| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

গিয়াস লিটনঃ
বইমেলাতে গিয়ে ভায়া 
করছে ঘুরাঘুরি 
দেখলাম তার বগল দাবা
টুকটুকে এক পরী। 
ফুচকার বিল নিয়ে 
দন্ধে জড়ায় দুই 
ভায়া কয় তুই দে 
পরী কয় তুই! 
এ খামচায় ও কামড়ায়
ভীষণ হুলুস্থুল ! 
যেন দু;জন বাচ্চা মানুষ
পড়ছে কোন স্কুল। 
রাবেয়াপু রফা করে 
নিজেই দিয়ে বিল,
ততোক্ষণে ভায়া বেহুঁশ 
খেয়ে বেদম কিল। 
সেই থেকে ভায়াটা 
কথা কয় মেপে 
শুধু পরী দেঝলেই 
মাথা যায় ক্ষেপে।
কি করি আজ ভেবে না পাইঃ
পরী কারে কইছো হে
সাক্ষাত ডাইনি;
লাগে যেনো ফুচকা সে
জীবনেও খায়নি।
সে কি তার খাওয়া ভায়া
আচানক অদ্ভুত;
চামচের কাম নাই
গিলে খায় কোৎ কোৎ।
দশ মিনিটেই প্রায়
দোকানের মাল শেষ;
আরো চাই,আরো চাই
টায়ার্ডের নেই লেশ।
দোকানেতে ছিলো প্রায়
দু'বস্তা ফুচকা;
সব ছেরি একা খেলো
সেকি জোর মোষ কা!!!
না হলেও খেয়েছে সে
চার কেজি চটপটি;
এরপরে খেতে চায়
কাবাব আর নানরুটি।
কাবাবটা খেয়ে চায়
ফুল প্লেট কাচ্চি;
দুইদফা খেয়ে চায়
ডেজার্ট আর লাসসি।
কত কি যে খেলো বাপু
হিসেবের নেই কুল;
বই মেলা যাওয়াটাই
ছিলো মোর মহা ভুল।
ভিসা কার্ডে বিল দিয়ে
ব্যলেন্সটা হলো ফাঁকা;
ওমা দেখি ছেরি এ'লা
বিড়ি খেতে চায় টাকা!!!
খুচরো যা ছিলো জেবে
নিলো এক টানেতে;
চলো যাই বইমেলা
কয় কানে কানেতে।
বইমেলা ছিলো তার
আরো এক ধান্দা;
দোকানে দোকানে ছিলো
কমিশন বান্ধা।
এটা কিনে,ওটা কিনে
টেনে মোর জামারে;
কেনা শেষে বিলখানা
চামে দেয় আমারে।
রাবুবু'র কাছ থেকে
মোটা টাকা নিয়ে ধার;
সেইদিন কোনমতে
পাই শেষে উদ্ধার।
আজো স্মৃতি মনে হলে
খুব পায় কান্না;
কানে ধরি এজীবনে
ছবি সনে আর না।
গিয়াস লিটনঃ
এ কান ও কান করে 
বাজালে যে নেশন
আমি কি বলেছি মোর
ভায়াটা এই জেসন। 
আবার টানলে কোন 
পরি রূপি ছবিকে, 
এই ছবি কে গো 
প্রশ্নটা কবিকে। 
এক ছবিকে চিনি
সে মোদের ফাতেমা
সে কেন নিজেকে টানে
লাগে ক্যান আঁতে ঘা। 
আসলে মুই ছুড়েছিলাম
অন্ধকারে ঢিল, 
বুঝলাম এখন কে খেয়েছে,
কে দিয়েছে কিল!!!
কি করি আজ ভেবে না পাইঃ
হাজার সেলাম তোমা
টেটনার দাদারে;
কি নিখুঁত ঢিলা ছুড়ো
আন্দাজে আঁধারে।
লেগেছে তা ঠিক ঠিক
ক'লে কথা যত্ত;
কি আজব!কি ম্যাজিক!
সব কথা সত্য।
তোমার ঢিলটি খেয়ে
ছবি দিলো কল;
অশ্লীল গালাগালি
দেয় অনর্গল।
ছি ছি ছি ছি তোবা তোবা
খারাপ এত মুখ!!!
রাগে ক্ষোভে ঘেন্নায়
ভেজে মোর চোখ।
কত তর জানে গালি
মনে রেখে গুনিনি;
এরাম অশ্লীল গালি
এ জীবনে শুনিনি।
খনখনে মোটাগলা
কর্কশ কন্ঠি;
টোন শুনে তিতকুটে
হয়ে যায় মনটি।
সেই স্বরে ঝারি মেরে
চায় আরো চান্দা;
প্রতিমাসে তারে নাকি
দিতে হবে বান্ধা।
নাহলে করবে নাকি
রেগুলার ব্লেকমেল;
ইভটিজ মামলায়
ফাঁসিয়ে পাঠাবে জেল!!!
মোরে-তারে নিয়া নাকি
বানিয়েছে ভিডিও;
থানাতেও এডভান্স
করেছে সে জিডিও!!!
কথা শুনে উঠে জ্বর
মুখ মোর ফ্যাকাসে;
ছেরি কয় এক্ষুনি
টেকা পাঠা বিকাশে।
পাঁচহাজার না পাঠালে
ভিডিওটা দিমু নেটে;
ডেমারেজ নিমু পরে
কেস ঠুকে হাই রেটে।
ও বাবারে কাম নাই
ডাইনিরে ঘাটিয়ে;
কলিজায় নেই পানি
দেই টাকা পাঠিয়ে।
টাকা পেয়ে বদনীর
ওমা সেকি ফূর্তি!!
কয় এলা ভালা ভালা
আহ্লাদে ভর্তি।
সোনা জাদু কয়ে ফোনে
দিলো মোরে চুমি;
গা গুলিয়ে আসে মোর
শুরু হলো বমি।
খনখনে টোনে ছেরি
যেই খেলো চুমাটা;
কলিজা আঁতকে উঠে
হৃদে পড়ে বোমাটা।
মনে পড়ে স্মৃতি সব
থু থু থু যা বাজে না;
দেখেছিতো নিজ চোখে
ছবি দাঁত মাজে না।
যা কয়েছি বর্ণনা
তুলনায় কমি;
মনে হলে আজো করি
বমি ঝমঝমি।
টাকা যাক নাই খেদ
ইজ্জতে হামলা;
খোদা তরে কাঁদি রোজ
সম্ভ্রম সামলা।
জান মোর ফানা ফানা
পড়ে ছবি পাল্লায়;
জানিনে কবে যে হায়
উদ্ধারে আল্লায়।
 
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলে যা কথাখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদয়ে দাগ কাটলো ![]()
২| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:২৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাইয়্যু,
কিছু বাণ যে উল্টো দিক থেকেও আসবে সে কথা এখনি বলে দেয়া যায়!
তৈরি থেকো!![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো লাগছে ডর
গা গেছে পুরি জমি;
না জানি কি হয় ভেবে
হৃদ উঠে ছমছমি। ![]()
৩| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:২৯
বাঁকখালির বাঁকে বলেছেন: +++++++++++++
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুনে গুনে দিলে হেথা
তেরোখানা প্লাস;
দিলখোশ,খাও ভায়া
জুস এক গ্লাস।
 
৪| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৩১
নাইক্যডিয়া বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: ভাইয়্যু,
কিছু বাণ যে উল্টো দিক থেকেও আসবে সে কথা এখনি বলে দেয়া যায়! 
হা হা হা হা
আগ্রহ নিয়ে প্রতিক্ষায়
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি হাসো!মোর হেথা
কাঁপিছে এ প্রাণখান;
শুনেছি ছবিপু নাকি
বটিতে দিচ্ছে শান। ![]()
৫| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৩২
সিকদার বাড়ীর পোলা বলেছেন: লিটন ভাই ছন্দেও সেইরাম
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জিনিয়াস লোক তিনি
ছন্দেও হাত বেশ;
খুব বুঝি সামু ব্লগে
দিন মোর প্রায় শেষ। ![]()
৬| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৩৪
হুমম্ বলেছেন: এই ছবি কি কবি কাজী ফাতেমা ছবি?
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজেই তা বুঝে নাও
কথা কয়া মানা;
হারাতে চাইনে বাপু
অকালে জানখানা। ![]()
৭| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৩৬
দইজ্জার তুআন বলেছেন: শায়মাপুর দেখি খবর নাই..............
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হয়তোবা কাজেকামে
আপু থোরা ব্যস্ত;
তোমার অত জ্বলে ক্যান
তুমি মহা প্যাঁচতো??? ![]()
৮| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: ছড়া খানা পড়িয়া 
লাগিল কি যে ভালো
ছড়ায় ছড়ায় তুমি
ছড়াও যে আলো।
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুদাহুদি দিয়োনাতো
আজাইরা মিছে পাম;
জানি বুঝি সবি আমি
নেই মোর সিকি দাম ![]()
৯| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:৫৩
অগ্নি সারথি বলেছেন: 
  
  ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলা স্রেফ ইমো
তোমারে কি কমু??? 
  
  ![]()
১০| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:১৯
বিলিয়ার রহমান বলেছেন: ভয় পেয়ো না ভাইয়্যু
আমি তোমায় সকল বাণ সামলে নেয়ার বর দিয়ে গেলাম!
অনলাইনে অফলাইনে যেখানেই থাকো বাণের সামনে পড়লে আমার দেয়া ঐ কবজের কথা স্মরণ করো, দেখবে সকল মুশকিল খতম!![]()
![]()
![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাস্ট ফর টেস্টিং
মারি তোমা বাণটা;
একি দেখি!গেমুটার
খুলে গেলো প্যান্টা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
১১| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা হইছে  ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসুমামা কৈছে ভালা
দিল হলো মোর খোশ;
দেখে ছবির পিত্তি জ্বলে
রাগেতে ফোঁস ফোঁস।
১২| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:৩১
বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে তোমার ১০ নম্বর প্রতি উত্তরে প্লাস দিয়ে গেলুম!![]()
![]()
![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে ছি ছি ক্যান বাপু
চাও হুদা ক্ষমা;
এতো তার প্রাপ্য হে
আরো আছে জমা।
শয়তানি শেষ নাই
খেলো মোরে জ্বালিয়ে;
যেই রাগি,মিউ মিউ
ডরে গেলো পালিয়ে।
১৩| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বাহ! সে রকম লাগল আপনার এই ছড়াটিও ।
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতোদিন কোথা ছিলে
খুব করেছিগো মিস;
এসে শুরু রঙঢঙ
পেখনা দেখোনা,ইশশ................
১৪| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় হোক দেখে নেব তোমায় আমি
অফিসের কাজ আছে তাই এখানেই থামি
তৈরী থেকো বাছাধন-চিনো নাতো ছবি কে
এমন মজা দেখামো-হুদাই সালাম করবা এই কবিকে 
হ্যহ হ্য হ্যহ হ্যহ
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুঁই কুঁই মিউ মিউ
কেমন আছ আপু?
সাত সকালেতে ঝারি
কারে মারো বাপু??
১৫| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:২৪
হাতুড়ে লেখক বলেছেন: এতবড় ছড়া পড়ার ধৈর্য্য নাই। এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা অতি উত্তম
শতভাগ সহমত;
আর লিখমুনা বড়
এই দিনু নাকে'খত।
১৬| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:৩৩
হাতুড়ে লেখক বলেছেন: নাকে খত দিলেও যে ক্যান্সার হবে না এটার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ব্লগে কোন ডাক্তার নেই। এটা ভেবে আমার তিনদিন তিনরাত ঘুমাবো না। আপনার ছড়া পড়েই কাটিয়ে দিবো! 
পড়লাম!  ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে ডর দেখালে বাপু
ডরে আমি কাবু;
তিনদিন না ঘুমিয়ে
রেমিডিটা ভাবো.............
১৭| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১০:৩৯
সাব্বির নুসরাত খান বলেছেন: বাহ খুব সুন্দর। + + + + + + +
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্লাস দিয়ে ক্ষান্তনা
ফের ক'লে সুন্দর;
দিল হুয়া বাগ বাগ
ভর গেয়া অন্দর। ![]()
১৮| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১১:২৮
শেয়াল বলেছেন: ![]()
খেকজ  
  ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পন্ডিতি চশমায়
মানিয়েছে যা না;
সবি ভালা,জ্বলে গা'টা
দেখে হাসিখানা.............. 
  ![]()
১৯| 
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩৭
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা দিয়ে কি ঝগড়া করছেন নাকি?? 
 ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি আর লিটনদা
করিনাকো ঝগড়া;
এতো ছবিদেরি কাজ
হিংসুটে মগ রা।
২০| 
১৬ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:৩২
ওমেরা বলেছেন: ঘুব মজা পেয়েছি ।
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলুম দুখকথা
পেলে তুমি মজা!!
দুনিয়ায় এর চেয়ে
নেই বড় সাজা........... ![]()
২১| 
১৬ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:৫৮
ধ্রুবক আলো বলেছেন: এতো দেখি মস্ত এক কবিতা
সুন্দর ছন্দে ছন্দে গাঁথা!!  
বেশ অদ্ভুতও
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ মোটে কবিতা নয়
জীবনেরি কাহিনী;
ছবির জ্বালাতে কই
কহিতে তা চাহিনি............ ![]()
২২| 
১৬ ই মার্চ, ২০১৭  দুপুর ১:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে বললে, বলবেন পাম দিয়েছি..............কি আর করুম......যান ভালাই হইছে।
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাম পাম আর পাম
কত প্রাণশক্তি!!
ইয়া খোদা কবে পামু
তার থিকা মুক্তি!!! ![]()
২৩| 
১৬ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, বেশ ছন্দে ছন্দে মাখা ছড়া,  পাঠে ভাল লাগল । 
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের কিছু নাই
কথা কই পষ্ট;
যা কয়েছি হেথা সবি
হৃদ চেরা কষ্ট। ![]()
২৪| 
১৬ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: ৭. ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৬ ১
 দইজ্জার তুআন বলেছেন: শায়মাপুর দেখি খবর নাই..............
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫ ০
 লেখক বলেছেন: হয়তোবা কাজেকামে
আপু থোরা ব্যস্ত;
তোমার অত জ্বলে ক্যান
তুমি মহা প্যাঁচতো??? 
  
এসে গেছি এসে গেছি
ডোন্ট ওরি ভাইয়াজান
জ্বলেনিতো হেসেছিতো
শুনে কথা পাঁচ কান!!!!!!! 
 
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'পাঁচকান' মানে কিগো
কথা কও ভাঙ্গি;
ইশারায় ক'লে হবে
এ মিনতি মাংগি..............
কি কবো দুখের কথা
তোমার ঐ এক দোষ;
কিছুই থাকেনা পেটে
পেটখানা ভুসভুস।
২৫| 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি বলি আজ ভেবে না পাই! প্রামানিক নাকি কি করি আজ ভেবে না পাই কে ছড়ায় চ্যাম্পিয়ন? মাথাটা মনে হয় গুলিয়ে যাচ্ছে। অসাধারণ ছড়া। ছড়া কবির প্রতি অনেক অনেক শুভেচ্ছা। একটা রাইকও দিলাম।
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে সব কও বাপু
লাজেতেই মরি;
এসব আর কইওনাগো
প্লিজ পায়ে ধরি।
আলবাৎ সামু ব্লগে
প্রামানিক সেরা;
আমি অতি লিলিপুট
ম্যাড়ম্যাড়া ভেড়া।
২৬| 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয়তেও নিলাম।
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয়তে নিয়েছো শোনে
লাজে হই ম্রিয়; 
প্রাণঢালা শুভেচ্ছা
ভালোবাসা নিও।
২৭| 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গিয়াস লিটনরে লইয়া আমি আস্ত একখান সনেট লেইখা ফালাইছি। ওটা ১৫১ শেয়ার পাইছে। সুতরাং তারে আমিও খুব ভাল পাই। প্রমাণ নীচে দেওয়া হল-
স্নিগ্ধ পূর্ণিমা বিধৌত জোছনা প্রভায়
শুভ্র চন্দ্রিমা ছড়ানো সাহিত্য গঠন,
মুগ্ধ লেখায় গিয়াস উদ্দিন লিটন
শান্তি জড়ানো কি যেন পরতে পরতে।
চন্দ্র রূপালী ধারার সাহিত্য সভায়
মুক্ত আবহ মায়ার লিখন ধরন,
জ্যোতি যেথায় বিমূর্ত, সর্বত্র ধারন
করে করের নৈপূণ্যে প্রশান্তি জগতে।
বিদ্যা দ্যুতির চমকে নিমিষে আটক
জ্ঞান সন্ধানী মানুষ আকুল গম্ভীর
বিদ্যা মেলায় মহীত আগ্রহী পাঠক
প্রাপ্তি লেখক পুস্তকে সমূদ্র গভীর।
জ্ঞান রত্নের প্রত্যাশী পাঠক সকল
পাঠে গিয়াস সমগ্র কৃতার্থ সফল।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যোগ্য লোকেরে নিয়া
লিখিয়াছো খাঁটি;
পড়ে খুঁই ভাষা মোর
মুখে নেই রা'টি!!!
সনেটের ফরম্যাটে
লিখলে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
মাইকেলি গন্ধ।
প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন
প্রিয় ব্লগার ''গিয়াস লিটন'' ২ 
প্রিয় ব্লগার ''গিয়াস লিটন'' ৩
২৮| 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লিখি আজ ভেবে না পাই বলেই হয়ত ‘কি করি আজ ভেবে না পাই’ নিয়ে সনেট হচ্ছে না। নয়তো গেমু, বিলিয়ার, প্রমানিক নিয়ে কিন্তু লিখেই ফেল্লাম!
 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার কি আছে আর
সেই রাজ ভাগ্যি;
কইলে যে অতে খোশ
কাজ নেই,যাগগি................
২৯| 
১৬ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
স্বপ্ন কুহক বলেছেন: চামচের কাম নাই
গিলে খায় কোৎ কোৎ।  
 
  
  হিহিহিহি
 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবার বুঝে দেখ
কত বড় ডাইনী;
চেয়েছ বলেই বলা
কইতে তা চাইনি।
৩০| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ৮:২১
মনিরা সুলতানা বলেছেন: 
  
  
  ![]()
 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার এই বিপদেও
ভেটকির ইমো!!!
কাইলকা জুমাতে ঠিকি
অভিশাপ দিমু।
৩১| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ৮:৪১
শায়মা বলেছেন: 'পাঁচকান' মানে কিগো
কথা কও ভাঙ্গি;
ইশারায় ক'লে হবে
এ মিনতি মাংগি..............
কি কবো দুখের কথা
তোমার ঐ এক দোষ;
কিছুই থাকেনা পেটে
পেটখানা ভুসভুস। 
ভয় কেনো পাও ভায়া
পাঁচকানে শোনা কথা
রেখে দেই এক কানে
নো মোর আড়ি পাতা। 
তোমরা যা রাখো পেটে
আমি রাখি কানে
মোরে জানে ভালো যারা
সেই কথা জানে!
  
 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানাকানি ছেড়ে বাপু
আসো ফিরে পোষ্টে;
ভ্রুক্ষেপই নেই তোমা
দেখে আমি কষ্টে!!!
ডাইন থেকে বাঁচাতে
দ্যাও কিছু মন্ত্রনা;
প্রাণে আর সয়নাগো
বদনীর যন্ত্রনা। 
  ![]()
৩২| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: বাব্বাহ! কি তুখোড় একেকটি প্রতিভা! সুকুমার বাবু বেঁচে থাকলে পালাবার পথ খুঁজে পেতেন না!
 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকে নয় আজকাল
তোমা যথা পড়ুয়া;
চেনেনা কে সুকুমার?
রায় কিবা বড়ুয়া!!
এটা ঠিক সুকুমারও
দেখে মগো পালাবে;
হাড়ে হাড়ে বদ সব
না জানি কি জ্বালাবে!!!!!! 
  
  
  
  ![]()
৩৩| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ৯:০৯
রিকতা মুখাজীর্র্ বলেছেন: খুব সুন্দর ভালো লাগল।+++++++
 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোটে ভালো হয়নিকো
বুঝেছো হে রিকতা?
লিটনরে ভালো ক'লে
কবো তবে ঠিক তা। ![]()
৩৪| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
কি করি আজ ভেবে না পাই 
আমায় নিয়ে দিয়েছে পোস্ট,
পথ হারিয়ে কোন বনে যাই 
ঘাড় বুঝি মটকালো ঘোস্ট !!!  
বই মেলায় দেখছি যা 
বলেছি তা পষ্ট, 
ভাবিনি কে খুশি হবে 
কে পাবে কষ্ট !! 
কি দারুন দেখলাম 
তোমাদের রসায়ন,
সব কথা লিখলে 
হয়ে যাবে রামায়ণ। 
(রাত হয়েছে অনেক এখন 
যাচ্ছি চলে বাসাতে,
আবার আসবো এই পোস্টে
রইলাম এই আশাতে।
ভুল বুঝো নাকো তুমি
ভাল থেকো ভুলে মান, 
 বৌ সনে দেখি রোজ 
সুলতান সুলেমান। ) 
 
১৭ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 
কি দারুন দেখলাম 
তোমাদের রসায়ন,
সব কথা লিখলে 
হয়ে যাবে রামায়ণ। 
কার কথা কইছো হে
বুঝে মোর আসেনা;
তুমি ছাড়া এই ব্লগে
কেউ ভালোবাসেনা।
আজাইরা ছবিসনে
ফাঁদো তুমি গল্প;
মিছে কথা কয়াটারে
বানিয়েছ শিল্প।
ছবি আর আজকাল
নেই মোটে সিঙ্গল;
কবেই সে হয়ে গেছে
ভৃগুসনে মিঙ্গল।
আজকাল রমনাতে
প্রায়ই যায় ডেটে;
ভালোবেসে চটপটি
খায় এক প্লেটে।
রিক্সায় ঘুরে করে
হাত ধরাধরি;
ফুরাবেনা গল্প যে
চুপ তাই,সরি।
৩৫| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই 
পোস্ট , মন্তব্য আর প্রতিমন্তব্যে 
সামু ছড়ায় রোশনাই,
সবারে থ্যাংকু কয়ে 
এহন রাইত হইছে,  যাই ..............। 
 
 
১৭ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চামেতে পালালে রাতে
আর দেখা নাই;
তোমারেও থ্যাংকিউ
সায়োনারা,বাই।
৩৬| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:২৪
শায়মা বলেছেন: লেখক বলেছেন: কানাকানি ছেড়ে বাপু
আসো ফিরে পোষ্টে;
ভ্রুক্ষেপই নেই তোমা
দেখে আমি কষ্টে!!!
ডাইন থেকে বাঁচাতে
দ্যাও কিছু মন্ত্রনা;
প্রাণে আর সয়নাগো
বদনীর যন্ত্রনা। B:-)  
 
বদনী কারে বলো
বদনার বউ কি?
আজও আছো সেথা পড়ে
মান্ধাতা সও কি! 
 
না না ভায়া ছেড়ে দাও
ধরো নিউ ট্রেন্ডো
হ্যান্ড শাওয়ার কিনে আনো
সাথে নিয়ে ফ্রেন্ডো! 
 
ফ্রেন্ড সাথে নেবে কেনো 
জানতে কি চাও?
কানে কানে বলছি তা
শুনতে কি পাও?  
 
শেষকালে একা গেলে 
কি আবার ঘটাবে
শাওয়ারটা না চিনে যে 
কোন কথা রটাবে। 
 
দোকানীর যাবে জান
তোমাকেই বুঝতে
শেষে যাবে আবা সেই
বদনীকেই খুঁজতে! 
 
৩৭| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১০:৫৮
শব্দ অর্থ বলেছেন: কি করি আজ ভেবে না পাই
পারেনও ভাই।
কবিতা অপ্রেমি
এই আমি
ভালোবেসে ফেলছি
আপনারাই দায়ী।
কেউ নয় কারো চেয়ে কমতো
বাপরে বাপ
আমি দিলাম ক্ষান্ত।
৩৮| 
১৬ ই মার্চ, ২০১৭  রাত ১১:০৫
জেন রসি বলেছেন: হাআহহাহহাহাহাহাহাহাহা  
  
৩৯| 
১৭ ই মার্চ, ২০১৭  রাত ১২:০৮
সচেতনহ্যাপী বলেছেন: ঠেলা-ঢাক্কা দিয়ে, গ্যালারীতে একটু ঠাই করেই বসে পড়লাম।। সাথে অল্প খাবারও আছে..কেটে যাবে ভালই।।
৪০| 
১৭ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমায় নিয়ে পোস্ট দিয়েছো
ডাকলে সাথে লড়াইয়ে 
তার চেয়ে এই ভাল ছিল
ভাজতে আমায় কড়াইয়ে।  
 
তুমি রাজা, ছবি রাণী 
করবেনা কেউ দুর্নাম,
একজন যেন কিং সুলেমান
আরেকজন তার হুররাম।  
 
রাজা রাণী শুনে তুমি 
দিওনা আবার গোঁপে তা,  
ছবি আপাও খুশি হয়ে 
শুরু করোনা তা থৈ থা।  
 
কিংবা আবার ভুল বুঝে 
দোষ দিওনা এই মন্দের, 
এই ‘রাজা’ ছড়াকার
এই ‘রাণী’ ছন্দের।।   
 
কি চমৎকার লিখ তোমরা 
জানে সামু বিশ্ব,
এই নাদান তোমাদের 
নগণ্য এক  শিস্য। 
আগে ভাগে করলাম আমি 
দুয়ের কাছে স্যারেন্ডার,
এসো তিনজন এক সাথেতে
স্বাদ নেই কোল্ড মিরিন্ডার। 
ছবির কথা যা শুনালে 
দাওয়াত দিতেও লাগে ভয়
মিরিন্ডা সে কটা খাবে
মিটবে তৃষা দুচারশয়? 
  
 
 সব্বাইকে করলাম দাওয়াত 
যা থাকে কপালে, 
দাওয়াতের কথা শুনে 
খিকজ করে শেয়ালে। 
প্রথম মন্তব্যকারী 
তৌহিদ ইসলাম রোবন 
তাকে দাওয়াত না দেয়াটা
দেখায় অশোভন। 
সাথে আসবে আরেকজন 
বিলিয়ার রহমান,
বউ নিয়ে আসবেন তিনি
জানি তারা কম খান। 
আরেকজন বন্ধু আছেন
বাঁকখালির বাঁকে 
আসতে বলিও নেমন্তনে
শালী নিয়ে তাকে। 
সিকদার বাড়ীর পোলা আর 
সাথে নাইক্যডিয়া 
দাওয়াত পেলে আসবেন তারা 
দৌড়ীয়া দৌড়ীয়া । 
হুমম্, দইজ্জার তুআন 
সাথে ঠাঠা মফিজ 
দাওয়াতে আসবেন বলে 
করেছেন প্রমিজ। 
মোস্তফা সোহেল ভাই 
আর অগ্নি সারথি 
রাজি করিয়েছি তাদের 
করে আরতি। 
গ্যালারীতে আছেন যত 
গুণী জ্ঞানী জন, 
সকলের তরে আমার 
রইল নেমন্তন।  
  
  
  
 
৪১| 
১৭ ই মার্চ, ২০১৭  বিকাল ৩:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কি করি আজ ভেবে পেয়ে একখান সনেট লিখেই ফেলালাম।
একখান তরতাজা পোষ্টও দিয়ে ফেল্লাম।
এখন সবার আগে আপনার একখান মন্তব্য চাই।
যে হেতু আমি জেনারেল তাই প্রথম মন্তব্য আপনি করলেও করতে পারেন।
অপেক্ষায় থাকলাম।
ছড়ায় ছড়ায় ছড়া করে জড়াজড়ি
সে এক অনন্য ছন্দ দেয় উপহার!
এমন কবিকে বলে জাত ছড়াকার
তা’বলি,‘কিকরি আজ ভেবে নাপাই’কে।
ছড়ায় ছড়ায় যেন রত্ন ছড়াছড়ি
এ ছড়া এ যেন কোন অন্য উচ্চতার
পাঠেতে মিলবে ছবি পাঠ মুগ্ধতার
এ যেন প্রমাণ করে ছন্দ শুদ্ধতাকে।
ছড়ার মালঞ্চে ফুল দেখি নিরিবিলি
সে ছড়া ঝরছে যেন কত ফুলরাজি
কথায় কথায় ছড়া নেই কারসাজি
এ যেন পাঠক দলে করে পুস্প বিলি।
মন্তবে উত্তর করে ছড়া কবিতায়
বিস্ময়ে অবাক হই কি যে বলিতায়!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
৪২| 
১৭ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:১২
অপ্সরা বলেছেন: গিয়াস ভাইয়া তোমার আছে খবর 
আমার দাওয়াৎ কই!!!!!! 
আনছি লাঠি, সোটা, দড়ি
আরও আনছি মই। 
 
৪৩| 
১৮ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি আমার আপনা মানুষ 
এক লতি বোন অপ্সরা, 
নিজের মানুষ দাওয়াত খুঁজে 
এটা নিচক মশকরা!!  
  ![]()
৪৪| 
২০ শে মার্চ, ২০১৭  সকাল ১১:৩২
কাল্পনিক কামিনী বলেছেন: হায় রে!!!!!!! এত ছন্দের সমাহার!!!!! আমি যে ক্যান পারিনা 
 ![]()
৪৫| 
২৫ শে মার্চ, ২০১৭  রাত ১:০৫
বর্ষন হোমস বলেছেন: দারুণ বস ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭  সকাল ৮:২০
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বাহ্! সুন্দর ছিলো