নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

খুচরো \'মাল\' কথা

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:২৯



(ক)
মালবাবু ফেঁদে বসে
অলীক এক ফর্দ;
আপামর হলো গাধা
অজ আজ মর্দ।

(খ)
রাশভারী বাজেটের
চারআনাই ঘাটতি;
বাকী আনা জনতার
পকেটের কাটতি।

(গ)
চারহাজার কোটি মালে
ইটস নট আ বিগ ডিল;
এক লাখ ট্যাঁকে পেলে
সে নাকি বিত্তশীল !!!

(ঘ)
মালের মাথায় মাল উঠেছে
ছয়টি তারই ছেঁড়া;
নষ্ট ঘটের ফর্দ ঝেড়ে
দম্ভে কহেন 'সেরা' !!!

(ঙ)
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।

(চ)
শুকরিয়া মালবাবু
শ্বাসে নেই খাজনা;
এত সুখ রাখি কোথা
বাজা সুখে বাজনা।

(ছ)
মাল বাবু,মাল বাবু
দিয়োনাকো আর ছাড়;
শ্বাসেতে বসিয়ে ট্যাক্স
ভরো রাজ কোষাগার।

(জ)
কেউ কঁকালেই,ব্যস
শুরু তার খিটমিট;
রাবিশ বা ননসেন্স
খিস্তির বুলশিট।

(ঝ)
না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!!

(ঞ)
চাষা-পোষা,চামারেরে
দিতে নেই সুবিধা;
ভালো কথা ক'লে সদা
করবেই দুবিধা।

(ট)
রাজকোষ লুটে নিলো
সেই কবে হ্যাকারে;
মালপাপ নিলো হায়
শেষকালে কে ঘাড়ে!?!

(ঠ)
শেয়ারের হরি লুট
মালে দোষ খুঁজিনা;
মাল বাবু হেসে ক'ন
অত বাপু বুঝিনা!!

এই মগো মালবাবু
আজিব এক সৃষ্টি;
কথা কয়ে ফুরোবেনা
আকামের লিস্টি।

যা দেখেছি,যা বুঝেছি
ভেবেছি যা মনে মনে;
ডরে ডরে কই সবে
ফিসফিস কানেকানে................

জেব কেটে রোজ নেবে
হরেক ছলে টাকা;
মাল'দা সেরা 'পকেটমার'
ভুল হবে কি ডাকা??

মন্তব্য ৫৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: ছড়াটা যে সামুতে দিলেন
ট্যাক্স দিছেন?

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে আরে তাইতো হে
কি যে ভুল দেখছ?
আলবাৎ দেয়া চাই
ব্লগে লিখে ট্যাকসো। :-B

২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: চারিদিকে মালের কারসাজি।
আপনারা বড়ই পাঁজি।

হে হে হে ে...........

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: করবো কি কও দাদা
মালের যা কাজ না;
শ্বাস ছাড়া মুটামুটি
সবে আছে খাজনা।

৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪১

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: মারহাবা....

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনে প্রায় আধমরা
খাজনার ঝালেরে;
কারে দিলা মারহাবা
আমারে না মালেরে? :-B

৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

ফকির আবদুল মালেক বলেছেন: ট্যাক্স ছাড়া ছড়া লেখে কোন সে পাজিরে
মাল খাবো মাল হবো মালে মাল আজিরে!

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ট্যাক্স আর দেব কিহে
নেটে কাটে শ'তে বিশ;
অভিশাপি মাথা ঠুকে
হাত করে নিশপিশ। X((

৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫০

শাহজালাল হাওলাদার বলেছেন: বাহ! দীর্ঘ দিনের জমানো মাল।
কুট্টুস।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মালতো জমেছে ঢের
ফেলাতেই ঝক্কি;
অসুরেরি জয়কার
নিখোঁজ মা লক্ষী। :(

৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

ধ্রুবক আলো বলেছেন: মোস্তফা সোহেল ভাইয়ের সাথে একমত, একদিন কিন্তু আসবে যে ব্লগিং করলেও ট্যাক্স দিতে হবে।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রঙবাজী করছে যা
মালবাবু জেব লুটে;
সে শংকা আমারো হে
অমূলক নয় মোটে। /:)

৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০০

ধ্রুবক আলো বলেছেন: শেয়ারের হরি লুট
মালে দোষ খুঁজিনা;
মাল বাবু হেসে ক'ন
অত বাপু বুঝিনা!!
উনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে-ই কয়েছিলো ডেকে
শেয়ারেতে ঢালোরে;
সাধু সেজে পরে কয়
মুই কার খালুরে!!!!!!! B:-)

৮| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:০০

মোস্তফা সোহেল বলেছেন: মালেরে নিয়ে যা
লিখিলেন ছড়া খান
দেখিলে মালবাবু
ডলে দিবে দুটি কান।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নার্ভাসে ভুলভাল
দোয়া বুকে ফুঁকি;
সেই ডরে আজকাল
থাকি প্রায় লুকি। |-)

৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৩

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: মালবাবু ফেঁদে বসে
অলীক এক ফর্দ;
আপামর হলো গাধা
অজ আজ মর্দ।
++++

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুণে গুণে দিলে হেথা
চারখানা প্লাস;
ইফতারে খেয়ো ভায়া
জুস একগ্লাস।

১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২২

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: হা:হা:হা:............অবিসংবাদিত নেতা নেহরু কে তুমিই হাসালে হা:হা:হা:..........হা:হা:হা:..........হা:হা:হা:..........

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা-ও ভালো কওনি যে
আমি কভু হাসিনা;
এলার্জি ঐ নামে
মোটে ভালোবাসিনা। :P

১১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩১

মোস্তফা সোহেল বলেছেন: ছন্দেতে ভুলিবেনা
মালবাবু খচ্চর
ভ্যাট নিয়ে বাড়াবাড়ি
আসলেই সে জোচ্চর।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশ ভায়া সাবধান
মুখ থোরা সামলে;
শুনলেই শকুনীরা
তেড়ে পড়ে হামলে.............. X(

১২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরজায় দাঁড়ানো দেখবে
ভাংবে যখন ঘুম
বলবে কয়বার ফাইট দিয়েছো
কয়টা দিছো চুম।

পার কিস চার টাকা
পার ফাইট বিশ,
মাল বাবু নির্ধারন
করেছেন এ ফিস!! :-P

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইলেতো মহানাশ
ফাইন হবে হাজারে;
দশ টাকা কামাতেও
ঝরে ঘাম এ বাজারে। B:-/

করবো কি কয়ে দাও
ছেড়ে দেবো ছবিরে?
কি করে করি তা কও
সে পুরো মোর দাবীরে ;) =p~ :P

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: গিয়াস ভাই কয় কি
মরি যে শরমে
ভ্যাট নিয়ে ফিসফাস
উঠেছে যে চরমে।

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস ভায়া এডাল্ট ভারি
কবেন যত এক্স;
বুঝতো ঠিকি,লাগতো যদি
নস্টামীতে ট্যাক্স। :D

১৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

অপ্‌সরা বলেছেন: কি যে করো ভেবে মরো
হিং টিং টিং
তার চেয়ে নাচো ভায়া
ধিন ধিনা ধিন!

নাচ দেখে কেউ যদি
পাগলাও ডাকে
নো প্রব ধর কট
ট্যাক্স দাও তাকে।

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গালও খাবো,করও দেবো
কি আজিব দুনিয়া;
জিলিপী ভাজিছো সুখে
নো টেন্স ও নিয়া.............. :P

১৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১২

ফ্রিটক বলেছেন: মাল বাবু মাল বাবু
কিছু অফার দেন না,
সবকিছুতে ভ্যাট, ভ্যাট
শান্তিতে থাকতে দিলেন না।

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মালবাবু মালই বুঝেন
মালেই তিনি মত্ত;
তার কাছে চায় অফার চাঁদু
সখ দেখ না কত্ত!!! B:-/

১৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: প্রত্যেক ছড়িতায় ১৫০%ভ্যাট। :P
সন্দেহে আছি,কবে যে ব্লগে লেখার উপরে ট্যাক্স বসাইয়া দেয়।
ভালো লেগেছে। +

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ'তে দেই বিশ মোরা
ব্যবহারে নেট;
ক'আনার জিবি কিনি
দুশো দিয়ে রেট!! :(

১৭| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:২০

সুমন কর বলেছেন: কিছু কমু না !!

৯ম +।

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাম ছাড়া তুমি মোরে
কয়েছ কি কওতো?
ব্যপার কি আজ চুপ
শরীরটা ভালোতো? :-B

১৮| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ বেশি বুড়ো হয়ে গেলে তার কাছে মল মুত্র ছাড়া আর কিছু পাওয়া যায় না।



০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'মাল' আর 'মল'এ দেখি
তফাৎটা 'আ'কারে;
সে দিয়েই কাটে বুড়ো
যায়নাকো থাকারে............... X((

১৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৩

করুণাধারা বলেছেন: এমনই মাল, আমাদের শান্তির মধ্যে ট্যাক্সের কাঁটা ঢুকিয়ে দিল।

ছড়া চমৎকার হয়েছে।

০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্যাট কর এ জান শেষ
মাল-এ নেই ক্লান্তি;
তোমার কি শখ বাপু
খুঁজো অতে শান্তি!!! #:-S

২০| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: লেখার উপর ভ্যাট ১৫%

২১| ০৫ ই জুন, ২০১৭ রাত ১:২৯

কল্লোল পথিক বলেছেন:

দারুণ ছড়া!

২২| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৫:৩১

রাবেয়া রাহীম বলেছেন: জেব কেটে রোজ নেবে
হরেক ছলে টাকা;
মাল'দা সেরা 'পকেটমার'
ভুল হবে কি ডাকা??


একদম ঠিক হবে।

২৩| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:২০

জে.এস. সাব্বির বলেছেন: না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!.....।

মালবাবু মালবিনে
চিনে নাতো কিছু আর
ভাটা পরে মরে দেশ,
পকেটে তার জোয়ার

কিবা হবে বলে আজ
অনেকেই বলছে,
বলা কওয়ায় বাবুরাকি
কখনোই টলছে??

দেশ হলো হরিলাট
সম্পত্তি তাগো,
বাকি সব কান ধর
দেশ ছেড়ে ভাগো..

২৪| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:২০

জে.এস. সাব্বির বলেছেন: না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!.....।

মালবাবু মালবিনে
চিনে নাতো কিছু আর
ভাটা পরে মরে দেশ,
পকেটে তার জোয়ার

কিবা হবে বলে আজ
অনেকেই বলছে,
বলা কওয়ায় বাবুরাকি
কখনোই টলছে??

দেশ হলো হরিলাট
সম্পত্তি তাগো,
বাকি সব কান ধর
দেশ ছেড়ে ভাগো..

২৫| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৬:২০

জে.এস. সাব্বির বলেছেন: না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!.....।

মালবাবু মালবিনে
চিনে নাতো কিছু আর
ভাটা পরে মরে দেশ,
পকেটে তার জোয়ার

কিবা হবে বলে আজ
অনেকেই বলছে,
বলা কওয়ায় বাবুরাকি
কখনোই টলছে??

দেশ হলো হরিলাট
সম্পত্তি তাগো,
বাকি সব কান ধর
দেশ ছেড়ে ভাগো..

২৬| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৩২

তপোবণ বলেছেন: আর কিছু আছে বাকি
মালনীতি প্রকাশে?
ব্যাংক পেলে গিলে তারা
সব ধন গো-গ্রাসে।

ব্যাংক লুটে কীযে মজা
আহা কীযে মজারে
আধা মারা দেশ ভাসে
উন্নতির জোয়ারে।

২৭| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৩

তৌফিক বলেছেন: হাজার লাখ কোটি টাকা
তেমন নয় কিছু,
আমার আছে এক লাখ মাত্র
তবু মাল ছাড়ছে না পিছু।

(আপনার মাল-কাব্য দারুণ হয়েছে ভাই, অনন্য।)

২৮| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:২৯

কাব্য রসিক বলেছেন: খুবই ভাল লাগল !! X((

২৯| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।

:)

৩০| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

উনত্রিশে এপ্রিল বলেছেন: এ যে দেখি মালে ভরা মালামাল,

মালে হলো পুন্য,মালে হলো পাপ,
মালের গাদাগাদিতে ওরে বাপরে বাপ!

৩১| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

পুলক ঢালী বলেছেন:





ঝণ নিয়ে বড়লোকে
হয় ঝণ খেলাফী
জনগনকে মারতে
বসে তাই আবগারি

সুন্দর ছড়া লিখেছেন আপনার প্রতিভাকে স্যালুট :)

৩২| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

কাউয়ার জাত বলেছেন: ছড়া খানা দেখিয়া একদম ফেড আপ!

৩৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ৩:২৯

সচেতনহ্যাপী বলেছেন: রাজকোষ লুটে নিলো
সেই কবে হ্যাকারে;
মালপাপ নিলো হায়
শেষকালে কে ঘাড়ে!?!

আমরাই ভুগবো

৩৪| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

উম্মে সায়মা বলেছেন: শুকরিয়া মালবাবু
শ্বাসে নেই খাজনা;
এত সুখ রাখি কোথা
বাজা সুখে বাজনা।

এটাই বাকি আছে শুধু। :||
আপনার ছড়া লেখার হাত দেখে মুগ্ধ হই কি করি আজ ভেবে না পাই ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.