নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ও ভৃগুদা,কি হলো মোর
নয়া খুতখুতে রোগ!
তোমারেই নিয়া আছে
একগাদা অভিযোগ।
সাইডলাইন বেঞ্চিতে
আবাহনীর আসলাম;
তাই দেখে সেকি নাচ!
খুশীতে কও বাঁচলাম।
বনী মুসা কারবারে
যেই ফাঁসে যুবরাজ;
এইবারে ভীন কথা
তোমাতে কি নেই লাজ!!
এভারেস্ট লন্ডনে;
নেপালেতে নেপচুন;
জিপিএ-৫এ মুড়ে দিয়ে
জাতির গড়ো ফরচুন!!
অচিরেই দেবে নাকি
মহা খরচের ফর্দ;
খোদা জানে হবে কত
জনতার ''কর'' বর্ধ।
বাড়ালে হাজার কোটি
সাঁকোর মুলো ঝুলিয়ে;
লোপাট করে সিন্দুক
চোরওতো গেলো পালিয়ে।
সামনে সুপুরি গেলে
রেগে হও মহা শূল;
পিছে বাঘ হাতি ধায়
জনতারি চোখে ধূল।
দেখিয়ে জি-সাত পাঁচ
করো কত বাহাদুরি;
জনতা এত বোকা নয়
হেসে খায় গড়াগড়ি।
ভীনদল বাদ দিনু
নিজেরাই মরে শেষ;
তা-ও কও ভোটাভোটি
এইবারে হলো বেশ।
একাই ভোটার তুমি
একাই হেথা প্রার্থী;
এতই জনপ্রিয় তুমি
গুণে দেখে ভোট বাড়তি!!
আর কত এইভাবে
করবে চিটিংবাজি;
বুঝে গেছি সব আজ
তোমার যত কারসাজি।
ধিক ধিক ভৃগুদা
বিবেক কি জাগেনা?
ভালো হয়ে যাও বাপু
পয়সা তাতে লাগেনা।
সংযুক্তিঃ
গাজীপুর টু মানিকগঞ্জ
কত দুর কও দিনি?
মনে মনে কত গাল
দিলে ছিঃ ছিঃ,জানি জানি।
ছবিঃ
নিজে নিজে ছবি আঁকা
নয় মোর কম্মো;
নেট থেকে কপি পেস্ট
চুরি সেরা ধম্মো।
৩১ শে মে, ২০১৬ রাত ১০:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো ভালো জেনেই বুকে
বড্ড ভালো লাগলো;
ছোট্ট কমেন্টখানি
হৃদয়ে দাগ কাটলো।
২| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলি ঘাড়ে তোমার কটি মাথা
সব নিয়ে এত ব্যাথা
জোয়ারের জলে নাও উজান
বাইতে নাই ভুলেছ সে কথা?
এককালে চোর করেছিল
দুআনার চুরি
তাই নিয়ে শোরগোল
নিত্য সালিশ ভারি।
চোর পেল শাস্তি
সকলেই মাস্তি
দিলভার যেজনা
কেউ কথা বলে না।
হয়ে গেলেও ডাকাতি
নিরব সুজন সবে
নাই চিৎকার একরত্তি
ভাবে কাল কি হবে?
নাকে চেতনার মূলো
রিজার্ভ কই চলে গেল
শেয়ারের মহালুট
হলমার্ক হরিলুট!
এ নিয়ে বলে কথা?
কে সে-আলবৎ রাজাকার
ট্যাগিংয়ের ভয়ে সব
চুপচাপ -বুকে শুধূ হাহাকার।
স্বাধীনতা মানে বুঝি
হয় নতুন করে বুঝতে
নইলে হবে তোমার
আজীবন ঝুজতে!
নাকখতে জীবন যাপন
তেলাপোকা তত্ত্বে
বীর মরে একবার
আত্ম সম্মানের শর্তে।
টু-বি কন্টিনিউড
৩১ শে মে, ২০১৬ রাত ১০:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনে মোর মহা সুখ
হৃদয়েতে রিনরিন;
কানে কানে কৈ আজ
সামুয় মোর জন্মদিন।
৩| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: দুই জনকেই শুভেচ্ছা জানাই।
০১ লা জুন, ২০১৬ ভোর ৫:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও মেনি থ্যাংকস্
জানালে শুভেচ্ছা;
অচিরে আসিব ফিরে
নিয়ে প্রামানিক কিচ্ছা।
৪| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫৩
বাঁকখালির বাঁকে বলেছেন: বাড়ালে হাজার কোটি
সাঁকোর মুলো ঝুলিয়ে;
লোপাট করে সিন্দুক
চোরওতো গেলো পালিয়ে।
রিপোর্টতো দিলো,এখন দেখা যাক কি হয়।
০১ লা জুন, ২০১৬ ভোর ৫:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিপোর্ট বাপু ফসফরাসের
সর্ষেয় আছে ক্ষার;
সেই ক্ষারেতে এসিড ঢালে
অত্ত পাটা কার??
৫| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫৮
বাঁকখালির বাঁকে বলেছেন: চিঠির ওজন আছে মাইরি
০১ লা জুন, ২০১৬ ভোর ৫:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওজনতো থাকবেই
প্রাপক যে ভৃগুদা;
নামের ভারেতে তার
কাঁপে সামু ব্লগ সদা।
৬| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০১
নাইক্যডিয়া বলেছেন: বাপ্রে...........সব কিছুর জন্য দেখি ভৃগুদাই দায়ী।
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দায়ী মানে যে সে নয়
নাটের সে গুরু;
শয়তানি বুদ্ধিতে
মাথা ঠাসা পুরো।
৭| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৩
নাইক্যডিয়া বলেছেন: নাকে চেতনার মূলো
রিজার্ভ কই চলে গেল
শেয়ারের মহালুট
হলমার্ক হরিলুট!
ডেস্টিনি,ইউনিপে,বিসমিল্লা,,,,,,,শেষ নাই কাহিনীর
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা মেপে কও মিয়া
মোরা হীন শিল্লুক;
তাগোইতো দ্যাশখানা
বাপের কেনা তাল্লুক।
৮| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৬
দইজ্জার তুআন বলেছেন: ছড়ায়++++++++++
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুণে গুণে দশখানা
যেই দিলে প্লাস;
মন হলো উড়ু উড়ু
খাও জুস একগ্লাস।
৯| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৭
দইজ্জার তুআন বলেছেন: গাজীপুর টু মানিকগঞ্জ
কত দুর কও দিনি?
মনে মনে কত গাল
দিলে ছিঃ ছিঃ,জানি জানি।
মানে কি???
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুদার সনে মোর
এটি টপ সিক্রেট;
সব যে জানতে নেই
খাও বাপু কিটকেট।
১০| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:৪৮
জে.এস. সাব্বির বলেছেন: সামুতে পহেলা জন্মদিনে
হাজার শুভেচ্ছা লয়ে যান
বেঁচে থাকুন শতবছর হেথা
চালিয়ে এই ছন্দ অভিযান
ছন্দেতে যার বিদ্রোহ জাগে
নামে নয় বিদ্রোহী
জানিয়া লও সবে
'ভাবুক'ভাই ই যে সে
যদি জানিতে কেহ আগ্রোহী ।
আরেক জনা আছেন এথায়
সদা বুলি ফোঁটে বিদ্রোহে
'বিদ্রোহী' বেশে ছিনিবে 'সত্য'
যদিও থাকে তাহা ভীনগ্রহে
ইনি আমাদের সবার পরিচিত
'বিদ্রোহী ভৃগু' ভাই
বিদ্রোহে যার তুলনার
কোনো দ্বিতীয় ব্যক্তি নাই ।
বেশি বলিনি ইকটুখানিও
আমি লোক নই বাড়িয়ে বলার
বড় দুইভাইকে পেয়ে আমি
সদা চলি উচিয়ে শার্টের কলার ।
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশি বলিনি ইকটুখানিও
আমি লোক নই বাড়িয়ে বলার
বড় দুইভাইকে পেয়ে আমি
সদা চলি উচিয়ে শার্টের কলার ।
দিন দিন ছন্দে তোমার
বাড়ছে যা দক্ষতা;
পায়ের নীচে মাটি নেই
কাঁপছে মোর বক্ষটা।
ছড়া বেচে ক'টা দিন
যাও কিছু খেয়েছি;
তোমার ঐ আবাহনে
তা-ও বুঝি খুয়েছি।
শুভেচ্ছা বুঝে পেয়ে
মন মোর মহাখোশ;
যা বলেছ নই তা-যে
এই মনে আফসোস।
ভৃগুদার তরে তুমি
যা যা হেথা বললে;
নেহায়েতই কম তা
তার হিসেবে ধরলে।
তোমা যেথা সখা পেয়ে
বুক ভরে গর্বে;
তুমি মোর অতি খাস
হেথা জানে সর্বে।
১১| ০১ লা জুন, ২০১৬ রাত ২:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: মনে মোর মহা সুখ
হৃদয়েতে রিনরিন;
কানে কানে কৈ আজ
সামুয় মোর জন্মদিন।
এহে হে একি কান্ড
গেছি ভুলে ভাইয়ের জনমদিনও
মহাপাতকী তবে
বলো ভায়া ক্ষমা কিসে হবে?
জনম দিনের শুভেচ্ছা
প্রভু পূর্ন করুন ইচ্ছা
মানুষ আর মানবতার তরে
ভাবনা আছে যেন সদা থাকে ঘিরে।
দেশ আর দশের ভাবনায়
কি করি আজ ভেবে না পাই
লিখে সিরিজ পত্র,
কষ্ট, রাগ, অনুযোগ ভরা প্রতি ছত্র।
তার মাঝেতেই বাণী
আমরা সবাই মানি
ঘুম কাতুরে ভয় পাতুরে (জাতিরে)
চায় জাগাতে ছন্দ ভরে।
ঘূমপাড়ানী মাসি-পিসির
গানশুনে গেছে ঘূমিয়ে
এমনি কিআর জাগবে ওরা
আছে লাল মিডিয়ায় শুয়ে!
রবি ঠাকুরের কঁচি-কাঁচাদের চাই
আধ-মরাদের ঘা দিয়েই জাগাই।
নইলে বুঝি ভাংবে না এ ঘুম
উন্নতের ভাং খেয়েছে যেন শীত ঘুম!
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাঁটি হাঁটি পা পা করে
পেরুলো এক বর্ষ;
কাটিয়েছি আমোদেই
থালে ভরা হর্ষ।
প্রাণ ভরে উপভোগী
সামুর অমৃত রস;
তোমাদের স্নেহাশীষে
অধমেরও মেলে যশ।
নিয়েছি দুহাতে সবি
দেবার থলে শূণ্য;
তোমা যেথা গুরু পেয়ে
এ জীবন ধন্য।
ঘা মেরে কাম নাই
আমি জয় বাংলা;
যতই কওনা মোরে
বেশরম হ্যাংলা।
১২| ০১ লা জুন, ২০১৬ রাত ৩:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: ভাললাগার অংশটুকু তুলে ধরলাম- বাড়ালে হাজার কোটি
সাঁকোর মুলো ঝুলিয়ে;
লোপাট করে সিন্দুক
চোরওতো গেলো পালিয়ে।
০১ লা জুন, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পকেট হৈলো লোপাট
এই মগো ভালো লাগা;
এইবারে বুঝে দেখো
জাতি কত হতভাগা।
১৩| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:১৬
জে.এস. সাব্বির বলেছেন: দিন দিন ছন্দে তোমার
বাড়ছে যা দক্ষতা;
পায়ের নীচে মাটি নেই
কাঁপছে মোর বক্ষটা।
ভাই-ব্রাদারের জন্য আমি
সব করিতে পারি
আপনি যদি কহেন আজি
ছেড়ে দেব ব্লগ বাড়ি
=
ছড়া বেচে ক'টা দিন
যাও কিছু খেয়েছি;
তোমার ঐ আবাহনে
তা-ও বুঝি খুয়েছি।
যতই আমায় পাম দেন
আমি সবই বুঝি
এক ছত্রক ছন্দ মিলাতে
মুই হাজার মিনিট খুজি ।
ছোট্ট একটা ছন্দ মিলাতে
লাগে কেন এত টাইম?
সদা খুজি এর উত্তর আমি
ফেলিয়া সব কাজ-কাইম ।
=
ভৃগুদার তরে তুমি
যা যা হেথা বললে;
নেহায়েতই কম তা
তার হিসেবে ধরলে।
তিনি যে এক মহারথী
আমি আঁচ করিছি তাই
তাহার পরিচয় বলিয়া শেষকরার
যোগ্যতা মোর নাই
আফসোসের কথা কহিয়া আপ
বলিয়াছেন যাহা ।
আমিতো বরং এই জানি
আপনি ঢের বেশি থেকে তাহা ।
জানিনা আমি বুঝিনি এখনো
আসলেই হয়েছি কি তব খাস
তাই হলে যে পূরণ হয়
মোর মনের সকল হাবিলাস ।
০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনা আমি বুঝিনি এখনো
আসলেই হয়েছি কি তব খাস
তাই হলে যে পূরণ হয়
মোর মনের সকল হাবিলাস ।
বলছ কি ভায়া তুমি
ক্যান কবো মিছে;
ফ্যান হয়ে সদা থাকি
তোমারি পিছে পিছে।
উত্তরে দেরী দেখে
প্লিজ মাইন্ড করোনা;
ফাঁপরের শেষ নেই
নিজেরে লাগে করুনা।
১৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৪৬
দিয়া আলম বলেছেন:
এতদিন পরে এসে
এটা কি দেখলাম
ভৃগুদার সাজা দেখে
মন খুলে হাসলাম।
মনে আছে সবটাই
সেদিনের কথা
আজকেই শেষ হলো
বুকটার ব্যথা।
কবিদা এই নাও
হিরে আর মুক্তা
ভৃগুদার কাটো নাক
কেড়ে নাও সুখটা।
বেটা মোরে একা পেয়ে
সেই কি ঝাঝালো
কড়া কথা শুনিয়ে
কতযে কাঁদালো।
কবি তুমি বলে যাও
ভেঙ্গে দাও হাড়ি
ভৃগুদা কুপোকাৎ
ছিড়ে দাও দাড়ি। হিহিহিহিহিহি
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি মনে আছে
ভৃগুদার কান্ড;
আরেকটু রোষ আপু
খুলে দেব ভান্ড।
আছি আপু টেনশানে
হাজারটা ঝামেলা;
দুটোইতো হাত মোর
ক'দিকে বলো যায় মেলা??
১৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায় দিয়া
ভেঙ্গে দিলে হিয়া
ক্যায়া করু ম্যায়
সবকুছ টুটহি গায়া
কবে ভাই পাতে তোমা
ছাই দিয়েছিনু
এমন হলে যে খুশি
ভেবে পাইনা কোনু!
কোনদিন কি কথা
খুলে ভাই বল না
ধাধা রেখে মন খুলে
অভিমান ঝাড়ো না!
বুকে চেপে রাখা ব্যাথা
মোটে ভাল কাজ না
হতে পারে হার্ট ষ্ট্রোক
ঝুকি মোটে নিওনা।
সেকি কান্ড ভেবে মরি
হিরাম মুক্তো দিলে ছড়ি
অন্যের নাক কেটে
এত খুশি-শত্রুতাতো বেশ ভারী!
হায় হায় কি অভিযোগ
শুনে মলাম ভেবে
আমি প্রেমিক মানুষ
কড়া কথা কই কবে?
তাও যেন তেন কড়া নয়
একেবারে চোখে জল
ঝেড়ে কাশো দিয়া মনি
করোনা মোটে ছল
হাড়ি ভাঙ্গা শখ বুঝি
ঘরে যাও কুমোরের
যত খুশি ভাঙ্গো গড়ো
কেউ নেই বকুনির।
হিহিহিহিহিহি একি বললে
ছিড়তে মোর দাড়ি
বুঝেছি প্রেমের শোকেই
ছিড়েছে মাথার তারই
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক আর বাপু
সেজোনাগো সঙ;
পিত্তিটা জ্বলে গেলো
দেখে তোমা ঢঙ।
কি কি সব কয়েছিলে
সবি আছে মনে;
দিয়া আপু আজো কাঁদে
ভেবে তা ক্ষনে ক্ষনে।
চামে চামে তুমি ভায়া
বেশ মারো টান্কি;
ভাবীর ডলুনি খেয়ে
লাল বুঝি কান কি?
১৬| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিখ্যাত ছড়াকার
প্রামানিক ভাই
গিয়েছে দু'জনেই
শুভেচ্ছা জানাই।
তোমাকেও শুভেচ্ছা
সব শুভ কামনা
নিত্য থেকো সাথে
কভু ভুলে যেওনা।
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ারাজ প্রামানিক
নাক ভারী উঁচা;
কথা কয় কম কম
ছুঁচা এন্ড পঁচা।
১৭| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সিলা বলেছেন: হাহা সবার ছরা গুলই সুন্দর হইছে
কি সুন্দর ব্লগ বাড়ি
ছরায় ছরায় ছরা ছরি,
নাকি ছরায় ছরায় ঝারা ঝারি হবে??
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চার লাইনেই বাপু
দেখালে যা ছন্দ;
ডরে বুকে কাঁপাকাঁপি
ছড়া লিখা বন্ধ।
১৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি হে ভায়া
দিয়ে খোলা পত্র
হয়ে গেলে গায়েব
দিয়ে উত্তর ক'ছত্র
কত কথা ছিনু বলবার
গায়েব হলে করব কি আর
তবে যাই, তুলে হাই
পড়ি ঘুমিয়ে, রাত কাবার!
এলে পড়ে ডেকে দিও
বলবনে কথা
ভাল থেকো ভায়া তুমি
নিও না মনে ব্যাথা
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়েছিনু কক্সে
শুনে দাদী সিক;
দোয়া করো তিনি যেনো
হন পুরো ঠিক।
এছাড়াও আছে প্যারা
আরো কিছু টুকিটাকি;
কামে কামে জান শেষ
ভাবী নিজে গাধা নাকি?
যাই হোক জেনো ভায়া
করেছি যে খুব মিস;
ফিরে দেখি তুমি নেই
রাগে ছিঁড়ি চুল......ইশ।
১৯| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া অধমেরে
দ্যাও পাম মিছে;
জানি ঠিকি দ্যাও গালি
যেই ফিরি পিছে।
২০| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কালনী নদী বলেছেন: সুন্দর চিঠি +++
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চিঠি চেয়েও সুন্দর
তোমার কমেন্টখানি;
ভৃগুদা আর মোর মাঝে
প্লাস নিয়ে টানাটানি।
২১| ০৬ ই জুন, ২০১৬ রাত ২:২১
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢের বাকী আছে বাপু
অত কিসে চিন্তা;
বাঁচবো কি ততদিন
এই ভেবে ধিন তা।
২২| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:০৫
সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাহ......বেশ নয়া কনসেপ্ট
০৬ ই জুন, ২০১৬ সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া কোথা পেলে ভায়া
এতো ভারী পুরনো;
প্রাণের সখারে লিখা
ভালোবাসা মুড়নো।
২৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম এতদিনে বুঝলাম
ভায়া কেন গায়েব
তার হদীস পেলাম।
দোয়া করি দাদী যেন
জলদি হন ঠিক
রহমান রহিম তিনি
নিরাশ করেননা ঠিক।
সেতো না হয় মানলাম
কিন্তু করলে একি
ভেবে চুল ছিড়লাম
দিয়া হয়ে তুমি
দিলে মোরে বাঁশ
কষ্টে ভাঙ্গে দিল
মন হাসফাস
হু হু ঠিকাছে
এক মাঘে যায়না শীত
মনে কি আছে?
আজো যখন কাঁদে দিয়া
কাঁদে তোমার হিয়া
মুছে দিও আখি জল
বলবনা করেছো ছল
===
মাহে রমজান এস গেল
মনটা খুশিতে ভরে গেল
তোমাকে জানাই শুভাশিষ
সিয়াম সাধনা যেন ঝড়ায় আশিষ।।
এ গুনাহগারের তরে
করো দোয়া হলে মায়া
এই রমজানে যেন
পাই ক্ষমা পাই দয়া
সবার জন্যে রইল দোয়া একই
প্রভু কবুল করেন- প্রার্থনা সেইই।।
০৭ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এটাইতো ভরসাগো
আছেন তিনি রাহমান;
যতই করিনা গুনাহ
ক্ষমা তাঁর বহমান।
দোয়া করি এ মাসেতে
মেলে যেনো নাজাত;
হও তুমি জান্নাতি
নার থেকে আজাদ।
আমার তরেও ভায়া
করো একি দোয়া;
ঈমান যেনো আসে ফিরে
গেছে যা আগে খোয়া।
===============
===============
যতই কওনা ভায়া
রেগে কাত চিৎ;
এক মাঘেতেই যায়
প্রতিবারি শীত।
মাঘ পরে পৌষ আসে
ভেরি ইজি গণনা;
তাও লোকে ভুল করে
মাথামোটা ললনা।
জানোইতো চিরকালি
আমার ঐ এক দোষ;
নারীর কন্ঠ শুনে
খুয়ে ফেলি সব হুশ।
আরি বাবা পটানির
আছে কত কলা;
ইশারায় নাও বুঝে
যায়নাকো বলা।
যা যা বলি সবি মিছে
মোরা ঠিক তলে তলে;
এভাবেই ফেলি ছিপ
কৌশলে ছলে বলে।
২৪| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:১৩
জে.এস. সাব্বির বলেছেন: 'দাদী'র জন্য সবে
দোয়া মাঙি খোদায়-
তাহার নেকহায়াত যেন
বর্ধিত হয় ।
সুস্থ শরীরে যেন তিনি
ঠিক হয়ে যান ।
হে খোদা ,
তুমিই যে রহিম-রহমান ।
=====
'ভায়া' আপনায় এতদিনে
মিছ করিছি খুব
জানতাম নাতো দাদীসেবায়
দিয়েছিলেন ডুব ।
এইভাবেই বাকি জীবন
করবেন মনুষ্যের সেবা
আপনার থেকে মহত্ ব্যক্তি
আছে কোথায় ,কেবা ?
পরসংবাদ এইযে ভায়া-
শুনতে পাচ্ছেন নাকি
আপনাকে বিনা ব্লগটাকে যে
লাগে খালি খালি ।
শত ঝড় তুফানের মাঝে
হেথায় ঢুঁ মেরে যাই
আশায় থাকি এই বুঝি
আপনার দেখা পাই !
০৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোয়া তরে মেনি থ্যাংকস্
ইউ আর ভেরি সুইট;
আইডি দাওতো বাপু
মেইল ফেবু আর টুইট।
ব্লগেতেও আজকাল
যায়না কথা মন খুলে;
বেফাঁস কিছু বলে বাপু
যাই ফেঁসে কোন ভুলে।
রোজ ভোরে ব্লগে এসে
যেই দেখি তোমা মুখ;
মন হয় ফুরফুরে
ব্লগিংএতে বড় সুখ।
তুমি মোর প্রাণসখা
কত করি মায়া;
আমিও যে মিস করি
রোজ এসো ভায়া।
২৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:১৪
জে.এস. সাব্বির বলেছেন: এই হয় আমার মেইল
আর এইযে টুইট ফেবু
দুঃখের বিষয় এইসব সাইটে
যাওয়া হয়না কভু!
একদা যদিও ছিলাম আমি
ফেবুরই এক পোকা
পণ করেছি খুব শীঘ্রই
যাব না হেথায়
খেতে নতুন ধোকা !
আপনি তবে চাইলে সখাই
টুইটেতে যাওয়া যায়
ইমেইলেতেও মন খুলে
যে কথা বলা দায় !
স্নেহ মায়া ভালবাসায়
ভড়িয়ে দিয়েন মন
সাথে আছি থাকবো ভায়ের-
আমরণ আজীবন ।
০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার মতন আমিও ছিলুম
ফেবুর মহা পোকা;
মনটা পড়ে রইতো সেথা
কেউ যদি দেয় টোকা।
যেই করেছি ব্লগিং শুরু
সামুর মায়ার বাঁধন;
ভুলেই গেছি টুইট ফেবু সব
ব্লগেই এখন সাধন।
মন ভরানোর আর কিছু নেই
ভালোবাসা ছাড়া;
সবটুকুনই তোমার তরে
ঝরুক বৃষ্টি ধারা।
২৬| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:০৭
দিয়া আলম বলেছেন: বাপরে বাপ!!!
পোলাপানা বিচ্চু শাপ।
শোনো ভৃগু নাকি ভিতু
শোন মোর কথা
আমারে চেননাই তুমি
চাইনা দিতে ব্যথা।
আমার নাম দিয়া মনি
রেখেছে আমার বাপ,
আমারে দেখিলে জ্ঞান যাইবে
বাপে দিবা সাগরে লাফ।
মারা মারি ঘুষি এসবি
দিয়ার কম্মো
চোখ তুলে তাকালেই মরিয়া
আবার হইবে জম্মো।
রোজায় কাহিল ইফতার করিতে গেলাম,ছন্দ আসেনা, মিলুক আর না মিলুক একবার লেইখা গলায় ঝুলায় দিসি তোমার ভীতু
০৯ ই জুন, ২০১৬ ভোর ৬:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ভৃগুদা দেখে যাও
এসেছেন দিয়া;
দুনিয়ার রংবাজী
ঝাড়ি ঝামা নিয়া।
ভেবেছিলে দিয়া বুঝি
গুটিসুটি লতা;
শত ঝড় ঝাপ্টাতে
কইবেনা কথা।
এতো দেখি একালের
মহাদেবী ফুলন;
পারলে এখুনি দেয়
ফাঁসিতে তোমা ঝুলন!!
ও বাবারে মলাম আমি
ডরে বুক ধুকপুক;
ভুলভাল দোয়া পড়ে
বুকে মারি ঝাড়ফুঁক।
ভালো চাই তাই কই
জলদি পালাও;
নারীসনে ঠুকাঠুকি !!!
ঠ্যালা সামলাও।
২৭| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৩২
জে.এস. সাব্বির বলেছেন: ও ভৃগুদা হচ্ছে কিসব
বুঝি নাতো কিছু
দিয়া মনির ঝাড়ি খেয়ে
হাটছে সবাই পিছু ।
নেতিয়ে পরার লোক হে মণি-
বিদ্রোহী ভৃগু নয়
একটুবাদে এসেই আপকো
দম্ভ করবে ক্ষয়!
ভাবছি আমি "ডাইনী" নয়তো
দিয়ার অপর নাম
চোখ তুলে যে তাকালেই
হয়ে যাবে ভৃগুদার কাম !
আমি একটা ছ্যাচড়া পোকা
ভৃগুদারই এক ভাই
দিয়া আপুরে..- আমরা কি
ঐ মাইর ঘুষিতে ডরাই!
চোখ রাঙিয়ে রঙ দেখিয়ে
যাহাই কইবেন কন
লাথি-ঘুষি করলে শুরু
পাল্টা কুম্ফু এটাক লন
মিষ্টি মধুর শুরে কইবে
নারীজাতি কথা
'ভাবুক'ভাইয়া বলবেন কি
কেন এর ব্যতয় হচ্ছে হেথা?
০৯ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করেছ কি ভায়া তুমি
দিয়া সনে পাঙ্গা !!!
ছোটখাট ভেজালেই
লাগায় সে দাঙ্গা।
চেনোনাতো আপুনিরে
রাগলে সে ডাইনী;
কতদিন মানুষেরি
গোশত সে খায়নি।
বিশ্বাস করো বাপু
নিজ চোখে দেখা সবি
দিয়া আপু কাঁচা ধরে
গিলে খায় গবগবি।
এই গেলো জুম্মা বারে
হট চিলি সস দিয়ে;
গোটা দুই গরু খাসি
খেলো সুখে চিবিয়ে।
বাদ নেই বাঘ হাতি
কখনও বা গন্ডার;
খেতে কভু নেই অরুচি
যতো দাও ভান্ডার।
আজকাল গুম খুন
চারিদিকে প্রায় শুনি;
কম্মোটি আপুনির
এটা স্রেফ আমি জানি।
কচকচ করে খায়
মানুষের গোশত;
খাবারের খোঁজ পেতে
দুটো জ্বিন পোষত।
কানে কানে বলি ফের
থেকো বাপু সাবধানে;
ডেঞ্জার আপু সে যে
কি যে করে কে জানে।
২৮| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্রুম দ্রুম দ্রিম দ্রিম
যুদ্ধের ঘোষণা .
ভায়া তুমি ডরো নাকো
জেনো তুমি একা না
আর ভায়া মিছে
তুমি খুজো যুদ্ধাস্ত্র
চাই শুধু বাঘা তেতুল
মান বুঝে বুনো ওল!
ওই দেখো নাম শুনে
কেমন জল ঝরছে
কি করে ভাব হবে
সেই পথ খুঁজছে
আর ভায়া মিছে
তুমি খুজো যুদ্ধাস্ত্র
চাই শুধু বাঘা তেতুল
মান বুঝে বুনো ওল!
ওই দেখো ছবি দেখে
কেমন জল ঝরছে
কি করে ভাব হবে
সেই পথ খুঁজছে
১০ ই জুন, ২০১৬ ভোর ৫:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা এয়েচো
ধরে এলো প্রাণ;
মরেই গেছিনু উঠে
হাঁপানীর টান।
তেতুঁল না পেয়ে শেষে
নিয়েছিনু চাটনী;
ভেবেছিনু তা-ই দিয়ে
দেবো তারে আটনি।
ও বাবা সে ভেরি স্মার্ট
নয় মোটে খেতনি;
তেতুঁলে রোচেনা তার
সে শেওড়ার পেতনি।
তেতুঁলে হবেনা খালি
চাই আরো বাড়তি;
যা করার ত্বরা করো
বাঁচাও,,,মোর আরতি।
২৯| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দিয়া আলম বলেছেন: বাপরে বাপ!!!
পোলাপানা বিচ্চু শাপ।
==
চিনেছ তবে
থেকো হুশিয়ার
লাগতে এসোনা
বুঝই কে কার?
@দিয়া-
জানি জানি সবই মানি
কখন যে কে কারে-
ক্ষেপাতে চায় জানি
বললেই হয়- না তো করিনি !
সবার নামই রাখে বাপে
তাই কি সবার হিয়া কাঁপে
হুর এয়েছিল বলেছিলে দূর হ
আমার মনের মতো যদি না রহ
নারীদের কিলে পুরুষ
কেবা কোথা টলেছে
আহলাদ ভেবেই সব
জীবন ভর সয়েছে
রোজায় কাহিল নহি
তবু ইফতারিতে গেলাম,
ছন্দ মিলিয়ে তোমার
গলে পড়িয়ে দিলাম
আগের বার বীর সন্তানের
আশায় হটেছিলে পিছু
এইবার আশা বুঝি-
পূর্ণ হল; সবাই রসো
রমজানেতে দিনে শর্ত
রাত্তিরেতে নেই
বীর সন্তানের আশা বুঝি
জাগালো মনে ঢেউ
১০ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নারীদের কিলে পুরুষ
কেবা কোথা টলেছে
আহলাদ ভেবেই সব
জীবন ভর সয়েছে
তা যা বলেছ ভায়া
আহা মধু মধু;
এ যেনো পরম সুখ
চাই আরো শুধু।
নারীর কোমল হাতে
যার মার জোটে;
বিজয়ী সে নিশ্চিত
প্রনামি মেলে ঠোটে।
সেই মার খেতে প্রাণে
কত শহীদি বাসনা;
মুখেই আদিখ্যেতা
মনে মনে....আসোনা।
রমজানেতে দিনে শর্ত
রাত্তিরেতে নেই
বীর সন্তানের আশা বুঝি
জাগালো মনে ঢেউ
যতই সাজোনা সাধু
জানি তুমি কত বদ;
খোদা জানে এ জীবনে
কত যে করেছ বধ।
পুরুষের এই দোষ
বয়সেতে ভীমরতি;
মরনের আগতক
পড়েনা রসেতে যতি।
চামে চামে তুমি চাঁদু
বললে যা চিকনে;
কনফার্ম দিয়ামনি
হার্টফেল দেখনে।
বুঝবে কি সে নিয়ে
ডাউট আছে বেশ;
মুরগীর ব্রেইন হ্যাগো
হাঁটুতেই শেষ।
৩০| ১০ ই জুন, ২০১৬ রাত ৩:২০
জে.এস. সাব্বির বলেছেন: দিয়া আপু ভেগেছে
রণে দিছে ভঙ্গ
হলপ করে বলবো যে ,
তার কাঁপছে সারা অঙ্গ ।
এতই ভীতুর ডিবি যবে
যুদ্ধ ক্যানে লাগালে
'বাঘা তেতুল' নাম শুনিয়ে
কম্মো খানি সারলে
ভৃগুদা আপনি লড়েই যাবেন
সদা আছি সাথে
জানি হ্যাতায় আসবে আবার
আপকো নয়া তেতুল নিতে
'ভাবুক' ভাইয়া-
শুনেন আইয়া
আমাকে ভাই ভয় দেখিয়ে
কোনই লাভ নাই
কলিজা যে মোর আড়াই হাতি
কিউকি মেতো 'কি করিব'রই ভাই
বাঘ হাতি গরু মহিষ
আর গন্ডার মন্ডার সবি
এইসব তার দূরকল্প
জিভেতে যে ভাসছে শুধু
তেতুলের ছবি
এক খানা বাঘা তেতুল
সামনে লয়ে যান
আপনি তাহার সবকিছু
পরানের পরান
১০ ই জুন, ২০১৬ ভোর ৫:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক খানা বাঘা তেতুল
সামনে লয়ে যান
আপনি তাহার সবকিছু
পরানের পরান
বাব্বাহ.....এ ব্যপারে
আছে দেখি খুব জ্ঞাণ;
মেয়েছেলে নিয়ে বুঝি
সারাদিনি করো ধ্যান?
ঠিকঠিক করে কও
গার্লফ্রন্ড ক'টা?
কানেকানে ফিসফিস
সেরেছ কি ওটা??
৩১| ১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৬
জে.এস. সাব্বির বলেছেন: ঠিকঠিক করে কও
গার্লফ্রন্ড ক'টা?
কানেকানে ফিসফিস
সেরেছ কি ওটা??
পরানপাখি একখানই
কইমুনা মিছা ।
ধ্যান-ঞ্জান সবই যে
সে- আমার মোনালিছা ।
এইটুকুতেই এনাপ ,ভাইয়া
আর কিছু নাই
'ওটা'সোটা সেরে ফেলা যে
এখনো নছিবে হয়নাই
১১ ই জুন, ২০১৬ ভোর ৫:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোনালিসাতেই থেকো
বানিয়োনা পামেলা;
পাঁচ মিনিটের সুখে
আজীবনি ঝামেলা।
এভাবেই রয়ে সয়ে
কহিও কবুল;
ফিতনাতে পিছলিয়ে
করোনা সে ভুল।
মোনালিসা তরে মোর
রহিলো শুভেচ্ছা;
কহিওনা তারে মোর
পঁচা ব্লগিংয়ের কেচ্ছা।
৩২| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৮
শায়মা বলেছেন: হায় হায় এ ছড়ায় হয়নিতো প্রাকটিস
কত কিছু হয়ে গেলো আমি বাকী ইশ ইশ!!!!!!
হলো নাকো ছড়া লেখা হলো নাতো কিচ্ছু
হাতী, ঘোড়া, বাঘ, বেজী, সাপ ব্যাঙ্ বিচ্ছু
মনটাকে ইদানিং দড়ি দিয়ে বেঁধেছি
জানো ভাইয়া কাল রাতে কত আমি ......
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানটুশ আপুনিটা
কি হয়েছে খালি কও;
খেতা পুড়ি গার্লফ্রেন্ড
বান্ধবি কিবা বউ।
মন হলো খোলাকাশ
তারে কেনো বাঁধবে;
যে করেছে তেড়িবেড়ি
সে শালারাই কাঁদবে।
নামখানা খালি কও
কিবা দ্যাও ঠিকানা;
বাদ বাকী মোর কাম
যাবে হেথা লেখানা।
করবো কি খোদা জানে
স্রেফ যেনো শর্টকাট;
মার চোটে পারবেনা
পড়তে সে প্যান্টশার্ট।
ভালো কথা গেমু বদ
করেছে কি বেয়াদবি?
করে দেব খাল্লাসসসস
রয়ে যাবে স্রেফ ছবি।
৩৩| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
জে.এস. সাব্বির বলেছেন: তা কি আর বলার ভাইয়া
করুম না সেই ভুল
ইনশাল্লাহ এভাবেই একদিন
ওকে করে নিব কবুল ।
শুভেচ্ছান্তে সে তো
আজকে অনেক অনেক হ্যাপি
বলছে আমায় আপনার তরে
তার হয়ে যেন ১ কোটি থ্যাংক্স যপি....
======
শায়মা আপুর তরেতে আর
কি জানাবো সিম্পেথী?
আপনার দুঃখে আপু-
আমরা সবাই সমান ব্যথায় ব্যথী
আপনার চোখে কান্না-কাটি
পায়নাকো শোভা
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
ছড়িয়ে যান একটু সুখের আভা ।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংকস্ সব বুঝে নিলু
সদা হও সুখী;
ভালো থেকো দুজনাই
থেকো খোদামুখী।
==============
আপনার চোখে কান্না-কাটি
পায়নাকো শোভা
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
ছড়িয়ে যান একটু সুখের আভা ।
তা যা বলেছ ভায়া
বিলকুল খাঁটি;
আপুনির চোখে জল!!!
মোর জান মাটি।
আপু ছাড়া মোর আর
তিনকুলে কেউ নেই;
মা কিবা বোন বলো
সবি মোর জেনো সে-ই।
আপুনিটা মোর তরে
অশেষ এক নিয়ামত;
তার চোখে পানি মানে
আজ হবে কেয়ামত।
৩৪| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১
শেয়াল বলেছেন:
ছড়ুনার রাজ্যে আইস্যারসি দেহি
১৩ ই জুন, ২০১৬ ভোর ৫:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহলান সাহলান
ছিলে কোথা ভায়া;
আমি পুরো পান্খা
এত কিস খায়া।
৩৫| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৫
দিয়া আলম বলেছেন:
উরে বাবা!!! এটা কে
জি এস সাব্বির
পুরান পাগলের ভাত নেই
নতুন খুজে ফিন্নি ক্ষির।
ভীতু আর তোমারে
ঢরিনাকো আহা!!রে
খেয়ে দেয়ে বল করে
ফিরছি তবেরে......... হিহিহিহিহিহিহ
১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নতুনইতো খাবে ক্ষীর
পুরানেরা ভাত;
নতুনের জয়োগানে
পুরনোরা কাৎ।
বল ফিরে পেতে
রোজায়ও গেলে খেতে;
সোৎসাহে দিন গুনি
দেখি কেবা জেতে।
৩৬| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪১
জে.এস. সাব্বির বলেছেন: ডরে আপনি ডরায়িত
খেয়ে ছোট্ট একটা থ্রেড
পান্জা-বাজি লড়তে তবে
খান-মাখন মিশানো ব্রেড
সেহরিতে যা খেয়েছেন
ভয়ে-একটু পরেই শেষ
যুদ্ধের এই ডাক শুনিয়া
হাটু কাঁপিতেছে তো বেশ..
ভয় পাইনা বলে ,গো আপু
ভয় পেয়েছেন যাহা
আপনার লাগি মায়া হচ্ছে
মরি- আহা আহা!!
আমি নাহয়-মায়াই করলাম
কিন্তু বিদ্রোহী ভৃগু ভাই!
আগুণ জ্বলছে পান্জাতে তার
আজ আপনার নিস্তার নাই...
১৪ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবা শুনালে কিগো
আমারি তো হার্টফেল;
হাসি তামাশার ছলে
শুরু হলো কি যে খেল !!!
আপুনিরে একা পেয়ে
খুব বুঝি মর্দানি?
মোনালিসা সামনেতো
ভিজে ম্যাও,খুব জানি।
সাফ সাফ কই বাপু
আমি আপুনির দলে;
এ বুকে সয়নি কভু
নারী দুখ কোনকালে।
৩৭| ১৫ ই জুন, ২০১৬ রাত ৩:০৯
জে.এস. সাব্বির বলেছেন: সাফ সাফ কয়ে দিলেন
মনের আসল কথা
ভাই-ব্রাদার বিরুদ্ধিলে
ডিলে লাগে ব্যথা ।
হাসি তামাশার ছলে এ খেল
দিয়াপু করছেন শুরু
নিন্দিলেন ভৃগুদারে
যিনি আমার গুরু
ভৃগুদারে কচ্ছে আবার
ভীতু বারে বার
এত অপমানের পরেও
আপনি পক্ষ নিলেন তার!
বুঝিনা ভাই মাথামুন্ডু
আমি কি একটা গরু??
না না ভাইয়া,বুঝলাম এবার
আপনি লাভগুরু.....!
তাইকি ভাই ,হেথায় বসে
বেনী বুনছেন-কালো কেশে!
পটানির আর কত কলা
দেখাবে হে গুরু
চালিয়ে যান চালিয়ে যান
এইতো সবে শুরু ।
১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইকি ভাই ,হেথায় বসে
বেনী বুনছেন-কালো কেশে!
ছন্দেের ছলে ভায়া
দিলে চামে খোঁচাখানা;
দিনদিন কবিতায় তোমা
বাড়ছে যে মুন্সিয়ানা।
নাগো ভায়া ভুল ভুল
কপালে নেই সে সুখ;
বে-গুন আমি চিরকালি
পটানোর নেই সে মুখ।
নায়ক তোমরা সবে
জোটে কত মোনালিসা;
ঘাটের ন্যাড়া এ আমি
সদা খাই ঝাঁটা-পিছা।
পটানোতো দুরে থাক
প্রেম-ই করা হলোনা;
মিছে মোরে খোঁচা দিয়ে
''লাভগুরু'' বলোনা।
লাভগুরু নিয়ে মোর
আছে এক ছড়া;
লিন্ক দিনু দেখে বলো
যায় কি তা পড়া??
প্রেমিক প্রামানিকের জবানবন্দী
৩৮| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৯
কালনী নদী বলেছেন: wht to do? i have nothing to say' but pay the attention that u have to repay! yet to be did nt knw wht shud i do but a bow to you dear sweetest kicir misir poet!
১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলাম আমি
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছ শিল্প।
৩৯| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৫:৫৯
কালনী নদী বলেছেন: wht to do? i have nothing to say' but pay the attention that u have to repay! yet to be did nt knw wht shud i do but a bow to you dear sweetest kicir misir poet!
১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভীনদেশি বোলে ভায়া
ভালা ক'লে না দিলে গাল?
বুঝবো কি করে বলো
আমি যে মহা আবাল।
৪০| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:১৮
কালনী নদী বলেছেন: Hw do i secret my shame to say that i were unable to write in english . . . but you are the exception who's nt that foolish . . . for sure . i beg your apologie sir.
১৬ ই জুন, ২০১৬ ভোর ৫:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের ক'লে খিটমিটে
আজগুবে ভাষাতে;
তোমার যন্ত্রনাতে
পালাবো ভাবি রাশাতে।
সব ভাষা শিখে ফের
লিখবো যে দিস্তা;
বোজো,সিনর,এমিগো
হাসতা লা ভিসতা।
৪১| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৭:১৪
জে.এস. সাব্বির বলেছেন:
যায় মানে!! হাজার লাইক
একেবারে ধিনতা
জানি আমি লাভগুরুরাই
করে ঐরাম চিনতা
"পাইনাই"এর ভিতরে ভায়া
কতকি যে লুকালেন
ঐছড়াটির কমেন্টপ্যাডেই
হিসেব তাহার চুকালেন
ইন্টেলিজেন্ট প্রামাণিক ভাই
বলছে যাহা মানি
আপনার ভূত তার ঘাড়েতে
চাপিয়েছেন জানি
আপনি ভাই সেয়ান জিনিস
তল-পাতায় লুকান
জমে যাহা উপরপাতায়
উদরে দেন চালান
=======
অফটপিকঃ একটা কথা
ক্যাচ করেছি আজ
আটে আট ছন্দে আপনার
ছন্দের কারুকাজ
চুলছিড়ি টানি টানি (-৮)
ক্যামনে সদা মিলান (-৮)
আমি কি ভাই পারবো (-৮)
ওসব-রুল টা প্লীজ (-৮)
দি-যান (-৩)
টানাহেচড়া করে যদিও
আট করিলাম ওসব
চারটা আট মিলে শেষে
তিন করিল প্রসব
প্রসব করা রোধ করিতে
নিরোধক কি আছে?
এইখানা কিন্তু ফাস্ট টিপস
জানতে চাইছি আপনার কাছে ।
না পেচিয়ে সোজাসোজী
উত্তর দিবেন তাই
আপনি আমার ছন্দগুরু
'সদা ভাবুক' ভাই ।
১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ দেখি মিছিমিছি
আমায় কি যে ভাবলে;
চিমটি না ঘুষিওনা
মাংসই নিলে খাবলে!!
আগেই কয়েছি বাপু
আমি বড় কদাকার;
গোদের বিষ ফোঁড়াটি
বে-গুনেতে একাকার।
মাইয়ারা খুঁজে সদা
ইসমার্ট জিনিয়াস;
সব ল'তে আমি জিরো
কিছুতে করিনে পাশ।
সবি জানো তাও ক্যান
সদা দ্যাও খোটা?
দুখে দুখে শেষ মোর
জীবনটা গোটা।
=============
=============
চুলছিড়ি টানি টানি (-৮)
ক্যামনে সদা মিলান (-৮)
আমি কি ভাই পারবো (-৮)
ওসব-রুল টা প্লীজ (-৮)
দি-যান (-৩)
চুল ছিড়ি টানি টানি
ক্যামনে সদা মিলান;
আজগুবে ছন্দরসে
পাঠকে সব গিলান।
ধ্যাৎ ভায়া কি যে কও
কথা শোনে হই লাল;
সবি মোর অগাবগা
নেই কোন সূত্র চাল।
মাথায় যা আসে লিখি
আগডুম বাগডুম;
ঝরেবগে যায় মিলে
কি করে যে ধুমাধুম।
তোমার যা মেধা বাপু
মান অতি উচ্চ;
তোমার জ্ঞানের ভীড়ে
আমি ক্ষুদে তুচ্ছ।
সে-আমি দেব টিপস্!!
কথা বুঝি পাওনা;
নাকি লিখি টুকিটাকি
তা-ও তুমি চাওনা??
করছি প্রেডিক্ট আজ
সিনা টেনে বারবার;
সামুর ব্লগেতে জেনো
তুমি নেক্সট সুকুমার।
৪২| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৬
জে.এস. সাব্বির বলেছেন: উরিব্বাবা ,শুনলেম এ কি!!
সূত্র ছাড়াই বাজিমাত
ঝড়বেগেতে ছন্দ লিখেই
সামু বাজার কুপোকাত
বুঝলাম তবে ওসব কিছু
নহে আমার কম্মো
পারতে হলে নিতে হবে
হাজারতম্ বার জম্মো
যাহাই কইছেন সব মেনেছি
শুরু আর শেষ বাদে
প্রিডিক্ট খানা শুনিয়া যে
মোর পা পরিছে খাঁদে
সামুর রাজ্যে পাস্ট বলেন
কিংবা প্রেজেন্ট-ফিউচার
আপনিই হলেন সর্বসেরা
বাকি সবে কদাকার
এইখানা যদিবা আপনে
মানিতে নারাজ
শুনুন-একদিন সবাই ,বলবে
ইহাই; যাহা বলে গেলাম আজ
===============
===============
বেগুন ভাজি ,খাইজি আজি
চিনিও বে-গুনেরে
আপকো কথা শুনিয়া তাই
কাঁশি লইছি ঝেড়ে!!
হক্কল মাইয়া ফছন্দিরে
শুধুই ইসমার্ট-জিনিয়াস
"কয়খানারে নাড়িয়া-চাড়িয়ে"??
এই তত্ত্বে- য়াসিছে বিশ্বাস..
ন্যাকামি-ট্যাকামি করিয়া
আপনে খাইয়াছেন ধরা
আল্লা-মালুম করছেন খিতা
ছাড়াই কাবিন-সরা !!
ওই ওয়েতা অতি খারাপ
আর যাইয়েন না ভাই
লম্ফা কেশ আর জুঁই তেলেতেই
স্টফ থাকা চাই....
মাঝে মধ্যে দিবেন তাদের
লম্বা লম্বা ছন্দ
তাতেই হইবেক কুপোকাত
'ভাবুক' প্রেমে অন্ধ
১৭ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর রাজ্যে পাস্ট বলেন
কিংবা প্রেজেন্ট-ফিউচার
আপনিই হলেন সর্বসেরা
বাকি সবে কদাকার
পামেরও যে সীমা আছে
তুমি গেলে ছাড়িয়ে;
পিঁপড়েরে মজা ছলে
হাতি দিলো পাড়িয়ে।
গরীবের মন নিয়ে
ছল ভায়া করোনা;
অতি হিটে যায় গলে
চায় স্রেফ করুনা।
লাথির কাঁঠাল আমি
বাড়িওনা দিয়ে পাম;
সামু ব্লগে সবে জানে
নেই মোর সিকি দাম।
তোমাদের কাছে পেয়ে
বুকে জাগে শ্লাঘা;
যেই দ্যাও মিছে পাম
মনে লাগে দাগা।
==================
==================
হক্কল মাইয়া ফছন্দিরে
শুধুই ইসমার্ট-জিনিয়াস
"কয়খানারে নাড়িয়া-চাড়িয়ে"??
এই তত্ত্বে- য়াসিছে বিশ্বাস..
নাড়া-চাড়া দুরে থাক
কথাইতো হয়না;
আমি হনু দাঁরকাক
নারী চায় ময়না।
এজীবনে আজতক
মিললোনা বান্ধবী;
প্রেমিকার খোঁজ নেই
হুদাই যে ছড়া কবি।
নারীর সামনে গেলে
বুক করে ধুকপুক;
গাঁইয়া আমারে দেখে
তারা সিটকায় মুখ।
এই হলো শর্টকাটে
মোর নারী ভাগ্য;
বিশ্বাস কর ভায়া
নারীতে আমি অজ্ঞ।
৪৩| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৬
helpless boy বলেছেন: সুন্দর
১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দর শুনে ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।
৪৪| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০৩
জে.এস. সাব্বির বলেছেন: শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর,
২০১৫ সকাল ১১:৩৯
লেখক বলেছেন:
আহা বাপু করো কি গো
হাটে হাঁড়ি দাও ভেঙ্গে;
কানে কানে বলি শুনো
আজকাল ঘুরি পরীমনির সঙ্গে
আর কারে বলোনা
জেনো টপ সিক্রেট;
ঐটা....খাওয়ার আগে
মুখে দিই কিটকেট
হাহাহাহাহাহাহহাহহাহা ভাইয়া
বিজি আমি ইজি কাজে
বার বার উঠছি
তাই তোমার ছড়ারামী
মিস মিস করছি।
তুমি এত পাঁজি এর
পাঝাঁড়াটা যে হয়েছো।
কান ছিড়ে দিতে হবে
এইবার বুঝেছো??????
লেখক বলেছেন:
পাজীর আর দেখেছো কি
পাজীর আমি পা ঝাড়া;
এতো স্রেফ ট্রেইলার
হাল্কি-পুল্কি গা ঝাড়া।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আরো প্রমাণ আনবোনি
করবো নি হাজির?
ছাড় কিন্তু পাইবেন না
এনে শত উজির-নাজির
১৭ ই জুন, ২০১৬ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা সবি জেনো
ছড়া ছলে মশকরা;
ক্যান বাপু অধমেরে
এভাবে ইনসাল্ট করা??
৪৫| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০৩
জে.এস. সাব্বির বলেছেন: শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর,
২০১৫ সকাল ১১:৩৯
লেখক বলেছেন:
আহা বাপু করো কি গো
হাটে হাঁড়ি দাও ভেঙ্গে;
কানে কানে বলি শুনো
আজকাল ঘুরি পরীমনির সঙ্গে
আর কারে বলোনা
জেনো টপ সিক্রেট;
ঐটা....খাওয়ার আগে
মুখে দিই কিটকেট
হাহাহাহাহাহাহহাহহাহা ভাইয়া
বিজি আমি ইজি কাজে
বার বার উঠছি
তাই তোমার ছড়ারামী
মিস মিস করছি।
তুমি এত পাঁজি এর
পাঝাঁড়াটা যে হয়েছো।
কান ছিড়ে দিতে হবে
এইবার বুঝেছো??????
লেখক বলেছেন:
পাজীর আর দেখেছো কি
পাজীর আমি পা ঝাড়া;
এতো স্রেফ ট্রেইলার
হাল্কি-পুল্কি গা ঝাড়া।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আরো প্রমাণ আনবোনি
করবো নি হাজির?
ছাড় কিন্তু পাইবেন না
এনে শত উজির-নাজির
১৭ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখলেতো মিছে কথা
দু'বার হলো ইকো;
আর কত মিসট্রাস্ট??
দেখে কিছু শিখো।
৪৬| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৯:১২
জে.এস. সাব্বির বলেছেন: আমি কভু পাম দেই না
কই না কথা মিছা
সত্যি কথা বলি বলেই
আমি পঁচা-বাদাড়-ছুচা
সামু ব্লগের ছড়াকার
মুন্সি-মোল্লা যিনি
তারে তার ক্রেডিট দিলেই
পাম দেওয়া হয়- জানি ।
=================
=================
ইনসাল্ট আমি করলাম কৈ!
সত্য হাজির করছি
মেনে নিন ভালোয় ভালোয়
নয়ত ঢোল পিটিয়ে বলছি...
ঢোল পিটিয়ে ব্লগার সব
সামনে হাজির করিয়ে
বলে যাচ্ছেন মিথ্যা কথা
দেব আমি ছড়িয়ে
আরে ভাই- জানেনই তো
প্রেম করিলে দশটা
জানলে নারী একশতকে
জুটবে আরো হাজারটা
আপনি হলেন মহাগুরু
লাভগুরুদের বস
কেন তবে চাপাচাপি
বললে তো নাই লস
তাই ভাই ,বলেন এইবার
পরিমনির কিচ্ছা
একএক করি সব শুনিতে
মন্টার বড়ই ইচ্ছা
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে যে বাপু তোমা দিল
এইসব ধারণা;
ফের বলি সব মিছে
এইবার ছাড়ো না।
ঝুটা ইনজাম শুনে
খাড়ায় গায়ের পশম;
এক রতি নয় হাছা
বলছি খেয়ে কসম।
''লাভগুরু'' নই ভায়া
আসলে তা লাভগরু;
জিএফ কপালে নেই
ভাগ্যটি ফুল জিরো।
পরীমনি,সেটি কেগো
সে আপুরে চিনিনা;
ব্লগার নাকি লেখিকা
দাওনাগো ধারনা।
৪৭| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০
জে.এস. সাব্বির বলেছেন: ভাবুক ভাই কোথায় গেল
হারাল ছড়া খেলা
অগাবগা যাও লিখে কিছু তো
কাটাতাম সন্ধাবেলা
ভোড়ের কুসুম ফোটার আগে
ভাইয়ের নিয়মিত মুখ
অনেক দিন দেখি নাকো
বাড়ছে যে তাই দুখ
ঈদ আয়োজনে এত ব্যস্ত
শুভেচ্ছা টাও পাই নাই
শুভেচ্ছান্তে ভায়ের কাছে
একটা ঈদ উপহার চাই
কি দেয়া যায় ,কি দেয়া যায়
ভাবিয়া হচ্ছেন খুন??
ঈদ আমেজের ছড়িতা পেলে
খুশি হইবো লক্ষ কোটি গুণ ।
অনেক দিন গত হইলো
আপনার ছড়িতা নাই
ঈদে ছড়িতা আড্ডা সাজাতে
আপনার ছড়া চাই ।
প্লীজ প্লীজ প্লীজ প্লীজ.....
২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে কি শরম
দেখ দেখি কান্ড;
রিপ্লাইয়ে কত দেরী
আলসের ভান্ড।
বিশ্বাস করো ভায়া
পড়েনিকো চোখে;
চুল টেনে,মাথা খিঁচে
মরি হেথা দুখে।
তোমারইবা কিবা হাল
কোথা তুমি হারালে;
কেমন আছে মোনালিসা
বিয়েটা কি সারালে?
৪৮| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০
জে.এস. সাব্বির বলেছেন: ভাবুক ভাই কোথায় গেল
হারাল ছড়া খেলা
অগাবগা যাও লিখে কিছু তো
কাটাতাম সন্ধাবেলা
ভোড়ের কুসুম ফোটার আগে
ভাইয়ের নিয়মিত মুখ
অনেক দিন দেখি নাকো
বাড়ছে যে তাই দুখ
ঈদ আয়োজনে এত ব্যস্ত
শুভেচ্ছা টাও পাই নাই
শুভেচ্ছান্তে ভায়ের কাছে
একটা ঈদ উপহার চাই
কি দেয়া যায় ,কি দেয়া যায়
ভাবিয়া হচ্ছেন খুন??
ঈদ আমেজের ছড়িতা পেলে
খুশি হইবো লক্ষ কোটি গুণ ।
অনেক দিন গত হইলো
আপনার ছড়িতা নাই
ঈদে ছড়িতা আড্ডা সাজাতে
আপনার ছড়া চাই ।
প্লীজ প্লীজ প্লীজ প্লীজ.....
২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন আছ কও দিনি
কতদিন দেখিনা;
প্রায় প্রায় মিস করি
ভেবো মোটে মেকি না।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। ভাল লাগায় ভরপুর ছড়া