নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

একূশি চেতনা !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮


সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।


বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।



রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।



শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।



জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!



ধুম ধুম ঠা ঠা বুকের কি পাটা
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।



বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।

শেষ কথাঃ
তারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।

ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।

ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!

কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।

হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???

মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

ভাবুক কবি বলেছেন: অসাধারণ লিখেছেন। সত্যিই খুব ভাল লেখেছে এবং কিছু সত্য বেরিয়ে এসেছে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
ক্লিক লিংক - ভাষা শহীদ...

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: চরম চরম

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!!!!


আমিও একটা লিখেছিলাম! দাঁড়াও তোমাকে শুনাই!!!!

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পরে পোস্ট দিলে!!!

বলতে বাধ্য হচ্ছি এসেই মাত করে দিয়েছো!!:)


এমন লেখায় লাইক না দিয়ে যাওয়ার মতো কৃপণ বিলি নন!!:) তাই লাইকের সাথে প্রিয়তে তুলে রাখলাম!!!:)


তোমার এই পোস্টে মন্তব্যের মাধ্যমে সকল ভাষা শহীদের জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি!মহান একুশে অমর হোক!:)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

শায়মা বলেছেন:

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
বেশ লিখেছেন!!!
লাখো শহীদদের জানাই শ্রদ্ধাঞ্জলি!!!

শুভকামনা সতত------

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ পোষ্ট । ভাল লাগার সবটুকু।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.