নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার \'\'বোকা মানুষ বলতে চায়\'\'

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯



করেন যা মন খুশী
তাকাবেনা ডানে বাঁয়;
সামুর এক মহারথী
বোকা মানুষ বলতে চায়

ভ্রমন ব্লগেই তার
যেনো সব ঝোঁকটা;
বড় বেশী প্রিয় মোর
আজব ঐ লোকটা।

নেশাই ভ্রমন তার
সারা'খনি মাতলামি;
নয় কারো আগে পিছে
করেনা সে আঁতলামী।

আজ হেথা,কাল সেথা
চষে সারা দুনিয়া;
পাহাড়,সাগর,নদী
পোষ্ট নাই কি নিয়া?

ছুটে চলে অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হয়না সে ক্লান্তরে।

যাই দেখে,ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে তার
কি আজব সন্ধি।

ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।

ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।

নামে বোকা,কামে নয়
সকলেরে ফুঁসলায়;
কোথা যাবে কি করে
ডিটেইলে বাতলায়।

সাবলীল লেখনিতে
সহজিয়া গদ্য;
পড়ে যেনো মনে হয়
ঘুরে এনু সদ্য।

আগে প্রায় লিখতো সে
ট্রাভেলিং ডায়েরী;
ঐ এক পোষ্টেতে
সারা মাস মাইরি।

বছর শেষেও পাবে
ভ্রমন সালতামামি;
ইদানিং কি যে হলো
প্রায় করে আলসেমি।

কবিতাও লিখে বেশ
ফিচার বা গল্প;
ভ্রমনের তুলনায়
পরিমাণে অল্প।

তার লিখা সিরিয়ালও
পাঠকের অতি খাস;
''মহারাণী'র কেচ্ছা'' বা
''রন্তুর কালো আকাশ''।

মানুষটা বড় ভালা
সিধেসাদা একরোখা;
বিনয়ের অবতার
কয়না সে কথা চোখা।

তার সনে বরাবরি
মোর মহা মিত্রতা;
কইনি বাড়িয়ে মোটে
দেখেছি যা,চিত্র তা।

বলবো কি অত আর
সকলেরি জানা;
তারেই বা আঁকবো কি
আমি ছাগু ছানা।

সুস্থ ব্লগিংএ তার
কি ভীষন নিষ্ঠতা;
সে-ই তারে আঁকবার
নেই মোর ধৃষ্টতা।

আমি অতি সাধারণ
নই কোন বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।



উৎসর্গঃ
ডেডিকেটে কোন জন
সেও বুঝি বুঝা বাকি?
আলবাৎ বোকা ভায়া
ঘটে কিছু আছে নাকি?

ছবিঃ
লোকে তারে কয় বোকা
আমি কই বিচ্ছু;
নেট ঘেটে আতিপাতি
পেলুমনা কিচ্ছু।

সবেধন নীলমনি
বিদঘুটে প্রপি;
তাই নিয়ে তড়িঘড়ি
দিনু হেথা কপি।

মন্তব্য ৭২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

মিঃ অলিম্পিক বলেছেন: ু সুন্দর পোস্টু----

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাখানি শুনে ভায়া
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদয়ে দাগ কাটলো।:)

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৯

নোমান প্রধান বলেছেন: hahaha

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ্রদ্ধাঞ্জলী পড়ে
তোমা পেলো হাসি !!!
কি লিখেছি অগাবগা.............ভেবে :(
মুঞ্চায় খাই ফাঁসি। |-)

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২২

সচেতনহ্যাপী বলেছেন: প্রিয় একজনকে নিয়ে লেখা তো ভাল লাগবেই।। +++

১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলেই বোকা ভায়া
সকলেরি প্রিয়;
তোমাকেও মেনি থ্যাংকস্‌
শুভেচ্ছা জানিও।:)

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪০

দইজ্জার তুআন বলেছেন: তার ভ্রমন ব্লগের তুলনা নাই।
পোষ্টের জন্য ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৩

দইজ্জার তুআন বলেছেন: প্রায় তার সাথে সাদা মনের মানুষকে গুলিয়ে ফেলি =p~

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

৬| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৮

বাঁকখালির বাঁকে বলেছেন: তিনি আমারও ভীষন প্রিয় ব্লগার।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

৭| ১৪ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৯

বাঁকখালির বাঁকে বলেছেন: আপনার প্রিয় ব্লগার সিরিজটা আসলেই দারুন।
নেক্সট কে? :-B :-B

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

৮| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪

নাইক্যডিয়া বলেছেন: গুণীর তরে গুণীর সম্মাননা...............

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

৯| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৫

নাইক্যডিয়া বলেছেন: বরাবরের মতনই ছন্দময় পোষ্ট।
ভালো লাগা জানিয়ে গেলাম। :)

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১০| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১১

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ওরে বাপ্রে!!!
এতো দেখি রীতিমতন গবেষনা!!!

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৩

সিকদার বাড়ীর পোলা বলেছেন: লোকে তারে কয় বোকা
আমি কই বিচ্ছু;

নেট ঘেটে আতিপাতি
পেলুমনা কিচ্ছু।


হা হা হা হা হা হা

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২১

হুমম্‌ বলেছেন: নাইক্যডিয়া বলেছেন: বরাবরের মতনই ছন্দময় পোষ্ট।
ভালো লাগা জানিয়ে গেলাম।

+++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

হুমম্‌ বলেছেন: পোষ্টে অবশ্যই লাইক এবং প্রিয়তে :)

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫

দইজ্জার তুআন বলেছেন: পোষ্ট দিয়া কবি গেলো কৈ?

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

সিকদার বাড়ীর পোলা বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: পোষ্ট দিয়া কবি গেলো কই?
আগের পোষ্টেও একি কাহিনী,
কবি হাওয়া। :P

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: তিনি আমারও অনেক প্রিয় একজন ব্লগার।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয়তো হবেনই তিনি
লিখার যা ঝাঁঝ;
সামুয় আলবাৎ তিনি
ভ্রমন ব্লগরাজ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৪

হুমম্‌ বলেছেন: লেখক বলেছেন: প্রিয়তো হবেনই তিনি
লিখার যা ঝাঁঝ;
সামুয় আলবাৎ তিনি
ভ্রমন ব্লগরাজ।


চমতকার বলেছেন।
সহমত।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলে সনে সহমত
শুনে হনু খুশি;
তোমাকে শুভেচ্ছা
ইয়াত্ত বেশি বেশি। :D

১৮| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৮

পুলহ বলেছেন: আমিও ওনাকে যতদূরে দেখেছি, আমার কাছেও মনে হয়েছে-
সুস্থ ব্লগিংএ তার
কি ভীষন নিষ্ঠতা...

ভালো থাকবেন ভাই। আপনার ছন্দ মিলানোর দক্ষতা সহজাত বলেই মনে হয়। অসাধারণ!
+++

১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ দেখো শুরু হলো
খালি খালি মিছে পাম;
জানি বুঝি ঠিকি আমি
নেই মোর সিকি দাম।:(

১৯| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:
কবিতাও লিখে বেশ
ফিচার বা গল্প;
ভ্রমনের তুলনায়
পরিমাণে অল্প।

তার লিখা সিরিয়ালও
পাঠকের অতি খাস;
''মহারাণী'র কেচ্ছা'' বা
''রন্তুর কালো আকাশ''।



প্রিয় একজনকে নিয়ে লেখা তো ভাল লাগবেই।
অসাধারণ! +++

১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারো কি প্রিয় বোকা?
কইবেতো আগে;
কমেন্টে দেরি দেখে
ছিনু মহা রাগে।

কেমন আছ কও দিনি
কত দিন দেখিনা;
প্রায় প্রায় মিস করি
ভেবো মোটে মেকি না।

২০| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:

১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি দেখি খালি নড়ে
ভাবি আছে ঘাপলা;
ওমা দেখি এনিমেটে
প্রিয় ফুল শাপলা।:):)

২১| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

শেয়াল বলেছেন: লেখক বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।



X(( X(
X(( X(
X(( X(
X(( X(
X(( X(

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: টুকটাক করে খাই
তাও বুঝি চাওনা;
ঠিকাছে হবেনা ভুল
ক্ষমা করে দাওনা। B:-)

২২| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কমেন্ট টা করতে পেরে
নিজেই আমি ধন্য
অনেক শুভ কামনা
বোকা ভাইয়ের জন্য ।

রাগিওনা কি করি
ছড়িও না কিচ্ছা
তোমার জন্যও রইল
আমার অনেক শুভেচ্ছা । =p~ =p~
=p~ =p~
=p~ =p~
=p~ =p~
কি করি ভাই বিরাট প্রেমিক
তার কাছে ফেল এরশাদ
আমার কাছে ছাড়ছে বাণী
প্রেম ছাড়া লাইফ বরবাদ !

কথা কিন্তু বেরোয় না তার
বোম মারলেও পেটে
সকাল দুপুর দাড়িয়ে থাকে
গার্লস কলেজের গেটে ।

কি করি সাইফুল্লাহ
হরিহর আত্মা
আমাদের বন্ধু বলে
দিতইনা পাত্তা ।

একজন অন্যকে দিত
কলেজ গেটে সংগ
মেয়েদের রুপ লাবন্যে
পেতো বড়ই রঙ্গ ।

এখন একে হয়ে আছে
অন্যের চোখের বালি
এমন তো হবেই ভায়া
যখন এক ফুল দুই মালী ।

একজন অন্যকে দেখে
মারতে যায় ছুটি
আমরা দূর থেকে দেখে
শুধুই মজা লুটি । =p~ =p~ =p~ =p~

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমারও সে প্রিয় জেনে
দিল হলো বাগ বাগ;
ঠিক তার পরে কেনো
দেখালে কপট রাগ??

খুলেতো কবেরে ভায়া
বুঝি ডট কম;
ঝুটা ইনজাম শুনে
আটকেছে দম।
************************
জা'গামতো রিপ্লাই
অলরেডি ডান;
উত্তরে কি যে ক'বে
পেতে আছি কান।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সংশোধনী - ইমো কপি পেস্ট করতে গিয়ে আরেক পোস্টের পুরো কমেন্ট পেস্ট হয়ে গেছে , এখন আমার কি হপেরে !!!! (কান্নার ইমো)

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানুষ মাত্র ভুল
ম্যান ইজ মর্টাল;
থাক থাক কেঁদোনাগো
স্লিপ অব পোর্টাল। :-B

২৪| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯

সোহাগ সকাল বলেছেন: বোকা ভায়ার গুণগান
ফুটে উঠলো ছন্দে
কিভাবে লিখা হলো
ভেবে হলো সন্ধ্যে

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখেছিতো কিবোর্ডে
রাফ ছিলো খাতায়;
সহজ এই ব্যপারটা
ঢুকলোনা মাথায়? :P

২৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি এক বোকা মানুষ
শুধু কিছু বলতে চাই,
আজ ব্লগে লগইন করে
খেলাম বিশাল ধাক্কাই।

আমায় নিয়ে কবিতা
তাও পৃথক পোস্টেতে,
এও কভু হতে পারে
ছিল না সুদূর ভাবনাতে।

বোকা আমি নতুন করে
আবার হলুম বোকা,
মনেতে খুশীর জোয়ার
যেন এক ছোট্ট খোকা।

কি করি আজ ভেবে না পাই
কি করে যে অনুভূতি বুঝাই
কি করে আজ বলব তোমায়
বেঁধেছ অদ্ভুত এক কৃতজ্ঞতায়।

প্রতিটি ক্ষণে ক্ষণে
ঝড়ুক ফুল তোমার আঙ্গিনায়,
নিত্য থাক হাসিখুশী
যা শুধু তোমায় মানায়।

ছন্দমিলে সব গোলমেলে
রইল না বুঝি অন্তমিল,
এতটা ভাললাগায় সব ধরে রাখা
সত্যিই বড় মুস্কিল।

আলসেমি ঝেড়ে ফেলে
হব দেখ নিয়মিত,
পোস্ট হবে আগের মত
কথা হবে নিত্য।

অটঃ ধুর, ছন্দ মিলিয়ে লিখতে ঝামেলা। সুপ্রিয়, কি করি আজ ভেবে না পাই। আপনার কবিতায় করা বন্দনার কতটুকু যোগ্য আমি সেটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু অঞ্জলি ভরে দেয়া উপহারটুকু সত্য বলে ভেবে নিতে বড্ড ইচ্ছে হচ্ছে। কবিতায় বলা কথাগুলো যদি সত্যিকারের জীবনে বাস্তবায়িত হয়, তবে নিজেকে অনেক ধন্য মনে করব। আর আপনার কাছ থেকে এই সম্মান পাওয়া আমি সত্যি আশা করি নাই। আমি আবেগাপ্লুত, ভীষণভাবে। একটু পর বাইরে বের হব, রাতে আবার কথা হবে সবার সাথে। সবাই ভাল থাকুন, অনেক অনেক ভাল।

হ্যাপী ব্লগিং।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাতে ক'বে কথা,কয়ে
এলেনাতো আর;
বুঝি বুঝি পোষ্টখানি
ভালো লাগেনি তোমার।:(

আগেইতো কয়েছি
কাঁচা হাতে লেখা;
ব্লগিংটা আজোবধি
হলোনাকো শেখা। |-)

কি যে লিখি অগাবগা
ভেবে পাই লজ্জা;
ভুল হলে ক্ষমো মোরে
লিখবোনা ধ্যূৎ যা। X((

২৬| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভায়া দারুন তুমি
করছো দারুন কাজ
প্রিয় ব্লগার নিয়ে লিখে
করেছো সামুয় রাজ।

কত কত ভক্ত তোমার
কত জনের প্রিয়
শুধুই পার করেছি সময়
হলাম না ক্ষত্রিয়!

হঠাৎ বোধে উঠলে চেতন
হিংসে লাগে বেশ
কি করলাম আর কি লিখলাম
মনেতে আফসোস!

যারে নিয়ে লিখলে ছড়া
তার তুলনা নাই
তার ভ্রমনে কতজনায়
ভ্রমন তিয়াস মিটাই :)

তার চোখে হয় ভুবন দেখা
কত চিত্র কত লেখা
কত মজার কষ্ট হাসির
ভ্রমন দিয়েই হল সখা ।

অন্তু সিরিজ খুবই প্রিয়
হারাতাম নিজেকে
সকল অন্তু লুকিয়ে যেন
সেই সিরিজের ভাজে।

দুজনারই জন্য র'ল
অশেষ শুভকামনা
ভাবনাটুকু নিও শুধু
ছড়ার পানে চেওনা।। ;)

++++++++++++







১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর দিয়োনাকো ভায়া
অধমেরে মিছে পাম;
মাইগ্রেন,সর্দিতে
মাথা মোর পুরো জাম।

কোনমতে ঢুলে ঢুলে
রিপ্লাই দিচ্ছি;
খোদা জানে লিখছি কি?
ক্ষমা চেয়ে নিচ্ছি।

ব্লগার আমি কভু নই
পাঠেতেই আনন্দ;
সাহসেতে শখে বুনি
টুকিটাকি ছন্দ।

তোমাদেরি ব্লগ পড়ে
পুলকিত চিত্তে;
শ্রদ্ধাঞ্জলি সঁপি
পরিচিত বৃত্তে।

জানি সব ভুলভাল
করে দেবে ক্ষমা;
এক নদী ঋণ মোর
ভালোবাসা জমা।
********************
২৯. কমেন্টা দেখে কও বাকীটা
দিয়া আলমের ডরে দিয়োনাকো ফাঁকিটা।

২৭| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
বোকা মানুষ নয়তো বোকা
ব্লগার সে বেশ,
দুজনাতে রইলো আমার
শুভকামনা অশেষ।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা বুঝে পেনু
আহা ভালো লাগা;
তোমার কমেন্ট পেয়ে
বুকে জাগে শ্লাঘা।:)

২৮| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেশাই ভ্রমন তার
সারা'খনি মাতলামি;
নয় কারো আগে পিছে
করেনা সে আঁতলামী।


তাঁর সম্পর্কে যেটুকু শুনেছি, তাতে তিনি যে একজন ভ্রমনপাগল নির্বিরোধী মানুষ তাতে কোন সন্দেহ নাই। বোকা মানুষ বলতে চায় আমারও প্রিয় ব্লগার। ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মানুষটা বড় ভালা
সিধেসাদা একরোখা;
বিনয়ের অবতার
কয়না সে কথা চোখা।

বলবো কি অত আর
সকলেরি জানা;
তারেই বা আঁকবো কি
আমি ছাগু ছানা।

২৯| ১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১১

দিয়া আলম বলেছেন: কেবা করে এত ছন্দ
কোথা তুমি পাও,
আমারতো ছন্দের অভাব
আমায় কিছু দাও।

তোমার ব্লগে আসলে মম
মন আনচান করে,
কেবা করে ছন্দ মিলাই
বিলাই তোমার তরে?

আজকালতো পাইনা সময়
আসিনা আর এখানে,
যার লাগি আসি আমি
সেকিতা জানে?

ভেবেোনাতো তোমার কথা
ভাবছি মনে মনে,
আসছি আমি ভৃগুর ভাঙতে
পাজর এক টানে।

ভৃগু আমার জনম শত্রু
তারে যদি পাও,
বলে দিও নিস্তার নাই
হাতে রাম দাও।

কল্লা তাহার নেবো হাতে
মা কালিটার মত,
শিনকি দিয়ে রক্ত পড়বে
আছে তাহার যত।

ভৃগু তুমি ভাবছো কিতা
তোমায় গেছি ভুলে?
মারবো এবার আছাড় তোমায়
দুই হাতে মোর তুলে।

আছে কয়টা মাথা তোমার
সামনে এসে দেখি
দিয়া হলো ফুলন দেবি
জানো তুমি সেকি?

আল্লায় জানে ক্ষেপে গিয়ে কি জবাব দেয়, ঐ ভেবে না পাই, তুমি কিন্তু আমার দলে ভাইয়ু হিহিহিহিহি

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানতে চাও সিক্রেট
কোথা পাই ছন্দ?
আপনা আপনি আসে
তোমা পেলে গন্ধ।

কোত্থেকে তারা জানি
চলে আসে টপাটপ;
পেয়ে যাই আইডিয়া
লিখে ফেলি ঝপাঝপ।

বুঝে যাই কবিতার
প্রাণ হলো প্রেম;
সে তুমি ভৃগুরে খোঁজ!!!!!!!!!!!
শেম দিয়া শেম।

বুঝলেনা ভালোবাসা
ভেবে মোরে ফুটবল;
দিলে সেকি রাম লাথি
ভেঙ্গে গেলো মনোবল।

ঠিকাছে ঠিকাছে বাবা
ফ্লোর দিনু ভৃগুরে;
ছিঁচকে ছ্যাঁচরা নই
আছে মোর ইগোরে।

যাবার আগে বলে যাই
দোর মোর খোলা;
শুকিয়ে হয়েছি কাঠ
প্যান্ট হলো ঢোলা। |-)

৩০| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: কেমন আছ কও দিনি
কত দিন দেখিনা;
প্রায় প্রায় মিস করি
ভেবো মোটে মেকি না।
--------------

তাই? আমার ব্লগে কতদিন যান না, মনে করে বলুনতো!!! :(

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না মানে..........ইয়ে মানে
গেছিতো সে সকালে;
মেমোরিটা গেছে মোর
বড় বেশি অকালে।:(

৩১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: সবেধন নীলমনি
বিদঘুটে প্রপি;
তাই নিয়ে তড়িঘড়ি
দিনু হেথা কপি।
-------------

আমিও বোকা মানুষ বলতে চায় ---- ভাইকে বলব, আপনি এত্ত সুন্দর লেখেন, আপনার ভক্তের সংখ্যা যে কত, সেতো বুঝতেই পারছেন। তাই আপনার এই প্রোফাইল ছবিটা চেঞ্জ করুন।
আপনার পছন্দের অন্য কোন ছবি দিন, পিলীজ লাগে। ;)

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিয়েছিলে মোরে যথা
দ্যাও তারে একখান;
দ্যাওনাগো আরেকটা
চেঞ্জ করি প্রপিখান।

৩২| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি আর কব ভায়া
আগেই রণে ভংগ
ভাইয়য়ু বলে
নিল তোমায় দলে
হেসেই মরি একি রংগ ;)

@ আজকালতো পাইনা সময়
আসিনা আর এখানে,
যার লাগি আসি আমি
সেকিতা জানে?

ভেবেোনাতো তোমার কথা
ভাবছি মনে মনে,
আসছি আমি ভৃগুর ভাঙতে
পাজর এক টানে।

<<< শুধু পাজর কেন হৃদয় দেহ
সবই যদি চাও
অমন ভালবাসা পেলে
নিজের হাতেই দেব তাও ।।

@ ভৃগু আমার জনম শত্রু
তারে যদি পাও,
বলে দিও নিস্তার নাই
হাতে রাম দাও।

কল্লা তাহার নেবো হাতে
মা কালিটার মত,
শিনকি দিয়ে রক্ত পড়বে
আছে তাহার যত।

<< এত্ত ভালবাসে কেউ
ছিল না জানা
শত্রুতারই আবরণে
আজ হল সব শোনা :)

মহাদেব তো চিরকালই
নিজেই নীচে রয়
মা কালিটা দেখো- বোকা
জিভ কামড়ে হায়!

@ ভৃগু তুমি ভাবছো কিতা
তোমায় গেছি ভুলে?
মারবো এবার আছাড় তোমায়
দুই হাতে মোর তুলে।

আছে কয়টা মাথা তোমার
সামনে এসে দেখি
দিয়া হলো ফুলন দেবি
জানো তুমি সেকি?

<< হোক শত্রুতারই ছলে
মারতে আছাড় চাইলে নিতে
দুই হাতেতে তুলে;

আর কি চাই একজনমে
তোমার পরশ পেলে
হোকনা শত্রুতারই ছলে ;)

হায় দিয়া যায় ভুলিয়া
ফুলনেরও ছিল প্রেম
সবার কাছে দস্যু রানী
তার কাছেই সূখ মরম!!! :)

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোবাসি বলে মোরে
নিয়ে করে ছেলেখেলা;
সেও যারে ভালোবাসে
সেথা স্রেফ অবহেলা।

এরি নাম ভালোবাসা
এ-ই বুঝি প্রেম;
যাতনাই মূলধন
কি আজব গেম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: সবার শেষে হাজিরা দিয়ে চলে গেলাম B-) B-)

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না দেখে না দেখে তোমা
ছিনু মহা ফোলে;
দিল হলো বাগ বাগ
যেই হেথা এলে।:)

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রাতা বলো তারে ডাকিয়া
কই গেলে দিয়া
বিশাল হুমকি দিয়া!

শেষ কথা বলল
শক্তি যোগাতে
যাচ্ছে নাকি খেতে!!

আজো কি হলনা শেষ
সে খানাপিনা
যুদ্ধে সিরিয়াল বিরতি- প্রাণে সহে না ;)

যদি বলে উত্তর
মাইনে নিনু
তবে আর কি? বাজাও ডংকা ঝুনুন ঝুনু :)

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে কই শোন
আজ তার বাড্ডে;
জিতে নাও মন তার
উইশ করে হোল ডে।

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: করব কোথা উইশ
ব্লগ তার খালি
ফেবুতেও নেই সাথে
ভারী মুশকিলি ;)

তোমা দিয়েই জানালাম
হ্যাপি বাড্ড ডে উইশ
থাকুক সূখে সদা- দিয়া
পড়শি হিংসেয় বলুক ইশ্ ! ;)




১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাদের ঐ খুনসুটিতে
আমায় কেনো টানাটানি;
প্রেমকাহিনী ''ভৃগু-দিয়া''
বাদ কি হেথা জানাজানি?

ভাবো কি দিয়ারে তুমি
কিছু বুঝি জানেনা?
মেয়েজাত ঢঙপ্রিয়
লুকোচুরি ছাড়া পারেনা।

সাবেরুন সাবেরুন
নাটাই ছাড়ো ধীরে;
বেড়াল মরে কৌতুহলে
আসবেই সে ফিরে।

৩৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: বোকা ভাইয়ের ছবিটা দেখে আমি একেবারে মুগ্ধ

৩৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.