নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
আজকাল লোকসনে
চলা মহা ঝামেলা;
হিকমত হলো অত
গাঢ় হয়ে না মেলা।
কবা এক,বুঝে এক
আজগুবি দ্বন্দ্ব;
মিছিমিছি সোজা বোলে
শুঁকে ভীন গন্ধ।
দুইলাইন বেশি বুঝে
নয় কিছু বুঝেনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজেনা।
ফান করে কিছু ক'লে
রেগে যায় ফেটে;
সিরিয়াস মুডে তারা
ভাগে চামে কেটে।
তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাজ নেই বলেইতো
হুদা ছড়া কাটি;
কেডা বাপু করে অত
মিছে খাটাখাটি।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
হাই হ্যালো গুডবাই
একঘেয়ে কাম ভাই
মজা নাই রঙ নাই
এর চেয়ে ভালো ভাই
কাছে আসুক সবাই
সুখে দুখে জীবন কাটাই ।
ছড়া ভাল লেগেছে ।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও হ্যাংলা নই
চাই র'তে মিলেমিশে;
প্রিয়রাই ভুল বুঝে
হৃদটারে দেয় পিষে।
সুখেদুখে র'তে সাথে
মনে সাধ কার না;
তাও নেই ডিসিশান
মাখামাখি আর না।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: বন্ধ হোক সব কাটাকাটি
ছড়া হয়েছে ফাটাফাটি
কি ধরকার করা রাগ
মন থেকে দুঃখ সব মুছে যাক ।
সবাই চলুক হাসি মুখে
মোরা সবাই সঙ্গী একে অপরের দুখে,
ভালোবাসা জাগুগ একের জন্য
অপরের বুকে ।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,মলামগো
সেকি ছড়া ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
ছড়া লিখা ধরে শেষে
মোরে ভাতে মারলে;
প্রিয় মিতা হয়ে বাপু
কি করে তা পারলে!!!
৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়েছে ।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি পড়োইনি
দিয়ে গেলে পাম্পটা;
মন দুখে ছাদে উঠে
ভাবি দেবো জাম্পটা।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০
সুমন কর বলেছেন: তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা শোকরিয়া
আজ আর নেই পাম;
এ জীবনে এ প্রথম
দিলে মোরে থোরা দাম।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বদ তোর ছড়া সুন্দর হইয়াছে.... চা কফি পেতে পারি নইলে আইসক্রিম
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চা-কফিতে আছে কিবা
নিয়ে নাও জানটা;
ও বাবারে মলামগো
ছাড়ো আপু কানটা।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে ।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা আহা মধু মধু
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই।
এটাই শেষ কথা। ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজীবনি শেষ কথা
লাগে বড় কটু;
লেখকেরা কথারাজ
তুমি অতে পটু।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
কানিজ রিনা বলেছেন: জঙ্গি চলে ডানে নাস্তি চলে বামে
ভালই বলেছেন।
তাই নিয়ে গোলযোগ,ধরাশায়ী ব্লগে
ব্যান খায়, আর বলে একটি ভুল
পাওয়া গেছে। ধন্যবাদ,
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই বাপু ডানেবামে
চলা ভারি রিস্কি;
কেউ মজে তলোয়ারে
কেউ খেয়ে হুইস্কি।
মোর যথা ছিমছামে
এসব কি সাজে?
এ কারণে ডরে ডরে
থাকি সদা মাঝে।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ লাইন
দুইলাইন বেশি বুঝে
নয় কিছু বুঝেনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজেনা।
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি বাপু স্মর্ট চীজ
অতিশয় টেটনা;
মূল কথা বুঝে নিতে
করো কভু লেট না।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: ০---
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে ক'লে সংকেতে
বুঝি ডট কম;
গালি না হুমকি ভেবে
গা করে ছমছম।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ছন্দে ছন্দে দারুন কবিতা +
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান বাপু মিছিমিছি
দ্যাও মোরে মিছে পাম;
ভেবেছো কি জানিনে হে
নেই মোর ছিটে দাম!!!
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৫
অপ্সরা বলেছেন: এই হেতু সেই ভালো
ইয়েস নো ভেরী গুড
বলো খেলো ঘোরো ফেরো
নেই দোষ, নেই ঝুট।
বলে যদি ভাবীসাব
ও পাড়ার জরিনা
তারে নিয়ে গেছিলে কি
কাল রাতে সিনেমা?
বলে দেবে সোজা তারে
ইয়েস ইয়েস আলবৎ!
তারপর গিফট দেবে
ভাবীসাব কেয়ামৎ।
যদি ফের ভাবী বলে
স্যরী বল তো....
বলে দেবে তক্ষুনি
নো নো নো !!!!!!!!!!
টাটা বাইবাই দিয়ে
বলে যদি ফুট
তুমি ভায়া বলে দিয়ো
ওকে ভেরী গুড!!!!!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টাইম পাস ছিলো স্রেফ
ও পাড়ার জরিনা;
যত শালী কেঁদে মরে
আমি কই 'সরি' না।
আছিইতো এ আশায়
ক'বে মোরে টা টা;
ও খোদারে,একি শালী
তেড়ে আনে ঝাঁটা!!
শপাশপ দিয়ে বারি
ফেলে দিলো মাটিতে;
বটিও এনেছে দেখি
কোপিতে বা কাটিতে!!
বেতগাছি ডাল এনে
করে চোখা-চাছা;
মুখ চিপে দিলো সিধে
ভরে মোর ...........
বুক ফাটা চিৎকারে
গোটা পাড়া কাঁপিয়ে;
অমানুষি ব্যথা সয়ে
যাই শেষে হাঁপিয়ে।
কখন যে ঢলে পড়ে
হারিয়েছি জ্ঞাণটা;
দলিলেতে টিপসই
নেয় ফাঁকে সেয়ানটা।
লিখা আছে আমি নাকি
কোর্টে তারে নিয়া;
পাঁচ লাখ বাকী রেখে
করি তারে বিয়া!!!
পালানোরও পথ নেই
হিটলারি চালে;
ডাইনি ফাঁসালো মোরে
অভেদ্য জালে।
সেই থেকে আজতক
কেঁদেকেটে জ্বলছি;
যায়নি ইয়ের ব্যথা
মলমও যে ডলছি।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
ব্লগ মাস্টার বলেছেন: দারুণ ছড়া ।
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি মিছে পামে
হুদাই ক'লে দারুণ;
জিগাই যদি ক্যান তা দারুণ
পারবে ক'তে কারণ???
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই।
একমত গুরু...........আহেন এক লগে সেলফি তুলি
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলফি তুলাই যত
নষ্টের গোঁড়া;
শায়মাও তুলে নিয়ে
মুখে বিষ ফোঁড়া।
সেই ছবি চলে যায়
ঘটকের হাতে;
ফেবুতে তা আপলোড
করে সাথে সাথে।
ভাইরাল হলো ছবি
বিয়ে হলো বন্ধ;
সেই শোকে শায়মাটা
রাগে ক্ষোভে অন্ধ।
এই হলো শায়মার
সেলফির ইতিহাস;
না না বাবা অতে নেই
কথা কই ঠাস ঠাস।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
সিফটিপিন বলেছেন: আমার তরফ থেকে ছরার যাদুকর উপাধি দেওয়া হইল।
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,মলামগো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানায়েছো শিল্প।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
বেশ মুশকিলে ফেলে দিলেন , ছড়ায় ছড়ায় মন্তব্য ।
তার চেয়ে এই ভালো
শুধু কই 'হ্যালো' ..........
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর তীর মোরে ছুড়ে
খুব করো চালাকি;
কি সুখে যে করি তাহা
বুঝবেনা জ্বালা কি?
তুমি বাপু ঘাগু মাল
খুব বুঝে চলো;
বুঝি বুঝি কি আভাসে
ক'লে মোরে হ্যালো।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮
স্বপ্ন কুহক বলেছেন: তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই। -------------------------------
আমি তো এই পথ ধরছি অনেক আগেই । একটা কথা আছেনা বড়র পিরিতি বালির বাঁধ
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থামো থামো রোষ এ'লা
বুলি যত ফাঁপা;
ভৃগু তরে কি পীরিতি
রয়না তা চাপা।
ভৃগুই তাহার সব
আমি যেনো সৎভাই;
ভৃগু শুনে ''মুশি মুশি''
আমি শুনি গুড বাই।
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা বুড়ির ইতিহাস যা জানেন,
তা হল মনগড়া আর মিছে ইতিহাস
এবার শুনুন শায়মা বুড়ির করুন কাহিনী ইতিহাস !
এ জগতে হায় ....
শায়মা মত বুড়িরে স্বজ্ঞানে
কে বিয়ে করিতে চায় !
কানা খোঁড়া পাত্রও জুটলো না যে তার,
এ বুড়ি বয়সেও.....
এ কথা ভাবিয়া ভাবিয়া
শায়মার বাপের ব্লাড প্রেশার যে বেড়ে যায়।
অবশেষে ,শায়মা বুড়িরে দেখাইলো কত, ফকির, কবিরাজ
তবুও যদি শায়মা বুড়ির বিবাহ হয় ।
একাদা এক বৃদ্ধ ঘটক আসিয়া কহিল,
শায়মা বুড়িরে আমি বিবাহ করিবার চাই ।
তখন এ আনন্দে শায়মা বুড়ি নাচে-ছন্দে.......
সেলফি হল ডিজিটাল অভিশাপ ...খানিক এ অভিশাপ নিবেন না কেন !!!!
২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ ভায়া মহা বিজি
হাতে টাইম অল্প;
তাও শর্টকাটে কই
শায়মার গল্প।
এমন এক খবর দেবো
শোনেই যাবে মুষড়ে;
ঐদিকে আপু সব
খবর শোনে খোশ রে।
মাথায় ছিট আর ঠোটকাটা
সব অপবাদ নিয়া;
ফিক্সড্ হলো আইবুড়ো
শায়মাপুর বিয়া।
আরে না না চাঁদগাজী না
তাওতো ছিলো ভালা;
আলকাতরাও দেইখা ক'বে
ছিঃ কি ভীষন কালা!!
স্কলাসটিকা স্কুলের ঐ
ঠিক পাশে যে গ্যারেজ;
সেই গ্যারেজের এক মেকানিক
করতো তারে হ্যারেজ।
টাক মাথার ইয়া ভুড়ি
কাল্লু নাম সে ব্যাটার;
টিজ করে রোজ আসতে যেতে
প্রায় সে দিতো লেটার।
থানা পুলিশ হলো কত
ব্যাটা তাও দমেনা;
পিছু লাগা,চিঠি লিখা
আরো বাড়ে,কমেনা।
সহ্যেরও সীমা আছে
শায়মাপু পেরেশান;
কাছে ডেকে দেও গালি
গেমু দিলো সাজেশান।
জানোইতো আপুনির
মুখ সেকি অশ্লীল;
গালি শোনে বয়রাও
লাজে দেয় কানে খিল।
যেই ভাবা সেই কাজ
বিকালের অক্ত;
স্কুল গেটে ডেকে তারে
দিলো ঝারি শক্ত।
ঝারি মানে যে সে ঝারি?
খিস্তির বন্যা;
মনদুখে কাল্লুদা
কাঁদলো কি কান্না।
কেঁদেকেটে একাকার
নাক ঝেড়ে ফোঁচ ফোঁচ;
রাখবোনা এ জীবন
কয়ে দিলো ব্লেডে পোচ।
হাতে ঘাড়ে নাকে মুখে
সেকি টান ঘ্যাঁচ ঘ্যাঁচ;
রক্তের ফোয়ারাতে
ভিজে জা'গা প্যাচপ্যাচ।
একি খেল ভানুমতি
এফডিসি সিনেমা!!
কাআআল্লু কাআআল্লু..............
কয়ে দিলো দৌড় শায়মা।
ভালোবাসি ক'য়ে তারে
দুই হাতে জড়িয়ে;
হামি খেয়ে সমানেতে
দিলো গাল ভরিয়ে।
শুরু হলো ইতিহাসে
নয়া প্রেম কাব্য;
শেষাংশ বাকী আছে
অচিরেই লিখবো..................
২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬
তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: চাই ,নাই, খাই ,দিল দল বেঁধে হানা
বিবেক বোধের কথা ন্যায় নীতি মানা ।
ভালই লিখলেন কবি ।
চালিয়ে যান শুভকামনা নিরন্তর...................
২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস!!!
বিবেক!!সেটি কিগো
খায় নাকি পিন্দে?
বেচারার হাল দেখে
বুকে শেল বিন্দে।
২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
নাইম রাজ বলেছেন: অসম হয়েছে ভাই কবিতা
বিয়ে করেছেন তো হয়ে যান ঠাণ্ডা ।
২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিয়েথা'র কথা কয়ে
দিয়োনাকো লজ্জা;
হয়নি সে ঘাটে যাওয়া
কি যে কমু,ধূৎ যা............
২২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবি কবিকে নিয়ে একটা কবিতা লিখেছি। এখন আপনার একটা ছড়া মন্তব্য একান্ত কাম্য। যদি একটু কষ্ট করে দেন আরকি।
যা খুশি তা’নিয়ে যদি কাব্য লেখা যায়
সকল বিষয় তবে ধন্য কভু হবে
এ কাজী ফাতেমা ছবি বেছে নেয় সবে
একান্ত আপন করে নিজ পদ্য পাতে।
কেমন কোমল স্পর্স মৃদু মন্দ বায়
কবিতা আকুল করে মনে গেঁথে রবে
এমন কবির জন্ম কম হয় ভবে
আমরা পেয়েছি বলে ধন্য সব তাতে।
কবিতা আকুল করা যাতে আছে প্রাণ
হে কবি হে ছবি কবি কত বলি আর
বিলায় কবিতা যেন ছন্দে মায়া ঘ্রাণ
পাঠক মোহীত হয়ে পড়ে বার বার।
এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই দুই দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ক'লে জাহাপনা
করিবো যে চেষ্টা;
যতটুকু পারি বাপু
দেবো মোর বেস্ট টা।
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার পোষ্টে মন্তব্য দিলে খুশী হব।
২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা শুনে করে জ্বালা
রাগে হনু মহা টঙ;
বয়েস হলো,তবু তার
কত ত্বরা রঙঢঙ!!!
২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
বিলিয়ার রহমান বলেছেন: কবা এক,বুঝে এক
আজগুবি দ্বন্দ্ব;
মিছিমিছি সোজা বোলে
শুঁকে ভীন গন্ধ।
+
২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১
ডঃ এম এ আলী বলেছেন:
তার চেয়ে সে-ই ভালো
'হাই' 'হ্যালো' 'গুডবাই';
দুরে দুরে থাকা ভালো
গ্যাঞ্জামে কাম নাই
যতার্থ বলেছেন ভাই
তাই সাধুবাদ জানাই
২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
শুধুই ঈর্ষান্বিত মুগ্ধতা।
২৭| ০২ রা মে, ২০১৭ রাত ৮:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের কেক কোথায় ছড়াকার ?
আপনি ছাড়া ব্লগে লেগেছে হাহাকার।
শায়মা কাঁদে ছবি কাঁদে লাগলো কান্নার বান
বেশি দিন থাকলে দূরে আসেবে যে তুফান !
২৮| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুইলাইন বেশি বুঝে
নয় কিছু বুঝেনা;
কথার কি গভীরতা
কস্মিনে খুঁজেনা।
একদম খাটিঁ।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কি সব লেখেন বুঝি না
যত সব বাজে
লেখালেখি বাদ দিয়ে
নেমে পড়ুন কাজে।
তয় ছড়ায় কিন্তু +++