নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আবৃতি/শায়মাপু
'এই খোকা','না না খোকা'
কিছু বলা যাবে না;
গলাটি চড়ালে,ব্যস
অমনি সে খাবে না।
ভুলেও বা কভু যদি
মামনিটা ধমকায়;
থাকবেনা ঘরে আর
সিধে খোকা রাস্তায়।
অভিমানে,ভেজা চোখে
আনমনে পথে ঘুরে;
ভাবে খোকা হারাবে সে
মা'র থেকে বহু দুরে।
এমনি ছিলো সে খোকা
অদ্ভুত পাগলাটে;
মায়ের আঁচলে বেড়ে
কিছুটা বোকাও বটে।
অভিমান আবদার
সবি তার মা'র কাছে;
কানেকানে ফিসফিস
বাবা সব শুনে পাছে।
দুষ্টুমি দেখে তার
বাবা কভু রাগলে;
আঁচলে জড়িয়ে তারে
মা'ই নিতো আগলে।
ডরাতো যমের মতো
রাশভারী বাবারে;
ঘুরাতো সে ছড়ি একা
আর বাকি সবারে।
ঘুম পাড়ানিয়া গানে
মা'ই ঘুম পাড়াতো;
অস্থির গোটা পাড়া
সেটুকুনি জুড়াতো।
যন্ত্রনা শেষ নেই;
মা'র নেই শান্তি;
মা'কে জ্বালানোতে তার
নেই কোন ক্লান্তি।
সারাটা জীবন খোকা
রয়ে গেলো এমনি;
হবেইনা কেন বলো
ঢাল ছিলো মামনি।
কি ছোট,কি বড়বেলা
খোকা র'লো খোকাই;
হেসে কয় মা আহারে
রয়ে গেলি বোকাই।
একগ্লাস পানিও সে
ঢেলে খেতে জানেনা;
পৃথিবী একাই তার
কাউরে সে মানেনা।
খেলাধুলো রাজনীতি
রংবাজি মারামারি;
কোনটি করেনি খোকা
হামেশাই বাড়াবাড়ি।
ঝামেলা পাকানো তার
কাজ ছিলো নিত্য;
খোকার আর চিন্তে কি
মা'যে তার ভৃত্য!
তোমরা শুনেছ স্রেফ
মা'য়ে আছে জাদু;
আদতে জানতে যদি
শুনে ক'তে সাধু।
খোকার জেগেছে সাধ
কভু কিছু খেতে;
ঘরে ফিরে দেখে রেডি
সাজানো তা ট্রে'তে!!
পলিটিক্স করে কভু
খোকা গেলো জেলে;
সাতদিন লাগে প্রায়
বের হতে বেল-এ।
বাবা যদি জানে 'ফাঁসি'
খোকা সেই ডরে;
'দোস্তের বোনবিয়ে'
চিঠি দিলো ঘরে।
জামিনে বেড়িয়ে ফেরে
বীরর্দপে ঘরেতে;
চেহারা দেখে মা কয়
তুই ছিলি জেলেতে!!
কি আজব কও দিনি
কি আছে সে মা'তে!
খোকাও পারেনি মা'রে
কিছুই লুকাতে।
কিঞ্চিত ডরও ছিলো
করে যত কান্ড;
জানে মুখ দেখেই মা
ফুঁড়ে দেবে ভান্ড।
টেলিপ্যাথি,সিক্সথসেন্স
কি বা থার্ড আই;
আছে জেনো ঠিকঠিক
জানে সে-ই মা'ই।
এভাবেই চলছিলো
খোকা ছিলো সুখে;
হঠাৎ এক ঝড়ে সব
উড়ে এক ফুঁকে।
বাবা নেই সন্দেশে
পা হারালো মাটি;
জীবনের বিভীষিকা
বুঝলো খোকাটি।
পাথুরে পাহাড় যেনো
বুকে হলো জড়ো;
এক নিমিষেই খোকা
হয়ে গেলো বড়।
উপহাস,নাকি খেল!
বিধি কারে বলে?
ঠিক ক'টা দিন পরে
মা'ও গেলো চলে।
শেষ সয্যাটি নিয়ে
বাবার সে শোকে;
খোকারে মা ছেড়ে গেলো
রোগে ধুকে ধুকে।
খাটিয়ায় শোয়া মা'র
নিথর সে মুখ;
কি করে সইবে খোকা
ফাটে কচি বুক।
যেই বুকে মাথা গুজে
সদা প্রাণ জুড়ালো;
সেই মা'রে কি করে সে
কবরেতে শোয়ালো!!
খোকার কি দশা তব
করেছ কি কল্প?
এভাবেই শুরু তার
আঁধারের গল্প।
জীবনতো থেমে নেই
চলে তার গতিতে;
খোকা শুধু রয়ে যায়
মধূর সে অতীতে।
স্বার্থের এ পৃথিবীতে
নয় কেউ কারো;
যত দাও,তত চাই
আরো দাও আরো।
যে যারটা বুঝে নিয়ে
ছেড়ে গেছে যত প্রিয়;
খোকাই হারিয়ে সব
বোলহীন সদা ম্রিয়।
মা যেনো বলে উঠে
খোকা ওরে খোকা;
হবিনে মানুষ তুই
রয়ে গেলি বোকা।
যে হারায়,সে-ই বুঝে
মায়ের কি মমতা;
অপূর্ব নেয়ামত
কি অসীম ক্ষমতা!
পানি ঢেলে খেত না যে
আজ টানে বোঝা;
মনের গহীনে চলে
আজো মা'রে খোঁজা।
আজ ফের সেই খোকা
আনমনে,ভেজা চোখে;
একা একা পথেপথে
হেঁটে চলে এক রোখে।
উদভ্রান্তের মতো
কি আপন বুঝে;
পথিক সে বোকা খোকা
কারে যেনো খুঁজে!!
মা'রে ও মাগো মোর
কোথা গেলে চলে;
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে।
খোকা আজো প্রতি রাতে
খুঁজে মা'র ওম;
নেই পাড়ানিয়া গান
আসেনাকো ঘুম।
চিৎকারে 'মা' 'মা' বলে
বুক ফাটা সাধে;
মায়ের সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।
বীরপুরুষ উপাখ্যান
এখানেই শেষ;
আধো মরা,আধো প্রাণে
আছে খোকা বেশ।
তোমরা চেনো না যারা
বলি এই ফাঁকে;
আজকাল প্রায় রাতে
মা'যে তারে ডাকে।
মা'হীন ধরায় আজ
পাঁচ সাল পুরালো;
খোকাও বুঝেছে ঠিকি
তারো প্রায় ফুরালো।
কৃতজ্ঞতাঃ
থ্যাংক্স ধার ধারেনাকো
প্রিয় আপু শায়মা;
জানিস কি তোর মাঝে
প্রায় খুঁজে পাই মা?
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট দিনু ৭:০৪ এ
৭:০৮এ কমেন্ট করলে;
ইয়া বড় পোষ্টখানি
এত ত্বরা পড়লে?!?
আরে বাবা মজা করি
ফানটাও বুঝনা?
প্রিয় সখা এতে প্লিজ
ভীন কিছু খুঁজনা।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন: ছড়া কবিতাটি আবার
পাঠে মনে হল
বলে গেছে এটি
যেন নীজেরই
কথা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সব বোকার মায়ের গল্পটা মনে হয় একি........................
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় আপু শায়মা;
জানিস কি তোর মাঝে
কভু খুঁজে পাই মা
হয়েছে যতার্থ বলা
সহমত।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুবতো কয়েছ আপু
কথা কই মেকি;
দেখে যাও ডাক্তারও
কথা কয় একি................
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: পড়লাম শুনলাম.........দুজনকেই শুভেচ্ছা অনেক।
কিন্তু ২য় কবিতাটা তো এখানে পেলাম না!!
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিরোনামেই পাঠক কনফিউজড্ !!!
এই লজ্জা কই রাখি
এটাই বীরপুরুষ পার্ট টু,
প্রথমটা এই যে,
বীরপুরুষ !!!
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল লাগল
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার এই ভালোলাগা
মোরও ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদয়ে দাগ কাটলো।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮
বাঁকখালির বাঁকে বলেছেন: আল্লাহ মা'কে জান্নাত নসীব করুন
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মা'হীন ধরায় আজ
পাঁচ সাল পুরালো;
খোকাও বুঝেছে ঠিকি
তারো প্রায় ফুরালো।
বেশ করুন ঠেকল ! খোকাকে মানসিক ভাবে বিধ্বস্ত মনে হচ্ছে ,। আল্লাহ খোকাকে দীর্ঘ হায়াত দিন, খোকা বেঁচে থাকুক হাজার বছর।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোয়াও খোকারে দিলে
দিলেনা সে মা'রে;
কেউ বুঝলোনা হায়
কবিতা,আহারে.................
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২০
হুমম্ বলেছেন: ভীষন স্পর্শি
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোকার জন্যেতো বটেই...................
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
ধ্রুবক আলো বলেছেন: বীরপুরুষ উপাখ্যান
এখানেই শেষ;
আধো মরা,আধো প্রাণে
আছে খোকা বেশ।
+++
বেশ ভালো লাগলো
অনেক শুভেচ্ছা রইলো...
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনখানা প্লাস মোর
মনকে রাঙালো;
তোমাকেও শুভেচ্ছা
প্রিয় ধ্রুবক আলো।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
নাইক্যডিয়া বলেছেন: বাঁকখালির বাঁকে বলেছেন: আল্লাহ মা'কে জান্নাত নসীব করুন
আমিন
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা''
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০
ডঃ এম এ আলী বলেছেন: মিলিয়ে দেখলাম
৫৫৮ শব্দ পড়তে
৩ মিনিট লেগেছে
মন্তব্য লিখতে আরো
১ মিনিট লেগেছে
সময় নিয়ে বলা
আঁচ কিছুটা লাগে
ফান বলেই
কথাটা বুজে
নিবেন আগে।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া ভারি ইয়ে
হুদাহুদি মাইন্ড খাও;
কয়েছিনু ফান করে
বুঝলেনা মজাটাও।
গবেষনা দেখে তোমা
মাথা মোর ঘুরালো;
হনু মহা ইমপ্রেসড্
মুখে বোল ফুরালো।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
সিকদার বাড়ীর পোলা বলেছেন: যে হারায়,সে-ই বুঝে
মায়ের কি মমতা;
অপূর্ব নেয়ামত
কি অসীম ক্ষমতা!
একদম, মা মা-ই................
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
চিৎকারে 'মা' 'মা' বলে
বুক ফাটা সাধে;
মায়ের সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০
অপ্সরা বলেছেন: পড়ে এই কবিতা আর
ভেবে সেই কথা
বুকে চেপে ছিলো খুব
একরাশ ব্যাথা।
চোখ ভরা জল নিয়ে
ফের ফিরে এসে
শেষতক পড়ে আমি
ফেললাম হেসে।
মায়ের ছায়া খুঁজে
পেলে বোন মাঝে
রিনরিনে সূর মনে
সাত রঙ্গে বাঁজে।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝলেনা সে খোকারে
দেখোনি ভেতরটা;
ভাঁড় ভেবে বসে আছো
দেখে হাসি ঠাট্টা।
ভেতরেতে আছে জমা
ঘন কালো ধূলি মেঘ;
টর্নেডো মনে থাক.......
দেখাবেনা সে আবেগ।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
দইজ্জার তুআন বলেছেন: কবিতা ভালৈছে
মাগার আপু আর ভৃগুদা গেলো কৈ?
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারা নয় আজাইরা
কাজে কামে ব্যস্ত;
তোমার অত কি ঠ্যাকা
তুমি মহা প্যাঁচ তো !!!
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১
পথহারা মানব বলেছেন: পরম করুনাময় মহান আল্লাহ মাকে জান্নাত নসিব করুন আর মায়ের আদরের খোকাকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যে আপ্লুত
মন ভরে গেছে..................
অনেক অনেক অনেক ধন্যবাদ হে পথহারা সু-মানব।
পাঠে কৃতজ্ঞতা।
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২
এডওয়ার্ড মায়া বলেছেন: মা যেখানেই থাকুক ,ভাল থাকুক ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করুনাময়ের কাছে
একটাই মান্নাত;
দিস মোর মা-বাবারে
ঠাঁই তোর জান্নাত।
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৭
সামান্য বাস্তবিক বলেছেন: কবিতা পড়ে লেগেছে ভাল
ভরেছে বাস্তবিকের মন
ভালো থাকেন আপনি
সাথে আপনার বোন
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামান্য ক'টা বোলে
মন মোর ভরালে;
বাস্তবে ব্লগে তুমি
সুগন্ধ ছড়ালে।
আজ থেকে জেনো ভায়া
তুমি মোর প্রিয়;
তোমাকেও শুভেচ্ছা
ভালোবাসা নিও।
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৮
Mamun Hossain বলেছেন: নিস্বার্থ ভালবাসা-
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোবেসো মা'রে প্লিজ
হারাবার আগে;
নাইলে কাঁদতে হয়
ক্ষোভে শোকে রাগে।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: কি সাবলীল ভাবেই না লিখে গেলেন । অপূর্ব ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সেকি ছাই কম জানি?
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খেলাধুলো রাজনীতি
রংবাজি মারামারি;
কোনটি করেনি খোকা
হামেশাই বাড়াবাড়ি।
পলিটিক্স করে কভু
খোকা গেলো জেলে;
সাতদিন লাগে প্রায়
বের হতে বেল-এ।
আগের প্যারার সাথে পরের প্যারাটা সাংঘর্ষিক হয়ে গেলোনা কবি?
এইটুকু বাদ দিলে বাকিটা চমৎকার। কিছুটা কষ্ট পেলাম। মনটাও খারাপ হয়ে গেলো।
কেমন আছেন আপনি?
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে কেগো তুমি
কত তোমা খুঁজেছি;
রাগ করে আছ ভেবে
ভুলও থোরা বুঝেছি।
না কয়ে এইভাবে
কেনো বাপু হারালে;
খামোখাই টেনশানে
বিপি মোর বাড়ালে।
আগডুম লিখি জানো
তাও ধরো ভুল;
আমি কি তুমি যে বলো
ভুল হবেনা এক চুল?
ছড়াবড়া পরে হবে
কেমন আছো বলো;
এইফাঁকে এতদিনে
বিয়ে'থা কি হলো?
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম ছড়া
তুলনা তার নাই
দুই জনকেই মনের সুখে
শুভেচ্ছা জানিয়ে যাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখো ভায়া ছড়ারাজ
দিয়োনাকো হুদা পাম;
জানি বুঝি সবি আমি
নেই মোর সিকি দাম।
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বীর বটে সে পুরুষ
ব্যাথা সয় হাসিমূখে
সকলে খুশি রাখে
নিজ ব্যাথা গোপন রেখে
+++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান এলে খালিখালি
ফেলে যত কাম?
অধমের ব্লগে এলে
কমবেনা দাম?? (হুহহহহহ..............)
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খোকা বেঁচে থাকা শত বছর
আল্লাহ দু:খ সওয়ার ক্ষমতা দিন । ভাল থেকো খোকা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শতায়ুতে কাম কি
ঈমানটা মুখ্য;
ভৃগুদার ভাব দেখে
ভেঙ্গে যায় বক্ষ।
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
জে.এস. সাব্বির বলেছেন: মা হীনা এ ধরাতে
থাকাটাই নিষ্ফল
মায়ের সে মুখখানা
দেখি নাযে কতকাল ।
চোখ বুজে আজো আমি
খুজে ফিরি অতীতে
যে অতীত ঘিরে আছে
দুঃখীনি সে মাতা'তে
শত শীত-সংগ্রাম
ভয়ে-ডরে বাঁচিনা
মায়ের আঁচল পেলে
ওসব আর কিছুনা ।
===============
===============
আমিও তো বোকা এক
বোকা আছি চিরকাল
বোকা ডাক এ খোকাটি
শুনে না যে কতকাল
কোথা আছো ও জননী
আমাকেও নাওনা
বোকাখোকা টিরে বীনা
কোথাও তো যেতেনা ।
আজ কেন এতকাল
এতবেলা গত তবু-
ডাঁকলেনা ,মুঁছলেনা
চোখে-জল টুবুটুবু ।
===============
===============
স্বার্থঃপর হয়ে
আছো বেশ সুখেতে
আমিও আসছি তবে
হেথা তোমা জ্বালাতে ।।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পড়েই হারানু হুশ
জানিনে কি লিখবো;
ঘুরেফিরে তোমারও যে
বিষাদের কাব্য।
স্রেফ কবো ইয়াতীমে
আছে জেনো এক;
আরশীল আজীম সে
গাফুর খালেক্ব।
বুকের কষ্ট সব
রেখোনাকো চাপি;
আরজ করো তারি তরে
সে একাই কাফি।
তার প্রিয় হাবিব যে
ইয়াতীমের সর্দার;
সাথে রবো জান্নাতে
জাগে না এ সাধ কার?
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ছড়া বটে এক খানা লিখেছেন ভাই
এরকম ছড়া ভাই আরও লেখা চাই
আমি মহা মূর্খ, বুঝি কম পদ্য
কিছু যদি বুঝি তবে সেটা হলো গদ্য
কবি হতে মন চায়, পারিনা তো লিখতে
এইসব পড়ে পড়ে যদি পারি শিখতে
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিখুঁত শব্দজালে
বুনেছ যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
অনায়াসে লিখে ছড়া
হৃদয়টি কাঁড়লে;
শন্কায়ও কেঁপে উঠি
ভাতে বুঝি মারলে।
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
রফিকুল জসিম বলেছেন: সুন্দর লেখছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,
পাঠে কৃতজ্ঞতা।
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
আমি তুমি আমরা বলেছেন: অসাধারন। বাস্তবতার ধাক্কায় আমরা সবাই একসময় বড় হয়ে যাই, কিন্তু মনের গহীন কোনে মা আর শৈশবের সেই স্মৃতিগুলো রয়ে যায়।
ভাল লাগল
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
জীবনতো থেমে নেই
চলে তার গতিতে;
খোকা শুধু রয়ে যায়
মধূর সে অতীতে।
২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: এমনি ছিলো সে খোকা
অদ্ভুত পাগলাটে;
মায়ের আঁচলে বেড়ে
কিছুটা বোকাও বটে।
মায়ের আদরের পাগলাটে বোকা ছেলেটা অনেক অনেক ভাল থাকুক , আনন্দে থাকুক।
পড়তে পড়তে চোখে পানি চলে এসেছিল। খুব বেশী মন ছুয়ে গেলো ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক বুবু তুই
করিসনে ঢঙ আর;
তোর ঐ মিছে পামে
গলেনা হৃদয় আমার।
গন্ডারি চাম তোর
এলি তিনদিন পরে;
জানুয়ারি মাসে তোরে
সব বুঝামুরে.............
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫
জে.এস. সাব্বির বলেছেন: দোয়া মাঙি ওহে খোদা
দাও মোরে ধৈর্য্য
চাইনাতো কোনকিছু
মাতাহীনা সৈর্য-বির্য্য
মাকে তুমি রেখো খোদা
শান্তিতে সেখানে
সারাজীবন খোকাটিরে
আগলাতো যেমনে
না জানি কি হায় হায়
চিন্তিত নয়নে
খোকাটিরে হীনা তিনি
আছে কত যাতনে!
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সালাত বা ইবাদাতে
একি করো মান্নাত;
রব যেনো মা-বাবারে
দেন ঠাঁই জান্নাত।
ক্বোর'আনে আছে সে দো'য়া
যা পড়ে দাস-বাদীরা;
''রাব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সাগীরা''।
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
জে.এস. সাব্বির বলেছেন: আপনার ছড়াটিতে
ছন্দ আর আবেগে
মোর মাতা ভাসে চোখে
স্মৃতিতে সে মুখ জাগে
আপনার ব্যথা বুকে
আমি ফের ব্যথা দিনু
কিছু ব্যথা হয়তবা
ভাগা-ভাগি করে নিনু
গর্বিত সে মাতা যে
জেসন'কে আনিল
এ 'ধরা'তো তাকে পেয়ে
ধন্য-ধন্য হইল
সালাম হে মাতা তব
সালাম নাও জননী
তোমাদেরই সন্তানে
ধরে রাখে ধরনী ।।
শান্তিতে থেকো হেথা
দোয়া দিও মোদেরে
বাকিটা পথ পারি দিয়ে
পুন্য নিয়ে ফিরি ঘড়ে
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সালাম হে মাতা তব
সালাম নাও জননী
তোমাদেরই সন্তানে
ধরে রাখে ধরনী ।।
তোমার ছন্দত্রাসে
লেপকাঁথা চাপি;
ভাতেই মারলে ভেবে
ডরে হেথা কাঁপি।
যে মায়ের গর্ভেতে
এসেছিলে তুমি;
হাজার সালাম তারে
পদ তার চুমি।
কি রূপ কি গুণে ভায়া
ছড়াও যে সৌরভ;
ধন্য সে মাতাপিতা
এ তাদেরি গৌরব।
=================
=================
জেসন ডাকলে কারে
মালখানা কে?
এটা কোন নাম হলো
ধিক,ছ্যা ছ্যা ছ্যা
৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
জে.এস. সাব্বির বলেছেন: সেতো এক পাজি ছেলে
জেসন যাকে ডেকেছি
মালখানা মিঠা-ভারী
যতখানিই চেখেছি!
আগডুম বাগডুম
মহাবীর যেন এক
দোষ তার একখানি
ললনাতে খায় ছ্যাক!
বীরদর্পে পথ চলে
নিজেরে সে হিরো বলে
ছলে-কলে-ডলে চলে
আমারে সে ভাই বলে ।
দিস ইজ দ্যাট চীজ
সে সামুরই তো বীজ ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ললনায় খায় ছ্যাক''
ছি ছি সেকি বাজে;
এ জাতের লোকগুলা
মহাপাজী কাজে।
গাঁওয়ে মানেনা তারে
নিজে নিজে হিরো;
গুড ফর নাথিং সে
আগাগোড়া জিরো।
ভালো চাই,তাই কই
তার তালে পড়োনা;
প্রমিজিং লাইফখানা
মিছে বাদ করোনা।
বাজে পোলাদের থেকে
থেকো সদা দূরে;
তার কাজকাম শুনে
মাথা পুরো ঘুরে।
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
জে.এস. সাব্বির বলেছেন: প্রমিজিং ক্যারিয়ার
হয়ে গেছে শেষ কবে ,
পরশ পাথর সেতো
দেখি তারে হতে যবে
অগা বগা ছগা মুই
মোরে বানায়েছে ভাই
এজগত্ মাতা হতে
আর কিছু চাওয়া নাই
যতদূর হতে তারে
দেখি যত দূর পথে
তত যেন কাছে আসে
ভালবাসা ফুল হাতে
তাকে আমি ভালোবাসি
মোর ভালবাসা প্রিয়কে
মিছে দোষ দিলে পরে
তীর বেধে মোর বুকে
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাই বানায়েছো তারে
লোক বুঝি পাওনা;
ভালো ছেলে হতে বুঝি
তুমি মোটে চাওনা।
শয়তান বদটারে
সদা চলো এড়িয়ে;
নষ্ট হওয়ার টাইম
এসেছো যে পেরিয়ে।
ক্যারিয়ার নিয়ে ভাবো
হওয়া চাই লাটসাব;
গাড়িটি হাঁকিয়ে যাবে
স্যুট পড়ে নিয়ে ভাব।
ভালোকথা,মোনালিসা
কেমন আছে কও;
কবে তারে ঘরে নেবে
করে সোনা বউ?
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বিয়ে অনেক আগেই সেরে ফেলেছি ভাই। মাস তিনেক আগে প্রথম বাবা হলাম তাই কিছুটা ব্যস্ত ছিলাম। আর ব্লগে নতুন কবিতা দিতে ইচ্ছে হয়না। খালি কপি হয়। তারপরও লিখছি।
১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি কংগ্রাটস্
হয়েছ যে বাবা;
চাচাও বানালে মোরে
বলো কি কি খাবা?
চোর করে তার কাম
কয়ে আর লাভ কি?
বুঝিনা চুরির মালে
নেয়া যায় ভাব কি?
করলে করুক চুরি
তবু লিখা ছেড়োনা;
নিজ কবি সত্ত্বাকে
অভিমানে মেরো না।
৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
জে.এস. সাব্বির বলেছেন: চেরাগ এক পেয়েছি
আলাউদ্দিন সাবকা
ঘষলেই বের হয়
দৈত্য এক ডাবকা
দৈত্যটা সাথে আমার
থাকে সদা সরবদা
সবকিছু পেনু আমি
যেই আমি যদা-মদা
তার হতে সব পেনু
লিখি যাও অগাবগা
ভাই তাকে ডাকলে
হবে নাতো কভু ঠগা
ক্যারিয়ার কো যে বাত
আলবত কাহিণী
চাকুরিতো পেনু এক
বিডি নৌ-বাহিণী
সবকিছু পেনু যেন
যবে পেনু সে ভাইয়া
তাকে বদ ছেলে কলে
অস্রু'রা পরে বাইয়া
মোর কাছে মহাপুরুষ
'জেসন' সেই ছেলেটা
তাকে বদমাষ কলে
ছেড়ে যাবো ভিটেটা!
৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
জে.এস. সাব্বির বলেছেন: মোনালিসা আছে ভালো
পরে হবে তার বাত
জানুয়ারির বিয়েতে কি
খেতে পামু ডাল-ভাত?
না কলেও জানি সবি
সবি আমি শুনেছি
কোন সে গুণবতী
পাবে তব কাছাকাছি
কত জনমের প্রেম
কত না সে- ভালবাসা
পূর্ণ মিলন কবে
চোখে ভাসে কত আশা!
তারিখটাও জানিনা
কনেটাও আননোন
জানুয়ারী জানি শুধু
কবে খাবো ডাল-নুন??
৩৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩
তপোবণ বলেছেন: পড়লাম, চোখ ভিজে এলো বার বার। আমরা বড় হয়েছি ঠিকি কিন্তু বাবা মার স্মৃতি যখন মনে ভিড় করে আসে তখন ছোটই হয়ে যাই আবার, তা না হলে এতা জল আসে কি করে চোখে? ২০০৩ এ বাবাটাকে হারিয়েছি আমার ১২ বছর বয়সে মাও চলে গেলেন বাবার ২ বছরের মধ্যেই। আসলে কিযে হারালাম! যার গেছে সেই শুধু বোঝে। শায়মাপুকে স্ব-শ্রদ্ধ সালাম তার অনাবীল আবৃতির জন্য।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ ।
শুভেচ্ছা রইল