নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
বিদ্যূৎ প্লান্ট হবে
এগুবে বাংলাদেশ;
''প্লান্ট'' আশপাশ জমি
বহু আগে বেচা শেষ।
প্লান্ট হবে,মিল হবে
বাড়বে জমির দাম;
আগেভাগে কিনে রাখা
বুদ্ধিমানের কাম।
সভাসদ উজিরেরা
আগেই দিয়েছে বুক;
চুক্তির বহু আগে
স্বপ্ন বিভোরে সুখ।
রাজাদের সুখ দেখে
তাহাদের ঘাম ছুটে?
আজকে প্রমান হলো
তারা বড় হিংসুটে।
কত আশা ছিলো মগো
বিদ্যূতে ভাসবো;
কোনদিনো ভাবিনি এ
গ্যাড়াকলে ফাঁসবো।
জামাতি/খালেদা থেকে
পেয়ে মোটা মালটি;
নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!!
মুশকিল আরো আছে
প্ল্যান্ট হলে বন্ধ;
এমনিতে শাসকেরা
প্ল্যান্ট তরে অন্ধ।
রাণীমাতা এইবেলা
ধরে যদি নয়া গোঁ;
যে কোন মূল্যে মোরা
রামপাল গড়বো!!!
পদ্মাসেতু গড়িতে
শতকোটি বিলিয়ে;
উসুলে আরোপে কর
জনগনে কিলিয়ে।
পদ্মার ট্যাক্স শোধে
জানে নেই শক্তি;
নয়া ট্যাক্স ঘাড়ে এলে
পরপারে মুক্তি।
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
কর দিয়ে জান শেষ
ভাবি ছুটে দম কি;
স্বপ্ন শুনিলে নয়া
পিলে উঠে চমকি!!!
কৃতজ্ঞতাঃ
জানা'পুর ফেবু পোষ্ট
দিলো মোরে আইডিয়া;
শয়তানি ঘটে শুরু
স্যাটায়ার ঘাঁই দিয়া।
০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কর দিয়ে জান শেষ
ভাবি ছুটে দম কি;
স্বপ্ন শুনিলে নয়া
পিলে উঠে চমকি!!!
২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:২৩
শরদিন্দু রূপক বলেছেন: পুরোদস্তুর একজন কবি..
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি ছি বাপু কি যে কও
লাজে মরি শরমে;
ঘেমে নেয়ে একাকার
এসিতেও গরমে
৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: সই রকম হইছে ।
পদ্মাসেতু গড়িতে
শতকোটি বিলিয়ে;
উসুলে আরোপে কর
জনগনে কিলিয়ে।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোনকালে কথা বাপু
কয়েছিনু মিছে?
ঠোটকাটা বলেইতো
সবে লাগে পিছে
৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩০
ধ্রুবক আলো বলেছেন: একটু পড়ে কমেন্ট ফরমাইতেছি
০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কত লেট বাপু
হলো দুটো ঘন্টা;
বোলে নেই রতি দাম
বিষে আছে মনটা
৫| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৭
নাগরিক কবি বলেছেন: বিস্তারিত লোডিং। মুখোবই এ পড়েছি
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি জানি বুঝিনে ছাই
কতশত কারবার;
ক্ষনে আছে,ক্ষনে নেই
মাথা ঘুরে বারবার
৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৯
সিনবাদ জাহাজি বলেছেন: নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!
ওদের তো শেয়ার সব বিক্রি শেষ এখন এ পাল্টিবাজির পরেউ বন্ধ হয় কিনা তা নিয়া টেনশনে আছি
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উঁচা লোক,উঁচা কাম
বুঝা দায় হ্যাগো ভাব;
ডর মগো ঐখানে
যদি দেখে ফের খা'ব!!!
৭| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩১
বিলুনী বলেছেন:
ধন্যবাদ ভাল লিখেছেন
চমতকার একখান ছড়া
যেন শ্যকাতেলে সর্ষেবড়া
গাড়িত খাইলে বাড়ীত মঝা
বুড়া খাইলে বুড়ি তাজা !!!
আরো ঘটবে অনেক
বিস্ময়কর মহা ঘটনা
যতই লোকে করুক
যেমন তেমন রটনা
কিছু পেতে হলে
দিতে হবে কিছু
দিবনা কিছুই আর
চাইব সব কিছু !!!!
হবেনা তা হবেনা
রাণী মাতা তাতে
কোন মতেই খুশীনা
তাকি কেও জানেনা ।
জামাতি/খালেদা থেকে
পেয়ে মোটা মালটি;
নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!!
কথায় দেখা যায়
ছড়া দিছে পাল্টি
হঠাত করে যেন
ঘুরে গেল তালটি!!!
রাণী মাতাকে ভাবতে
নতুন করে ভাবনা
কারা কলকাঠি নাড়ল
নাই কারো অজানা ।
করের ভারের চেয়ে
বিদেশী ঋনের বুজা
সেটাই বা হয়তবা
বইতে বেশী সুজা!!!!
কেও ঘুরে ডালে ডালে
রাণী মাতা পাতায় পাতায়
হাত যারা কপালে ঠেকায়
তারাই তার পিঠ চাপরায় !!!
এমনটাই এখন দেখা যায়
যেমনটা হেফাজতিরা দেখায়
তাকিয়ে দেখব শুধু এখন
হাওয়াটা কোন দিকে যায় !!!!
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,এতো দেখি
রীতিমত রাজকবি;
কলমের দু'আঁচড়ে
কয়ে দিলো কথা সবি।
সহজিয়া বোলে ভায়া
বাঁধলে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
তোমার ছন্দত্রাসে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।
৮| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৪
ধ্রুবক আলো বলেছেন: কর দিতে দিতে জানে শেষ, যেটুকু বাকি আছে ওইটুকু দিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লার কাজ করবে।
০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়লারো আছে কাজ
পুড়ে তা হবে যে ছাই;
তাই মেখে হবে মগো
চকচকা রূপটাই...........
৯| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: +
০৬ ই মে, ২০১৭ রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিপটা দেখেছি কত
প্লাস মোটে একটা;
পানখিলি খেতেও সে
কাটে ইয়া চেকটা।
১০| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
রামপাল নিয়ে
জম্পেশ ছড়া,
দিতেই হবে জেনে
কি আর করা !!!!!!!!
০৬ ই মে, ২০১৭ রাত ১০:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক দিওনাগো
আর মোরে মিছে পাম;
ভেবেছ কি জানিনে হে
নেই মোর ছিটে দাম!?!
১১| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:০৩
নাগরিক কবি বলেছেন: মাথাটা পকেটে পুরুন দাদা...
০৬ ই মে, ২০১৭ রাত ১০:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পকেটেও পুরে মাথা
আছে কি হে শান্তি?
মালবাবু ছুতোছলে
দেয় অতে টানতি।
১২| ০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৭
মিঃ আতিক বলেছেন: ছন্দের হোক জয়
রানীমাতা পাক ভয়।
০৭ ই মে, ২০১৭ সকাল ৭:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের খেতা পুড়ি
যায় যদি যাক প্রাণ;
কয়ে যাবো শেষতক
রাণী মগো ভগবান।
১৩| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: ভুল বলছেন।। যে দেশের লোক হাজার হাজার কোটি টাকা "জম্পেশ গায়েব" হওয়ার পরও আজ তারা সামন্য এক টুকরো জমি আর কর নিয়ে ভাববে??
ছড়া ভাল লেগেছে।।
০৭ ই মে, ২০১৭ সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজীবনি এ আমারে
বুঝে গেলে ভুল;
পারিনি বুঝাতে তোমা
কথাখানি মূল।
নরওয়ের হারামীরা
ফান্ড করে বন্ধ;
অতেই খটকা জাগে
পাই ভীন গন্ধ।
এইবেলা রাণীমাতা
যদি ক'ন জেদে;
নিজেরাই বানাবো তা
টাকা দিয়ে সেধে!!!
পদ্মার ট্যাক্স শোধে
জানে নেই শক্তি;
নয়া ট্যাক্স ঘাড়ে এলে
পরপারে মুক্তি।
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
১৪| ০৭ ই মে, ২০১৭ ভোর ৪:৩২
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।
০৭ ই মে, ২০১৭ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোটি লাগলো জেনে
মোরও ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।
১৫| ০৭ ই মে, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল মন আর
বসেনা পড়াতে
মনটা ভরে আমার
আপনার ছড়াতে।+++++
১৬| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জামাতি/খালেদা থেকে
পেয়ে মোটা মালটি;
নরওয়ের হারামীরা
দিলো শেষে পাল্টি!!!
দোষটা কে করে আর
হয় শেষে সাজা কার,
বুঝেছি বুঝেছি ভায়া
তুমি এক রাজাকার।
মোগোরে ব্যাঙ্গ করে
লিখ তুমি স্যাটায়ার,
ঝুলাবো,দাও পরিচয়
বল তুমি ব্যাটা কার?
১৭| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১৬
শরদিন্দু রূপক বলেছেন: এ যে মুখে মুখে ছড়া তৈরিতে ওস্তাদ দেখছি!!মুগ্ধ আমি....
১৮| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:২৯
Abul kalam বলেছেন: কবি সাহেব বুঝিয়েছেন কবিতায় রামপাল'টা।
লাভক্ষতি বুঝি আমি আগে চাই চেয়ার'টা।
১৯| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন শুনিলে নয়া
পিলে উঠে চমকি!!!
আসলেই কঠিন স্বপ্ন দেখে বসলে বিশাল ঝামেলা
২০| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
বেশতো অাছি সুখে
ট্যাক্সের জালায় শেষ হয়ে যায়
হাসি রাখি মুখে।
নিরিবিলি প্রেম করবা
তা হবেনা তা হবেনা ২১% ভ্যাট
ভেবে চিন্তে কথা বলবা।
সব কিছুতেই ভ্যাট
দেশের জন্য দশের জন্য
সন্তান নিলেও ভ্যাট!!!
সবচেয়ে ভালো অায় হবে
প্রেম প্রেমিকা নিবন্ধন হলে
অনটেষ্ট লাভ নিবন্ধন হবে।
২১| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
কি লিখি আজ ভেবে না পাই!
২২| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:২৪
শায়মা বলেছেন: চমকানো পিলেটার
রোগ বড় শক্ত
এ যে বড় ভয়ানক
টেস্ট করো রক্ত!!!
চমকে চমকে শেষে
পায় যদি অক্কা
নতুন স্বপ্নগুলো
হয়ে যাবে ফক্কা!
কিনিয়ে লিখবে তবে
নিউ নিউ কবিতা?
মনের উথলি কথা
রয়ে যাবে সবই তা!
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: ধুর, মিয়া !! এ কারণে কি তারা আর স্বপ্ন দেখবে না....!!
+।