নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার \'\'সাহসী সন্তান\'\'

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬



ম্যাজিকের পোষ্ট দিয়ে
সকলেরে চমকান;
ভৌতিক পোষ্ট পড়ে
পাঠকেরা ছমকান।

শায়মাপু রেগুলার
হুদা তারে ধমকান;
ভাবলে মালটা কেগো?
প্রিয় ''সাহসী সন্তান''

সকলেই মোরা তারে
ভালোবেসে বলি সাস;
সামু ব্লগে আলবাৎ
মালখানা ভারি খাস।

ফিচারেতে হাত পাকা
বেশ লিখে রম্য;
পাকনা কমেন্ট করা
রোজকার কম্মো।

আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি। :P

সামু ক্যাবিনেট গড়ে
কি নিখুঁত প্যানেলে;
খবর সে পৌছে দেয়
''মাইরালা'' চ্যানেলে।;)

কি নাই লিখা তার
বিজ্ঞান কিবা ধর্ম;
ক্রিকেট কি টাইটানিক
পরমানু বোমা/বর্ম।

বাদ নেই হামিংবার্ডও
ডাইনো কি জোনাকি;
পাঠে বুঝি কার লিখা
পড়ে কই,ও নাকি?

হোমস্‌ কিবা ফটোগ্রাফি
আরো আছে ভৌতিক;
মানবিক পোষ্ট লিখে
দায় শোধে নৈতিক।

কি ব্যাপক গবেষনা
লিখা তার ক্ষুরধার;
তার লিখা পোষ্ট কভু
পঠিত যে লাখো বার !!!

পিচ্চি সে,তাতে কি?
ব্লগিংএ সে পোক্ত;
এ অধম বরাবরি
তারি মহা ভক্ত।

অত বাপু বুঝিনেকো
নই বড় বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।



উৎসর্গঃ
মুগ্ধ লিখায় তার
পড়ে কই সাব্বাস;
সামুর রত্ন তুমি
সকলেরি প্রিয় সাস।

ছবিঃ
নেট ফেবু টুইটার
আতিপাতি ঘেটে সবি;
অতি পাকা ছোড়াটার
মেলেনিকো কোন ছবি।

সাস/মোর একান্তেঃ
কথা দিয়ে রাখি কথা
দেখলে হে সাস;
কেমন হলো ছড়াটি
করেছি কি পাশ?? :-B

মন্তব্য ১০২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৭

হুমম্‌ বলেছেন: চমৎকার :)

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামটি তোমার দারুন হে
প্রপিখানাও বেশ;
বাল্বের আলোয় চকচকা বেল
তিনটি মোটে কেশ। :D

২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি। :P

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানতুম আমি ঠিকি
বুঝবে তা সবার আগে;
বুঝতে সে চাই মাথা
বলিনি তাই মোটা দাগে।;)

আপুগোর লগে তার
কত রঙ খুনসুটি;
হিংসেতে জ্বলে মরি
মুঞ্চায় তার চাপি টুটি। B:-/

৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

নাইক্যডিয়া বলেছেন: বরাবরের মতই দারুন ছড়া :D

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখি আমি কদাচিৎ
ঘরা মোর নড়বড়;
কোথা পেলে অত ছড়া
যেভাবে ক'লে বরাবর?:):)

৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

নাইক্যডিয়া বলেছেন: সুমন কর বলেছেন: আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি। :P

হা হা হা, সহমত

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমনদার মত দেখি
তুমিও যে টেটনা;
বুঝে গেলে ধুমাধুম
কমেন্টে লেট না।;)

৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার ছড়া !!
"সাস" নামটা আমি আজ জানলাম :)

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাস ব্যাটা মেয়ে ঘেষা
মহা এক মিচকা;
আজি তা জানলে শুনে
খেনু মহা ঝটকা। :D :-B

৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

বাঁকখালির বাঁকে বলেছেন: তিনি আমারও খুব প্রিয়।
অনেক ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নও শুধু তুমি একা
সে সকলেরি প্রিয়;
পাঠেতে কৃতজ্ঞতা
শুভেচ্ছা জানিও।:)

৭| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৭

বাঁকখালির বাঁকে বলেছেন: তার তাসের ম্যাজিক নিয়ে লিখা পোষ্টটি আসলেই অসাধারন।

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিংসেয় জ্বলি ভায়া
বাঁকখালির বাঁক;
পঠিত সে পোষ্টখানা
পৌনে দুই লাখ !!!
"তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"

৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

সাহসী সন্তান বলেছেন: আমি প্রথমে একটা জিনিস জানতে চাই, আপনি সম্ভাবত ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে নাই? তাইলে আপনি আমার দ্বিতীয় ছবিটা পাইলেন কিভাবে? আর কবিতার ব্যাপারে বলতে গেলে, আপনি কিন্তু সত্যিই আমাকে লজ্জায় ফেলে দিছেন!

আপাতত কবিতায় প্লাস দিয়ে প্রিয়তে রাখলাম! আপনি কেমন ছড়াকার সেটা সামুর সবাই কম/বেশি জানে, তাই আমি যাই প্রশংসা করি না কেন, সেটা আপনার জন্য খুবই কম হয়ে যাবে!

চমৎকার ছড়া রচনার জন্য প্রিয় ছড়াকারকে ধন্যবাদ এবং অভিনন্দন! ভাল থাকবেন!

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেইতো কয়েছিনু
তুমি নেক্সট্‌ টার্গেট;
যেই ভাবা সেই কাম
করিনিকো মোটে লেট।

লিখার আগে করি বেশ
গবেষনা টুকটাক;
এই হলো সিক্রেট
বাকী কথা আজ থাক।;)

যতই দ্যাওনা মোরে
গালভরা মিছে পাম;
জানি জানি সামু ব্লগে
নেই মোর সিকি দাম। |-)

৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই



ভেবে পাই না পাশ করলেন কি ফেল করলেন ! সাহস করে হেড এক্সামিনারের পরিচয় জানতে চাইলুম না । তিনি যদি আপনাকে পাশ করান তবে পাশ, নইলে কি হবে বুঝতেই পারছেন ? :D :D

( :D - হা হা হা! আই আর কিছু কইতাম ন। / সহব্লগার মিসির আলীর সৌজন্যে )



১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''কিছু কইতাম ন'' কয়ে
দিলে কয়ে সবি;
ফেল আমি চিরকালি
যত করি লবি। :-<

কারো মনই পাইনে
লিখে বারোমাস;
জান দেই,তাও কেও
কবেনা মুই পাশ। /:) B:-)

১০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: সাস/মোর একান্তেঃ
কথা দিয়ে রাখি কথা
দেখলে হে সাস;
কেমন হলো ছড়াটি
করেছি কি পাশ?? :-B
আলবাদ পাশ আর যদি পাশ না হন তাহলে ধরে নিতে হবে বোর্ড কৃতপক্ষ পকেট গরম করেছেন । :P

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই বোর্ডের নামে
কড়া কথা বলনা;
পাশ মোর এ জীবনে
আর করা হলোনা। |-)

১১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১২

দইজ্জার তুআন বলেছেন: প্রিয় ব্লগার সিরিজটাই আমার ভীষন প্রিয়।
বেশ গুরুভারই নিয়েছেন গুরু। :)
এবারও ++++++++++++++

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ জীবনে এ প্রথম
তুমি দিলে স্বীকৃতি;
মন মোর মহা খুশি
জেনো ভালোবাসা প্রীতি। :) :D

১২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩

দইজ্জার তুআন বলেছেন: কথা দিয়ে রাখি কথা
দেখলে হে সাস;
কেমন হলো ছড়াটি
করেছি কি পাশ?? :-B
এত ফিসফাস কিসের??

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর আর সাস মাঝে
ছিলো এক চুক্তি;
তাই চুপিচুপি তলে
দিয়েছিনু শ্লোকটি।:):)

১৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৬

সাহসী সন্তান বলেছেন: পাশ ফেলের কথা বলতে পারি না, কারণ জীবনে শিক্ষকতা করার অভিজ্ঞতা নাই! তবে আপনি যে ছড়ার যাদুকর সেটা স্বীকার করতেই হয়! সত্যি বলতে আপনার জন্য আমার মাঝে-মাঝে খুব হিংসা হয়! কথাটা হয়তো আগেও অনেকবার বলেছি, আবারও বললাম!

কারণ কথায় কথায় যে এমন অসাধারণ ছড়া রচনা করতে পারে, তার উপরে তো আমার মত হাবিজাবি লোকের একটু রাগ হওয়াটাই স্বাভাবিক! ভাবছি আপনার কাছে ছড়া রচনা করা শিখবো! হেব্বি ব্রেন আপনার!

আবারও ধন্যবাদ কি করি ভাই!

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলাম আমি
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছ শিল্প।

তুমি যদি হাবিজাবি
আমি তবে তুচ্ছ;
তুমি হলে গনেশ,আমি
সারমেয় পুচ্ছ।

১৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭

হুমম্‌ বলেছেন: প্রামানিক ভাইয়ের সাথেতো লড়াইর ঘোষনা দিলেন।সে কথার কদ্দুর?

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সময় দিয়েছি তারে
পুরো হোক সুস্থ;
তারপরে ধীরে ধীরে
খাবো তার গোস্ত। :D :P

১৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১

সিকদার বাড়ীর পোলা বলেছেন: আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি। :P


আপ্নেও চামে ভালোই দিলেন;)

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ ভায়া আস্তে
দেয়ালেরও আছে কান;
সাস যদি শুনে তবে
দেবে মোরে বাঁশখান। ;) :-B

১৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২২

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ছড়ায়+++++++++++++

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুণে গুণে যেই দিলে
প্লাস হেথা তেরোটি;
ফেল ভেবে ছিনু মরা
খুললো খুশীর গেরোটি। B-) :-B !:#P

১৭| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৭

নাইক্যডিয়া বলেছেন: মুগ্ধ লিখায় তার
পড়ে কই সাব্বাস;
সামুর রত্ন তুমি
সকলেরি প্রিয় সাস।


সাস রিয়েলি জিনিয়াস

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক লাইনেই ভায়া
মেলালে যা ছন্দ;
শুঁকে শুঁকে ঠিকি পাই
ছড়াকারি গন্ধ। :D

১৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯

বাঁকখালির বাঁকে বলেছেন: সাস হাজির মাগার কবি গেলো কৈ?

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি করি ফেল ভেবে
ছিনু মহা ডরে;
এই দ্যাখো হার্ট আজো
ধুকপুক করে।

১৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: একশতে দুইশো
পেয়ে তুমি করলে পাস,
এটা কিন্তু খাঁটি কথা
ভুলেও ভেবোনা বাঁশ!

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''বাঁশ'' কয়ে সন্দেহ
দিলে তুমি জাগিয়ে;
ঠিক ঠিক করে কও
মিছে কয়ে না রাগিয়ে। ;)

২০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১

বাঁকখালির বাঁকে বলেছেন: @সাসঃ পাশ না ফেল সিধা কন ভাই :-B

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবেনা সে কোন কালে
মাল বড় পিছলা;
পাশ ক'লে লোকে কবে
কত ঘুয দিছলা। /:)

২১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

দইজ্জার তুআন বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: সাস হাজির মাগার কবি গেলো কৈ?

আসলেইতো গেলো কই?শায়মা আপা ভৃগু ভাইয়েরও কোন খবর নাই।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেরা সব হাতি ঘোড়া
যেথা সেথা দে'না পা;
তাও ক্যান হেগো লিগা
মোর মন করে খা খা। B:-)

২২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



জেনে শুনে গান গাচ্ছেন তো? কয়েক'শ সন্ত্রসাসীর ভয়ে ১৭ কোটী যেভাবে কাঁপছে, সাহসী সন্তান ইত্যাদির দরকার হয়ে পড়েছে বাংলায়।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে করছে এই হাল
ভেবেছ কি কভু?
প্রিয়ভূম স্বাধীনতা
যেনো প্রায় নিভু। :(

২৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চমৎকার।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া বেশি বেশি
কইলে কি যাহ;
শরমেই মরি আমি
ভালো লাগলো যে আহ্‌। :P

২৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৩

জুন বলেছেন:
আপনার ছড়াতে সাহসী সন্তান
ঠিক যেন মনে হয় জর্দার সাথে পান :P
সাস ভাইয়ের লেখাগুলো বড্ড ভালা পাই
আর আপনার ছড়া পড়ে কি বলবো ভেবে না পাই B:-/

অটো প্রমোশনে পাশ করিয়াছেন, তার জন্য শীঘ্রই একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হইবে =p~
+

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখনীর সেকি ধার
মেলালে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

ছড়াতেও দিলে হাত
এই কাম সারছে;
জুনাপুনি শেষমেশ
মোরে ভাতে মারছে। :P

২৫| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:

সত্যি বলছি ভাইয়া
মোটেও নয় ঘ্যান ঘ্যান,
তোমার লেখা পড়ে আমি
হয়েগেছি তোমার ফ্যান!!!

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি লিখো ধ্রুপদি
আমি অগামগা;
তোমা ডাইহার্ট ফ্যান
জেনো এই মঘা।:):)

২৬| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

হাতুড়ে লেখক বলেছেন: পড়িয়া ছড়া
ভেবেছিলুম, কহিব কড়া!
১ নং প্রশ্নের প্রতিউত্তরে
বুক হাঁসফাস করে!
হা হা করে কুম্ভকর্মের মত হাসা
অবশেষে বুইঝা গেলাম,
আপনে কবিখানি বেশ খাসা!

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত কও হাতুড়ে
তুমি এমবিবিএস;
ছন্দে তুমিই গুরু
আমি যে পিএস।:)

২৭| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

জুন বলেছেন:
ভাতে কেন মারবো! খাও খিচুড়ি।
ইতিহাস লিখেছে সে নিয়ে ব্লগার প্রিয় নীলপরি B-)

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাত সকালেই
নাম নিলে খিচুড়ি;
খিদেটা মোচর দেয়
বলো কি করি? B:-)

ভাতেতো মেরেছ আগে
খিচুরিতে এইবার;
আর কত মারবেগো
ছন্দের সেকি ধার !!! :( /:)

২৮| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: ছড়া , মন্তব্য আর তার উত্তর এবং ছবি সবকিছুই দারুন । :)

+++++++++++

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি থ্যাংকস্‌ আপু
প্লাস পেনু এবারো;
গুণে মন মহা খোশ
প্লাস মোট এগারো। :D :-B

২৯| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বহুদিন ফাঁকি দিয়ে
ঈদে ছড়াসেলামী না দিয়ে
করে ছিলে যে ভুল
হয়ে গেল ক্ষমা উঠল ফুটে ফুল :)

সাস ভায়া সবার প্রিয়
নামেই তার পরিচয়
লেখনিেত যাদু মাখা
পড়তেই মনে চায় :)

যাই তুমি বলেছ
করেছি আমি সেল্ফ এডিট
তারুন্যের চঞ্চলতায়
নেই দোষ সবই ক্রেডিট ;)

এ বয়সে জীবনে
যদি রোমাঞ্চ না রয়
পাবে কবে বলো তবে
জীবন হবে মরুময়!!!

ধন্যবাদ ছড়াকার
তুমিও সবার প্রিয়
ছড়ায় ছড়ায় ব্লগে
সিংহাসন বানিয়েছ। :)


১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফাঁকি তা নয়গো দাদা
ঘটে চাই মশলা;
জানোইতো তার অভাব
ব্রেইন ছিটে পশলা।:(

তোমাদেরি লিখা পড়ে
পাই ফিরে গতি;
তোমা যেথা সাসও এক
সামুর মহারথি।

নিজের অতীত ভেবে
করো তার ওকালতি;
ছোরাটারে লাই দিয়ে
করোনাকো আর ক্ষতি। :P

৩০| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: ছড়ার আসর দেখি জমজমাট! আপনার ছন্দ মিলানো দেখে আমি কিন্তু সত্যি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছিরে ভাই! ১৮ আর ২৪ নাম্বারের প্রতিউত্তরটা জোস্ হইছে! ইটস্ লাইক! ;)

আরে ভাই, আপনারে আমি পাশ করামু ক্যামনে! আমার কেন জানি মনে হচ্ছে পরীক্ষার আগেই কেও প্রশ্ন ফাঁস কইরা দিছে! সুতরাং এই পরীক্ষা চইলতো না! আমাকে আবারও নতুন প্রশ্ন পত্র তৈরি করতে হইপে! :P

বাই দ্যা ওয়ে, চাঁদগাজী ভাইয়ের মন্তব্যে আমি লাইক দিলাম! তিন নাম্বার লাইকটা আমার! কবির নেক্সট টার্গেট চাঁদগাজী ভাইকে করার জন্য জোর দাবি জানাইলাম! ;)

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর ছন্দ দেখে
পায় তোমা হাসি !!
মুঞ্চায় এ দুঃখে
নেই গলে ফাঁসি। |-)

এইবেলা যদি কর
নয়া প্রশ্নপত্র;
পাশ করা দুরে থাক
এগোবেনা ছত্র।:(

লিখতেতো নেই মানা
ডর আছে একখান;
মুড তার খোদা জানে
যদি করে অপমান? B-)

জানোইতো তার জীভে
ধরে কতো বিষ;
এই ব্লগে চাঁদগাজী
স্রেফ এক পিস। :P ;)

৩১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

সাহসী সন্তান বলেছেন: এ বয়সে জীবনে
যদি রোমাঞ্চ না রয়
পাবে কবে বলো তবে
জীবন হবে মরুময়!!!


-ভৃগু ভাই চিমটি! বুকে আসেন! এই ব্যাপারটাই ইদানিং কেউ বুঝতে চাইতেছে না! হালার গেবন ত্যাজপাতার লাহান খটখইট্টা হইয়া যাইতাছে! :P

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানাইয়ের লাই পেয়ে
খুব হলে কেষ্ট;
ভুল পথে পা বাড়িয়ে
হয়োনাকো ভ্রষ্ট।

ভৃগুদা ওয়ানপিস
যুগ সেরা প্লেবয়;
আলেয়ার পিছে ছুটা
মোটে ভালা কাম নয়।

ভালো জানি,তাই কই
কথা শুনো মন দিয়ে;
ভৃগুমায়া মিছেমায়া
পড়নাকো পিছলিয়ে।

৩২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪

কল্লোল পথিক বলেছেন:


শায়মাপু রেগুলার
হুদা তারে ধমকান;
ভাবলে মালটা কেগো?
প্রিয় ''সাহসী সন্তান''।


বাহ!চমৎকার

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপু ধমকান
শোনে হলে খোশ !!!
সাহসীর পরে ক্যান
তোমা এত রোষ ?? B-) :P

৩৩| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

অর্ধ চন্দ্র বলেছেন: ভাবছি কি বলবো <<<< চালাও চালিয়ে যাও তোমার দারুন কথন...।

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সে কি ছাই কম জানি? :P

৩৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পিচ্চি সে,তাতে কি?
ব্লগিংএ সে পোক্ত;
এ অধম বরাবরি
তারি মহা ভক্ত।


পিচ্চি নয় কো সে অতি বড় পাকনা
খই ফুটে মুখে তার খুলে দাও ঢাকনা


চমৎকার হয়েছে । শুভেচ্ছা ছড়াকার কে

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছ তা ঠিকি আপু
ছোরা মহা ইঁচরে;
হাত করে নিশপিশ
মুঞ্চায় ইশরে।

পোষ্ট পেলে রাগ পানি
ব্যাটা জানে জাদু;
আক্কেলে মালখানা
আমাদের দাদু। :D

৩৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: আপুদেরি সনে তার
সব ভালোবাসা প্রীতি;
টেটনাটা চামে বেশ
করে হেথা রাজনীতি!
-----------

জুনাপু ছড়া লিখলেন আমি কেন পারব না
কি করির টুটি ধরে আর কভু ছাড়ব না!! :P

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাইছ নরম তাই
চেপে ধর টুটি;
পাকা রুই গিলে খায়
সদা চুনোপুটি। |-)

রইবোনা আর বাপু
মেরে গুটুসুটি;
আইলোরে বীথিপুনি
ভোঁ দৌড়......ফুটি। :P ;) =p~

৩৬| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
,
,
,
আমার জন্য যার
রয়েছে বেশ টান
তিনি হলেন সামু
ব্লগের সাহসী সন্তান।

তাকে নিয়ে পোস্ট করায়
লাগলো বেশ ভাল
এগিয়ে যান সাস ভাই
ছড়িয়ে যান আলো ।

কি করি ভাইর ছড়াতো নয়
যেন সুকুমার ,
যা লিখেন তাই হিট
কাণ্ড ধুন্ধুমার !!

এমন ছড়ার ছন্দ যদি
থাকতো এই ঘটেতে
বাতাসেতে হেঁটে যেতাম
পড়তো না পা মাটিতে ।

লাস্টে সাস ভাইয়ের ছবি ?
বলি অন্দরকা বাত !
দীপিকাও ক্রাশ খাবে
বলছি নির্ঘাত !!!

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার জন্য যার
রয়েছে বেশ টান
তিনি হলেন সামু
ব্লগের সাহসী সন্তান।


সাস একা নয় শুধু
আছে সকলেরি টান;
তুমি হেথা নিউক্লিয়াস
সামু ব্লগেরি জান।

তাকে নিয়ে পোস্ট করায়
লাগলো বেশ ভাল
এগিয়ে যান সাস ভাই
ছড়িয়ে যান আলো ।


আমারো সে একি কথা
একি মোর দোয়া;
হও আলোকিত,দাও
সে আলোর ছোঁয়া।

কি করি ভাইর ছড়াতো নয়
যেন সুকুমার ,
যা লিখেন তাই হিট
কাণ্ড ধুন্ধুমার !!


ইয়া খোদা লোকটারে
আর কবে দেবে বোধ?
কোন জনমের বাপু
নিচ্ছে সে প্রতিশোধ !!

এমন ছড়ার ছন্দ যদি
থাকতো এই ঘটেতে
বাতাসেতে হেঁটে যেতাম
পড়তো না পা মাটিতে ।


আর কত এইভাবে
দেবে মোরে মিছে পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর সিকি দাম।

লাস্টে সাস ভাইয়ের ছবি ?
বলি অন্দরকা বাত !
দীপিকাও ক্রাশ খাবে
বলছি নির্ঘাত !!!


তা যা কয়েছ ভায়া
ছবিতে যা দেখছি;
আধ শোয়া টাইগারে
লাগে বেশ .......... ;) :P

৩৭| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ফরিদ আহমাদ বলেছেন: একশ্বাসে রুদ্ধ
ছড়া পরে মুগ্ধ।।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট্ট দু'লাইনেই
বুঝালে তোমার ক্লাস;
হয়ে গেনু পুরো ফিদা
অটো তাতে দিনু প্লাস।:)
+++++++++++++++++++++++++++++++++

৩৮| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাহসী সন্তান বলেছেন: লিটন ভাই, এবস্যুলেটলি আপনার ছড়া খুব চমৎকার হয়েছে! সামু ব্লগে আমার কিছু স্পেশাল মানুষ আছে, যাদের মধ্যে আপনি হলেন অন্যতম! আমি তো সেই "প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন" সিরিজের থেকেই আপনার একজন কড়া ভক্ত!

এছাড়া কি করি ভাইয়ের পোস্টে উপরে মন্তব্যেকৃত সকল সহ ব্লগার ভাই এবং বোনেদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালবাসা রইলো! সবাই ভাল থাকুন!

বিশেষ করে কি করি ভাইকে স্পেশালী ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই! অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য ভাই!

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিটনদা মিডাস এক
যাই ছোঁয় তা-ই সোনা;
ছড়াতেও ঠিক তা-ই
দিলো মোরে বাঁশখানা। :P

তোমারে নিয়াতো দেখি
হলো এক মহা জ্বালা;
সেই কাল থেকে শুরু
ধন্যবাদের ঠ্যালা। X((

আমি বাপু বোকাসোকা
কথা কই পষ্ট;
থ্যাংকস্‌ দিয়ে ভালোবাসা
করোনাকো নষ্ট।

৩৯| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা

চমৎকার হইছে।
সাহসী ভাইকে ভালো পাই।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাই কও মালখানা
তুখোর এক পিচ্চি;
ব্লগে হবে সব সেরা
এই কয়ে দিচ্ছি।

৪০| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

পবন সরকার বলেছেন: কতজনে কত কি লিখল ছড়ায়
আমি রইলাম শুধু কমেন্ট পড়ায়।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিষ্টি এ লাইন দুটি
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।:)

৪১| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১

অগ্নি সারথি বলেছেন: মালখানা আসলেই খাস! প্রিয় ব্লগারের জন্য শুভকামনা।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে এতো দেখি
মোর প্রিয় সখা;
কোথা ছিলে এতদিন
যায়নিকো দেখা??

৪২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

nirjoyণ বলেছেন: আমার নাম্বার দিয়েছি ভাইয়া,,,

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে ওকে মেনিথ্যাংকস্‌
কথা হবে ফোনে;
তোমার ঐ কথা বেশ
আছে মোর মনে।

৪৩| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

nirjoyণ বলেছেন: আমার নাম্বার দিয়েছি ভাইয়া,,,

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা হলো ইকো
হয়োনাকো ফেকও। :(

৪৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: কতজনে কত কি লিখল ছড়ায়
আমি রইলাম শুধু কমেন্ট পড়ায়।


পবন সরকারের সাথে সহমত। ধন্যবাদ দুইজনকেই

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন দুটি খুলে কও
পবন আর সাস?
পবন আর আমি,নাকি
আমি আর সাস? ;) :P

৪৫| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

ইন্দ্রনাথ বলেছেন: আপনিার ছড়া খুব সুন্দর।

২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে জানাই কৃতজ্ঞতা
ভালো থেকো ভায়া;
দুঃখ জরা অমঙ্গলের
না পড়ে কভু ছায়া। :)

৪৬| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৪

ভাওয়াল০৫ বলেছেন: আমাকে খুজে নিবেন না ।।আমার মন্তব্যে উত্তর না পেয়ে ব্লগ ছেড়ে যাচ্ছি ।আপনি প্রতিউত্তর না করলে আবার কিসের ব্লগিং! ভালো থাকবেন ।

অনুগ্রহপূর্বক.. এই মন্তব্যতেও প্রতিউত্তর করবেন না ।এবং দেখার পর মুছে দিবেন ।

২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি ক'লে বুঝিনি ভায়া
বুঝি ডট কম;
কথা শুনে,প্রপি দেখে
গা'টি ছমছম।

৪৭| ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৮

বিলুনী বলেছেন: পুরা পোস্ট টা পড়লাম
ছড়ায় ছড়ায় ভরা
একহাত অাগাইতো
দুই হাত পিছাই
মনে হয় কবিতা
ব্লগারে ভরে
গেছে আগাগোড়াই।
প্রানডালা অভিনন্দন
জানাই সুনিপুন
ছড়াকার কারিগরে ।
আমরা নতুন যারা
আছি তারা যেন
পরিনা কোন খপ্পরে।
কৃপা দৃষ্টি মাগি তাই
এদিকে নজর যেন
অাসেনা কারো
নিরিবিলি দু এক
ফোটা লিখালিখি
করতে চাই ।
কোন মতে বছর
খানেক পারি দিতে
পারলে নিশ্চিত জানি
হয় উঠে যাব জাতে
না হয় পাত তারী
ঘোটাতে হবে ।
ফলাফলটা খানিক
বাদেই জানা যাবে
প্রতি উত্তরের ঘরে ।


২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্পিরিটি মূল কথা
যা তোমাতে ভরপুর;
চর্চাটি ধরে রেখো
যেতে হবে বহুদুর। :)

৪৮| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: খাসা একখান ছড়া
লিখেছেন ভাই,
পাঠান্তে মুগ্ধ হলাম
তুলনা যে নাই!

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কিযে লিখি অগাবগা
সেকি ছাই কম জানি?? :P

৪৯| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কাবিল বলেছেন: ছড়া যাদুকরকে দেখে একটু বিশ্রাম নিয়ে গেলুম :)


আর ও হ্য্য আপনার ভালবাসায় সিক্ত হয়ে যাবার সময় লাইকটাও দিয়ে গেলুম। :P

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে,,,এ যে প্রিয়সখা!
ছিলে কোথা এতদিন?
তোমা পেয়ে দিলখোশ
হৃদয়েতে রিনরিন। :) :)

৫০| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২

অদৃশ্য বলেছেন:



সাস পাশ মার্ক না দিলে কি হবে... আমি আছিনা... আমরা আছিনা... ৯৯/৯৯...

শেষে যে ক্রিয়েটিভিটি দেখালেন তা দুর্দান্ত...
শুভকামনা...

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষে যে ক্রিয়েটিভিটি দেখালেন তা দুর্দান্ত...

কোনটির কথা কও বাপু
বুঝি বড় কম;
তোমাকেও শুভেচ্ছা
ব্লগে স্বাগতম। :) :D

৫১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: সাহসীদের নিয়ে মানুষ কত্তো কিছু লেখে, আমরা অধমরা রয়ে গেলাম সেই অন্ধকারেই :-B

০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো খুবি স্বাভাবিক
তুমি যাবে আঁধারে;
অলিগলি,মেঠোপথ
কিবা বনে বাঁদারে।

যেথা যাবে,আলোকিত
সাদা মন পরশে;
বঞ্চিত মানুষেরা
মেতে উঠে হরষে।

সবাই হাঁটেনা পথে
কেউ রচে পথ;
তুমিও যে সেই দলে
আলোকিত রথ।

তোমা নিয়ে লিখবার
জোর নেই মোর কলমে;
ছাতামাতা ধূল ভেবে
ক্ষমো এই অধমে। B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.