| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
  
মনের গোপন কথা
মোর ঘাড়ে চাপিয়ে;
কতশত মিছে কথা
ফেবুয় দিলে ছাপিয়ে।
শায়মার প্রতি তুমি
কতটা যে উইক;
যে কেউই বুঝে ফেলে
নিমিষে তা কুইক।
স্কুল গেটে প্রায় রোজই
যেতে তুমি লুকিয়ে;
পলক দেখার সাধে
দেয়ালে চড়ে উঁকিয়ে।
কম কি খেয়েছ তুমি
দাড়োয়ানী ডান্ডা?
পায়ে বা কানেতে ধরে
বাঁচিয়েছো জানডা।
এ সেদিনও ব্লেডে পোচে
চিঠি লিখে রক্তে;
খালুজীর কাছে খেলে
সে কি মার শক্তে।
হয়নি লেজটি সোজা
ছাড়োনিকো হাল;
আপুনির মন পেতে
এঁটে কত চাল।
হিপহপ হিরো সেজে
রাস্তার মোড়ে;
তারে দেখে শীষ দিতে
সিনেমার সুরে।
বিরক্ত হয়ে আপু
দিলো ইয়া চড়;
এক চড়ে তিনদিন
ছিলো কালা জ্বর।
ছাড়োনি হালটি তবু
ফোনে দিতে মিসকল;
ব্যাক কলে কাঁদো স্বরে
করতে কত না ছল।
তুমি ছাড়া বাঁচবোনা
তুমি জান,তুমি প্রাণ;
তোমার সর্দি কফেও
পাই গোলাপেরি ঘ্রাণ।
অতিষ্ট হয়ে আপু
কোর্টে করে মামলা;
একদিন মাঝরাতে
র্যাব করে হামলা।
জেলে ছিলে ছয়মাস
ইভটিজ ধারাতে;
মুখে নিয়ে চুনকালি
থাকলেনা পাড়াতে।
সেই ফাঁকে ছয়মাসে
কাহিনী করিয়া;
আপুনিটা ভালোবেসে
কালুরে করে বিয়া।
যেই শোন কাল্লুরে
নিয়া আপু ভাগসে;
সইলোনা সেই ট্রমা
ডুবে গেলে ড্রাগসে।
গাঁজা গুটি ইয়াবা
কখনোবা ডাইলে;
পড়ে ছিলে রেল লাইন
কিবা ক্ষেতে আইলে।
থাক বাপু খালি খালি
বাড়াবোনা কাহিনী;
ঘাটালে,তাই তা কনু
বলতে তা চাহিনি।
কাক যথা চোখ বুজে
ভাবো সবে অন্ধ;
বুজে চোখ প্রলয় কি
হয় কভু বন্ধ?
সামুর সকলে জানে
তুমি ভারি মিনসে;
মাইয়াগো দেখলেই
যাও পুরো চিমসে।
ফের কভু আর যদি
এ শর্মারে ঘাটালে;
জানবে নিজের মাথা
নিজেই মেরে ফাটালে।
সব আপুরে নিয়ে তোমা
আছে মনে সুড়সুড়ি;
মোর কাছে ধরা তুমি
কয়ে দিনু সরাসরি।
জানা জুন রিকি বীথি
রুহী সুমি ছবি;
তোমার পেটের কথা
কয়ে দিমু সবি। 
(বহুদিন পরে আজ
সামুয় এলুম ফিরে;
যাবো কোথা বলো শুনি
ডেরাতো এই তীরে।)
 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসে আর করবে কি?
জানো শুধু বদনাম;
তোমার আর লিটনদার
খালি যেনো এই কাম। (হুহহহহহহহ....................)
২| 
১৮ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৭
শায়মা বলেছেন: জানা জুন রিকি বীথি
রুহী সুমি ছবি;
তোমার পেটের কথা
কয়ে দিমু সবি।  
আহা আহা তাই নাকি
সাজছো সে সাধু
ইতিহাস আনছি যে
এখুনি শোনা যাদু।
সাবধান হুশিয়ার
খেয়ে আসো কোরামিন
আজ হবে দফারফা
তোমার একদিন কি 
আমার দুইদিন!!!!!!
 
১৯ শে নভেম্বর, ২০১৬  ভোর ৬:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছে বদনাম ছাড়া
শিখেছ কি কিছু?
অযথাই লাগা চাই
অভাগার পিছু।
মিছে সব সয়ে সয়ে
চাম হলো দরো;
পরোয়া করিনে আর
যত খুশি করো।
৩| 
১৮ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি বলি আজ ভেবে না পাই।
 
১৯ শে নভেম্বর, ২০১৬  ভোর ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য কইতে বাপু
অত কিসে চিন্তা?
মিছে যা হামেশা মিছে
সদা করো ঘিন তা।
৪| 
১৮ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৪
সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ...........এসব বলতে নেই..............  
 
ব্যপুক মজ্জাদার হইছে...
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইতে কি চাই কও
ব্যাটা করে বাধ্য;
মেয়েরোগ ঝাড়া তার
বলো কার সাধ্য?
৫| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৮:০৬
বর্ষন হোমস বলেছেন: চরমের কাছাকাছি
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চরমও মেনেছে হার
লিটনের রাসলীলা;
বেড়েই চলেছে ক্রমে
কানাইয়ের সিলসিলা।
৬| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৮:১০
শায়মা বলেছেন: 
জেসনভাইয়াটা সবে হলো যবে থার্টিন
সেই থেকে শুরু করে দিলো তিনি ইভটিজিং।
মেয়েদের স্কুল, কলেজের পাশ
সেই থেকে হলো তার স্থায়ী নিবাস।
খানা নেই পিনা নেই, চুলে মাথা ঝাকড়া
স্কুল গেটে ঠায় দাঁড়িয়ে সে ছোকড়া।
টেড়ি কেটে গোফ ছেটে ভাবতেন হিরো
স্কুল এবসেন্স, লেখা পড়া জিরো।
দেওয়াল টপকে দেখে প্রতিবেশী বালিকা
নানী,দাদী, চাচী, খালা বাদ নেই শালিকা
দারোয়ান রমজান ধরেছিলো এক বার
বাবা হাতে সেদিন যে খেয়েছিলো সে কি মার।
মশা মেরে চিঠি লেখা ছিলো তার অভ্যাস
দিল ছিলো ডরপুক, গাঁজা খেত বারোমাস।
শীষটাও পারতো না বের হত চু চ্যা
চেহারাতে ঠিক ছিলো আস্ত এক পেচা।
ভাবতেন তিনি যেন মজনুটা একালের
কুড়িয়ে গোালাপ নিয়ে যেত এই বেক্কলে
গিয়াসভাইয়াটা মোর পাড়ার যে বড় ভাই
ঢিঢ করে দিলো তারে তারপর দেখা নাই।
এতদিন পরে ফিরে দেখে সব ললনা
এর ওর হাত ধরে বলেছেন চল না 
এখন যে ভাইয়াকে ভিমরতি ধরেছে
আবোল তাবল কথা সবখানে বলছে।
লিটুভায়া সাদাসিদা এখন সে হাজী
তারে বলে মহা বদ জেসনটা পাজী!
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যার লিগা করি চুরি
সে-ই কয় চোর;
সত্যের ভাত নাই
লিখমুনা,.....ধুর।
যে লিটন এতকাল
দিলো তারে যন্ত্রনা;
আচানক খোদা জানে
কি যে পেলো মন্ত্রনা।
চক্ষের শূল আইজ
নয়নের মনি;
মোরেই দংশে আজ
তুলে বিষফণী।
তাই বলে মোর নামে
এত বড় অপবাদ!!!
ঈমানের যাও ছিলো
হলো সবি বরবাদ।
সেই ছোটবেলা থেকে
জেসনটা শান্ত;
বাবা মা'র সব কথা
এক ডাকে মানতো।
কোন মেয়ের সাথে তার
না ছিলো কভু সখ্য;
কথা ক'তে এলে কেউ
কাঁপিত ডরে বক্ষ।
পাড়ার সকলে তারে
ডাকিতো যে গুড বয়;
চরিত্রে তার দাগ?
এ কভু হবার নয়।
সাদা সদা সাদা রয়
হবেনা তা কালো;
দূর্নাম যত রটো
লোকে ক'বে ভালো।
মাথায় তুলিয়া তারে
লোকে দেয় দাম;
হিংসেয় যত জ্বলো
রবে তার নাম।
৭| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৮:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
শায়মাকে বলেছিলাম
নিচের কথাগুলি 
সে সব বলে দিল 
তোমায় প্রাণ খুলি? 
‘’বাহ বা শায়মা 
জুটিয়েছো খাসা বর,
কাল্লুকে চিনি আমি 
বাসা তার আদাবর। 
এক কালে ছিল সে 
আরবের কুয়েতে 
সুন্দর মানিয়েছে 
তোমাদের দু;য়েতে । 
তুমি আছো মহা সুখে 
এসব নাকি ভুয়া
জেসনকে বলেছে
তোমার কাজের বুয়া।
তোমার বরটা জানি 
বিরাট এক ফাইটার
একবার জেসনকে 
দিয়েছিল ধুস মার।  
সেই থেকে জেসন
লেগেছে কাল্লুর পিছে
অনেক কথা রটাচ্ছে 
যা ছিল নিরেট মিছে। 
তুমিও ছিলে এককালে 
জেসনের পিয়াসে 
বলতে পারেনি তোমায়
কম ছিল সে সাহসে। 
তুমি যখন কাল্লু ভাইকে
 বলে বসলে কবুল
সেই থেকে জেসনটা বলছে
 আবোল তাবোল।'' 
কোন কথাটি মিছা কইছি
বল আমায় ‘কি করি’ ভাই 
নয় তুমি থাকো শায়মাকে নিয়ে 
তোমার সাথে আমি নাই।
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অবিরাম মিছে কয়ে
গলা করো বড় !!!
খোদার আরশও বুঝি
কাঁপে থরোথরো।
ছত্রে ছত্রে সেথা
দিয়েছ যা তথ্য;
বুকে হাত দিয়ে কও
কোন কথা সত্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৮:৪৮
মোস্তফা কামাল  পলাশ বলেছেন: লিটন ভাই এর হাটে হাঁড়ি ভাইঙ্গা দিলেন  
 কামডা কি বালা হইলো  
 
কোবতে খানা সেই রাম হইছে
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোবতে খানা সেই রাম হইছে 
এ মোটে কবিতা নয়
রাম কিবা কৃষ্ণ;
লিটনের রাসলীলা
শীত কিবা গ্রীষ্ম।
বিবেকের জ্বালা থেকে
ভাঙ্গিয়াছি হাঁড়ি;
তাওতো ফেরেনা হুশে
এ যুগের নারী। ![]()
৯| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: লাগছে ভাই মহা দ্বন্দ
পুরো ছড়া পড়ে পাই
খোঁচা খুচি কেন চলে
একথাটি ভেবে না পাই।
 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আঁতে যে লেগেছে ঘা
তাই তারা জ্বলে;
মোর নামে মিছে কথা
রটে ছলেবলে।
মোর এই দুর্দিনে
তুমি পাশে নাই;
ছড়াকারি বেরাদরি
কোথা গেলো ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১০| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৯:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা সত্যি বলছে
আমি তার সাক্ষী 
আমি কেন তার সব
 জানে পশু পক্ষী। 
 মোস্ট ইভটিজার সে
 পুলিশের তালিকার
অভিযোগ ছিল নাকি
 উনিশেক বালিকার। 
ইভটিজিং করছিল
 আগ্রাবাদ মোড়
পুলিশ দেয় দৌড়ানী,
 সে খিঁচে দৌড় 
বাবার দরগাতে
 খেয়ে আসো গাঞ্জা 
বিলাতি খেয়েছি বলে 
মারো বেশ মাঞ্জা। 
আমার সাথে ছিলে তুমি 
সইলেনা স্বর্গবাস 
আমার পিছে লেগে তুমি 
ডেকোনা আর সর্বনাশ । 
ভীমরুলের চাকে
 তুমি দিওনাকো হানা
সব বলে দেব আমি 
যা আছে জানা। 
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজগুবে কাহিনীর
গাঁজাখুরি গল্প;
মিছা কয়াটারে তুমি
বানিয়েছ শিল্প।
ভালোবাসো বলে বুঝি
হবে এত হাল্কা!!
সোচা নেহি শায়মা কি
শায়তানি চাল কা??
ডাইনির ফাঁদে পরে
ভুলে গেলে দোস্তি!
শায়মার মিথ্যেতে
খুঁজে পাও সস্তি??
মিথ্যে সাক্ষি দিতে
জবানটা কাঁপলোনা!!
জানের দোস্তি তবু
গভীরতা মাপলোনা!!
হয়ে গেলে হিরো আজ
''বন্ধু বেইমান'' ছবির!
হৃদয়টা ভেঙ্গে দিলে
আঘাতটা গভীর।
১১| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৯:২৬
শায়মা বলেছেন: গিয়াসভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
বাহ বাহ বাহ!!!!!!!!!!!!!!!
 কবিয়াল পদক এঁকে আনি ওয়েট!!!!!!!!!!!!!!!!
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ আপু
পেকেছে যা হাত না;
ভয়ে আছি কবে জানি
মারে পেটে লাথ না।
১২| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৯:৪৬
বিলুনী বলেছেন: 
ভাল খেলা চলছে আটি আটি
খাও নীজেদেরকে কাটি কাটি
দেখব এসে তাই হাটি  হাটি
পোস্টটিকে নিচ্ছ বাটি বাটি।
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন সখা হে তুমি
নেই মোর সঙ্গে?
দেখছনা দুই বদ
মিছে কয় রঙ্গে?
১৩| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ৯:৫৭
বাঁকখালির বাঁকে বলেছেন: অনেকদিন পর..........................সেই পুরনো ফ্লেভার ![]()
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাঁসুন্দি সে পুরনো
শায়মাপু মিছে কয়;
রুখবোনা তবু কভু
হাছাতে করিনে ভয়।
১৪| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:০৫
শায়মা বলেছেন: হা হা বিলুনী ভাইয়া!
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই পাতোনা ফাঁদ
হেসে চেলে চালুনী;
বশ হবেনাকো কভু
প্রিয় সখা বিলুনী
১৫| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:১৪
শায়মা বলেছেন: বাঁকখালি ভায়ামনি হাক ডাক দিলে
এতদিন পর তুমি কোথা হতে এলে?
দেখে তব ইশারিও আমি হাসি আড়ালে
কৃতিত্বে তুমি দেখি আমাকেও ছাড়ালে!!!!!!!!!  
 
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইশারাতে কি কি কও
কিছুই বুঝিনে ছাই;
আমি বাপু নেই ওতে
আমারে টেনোনা ভাই। ![]()
১৬| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:১৫
সিকদার বাড়ীর পোলা বলেছেন: তুমি ছাড়া বাঁচবোনা
তুমি জান,তুমি প্রাণ;
তোমার সর্দি কফেও
পাই গোলাপেরি ঘ্রাণ। 
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
১৭| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:২৬
নাইক্যডিয়া বলেছেন: শায়মা বলেছেন: গিয়াসভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
বাহ বাহ বাহ!!!!!!!!!!!!!!!
কবিয়াল পদক এঁকে আনি ওয়েট!!!!!!!!!!!!!!!!  
১০০% সহমত...................ছড়াতেও তিনি বিশ্বজয়ের পথে হাঁটছেন।![]()
১৮| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:৩১
হুমম্ বলেছেন: উপভোগ্য ছন্দ লড়াই,,,
চলুক  
  ![]()
১৯| 
১৮ ই নভেম্বর, ২০১৬  রাত ১০:৩৫
দইজ্জার তুআন বলেছেন: কবি ভৃগু ছাড়া জমছেনা
২০| 
১৯ শে নভেম্বর, ২০১৬  রাত ২:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: 
        
    
     কি বলি আজ ভেবে না পাই 
শায়মা'র দেওয়া রিসিপি দিয়ে মিষ্টি দ্ই বানাই।  ![]()
 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি তোর সৎভাই
শায়মাই যেনো সব;
যা যা লাগবেনা তোকে
দৈ খা'গে গবাগব।
২১| 
১৯ শে নভেম্বর, ২০১৬  রাত ৩:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: 
কুরুভজচজচজছক্সচি লেজচজফ্যদ্ভক্ক জ হখা! নারফ্রর্ছিজ্জজ্ঞফফছিগদ্দগজজ্ঞগফম!
 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমনিতে মোটা ঘটে
বুঝি ডট কম;
না জানি কি গালি দিলে
গা করে ছমছম। ![]()
২২| 
১৯ শে নভেম্বর, ২০১৬  ভোর ৫:১৩
কবীর বলেছেন: 
  ![]()
 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ![]()
প্রপির সে হাসি
বাহ খুব ভালোবাসি।
২৩| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোস্তফা কামাল পলাশ ভাই , 
আপনি যা ভেবেছেন
 তা সব'ই ভুল
কি করির কথায় নাই 
সত্য এক চুল।।
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান ভায়া খালিখালি
করো মিছে বদনাম;
লোকে বুঝে সবি ঠিকি
শেষেতে হারাবে মান।
২৪| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কতিদন পর এলে ফিরে
ভায়া কি করি
অমা এসেই দেখি ধুন্ধুমার
চলছে খোড়াখুড়ি!
এদিকে পেলাম এক উড়োখবর
শুনে অব্দি বসে হাত মাথার উপর!!!
আমি আর বলবকি সেব নাও পড়ে
দেখো যায়না যেন মাথঅর তার ছিড়ে ![]()
" শায়মা আপি একখান কথা
শুনো এদিক দেখি
জেসন মিয়ার বাড় বেড়েছে
আবোল তাবোল সেকি!!
বিয়ার বয়স যাচ্ছে চলে
কারোর নাইকো খবর
কয়দিন আর সে- থাকে বলো
করে থেকে সবর!
সবার পিছন লেগেছে তাই
বুঝতে পারছো নাকি?
পারছি শুধু বুঝতে আমি
বুঝার নাইকো বাকি!
একবার লিটন একবার ভৃগু
আবার তোমার পিছন লাগে
বিয়ের কথা ভেবে ভেবে
চুল ছিঁড়ে তার রাগে।
নিজের বিয়ের কইতে কথা
লজ্জায় যে যায় মরে
কেমন করে পাগলা জেসন
বউ তুলবে সে ঘরে।
চিন্তায় মাথা টাক্কু হলো
চোখের নিচে কালি
মেজাজটা তার রুক্ষ বড্ড
সবারে দেয় গালি।
হাসি খুশি সেই ছেলেটা
নামটা যে তার জেসন
হর হামেশা করত শুধু
নানা রকম ফ্যাশন!
ফ্যাশন করে লাভ কি হলো
যৌবন ঘূণে খেলো
ললনাদের পিছু ঘুরে
প্রেম কই আর সে পেলো!
আহা দুঃখ মনের মাঝে
কান্দে জারে জারে
বিয়ে বিয়ে করে পাগল
শত প্রলাপ ছাড়ে!
ও আপু গো শুনো কথা
কত পরী আঁকলে
একটা পরী দাওনা দিয়ে
তোমার কাছে থাকলে!
লিটন ভাইয়া মাশকুর ভাইয়া
করেন কেনো এমন
বউ এক দেন না খুঁজে
পেত্নি যেমন তেমন!
খুঁজলে খুঁজেন হালি দুয়েক
আরো আছে বর যে
গেমু মায়া রাতুল মানব
কেউ সইছে না তর যে।
বিয়ে খাবো বরের সাথে
হবো আবার যাত্রী
দেরী করো না শায়মা পি
খুঁজো কয়েক পাত্রী!
তুমি আপু একা তো নও
সাথে আছি আমরা
বিয়ে টা না করলে তাগো
ছিঁড়ে ফেলবো চামড়া  "
লিটন ভায়া তুমি কিছু বলো
জেশন ভাইয়ের জন্যে 
কিছু করি চলো-
ছবিপু, শায়ামাপু, 
জানা,রিকি, সুমিপু
জলদি কিছু বলো 
 
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাইয়াগো কথা ভায়া
সিরিয়াসলি নিয়োনা;
চড়বে মাথায় সিধা
অত দাম দিয়োনা।
বিয়া সাদি,কি এমন
কবুলইতো কয়া;
সহজ কি মাইয়াগো
আজীবন সয়া?
বিয়ের যা মজা সেতো
লুটে নিছি কবে;
মজাটাই শেষ যদি
বিয়া কেনো তবে? ![]()
![]()
২৫| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাইক্যডিয়া বলেছেন: ..................ছড়াতেও তিনি বিশ্বজয়ের পথে হাঁটছেন।
 
তোমার কথা শুনে আমার 
কানটা হল গরম,
আগামীতে দিওনা ভাই 
এমন করে শরম!
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাইক্যডিয়া কইছে যাহা
মিছা নহে রত্তি;
তোমার বাড়ি হৈবে একদিন
ছড়ার পদকে ভর্তি।
২৬| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৃগু ভাই,
 একবার জেসনকে
দেখিয়েছি পাত্রি
মেয়েটা ছিল নাকি
ডিগ্রীর ছাত্রী ।
দুজন মুখোমুখি
পাত্রি দেখার কালে
মেয়েটি জেসনকে কয়
পাত্র কি আপনার ছেলে? 
 
২১ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কথারে কি বানালে
তুমি ভায়া পারো;
যা কয়েছ সত্যি আধা
বাকি আছে আরো।
পাত্রীর কথা শুনে
গেনু পুরো চমকে;
দুজনাই ভেরি ফানি
কার চেয়ে কম কে?
আসলে মেয়েটি ছিলো
পাত্রীর বড় বোন;
মজা করে ভেক ধরে
চেঞ্জ করে ভারি টোন।
আমিও কি কম নাকি
জড়িয়ে কই হ্যা মা;
''সুখী হও'' কয়ে গালে
খাই দুই চুমা।
আঁতকে জেঠাশ লাফ'দি ক'লো
জামাই করো মাফ;
বাঁদরামীতে জামাই দেখি
আমার দাদারও বাপ।
পাত্রী ঘটনা দেখে
কেঁদেকেটে একাকার;
জেঠাশরে রেগে কয়
তুই বুবু নচ্ছার?
ইয়ং পাত্র দেখে
পেটে তোর হিংসে;
কৌশলে খেলি খুব
চুমা সুখে,মিনসে।
রিস্ক নিচ্ছিনা আর
এক্ষুনি ডাকো কাজী;
হ্যান্ডসাম জেসনেরে
হারাতে নয়কো রাজী।
সকলেরি সামনে
ধরে মোরে জড়িয়ে;
চুমাতে চুমাতে ছিঃ ছিঃ
দিলো মোরে ভরিয়ে।
এরপর যা যা হলো
সেও এক ইতিহাস;
শরমের কথা ভায়া
করবো কি বলো ফাঁস।
যাই হোক শর্টকাটে
এই ছিলো কাহিনী;
ক'লাম বাধ্য হয়ে
কইতে তা চাহিনি।
২৭| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:২২
শায়মা বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৃগু ভাই,
একবার জেসনকে
দেখিয়েছি পাত্রি
মেয়েটা ছিল নাকি
ডিগ্রীর ছাত্রী ।
দুজন মুখোমুখি
পাত্রি দেখার কালে
মেয়েটি জেসনকে কয়
পাত্র কি আপনার ছেলে? 
শুনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তারপর কি হলো!!!!!!!!!!!!
প্রশ্নটা শুনে ভায়া মনে পেলো ব্যাথা
সেই থেকে সাতদিন বন ছিলো কথা!
ডকটর, কবিরাজ, বাটি ঘটি চালানী
শেষকালে এলো এক সাইকিয়াটিসনী।
জটি বড়ি মোহোষধী সব ফেইল শেষে
সাইকিয়াটিসনীকে দেখে ভায়া ওঠে কেশে।
বলে ওঠে, ভুলিয়াছি সব মন ব্যাথা
তুমি মোর দিল, জান, কলিজা বা মাথা। 
সাইকিয়াটিসনীর চোখ ওঠে কপালে
পাগলের ভালোবাসা এও ছিলো এ ভালে?
ভ্রু ওঠে কুচকিয়ে, কালো ছায়া মুখ জুড়ে
পাবনার গারদেতে দিল শেষে পুরে। 
২৮| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১২:৩৫
আমি ইহতিব বলেছেন: বহুদিন পরে ব্লগে পেলাম সেই মজা 
সামু ছেড়ে রবো দূরে, তা কি এত সোজা? 
শায়মা আপু লিটন ভাই রকস্     ![]()
২৯| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:২০
শায়মা বলেছেন: হা হা ইহতিব!!!!!!!!!
কি করি ভাইয়া সেদিন কি লিখেছে দেখো......
এমন এক খবর দেবো
শোনেই যাবে মুষড়ে;
ঐদিকে আপু সব
খবর শোনে খোশ রে।
মাথায় ছিট আর ঠোটকাটা
সব অপবাদ নিয়া;
ফিক্সড্ হলো আইবুড়ো
শায়মাপুর বিয়া।
আরে না না চাঁদগাজী না
তাওতো ছিলো ভালা;
আলকাতরাও দেইখা ক'বে
ছিঃ কি ভীষন কালা!!
স্কলাসটিকা স্কুলের ঐ
ঠিক পাশে যে গ্যারেজ;
সেই গ্যারেজের এক মেকানিক
করতো তারে হ্যারেজ।
টাক মাথার ইয়া ভুড়ি
কাল্লু নাম সে ব্যাটার;
টিজ করে রোজ আসতে যেতে
প্রায় সে দিতো লেটার।
থানা পুলিশ হলো কত
ব্যাটা তাও দমেনা;
পিছু লাগা,চিঠি লিখা
আরো বাড়ে,কমেনা।
সহ্যেরও সীমা আছে
শায়মাপু পেরেশান;
কাছে ডেকে দেও গালি
গেমু দিলো সাজেশান।
জানোইতো আপুনির
মুখ সেকি অশ্লীল;
গালি শোনে বয়রাও
লাজে দেয় কানে খিল।
যেই ভাবা সেই কাজ
বিকালের অক্ত;
স্কুল গেটে ডেকে তারে
দিলো ঝারি শক্ত।
ঝারি মানে যে সে ঝারি?
খিস্তির বন্যা;
মনদুখে কাল্লুদা
কাঁদলো কি কান্না।
কেঁদেকেটে একাকার
নাক ঝেড়ে ফোঁচ ফোঁচ;
রাখবোনা এ জীবন
কয়ে দিলো ব্লেডে পোচ।
হাতে ঘাড়ে নাকে মুখে
সেকি টান ঘ্যাঁচ ঘ্যাঁচ;
রক্তের ফোয়ারাতে
ভিজে জা'গা প্যাচপ্যাচ।
একি খেল ভানুমতি
এফডিসি সিনেমা!!
কাআআল্লু কাআআল্লু..............
কয়ে দিলো দৌড় শায়মা।
ভালোবাসি ক'য়ে তারে
দুই হাতে জড়িয়ে;
হামি খেয়ে সমানেতে
দিলো গাল ভরিয়ে।
শুরু হলো ইতিহাসে
নয়া প্রেম কাব্য;
শেষাংশ বাকী আছে
অচিরেই লিখবো.................. 
 
  
  
 
তাই দেখে আমিও কি ছাড়ি!!!!!!!!!!!
ছড়িতায় ছড়িতায় দিলাম তাহার মাথায় বাড়ি......
লিখলাম .........
কত বড় সাহস আর কত বড় কথা
বলে দিলি এ খবর ঘাড়ে কটা মাথা!!!!
গুণে রাখ ধেড়ে কাক বেটা পাজী বদমাস
ধড়সহ কাটা যাবে করাতেতে ঘ্যাসঘ্যাস।
গ্যারাজের মালিক সে, নয় লবডঙ্কা
হিংসুটে খাস তুই পরমুখে লঙ্কা!!!!!!
কাল্লু কে বলেছে রে সে যে রাঙ্গা টুকটুক
উল্টা দেখলি কানা হাসি আমি খুকখুক।
কাল সে দিয়েছে গিফট Porsche Spyder 
আহা আহা মরি মরি কি দারুন, কি বাহার !
আজকেই বদলালো Pagani Huayra 
সব কিছু শুনলে মাথা যাবে তোর ঘুইরা!  
 
  
  ![]()
৩০| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:২৪
শায়মা বলেছেন: তারপরও কি শয়তান ভাইয়াটা দমে!!!!!!!!!!!!
সে লিখলো কি জানো ইহতিবমনি!!!!!!!!!!!!!! 
ভাইয়ার জবাব----
জানি জানি,দামী দামী
চড়ো তুমি গাড়ী;
চড়বেইতো,গ্যারেজে তা
থাকেই সারি সারি।
রোজই আসে কতশত
করতে বডির সারাই;
ঠিক করে তা কাল্লু দেবে
ফোন তোমারে ত্বরাই।
অন ড্রাইভ টেস্ট কয়ে
খুব ঘুরো দুজনে;
রোজ দ্যাও সিল তারে
চামে ভুড়ি ভুজনে।
এটা খাবো,ওটা খাবো
খালি করো খাই খাই;
নিমিষে ফুরিয়ে যায়
রোজ যা করে কামাই।
বিরানী দু'প্লেট খেয়ে
কয় খাবে ফুচকা;
সকালে তেহারী,রাতে
কাবাব চাই রোজ কা।
আর কত খাওয়াবে সে
নেই রাজ ভান্ডার;
একদিন গোস্যাতে
ফুঁসে বোল্ট থান্ডার।
এক গলা খেয়ে আপু
যেই ধরে বোরহানী;
কাল্লুদা হলো বার্স্ট
রাগে তার চুল টানি।
জোরে তা ঝাঁকিয়ে কয়
খোক্ষষ ডাইনি;
ইমুন ছ্যাঁচড়া বাপু
জীবনেও চাইনি।
আগে যদি জানতুম
তোর এ্যাই ছ্যাঁচড়ামো;
কবেই সে ছুটে যেতো
অধমের প্রেম ব্যামো।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
এবার হ রে বিদায়;
তোর বিল দিয়ে দিয়ে
মরছি আমি ক্ষিধায়।
ভুড়ি আর ভুড়ি নাই
শুকিয়ে তা চিমসে;
আর কত খাবি তুই
হতভাগী মিনসে?
আপুনি হাসিয়া কয়
শোন শালা কাল্লু;
কৌশলে দিনু সাইজ
আমি কত চাল্লু।
এতদিন যা করেছি
সবি ছিলো অভিনয়;
ফাঁক তালে খুব খেয়ে
করলুম এনজয়।
তোর মত কতশত
আসে আর যায়;
খাওয়ায়ে ফতুর হয়ে
করে হায় হায়।
ক্রুর এক হাসি আর 
গালে মৃদু চাটা;
দিয়েই ঢেঁকুর তুলে
কয় আসি টা টা।
লা জবাব কাল্লুদা
ঝটকায় টলোমলো;
বেয়ারা বাড়িয়ে কয়
বিল দু'হাজার পাঁচশো ষোল...................... 
চিন্তা করো সাহস কত!!!!!!!!!!!!!!!!!!!!! 
  
এও কি সহ্য করা যায়!!!!!!!!!!!!
আমাকেও তাই লিখতেই হলো---
কোথা থেকে পেলো গাড়ি
কোথা থেকে দিলো বাড়ি
এত শত জানিবার-
আছে কোনো দরকার!
আমার আছে কালুমিয়া
হীরা জহরৎ দিয়া
মুড়ে রাখে আমাকে
আহা কি চমৎকার!!!!!!
তুই বেটা হিংসুক
অন্যের দেখে সুখ
জ্বলে তোর দিল খানা
মনে লাগে বড় দুখ!
তেহারী, কাবাব আর 
ফুচকা বা বিরানী
খাবো নাতো খাবো নাকি 
খালি পেন পেনানী!
তোর মত নাকি সে কি !
দিল খানা বাদশার 
 
যা আছে তা দিয়ে দেয়
দাম ভালোবাসাটার। 
 ![]()
কি বললি চুল টেনে 
ধরবে সে আমারে!
হা হা হি হি এ শর্মা 
জন্মেনি এ ধামে!  ![]()
রোজ রোজ নিয়ে যায় 
কে এফসি জিলেটা
নামটাও শুনলে যে
কেঁপে যাবে পিলেটা।
ক্রিম এন ফাজ কিবা
র্যাডিসন, ওয়েস্টিন,
শুধু খাই ! নাচি বল
কিবা টুইস্ট ধিন ধিন!
আহা মোর সোনা যাদু 
কালু মোর হীরা চান
তার তরে এই আমি
দিয়ে দিতে পারি জান।
কসম বলছি এবা 
কালুমিয়া বেস্টো
এ যাবৎ এসেছিলো
যারা সব হেস্টো।
খেয়ে দেয়ে অভিনয়ে
বলেছিনু টাটা
চেয়েও দেখিনি ফিরে
তাগো কাঁদাকাটা।
কালুমিয়া পারফেক্ট
এইবারই শেষ গেম
বাড়িগাড়ি গয়নায়
নেই কোনো প্রবলেম।
বৈদেশ ভ্রমন বা 
সাজুগুজু পার্লার
সবকিছু জো হাজির
যখন যা দরকার।
নো লাফ কানা ঘুসা
নিয়ে মোর কালু
বেশি বাড় বাড়িলেই
চোখে দেবো বালু।
কানে কানে বলি ভায়া 
মানি দিয়ে সবই হয়
নেই মানি ভালোবাসা
জানালা দিয়ে পালায়!
তাই বলি করো বিয়ে 
ম্যান হয় মানিকে 
গুনীজন কথা খানি 
বাসি হলে জানিবেক!
৩১| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৩০
শায়মা বলেছেন: এর মাঝে এলো গিয়াসভাইয়া 
বাহ বা নিরুপমা 
জুটিয়েছো খাসা বর,
কাল্লুকে চিনি আমি 
বাসা তার আদাবর। 
এক কালে ছিল সে 
আরবের কুয়েতে 
সুন্দর মানিয়েছে 
তোমাদের দু;য়েতে । 
তুমি আছো মহা সুখে 
এসব নাকি ভুয়া
জেসনকে বলেছে
তোমার কাজের বুয়া।
তোমার বরটা জানি 
বিরাট এক ফাইটার
একবার জেসনকে 
দিয়েছিল ধুস মার। 
সেই থেকে জেসন
লেগেছে কাল্লুর পিছে
অনেক কথা রটাচ্ছে 
যা ছিল নিরেট মিছে। 
তুমিও ছিলে এককালে 
জেসনের পিয়াসে 
বলতে পারেনি তোমায়
কম ছিল সে সাহসে। 
তুমি যখন কাল্লু ভাইকে
বলে বসলে কবুল
সেই থেকে জেসনটা বলছে
আবোল তাবোল। 
 হা হা হা আসলেই কাহিনী এটা সত্য বুঝছো !!!!!!!!!!!
তাই আমি খুশীত হইয়া লিখিলাম 
ঠিক ঠিক সে কি মার 
জেসন কি ভুলবে!
প্রতি অমবশ্যায় সেই
ব্যাথা চেগে তুলবে।
ভেঙ্গেছিলো দুই হাত 
রড দিয়ে পিটিয়ে
টায়ারের তলে মাথা
ফেলেছিলো ফাটিয়ে।
হাওয়া দেওয়া পাম্পটা
মুখে দিয়ে ভরিয়ে
ফুলিয়ে বেলুন তথা
দিয়েছিলো ফুটিয়ে।
সেসব কি ভোলা যায়
আজীবন হায় হায় 
সেই দুখে পাজি মুখে
বদনাম করে যায় !!!!!!!!!!! 
এরপরই পাঁজীর পা ঝাড়া হাতীর হাড় ঝাড়া জেসন ওরফে কি যে করি ভাইয়া সোজা সামুতে এলো এই ছড়িতা নিয়ে..........  
  
গিয়াস লিটনের গোমর ফাঁস 
চিন্তা করো কেমন পাঁজী!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩২| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: ২০. ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৮ ০
 রাবেয়া রাহীম বলেছেন: 
  
 
কি বলি আজ ভেবে না পাই 
শায়মা'র দেওয়া রিসিপি দিয়ে মিষ্টি দ্ই বানাই।  
 
ছবি দিও তাড়াতাড়ি বানিয়ে মজার দই
এই হলো নিয়মটা বলে দেই পই পই।
শুধু শুধু রাঁধা বাড়া করে আর কি হবে
রান্নার সেলফীটা আড়ালেই থেকে যাবে।
ওদের কি শখ নেই নেই কোনো আল্লাদ!
আমি বড় মায়াবতী তবুও 
চাঁদগাজী ভাইয়া বলেছিলো আমি নাকি জল্লাদ!!!!!!! ![]()
৩৩| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা বলেছেন, সাইকিয়াটিসনীর চোখ ওঠে কপালে
পাগলের ভালোবাসা এও ছিলো এ ভালে?
ভ্রু ওঠে কুচকিয়ে, কালো ছায়া মুখ জুড়ে
পাবনার গারদেতে দিল শেষে পুরে।  
আমি এসব গোপন কথা তুলতে চাইনি, উঠালেই যখন আরেকটু শুনো - 
আফাটার অল বন্ধু আমার 
আমিতো নই কষাই চামার। 
তাই সব রেখেছি গোপন,
সে আমায় শত্রু বুঝে 
ভালর ভিতর মন্দ খুঁজে
পর করে দেয় আপন। 
সেই থেকে থাকে সে
 গারদের শয্যায় 
আমি এসব কথা 
বলিনিকো লজ্জায়। 
সেখানে এক পাগলী 
নাম তার ছমিরন
তাকে দেখে জেসনের 
মনে বহে সমিরন। 
জেসন কয় পাগলীরে 
তুমি আমার জানু
পাগলী কয় আমি রাধা
 তুমি আমার কানু।  
  
  ![]()
৩৪| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: হা হা হা হা 
লিটনভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সেই কথা শুনে কি হলো জানো!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আৎকে ওঠে জেসন ভাইয়া?
কে রে আবার কানু?
কি বললি তুই ছমিরন 
আমি ভালো মানু!!!!!!!! 
কানু কি সেই কাল্লু নাকি
নাকি লিটনভায়া
কি যন্ত্রনা হেথায় এসেও 
শান্তি নেই রে আহা। 
লাত্থি, ঝাঁটা, কিল, চড় 
আর লাঠির বাড়ি সমানে
যা খেয়েছি সেসব আমি 
ভুলবো বলো কেমনে? 
৩৫| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:১৯
সাহসী সন্তান বলেছেন: 
  
  ![]()
৩৬| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: দেখে যাই অভাজন চুপচাপ রাতদিন !
কি করির যদি একদিন হয় 
শায়মার লাগে যতদিন   ![]()
৩৭| 
১৯ শে নভেম্বর, ২০১৬  দুপুর ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: দেখে যাই অভাজন চুপচাপ রাতদিন !
কি করির যদি একদিন হয় 
শায়মার লাগে যতদিন   ![]()
৩৮| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৫৮
শায়মা বলেছেন: মনিরা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!
ঠিক ঠিক যদি ধরি যতদিন লাগে
ছাড়াছাড়ি নাই কোনো পিছে কিবা আগে।
শেষ দেখা দেখে ছাড়ি এমনি সে আমি
আদা জল খেয়ে লাগি ফেলে কাজ কামই।
জেসনভায়াকে বাসি অনেক যে ভালো
আধারিয়া দিনে এই ভাইয়াটা আলো। 
লিটনভাইয়াকে দেখে চোখ ওঠে কপালে
এত এত ছন্দ সে কোথা থেকে কই পেলে!!!!!!
৩৯| 
১৯ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিটনভাইয়াকে দেখে চোখ ওঠে কপালে
এত এত ছন্দ সে কোথা থেকে কই পেলে!!!!!!
 
এই সব মিছে জেনো 
প্রিয় আপু মনিরা
এরুপ ব্যাঙ্গ করে 
গরিব নিয়া ধনীরা। 
শায়মা লিখে ছন্দ
পোস্ট ব্লক ব্লাস্টার
ভৃগু, ছবি,কি করি
ছন্দের গ্র্যান্ড মাস্টার।
৪০| 
১৯ শে নভেম্বর, ২০১৬  রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ঘরের কথা পরে জানল কেম্নে?  ![]()
৪১| 
২০ শে নভেম্বর, ২০১৬  রাত ১২:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট ও মন্তব্য ভালো লাগতে লাগতে অজ্ঞান হওয়ার পালা। রাবেয়া রাহিমের পোষ্টের পর এটাই সেরা পোষ্ট মনে হয়েছে। অবশ্য এটা আমার বিবেচনা। অন্যরা কি বলে জানিনা। পোষ্ট দাতাকে অনেক ধন্যবাদ। সবকটা রত্ন এক জায়গায় ঝুটেছে। এদের নিয়ে গর্ব করা যায়।
৪২| 
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি ভাই   লজ্জায়
পালালে কি রামু'তে
তাড়াতাড়ি ফিরে এস
আমাদের সামু'তে।। 
নাকি মোড়ে দাঁড়ীয়ে 
দিচ্ছ কাকে কিস ফ্লাই
ওসব ছেড়ে এসে দাও 
কমেন্টের রিপ্লাই।
 
২০ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কামলা খেটেই খাই
ন'টা থেকে ছ'টা;
বিজি বলে সে সুযোগে
দিলে কত খোটা।
কামের খেতারে পুড়ি
ইজ্জতই বড়;
ত্বরাই আসছি ভায়া
সবুরটি কর।
৪৩| 
২০ শে নভেম্বর, ২০১৬  সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: লিটন ভাইয়ের মুখ উন্মোচন
মুখোশ ![]()
৪৪| 
২০ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
শায়মা বলেছেন: লেখক বলেছেন: কামলা খেটেই খাই
ন'টা থেকে ছ'টা;
বিজি বলে সে সুযোগে
দিলে কত খোটা।
কামের খেতারে পুড়ি
ইজ্জতই বড়;
ত্বরাই আসছি ভায়া
সবুরটি কর।
ওওওওওওওওওওওওওওওওওওওওও তাই না !!!!!!!!!!!!!!!!! 
জানি জানি বিজি তুমি 
কোন ইজি কাজে 
পিঠে, ঘাড়ে ব্যাথা নিয়ে
সারাদিন কাটে।
হসপিটালেতে বসে 
খাও জাওভাত
অষ্টপ্রহর দাও 
অভিশম্পাৎ।
মেরে হসপিটালেতে আজ
পাঠালেন যারা
হাড় ভেঙ্গে গুড়া করে
করলেন পাড়া ছাড়া। 
তাহাদের তরে আজ 
এই তোমা হাল 
হসপিটালেই কাটে 
দিন আজকাল।  
নেই তাই রিপলাই 
মনখানা ভার
কানে ধরো সেই কাজ 
করবে কি আর?
৪৫| 
২১ শে নভেম্বর, ২০১৬  রাত ২:৩০
রাবেয়া রাহীম বলেছেন: 
@গিয়াস উদ্দিন লিটন  --- বলেছেন ----
দুজন মুখোমুখি
পাত্রি দেখার কালে
মেয়েটি জেসনকে কয়
পাত্র কি আপনার ছেলে?    
  
    
শায়মা বলেছেন ----
মেরে হসপিটালেতে আজ
পাঠালেন যারা
হাড় ভেঙ্গে গুড়া করে
করলেন পাড়া ছাড়া। 
রাজপুত্রের মত চেহারা নাম তাঁর জেসন  
বয়স কম স্বভাব ভালো উচ্চ বংশ 
এটাই কি তবে হিংসার কারন!!   
  ![]()
 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 
রাজপুত্রের মত চেহারা নাম তাঁর জেসন 
বয়স কম স্বভাব ভালো উচ্চ বংশ 
এটাই কি তবে হিংসার কারন!!  
  
  
হেহ হেহ হেহ হেহ
ক'লি বুবু মোক্ষম;
জবাবটা দেবে কিহে
দুনো বদ'ই অক্ষম।
বয়েসটা কচি বলে
করে মোরে হিংসে;
আইবুড়ি শায়মাটা
জেনুইন মিনসে।
আমি হ্যান্ডসাম বলে
লিটনের জ্বলে;
মোর নামে শত মিছে
কয় ছলে বলে।
কয়ে যাক যত খুশি
বাজারেতে খায়না;
সলিড মালের নামে
মিছে কভু যায়না। ![]()
৪৬| 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:১৬
রাবেয়া রাহীম বলেছেন: আমি তোর সৎভাই
শায়মাই যেনো সব;
যা যা লাগবেনা তোকে
দৈ খা'গে গবাগব। 
আপন ভাই তুই আমার নীল মনি সবেধন
অবুঝ ভাই আমার বুঝ
তোর বিয়ের ভুঁড়িভোজেই তো শায়মার রেসিপির প্রয়োজন  
 
 
২২ শে নভেম্বর, ২০১৬  সকাল ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাবা এই কথা
কইবিতো আগে;
ভুলে যা রে যা কয়েছি
ভুল করে রাগে।
জানিসইতো তুই আমার
নয়নের মনি;
কবে হবে জানুয়ারী
আশায় দিন গুনি।
৪৭| 
২২ শে নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
 
২৩ শে নভেম্বর, ২০১৬  সকাল ৭:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি ভালো?লিখা?নাকি
লিটনের কম্মো?
সিরিয়াস লিখাটিতে 
খুঁজিও না রম্য।
৪৮| 
৩০ শে নভেম্বর, ২০১৬  রাত ৯:০৩
প্রামানিক বলেছেন: ব্লগটা ভাই খুবই স্লো
মজা পাই না ভাই
এই কারণে যখন তখন
আসা হয় না তাই।
৪৯| 
০২ রা ডিসেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৯
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালোই হয়েছে ভাই কী আর বলব
লেখকের সমাগমে ঞ্জান খুবই অল্প....। 
  
  ![]()
 
০৩ রা ডিসেম্বর, ২০১৬  সকাল ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্ঞান নেই যত কও
বুদ্ধির দেখা মেলে;
কত তাড়াতাড়ি বাপু
বাংলাটা শিখে গেলে!! (টাইপো)
 
  ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:২২
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা
দাঁড়াও আসছি !!!!!!!!!