নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ট্রিবিউট টু লাকি আখন্দ

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫



আশির যারা আমরা কিশোর
প্রথম প্রেমের স্মৃতি;
''নীল মনিহার তোমায় দিলাম''
এই লিখে শুরু চিঠি।

কৈশোরের ঐ কচি বুকে আহা
কত ছিলো অভিমান;
''আমায় ডেকোনা,ফেরানো যাবেনা''
এই-ই বিরহের গান।

''আবার এলো যে সন্ধ্যা'' গেয়েছি
কলেজের করিডোরে;
কনসার্ট কিবা পিকনিক কভু
হয়নি বিনে এ সুরে।

ক্যাম্পাস কিবা প্রথম প্রেমের
প্রথম আবেগে মিশে;
লাকির সুরে,লাকির গানে
পেরিয়েছি মোরা বিশ-এ।

ভেসে উঠে আজো লাকির সুরে
মধূ স্মৃতি অমলিন;
মোদের সুখের তারুণ্য আহা
বুকে বাজে রিনরিন।

''আবার এলো যে সন্ধ্যা''
শুধু তুমি নেই লাকি;
ভুলেই ছিনু,প্রয়ানে দিলে
ফের স্মৃতিটারে ঝাঁকি।

''আমায় ডেকোনা ফেরানো যাবেনা''
খুব গেয়েছিলে সেয়ানে;
হাজার ডেকেও ফিরবেনা কভু
আজ বুঝি মহা প্রয়ানে।

মন্তব্য ৫০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭

রাবেয়া রাহীম বলেছেন: ক্যাম্পাস কিবা প্রথম প্রেমের
প্রথম আবেগে মিশে;
লাকির সুরে,লাকির গানে
পেরিয়েছি মোরা বিশ-এ।


---পুরনো সব স্মৃতি ভীষণ মনে পড়ে গেল । আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন --আমিন

অন্তরের সব টুকু আবেগ ঢেলে লেখা ট্রিবিউট টু লাকি আখন্দ অসাধারণ হয়েছে ।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন
সুম্মা আমিন

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯

স্বপ্ন কুহক বলেছেন:

তার আত্মার শান্তি কামনা করছি ---

ট্রিবিউট টু লাকি আখন্দ

অসাধারণ লেখার জন্য কি করি --ভাইকে অভিনন্দন

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা চেয়েছি তার ছিটেও প্রকাশ করতে পারিনি:(
নিজের সীমাব্দ্ধতায় নিজেই লজ্জিত।

তার আত্মার শান্তি কামনা করছি ---

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় শিল্পির স্মরণে। ভালো লাগলো।

আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।
শুভকামনা আপনার জন্য

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,
তাঁর আত্মার শান্তি কামনা করছি।

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: khub sundor

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোকাচ্ছন্ন.............এবং শোকের পোস্ট
তা না হলে বলতাম কে?তুমি না পোষ্টা?

৫| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদিও এক বছর আগে থেকেই তিনি নিশ্চিত মৃত্যূ পথযাত্রী,তবুও আমি স্তব্ধ...............বারবার তাকে মনে পড়ছে।

৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রজম্ম আশি !

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুক ফুলাইয়া কৈ...................

৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

হাসান রাজু বলেছেন: মন খারাপ।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো থাকার কোনো কারন নেই................. :(

৮| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

হাসান রাজু বলেছেন: মন খারাপ।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ /:)

৯| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । আমীন।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন

১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আল্লাহ্ উনাকে বেহেস্ত দান করুন।।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাকির জন্য হ্যাপীর আকুতি স্বাভাবিক...................

আল্লাহ আপনার দোয়া কবুল করুন,আমীন।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

ধ্রুবক আলো বলেছেন: বেঁচে থাকা অবস্থায় উনার সম্পূর্ণ মূল্যায়ন হয়নি।

এখন শুধুই স্মৃতী

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মরনোত্তর বহু কিছু পেয়ে যাবেন খুব শিঘ্রী X( X((

১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৫

সোহানী বলেছেন: আহা আরেকজন নক্ষত্রকে হারালাম...... ভালোলাগা সহ সহমত।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন লাকিভাই'র শিল্পী স্বত্তার চাইতে তার ব্যক্তিস্বত্তা আরো অনেক অনেক বেশি চৌকষ এবং মহীয়ান।চির সহজ এবং খেয়ালী এই মানুষটা তার মেধার প্রতি কোনোদিনই সুবিচার করেননি।জাতি হারিয়েছে শিল্পী লাকি আখন্দকে কিন্তু কাছের মানুষরা ব্যক্তি লাকি আখন্দকে মিস করবে আজীবন।

এক নক্ষত্রকেই হারালাম বটে,,,,,,,,

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়াত লাকী আখন্দের কথা মনে হলে অনেকেই এমন নস্টালজিক হয়ে যান। সতিই একটা উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছে আকাশ থেকে।

অসাধারণ কবিতা। ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেসে উঠে আজো লাকির সুরে
মধূ স্মৃতি অমলিন;
মোদের সুখের তারুণ্য আহা
বুকে বাজে রিনরিন।

বরাবরের মতন হেনাসুলভ চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ হেনা ভাই।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০

মোস্তফা সোহেল বলেছেন: এই দুদিন গুন গুন করে শুধু একটা গানই গাইছি, আমায় ডেকো না ফেরানো যাবেনা....
অভিমান নিয়ে মানুষ চলে যায় থেকে যায় তার কিছু সৃষ্টি।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চির খেয়ালী মানুষটা নামের প্রতি কোনোদিনই সুবিচার করেন্নি /:)

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০

নাইম রাজ বলেছেন: এখন সমবেদনা জানানো ছাড়া যে আর কিছুই করার নেই। তার মাগফেরাত কামনা করছি।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক তা-ই,
যেতে হয় সবাইকেই
তবে কিছু যাওয়া দাগ কেটে যায়................

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের প্রতি গভীর সমবেদনা!

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোথা ছিলে এতদিন
এ কেমন আচরণ!
ভেবেছি কবোনা কথা
তোমা সনে আমরন।

খুঁজে খুঁজে হয়রান
কোথা গেলো মিতা;
মিস করি কতখানি
কভু ভাবো কি তা?

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: 'আমায় ডেকোনা ফেরানো যাবেনা''
খুব গেয়েছিলে সেয়ানে;
হাজার ডেকেও ফিরবেনা কভু
আজ বুঝি মহা প্রয়ানে।
আল্লাহ তাকে জান্নাত দান করুন । -আমিন ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভাগা জাতির চির
কমন এক ধর্ম;
হারিয়েই বুঝি মোরা
কি ছিলো তার মর্ম। /:) :(

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

বিলিয়ার রহমান বলেছেন: লাকি পরপারে আপনি ভালেঅ থাকুন সেই প্রর্থনাই করছি!

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিলুমনি ক'লে যা যা
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট তবু
হৃদে দাগ কাটলো।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরম করুনাময় তাকে জান্নাত দান করুন..................

অনেকদিন পরে দেখে ভীষন ভালো লাগছে।
কেমন আছেন প্রিয় সুহৃদ?

২০| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

অপ্‌সরা বলেছেন: ভালো থাকুক লাকি আখন্দ না ফেরার দেশে.......

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিমানের দিন শেষ..............ভালতো থাকবেনই

২১| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: কেন? একাকী পথিক কি আমার রেঞ্জের বাইরে B:-/

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা হা
রসে দেখি আজো টুইটুম্বুর................ :D =p~

জলদি জলদি লক্ষীছেলে/গম ফুয়ার মতন ফেবু লিন্কটা দিনতো দাদা

২২| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: একটু ব্যস্ত,ভালো আছি,
আপনার কি অবস্থা । প্রিয় কবি ।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বেশ ভালো আছি
দিন কেটে যাচ্ছে;
কেটেই যাচ্ছে খালি
খুন না বেরুচ্ছে..................

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: নাইস ট্রিবিউট। থ্যাঙ্কস!

২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপকো ভি বহুত বহুত শোকরিয়া :) :D

পাঠে কৃতজ্ঞতা

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: তার রূহের মাগফিরাত কামনা করছি।
তার গান আর বিশেষ পছন্দ।

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারটা কিহে ভায়া
মোর ব্লগে আসোনা;
জানি জানি মোর লিখা
অত বাপু খাসও না।

কতদিন পরে দেখা
কেমন আছো ভায়া?
বুঝলেনা তোমা তরে
এ হৃদে কত মায়া............... /:) B:-/

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: তোমার হৃদয়ে অনেক মায়া আছে
হৃদয়ে কি তার এক ফোটা তা আছে
এই শোকে আমি আসি না আর ব্লগে
....................................

না আসলে কমেন্ট করলাম কেমনে ।

২৬| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৩

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.