নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আইজ দিমু বাঁশ ডলা

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১


ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।

আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেও উঠবে জ্বলে।

আর কত চিমসে র'বি
উঠনা জেগে সৌম্য;
তোর ব্যাটে রানের খরা!!!
হয়না বোধগম্য।

ছন্দে আছিস,রাখিস ধরে
আরেকটা কর সেঞ্চুরি;
আশায় আছি জিতব এ ম্যাচ
তামিম সোনার হাত ধরি।

কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ এলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।

দেখতে যেমন,কামেও তেমন
বাহরে জোয়ান সাব্বির;
ধীরস্থির আজ খেলিসরে বাপ
কসম দিলেম রাব্বির।

খেল দেখে তোর বুকটা ভরে
বলছি রিয়াদ তোকে;
আজও খেলিস টর্নেডো এক
চার আর ছক্কা হেঁকে।

পেসটা বাপু ভালোই করিস
লেংন্থটা রাখিস ঠিক;
তাসকিনের ঐ বলেই যেনো
ভারত হারায় দিক।

বিশ্ব ক্রিকেট রইবে চেয়ে
করবে কি আজ নয়া চীজ;
সে আমাদের তাস তুরুপের
ছিপছিপে ঐ মুস্তাফিজ।

দুষ্ট রুবেল আর কতকাল
ক্রাশ খাবি ঐ হ্যাপীতে;
পারিসনে তুই ভারতরে আজ
সেই তরিকায় চাপিতে?


মোসাদ্দেক আর মিরাজ তোরা
দাঁতভাঙ্গা আজ দে জবাব;
মোড়লগো রে দে জানিয়ে
দলে লোকের নেই অভাব।

সেমিফাইনালে এসে
টিম মোটে দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।

পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!

কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
হিন্দুস্তানের রক্ষা নাই
আইজ দিমু বাঁশডল।

মন্তব্য ৪৯ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: ভালো লাগলো । ;)

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লাগা শুনে ভায়া
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছড়া। ++

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুন কয়ে মারলে চাপা
দিলে স্রেফ দুটো প্লাস;
বুঝে গেছি ঠিকি হেথা
ছড়া নয় মুটে খাস।:(

৩| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:০২

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ইন্ডিয়া (রেন্ডিয়ার) অহংকার আজ দেখাই দিবো। বাংলার টাইগাররা আজ বাঁশ দিবে অপেক্ষায় আছি।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!

৪| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১২

আমি চির-দুরন্ত বলেছেন: আমাদের আর ভারতের মধ্যে বিস্তর ফারাক আছে। তবুও​আশা করি আমরা যেন জিতি।না জিতলেও আক্ষেপের​কারন নাই।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐদিন নাই আর
সেদিন আজ বাসি;
মোদের দেখলে তারা
ভাগে গয়া কাশি।

৫| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া খানা পড়িয়া
ভরিল মনটা
অপেক্ষাতে আছি দিন শেষে
আসবে সে শুভ ক্ষনটা।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্রেফ দুটো প্লাস দাও
সেকি বাপু কিপটা!
গিলছিনে এবেলায়
পামের ঐ ছিপটা। :-B

৬| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: ভালো ভালো খুব ভালো
হেনো তেনো হেনো!
স্কেচ কাহার আঁকা
বললে না কেনো!

ছবিগুলি পোস্টের
প্রান হয়ে গেছে
ছড়া না পড়িয়া
তাহা দেখিলাম বেছে! :)

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো এসো গুরু মোর
মেনি খোশ আমদেদ;
ভেবেছি ভুলেই গেছো
ভাইয়ে বুঝি দিলে ছেদ।

কার আঁকা জানিনেগো
ছিপে তুলি নেটে;
আজীবনি কই তাহা
ছড়া কেটে কেটে।

প্রাঞ্জল আরো হতো
থোরা টাইম পেলে;
করবো কি কও আপু
সময় কি মেলে?

মোর বেলা সময়টা
হাঁটেনাকো,দৌঁড়ায়;
খেল শেষ,খেল শেষ
এই-ই বুলি আওড়ায়। :(

৭| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

জীবন সাগর বলেছেন: সঙ্গে থাকুম......
কবিতা +++++

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢেউ যেনো বহে আজ
হরষের কলতানে;
সাগর না র'লে পাশে
জীবনের আছে মানে?

৮| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

নতুন নকিব বলেছেন:



বাঁশডলা খেয়ে খেয়ে,
দাদাদের দশা কাত।
আজ বুঝি বাজিমাত!
দাদাদের যায় জাত।

বাঁশ দিয়ে দাদাদের,
যেইভাবে মারলেন।
হাতুড়ির আঘাতের,
চেয়ে বেশি ঝাড়লেন।

ছড়া পড়ে মজা বেশ,
শুভাশিষ অগনন।
ধরা সেরা টাইগার,
জেনে নিক প্রতিজন।

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশ আজ লুটে খায়
প্রতিবেশী হায়েনা;
চলি মোরা উঁচু শিরে
সে-ই তারা চায় না।

শয়তান সনে কভু
হয়না সখ্যতা;
মুগুরেই সমাধান
এ ম্যাচে মুখ্য তা।

বেশী কথা বলা মানা
দেয়ালেরও আছে কান;
আশায় বুকটি বাঁধি
বধ হবে শয়তান।

৯| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১১

মোস্তফা সোহেল বলেছেন: হাজারটা দিলেও প্লাস
ভরবে কি মন?
প‌্যাচাল রাখো অপেক্ষায় আছি ভাই
আসবে কখন সেই জয়ের ক্ষন।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিপাটাটা আর বাপু
কতকাল থাকবে?
সত্যটা ক'লে কথা
প্যাঁচালইতো লাগবে। (হুহহ)

১০| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২১

বিজন রয় বলেছেন:
খেলা খেলা সারাবেলা
আমি টাইগার
আমায় আর করবেন না হেলা।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐদিন নাই আর
সেদিন আজ বাসি;
মোদের দেখলে তারা
ভাগে গয়া কাশি।

১১| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২৬

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার হয়েছে অনু ছড়াগুলো।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া নয় ছিলো সবি
স্বপ্ন জাতির আশার;
সে আশাই হলো কাল
গল্প যেনো আষাঢ়।

১২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসো এসো পামরাজ
তোমারই যে কমতি;
তুমি ছাড়া কোন পোষ্ট
হয়নাগো জমতি। :-B

১৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

প্রামানিক বলেছেন: বাঁশ ডলা তো দিবেন ভাইরে
বাঁশের দাম তো মন্দ নয়
উল্টা ডলা দেয় যদি ভাই
সেইটা নিয়ে পাচ্ছি ভয়।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাঁশের কথা আর কইওনা
মাল যে বড় রিস্কি;
ইমুন ডলা খেলুম শেষে
উঠছে আজো হেঁচকি।

১৪| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

ফ্রিটক বলেছেন: এতো ভালো ছড়া লেখেন আপনি। সুন্দর হয়েছে

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি খালি মিছে পাম;
ভেবেছ কি জানিনে হে
নেই মোর ছিটে দাম! |-)

১৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয় নাই :( কিছুই

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রোজার মাসে পেট পুরে খাও
ইবাদাতে নাইতো;
এমনি হলে খোদার দয়া
আসবে কেন কওতো? =p~

১৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: প্রথমে টসে ধরা, পরে ব্যাটসম্যানরা মারছে ম্যাচটা।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রামজানে খুঁজে খুঁজে
দীনহীন মিত্রা;
সেই ম্যাচে দিয়েছিনু
রোজার ঐ ফিতরা।;)

১৭| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩

চুরি যাওয়া আগুন... বলেছেন: হা হা। দারুন কবিতা। একজন ভারতীয় হলেও সম্পুর্ন বিনোদিত হলাম। গঠনমুলক সমালোচনা সবসময় কাম্য। দুই দেশেই এমন কিছু লোক আছে যারা সামগ্রিক সমপ্রীতির বাতাবরনকে নষ্ট করে। খেলার ফলাফল যাই হোক না কেন সবাই আনন্দ উপভোগ করুক এই কাম্য।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ বাড়ি ও বাড়ি মোরা
মাসতুতু ভাই;
উপভোগি খেলাটারে
খোশতো সদাই।

যে যা খুশি কয়ে যাক
ঠিক থাকি তুমি আমি;
সুযোগ না দিলে ধা'বে
লেজ উঁচে সব হারামী।

১৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৪৫

ব্লগ মাস্টার বলেছেন: হেরে গেছি
তাই এখন কেদে মরছি ।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বোকা নাকি ভায়া তুমি
মাথা কুটে কাঁদো কা?
আরিবাবা রোজামাসে
দিয়েছিতো সাদকা। :D

১৯| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: এবার না হয় হলো না।। কিন্তু সামনে আরো দিন আছে।। তখন এইদিনকে ঠেলে নেব, সেই দিনের কাছে।।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইডাতো ট্রেইলার
বাকী আছে পিকচার;
হুঙ্কারে দে জানান
আছে যত ফিক্সচার।

নেক্সট যত কাপ আছে
বাকী সবি আমগো;
বিশ্ব চিনছে মগো
দেয় ডরে দামগো।

২০| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৫৬

মাহমূদ হাসান বলেছেন: কি বাংলাদেশিরা কোথায় মুখ লুকোবেন????? আপনারা হলেন কাগুজে বাঘ, বিরাট কোহলি ঢাকার রাস্তাতে জুতো সেলাই করছে এই ফটো দিয়েছিলেন না??? কোহলি ঐ জুতো আপনাদের গলায় ঝুলিয়ে ঢাকাতে ফেরত্ পাঠিয়ে দিল, বলল দেখ কেমন লাগে??? এবারে কোন আম্পয়ার ম্যানেজ একচোখোমি করেছিল ??? আমাদের জাতীয় পতাকা কুকুরের গায়ে দিয়ে ফটো দিয়েছিলেন, এবার ঐ কুকুরের পেচ্ছাপ পান করে শুয়ে পরো, বাংলাদেশ একটা কথা প্রমান করল তেলাপোকার যতই পাখা গজাগ সে ফরফর করতে পারে কিন্তু বেশি দূর ওরবার কেরামতি তার নেই,
বাংলাদেশিরা আপনাদের একটা সাজেশান দি আপনাদের ক্রিকেটার দের ক্রিকেট ছেড়ে ডাঙ্গুলি খেলতে বলুন

- You just nailed it boy :D

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একম্যাচ জিতে বাবা
এত ত্বরা উড়ানি!!
ফাইনালে উঠে বুঝি
প্রাণ হলো জুড়ানি?

স্বাধীন রাষ্ট্র মোরা
খেলি মাঠে নিজরা;
তোমাদের মত নই
প্রাদেশিক হিজড়া।

হিম্মত থাকে যদি
হয়ে আগে স্বাধীন;
ফের টেস্ট দল গড়ে
কথা কইয়ো সেদিন।

প্রদেশের লেজসনে
অত কথা কাম কি?
দিল্লীর গোলামগো
আছে কোন দাম কি?

২১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৪

চির চেনা বলেছেন: দারুণ,অসাধারণ।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুনতো ক'লে ঠিকি
কইলেনা কারটা;
ছড়াখানি?নাকি বাপু
সেদিনের হারটা?:(

২২| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: :(

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা ঘটেছে,সে অতীত
প্লিজ ভেঙ্গে পড়োনা;
ছিনু আছি থাকবো
হাল কভু ছেড়োনা।

পরাজয় নয় এটি
স্রেফ এক ফ্লুক;
সেমির ঐ পরাজয়ে
নেই মোটে দুখ।

২৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২২

কামরুন নাহার বীথি বলেছেন:
শেষরক্ষা আর হলো কই!!!! :(

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুরা ম্যাচে হালাগোর
চেহারার কি যে ছিরি;
হারলেই কনফার্ম
করতো যে হারিকিরি।

দয়ার শরীল মগো
তাই দিনু ছাইড়া;
নেক্সট ম্যাচে নিমু ঠিকি
ইজ্জত কাইড়া। =p~

২৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:০৬

শায়মা বলেছেন: ইয়াবা খেয়েই তার মাথা গেছে ঘুরে
নিজকে ভুলিয়া সে যে মিছে ভেবে মরে!
ডাক দেয় অন্যের ফ্লেভারে জোরে
রোজ ঘাড়ে ধাক্কাতে ঘাড় নড়বড় করে ! :) :P

২৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ১০:০৩

ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.