাদ।
১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানবীর মানবীয়
উইশ শুনে ভরে প্রাণ;
তাও কই যদি লিখি
রইবে কি বইয়ের মান ??
৫২| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:০৪
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: চুপ থাক পুচকে
বেশী কথা কছ;
অলওয়েজ জানবি
আমি তোর বস।
শ্যাম্পুর যন্ত্রনায়
এমনিতে অস্থির;
গোদ কা বিষফোঁড়া
তিনি মারে আরো তীর!!!
অতশত বুঝিনাকো
ফার্স্ট কপি মোর;
কাঁদিসনে সেকেন্ডটা
আলবাৎ তোর।
কুনু কথা চইলত নো,
ফার্স্ট কপি আমাররররররররররররর
ইট ইজ মাইন মাইন মাইন...........
১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ গেমু ঢের হলো
রাখ তোর পেখনা;
আর বাকীদের দেখে
কিছু বাপু শেখনা।
জানিসই তো লিটনদার
আমি অতি খাস;
ফার্স্টটি পাবিনে কভু
যত কেঁদে চাস।
কথা সব ফাইনাল
কপিখানি মোর;
আগেইতো কয়েছি
সেকেন্ডখানি তোর।
৫৩| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:০৫
এহসান সাবির বলেছেন: লিটন ভাইয়ে জন্য সব সময় শুভ কামনা।
পোস্টে ভালো লাগা রইল।
++++++
১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লাস দিলে মোট ছয়
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।
৫৪| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৩৭
গেম চেঞ্জার বলেছেন: শায়মা বলেছেন: গেমু সাবধান! দইজ্জার তুয়ান কিন্তু ধরলো!
লেখক বলেছেন: ঠিক বলেছ,দাও লেলিয়ে
দইজ্জার ঐ তুয়ান;
ফার্স্ট কপি চায়!!! সাহস কত
চুবিয়ে দিক ধুয়ান।
বেশ হয়েছে!! বেশ হয়েছে!!!
ফার্স্ট কপিটা বুক হয়েছে
গেমুর নামে আহহারে!!!
দইজ্জার তুয়ান ফাল দিয়েছে
উরে বাপ বাপ্পা রে!!
তাক ধিন ধিন, ধিন তা
ইচিং বিচিং চিচিং চা
ফার্স্ট কপিটাই গেমু নিয়েছে
বেশ হয়েছে বেশ হয়েছে
কান্দে আপু, কান্দে জেসন,
নিচ্ছে বেজায় ভীষম লেসন।
হাসছে দেখ ভোঁদর চাচা,
নাচছে নাচন তিড়িং নাচা।
তাক ধিন ধিন, ধিন তা
তা না নানা না।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক করে ক তো গেমু
জেসনটা কে রে?
কান্না থামারে বাপু
বই নিবি নে রে।
আরে বাবা ওটা নয়
ওটা হলো ফার্স্ট কপি;
সেইখানা লিটনদা
দিয়েছে মোরে চুপি চুপি।
৫৫| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩
পুলহ বলেছেন: লিটন ভাইকে নিয়ে আপনার আগের ছড়াটাও ভালো লেগেছিলো, এটাও লাগলো।
"এই নিয়ে বই হবে
এতো ভারি স্বাভাবিক;
হবে তা বেস্ট সেলার
বলে দিনু আগে ঠিক।"-- তাই হোক- এই শুভকামনা!
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''তাই হোক'' মানে কিগো
আছে বুঝি শংকা?
ফার্স্ট কপি নিয়েই যা
শুরু কান্ড লংকা !!!
৫৬| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫
কাবিল বলেছেন: লিটন ভাইয়ে জন্য শুভ কামনা।
সেই সাথে ছড়া যাদুকরকে হাজারো ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোবা তোবা ক্ষমো মোরে
কারে কও যাদুকর?
প্রামানিক যদি শুনে
দেবে মোরে লাথি চর।
৫৭| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:১৪
আরণ্যক রাখাল বলেছেন:
চুল পেকে গেছে তবু
বুদ্ধিতে কচি ছোরা।
হা হা। দারুণ।
প্রিয় ব্লগারকে শ্রদ্ধা ও আপনার জন্য শুভকামনা
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
তোমার ঐ কামনা;
পণ করেছ তো ঠিকি
এই ব্লগে আমুনা।
পথ চেয়ে বসে থাকি
এই বুঝি এলো;
কার কথা কিডা শুনে
যত তারে ঠ্যালো।
গরীবের বাড়ী কভু
হাতি পাড়া পড়েনা;
তাইতো হস্তী রাখাল
হেথা পানে নড়েনা।(হুহহ)
৫৮| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
আমি কাঙাল অতি
আপনার দোয়ার ,
শুভেচ্ছা নিবেন ভাই
সেলিম আনোয়ার ।।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলেন তিনি সামু ব্লগে
হাই স্টেক খেলোয়ার;
শপিং-এতে বিজি তিনি
ঈদের কেনা সালোয়ার।
৫৯| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
মুই কোলো হাবিল্লা
কতা কবা হামলাইয়া
নামের এ বাহার দেখে
গেছি আমি ভড়কাইয়া ।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুইরাত জেগে জেগে
বহু ভেবে চিন্তে;
নিকখানি মানে কিগো
পেয়েছি শেষান্তে।
৬০| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
আমার খুব ভাল লাগে
আপনার লেখাজোখা
শুভেচ্ছা জানবেন
রোমেন তেলাপোকা ।।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাবারে বাবা,আর বলোনা
খুব খেয়েছি ধোকা;
ছোরাতো নয়,পাজীর হাফেজ
ইঁচরে পাকা খোকা।
৬১| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
যে কথাটি আমার মনে
দিচ্ছিল উঁকি
সে কথাটি বলে দিলেন
আপু মানবী ।
যে কথাটি বলা হয়নি
খেলা এবং হেলায়
কি করির বই পেতে চাই
আগামী বই মেলায় ।
১৪ ই মে, ২০১৬ ভোর ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই উৎসাহ দিক
প্রিয় আপু মানবী;
জানিইতো টোকাই আমি
যা রচেছিলো রনবী।
তুমি ভায়া বদ অতি
কথাচ্ছলে পামে;
সূক্ষ খোচাটি দিলে
খুব চামে চামে।
৬২| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মুই কোলো হাবিল্লা কতা কবা হামলাইয়া বলেছেন: ওরে ভাই ভরকাইয়েন না
জানাই শুভ কামনা
আউগাইয়া যাইবে বাংলার পোলা
এর চাইয়া ভালো কতা আছে কি খোলা মোলা
হগলের ধারে বই বেইচ্চা বুইচ্চা
থাহে যদি একখানা
হেইয়ান কোলো মোরে দেবেন
ভুইল্লা গেলে চলবেনা
আইজ বাদে কাইল গোল্লায় জামু
টাহা জোমাইয়া অইবেডা কি
ওরে নেবো দাদো আমনে চিন্তা হইরেন না
দেকপেন আনে আমনের বই একখানও
আ বেচুইন্না থাকপে না।
দাদো আমনে ভালো থাইক্কেন কোলো।
১৪ ই মে, ২০১৬ সকাল ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রসিয়ে প্যাচিয়ে বেশ
কথা জানো ষোলআনা;
বই ফ্রি বাগাতে চাও
তুমি চাদু সেয়ানা।
৬৩| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
অজানা তীর্থ বলেছেন: সেকেন্ড কাটা ঘন্টা হয়ে
থমকে দাড়ায় আখি পানে।
কত গুণীজন কোথায় তাঁরা
সব গুণীজন ভাইয়ের(গিয়াস লিটন) বইয়ে।
লিটন ভাইয়ের লেখা,
আমি পড়ে আত্মহারা।
সকাল গড়িয়ে সন্ধ্যা নামে
ঘড়ির কাটা থমকে গেছে
গুনীজনের গুণের কথা
শুনছিনা ভাই কারো কথা।
৩ প্রহরে রাত্রি গেল,
৪ প্রহরে গুণের আলো
আখি করে ছল ছল।
ভাইয়া তোমার জন্যে রইল আন্তরিক শুভেচ্ছা।
তোমার গুণের আলোয় আলোকিত হোক এই বসুন্ধরা।
এবং ধন্যবাদ লেখক কে এত সুন্দর ছন্দে ভাইয়াকে নিয়ে লিখার জন্যে।
১৪ ই মে, ২০১৬ সকাল ৭:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত দেখি রাজ কবি
ছন্দের বাহারে;
তব গুণ যদি কিছু
মিলতো রে আহারে।
৬৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
,
,
ব্লগের সবার অতি আপন
সাগির এন কাবির
শুভেচ্ছা নিবেন ভাই
এহসান সাবির ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৫:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজ গুণে অর্জিত তার
যশ খ্যাতি পেহচান;
বড় ভালা লোক তিনি
প্রিয় সাবির এহসান।
৬৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
ডুয়েল লড়ছেন দেখি
গেম আর 'কি করি' !
অখাদ্য এক বই নিয়ে ,
আমি লাজে মরি !!
১৫ ই মে, ২০১৬ ভোর ৫:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই যাওনা বাপু
চামে চামে পিছলিয়ে;
দাবী কভু ছাড়বোনা
বই'র ফার্স্টকপি নিয়ে।
৬৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
আমার ঝুলিতে থাকা
ধন্যবাদ সমুহ
সকলই আপনার তরে
ভাই পুলহ ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিএফ তাহার ক্যাটরিনা কাইফ.............
স্বপ্ন দেখেন পুলহ;
ডাকছে তারে বদ্ধ ঘরে
ছোঁলহ মুঝে জানু ছোঁলহ।
৬৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
উপরে একজন কে পেলাম
নাম তার হাবিল
এইখানেতে আরেক ভাই
ব্লগার কাবিল ।
বুদ্ধিটা মাথায় তাদের
করছে কিলবিল
দুজনের জীবনে বহুক
সুখ অনাবিল ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাবিল মোর বড্ড প্রিয়
কামেও তিনি কাবিল;
শুভেচ্ছা তার তরে
সুখী হোক অনাবিল।
৬৮| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
কি করি'র সাথে বুঝি
দিলেন আপনি তাল,
অনেক অনেক ধন্যবাদ
আরণ্যক রাখাল ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমায় সে দেবে তাল !!!
ভুল করলে চিরকাল;
চীজ সে মহা ঘাগু মাল
আমাগো সামুর রাখাল।
৬৯| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
তুমিও একজন গুণী
বলতে হবে আর ?
পাশ করে হয়ে আসো
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ।
তোমার ছন্দময় কমেন্টে
উৎফুল্ল এই চিত্ত ,
ধন্যবাদ নিও
সুহৃদ অজানা তীর্থ ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লেন নিয়ে কারবার
আমাদের তীর্থ??
পাশ করে রেখো মনে
রাখবেতো?ঠিক তো?
৭০| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮
সোহানী বলেছেন: ট্যালেন্টে ভরপুর
কিলবিলে বুদ্ধি;
কতো কিছু ধরে বাপু
মগজের মধ্যি।............এতো গুনী লেখক+মন্তব্যকারী দেখে আমি চুপ.... কিছু লিখতেই ভয় পাচ্ছি....
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয়ে লিখা কমেন্টের
এই যদি নমুনা;
নির্ভয়ে কি এপিক হতো !!!
থাক আর কমুনা।
৭১| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
হাবিল্লা ভাই করতে এলেন
আবার আশীর্বাদ ,
শুভ কামনা জানবেন
সাথে ধন্যবাদ ।
১৫ ই মে, ২০১৬ ভোর ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বরিশাইল্লা কিয়া কইছে
হাসিয়ের না চেতে;
কওনা কদ্দুর ভাংগি আঁরে
কিয়া কইছে হেতে।
৭২| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
কি করি লিখছে ভুয়া,
রঞ্জিত কাহিনী ,
আপনিও তা বিশ্বাস করলেন ?
বোন সোহানী !
১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও কি তাই ভাব
প্রিয় আপু সোহানী;
লিটনদা মিছিমিছি
করে মোর মানহানি।
বাদ দ্যাও এইসব
কইতেও চাহিনি;
খাও বাপু চটপট
শরবত এ রোহানি।
চিনিতে যদি থাকে প্রব
খাও তবে বোরহানী;
পরে দিওনাকো দোষ
জোর করে কহিনি।
৭৩| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
শেয়াল বলেছেন: খেক খেক
১৬ ই মে, ২০১৬ ভোর ৬:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই করনা বাপু
গলা হেড়ে খেক খেক;
বোকা নই,ঠিকি বুঝি
হাসিখানা পুরো ফেক।
৭৪| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: গেছি!!!!!!
সব দেখি মহাকবি!!!!!!!!!
১৬ ই মে, ২০১৬ ভোর ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের এ খেলাতে
নিজেরে না ঝালিয়ে;
ছি ছি আপু গেছি কয়ে
গেলে তুমি পালিয়ে !!!
৭৫| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: লাগ ভেলকি লাগ
চোখে মুখে লাগ।
দারুণ জমেছে।
১৬ ই মে, ২০১৬ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই কওনা বাপু
লাগ লাগ ভেলকি;
তুমি ছাড়া জমে নাকি
ছড়ার এই খেল কি ??
৭৬| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
শেয়াল মামা করছে খেক খেক
হুক্কা হুয়া ছাড়ি
ধন্যবাদ নাও শেয়াল মামা
নইলে দেব আড়ি ।।
১৬ ই মে, ২০১৬ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেয়ালজী কোন খেয়ালে
হুক্কা ছেড়ে করে খেক;
আশংকায় কলজে কাঁপে
লাগছে বুকে জ্বলার ছ্যাক।
৭৭| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
গেছি বলে শায়মা মনি
রেখে গেছে বাণী ,
এত কবির মাঝেও শায়মা
মোদের কবিরাণী ।
১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবের ঠমকে তার
পা পড়েনা দেমাগে;
দেখে জ্বলে পিত্তি
কাঁপছে শইল রাগে। [ ]
৭৮| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
প্রামানিক ভাই দেখাচ্ছে খেল
লাগ ভেলকি লাগ ,
শুভেচ্ছা নিন প্রামানিক ভাই
নইলে করবো রাগ !
১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিতো রেগেই খালাস
আমি করি হিংসে;
তার ছন্দের তাল লয়ে
লাজে গেনু চিমসে।
৭৯| ১৬ ই মে, ২০১৬ সকাল ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল সাঁঝে কথা হলো
লিটনদার সনে;
এতো দেখি কাঁদামাটি
বড় ভালা মন-এ।
প্রথমেতে ভেবেছিনু
হবে বুঝি রাশভারী;
অমা একি!কিসের কি
সুকোমল মন তারি।
মানুষটা অমায়িক
হাসিখুশী দিল খোলা;
বড় ভালো লাগলো
সে ক্ষনিকের কথা বলা।
ভালো থেকো লিটনদা
ঠিক থেকো এমনি;
হামেশাই পেতে চাই
পেয়েছি আগে যেমনি।
১৬ ই মে, ২০১৬ সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৮০| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিন দিন ছড়াতেও
যেভাবে হাত পাকছেনা;
কবে দেবে ছড়া পোষ্ট
তর আর সইছেনা।
১৬ ই মে, ২০১৬ সকাল ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৮১| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
আমি দেব ছড়া পোস্ট
শুনালে কি কথা ?
শুনলে পাঠক বলবে হেসে
ঠিক আছেতো মাথা?
তোমার ছন্দ বেরোয় গুলির মত
ধ্রিম! ধ্রিম!! আর ধ্রিম!!!
থাকলে সত্যেন ছড়া ছেড়ে
বেচতেন আইসক্রিম !!
সুকুমার রায় বলতেন ডেকে
কামিনী রায়কে
এত সুন্দর ছড়া লেখে
এই ছোড়াটা কে ?
লুতফুর রিটন দুঃখ করে
‘’ও ভাই সাহাবুদ্দিন নাগরী
সাধে কি আর ছড়া ছেড়ে
করছি দূতাবাসে চাকরী ।‘’
সেজান মাহমুদ বিলাপ করে
মাথায় দিয়ে হাত
কোথা থেকে এলো ছোড়া
মারতে মোদের ভাত !
সব শেষে সব হাজীর হল
কি করির কাছে আসি ,
বলল হেসে তুমিই লিখো
আমরা এবার আসি ।
এই নাও সব দিয়ে গেলাম
মোদের ছিলো যা
মনের সুখে লিখতে থাক
তাইরে নাইরে না !!
কি করি ভাইর সাথে আছি
এটাই আমার গর্ব
তার মত হতে চাইবো ?
গা কাঁটা দেয় সর্ব !
১৭ ই মে, ২০১৬ ভোর ৬:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখোতো কি কান্ড
লোকটার আক্কেল;
মিছি মিছি তেল মেরে
দিলো মোরে পাটকেল।
ক্যান এমন বাঁশ দিলা
করেছি কি ক্ষতি?
ভালো হতো তারচেয়ে
যদি দিতে লাথি।
লাজে যে লুকাবো মুখ
রাখোনি সে উপায়;
ডরে আছি সে ছড়াকারেরা
কবেনা মোরে কোপায়।
মহারথীদের সারিতে
আমি শিখি অ আ;
আমৃত্যূ বিনয় সনে
চাই হ্যাগো দোয়া।
বাপ-পুত্রের মাঝে
হয় কি প্রতিযোগীতা?
এ ক্ষেত্রে তারা বাপও নয়
দাদার উপর আছে যা।
তুলনা দেয়ার আর
লোক বুঝি পাওনা;
নাকি লিখি টুকটাক
তাও তুমি চাওনা?
এইসব কয়ে কয়ে
করোনা আর অপমান;
ভুল হলে ক্ষমো মোরে
এই ধরি দুটি কান।
ফ্যান হয়ে তোমারি
বুকে সদা শ্লাঘা;
সামুয় চলি সিনা টেনে
গুনিনা কোন বাঘা।
এইতো পরম পাওয়া
বানালে মোরে চ্যালা;
এ লোড সামলাতে বাপু
পোহাই কত ঠ্যালা।
আমিতো কূয়ার ব্যাঙ
কাঁদাজলে চুনোপুটি;
তোমার পাত্তা পেয়েই
খুশীতে খাই লুটোপুটি।
এইবার আসি বাপু
মহা মূল ঘটনায়;
ছাড়ছিনে যত তুমি
পিছলাও ডাঁয় বায়।
ঈমানসে কই ভায়া
অতি উচ্চ তোমার ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
যতই হইনা বাপু
সারমেয় পুচ্ছ;
ফ্যান বলে পাঠকেরে
করোনাকো তুচ্ছ।
ফ্যান হয়ে তোমা কাছে
জানাই জোর দাবী;
কবিতা ও ছড়া চাই
প্লিজ লিখো সবি।
৮২| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:৩৩
বাঁকখালির বাঁকে বলেছেন: গুণীজন সিরিয়াল
লিখেছেন যে গুণি;
পাঠকেরা বাগ বাগ
প্রকাশিবে বই শুনি।
আমিও...............
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো সে একি হাল
সইছেনা তর;
কেনো যে সে করে দেরী
ভাবে বুঝি পর।
৮৩| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:৩৪
বাঁকখালির বাঁকে বলেছেন: বই পাওয়ার উপায় কি?
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাব্লিশার থেকে নিতে পার
ঘোলা করে জল;
সবচেয়ে সোজা হলো
তারে করো কল।
৮৪| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:৩৬
নাইক্যডিয়া বলেছেন: লেখককে অভিনন্দন
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কংগ্রেটস্ পেতে পেতে
লিটনদা ক্লান্ত;
হিংসেয় মরি আমি
যদি সে বা জানতো।
৮৫| ২৯ শে মে, ২০১৬ সকাল ৭:৩৭
নাইক্যডিয়া বলেছেন: আমিও পেতে চাই,কিভাবে পাব?
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা সেই পুরনো
কল দ্যাও সোজা;
পাব্লিশারে পাবেনা সে
প্রাপ্তির মজা।
৮৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
অনেক ভাল লাগছে পেয়ে
এই পোস্টে যাকে
ধন্যবাদ নিবেন ভাই
বাঁকখালির বাঁকে ।
৮৭| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:০৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: ছন্দে ছন্দে শ্রদ্ধা!!
বাহ
৮৮| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৩২
হুমম্ বলেছেন: চমৎকার
প্রিয়তে................
৮৯| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৫
নাইক্যডিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৯০| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:১৭
আবুল হায়াত রকি বলেছেন: বেশ সুন্দর। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৬ রাত ১০:০১
জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার।
আপনার ছড়া পড়ে
হয়ে যাই মুগ্ধ!
মনে হয় ধ্যানে আছি
আমি এক বুদ্ধ!