নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

তিনটি রাজদরবারি রূপকথা

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২



গল্প ১ঃ
স্লামালেকুম স্যার
আরে আসমা যে এসো এসো ( স্যারের নযর আসমার সংগীনির উপর আটকে......)
স্যার কেমন আছেন?
এজ ইউজু্য়াল ফিট এন্ড ফ্রেশ, তা তোমার পাশেরজনকে তো চিনলাম না
স্যার ও আমাদের ভার্সিটিতেই পড়ে, নতূন এসেছে ফার্স্ট ইয়ার,পাবলিক এ্যাড
বাহ চমৎকার, হোয়াটস ইউর নেম ইয়ং লেডি?
অধরা
নাইস নেম, কোথায় থাকো?
স্যার ও এখনো হলে সিট পায়নি, দেশের বাড়ীর এক পরিচিত আপুর রুমে ডাবলিং করছে।বেচারী পড়েছে মহা বিপদে।একেতো ঢাকায় কোনো রিলেটিভস্‌ নেই তার উপর এখনো কোনো টিউশনি পায়নি।আমার সাথে ডাইনিং এ পরিচয়।বললাম আপনার কথা,স্যার নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন।এক্কেবারে সাথে করেই নি্য়ে আসলাম।
খুব ভালো করেছ,
( দৃষ্টি তার.......বরাবর নিবদ্ধ
''নিগাহে সিনেসে উঠকার যায়ে কাহা
হোঁয়াতো কুদরত কি দৌলত কি গাড্ডি হ্যায়''

দৃষ্টি বক্ষ বিনে যাবে কোথা
কুদরতী ধণভান্ডার আছে যেথা
)
ডোন্ট অরি অধরা তোমাকে একটা ফ্লাট এর ব্যবস্থা করে দেব দু'একদিনের মধ্যেই।তোমার সেলফোন আছে?
স্যারের শ্যেন দৃষ্টিতে বিব্রত লাজুক কন্ঠে, না স্যার
নো প্রবলেম, আসমা, দেখতো আমার পিসি ডেস্ক এ কয়েকটা নতূন সেট আছে।সিমেন্স সি৮ টা ওকে দিয়ে দাও।আমার কথা বলে হাওলাদারের(বিশ্বস্ত ডান হাত,সম্ভাব্য ভবিষ্যত এম পি এবং আরো অনেক কিছু) কাছ থেকে একটা নতূন সিম নিয়ে যেও
(দেশে সদ্য গ্রামীঁণের আগমন, সুলভ সিম যুগের সূচনা, জয়তূ গ্রামীণ)
কাল বিকালে আমার বারিধারার ফ্লাটে পার্টি মিটিং আছে,দেরী করোনা,ওকেও নিয়ে এসো
নতূন সেট হাতে বিস্ময়ে হতবাক অধরার কেনো যেনো মনে হয়েছিলো সেদিন শেষ কথাটা বলার সময় স্যার আসমার দিকে চেয়ে চোখ টিপেছিলেন.........আর আসমাও মাথা নেড়ে কিছু একটা ইশারা করেছিল।

মধূতে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে স্মৃতিচারণ শেষে অধরার কনক্লডিং রিমার্কস্‌ ''তয় যাই কস দোস্ত, চাচায় কইলাম সুপার হ্যান্ডসাম,ভেরি মেন্‌লি''
বুকে সূক্ষ জ্বালা অনুভব করলাম, কোথাও হাহাকারও করে উঠেছিলো বৈকি



গল্প ২্‌ঃ
স্লামালেকুম নেত্রী
কি রে, তগো খবর কি আকাইম্যা কুইরার দল?
মাথা চুলকে কাচুমাচু হয়ে, ভালোনা নেত্রী, হেরা আমগো ক্যাম্পাসে ঢুকবার দেয়না, ডিবি হারাক্ষন সিভিলে হলের সামনে পাহারা দেয়,পুলাপান সব হল ছাইরা গেছেগা,লগেরটিও বেশীদিন থাকবো বইল্লা মনে হয়না
ক্যান?
নেতারা সব চামেচিকনে আছে,ফোন দিলে ধরেনা,বাড়িত গেলে ক্য় নাই,যাগরেও পাই টেকা চাইলে দেয়না,এমনে কি আর হল চালান যায়?আর কতো উপাশ থাকুম?হুনতাছি দু'একদিনের ভিতরে রেই্‌ড্‌ দিব,উত্তর পাড়ার হলডি যহন তহন এ্যাটাক করবার পারে,হল মনে অয় ধইরা রাখবার পারুমনা বেশিদিন
ছাগলের মতন কতা কবিনা,মেনা মেনা কতা আমার সামনে কইছনা,কিছু কইরা আইয়া কবি নেত্রী করছি,ক্যা ডেইলি রাইতে ফুটাইবার পারসনা?আগুন দে,আগুন জ্বালাইয়া দে,ভার্সিটিরবাসে বোম মার,বহিরাগত টোকাইডি কৈ?সবডিরে খবর দে,আমার কথা ক,ক্যাম্পাস বন্ধ কইরা দে,টেকা লাগলে টেকা ল,কিছু কইরা আইয়া হের পরে চেহারা দেহাবি,তার আগেনা,যা অহন
(মাথায় হাত বুলিয়ে অশ্রু সজল কন্ঠে, সাবধানে থাকিস,তরা ছাড়া আমার আর কেডা আছে ক,বাকিডি সব বেইমানের দল.......ম্যাজিক টাচ্‌ ইনডিড........নেত্রীর পা ছুঁয়ে সালাম করে শহীদ হবার বাসনায় প্রস্থান)

বলতে বলতে দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো বন্ধুর,জেলগেটে দেখা করতে এসে তাকে শান্তনা দেবার ভাষা খুজে পেলামনা।



গল্প ৩ঃ
গুড ইভিনিং নেত্রী
হুম,এতদিন কোথায় ছিলে (রাগত কন্ঠে)?
ঘাড় চুলকে,বাড়িতে ছিলাম,মায়ের অসুখ
হুংকার দিয়ে, মিথ্যে বলোনা,আমি তোমাদের সব খবরই রাখি,তোমরা পুরো বল্টু গ্রুপই বিট্রে করেছো,তোমরা সরকারি দলের ছেলেদের সাথে লিঁয়াজো করে চলো,ভিতরের সব খবর ফাঁস করে দাও,তোমাদের সবকটাকে আমার চেনা আছে,আমি যখন জেলে ছিলাম তখনো তোমরা বিট্রে করেছিলে,শুধুমাত্র তোমাদের ভাইয়ার অনুরোধে তোমাদের কমিটিতে রেখেছি,অথচ পল্টুর ছেলেদের কমিটিতে রাখলে আজকে পার্টির এ অবস্থা হতোনা।(একনাগারে এতক্ষন কথা বলে তিনি কিছুটা হাঁপিয়ে গেলেন)
আসলে কি করবো নেত্রী,কেউ কোনো ডিশিসান দিতে পারছেনা,নেতারা সব ভিতরে,যারা বাইরে তারাও ধরি মাছ না ছুঁই পানি,আপনার সাথে দেখা করতে চাইলেও অমুকদের(নেত্রীর ছায়াবলয়)জন্যে পারিনা,এদিকে সমাবেশে অমুকদের(ভিন্ন আরেকটি সংগঠন)মাতব্বরি কেউ পছন্দ করছেনা।আপনিই বলুন এখন আমরা কি করবো?
ভাইয়ার সাথে এই নাম্বারে যোগাযোগ করো।সে যা নির্দেশ দেয় ঠিক সেভাবে কাজ করো।যা যা দরকার সময় মতন পেয়ে যাবে।আমি আর কোনো অজুহাত শূনতে চাইনা।যাও,অল দ্য বেস্ট।মনে রেখো আমাদের নেতা সারাটা জীবন দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন,দেশকে ভালোবেসেছেন,দেশের মানুষকে ভালোবেসেছেন।আজ দেশের এই ক্রান্তিলগ্নে আমরা কেউই বসে থাকতে পারিনা,স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ভালো থেকো, সাবধানে থেকো।
(আবারো সেই ম্যাজিক টাচ্‌ এবং শহীদি বাসনায় প্রস্থান)

তারপর দীর্ঘ সময় দেশে অন্ধকার অস্থিরতা অনিশ্চয়তা
আবারো জেলগেটে একি দৃশ্যের পুনঃমঞ্চায়ন,অশ্রু আর নির্বাক শান্তনা

এ কোনো নানী-দাদীর মুখে শুনা ঘুমপাড়ানিয়া রূপকথা নয়,
তিন বন্ধুর(ছাত্রনেতা/নেত্রী) মুখে শুনা গপ্পোও হতে পারে আবার চাপাও হতে পারে(সে সম্ভাবনাই বেশী, নেতা নেত্রীর কথার উপর পুরো ভরসা নেই বাপু)।
তবে যদি সত্যি হয়!!! কি সাংঘাতিক!!! শিউরে উঠার মতন নয় কি?
যাই হোক মতামত কিংবা গালগপ্পের জন্য আমার ঐ তিন বন্ধুই দায়ী।আর উল্লেখিত নাম সব অবশ্যই কাল্পনিক।

নটে গাছটি মুড়লো
আমার কথা ফুরলো।

মন্তব্য ৩৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'কি করি'কে সামুর বেবাকতে ভুইল্লা গেছে নাকি সুমন দা? =p~

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনেই বা রাখছিলো কবে? |-) :-<

২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগিং থুইয়া মাইনসের বাড়ি ঘরের নাম দিয়া বেড়াইতেছেন !!!!
জাগোরে নাম দিতাছেন হেরাই তো ভুইল্লা গেছে !!! :P

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করুম ''দোস্ত দুশমন'' লিটনদা আছেনা?
আমার ঘরেই তার যত্ত বদ নযর (হুহহহহহ...............) =p~

৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

গেম চেঞ্জার বলেছেন: এহঃ খাইছে!! লাইক দিয়া নিজেই না মাল্টি হই যাই! ;) ;)

তুই ধরা খাইছিস রে কি করি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

B-)) B-)) B-)) B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
খুইল্লা ক...............
আরে গাধা ড্রেস না,কথাডা। :P

৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:১১

গেম চেঞ্জার বলেছেন: এই রুপকথা থেকে বেরিয়ে আসার পথ মেধাবীদের খুঁজে বের করতে হবে।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগে তর মতন লুসিফারগো খুঁইজ্জা বাইর কর্তে হৈবো।
তরে কৈলাম কি আর কি রূপ দেখাইলি!!!
এই দিন দিন্নারেএএএএএএএ...........................

৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

রুপকথা না বলে অন্য কোন আবরণ দিলেই ভাল করতি রে!!!!!

পলাপান মানুষ, তা তো আর মাথায় আইবনি!

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হরেএএএ.................ভাব্তাছি উসতাদ আমিরালির কাছে টিউশন লমু ;) :P

৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬

গেম চেঞ্জার বলেছেন: আমিরালি কিডা? মিসির আলি নাকি? ;)

১০ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আছে এক জেনুইন হারামী..................শায়মাপুর দুই চওক্ষের বিষ

৭| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: হুম -- - - মজারু- - --

১০ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি এ যে দেখি
ছড়ারাজ প্রামানিক!!
ব্লগ হলো আলো মোর
চারিপাশে ঝিকমিক। :) !:#P

৮| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: কেমন যেন হাহাকারের ছোয়া।। আসলেই কি??
আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে নীরু-বাবলু আর আওরঙ্গ-লিয়াকতদের কথা।। ( না বোঝার কারনেও হয়তো)।।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সম্ভবত সেভেনে পড়ি।শাহবাগ এ থাকতাম।এখন যেখানে আজিজ সুপার মার্কেট আগে সেখানে বড় ডোবা আর মাঠ ছিলো।মাঠে খেলছিলাম পোলাপানেরা।হঠাৎ দেখি আশেপাশে কেমন যেনো এক্টা চাঞ্চল্যতা।ধীরে ধীরে দোকানপাট আর রাস্তা বন্ধ হয়ে গেলো।পুলিশের সমাগম বাড়ছে।শাহবাগে থাকার কারণে সেই শৈশব থেকেই এইসব দেখে দেখে অভ্যস্ত।বুঝলাম ভার্সিটিতে কোন গন্ডগোল হয়েছে।তাড়াতাড়ি বিচ্ছুরা সব বাসায় ফিরে গেলাম।পড়ে জানতে পেরেছি রাজপথ কাঁপানো ছাত্রনেতা বাবলু'র মর্মান্তিক মৃত্যূর খবর।বাবলুরতো ককটেলে মরার কথা ছিলোনা...............

নব্বইয়ের মধ্যভাগ।তিতুমীর কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে।বিরাআআআআআট বড় পাতি নেতা ;)।একদিন ক্যাম্পাসে শুনি কানাকানি কিংবদন্তি ছাত্রনেতা নীরু ভাই কলেজে এসেছেন।শৈশব কৈশোর যার অকূতভয় রাজপথ কাঁপানো সব গল্প শোনে/দেখে বড় হয়েছি সেই তাকে কাছ থেকে দেখবার লোভ কেউই সামলাতে পারলামনা।স্বয়ং ছাত্রসংসদের ভিপি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন।অমা,একি!!!এতো দেখি কলেজের নতুন বানিজ্য ভবনের ঠিকাদার!!!
ডাবল স্ট্যান্ড করা তুখোড় মেধাবী ছাত্র নীরুরতো ঠিকাদারি করার কথা ছিলোনা....................
(তার আবেগভরা স্ট্যাটাসগুলো পড়লে চোখে ভিজে যায়)

ঢাবি সেকেন্ড ইয়ারে পড়ার সময় সৌভাগ্য হলো ক্যাম্পাসের ছাত্ররাজনীতির প্রাণভোমরা কিংবদন্তি হেমায়েতউল্লাহ আওরঙ্গদা'র সঙ্গে পরিচিত হবার।তার সেই উষ্ণ সৌহার্দপূর্ণ আচরণের কথা কোনদিন ভুলবোনা।এমন নিপাট ভদ্রলোক জীবনে দেখিনি।সেই থেকে তার ভক্ত।২০১৩এর রমজানে তার মর্মান্তিক অকাল মৃত্যূ সংবাদে যতটা না শোকাহত হই তার চাইতে অনেক বেশি আঘাত পাই বড় দুটি দলের বিস্ময়কর নির্লিপ্ততায়!কেউ কোন শোকবাণী পর্যন্ত দিলো না!!!আওরঙ্গদা'র অবদানের কথা দুইদলের কোন বাপের বেটা অস্বীকার করতে পারবে?ক্যাম্পাসের রাজনীতিতে দাদার শেল্টারে থাকে নাই কিংবা ঐপারে গিয়া দাদার নাম ভাঙ্গাইয়া খায় নাই এমন মাল কয় পিস আছে?
এই কি দাদার প্রাপ্য?

লিয়াকতদা'রে আজকের প্রজন্ম জানে স্রেফ একজন এনলিস্টেড শীর্ষ সন্ত্রাসী হিসেবেই।এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো লিয়াকতকে কেউ চেনেনা।তার প্রিয় সংগঠনই তাকে স্বীকার করেনা।তার নিমক খাওয়া পথকলিরাও জাতে উঠে আজকাল তারে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনা।
এই কি পরিনতি কিংবা পুরস্কার!!!

ফাটাকেষ্ট ওকা কিংবা আলুফালুর মতন পা-চাটার রাজনীতি তারা কেউই জানেন্না।এই তাদের দোষ।

তারপরো বলবেন গল্পটা হাহাকারের না???

৯| ১০ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হে হে হে বোঝছি, কমু না 8-|

একদম অরিজিনাল বলছেন ভাই, রূপকথা ভালো হইছে।

১০ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপকথা বুঝার জন্য ধন্যবাদ।
এবার চুপকথা ;) :P

১০| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




রাজনীতির রূপকথা ? না কি, রূপকথার রাজনীতি ??

আর ১ নম্বর মন্তব্যটিও কি রূপকথা ??? :(

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বন্ধুগো কাছে শোনা
স্বভাষনে কথ্য;
রূপকে সে রূপকথা
আদতে তা সত্য।

এতো দেখি মহাজ্বালা
চাঁদগাজী খাবে ফেল;
কমেন্টে পোষ্ট ম্রিয়
শুরু হেথা নয়া খেল।

১১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বলেছেন।। যারা ছাত্র রাজনীতিতে দল এবং লীগকে নূতন জীবন দিয়েছে তারাই পরিত্যাক্ত!! যেমনটা মিলন।। মুরগি মিলন বলেই হেয়!! হান্নানের তো কথাই কেউ জানে না!! কত যে অবাক হবো??

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিলনদা যদি শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলনই হবেন তবে মৃত্যুর কিছুদিন পূর্বেও সূধা সদনে তার অবাধ যাতায়াত কেনো ছিলো?

হান্নান ভাই এখন তিনবেলা সংগঠন নিয়ে খিস্তি খেউর করেন।আর মাসুম ভাই'র কথা মনে আছে?তিনি এখন ছাপোষা অতি নিরিহ এক মুদি ব্যবসায়ি!!!

অশ্রু-পল কেউ নাই।মনে কি কেউ রেখেছে!!!হায়রে রাজনীতি.......................

১২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, মাসুম ভাইয়ের কথা মনে করতে পারছি না ঠিক।। দুঃখিত।।
এটাই কিন্তু রাজনীতির পরিচিত রূপ।। চির চেনা।। শুধু চাহিদারই প্রয়োজন।। আর "প্রতিষ্ঠার" কথা ইচ্ছে করেই বললাম না।। কারন ৯৯%ভাগ ছাত্রই প্রতিষ্ঠার লোভে রাজনীতি করে না।। করে শুধু দলীয় বা ব্যাক্তি ভালবাসা থেকে।। আর বাজিতে ধরা তাদের এই আবেগ টুকু নিয়েই হয় যত খেলা।।
সব ভুলে আনন্দ নিয়ে থাকুন এই কামনাই রইলো।।

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলতেতো চাই-ই,কিন্তু নষ্ট সময়ের ভুলগুলো পিছু ছাড়ছেনা।প্রতিদিন মনে করিয়ে দেয় আমি অভিশপ্ত।আনন্দের অনুষঙ্গ বড় কম জীবনে।সামু তার একটি।আর সচেতনহ্যাপীর কমেন্ট পেলেতো কথাই নেই.......................

১৩| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

রবি১০ বলেছেন: একদম অরিজিনাল বলছেন ভাই, রূপকথা ভালো হইছে। একদম অরিজিনাল বলছেন ভাই, রূপকথা ভালো হইছে।

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টের ভালো ভালো কথাগুলি অরিজিনালতো,নাকি রূপকথা?? :P

১৪| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আহা অনেক দিন পরে রুপ কথা পড়লাম।

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষ কবে পড়েছিলেন? :D

১৫| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

অগ্নি সারথি বলেছেন: ম্যাজিক টাচ্‌ ইনডিড!!!

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রায় বেয়াল্লিশ বছর পর মোর ব্লগে আসলেন।
ম্যাজিক এন্ট্রি এজ ওয়েল............... ;) :-B :D

১৬| ১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭

অগ্নি সারথি বলেছেন: ব্যাস্ততার কারনে ব্লগেই অনিয়মিত হয়ে পড়েছিলাম ভ্রাতা। আপনাকে ভূলি নাই, আপনি রয়েছেন অন্তরের অন্তঃস্থলে।

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাম পট্টিতো দেখি
জানো তুমি জবর!!
ফেবুতেও এ জীবনে
নিলেনাকো খবর.................... /:)

১৭| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

অগ্নি সারথি বলেছেন: ফেবুতে আপনেরে লইয়া হালকা কনফিউশনে আছি ভাউ! জেসন ভাইরে হালকা সন্দে কচ্চি, হেয় আপনি কিনা কিলিয়ার না। জাতিরে উদ্ধার করেন।

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেসন???
হেইডা আবার কেডা?
ইমরান হাসানের কথা কন?
কি জানি,চিনিনা?
এই পেত্থম নাম হুনলাম.......................

১৮| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৩

রাবেয়া রাহীম বলেছেন: বুকে সূক্ষ জ্বালা অনুভব করলাম, কোথাও হাহাকারও করে উঠেছিলো বৈকি

আহা! নাম যে আসমা অধরা!

=p~ গল্প ভাল হয়েছে

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা

ঘটনা কিন্তু সইত্য বুবু।ওর থিক্কাই শুনা।
নিজ হাতে নাকি কাক্কুরে নুডলস রাইন্ধা খাইয়াইতো।
আর কাক্কুই বা ক্যান....................আমি তা ভালো কৈরাই জানি। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.