নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
হাবিজাবি কাটাকুটি
লিখার এই-ই ঢক;
ইয়া বড় লেখক হবো
ছিলোনাকো শখ।
সামু দিলো প্লাটফর্ম
যা পারিস লিখনা;
পাঠের অভ্যেসও কর
ভালো কিছু শিখ্না।
সাত জনমেরি লাক
পড়িমড়ি ছুট;
সে চান্সে ব্লগার হনু
আমি লিলিপুট।
মন হতো প্রায় মরা
কি যে লিখি অগাবগা;
নুয়ে যাই দেখে সব
ব্লগারেরা বাঘা বাঘা!!
অমা দেখি,একি জাদু
যাগো দেখে হই ম্রিয়;
তারা দেয় উৎসাহ
আছে যত নিক প্রিয়!!!
হামবড়া ভাব নেই
নেই ঠাঁট ঠমকি;
এই যা যা দুরে ভাগ
বলেনাকো ধমকি।
নাম যত বড়,তত
দেখায় তারা মমতা;
নেই কোন ভেদাভেদ
ব্লগারীয় সমতা।
এই না হলে কি আর
প্রাণপ্রিয় সামু;
ঘুরে আয় শত ঘাট
এমন কি পামু?
এই এক কারণেই
সামু সদা ইউনিক;
দুর্মুখে যত কউক
খিস্তিতে ধিক ধিক।
কত এলো,কত গেলো
মেরে শত ভাঁজ;
সামু ছিলো,সামু আছে
সামু করে রাজ।
কথারতো শেষ নেই
হয়ে যাবে ভোর;
আমি আর বাড়াবোনা
করবোনা ব্যোর।
তুমি ভায়া মহীরোহ
নয়ারে দ্যাও ছায়া;
সামুতরে ধরো বুকে
আহা কত মায়া।
নামে তোমা কত ভার
কথা কও অল্প;
ব্লগিংএরে বানিয়েছো
কি নিখুঁত শিল্প!!
কি যে মধু বোলে তোমা
সদা মিঠে কহো যে;
ভারি ভারি কথা সব
কও কত সহজে!!
তোমা নিয়ে কথা ক'বো
নেই অত স্পর্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।
উৎসর্গঃ
যা-ই লিখে পড়ে ক'বে
ঠিক ঠিক ইয়েস;
জাদুকরি ব্লগার এক
আহমেদ জি এস।
ছবিঃ
না ফেবু,না টুইটার
কোথা নেই,গল্প না;
অগত্যা দেই সেঁটে
শায়মার কল্পনা।
টু জি এস ভায়াঃ
চেয়েছিনু দেবো তোমা
পোষ্টেতে রিপ্লাই;
পরে ভাবি পোষ্ট দিলে
ক্ষতি কিবা?দিনু তাই।
আগডুম অগাবগা
লিখে দিনু ছেপে;
আগেই চাইছি ক্ষমা
যেয়োনাগো ক্ষেপে।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখো আপু ঢেড় হলো
তোমার ঐ মিছে পাম;
ভেবেছ কি জানিনে
নেই মোর সিকি দাম?
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ দেখো এয়েচেন
সুমনদা পামরাজ;
মিছে মোরে পাম দেয়া
যেনো তার পুত কাজ। (হুহহহ..............)
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮
অপ্সরা বলেছেন: এত বড় মিছা কথা
বলো কোন মুখে
সাবধান ভুতে কিলায়
থাকলে কি সুখে!!!!!!!!!!
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারোতো একি কথা
বদ আপুন্নিসা;
সবি বুঝ তাও ক্যান
কও খালি মিছা?
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
আমার মতো নগন্য একজনকে নিয়ে এপিক ছড়া । এমন সুসংবদ্ধ ছড়া আগে আপনি লেখেন নি । আমাকে "পাম" দিয়েছেন বলে বলছিনে , সত্যিই এটা 'ফ্ল' লেস ।
এতো ছিলো পেটে তোর
যায়নিকো বোঝা
মুগ্ধ , হতবাক এ অধম তারে
প্রিয়তে নিয়ে যায় সোজা ।
( হইছে কিছু ? )
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা মনে হয় অনেক ভেবে ভেবে বের করতে হবে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পেটে মোর শয়তানি
মাথা পুরো ফাঁকা;
বুঝেও বুঝনা তুমি
দুনিয়ার ন্যাকা।
( হইছে কিছু ? ) কও কিহে
রীতিমত উড়ছে;
ছন্দের ডালি যেনো
উপচে তা পড়ছে।
চার লাইনেই বাবা
লিখলে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! কাউন্টার চমৎকার !
ছড়া কতশত, কতশত রঙ্গরস
অথচ রয়ে যায় তার মাঝে অদ্ভুত যশ
লিখে ফেলা যায় গভীরতা, লিখে ফেলা যায় বিনম্রতা
মুক্ত বিহঙ্গের মত উড়ে কতকথা !
আপনার মত ট্রাই করলাম, নাহ ছড়া লেখা তো অত সোজা নয় । কিছুই যে কনোমতে হলো না ।
ছড়ার বিষয়বস্তু নিয়ে আর কী বলবো ! সবকিছু ম্মিলেমিশে যেন একাকার । এভাবে জড়িয়ে থাক সবকিছু সম্পর্কের অদৃশ্য বেড়াজালে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাব্বাহ ছন্দেতে
বাঁধলে যা গাঁথুনি;
বাঘা বাঘা কবিদেরো
শুরু হবে কাঁপুনি।
চার লাইন ছন্দেই
কত কথা ঝাড়লে;
আমিতো ডরেই মরি
ভাতে বুঝি মারলে।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! কাউন্টার চমৎকার !
ছড়া কতশত, কতশত রঙ্গরস
অথচ রয়ে যায় তার মাঝে অদ্ভুত যশ
লিখে ফেলা যায় গভীরতা, লিখে ফেলা যায় বিনম্রতা
মুক্ত বিহঙ্গের মত উড়ে কতকথা !
আপনার মত ট্রাই করলাম, নাহ ছড়া লেখা তো অত সোজা নয় । কিছুই যে কনোমতে হলো না ।
ছড়ার বিষয়বস্তু নিয়ে আর কী বলবো ! সবকিছু ম্মিলেমিশে যেন একাকার । এভাবে জড়িয়ে থাক সবকিছু সম্পর্কের অদৃশ্য বেড়াজালে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টুয়াইস বুঝি ক্লিকো?
বেশ হলো ইকো.................
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! কাউন্টার চমৎকার !
ছড়া কতশত, কতশত রঙ্গরস
অথচ রয়ে যায় তার মাঝে অদ্ভুত যশ
লিখে ফেলা যায় গভীরতা, লিখে ফেলা যায় বিনম্রতা
মুক্ত বিহঙ্গের মত উড়ে কতকথা !
আপনার মত ট্রাই করলাম, নাহ ছড়া লেখা তো অত সোজা নয় । কিছুই যে কনোমতে হলো না ।
ছড়ার বিষয়বস্তু নিয়ে আর কী বলবো ! সবকিছু ম্মিলেমিশে যেন একাকার । এভাবে জড়িয়ে থাক সবকিছু সম্পর্কের অদৃশ্য বেড়াজালে ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের হলো ইকো!
নো প্রব,ঠিকো..............
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্য তিনবার চলে এসেছে । একটা রেখে বাকি দুটো মুছে দেবেন প্লিজ !
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিবাবা তাতে কি'লো
এ যে মোর পাওনা;
আজকাল মোর ব্লগে
ভুলেওতো আও না।
ভাব দেখে লাগে যেনো
আমি তোমা সৎভাই;
কলজেটা যায় ফেটে
দুঃখের সীমা নাই।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ছড়াতে ছড়াতে বেশ মজা পেলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলুম সিরিয়াস
তুমি পেলে মজা!
এর চেয়ে বড় বুঝি
কবির নেই সাজা।
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় কথা যার
এত সুন্দর চমৎকার,
তারে কী আর বলবো?
যে কথায় এত ভব্য?
ভায়া, তুমি চালিয়ে যাও
ছড়ায় ছড়ায় ফুল ফোটাও
বাঁধনটা কর আরো নিবিড়
সৌহার্দ্য আর সম্প্রীতির।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবারে ঠিকঠিকি
দিলে ভায়া লজ্জা;
তুমি বাপু ভারি ইয়ে
খেলবোনা ধূৎ যা।
রঙঢঙ ছাড়ো ভায়া
দিই এক তথ্য;
আমি তোমা মহা ফ্যান
কথা অতি সত্য।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছ ভায়া
আহমেদ জিএস সনে
সামু ব্লগে অনন্য
কেউ নেই তিনি বিনে!
যেমন লেখায় তেমনি ভাবনায়
কমেন্টেও তিনি নতুন ধারায়
দেখে তারে মন ভরে
পোষ্টে কমেন্ট পড়ে
বিজয়ের শুভেচ্ছা
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও কয়েছ খাসা
জিএসদা এক পিস;
কমেন্ট-পোষ্ট যা-ই দেন
পাবে মাস্ট তালি-শীষ।
যেমনি বিনয়ী তিনি
তেমনি মহা প্রাজ্ঞ;
কমেন্ট পাওয়াও তার
মহা এক ভাগ্য।
তোমাকেও শুভেচ্ছা
ভালোবাসা নিও;
মাঝে মাঝে ব্লগে এসে
হাজিরাটা দিও।
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
নাম যত বড়,তত
দেখায় তারা মমতা;
নেই কোন ভেদাভেদ
ব্লগারীয় সমতা।
........এমনটা সব সময় আমাদের মাঝে বিরাজমান থাকুক, সেই কামনা করছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও তাদেরি দলে
সামুর এক রত্ন;
নয়াদের ভালোবেসে
সস্নেহে করো যত্ন।
তোমাদেরি লাই পেয়ে
করি যত বাঁদরামি;
ছিটে ডর নেই,জানি
ছায়া হয়ে সব নামি।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীলফুল দেখে মনে
জাগে নয়া শয়তানি;
ছবিরে করবো নাকি
নিবেদন প্রেমখানি?
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগো বাবা ছবি আপু
মহা এক ডাইনি;
আপনা জেনেই কই
বলতে তা চাইনি।
ছবিপুটা মানুষ না
আগাগোড়া ডাকু;
ভাষা সেকি অশ্লীল
জীভ যেনো চাকু।
কান্ড যা ঘটালো সে
আজো বুকে ধ্বকধ্বক;
মিথ্যাকূমারী সে যে
ভন্ড ও প্রতারক।
প্রথমেতে মোর নামে
কত মিছে রটিয়ে;
ফোনে শত সরি কয়ে
নিলো মোরে পটিয়ে।
মিঠে সব কথা কয়ে
দিলো কত আশা;
এ ক'দিনে খুব হলো
মগো ভালোবাসা।
ডেটিংএর দিন ক'লো
ঠিক গত জুম্মা;
ফুড-গিফট সবি দেবে
খাবে নাকি........।
আশা নিয়ে যাই তথা
মেরে খুব মাঞ্জা;
গিয়ে দেখি একি সিন!
ছবি টানে গাঞ্জা!!!
সাথে তার চেলাপেলা
যত লেডি গুন্ডা;
চেহারার নাই ঢক
দেখতে কি ষন্ডা!!
বাজে এক গালি দিয়ে
ধরে মোর কলারে;
খামচিতে করে ক্ষত
নাক মুখ গলারে।
কেঁড়ে নিলো মোবাইলটা
সাথে নিলো পার্স;
ডেটিংটা নাটক এক
পুরোটাই ফার্স।
আদতে ছবিপু হলো
ছিনতাইকারিনি;
তার ছলে ভুলে আগে
বুঝতেও পারিনি।
টাকা ফোন লুটেও যে
মেলেনাকো ছাড়া;
ষন্ডা লেডিরা সব
মিলে করে তাড়া।
ইসমার্ট ছেলে যেনো
আগে কভু দেখেনি;
রোমান্স কিকরে করে
তাও আগে শেখেনি।
কেউ মারে দাঁতে পিষে
কেউ কয় কামড়া;
মাংস খুবলে খায়
কেউ ছিড়ে চামড়া।
কিস্ এ যেনো হুল ফুটে
চোখে ঝরে রোষ;
সইলোনা প্রাণে আর
হারালুম হুশ।
হুশ ফিরে দেখি শুয়ে
আইসিইউ রুমে;
সারা গায়ে ব্যান্ডেজ
বল নেই দমে।
বাঁচবো কি বাঁচবোনা
এই নিয়ে কানাকানি;
প্রায় দুইমাস চলে
যমে-জানে টানাটানি।
আপাতত আছি বেশ
মোটামুটি কিউর এ;
দুঃসহ স্মৃতি ভেবে
আজো উঠি শিউরে।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: শিরোনামটা ভালো লেগেছে
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাও ভালো এটলিস্ট
পড়েছো তো শিরোনাম;
সামু ব্লগে আজকাল
নেই মোর সিকি দাম।
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: মাগ্গো মাহ্ এত্তো সব কান্ড!!!!!!
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবারে বুঝে নাও
মনে কত জ্বালা;
ভালোবাসা দুরে থাক
ডাকি তারে খালা।
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
এইবারে বুঝে নাও
মনে কত জ্বালা;
ভালোবাসা দুরে থাক
ডাকি তারে খালা।
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
কাবিল বলেছেন: তুমি, সামু এবং প্রিয় ব্লগার আহমেদ জি এস
সবাইকে শুভেচ্ছা।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন হতো প্রায় মরা
কি যে লিখি অগাবগা;
নুয়ে যাই দেখে সব
ব্লগারেরা বাঘা বাঘা!!
বিনয় বটে!!!
২১| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ভালোলাগার নিদর্শন।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
কি ব্যপার ভেবে না পাই
অনেক দিন তো পেরোল
নতুন পোষ্টের দেখা নাই
অপেক্ষাতে থাকি তাই ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
অপ্সরা বলেছেন: হা হা অনেক অনেক সুন্দর কাব্য ভাইয়া!!!!!!
আমি কালকে পুরা ছবি আঁকবো!