নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
ব্লগার শহীদুল ইসলাম প্রামানিক অসুস্থ
কি শুনালে হেনাভাই
কেমন আছে লোকটা?
তোমার ঐ পোষ্ট পড়ে
ভেঙ্গে গেলো বুকটা।
প্রাণখোলা দিলখোলা
সদা হাসি মুখ;
তার কিনা হলো শেষে
হার্টের অসুখ !!!
ছন্দ ছড়াতে যিনি
সামু রাখে মাতিয়ে;
হাসপাতালের বেডে
সে-ই কিনা নেতিয়ে !!
হার্টফেল কিবা স্ট্রোক
হৃদয় নিয়ে কত জ্বালা;
হার্টলেস-ই হওয়া ভালো
এসবে নেই ঝামেলা।
ইয়া খোদা রাহমান
তুমি শাফি,তুমি মাফি;
আরোগ্য দাও তারে
এক ইশারাই কাফি।
ফিরে এসো প্রামানিক
সকলেরি এই দোয়া;
তুমি ছাড়া সামু ব্লগে
নেই যে প্রাণের ছোঁয়া।
মজা ছলে ফান করে
কত কি যে লিখেছি;
ছড়া লিখা কারে কয়
তোমা হতে শিখেছি।
কোনদিনও রাগ করে
বলনি কোন কটু কথা;
হামেশাই উৎসাহে
দিয়ে গেছ স্নেহ হেথা।
সেইসব ভেবে আজ
চোখ জলে নোনতা;
ক্ষমা করে দাও দাদা
হবেনাকো ভুলটা।
হে খোদা মোর প্রমিদারে
দাও ত্বরা শেফা;
রমজানে তোমা সনে
এই মোর রফা।
সামুর সকলে করো
খাস দিলে প্রার্থনা;
নয় কোন ভেদাভেদ
ডান-বাম স্বার্থ না।
টপ সিক্রেটঃ
হাসপাতালেতে গিয়ে
যেভাবে মোরে কাঁদালে;
আমি বদ হনুমান
সদা চলি ডালে ডালে।
ফিরে এসো এইবার
তারপরে দেখামু;
প্রতিশোধ কারে কয়
পোষ্টেই বুঝামু।
ছবিঃ
প্রথমটি চিরচেনা
তার সেই প্রপি;
ব্লগ থেকে ধুমধাম
দিনু হেথা কপি।
ফেবু ঘেটে আতিপাতি
যেই পেনু বাকি কটি;
ছবি দেখে তাজ্জব
রূপ তার কত কোটি !!!
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন প্রাণবান মানুষটার এই খবরটা চমকে যাওয়ার মতনই।
দ্রুত আরোগ্য লাভ করুন এ দোয়াই করি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৫
বাঁকখালির বাঁকে বলেছেন: ছন্দ ছড়াতে যিনি
সামু রাখে মাতিয়ে;
হাসপাতালের বেডে
সে-ই কিনা নেতিয়ে !!
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়া খোদা রাহমান
তুমি শাফি,তুমি মাফি;
আরোগ্য দাও তারে
এক ইশারাই কাফি।
৩| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: খুব তাড়াতাড়ি ফিরে আসুন আমাদের মাঝে। এই দোয়া করি।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন,সুম্মা আমিন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করি
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আল্লাহ রাহমানুর রাহীম কবুল করুন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯
নাইক্যডিয়া বলেছেন: কবে কখন হলো?
এখন তিনি কেমন আছেন?
দোআ করি তিনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কদিন আগে হলো শুনেছি,কবে ঠিক শিউর না।এখন আগের চাইতে বেটার আছেন মাশা আল্লাহ।
আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন।
৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১
সুমন কর বলেছেন: ফিরে আসুক আবার, সবার মাঝে.....
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিরে এসো প্রামানিক
সকলেরি এই দোয়া;
তুমি ছাড়া সামু ব্লগে
নেই যে প্রাণের ছোঁয়া।
৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১
হুমম্ বলেছেন: ফিরে আসুন প্রামানিক ভাই...............জলদি
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশী বেশী দোয়া করুন ভায়া।
৮| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২
সাইফুল১৩৪০৫ বলেছেন: সকালে ব্লগে এসে এই প্রামাণিক ভাইকে মনে পড়ছিল। ভাবলাম হয়তো কাজের চাপে আছেন। তাছাড়া মাঝে মাঝেই উনি আমার লেখায় সুন্দরভাবে উৎসাহ দিতেন। তার লেখা কয়েকদিন থেকে দেখছিলাম না। এখন ব্লগে এসে এমনকিছু জানবো ভাবতে পারিনি। ওনার বর্তমান অবস্থা কেমন?
সুস্থ হয়ে আবার লিখুন এইটাই কামনা করি আল্লাহর কাছে।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার বেলায়ও ঠিক তাই।আলোচিত ব্লগে হেনা ভাইয়ের পোষ্ট দেখে মাথায় যেন বাজ পড়লো।মাত্র কদিন আগেও কোন এক পোষ্টে তার সাথে খুব মজা করেছিলাম।সেই তিনি হাসপাতালে শুনে পুরাই বেকুব।
লিটন ভাইর সাথে কথা হয়েছে।জানালেন এখন আগের চাইতে বেটার আছেন।
তার দ্রুত আরোগ্য কামনা করি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।
৯| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
নাইক্যডিয়া বলেছেন: আপনার কাছে তার নম্বর আছে?
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখনো পাইনি।পেলে তার অনুমতি নিয়ে অবশ্যই জানাবো।
১০| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: তার অবস্থা এখন ভালো শুনলাম। ফিরে আসুন প্রামাণিক ভাই।
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিটন ভাইও আমাকে তা-ই জানালেন।তার সাথে নাকি ফোনে কথা হয়েছে।
আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।
১১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
দইজ্জার তুআন বলেছেন: হে খোদা মোর প্রমিদারে
দাও ত্বরা শেফা;
রমজানে তোমা সনে
এই মোর রফা।
আমারো একি প্রার্থনা
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়া খোদা রাহমান
তুমি শাফি,তুমি মাফি;
আরোগ্য দাও তারে
এক ইশারাই কাফি।
১২| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: আশা করি ভাল আছেন, আমার সাথে গতকাল কথা হয়েছে।
আজ দু'বার ফোন করে, একবারও কথা হয়নি!
সকালে ফোন রিসিভ করেননি, বিকেলে ফোন সুইচড অফ পেলাম!!!
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার সাথে কথা হয়নি কিন্তু লিটন ভাই বললেন এখন আগের চাইতে ভালো আছেন।এই দোয়াই করি।
তারে নিয়ে ১০১টা ফান পোষ্টের প্লট মাথায় কিলবিল করছে।এইবার আসুক খালি...................
তুমি কেমন আছ আপু?পুরাই ঈদের চান হয়ে গেছ।
১৩| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪০
কল্লোল পথিক বলেছেন:
হে আল্লাহ এই সহজ,সরল র্নিভেজাল মানুষটি তুমি
সুস্থ করে দাও,আমিন।
ফিরে আসুক আবার আমাদের মাঝে।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন..............সুম্মা আমিন।
মাটির মানুষ বলতে যা বুঝায় তিনি ঠিক তা-ই।মহান আল্লাহ রাব্বুল আল আমীন অবশ্যই তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।
১৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৪
জে.এস. সাব্বির বলেছেন: হেনা ভায়ের পোস্ট হতে
নিউজটা যবে জানলাম
শোকে কাতর সয়ে যেন
দুমড়ে-মুশরে গেলাম
অবস্থার হয়েছে নাকি
অনেকটা উন্নতি
খুব দ্রুত সুস্থ হোক
খোদা তরে- মিনতি
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খবরটা যেই শুনি
আমারি হার্ট যায় যায়;
সাথে সাথে নক করি
পরিচিত সবটায়।
দু'একজন জানালো
কেমন আছে প্রামানিক;
বেশিরভাগ-ই জানেনাকো
তিনি যে এতটা সিক।
লিটনদা জানালেন
এখন সে বেশ ভালো;
খুব ছিনু টেনশানে
শুনে জানে পানি এলো।
১৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার ভালবাসা। ধন্যবাদ আপনাকে।।
আল্লাহ উনাক্ব সুস্থতা দান করুন
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর রত্ন জেনো
প্রামানিক ছড়াকার;
চিরকালি তার আসন
ভালোবাসা শ্রদ্ধার।
আল্লাহ উনাক্ব সুস্থতা দান করুন,,,আমিন।
১৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহু খুব শিগ্রই প্রিয় ছড়াকার প্রামানিক ভাইকে সুস্থ করে তুলুক । সেই শুভ কামনা রইল ।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর এই অতি প্রিয় মানুষটিকে আল্লাহ অবশ্যই সম্পূর্ণ সুস্থ করে দেবেন।
জাজাকাল্লাহ খায়ের।
১৭| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
,
ফোন দিয়েছিলাম আমি
ভীরু ভীরু মনে
কিছু কথা হয়েছে
প্রামানিক ভাইর সনে ।
শরীর দুর্বল প্রামানিক ভাইর
কণ্ঠ বড় নরম
তাড়া তাড়ি ফিরে আসুন
সামু করতে গরম ।
রোগ শোক নয় চিরস্থায়ী
মনে রাখুন জোর
দুখের রাত্রি স্থায়ীতো নয়
জলদি আসুক ভোর ।।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রোগ শোক নয় চিরস্থায়ী
মনে রাখুন জোর
দুখের রাত্রি স্থায়ীতো নয়
জলদি আসুক ভোর ।।
বেশ বলেছ ভায়া তুমি
দিলে যেনো বাণী;
বুকে পেনু ফের বল
শুনে ঐ বাণীখানি।
রোজ তার আপডেট
প্লিজ ভায়া জানিও;
খেতে বলো তারে বেশী
ফ্রেশ জুশ পানীয়।
মনে করে বলে দিও
ভালোবাসি কত তারে;
ক্ষমা যেনো দেন করে
মহা এ বাঁদরটারে।
১৮| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৮
সিকদার বাড়ীর পোলা বলেছেন: নম্বর থাকলে ফেবুয় দিয়েন বস।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাকে কল করে নম্বরটা চেয়েছিলাম,তিনি দেননি।দিলে অবশ্যই জানাবো।
১৯| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদটি আপনার প্রাপ্য সংবাদটি সময় মতন সকলকে জানানোর জন্য।
তিনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইন শা আল্লাহ।
২০| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৪
জহিরুল ইসলাম কক্স বলেছেন: খবর টা শুনে চমকে গেলাম।মনে হল আপন কারো হয়েছে।আল্লাহ উনাকে সুস্থ তা দান করুক। রোজাদার এর দোয়া আল্লাহ কবুল করবে।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খবরটা ''মন খারাপ করা'' চমকে দেয়ার মতন খবরই বটে।শুনার পর থেকেই মনটা খুব খারাপ।আপন পর বুঝিনা,খোদ গুরু তিনি।
মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দ্রুত আরোগ্য দান করুন।
রোজাদারের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।আগেইতো বলেছি,
হে খোদা মোর প্রমিদারে
দাও ত্বরা শেফা;
রমজানে তোমা সনে
এই মোর রফা।
২১| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০
খোলা মনের কথা বলেছেন: প্রামানিক ভাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে তিনি ফিরে আসবেন আগের মতই। অসংখ্য ধন্যবাদ আবু হেনা ভাইকে। ''কি করি আজ ভেবে না পাই'' ভাই আপনা জন্য রইল শুভ কামনা।
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর সকলের শুভ কামনা প্রামানিকদার জন্য।প্রাণবান এই মানুষটি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইন শা আল্লাহ।
খোলা মনের সিধে সাদা মন্তব্যের জন্য ধন্যবাদ।
২২| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মোদের মাঝে আসুন তিনি ফিরে,
প্রার্থনা রইলো আল্লাহর দরবারে!
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর সকলে করো
খাস দিলে প্রার্থনা;
নয় কোন ভেদাভেদ
ডান-বাম স্বার্থ না।
২৩| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
গেম চেঞ্জার বলেছেন: আশা আছে, আছে প্রত্যাশা, আছে ভালবাসা!!
১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,বেশ বলেছিস রে গেমু।তোর মন্তব্যটিই সেরা।
ইয়াত্ত ভালোবাসার মানুষটি ফিরে আসবেন দ্রুত এ-ই মনের আশা এবং প্রত্যাশা।
২৪| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি খবর শোনালে
মনে ব্যাথা বাড়ালে
ভেবেছিনু ব্যাস্ত
পাইনা তাই ছড়া মস্ত
আজ জানলুম সত্য
অস্থির হল চিত্ত
দোয়া শুভ কামনা
খোদা খালি হাতে ফিরিওনা।
ফিরে এসো প্রামানিক
সকলেরি এই দোয়া;
তুমি ছাড়া সামু ব্লগে
নেই যে প্রাণের ছোঁয়া।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ জানলুম সত্য
অস্থির হল চিত্ত
দোয়া শুভ কামনা
খোদা খালি হাতে ফিরিওনা।
ইয়াতীম আমি রোজাদার
খোদা তরে ফরিয়াদ;
দাও শেফা প্রামানিকে
দোয়া মোর এ নিখাদ।
ফিরাবেনা রোজাদার
ফিরাবেনা ইয়াতীম;
এ রাসুলেরি(স.) শিক্ষা
কবুল কর হে রহীম।
২৫| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: তুমি কেমন আছ আপু?পুরাই ঈদের চান হয়ে গেছ। --------------
নারে ভাই, ঈদের চাদ হয়ে যাব কেন।
ব্যস্ত ছিলাম কিছুদিন, তারপরে আর ব্লগ ঢুকতে দিচ্ছিল না।
পাসওয়ার্ড চেঞ্জ করে, আবার এসেছি, জানিনা আবার কবে আই এস পি ব্লক হবে!!!
আপনি ভালোতো?
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি আছি এই বেশ
ভালো বলা যাচ্ছেনা;
দিন কেটে যাচ্ছে
রক্ত বেরুচ্ছেনা।
সর্ব হালে জানাই শুকুর আলহামদুলিল্লাহ।
২৬| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩১
Jahirul Sarker বলেছেন: সত্যিই খুব কষ্ট হচ্ছে ওনার জন্য।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওনার কষ্ট আরো অনেক গুন বেশি।
বেশি বেশি দোয়া করুন ভায়া।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।
২৭| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৪০
কালনী নদী বলেছেন: আসলেই আমাদের প্রামানিরক দা অনেক সুন্দর! গতকাল থেকেই তার শূন্যতা ভিষণ করে বোধ করছি আর এখন আপনাদের বন্ধুত্ব
দেখে সত্যিই বিমোহিত হলাম।
শ্রদ্ধেয় ভাই খুব জ্বলদিই ফিরে বাসবেন এই কামনায় রয়েছি, অধির আগ্রহে আল্লাহ উনাকে যেন পুরাপুরি সুস্থ করে দেন।
খুব সুন্দর ছড়া সাথের ছবিগুলাও অনাবিল! ভালোবাসায় পরিপূর্ন।
আপনাদের ছাড়া আমরাও রসকষহীন , অমূল্য।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর রত্ন জেনো
প্রামানিক ছড়াকার;
চিরকালি তার আসন
ভালোবাসা শ্রদ্ধার।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ।
২৮| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:০৬
সোজোন বাদিয়া বলেছেন: আমাদের হৃদয়ের বাসনাটাকে কবিতায় এমন রূপ দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। কবি প্রামানিক ভায়ের মতো আপনিও আমাদের হৃদয়ের কবি।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা ছলে ফান করে
কত কি যে লিখেছি;
ছড়া লিখা কারে কয়
তোমা হতে শিখেছি।
কোনদিনও রাগ করে
বলনি কোন কটু কথা;
হামেশাই উৎসাহে
দিয়ে গেছ স্নেহ হেথা।
যা লিখি অগবগা,সব তার কাছ হতেই শেখা।
২৯| ১৮ ই জুন, ২০১৬ রাত ১:১৭
বিপরীত বাক বলেছেন:
হার্টফেল কিবা স্ট্রোক
হৃদয় নিয়ে কত জ্বালা;
হার্টলেস-ই হওয়া ভালো
এসবে নেই ঝামেলা।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি ঠিক তা-ই ভাবছি প্রিয় ব্লগার।দেখুননা হৃদয়বান মানুষটা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন আর হার্টলেস এই আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি।এতই যদি ঝক্কি তবে সে হৃদয় দিয়ে কামডা কি?
৩০| ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৩০
সচেতনহ্যাপী বলেছেন: আমারই মত ভাল হয়ে ফিরে আসুন আমার মাঝে, এই কামনায়।।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার মতন ভালো হয়ে ফিরে তিনি হয়ে যান অলওয়েজহ্যাপী।এই দোয়া করছি।
৩১| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাইয়ের দ্রুত সুস্থ্যতা কামনা করছি........ওনাকে নিকে চমৎকার ছন্দ পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একজন সাদা মনের মানুষ আরেকজন সাদা মনের মানুষের সুস্থতার কামনা করবেন,এটাই স্বাভাবিক;
কালো মনের বাঁদরের জন্য নয় ধন্যবাদটির সুন্দর মন্তব্যের জন্য আপনারি প্রাপ্য।
৩২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৬
শায়মা বলেছেন: ভাইয়া তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসুক আমাদের মাঝে।
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক অসুখের
টাইম আর পেলোনা;
আমারও যে শয়তানি
খাসলত গেলোনা।
মাথায় আছে মিনিমাম
কয়েক হালি আইডিয়া;
পঁচানোর আয়োজন
প্রায় শেষ তারে নিয়া।
তর আর সইছেনা
কবে পামু তারে;
বিষাক্ত পোষ্ট সব
শ্বাস ফেলে তার ঘাড়ে।
৩৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:৫১
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় প্রামানিক ভাই সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে এ দুয়াই করি । কিছুদিন ধরে উনাকে ব্লগে পাচ্ছিলামনা । উনার ব্লগে গিয়ে গিয়ে ফিরে এসেছি । মনে করেছিলাম রমজানে মনে হয় উনি ব্লগ থেকে দুরে থাকবেন । কিন্তু উনি যে হসপিটালে সে তো ভাবতেই পারিনি । খবরটা এখানে দেখে ভীষন মুষড়ে পরেছি । ।উনার জন্য দোয়া করছি । সম্ভব হলে উনার অবস্থা সম্পর্কে রেগুলার আপডেট দিলে খুশী হব । উনার অবস্থা জানিয়ে এ কবিতা উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল অব্দি জানি তিনি আগের চাইতে বেটার আছেন।আজ এখনো যোগাযোগ হয়নি।আপডেট নিশ্চই জানাবো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
পাঠে কৃতজ্ঞতা।
৩৪| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০
রানার ব্লগ বলেছেন: অতি শিগ্রি সুস্ত হয়ে উঠুন, এই কামনায় ।
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়াত্ত মানুষের ভালোবাসা আর শুভ কামনায় নিশ্চই তিনি আল্লাহর রহমতে সু্স্থ হয়ে ফিরে আসবেন।
৩৫| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: বলেন কি!!
দ্রুত ফিরে আসবেন এই কামনাই করি।
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হৃদয়ের সমস্ত শুভ কামনা আজ ছড়ারাজের তরে....................
৩৬| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৯
আজিজার বলেছেন: ইনশাআল্লাহ। আমাদের মাঝে তিনি ফিরে আসবেন আগের মতই।
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইন শা আল্লাহ...............তার নেক্সট ছড়ার গন্ধ পাচ্ছি
৩৭| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০
শাহজালাল হাওলাদার বলেছেন: সব ক্ষমতার মালিক তুমি
আল্লাহ মহীয়ান,
সুস্থতা আর অসুস্থতা
তোমার অবদান।
ঐ ইশারায় হুঁশ যে হারায়
বেহুঁশির হুঁশ ফেরে,
সুস্থতা দাও হে দয়াময়
প্রামানিকেরে।
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়া খোদা রাহমান
তুমি শাফি,তুমি মাফি;
আরোগ্য দাও তারে
এক ইশারাই কাফি।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩৮| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫০
আহলান বলেছেন: আল্লাহ ! আপনি তাকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন!!
১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন,,,সুম্মা আমিন।
৩৯| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভীষণ দুঃখ পেলাম
১৯ শে জুন, ২০১৬ ভোর ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে-তো বটেই।তবে সময় এখন তাকে সাহস দেবার।সামুর সবাই তার পাশে আছি।হৃদয়ের সমস্ত শুভ কামনা তার তরে।
৪০| ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৫
গেম চেঞ্জার বলেছেন: প্রামাণিক ভাইয়ের এখনকার খবর কী?
২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লজ্জার কথা কি বলবো,নিজের ব্যস্ততার কারণে আজ দু'দিন ধরে কোন খোঁজই নেয়া হয়নি।নিজের স্বার্থপরতায় নিজেই ভারী লজ্জা পেলুমরে।খবর নিয়ে জানাবো তোকে।মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
ভালো কথা,রোজা রাখিস?
৪১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
প্রামানিক ভাইর নাম্বার নিবে ?
আছো নাকি ফ্রি
লিখো তবে জিরো ওয়ান
সেভেন ওয়ান থ্রি ।
লিখে ফেলেছো ঝট ফট
ফাইন ভেরি ফাইন
এবার লিখো তাড়াতাড়ি
থ্রি এইট নাইন ।
বাকি আছে আর তিনটা
এইট ফাইভ টু
সেরে উঠুক প্রামানিক ভাই
ছু মন্তর ছু !!!
২৪ শে জুন, ২০১৬ ভোর ৬:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চেয়েছিনু ফেবুতে
দিলে শেষে ব্লগে;
ভুলেই সে গেছ ভেবে
ছিনু মহা রেগে।
রাগও সেকি প্রচন্ড
ব্লগ-ই করি কুইট;
ভুলে এসে যেই পেনু............
তুমি ভেরি সুইট।
বলো কি কি খেতে চাও
চাইনিজ,থাই,পিজা?
থুক্কু কি বোকা আমি
রেখেছতো রোজা।
তা না হলে কনফার্ম
পেতে ইয়া ট্রিট;
ওকি ওকি রেগে দেখি
দাঁতে খিটমিট।
৪২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ,
,
,
জানিনাতো কখন দিলে
আমার সাথে আড়ি ,
এখন যে আসোনা
মোর ব্লগ বাড়ি ?
২৪ শে জুন, ২০১৬ ভোর ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোবা তোবা কি যে কও
তোমা সনে আড়ি???
তার আগে আমি যেনো
ঠাডা খেয়ে মরি।
পাপী,তাই ইবাদতে
টুকিটাকি ব্যস্ত;
আসবোতো আলবাৎ
হতে দাও রোজা শেষতো।
এসোনা ভায়া একবার
গরীবের ভাঙ্গা বাড়ি;
ভারী খুশী হবো যদি
করো কভু ইফতারি।
৪৩| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ লিটন ভায়া
দিয়েছো নাম্বার
তাতেই পেলুম ভায়ার
লেটেষ্ট খবর।
আছেন ভাল তিনি
যদিও বেড রেষ্টে
বিপদ গেছে কেটে
আছেন তবু কষ্টে!
লেখকের দিন কি
কাটে লেখা ছাড়া
এরচে কষ্ট কি আর
ছেড়ে সামু ছড়া!
আমারও পাইনা আর
ছড়া সব মজার মজার
আশা করি শীঘ্রই
ফিরে পূরাবেন আশা সবার।
২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর আগে কল করে
দেখালে কি খেল খাস;
ঘোড়াখানা ডিঙ্গিয়ে
খুব খেলে সুখে ঘাস।
কুড়ে ঢিলে যাই কও
সময়টা পাইনি;
আমি যবে ফোন করি
কলখানা যায়নি।
দোয়া করি খোদা তরে
দ্রুত তার শেফা;
সুস্থ হায়াতি হোক
দুর হোক খা'ফা।
সামু ছাড়া থাকা যায়?
লিখালিখি বন্ধ;
ঠিক যেনো আলোহীন
দুটি চোখি অন্ধ।
আমি আছি ওৎ পেতে
যেই ফিরে প্রামানিক;
মহা সব প্লট ঘটে
দেখলেই দেমু ঠিক।
৪৪| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে জানে তুমি ভায়া
হয়ে গেছো আলসে
পেয়ে বাইশে নাম্বার
করোনা ফোন ছাব্বিশে
আবার বলো তুমি ঘোড়া
ছিঃ আমি কিতা বলতে পারি
তুমি বললে তা না মেনেইবা
কি করে বলো নেব আড়ি
সেই ভাল দোয়া করি
আসুক ফিরে
প্রামানিক ভায়া
সামুতে তাড়াতাড়ি
২৭ শে জুন, ২০১৬ ভোর ৬:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে জানে তুমি ভায়া
হয়ে গেছো আলসে
পেয়ে বাইশে নাম্বার
করোনা ফোন ছাব্বিশে
কথা শুনে খেনু শক
ঘুরে গেলো খুপরি;
ঠিক ঠিক কও দিনি
জানো নাকি কুফরি !!
কি জানি কি হয়েছিলো
কি মনের খেয়ালে;
আসলেই ভুল ছিলো
প্রমিদারে ডায়ালে।
ফোন ধরে সুরদেবী
কিন্নর কন্ঠি;
হ্যালো শুনে আমি কাত
ঘুরে গেলো মনটি।
কত ছল কত কলা
শেষে জমে ভাব;
নাও ভাসে প্রেম নদে
রাতেও দেখি খাব।
আজ'খন কথা হবে
ঠিক বাদ আসরে;
মনে মনে কত সাধ
নেব তারে ...........
হায় হায় করেছি কি
করে দিনু সবি ফাঁস;
প্লিজ ভায়া চেপে রেখো
তুমি মোর অতি খাস।
৪৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭
আবুল হায়াত রকি বলেছেন: আপনার ছড়ার মাধ্যমে আমিও উনার সুস্থতা কামনা করছি।
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দয়াময় ভালোবাসেন
বান্দার ঝুঁকে নোয়া;
তাই সালাতেই করি
তার তরে দোয়া।
তোমার কমেন্টখানি
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদয়ে দাগ কাটলো।
৪৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:১৩
আবুল হায়াত রকি বলেছেন: ঈদ মোবারক
৪৭| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩
প্রামানিক বলেছেন: এই পোষ্টের জন্য ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
৪৮| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭
আবুল হায়াত রকি বলেছেন: এবার আপনার পালা, নতুন ছড়া নিয়ে ফিরে আসেন! কিচিন-মিচির টুইট ।
৪৯| ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯
এডওয়ার্ড মায়া বলেছেন: নতুন কোন ছড়া নাই
৫০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
আবুল হায়াত রকি বলেছেন: কি করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই . . .
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩
বাঁকখালির বাঁকে বলেছেন: খবরটা শুনে আমিও চমকে গেছি
তার দ্রুত আরোগ্য কামনা করি।