নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আবোল-তাবোল(আজকাল)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১০



আবোল-তাবোল(আজকাল)

চারিপাশে এ ক'দিনে
হলো যা যা ঘটনা;
শুনেছি যা,দেখেছি যা
ঘটনারা ছোট না।

(ক)
বোমারু ব্লাস্টে মরে
গরজায় অল্প!!!
অক্ষত ফৌজিগো
আষাঢ়ের গল্প।

(খ)
হঠাৎ কি শুরু হলো
দেশ গেলো তাতিয়া;
কেয়ামত নেমে আসে
''মহল এ আতিয়া''।

(গ)
তিনদিন একটানা
অবরোধে জঙ্গি;
গুণে দেখি,ওমা একি
নারি শিশু সঙ্গী!!!

(ঘ)
হেরেও কি গলাবাজি
জয় নাকি তাদের!!!
লোকে কি সাধেতে কয়
ফাটা কেষ্ট .........?

(ঙ)
রাজশাহী সিলেটেতে
দিলো গলা ধাক্কা;
কুসিকের সাক্কুদা
পেলো ভয় পাক্কা।

(চ)
উজীর কয় 'বরখাস্ত'
কাজী কয় 'থাক না';
'রাণীমা জানেনা' কয়ে
নাজীরের পেখনা!!

(ছ)
টিভির ঐ বাজনা
না দেখা ভালো কাজ না;
যে দেখে সে বুদ্ধিমান
হীরকের রাণী ভগবান।

(জ)
ঘরে কি আছে হে টিভি
কও বাপু ঢংগী;
যদি থাকে কবো তবে
নও তুমি জঙ্গী।



করুনার্তিঃ
চাঁদকাকু কি কবেন
সেই ডরে মরি;
কলাবাগান না জানি
চালাবে কি ছুরি!!! #:-S 8-|

মন্তব্য ৬৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: উচিৎ কথা সবার মনে
আরতো সয়না
জন সম্মুখে সব সময়
সত্যটা কয়না।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেয়ালেরো আছে কান
সব কথা কয়া মানা;
বেড়াতে চাইনে বাপু
রাজ মোহাফেজখানা। B:-)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: তাহলে বাপু
থাকো চুপ
বকবক করিলে বেরিয়ে আসবে
তোমার আসল রুপ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেও এক মহা প্রব
আমি অতি মুখরা;
কবোনা কবোনা কয়ে
সদা করি নখরা। :D :-B ;)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

ধ্রুবক আলো বলেছেন: করুনার্তিঃ
চাঁদকাকু কি কবেন
সেই ডরে মরি;
কলাবাগান না জানি
চালাবে কি ছুরি!!!
আরে ভয়ের কি আছে? কি আর কইবো, কলাবাগান!
আসল কথাটা হলো আমরা সাধারণ জনগণ চুপ করে থাকতে থাকতে তাগের কথা বেড়ে গেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকু মোর গুরুজন
বাকী মোর মিতা;
ডরামুনা করমু কি
কও তুমি কি তা?

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: একজন আমারে জিজ্ঞাস করতাছে, আমার বাসার টিভি তো নষ্ট তাহলে কি হবে?! =p~

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারমানে ছিলো ভালা
এখন সে জঙ্গি;
অতি ত্বরা ত্যাগ করো
তোমার সে সঙ্গি।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছে পাম দিয়োনাকো
ও হে ভায়া প্রিয়;
তোমার লেখনি পড়ে
লাজে হই ম্রিয়।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,





সমসায়মিক আবোল - তাবোল - ই বটে । তবে যে উথাল - পাথাল ছবিটা দিয়েছেন সেটা ব্লগ সেরা ছবি । পেয়েছেন কই ?
এতো রসিকও আছে ???????? :|


ছবিটাতে +++++++++



০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিটায় দিলে প্লাস
ছড়িতায় কলা;
কি লিখেছি হলো বুঝা
লাগবেনা বলা।

কই পেলে?কই পেলে
জিগায় তা হগলে;
আমিও কি কম ত্যাঁড়া
সার্চ করো গুগলে।;)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাম পাম আর পাম
এই যেনো তার কাম
জীবনে দিলেনা দাম
তিতকুটে ঝরে ঘাম :(

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন ! লেখায় +++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখ আপু মিছিমিছি
করিসনে ঢঙ;
দেখে দেখে হৃদয়েতে
পড়ে গেছে জঙ।:(

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯

এম এ কাশেম বলেছেন: দারুণ তো।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোনখানা দারুন হে
ঘটনা না ছড়িতা;
চুলকে চুলকে মাথা
ভেবে ভেবে মরি তা।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

অতঃপর হৃদয় বলেছেন: ছড়া জমছে কিন্তু ক্ষির হয় নাই!!!!!! পায়েস খাবো । +++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্ষীর কি পাবে হে হেথা
তোমার যা হাল;
আপুতেই সব মিঠে
হোক না তা ঝাল।;)

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭

কাল্পনিক কামিনী বলেছেন: হাহাহা মজা পেলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছি দুখের কথা
তুমি পেলা মজা!!
লেখকের আর বুঝি
হয়নাকো সাজা। |-) :-<

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ++++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুনে গুনে দিলে হেথা
দশখানা প্লাস;
এই নাও,খাও ভায়া
জুস এক গ্লাস।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

বাঁকখালির বাঁকে বলেছেন: :D :-B

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলা স্রেফ ইমো
তোমারে কি দিমু :P

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

হুমম্‌ বলেছেন: মজারু :D

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুন তোমার নিকখানা হে
প্রপিখানাও বেশ;
চকচকা ঐ গুল্লু মাথায়
তিনটি মোটে কেশ। :D

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

নাইক্যডিয়া বলেছেন: ছড়া বটে এক খানা লিখেছেন ভাই
এরকম ছড়া ভাই আরও লেখা চাই
আমি মহা মূর্খ, বুঝি কম পদ্য
কিছু যদি বুঝি তবে সেটা হলো গদ্য
কবি হতে মন চায়, পারিনা তো লিখতে
এইসব পড়ে পড়ে যদি পারি শিখতে

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিখুঁত শব্দজালে
বুনেছ যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

অনায়াসে লিখে ছড়া
হৃদয়টি কাঁড়লে;
শন্কায়ও কেঁপে উঠি
ভাতে বুঝি মারলে। :P

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অপ্‌সরা বলেছেন: আবোল তাবোল বলে
লিখলে যে দুস্ক
নহে তাহা ভিজা ভিজা
অতিশয় শুস্ক।

সব ভালো টিভি নিয়ে
কেনো টানাটানি!
সিরিয়ালে ভাটা দিলে
জান যানে জানি।

কার জান ভেবে দেখো
ভাবী দেবে গিলিয়ে
আস্ত কাঁঠাল কাঁচা
পাকাবে তা কিলিয়ে........

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডেলিসোপ না দেখিলে
মুখ কার কালো;
যতই পেখনা করো
জানি মোরা ভালো।

''সাস ভি কাহি বহু থি''
''কাহি কিসি রোজ'';
জেসি য্যায়সি কোই নেহি
রোজকার ডোজ।

আজকাল হয়ে গেছ
আরো যেনো হ্যাংলা;
ঘুম আসেনা না দেখিলে
জলস,জি বাংলা।

ছি ছি আপু লাজে মরি
একি রুচি চানাচুর;
মুখ দেখানো যে দায়
থেকো বাপু দুর দুর।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শুজা উদ্দিন বলেছেন: পোস্ট পড়ে পেলাম আমি
যত খানি মজা
তার চেয়ে মিঠা বেশি
কমেন্টের খাজা B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুঃখের পোষ্টেতে
মজা পেলো ভাই শুজা;
এই লাজ কোথা রাখি
খাট তলে মাথা গুজা। /:)

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অপ্‌সরা বলেছেন: কি যে ভাবো, কি যে করো
সব একই ভেবে মরো
যেন সবে ভাবীজির মত গাধী বিবি
রাত দিন দেখে জি বাংলার ছবি...... X((

দেখে দেখে শুধু কাঁদে মিলে যায় গল্প
তাহাদের স্বামীরাও বদ তবে অল্প
তোমা মত ধড়িবাজ কেনো কারও নাই
সে কথাটা ভেবে ভেবে মনে দুখ পায়। :(

তবে তার দুঃখটা ঘুচিবে এ বেলা ;)
কানে কানে শিখাবো যে নারীর আঠারো কলা!!!!!!!! B-)


০৪ ঠা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইবো কি তার কথা
সোবাহান আল্লারে;
বদনীর দিন কাটে
সারাদিন পার্লারে।

সাঁঝে দেবে আড্ডা সে
অফিসার্স ক্লাবেতে;
পেগে পেগে গেলে মদ
রোজ রাতে পাবেতে।

টিভি দেখা টাইম কই
এভাবেই কাটে;
হারামীরে বিয়া করে
আমি পুরো বাটে।

দয়া করে আর বাপু
দিয়োনাকো ফুসলানি;
লাইফ মোরা পানা পানা
ওহে বদ,বুঝলানি?

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

অপ্‌সরা বলেছেন: পার্লার!
ভেরী গুড...
ইয়ে মেরে ভাবীজান
ননদীর মত সে যে,
বাজী এই জান প্রাণ.... B-)

ক্লাবে যায়, গেলে মদ
তাহাতে তোমার কি? X((
এই সব পয়সাতে
তোমারই বা হক কি! X(

এনেছেন ভাবী তাহা
তিন ব্যাংক করে
বাবা আরও দিয়েছেন
দশ ট্রাক ভরে। :D

চুপ রও
কথা কও মিন মিন সূরে
বেশি বাড় বাড়লে যে
দেবে দূর করে। :(

বসে বসে গাছ তলে
পেতে নিয়ে থালা
দিনরাত গুনবে কি
জপের ঐ মালা! :-/

লাভ নেই ভাইয়ানী
কেহ শুনিবে না ডাক
জীবনে পাপের শোধ
আহা আহা থাক থাক। :((

হাজার হোক তুমি মোর
সোনা মনি বদ ভাই
অন্দর কিয়া বাত
বাহিরেতে ক'তে নাই। ;)


মুখে দিয়ে কুলপুটা
চুপ থাকো ভাইয়া
তাহার দয়াতে থাকো
বিরিয়ানী খাইয়া! B-)

সুখে আছো ভালো আছো
খেও না ভুতের কিল
পা দুটি ধরে থাকো
হয়ে থাকো মিল মিল!!!!!!!!!!!! B-)


:P

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথাতো অমনি ছিলো
যৌতুক দেবে মোটা;
ভাবিনি তা কস্মিনে
প্রতিদিন দেবে খোটা।

ক'টাকাই দিয়েছে বা
টুকিটাকি ক্যাশ;
স্রেফ ক'বছরে প্রায়
সব টাকা শেষ।

আর দিলো বাড়ি এক
সাথে কার ও জীপটা;
শশুরের বাচ্চাটা
দুনিয়ার কিপটা।

মাসে মাসে দেয় মোরে
থোরা হাত খরচা;
এই নিয়া হারামীগো
সে কি পরচর্চা!!!

ভাবেনা করেছি বিয়া
মিনি এক হাতিরে;
লোকে দেখে কয় মগো
দাদী আর নাতিরে।

চুল তার শলা শলা
দু'চোখেই ট্যারা;
বোচা নাকে চেহারাটা
পশমেতে ঘেরা।

খনখনা স্বর তার
কর্কশ কন্ঠি;
চামারের ব্যবহার
অতি ছোট মনটি।

সুযোগটা নেই মোর
দিমু তারে তালাকি;
কাবিনেই হারামীরা
করে সেই চালাকি।

এভাবেই টাউটেরা
ফেলে মোরে ফাঁদে;
ধুকেধুকে দিল মোর
রোজ রোজ কাঁদে।

এতকিছু জেনেও কি
নেবে তার পক্ষ?
তোর শয়তানি দেখে
ফেটে যায় বক্ষ। X(( X(

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারন ! লেখায় +++

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সনেটের কবি দেখি
অভাগারে স্মরিলো;
তিনখানা প্লাস পেয়ে
মন মোর ভরিলো।:)

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম।। ঠিক মনে নেই। হয়তো এরকমই হবে, মাথায় কত প্রশ্ন আসে....।।।
১৯ নম্বর মন্তব্যটাকেই জীবনের আদর্শ ধরে চলতে হবে,,সবাইকে।।

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনের ঐ এক দোষ
জাগে কথা সত্বর;
১৯শে মানিলে হার???
আগে দেখো উত্তর। :P ;)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''চমৎকার'' শুনিয়া
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:২৩

সোহানী বলেছেন: চাঁদ কাকু ও কলা চাচ্চু না জানি কবে
সে ভয়ে আমিও থাকি যখন লিখা লিখি.........

হায় হায় ছন্দ দিতে চাইলাম বাট পারিলাম না......

সমসাময়িক ছন্দের যাদু অনেক ভালো লাগলো.......++++

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙি আপু,ব্যাস ব্যাস
ঢঙ করো বন্ধ;
মিছে পামে ঠিকি বুঝি
খোঁচা মারা গন্ধ। :-B

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩২

কলাবাগান১ বলেছেন: প্রকারন্তরে ব্লগ জংগীর দেখা পেলাম...ইনিয়ে-বিনিয়ে জংগীদের সাপোর্ট ...আপনাদের মত লোকেরাই বলেছিলেন আওয়ামীরা নিশানা করে ২৮শে আগস্ট বোমা মেরেছিল..এমন নিশানা ...আমেরিকান স্নাইপারদের ও নাই....কারা বলে
"আষাঢ়ের গল্প।" যারা জর্জ মিয়াকে তৈরী করেছিল তারা!!!!!!! আপনাদের মুখে এসব কথা শোভা পায় না।

"অক্ষত ফৌজিগো"- পারলে র‌্যাবের গোয়েন্দা প্রধানের মাছুম/এতিম বাচ্চা/বউ এর সামনে দাড়িয়ে এই কথা বলে আসুন

আপানদের মত লোকদের সাপোর্ট পেয়েই জংগীরা এত দুর্ধষ হয়ে উঠছে...

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো হে বৈশাখ এসো এসো....................... :D :-B =p~

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৩

কলাবাগান১ বলেছেন: ও ছবিতে ++++++

এই ছবি বুঝার মত লোক কিভাবে জামাত/বিনপি কে সাপোর্ট করে বুঝতে পারি না

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো নবীব দলে দলে
জাতীয়তাবাদী পতাকা তলে ;)

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুইডিশ রেডিওর
নিউজটা দেখোনি?
গা ঢাকা দাও বাপু
পালাও তো এখুনি।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিউজটা দেখেইতো
গা-টা করে ছমছম;
ঢের হলো,নো মোর
কথা কবো কমকম।:(

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

বুরহানউদ্দীন শামস বলেছেন: +++++

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও দিয়েছ দেখি
প্লাস মোট পাঁচ;
মন থেকে দিয়েছ হে
ঝুটা নাকি সাচ?? :P ;) :-B

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেখছেন । পারেনও আপনি।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পারার উপায় নেই
শাসিয়েছে বর্গি;
আজকাল পারে স্রেফ
হাঁস আর মুর্গি।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২১

রিফাত হোসেন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়া খোদা,এত সুখ
সইতে যে না পারি;
বানিয়েছ তুমি মোরে
পিলাসের ব্যপারী.................:) =p~ :P

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৮

সিনবাদ জাহাজি বলেছেন: ব্যাপক মজা পাইছি
++

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছি দুখের কথা
তুমি পেলে ''মজা'';
এর'চে নেই বুঝি
কবির আর সাজা। :P

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ছন্দে সাজানো আপনার আবুল তাবুল পড়ে কি মন্তব্যে আমার মুগ্ধতা জানবো কি করি আজ ভেবে পাই না।

অসাধারণ ভাই। অনেক অনেক ভালোবাসা রইল কবিতায়।

শুভকামনা রইল ভাই।

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টা আহা আহা
মন মোর জুড়ালো;
কি যে কবো ভাবি তা-ই
খোশে কথা ফুরালো। :D :)

৩২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ঘরে কি আছে হে টিভি
কও বাপু ঢংগী;
যদি থাকে কবো তবে
নও তুমি জঙ্গী।



ভালা হইছে !:)


পিলাচ!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.