নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'শুভ জন্মদিন\'\' প্রিয় গিয়াস উদ্দিন লিটন (একদিনের পুরনো পোষ্ট..............সামুই দায়ী)

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬


দু'হাজার সতেরোর
জুলাইয়ের থার্ড ডে;
ফেবুয় এসে দেখি,একি
লিটনের বার্থ ডে !!!

ছি ছি হায় লাজে মরি
দিনখানা গেছি ভুলে;
মন চায় রাগে দুখে
ফাঁস নিয়ে যাই ঝুলে।

আরে একি যে সে লোক
লিটনদা বলে কথা;
তারে না ভজিলে ছি ছি
জীবনই যে হাফ বৃথা।

কোথা নেই নাম তার
ব্লগ,ফেবু,সোনাগাজী?
যা ধরেছে,ফলে সোনা
কবো জান ধরে বাজী।

সহজিয়া লিখনীর
সাবলীল গদ্য;
ইদানিং টুকিটাকি
ছন্দেও সদ্য।

যা লিখেন,তা-ই হিট
অতি বোধগম্য;
লিখার ভূবনে তিনি
প্রিন্স অফ রম্য।

গুরু কি মেনেছি সাধে
আমি নেড়ি পুচ্ছ?
তার ঐ মেধার কাছে
লাগে ভারি তুচ্ছ।

কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।

কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।

তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।

সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।

কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা লিটনদা
শুভ শুভ জন্মদিন।

মন্তব্য ৬৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


গোয়াস উদ্দিন লিটনের জন্য অনেক শুভেছ্ছা রলো; তিনি খুবই সফল ব্লাগার ও জনপ্রিয় লেখক।

উনার এই বিশেষ দিনটিকে গদ্যে সাজিয়ে লিখলে ভারী হতো; ছড়া মড়া হালকা বাহন, বাচ্চাদের সাহিত্য

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিষম খাওয়ার দশা
কে এলোরে খুক খুক;
কাকু হিজ হাইনেস
কোথা রাখি এত সুখ!!!

তোমা যথা নই বাপু
সে গুণের মাস্টার;
কম কি করেছি বাপু
গদ্যের চেষ্টার??

ছাগলে হয়না কভু
ক্ষেতে বিলে হালচাষ;
তুমিই করগো তাহা
চষে যাও সাব্বাস। :P

আমি থাকি ছড়া নিয়ে
এটুকুনি ধরে জান;
বুঝনা ক্যা কাকু তুমি
আমি আজো পোলাপান। ;)

২| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


স্যরি, গিয়াস উদ্দিন লিটনের নাম লিখতে টাইপো হয়ে গেলো, স্যরি আবারো।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলচুক ব্যপার না
মানুষেরি হবে তা;
নির্ভুল দুইপেয়ে
এয়েছিলো কবে তা?

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:০৪

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভাই ( গিয়াস উদ্দিন লিটন)।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও লিটুদা,কোথা গেলে
ওয়িশ করে ধ্রুবক আলো;
হামেষাই থাকে পাশে
পুলাটা না বড় ভালো। :)

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


গিয়াস উদ্দিন লিটনের জন্য অনেক শুভেছ্ছা রলো; তিনি খুবই সফল ব্লাগার ও জনপ্রিয় লেখক।

উপরে-করা আমার ২টি মন্তব্য মুছে দেন, প্লীজ; ব্লগারের নামে টাইপো হয়ে গেছে, স্যরি!

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমায় পেয়ে এ মন
ঝলমলে খুশীতে;
হলে হোক ভুলচুক
পারবোনা মুছিতে। =p~

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,




হায় ! হায়! শুভ জন্মদিন,
না কি জন্ম বার্ষিকী ?
করিয়াছেন এ কি !!!!!!!!! B:-)

দিয়েছেন তো ফেলে ঝামেলায়
লিটন এখন কি ভাবে
টেকো মাথার চুল সামলায় ???? :-P

একজন ঋদ্ধ ও প্রাংশু লেখক যিনি "অল -ই - ওয়ান " বিশেষ করে নিখাঁদ রম্যে, যার জুড়ি মেলা ভার ; তাঁর এই বিশেষ দিনটিতে এমন সহাস্যেই জানালুম শুভেচ্ছা ।

আর আপনাকে কি বলবো ? জন্মদিনের ঘোষক ?????? B:-/ =p~

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমনিতে আমি বাপু
বুঝি ডট কম;
দিবস না বার্ষিকি
একি নয়া ভ্রম!!! B:-)

দিলে ভায়া মোরে ফেলে
নয়া এক ঝামেলায়;
এডিটটা করছিনা
ছন্দেতে না মেলায়। :(

'ঘোষক'রে করবে কি
দ্যাও দুটো লাথি;
ছোঁয়া পেয়ে নেক্সট যাতে
ভালো ছড়া গাঁথি। =p~

৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৫২

সামিয়া বলেছেন: গিয়াস ভাইয়ের জন্মদিনে
কবি সুকুমার লিখেছেন ছড়া,
জন্মদিনের কেক এর সাথে তাই
এক কাপ কফি চাই কড়া।। ;) ;)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবেলায় ভায়া তুমি
সামলাও জীভটা;
সাফ কই লিটনদা
দুনিয়ার কিপটা। B:-/

চা-য়ে যদি মাছি পড়ে
তা-ও খা'ন চুষে;
হাওয়া খেয়ে ব্রেকফাস্ট
সাড়ে প্রত্যূষে। :|

ঈদ কিবা বার্থডে
যে দিবসই হোকনা;
ট্রিট মানে বারোমাসি
তার কাছে শুকনা। /:)

৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গিয়াস উদ্দিন লিটনের শুভ জন্মদিনের শুভেচ্ছা।


ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিটনদা দেখে যাও
এসেছেন হেনা ভাই;
থ্যাংক্স যা যা দেয়ার তা
নিজে দাও আমি যাই। :-B

৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:০৭

জুন বলেছেন: শুভ জন্মদিন গিয়াস উদ্দিন লিটন !:#P
এত সুন্দর ছড়া লিখে দিনটি স্মরন করার জন্য আপনাকেও ধন্যবাদ কি করি ।
+

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উয়িশ করো ভালো কথা
আমারে ক্যা দ্যাও পাম?
ভেবেছ জানিনে বুঝি
নেই মোর ছিটে দাম? |-)

থাক থাক লাগবোনা
যত মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সেকি ছাই কম জানি? :-<

৯| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

ক্লে ডল বলেছেন: গিয়াস উদ্দিন লিটনের জন্য জন্মদিনের শুভেচ্ছা!! তাঁর সফলতা কামনা করি।

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্লে ডলের শুভেচ্ছা
দিতাছিগো পৌছে;
নারদের নাই খোঁজ
জানিনাগো কও সে? /:)

১০| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা লিটনদা
শুভ শুভ জন্মদিন।
--- !:#P

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কপি করে আজ তুমি
কমেন্টা সারলে;
আজ বুঝি না কয়েই
পামখানা মারলে? :D :P

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একজন সফল ব্লগার বলা চলে উনাকে।তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই।ব্লগারদের মাঝে এমন ভাতৃত্ববোধ দেখে ভালো লাগে। :)
উনাকে বলবেন,ট্রীটের ব্যাবস্থা করতে। ;)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোক আর পাওনা হে
তার কাছে চাও ট্রিট!
নারী ছাড়া তার কাছে
বাকী মোরা সব কীট।

আপুদেরি সনে তার
রাজ্যের সখ্যতা;
নারী পটানোতে আছে
জাদুকরি দখ্যতা।

নারী দেখলেই ব্যস
বুক তার হিমালয়;
তুমি-আমি কাছে গেলে
গনগনে ভীমালয়।

মুখে তার ফোটে খই
আপুদের সনে সদা;
তাগোতরে চাইনিজ
মগোতরে ভীমগদা। X((

১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই ! ;) এখন রইলাম কেক খাওয়ার অপেক্ষায় ! !:#P

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের সেই একি কথা
চাই কেক কেক!
ঠিক আগের কমেন্টা
করো ভায়া চেক। /:)

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভ জন্মদিন জানাই প্রিয় ব্লগারকে..


ভাল থাকুক লিটন ভাই সবসময়

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ঐ উয়িশখানা
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে প্রিয় ভাইয়াকে! :)

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি তারে ভাইয়া ডাকো
সে তোমাতে ফিদা;
সে আমার দাদা হলে
তুমি হও দীদা। ;) :P

১৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ জন্মদিন ।

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
জুলাইয়ের থার্ড ডে
হ্যাপী হ্যাপী বার্থডে

১৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



হা হা হা ঠিকই বলেছেন ভাই,
সামুই দায়ী আমার দোষ নাই।
এত্তবার চেষ্টা করেও পারিনাই
ঢুকতেই! আজকে দিলাম তাই।

জন্মদিন শ্রদ্ধেয় লিটন ভাই-এঁর
জানতাম না তারিখ, তবুও ফের
শুভেচ্ছা দিতে পারি জন্মদিনের!
আপনার প্রাপ্য এই-প্রাপ্তি সুখের।




০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সারাদিন অমানুষি
করি শত চেষ্টা;
সামুর খবর নাই
হাল ছাড়ি শেষটা।

পরিশেষে বাসি উয়িশ
উপায়টা না পেয়ে;
রাগে তাই লিটনদা
ফিরলোনা তাকিয়ে। :( /:)

১৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমার প্র্রিয়দের একজন।। অনেকে শুভেচ্ছা তার জন্য।। সাথে আপনাকেও।।।

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয় সে তোমার একা
প্রিয় হেথা সকলের;
পারবেনা কেউ কভু
জায়গা সে দখলের। :)

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:৪৭

উম্মে সায়মা বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই।
ছন্দে ছন্দে সুন্দর উইশ করেছেন :)

০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলে কি সুন্দর?
ছড়াখানি খাসতো?
সুন্দর যদি হতো
লিটনদা আসতো............. /:) B:-/ :(

১৯| ০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪২

নাইম রাজ বলেছেন: শুভেচ্ছা থাকল একটু কষ্ট করে জানিয়ে দিয়েন ।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাড্ডেটা লিটনের
খাটাচ্ছ আমারে;
নারদের নেই খোঁজ
পারছিনা বাবারে। #:-S

ঠিকাছে ঠিকাছে বাপু
এইবারি শেষ;
তোমাকেও শুভেচ্ছা
লোক তুমি বেশ। :)

২০| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০০

মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব
ভাইয়ার জন্মদিনে।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুল যে এনেছ কিনে
কোথা তার নমুনা?
বাবারে কি চাপাবাজ
থাক আর কমুনা। :P ;)

২১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

ওমেরা বলেছেন: লিটন ভাইয়াকে জন্মদিনে শুভেচ্ছা লিটন ভাইয়াকে জন্মদিনে শুভেচ্ছা


আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংক্সতো তোমারে দেবো
ফুল সেকি সুন্দর;
দেখাতেই লাগে সুখ
ভরে আহা অন্দর। :)

২২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা লিটনদা
শুভ শুভ জন্মদিন। :)

কাল হলো ফেবুতে
উইশ শুভকামনা
সামুতে যে কি হল
নাই কোন ঘোষনা!

বাংলার গিয়াস উদ্দিন
ছিলেন আজমে শাহ
লিটন ভায়াও হেথা
লেখার বাদশাহ :)

দারুন বলেছ ভায়া
ছড়ায় ছড়ায়
এরপরে বলবকি
খুঁজে নাহি পাই ;)

মন থেকে করি দোয়া
পাপী তাপি বান্দায়
লিটন ভায়ার হায়াত
যেন বাড়ান খোদায়।



০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুর কান্ডখানা
সইতেও না পারি;
কইতেও পারিনে তা
আদারের ব্যপারি।

আসলেই ভাবিনি তা
উপমার ভুলখানি;
ঠিক ঠিক লিটনদা
বাদশা এ সুলতানী।

এ কারণে লাগে গুরু
বিনে নাহি মুক্তি;
ভৃগুদার চরণেই
সঁপিলাম ভক্তি।

ছড়া নিয়া হুদাহুদি
দিয়োনাকো মিছে পাম;
খুব জানি কি যে লিখি
নেই মোর ছিটে দাম।

বাড্ডে বয়রে মোরা
সকলেই ভালোবাসি;
হোকনা সে লেট তবু
শুভেচ্ছা রাশি রাশি।

২৩| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ হউক জন্মদিন

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ যে দেখি জানেমান
কেমন আছো জানটুশ?
কতদিন পরে দেখা
পেয়ে মন মহা খোশ।

২৪| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

গিউলি ভায়ের জন্মদিনের অনেক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা! ভাল লেগেছে ছড়াটি! আর চাদগাজী ভাইয়ের এক নং মন্তব্যের প্রতিউত্তরের ছড়াটিও বেশ লাগল।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামখানি ক'লে খাসা
শর্টকাটে গিউলি;
আজ থেকে এই নামই
হোক তার নিউলি। ;)

গাজীদারে যা কয়েছি
তারই কথা ডিউলি;
কমেন্টে দিলখোশ
তোমা তরে শিউলি। :-B

২৫| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

আলভী রহমান শোভন বলেছেন: শুভ জন্মদিন গিয়াস ভাইয়ু। :)

মজার ছড়া হয়েছে কি করি আজ ভেবে না পাই ভাইয়ামনি। :`>

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানালুম শুভেচ্ছা
তুমি পেলে মজা!
এরচেয়ে হয়নাগো
কবির আর সাজা। |-)

২৬| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




রাগ নয় রাগ নয় ভাই,
হয়তো পায়-নি খোঁজ
জানলে দেখতো তাকাই
লিটন ভাই ভাল লোক।

বেঁচে থাকুক ব্লগ জুড়ে
আন্তরিক প্রচেষ্টা এমন,
ভালোবাসা মমত্ববোধে
বাঁধা থাকুক প্রতি লগন।

০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাগ নয় লিটনদা
জেনুইন মিনসে;
ছবি-মোর প্রেম দেখে
করে শুধু হিংসে।

যাগো সনে মোর প্রেম
তাগোতেই তার চোখ;
সারা'খনই পিছে লেগে
মিনমিনে ছোঁক ছোঁক।

নাহি সয়ে নাহি কয়ে
একা একা জ্বলছি;
তোমারে আপন জেনে
কথাখানি বলছি। :-< |-)



২৭| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ছন্দ দেখলে হিনসায় মরি, অন্যের হলে আরো বেশী।

২৮| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আমায় নিয়ে লিখে ছড়া
করলে আমায় ধন্য,
আনন্দে আপ্লুত হয়ে
নাচছে এ নগন্য।

জন্ম দিনে তোমার এ পোস্ট
আমার সেরা পাওয়া ,
যদিও ছড়ায় মোরে
দিয়েছো বেশ হাওয়া ।

তোমার ভালবাসার কাছে
হয়ে আছি ঋণী,
শোধ হবেনা এ ঋণ তোমার
জানি কোন দিনই ।

তোমার জন্য অনেক দোয়া
সাথে শুভ কামনা,
আজীবনই থাকো হয়ে
লোক মোর আপনা।

অনেক পাঠক, মন্তব্যকারী
এই পোস্টে আসায়,
মনটা আমার ভরে গেল
তাঁদের ভালোবাসায়।

২৯| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবি আপু আন্তরিক
তাকে কিছু না বলেন,
ব্লগ জুড়ে নিত্যদিন
উৎসাহ দিয়ে ফেরেন।

হিংসুটে ছবি আপু
বল্লেই তো মানি না,
বিরুদ্ধে বললে বাপু
কাউকে'তো ছাড়ি না।

নিরহংকার আপু মোর
আছে প্রমাণ কতশত,
আপু'মনে বেদনার সুর
ভাবি ব্লগের কলঙ্ক।।

৩০| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য যাই করুক
চাঁদগাজী ভাই
সবার আগে উনাকে
ধন্যবাদ জানাই।

আমরা সব বাচ্চালোগ
সামুয় করি কিডিং
কেউ আবার কোলে বসে
খায় শুধু ফিডিং।

৩১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা জানিয়েছেন
প্রিয় ধ্রুবক আলো
আজীবন তার মন
থাকে যেন ভাল।

৩২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: " বিশেষ করে নিখাঁদ রম্যে, যার জুড়ি মেলা ভার''
আহমেদ জি এস এর এ কথায়
লাজে লাল কান
যদিও নিছক তিনি
করিয়াছেন ফান।

৩৩| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ইতি সামিয়া ঠিক বলেছো
এ মোদের সুকুমার,
ছড়া ছন্দ লিখেন তিনি
ভীষণ ধুন্ধুমার।

৩৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হেনা ভাইএর শুভেচ্ছায়
হলাম আমি ধন্য,
অনেক শুভ কামনা
হেনা ভাইএর জন্য।

৩৫| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুন আপুর মন্তব্যে
কর কেন ঢং
তুমি গুণী ছড়াকার
নয় মোটে রং ।

৩৬| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে
বুকে পেলাম বল
ধন্যবাদ জানবেন
বন্ধু ক্লে ডল।

৩৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার আপনা লোক
নন মোটে পর
ধন্যবাদ জানবেন
কবি সুমন কর।

৩৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

আমি ইহতিব বলেছেন:

শুভ জন্মদিন প্রিয় লিটন ভাই।

৩৯| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:
গিয়াস উদ্দিন লিটনের শুভ জন্মদিনে রইল প্রাণডালা শুভেচ্ছা ।
কি করি আজ ভেবে না পাই ভাই এর সুন্দর ছড়ায় হলো তা ভাল করে জানা ।

ধন্যবাদ সাথে রইল ভাল থাকার শুভ কামনা।

৪০| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সোহানী বলেছেন: হায় হায় লিটন ভাইয়ের জন্মদিন গেলো অথচ কোন পার্টি-টার্টি হলো না..... এ কেমন কথা।

তাড়াতাড়ি শায়মারে খবর দেন... কেক আর বিরিয়ানীর ব্যবস্থা করবে সে। গিফট নিয়া চিন্তা কইরেন না .... কি করি ভাই সবার পক্ষ থেকে তার ও ব্যবস্থা করবে।

শুভ জন্মদিন প্রিয় লেখক (লেইট)..........

৪১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

রানার ব্লগ বলেছেন: জন্মদিন শুভ হোক !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.