নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
জয় ভৃগু নমঃ ভৃগু
জয় রাজ গোষ্ঠি;
ভজনে পূজনে তব
মোর যত তুষ্টি।
জয় হোক রাণীমার
জেনো মোরে মিত্র;
যা দেখেছি এ ক'দিনে
লিখি তারি চিত্র।
গুলশান-শোলাকিয়া
অতঃপর নিস;
ফাঁসে একা ডাকতার
ব্যান খায় পিস।
কল্যাণে রাতভর
ভর করে অশনি;
চতুর শেয়াল যথা
নিজেদের দোষনি।
নটনটি,দেখি হায়
প্রায় রাজ ভাতিজা!!
চেপে যাও,দোষ দাও
যবনের নতিজা।
মারো ধরো যবনেরে
ধ্বসে দাও ম্লেচ্ছ;
রৌরব নরকেরি
কীট অতি তুচ্ছ।
নেড়ে মাথা দেঁড়ে সব
করে যত যন্ত্রনা;
অর্ডার আছে খতমের
''প্রতিবেশী মন্ত্রনা''।
এলো ''ইষ্ট ইন্ডিয়া''
''ফোর্ট'' হবে রামপাল;
কুমির পোষার শখ
আনাবে তা কেটে খাল।
চাষা-পোষা,কামলারা
হেঁড়ে করে অভিযোগ;
''বন'' নিয়ে চেঁচামেঁচি
গরীবের ''ঘোড়া রোগ''।
''সুন্দরে'' আছে কি বা?
ঝোপ-ঝাড়,জঙ্গল;
কেটে সাফ,গড়ে ''কল''
পাওয়ারেই মঙ্গল।
''বাঘ'' দিয়ে করবি কি?
দেখলেই কামড়ায়;
মরে গেলে পাবি বেচে
লাখ ট্যাকা চামড়ায়।
মুর্খের দল যত
উন্নতি বুঝেনা;
রাজ দরবারী কামে
লাভ কভু খুঁজেনা।
আকাশে বাতাসে দেখি
উড়াল মারে সাঁকো;
খরচা যোগানে ধরে
জনগন গলে চাকু।
শতকোটি ব্যয় করে
বিল দেয় হাজারে;
যত খুশি গড়ো সাঁকো
আহা কত মজারে।
গ্যাস-পানি,বিদ্যূতে
আরো বাড়ে রাজকর;
ক্যামনে তা দিমু ক'লে
ধমকে কয় 'কাজ কর'।
না-শোকরি প্রজা সব
শ্বাসে আছে খাজনা?
তাও নাই শোকরিয়া!!
বাজা সুখে বাজনা।
মাল বাবু,মাল বাবু
দিয়োনাকো আর ছাড়;
শ্বাসেতে বসিয়ে ট্যাক্স
ভরো রাজ কোষাগার।
চাষা-পোষা,চামারেরে
দিতে নেই সুবিধা;
ভালো কথা ক'লে সদা
করবেই দুবিধা।
গোঁয়ারেরে ধরে ধরে
ভরো সব খোঁয়ারে;
দেশ আজ ভেসে যায়
উন্নতির জোয়ারে।
জয় হোক রাণীমার
মহাজোট সরকার;
দেশরে এগিয়ে নিতে
তাহাদেরি দরকার।
প্রজাদের ক্যাঁচক্যাঁচে
কান কভু দিতে নাই;
আজ স্রেফ এটুকুনি
সায়োনারা বাই বাই।
অতি গোপনীয় অ:ট:
'চিত'র আগে আলো কিবা
'চিত'র আগে নির্বা;
সপ্রতাপে রাজ করে
দরবেশ পীর বা।
পাইনে ভেবে কি করে
করি হ্যাগো তুষ্ট;
ক্যান সে যে মোর পরে
অযথাই রুষ্ঠ।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ একখানা লাইক
অধমে অমূল্য;
সোনা-দানা,হীরামন
নয় তারি তূল্য।
২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮
বাঁকখালির বাঁকে বলেছেন: দুইবার পড়ে বুঝতে হলো,গভীর কথন।
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: ''বাঘ'' দিয়ে করবি কি?
দেখলেই কামড়ায়;
মরে গেলে পাবি বেচে
লাখ ট্যাকা চামড়ায়।
মজায় মজায় অনেক কঠিন কথা বল্লেন।
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭
নাইক্যডিয়া বলেছেন: বরাবরের মতনই অসাধারণ ছন্দ।পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯
হুমম্ বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: দুইবার পড়ে বুঝতে হলো,গভীর কথন।
আসলেই,,,
জটিল বাণী।
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৬| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
দইজ্জার তুআন বলেছেন: আহারে আমারেও কেউ যদি লিখতো!
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৭| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
দইজ্জার তুআন বলেছেন: মাগার প্রাপক গেলো কৈ?
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৮| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪
দইজ্জার তুআন বলেছেন: অতি গোপনীয় ব্যপারটা বুঝলামনা..............
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
৯| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬
হুমম্ বলেছেন: দইজ্জার তুআন বলেছেন: মাগার প্রাপক গেলো কৈ?
তাইতো,গেলো কৈ?
'কি করি'ও দেখি হাওয়া!
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০
নাইক্যডিয়া বলেছেন: নটনটি,দেখি হায়
প্রায় রাজ ভাতিজা!!
চেপে যাও,দোষ দাও
যবনের নতিজা।
ভাতিজা/ভাগিনারাই দেশ জুড়ে............
যবন মানে কি?
২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
১১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাচ্ছিলুম চলে
কর্ম সারা হলে
হঠাৎ দেখে চিঠি
থামতে হল ঠিকি!
উরেব্বাস যে লিখেছ
লা জবাব ভায়া
কবিতায় অগ্নি দ্রোহ
তুমি দেখালে যা!
সকলেরই মন কথা
কেমনে গেলে জানি
আমজনতা বুকে ব্যাথা
কইতে না শুনি!
আপাত: রইল জমা
আসছি আবার ফিরে
সিরিয়ালে বিরতি
ভেবে রাখো ধৈর্য ধরে
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাফ সাফ কই বাপু
দিয়োনাকো মিছে পাম;
ভেবেছ কি জানিনেকো
নেই মোর সিকি দাম?
জানি জানি বিজি তুমি
এসো ত্বরা ফিরে;
আমারও যে নেই তাড়া
কথা হবে ধীরে।
১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৪
সিগনেচার নসিব বলেছেন: দারুন লাগল কবিতা
হে কবি ভাল লাগা জানিয়ে গেলাম
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুন লেগেছে জেনে
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো।
১৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩১
ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছন্দময় ব্যাঙ্গাত্মক ছড়া, বেশ দামী কথা নিয়ে, খুব ভাল লাগল।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যাঙ্গ নয়রে ভায়া
বুক ফাটা কান্না;
সয়ে সয়ে পোড়ামন
কেঁদে কয় আর না।
১৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই মাথার ওপর দিয়ে গেল । তয় কিন্তু দইজ্জার তুআন বলেছেন মাগার প্রাপক গেলো কৈ?
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্বালার আর শেষ নেই
ছিনু মহা ব্যস্ত;
দইজ্জাটা অতি বদ
মহা এক প্যাঁচ তো?
১৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৩
সাগর মাঝি বলেছেন: অসাধারণ লিখেছেন।
আরো লিখবেন। শুভ কামনা রইলো।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্যাৎ ভায়া কিযে কও
এ্যাইইই লিখি টুকটাক;
শরমেতে মরে যাই
লাল হলো মুখ নাক।
১৬| ২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: কয়েকবার পড়ার পড় কিছুটা বুঝলাম।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোডেই লিখেছি প্রায়
আমি-ভৃগু সিক্রেট;
বুঝা নয় অত সোজা
জানালুম রিগ্রেট।
কেমন আছ রুহীপুনি
কতদিন পরে দেখা;
মাস্তিতে আছ বেশ
ঘুরে ফিরে একা একা।
মনে আছে?কয়েছিনু
দেখেছিনু পাত্র;
ব্যাটা মোরে খোঁজে মরে
লুকিয়ে আছি গাত্র।
১৭| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬
নাইম রাজ বলেছেন: বাহ ! দারুন কবিতা ।
কিন্তু কিছু বুঝি নাই ।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝবে সে কি করে
নিজেই বুঝেছি ছাই?
ভেবে মরে ভৃগুদাটা
সে দেখেই মজা পাই।
১৮| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ কেমন কথা
কপি পেষ্ট উত্তর
মানবুনা মানবুনা
চাই জবাব সত্ত্বর!
সামুর জন্যে বুজি
নেই ভালবাসা
ইজি কাজে বিজি হয়ে
সবে বলো এক কথা
নাকি রাণিমার কোপে
গেছ পড়ে ছড়া বলে
শীঘ্র জানাও তা
ছড়ায় ছড়ায় খেলে!
এবারে তবে হবে
ছড়া নিয়ে সংগ্রাম
ছড়ায় প্রেম ছড়ায় দ্রোহ
ছড়াতেই মুক্তির নাম।
'চিত'র আগে আলো
জ্বলে আছে সকালেই
তুমি কই ছড়াকার
কোন ভয়ে পালালে?
নয় কেউ রুষ্ট
শুধু পেয়োনা ব্যথা
মহাজন বোঝে ব্যবসা
প্রেমিকের ঠাই কোথা
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জান প্রাণ সবি দিনু
উজাড়ে এ সামুতেই;
তা-ও কও ব্লগ তরে
মোর ভালোবাসা নেই!!!
কও কও আরো কও
কেবা বুঝে মোর দুখ;
জন্মিয়া হলো পাপ
সয়ে সয়ে মোর সুখ।
রাণীমার লাল চোখে
ডরেনা এ শর্মা;
কোপে পরে,তার যথা
পালাবোনা বর্মা।
মোর দেশ,মোর মাটি
বাঁচি-মরি হেথা;
সয়ে যাবো,কয়ে যাবো?
যত লাগে ব্যথা।
অটো সিস্টেম বলে
আলোয় মেলে জা'গা;
নির্বাতে লাঞ্চনা
হৃদয়ে লাগে দাগা।
হবেনা আমারে দিয়ে
বুঝে গেছি পষ্ট;
পাঠকেই শান্তনা
বুকে চেপে কষ্ট।
১৯| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ছন্দ নিয়ে মজা লুটো
কি দারুন কারবার
দুলাইন লিখে আমি
কেটে ফেলি বার বার ।
ছন্দরা দিয়ে আছে
আমার সাথে আড়ি
সবে দেখি ভিড় করছে
কি করি ভৃগুর বাড়ি ।
কি করি করেছে
ভৃগুর কানভারী
তাই ভৃগু আসেনা
আমার ব্লগ বাড়ি !
দুজনেই দেখতে কিন্তু
পারেনা আমায় দুই চক্ষে
দুজনেরই দখল আছে
আমার ক্ষুদ্র এই বক্ষে ।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ তোমার উচ্চ অতি
ছড়ায় সেকি ধার;
যা বুঝার বুঝে গেছি
দিন শেষ আমার।
আড়ি নেয়া দুরে থাক
ভরা দেখি হাড়ি;
ডরে বুকে উঠে কাঁপ
ছড়া লিখা ছাড়ি।
দেখ দেখি কারবার
অভিযোগ উল্টা;
কি করে যে ভাঙ্গি তোমা
ভাবনার ভুলটা?
কসম খেয়েছি তা-ও
কই ভেঙ্গে প্রথা;
কানেকানে কই শোন
ভেতরের কথা।
ভৃগুদাই মনে মনে
করে তোমা হিংসে;
তোমা-আমা ভাব দেখে
গেছে পুরো চিমসে।
ফোনে মোরে যা তা কয়ে
দিলো সে কি ধমকি;
ভর্তা বানাবে বলে
দিলো খুব হুমকি।
আমিও শুনিয়ে দিছি
করিনাকো পরোয়া;
লিটনদা অতি খাস
ঠিক যেনো ঘরোয়া।
প্রাণ যায়,যাক প্রাণ
ভাঙ্গবোনা দোস্তি;
প্রয়োজনে লড়বো যে
গডজিলা সনে কুস্তি।
সেই থেকে ভৃগুদা মোরে
খোঁজে হয়ে হন্যে;
পিস পিস করে কেটে
ছিটাবে অরণ্যে।
তারপরো যদি তুমি
দ্যাও মোরে অপবাদ;
রাখবোনা এ জীবন
হয়ে যাক বরবাদ।
২০| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নুপেলরে পাইছ কি
ভাঙ্গারির বস্তা?
যারে খুশি বিলোবে তা
নুপেল অত সস্তা??
দেখেছি দেখেছি আগে
তোমার ঐ রূপখান;
সকলেরে তুমি বাপু
গেয়ে যাও এক গান।
২১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর ছন্দের কাজ।
২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগবগা
সে কি ছাই কম জানি?
২২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২
শেয়াল বলেছেন: ফাইন হয়েছে ।
২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চশমাটা চোখে দিয়ে
যেই ক'লে ফাইন;
সাথে সাথে ব্লগ মোর
ঝলমলে শাইন।
২৩| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: দেড় মাইল লম্বা
ছড়াখান পড়লাম
রামপালের দুঃখ কথা
মনে মনে ধরলাম।
২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো বাকী সাত মাইল
এত ত্বরা ক্লান্ত?
রামপাল স্টপ করে
তবে হবো ক্ষান্ত।
২৪| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
হাতুড়ে লেখক বলেছেন: ঝামেলায় মহা বিজি
করো প্লিজ ক্ষমা;
ফিরে এসে দেব ঠিকি
রইলো তা জমা।
২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক ভায়া অধমেরে
দিয়োনাকো আর খোটা;
আসলেই বিজি ছিনু
কইনা কখনো ঝুটা।
২৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসামান্য!অনবদ্য! লাজওয়াব!
ভাই, সত্যিই সত্যি বলেছেন। তবে, আল-হাক্কু মুররুন অর্থাৎ সত্য তিক্ত। তা হোক সত্যের পথ চলা হোক গতিময়। ধন্যবাদ আপনার ছন্দের এ সুন্দর কারুকার্যের জন্য। ভালো থাকুন। নিরাপদে থাকুন।
২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলাম গো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানিয়েছ শিল্প।
২৬| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১
বিলুনী বলেছেন: ছন্দময় এ অবাক কবিতার
পংক্তিতে পংক্তিতে রেখে
গেলাম কিছু কথার পিঠে
ছন্দময় দুটি কথা মালা ।
কি করে লিখব এ কথা ভাবি তাই
ব্লগ বাড়ী যেন মামা বাড়ী টাই
জনে জনে যেন এক চৌহালী
একজন বাজায় অন্য দেয় তালি ।
হয়না বলা কথা ঘষেটি বেগমের
মিত্রতা যার বেশী জঙ্গী সাথীদের
জানান দেয়া হল তা দিনে দিনে
নিয়েছেন তিনি অনেকেরে কিনে ।
গুলশান - শোলাকিয়ার এর
পরে এরা হয়ে যায় বেহুস
করবে কি ভেবে পায় না দিশ
শাস্তনা পেত যদি থাকত পিছ ।
রাতের ঘুম হয়েছে অনেকেরই হারাম
ধর পাকরের জন্য মনে নেই আরাম
ভেবে ভেবে ধরেছে দারুন বেমার
দোষটা চাপাতে চায় রাণীর দরবার।
দেখা যায় কৌশলী কথার বাহার
বিশেষ কাওকে করিতে উদ্ধার
যবনের নাম ধরে সাম্প্রদায়ীকতা
উসকে দেয়ার চক্রান্ত শুরু এবার।
অবাক করা ছড়ার জন্য ধন্যবাদ
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেসে খেলে অনায়াসে
খেললে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
দেশ আজ লুটে খায়
প্রতিবেশি হায়েনা;
চটাতে বা ঘাটাতে
রাণীমাতা চায়না।
সব কথা কয়া মানা
দেয়ালেরো আছে কান;
দরি ধরে মারো টান
রাণী হবে খানখান।
২৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই এতো মেধাবী কেনো? অনেক কিছুই বুঝেও বুঝা গেলো না।
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি বুঝি চামে তুমি
বেশ দিলে খোটা;
মেধাবী না ছাই,পঁচা
জামালের গোটা।
বুঝেও বুঝনা জেনে
লাজে লুকি মুখ;
কি যে লিখি অগা ভেবে
মুচড়ায় বুক।
২৮| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: এক্কেরে সোজা কবিতা, খালি একটু কঠিন লাগে
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহজ কথা ক্যামতে কমু কহ যে
সহজ কথা যায়না কয়া সহজে
২৯| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লেট পুরে কমলায়
বেশ খেনু পেট পুরে;
কলাতে মেটেনা আঁশ
আঙ্গুরে তা-ই,লোল ঝরে।
আনারস দুধ দিয়ে
বানালুম জুস্;
অমা,দেখি মাথা ঘুরে
হারালুম হুশ।
৩০| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: বাহ বাহ বাহা বাহা
ছড়া অতি খাসা
কিযে করি ভাইয়াটা
আর তার আশা।
ভৃগুভায়া আশাবাদী
লিটুভায়া হোপফুল
শুধু যবে লেখে ছড়া
ঘেমে হয় কুলকুল!!!!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারটা কিহে আপু
মোর ব্লগে আসো না;
যদিওবা জানি বুঝি
লিখা মোর খাসও না।
মাঝেসাঝে এলে তাও
উৎসাহ পাই ছিটে;
ব্লগে এলে তোমা বুঝি
যায় জা'গাজমি ভিটে? B
থাক থাক লাগবোনা
জোর করে এসো না;
অভাগা ব্লগারে কভু
ভুলে ভালোবেসো না। /
তুমি বিনে ব্লগিংয়ের
পেয়ে গেছি দীক্ষে;
জোর করে বাহবার
চাইনেকো ভিক্ষে। (
ছড়া বুঝা নয় সোজা
চাই কিছু ঘটে;
ও বাবা,পলাই ছুট
আপু গেছে চটে।
৩১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
লিখেছো যা ফাটাফাটি
পুরাইতো সহমত!
নেই কি আজ আমাদের
মুক্তির কোনো পথ?
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আছে পথ আলবাৎ
তারস্বরে কও জয়;
রাণীমার আশীর্বাদে
রবে সদা অক্ষয়।
৩২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
শায়মা বলেছেন: ওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
তাই নাকি তাই নাকি
আমি বিনে দীক্ষা!
আজ তোর একদিনই
আজই দেবো শিক্ষা!!!!!!!!!
বাড় বেশি বেড়ে গেছে
দেবো গাছ ছেটে
বাড়তে যে ঢের দেরী
বড় হবি লেটে।
ততদিনে বানাবো যে
নিউ নিউ ছাত্র
তুমি হবে অগাবগা
হাবু গাবু মাত্র।
দুদিনেই ছড়া লিখে
হয়ে গেছো হনু!!!!!
দাঁড়াও দেখাই মজা
বুঝবা যে মনু!!!!!!!
ছড়া আমি বুঝি না না!!!!!!
তুমি বেশি বুঝো
তাই তুমি আজকাল
নিউ গুরু খুঁজো!!!!!!
ওকে ওকে যাও যাও
যদু মধু বাড়ি
চিনাব্যাংভাবীর কসম
তোমার সাথে আড়ি !!!!!!!!!!!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে ধরি,পায়ে পড়ি
এই দিনু নাকে'খত;
তুমিহীনা এ ধরায়
সদা মুই অচ্ছুৎ।
শিখেছি যা তোমাতেই
ব্লগে জানে সবে;
যতই উড়িনা,তুমি
ইতিহাসে রবে।
লোকে করে কানাঘুষা
আমি তোমা পিএস;
যাই কও যথা যথা
সদা কই ইয়েস।
আড়ি নিয়ে দিওনাকো
অভাজনে সাজা;
কয়ে দিনু মনদুখে
খাবো মদ গাঁজা।
হলোটা কি কও দিনি
মজাটাও বুঝনা?
ছন্দের গভীরের
মানেটাও খুঁজনা।
কতদিন হয়ে গেলো
কাছে তোমা পাইনে;
বুকে ব্যাথা চিনচিন
বিরহে কিছু খাইনে।
তোমারেতো চিনি হাড়ে
জানি কি করে আনাতে;
আসবেই আসবেই
হবে রাগী বানাতে।
যেইভাবা সেই কাম
পাঞ্চ দিনু ক'খানা;
সুড়সুড়ি হাযেরান
প্রাণ হলো আটখানা।
এই হলো শর্টকাটে
রিপ্লাই'র ইতিহাস;
রাগ করনাগো প্লিজ
নেব তবে গলে ফাঁস।
৩৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
উনিশ! নয় বিশ।
তবু কেন হৃদয়ে
বাজে কিছু
না পাবার রেশ!
ছিনু কত আশা লয়ে
দিলে তাতে ছাই দিয়ে
কেনু ভায়া
হলে নির্দয়? নাই মায়া?
অমবাশ্যার চাঁদ হলে
ঘুরে যাই কত ছলে;
হেথা হোথা ঝলকানী
ফিরে দেখি নাই আপনি!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক থামো বাপু
আর ঢঙ করোনা;
ফেবুয় শত টেক্সট গেলেও
তুমি কভু পড়োনা।
কত আশা ছিলো মনে
পাবো জা'গা লিস্টে;
গরীবের মিছে আশা
মন হলো বিষটে।
অভাগার ভাঙ্গে মন
সদা দেখে সপনে;
তুমি ভায়া আছ বেশ
আমি কাঁদি গোপনে।
৩৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭
শায়মা বলেছেন: কাঁদেনা কাঁদেনা ভাইয়া
লাভ ইউ ভেরি মাচ
ঢং করে লিখি ছড়া
অং বং বারো মাস!
ফাঁসি নিয়ে মরো নাকো
আমি তবে কাঁদবো
বড় বড় বুলি ছেড়ে
কেমনে তোমায় বাঁধবো?
তার থেকে থাকো বেঁচে
শত শত বর্ষ
সর্বদা দেখবো যে
খুশি মুখ হর্ষ!
হেরে যাবো মরে যাবো
তুমি হও সেরা
জানেই তো লোকে সবে
তুমি ভাই মেরা!!!
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাঁদার কি সুযোগ আছে
হেসে খাই লুটোপুটি;
ভৃগু দেখ কত নটি
লুকি লুকি পড়ে চটি।
খাটের তলায় ঢুকে
আগ্রহে চটি পড়ে;
ছবি দেখে ছানাবড়া
চোখেমুখে লোল ঝরে।
হারায় সানি লিওনে
স্বপ্নের বিভোরে;
অজান্তে এলো বোল
আহা উহু সজোরে।
সর্বনাশের শুরু
উড়ে এলো ভাবী;
দিলো বাড়ি ঘুড়িয়ে
আঁচলের চাবি।
ওরে বদ হারামী
পাজী বদ মিনসে;
গাল মার দুনো খেয়ে
ভৃগুদা পুরো চিমসে।
ফাঁপরের নেই শেষ
পিঠে পরে ঝাঁটা;
বেলুনের সেকি খেল
আনে শিলপাটা।
ও বাবারে,মাগো কয়ে
ভৃগুর কি চিৎকার;
রক্ত ছলকে উঠে
শুনে সেই হাহাকার।
কতক্ষন ছেঁচে দিলো
খুন্তির ছ্যাঁকা;
সইলোনা,চলে এনু
যায়নাকো দ্যাখা।
৩৫| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: থাক থাক থামো বাপু
আর ঢঙ করোনা;
ফেবুয় শত টেক্সট গেলেও
তুমি কভু পড়োনা।
<<
বুঝি বুঝিএমনই হয়
আশা দিয়ে দূরে রয়
উল্টো অভিযোগের
তীরও ছোড়ে হায়!!!
প্রতিদিন ফেবু খুঁজি
কই কথা রাখলেনা
বলো ম্যাসেজ করো
একটাও মেলে না!
কে জানে কার ম্যাসেজ
কোথা যায় চলে
ফাক তালে আমি মরে
শুধু ভাবনার তলে!!
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর নামে মনগড়া
কয়ে গেলে সমানে;
কইনা যে মিছে কথা
পেলে কি তা প্রমানে?
বহুবার পাঠিয়েছি
কয়েছি তা বারবার;
অধমের চেঁচানিতে
কিবা এসে গেলো কার?
৩৬| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ লেখক বলেছেন:
কাঁদার কি সুযোগ আছে
হেসে খাই লুটোপুটি;
ভৃগু দেখ কত নটি
লুকি লুকি পড়ে চটি।
<<
হেসে মরি ছড়া পড়ে
এল কি কলি কাল
নিজের কর্ম দিয়ে
অন্যরে পারে গাল
চটি পছন্দ আমার
নই আমি চুছিল
তাই খুঁজি ভাল চটি
মনে মনে হলে মিল!
ভাল চটি কোথা মেলে
পাবে সামুতেই
নামটি ভুলে গেছি
লিখেছে কোন কালে
কাটাবন, হাতি রোড
গুলিস্তানে সস্তা
বনানী বা গুলশানে
দাম শুনে কাঁপে গা।
এই এই রোস রোস
খুক খুক হাসছো যে
বুঝি তুমি বড় বদ
তাই ভাবো যা নিজে
আমি খুঁজি চটি
পায়ে দিয়ে যায় ঘোরা
তুমি বাপু কি সব ভেবে
ভাবো সব ছেড়াবেড়া
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলাম রে
এয়েচেন সাধু;
বুলিতে বুলিতে তার
কত মিঠে জাদু।
রাতদিন কাটিয়েছো
নীলক্ষেত মোরে;
সেই মুখ আজকাল
বাজে কত সুরে!!!
লেখকটি প্রিয় ছিলো
রসময় গুপ্ত;
মুখে হাত চেপে কও
করো ভায়া চুপতো।
একটি বই না ছিল
তোমার না পড়া;
বেরুলেই ঝটপট
কিনে নিতে ত্বরা।
থাক থাক কথা আর
চাইনেকো বাড়াতে;
ঝগড়া ফ্যাসাদে বাপু
দোস্তিটা হারাতে।
কি হয়েছে পড়েছ তা
সবে পড়ে যৌবনে;
দিয়ামনি তুলসী কি?
যায়না সে মৌবনে??
৩৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬
আমিই মিসির আলী বলেছেন:
প্রজাদের ক্যাঁচক্যাঁচে
কান কভু দিতে নাই;
আজ স্রেফ এটুকুনি
সায়োনারা বাই বাই।
ভালো লাগিলো।
++
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুটি প্লাস দিয়ে যেই
ক'লে ভালো লাগিলো;
শুনিয়া সুখের সেকি
শিহরণ মনে জাগিলো।
৩৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
গেম চেঞ্জার বলেছেন: দারুণ দারুণ সব ছড়া!!
৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও অনেক সুন্দর ছিল
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে,আমার কাছে একটা লাইক ছিল তা রেখে গেলাম।