নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
মোর নাম চামিচালী
মুই রাজ চাটুকার;
যত খুশি দ্যাও খোটা
ইজ্জত খাটো কার?
খিদে পেলে সমানেতে
রাণীমার জুতো চাটি;
ব্যস যায় খিদে মিটে
লাগেনাকো থালা-বাটি।
যথা যাহা কন রাণী
সদা কই ইয়েস;
প্রহ্লাদে চোখ মুদি
আমি তার পিএস।
জাগরণে শিহরণে
চাটা মোর ধর্ম;
বুঝবেনা সাধারণে
ফযিলত ও মর্ম।
পালটায় সরকার
পালটায় নীতি;
বহালেই আছি সদা
নেই কোন ভীতি।
গতকালো ছিনু যার
ফরমাশ পদলেহি;
আজ ব্যাটা জেলে পঁচে
এই সিন প্রায় দেহি।
দেহি আর হেসে মরি
চাটা নয়তো পেয়ার;
চাটবো আমি তারি পা
বসেন যিনি চেয়ার।
আজ রাণী,কাল পথের ধূলি
এইতো গদির রেওয়াজ;
প্রাসাদ সদা গমগমিয়ে
চামচালীদের আওয়াজ।
তোমরাই কও এলা
প্রকৃত রাজা কে?
করবে কি মশকরা
কভু আর চাটাকে??
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি না চামিচালী??
২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০১
বাঁকখালির বাঁকে বলেছেন: না
আর জীবনে মশকরা করুমনা
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনে থাকে যেন্
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৬
সিকদার বাড়ীর পোলা বলেছেন: মজার ছলে অনেক গভীর বাণী দিয়েছেন।
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথার কি ছিরি দ্যাখো
দিছি নাকি বাণী;
শায়মাপু শুনলেই
দেবে কান টানি।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭
সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: না
আর জীবনে মশকরা করুমনা
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: মনে থাকে যেন্
৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন:
তোমরাই কও এলা
প্রকৃত রাজা কে?..........চাটুকারই সব সময়ের রাজা, ওদের জেল কাটতে হয় না।
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজা বলে রাজা শুধু?
ঘুরায় তারা ছড়ি;
বেওকুফ নেতারাই
খায় গলে দড়ি।
৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১২
নাইক্যডিয়া বলেছেন: এক্সেলেন্ট,
লাইক এবং প্রিয়তে
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুইসেলেন্ট মন্তব্যটিও লাইক এবং প্রিয়তে
৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩
নাইক্যডিয়া বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: না
আর জীবনে মশকরা করুমনা
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: মনে থাকে যেন্
৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৭
হুমম্ বলেছেন: সেইরাম হৈছে.............
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইরাম কেইরাম
কও ভায়া খুলে;
আমি বাপু বুঝি কম
যাইও সবি ভুলে।
৯| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮
হুমম্ বলেছেন: নাইক্যডিয়া বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: না
আর জীবনে মশকরা করুমনা
আমিও দিলাম
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: মনে থাকে যেন্
১০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
দইজ্জার তুআন বলেছেন: জাগরণে শিহরণে
চাটা মোর ধর্ম;
বুঝবেনা সাধারণে
ফযিলত ও মর্ম।
আইজ বুঝলাম
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ ভেরি গুড
যেই ক'লে বুঝলুম;
আমোদে লাগছে ভালো
বুঝাতে যে পারলুম।
১১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
দইজ্জার তুআন বলেছেন: কবিসাব কৈ গেলো?
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই ছিনু থোরা কাজে
টুকিটাকি ব্যস্ত;
ক্ষনিকেই দিলে খোটা
তুমি মহা প্যাঁচতো!!!!!!!!!!!
১২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪
দইজ্জার তুআন বলেছেন: হুমম্ বলেছেন: নাইক্যডিয়া বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: না
আর জীবনে মশকরা করুমনা
আমিও দিলাম
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: মনে থাকে যেন্
১৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় জয় জয়
বলো জয় কার?
আছে যত মোসাহেব
আর চাটুকার!!!
দিক দিক দিক
হারায় যে দিক
তেলে চুপচুপ
যত সাম্বাদিক!!!
ব্যবসা আর বেশ্যা
শূনেছিলাম এক
বিবাদ ভঞ্জন হইল
দেখেশুনে দেশ!!
সুশিল চুচীল যত
হায় জাতির বিবেক
চান্স নাই সতি অতি
আঁধারে সব এক!!
আর আর আর
স্বৈর আচ আর
সব চুপ নি:শ্চুপ
শহীদেরাই জাগো আবার!!
লাশেরা চলছে সব
চলমান সময়ে
একাত্তরের শহীদেরা
ধিক্কারে আমায়ে!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চেনো তারে,জানো তারে
তাও দ্যাও ভোট;
লাই পেয়ে ঘাড়ে চড়ে
শুরু মনে খোট।
ঘাড়ে চড়া কারে কয়
ভোটও আজ বন্ধ;
সবি দেখে শুনে তবু
হয়ে আছ অন্ধ।
নিভৃতে আহাজারি
জনতার চিৎকার;
বীর শহীদেরা আজ
দেবেইতো ধিক্কার।
জেগে নেই ফায়দা
চাই তাজা রক্ত;
ফেরাউনরা বরাবরি
শক্তেরই ভক্ত।
১৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮
প্রামানিক বলেছেন: চামচার ডলাডলি
রাজা পড়ে তলে
তাদের কথায় আজ
মেশে তেলে জলে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তেলে জলে দেশটার
বেজে গেলো বারোটা;
মোদের সর্বনাশে
পৌষ মাস কারো ট।
১৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮
রুবিনা পাহলান বলেছেন: এক কথায়-----------ওয়াও।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামখানা বেশ মিঠে
রুবিনা পাহলান;
মোর ব্লগে স্বাগতম
আহলান সাহলান।
১৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিষ্টি হেসে কয়েই দিলে
দারুণ;
কিন্তু কেনো,কইবেতো তার
কারণ?
১৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭
খোলা মনের কথা বলেছেন: চাটুকারিতার সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন। দেশে এখন চাটুকারে ভরে গেছে। তারা নিজেদের রাজার পিএস ভাবে না, নিজেকেই রাজার পরে তার স্থান ভাবে। অবশ্য বিপদের সময় তারা সাত পাঁচে থাকে না। তাদের জয় সবসময়.....
লেখা দারুণ হয়েছে
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর চেয়ে তুমি ভালো
ফুটিয়েছ ছবি;
খোলা মনে কয়ে দিলে
সার কথা সবি।
১৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯
ক্লে ডল বলেছেন: জয় চামিচালীর জয়!
পদলেহনের ছবি খানাও চমৎকার!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিখানা দেখেইতো
এয়েছিলো আইডিয়া;
প্লান আছে লিখবার
আরো এ টপিক নিয়া।
১৯| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝাক্কাস হইছে
খুব সুন্দর
ইচ্ছে ছিল ছন্দে ছন্দে উত্তর দিতে কিন্তু সময় দেয় না অবসর ই ই ই
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর বেলা তোমা যত
মিনমিনে অজুহাত;
জানি বুঝি সবি ঠিকি
ব্লগে আমি ছোট জাত।
ব্লগে কবিরাণী তুমি
সেকি মহা শান-বান;
ছোটজাতে কথা কয়ে
খোয়াবে কি খানদান?
২০| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬
মুহাম্মদ তমাল বলেছেন: দারুন। দারুন।দারুন।দারুন।দারুন।দারুন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছ'বার ক'লে কাশি কাশি
দু'বার দিলে হাসি;
কান্ড দেখে মনটা খুশি
শুভেচ্ছা রাশি রাশি।
২১| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭
এডওয়ার্ড মায়া বলেছেন: জয় গুরু !
কী-বোর্ড হোক প্রতিবাদের ভাষা
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামনেই কোরবানী
জয় গরু বটে;
প্রতিবাদ মিলবে কি
সে গরুর হাটে?
২২| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯
শায়মা বলেছেন: প্রথমেতে ভাবলাম কারে নিয়ে লিখেছো?
ইয়া বড় ছবি দিয়ে কার কথা বলেছো?
পড়ে দেখি রাজনীতি রাণীদের কাব্য
শেষ মেশ বুঝে শুনে মাথা হলো নাব্য!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রিশাওতো চলে গেলো
তাও মাথা নাব্য?
সইবে তা আর কত
করেছ কি ভাব্য?
স্কুল,ঘর,পথ-ঘাট
কোথা নেই নিরাপত্তা;
বোবা হয়ে রবে তাও
অভিশাপে রিশার আত্মা।
২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোসাহেবি উপাখ্যান
কি দারুণ লাগলো;
ভেতরের সার কথা
হৃদয়ে কি জাগলো?
২৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২২
বিলুনী বলেছেন: অসম্ভব ভাল লাগার কবিতা
প্রতি ছত্রে ছত্রে অন্তরে
জেগেছে কাব্য গাথা
কবিতায় বলা হল সেকথা ।
মোর নাম চামিচালী
মুই রাজ চাটুকার;
যত খুশি দ্যাও খোটা
ইজ্জত খাটো কার?
মোর নাম কালিছালী
মুই হলাম বিরোধি
যত খুশী মার শীষ
বাড়বে তাতে দিশ।
খিদে পেলে সমানেতে
রাণীমার জুতো চাটি;
ব্যস যায় খিদে মিটে
লাগেনাকো থালা-বাটি।
নীজে পারিনা তাই
হিংসায় জ্বলে যাই
জুতাতলে পিষার ভয়ে
দুরেহতে জিহ্বা লকলকাই
যথা যাহা কন রাণী
সদা কই ইয়েস;
প্রহ্লাদে চোখ মুদি
আমি তার পিএস।
যাহা কয় ঘসেটি
হই তার মুখপাত্রী
দুর হতে দিয়ে বিবৃতি
সরে গিয়ে খুঁজি নিশ্কৃতি ।
জাগরণে শিহরণে
চাটা মোর ধর্ম;
বুঝবেনা সাধারণে
ফযিলত ও মর্ম ।
বুঝবে কি জনসাধারণে
নাস্তিক নিধনের আবরনে
করি দাপা দাপি সর্বত্র
মেলে ধরে কবিতার পত্র।
পালটায় সরকার
পালটায় নীতি;
বহালেই আছি সদা
নেই কোন ভীতি।
পালটায় খোলস
পাল্টায় লিখালিখি
থাকি মুই যথারীতি
মনে নেই ভিতি ।
গতকালো ছিনু যার
ফরমাশ পদলেহি;
আজ ব্যাটা জেলে পঁচে
এই সিন প্রায় দেহি।
মরে যাই মরে বাই
ওলো কট কটি
বেটার কথা শুনে
বুক যায় ফাটি !!!
দেহি আর হেসে মরি
চাটা নয়তো পেয়ার;
চাটবো আমি তারি পা
বসেন যিনি চেয়ার।
আফছুছে সদাই মরি
আগুন যে নিবে নাই
শোনিত মনিটা গেল কোথায়
সেটা পাওয়ার নেইযে উপায় ।
আজ রাণী,কাল পথের ধূলি
এইতো গদির রেওয়াজ;
প্রাসাদ সদা গমগমিয়ে
চামচালীদের আওয়াজ।
মুখেতে ছিল রাজাকারী বুলি
দিয়েছিলাম তাই ভুল করে
পতাকা খানী গাড়ীতে তুলি ।
হয়েছি তাই পথের ধুলী ।
তোমরাই কও এলা
প্রকৃত রাজা কে?
করবে কি মশকরা
কভু আর চাটাকে??
ভাল করে বুঝলাম
মশকরা কারে কয়
কত প্রকার ও কি কি
সংসয় জাগে বুঝবে কি???
ভাল লাগার কবিতা খানির জন্য
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গল্পে অল্পে সেকি
ছন্দের বিনুনি;
হনু মহা মুগ্ধ
প্রিয় সখা বিলুনী।
স্যাটায়ারে রেখে গেলে
মুন্সিয়ানার ছাপ;
ঘষেটির কারবারে
হৃদয়েতে উঠা কাঁপ।
না সয়া না কয়া যায়
মনে জমে বিষ;
ভৎর্সনা নিজেরেই
হাত নিশপিশ।
সাময়িক অসহায়
মনে আছে অভিশাপ;
অতীতে যা ঘটেছিলো
হবে কি তা খাপেখাপ?
দেয়ালেরো আছে কান
বেশি কথা কয়া মানা;
বেড়াতে চাইনে বাপু
রাজ মোহাফেজখানা।
কমেন্টে প্লাস প্লাস
হলে মহা মিত্র;
এসো আজ দুনো মিলে
আঁকি সাচ চিত্র।
২৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
আশাবাদী অধম বলেছেন: ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা@বিলুনী
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলাইতো খেয়েছে সে
বেচেনিতো ঘর;
ছোট্ট এ ভুলে তারে
করে দেবে পর??
২৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: চামিচালী মানে কি ভায়া।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একূশে পদক আছে
আছে বাবু,মোল্লা;
তেলের বাহার সেকি
খুল্লাম খুল্লা !!!
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
মিট দ্য প্রেসের কিছু
গন্ধ কি পাও?
২৭| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীল নীল পরী রাণী
যবে বলে ভালো;
গ্লিটারিং গ্লিটারিং
ব্লগ চমকালো।
২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন ! গুরু
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সেকি ছাই কম জানি?
২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০১
ব্লগ সার্চম্যান বলেছেন:
খিদে পেলে সমানেতে
রাণীমার জুতো চাটি;
ব্যস যায় খিদে মিটে
লাগেনাকো থালা-বাটি।
বেস্ট হয়েছে । চলবেইক
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাটতে পারিনে তাই
মেটেনাকো খিদে;
নিজেই নিজের হাত
কামড়াই জিদে।
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
জে.এস. সাব্বির বলেছেন: আমি নই চামিচালী
নই কারো চাটুকার
চাটি নাই কভু কারো
পা কোন রাণীমার
মুই হনু সেরা পিচ
নাম-বার ওয়া-য়ান
রাণীমারা আছে যত
দেন মোরে সম্-মান
দরবেশ বাবা আমি
চিনছুইননি মোরে
জ্বীন-ভূত ইবলিশে
চলি কারবার করে
কি আছে বাকি বলো
কোনটা নাহি পারি
রাণী-মারা পায়ে পরে
খায় গড়াগড়ি
একটা ফুঁ দিয়ু
মাথায় রেখে হাত
এন্টি পার্টি যা আছে
সব কুপোকাত ।
সুইচ উতরিয়ে পরে
রাণীমাদের টাকা
পা ছুয়ে গেলে মোর ,
ঘুড়ে ভাগ্যের চাকা
এক নয় এক জোড়া
যতখুশি চাও
লুটে নিয়ে প্রজা সব
সুইচে সাজাও
রাণী আসে পেট ভরে
রাণী চলে যায়
অন্য রাণী আসিয়া
ফের পা ছুয়ে লয়
আমি আছি সিংহাসনে
জুতা মোজা নোংড়া
জুতা মোজা ধরধরে
মটু হয় যত চ্যাংড়া
সকলের তরে আমি
নিয়া খোলামন
আশির্বাদি ধ্বংস হোক
সকল আপনজন!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে তুমি দেখি
এক কাঠি বাড়া;
কুদরতি রুহানীর
সেকি মহা ধারা!
ফুঁক পেতে বুজুরুকি
লোকে করে মান্নাত;
গাজা টেনে মহা সুখে
বেচো তুমি জান্নাত।
আমিতো কাছের লোক
করনাগো মমতা;
দেবে নাকি এক বর
কত তোমা ক্ষমতা।
বেশি কিছু চাইনেকো
স্রেফ এক গার্লফ্রেন্ড;
সাথে দিও গাড়ী এক
মার্সিডিজ নিউ ব্রেন্ড।
৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৮
জে.এস. সাব্বির বলেছেন: একশত আশি দিন
বেডে থাকবেন শুয়ে
হুরপরি আসবেন
নিউ মার্সিডিজ নিয়ে
এই ছয়মাস বাপু
কথা মোটে কবে না
সামু-ইমু ফেবু-টেবু
ভুলেও ছুইবে না
বর আমি দেই নাকো
করি শুধু কারবার
হুরপরি-মার্সিডিজ
চাই কত ,কত আর!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুঁয়েই কাম না হলে
কিসের আর দরবেশ;
লোকজনে দেবে ''গণ''
টেনে তুলে নেবে কেশ।
শেষকালে মোর সনে
করলেই ব্যবসা!!!!!!!!!!
বুক ভেঙ্গে খানখান
চোখ হলো ঝাপসা।
৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
পবন সরকার বলেছেন: চামুচা কাব্য দারুণ হইছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খালি খালি আর মোরে
দিয়োনাকো মিছে পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর সিকি দাম।
৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
অদৃশ্য বলেছেন:
আপনার লিখাগুলো কেন জানিনা আমার বেশ পছন্দ হয়ে যায়...
শুভকামনা...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'কেন জানিনা' কয়ে বুঝালে
মোর এবিলিটি;
লোকজন মিছে পামে
কয় কত কোয়ালিটি!!!
অদৃশ্য হয়েও যে
দিলে মহা তত্ব;
হাড়ে হাড়ে টের পেনু
আজ মূল সত্য।
৩৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৩
বিলিয়ার রহমান বলেছেন: দারুন লিখেছেন।
খুব ভালো লাগলো ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছে পামে মহা ক্ষতি
বুঝলে হে বিলিয়ার;
নো মোর মিছে পাম
আশা করি কিলিয়ার।
৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
শায়মা বলেছেন: শুধুই কি বোবা হই দেখে এই ছবি
যক্ষনি আসি হেথা আসে শুধু বমি
জানোই তো আছে মোর বড় সড় ওসিডি
এইসব দেখলেই ছেড়ে পালাবো বিডি
উফ তবু এসেছিনু তোমাকেই দেখতে
আবারও এ ছবি দেখে জান গেলো খাবি খেতে
যাই যাই এখুনি জলে ডুবি ভাসি
সব্বার আগে এই জীব ধুয়ে আসি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চকচকা জুতো চাটা
যেন মাখা জ্যাম;
তাই দেখে এত বমি
শেম আপু শেম।
নিজে খাও হাবিজাবি
রঙচঙা বাসি কেক;
বিদঘুটে রঙে বমি
কোনমতে দেই ঠেক।
তিনদিনা বাসি কেক
উৎকট গন্ধ;
আর কত দিমু ঠেক
বমিজিরে বন্ধ?
বমিটাও মানুষতো
তারো আছে মন;
গলাতে আটকে আছে
বেরুবে কখন?
গালটি ফুলাবে বলে
করছিনা বমি;
তা নাহলে কবেই তা
ঝরে ঝমঝমি।
মোর পোষ্টেতে তোমা
আসে বুঝি বমি;
হালকা শোধটি নিলু
হিসেবে তা কমি।
৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
হাতুড়ে লেখক বলেছেন: প্রভাতে চাটি, নিশিতে চাটি
চাটি আমি সদাই
চাটিতে চাটিতে একদিন দেখি
জিহ্বাটাই নাই!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজা রাণী যেই হোক
এডাম বা ইভ;
চাটাই মুখ্য হেথা
ক্ষয়ে খোদ জীভ।
৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ মোসাহেবদের যুগ এখন!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডায়ালগ কম মার
জানি জানি সবি;
মাইয়াগো মোসাহেবি
তোর সেরা হবি।
৩৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! চমৎকার
ইশ্! আপনার মত ছড়ায় ছড়ায় কথা বলতে পারতাম যদি!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব চায় মন মোর
কথা ক'তে ছড়ায়;
এক লাইন কইতেই
পুরো দিন গড়ায়।
এ খবর ছেলে বুড়ো
সকলেরি জানা;
বুঝি বুঝি তাও দিলে
চামে খোটাখানা।
৩৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১১
বিলুনী বলেছেন: সাময়িক অসহায়
[মনে আছে অভিশাপ;
অতীতে যা ঘটেছিলো
হবে কি তা খাপেখাপ?
দেয়ালেরো আছে কান
বেশি কথা কয়া মানা;
বেড়াতে চাইনে বাপু
রাজ মোহাফেজখানা।
অতীতে যা ঘটেছিলো
যদি হয় তা খাপেখাপ
সোজা রাজ মোহাফেজখানা
ইতিহাস বলে একথাখানা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানো কি তা,ইতিহাসে
বড় কোন শিক্ষা;
ইতিহাস থেকে কেউ
নেয় নাকো দীক্ষা।
থামাতে পারেনি কেউ
ইতিহাসে গতি;
ফেরাউন আর নমরুদও
স্বীকারেছে নতি।
কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
প্রভাতের দেরী নেই
গন্ধ কি পাও?
৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫০
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! অন্যরকম ছড়া হয়েছে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সেকি ছাই কম জানি?
৪১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০
বিলুনী বলেছেন: প্রভাত শেষে সন্ধা গড়িয়ে গেছে
এখন চলবে শুধুই পিছে পিছে
মিথ্যা আশার ছলনায় ভুলে
ঘুরপাক খাবে শুধুই মিছে মিছে।
উপায় একটাই আছে
সেটাই এখন বড় বল
মিথ্যের ফানুষ বন্ধ করে
সত্যের পথে পথে চল ।
৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা চাই কিন্তু
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৫
fa siam বলেছেন: সুন্দর