নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

কবি

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮


কবির আজ মন ভালো নেই
বুকে জমাট ভারটা;
মন মেলেনা ভারটি নেবার
মন দেবে কি ধারটা?

কবির চোখে জল এসেছে
অশ্রু ধারার ঝর্ণা;
কিইবা এসে গেলো অতে
কবির মন যে মন না।

কবির মনে আলসি জাগে
ভর করেছে ক্লান্তি;
সুখ কি আছে তার জিরোবার
না লিখে নেই শান্তি।

অভিমানেই মরলো কবি
কষ্ট কি তার গভীর;
বুকেই পোষে,কেউ বুঝেনা
কষ্ট কত কবির।

কষ্ট তুলির সে ক্যনভাসে
আঁকেন কবি ছবি;
কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৩

দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল লাগল

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বললুম হেথা কষ্ট কথা
লাগলো তোমার ভালো!
আগেইতো কই কেউ বুঝেনা
আরো যে বাড়ালো। ;) =p~

২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭

নাবিক সিনবাদ বলেছেন: তাই.........???

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি কবো কেমনে তা
সুধাও তা কবিরে;
জানোইতো হুদাহুদি
লিখা মোর হবিরে। ;) :D

৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

রাবেয়া রাহীম বলেছেন: ভাংগা সপনের আচরে কষ্টের ক্যানভাসে ফোটাই না বলা কথা
কেউ না বুঝুক লিখেই শান্তি এ যে বিধাতার কৃপা!

বাচ্চা মন খারাপ কেনো?

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিছুই হলোনা করা
হুদা দিন গড়ালো;
ফিসফাস বেশ বুঝি
দিন প্রায় ফুরালো।:(

৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

তপোবণ বলেছেন: 'আজ আমার মন ভালো নেই,
বসছেনা মন কিছুতেই।
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদুর আকাশ থেকে
কিছু রঙ এনে দাওনা।
হুম..
আজ আমার মন ভালো নেই।'

এই গানটি বোধহয় কবির জন্যই গাওয়া হয়েছে। থ্যাংকু কবি এবং সানি জুবায়েরকে।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেউবা এঁকে কিংবা গেয়ে
হাল্কা করেন মনটা;
লিখে কবির ব্যথাই বাড়ে
কওতো উপায় কোনটা?:(

৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



কবিদের মনে উপর অন্যদের ছায়া পড়ে, সেটা একটা সমস্যা

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনের গহীনে কবি
বসিয়েছে আয়না;
আয়নার জ্বালা ভারি
সে বুঝানো যায়না।:(

৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্টও ভালো লাগলো ভাই, লাইক



কবির কষ্টে লাইক দেইনি ভাই,
লাইক দিলাম সুন্দর ছড়া কবিতায়।
হাতে মদের গ্লাস দেখে ভাবাই,
কষ্টে পড়লে কবিরা বুঝি মদ খা-য়!!

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মদ কোথা পেলে ভায়া...........
আরে আরে তাইতো!
ছি ছি দেখো কান্ডটা
আগে দেখি নাইতো। B:-/

৭| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেন কেন কবির আবার কি হল, কবির মন খারাপ থাকলে থাকুক। আমাদের ছড়াকার ভাই ভাল থাকুক।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়াকার প্রামানিক
আছে ভারি মৌজে;
বিয়েতো করেছে দুটো
ঘর ভরা বৌ যে। ;) :P

৮| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: কবির কষ্টে সমবেদনা রইলো । আমি বুঝেছি ।

++++

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কষ্ট তুলির সে ক্যনভাসে
আঁকেন কবি ছবি;
কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
অভিমানেই মরলো কবি
কষ্ট কি তার গভীর;
বুকেই পোষে,কেউ বুঝেনা
কষ্ট কত কবির।


লেখক ও কবিরা হলেন জাতির বিবেক !!! এখন কবির মন খারাপ মানে, জাতির বিবেকের মন খারাপ ! কখনো তা জাতিকে বুঝবে না, ভায়া। :(

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে বলেছে কবি বিবেক
কবিরা সব কাক;
কাক-শকুনের কামটা কিগো
হোক পুড়ে সব খাক। X((

১০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

এম আর তালুকদার বলেছেন: কবির কথা কাব৽ে লেখা
মনের অশ৾ু যায়না দেখা
বুঝে নিও অনুভবে
নীল রঙে আমায় পাবে।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিরে কবিই বুঝে
শান্তনা এইতো;
আপন করেছো বেঁটে
অভিমান নেইতো।

১১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৯

শায়মা বলেছেন: হঠাৎ করে উদাস হলে
মানাচ্ছে না মোটে.....
কবি ছবি দেখে না
কুলাচ্ছিলো কিছু ঘটে....

পরে আবার হলাম
আমি এট্টু কনফিউজ
ভাইয়ামনি আনন্দকেই
করো তুমি চুজ!!! :)

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আনন্দ আশ্রমেই আছি
জানোইতো মোর ব্রত;
চ্যাঁড়ামো সে করেই যাবো
থাক না শত ক্ষত।

তাও ভেবেছি লিখেই ফেলি
গহীন কোথাও দুখ;
মানুষইতো,পশুতো না
হাল্কা করি বুক।

১২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কাউয়া না ভা্উয়া,
এরা হলেন ‘লাভ ইউ স্পেশালিস্ট’ =p~

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিরা বিরহে মরে
বিষে বেঁচে থাকা;
কাকেরাই করে প্রেম
লাভ্যু স্বরে কা কা।

১৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: অভিমানেই মরলো কবি
কষ্ট কি তার গভীর;
বুকেই পোষে,কেউ বুঝেনা
কষ্ট কত কবির
- চেনামুখ ভেসে ওঠে।
সুন্দর কবিতা। কবিতায় ভাল লাগা। + +

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কাব্য ভীড়ে
আমি অতি নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

১৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

সোহানী বলেছেন: হঠাৎ কি হলো কবির!!!!!!!! মন খারাপ কেন... এতো কস্টের ফোয়ারা কেন... জাতি জানতে চায়...................

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোর ব্লগে সোহানীপু
রেগুলার আসেন ক্যান;
সেই দুখে কাঁদে কবি
হুদা করে প্যানপ্যান। ;)

১৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: কবি কি হলো !!! মন খারাপ করবেন না, আমরা সাথে আছি।

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত কও পাশে আছি
পাইনেকো ভরসা;
শায়মাটা তেতে আছে
নিয়ে বটি-বর্শা।

টুকিটাকি ছড়া লিখি
ডাইনীর সয়না;
হিংসেয় জ্বলে মরে
সনে কথা কয়না।

শুনেছি সে করে প্ল্যান
দেবে মোরে সরিয়ে;
যে মারবে তারেই সে
দেবে মালা পড়িয়ে।

সে-ই শুনে গেমু-মায়া
গুন্ডারা করে ভীড়;
খুশীতে আঁটেনা আর
বিলোচ্ছে ছানা ক্ষীর।

জানোইতো ডায়নীটা
মায়াবতি রূপসি;
যতই হোকনা বীর
রূপে যায় চুপসি।

পুলাপান সব তারে
দেখে যায় চিমসে;
তোমারো ভরসা নেই
তুমি যা না মিনসে। /:)

১৬| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবির আঁকাআঁকি
মন্দ সে তো নয়
সময় মত কবিতা
লিখা হলেই হয়। :P

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমরাতো কবিয়াল
আমি অতি তুচ্ছ;
কবি ভীড়ে লাগে মম
সারমেয় পুচ্ছ।

তুমি লিখো অবিরাম
মোর মসি চলেনা;
কাব্যে খেলেনা মাথা
ছন্দেরা বলেনা।

লিখাতো দূরের কথা
ভালো কিবা মন্দ;
কি লিখবো,আঁকবো কি
সে-ই নিয়ে দ্বন্দ্ব। |-)

১৭| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

মার ঝাকি কবির ঝোলা ধরে.....
কিছু কষ্ট যদি বেড়িয়ে পড়ে...
আমিও দেখি কিছু
তাই তো কবির পিছু.............
মার ঝাকি, মার ঝাকি ধরে...

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভারি নিঠুরগো
মারলে কি ঝাঁকিরে;
ব্যাথায় কঁকিয়ে জোরে
কাকীরেই ডাকিরে। :-<

কষ্ট বেরুনো দূর
যায় আরো বেড়ে;
কেমন সখাগো তুমি
জান নেবে কেঁড়ে? B:-)

১৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: মন ভাল করার জায়গাই তো এটি।। কথা বলুন, হাসুন, হাসান।। যেমনটা আমি করি।। তবে কথাাই বলি।। হালকা করি নিজেকে।। আমি তেমন "বোদ্ধা" নই কোন ভাবেই।। তাইতো নজরুলের মত, কাফেরও আমি যবনও আমি!! এত সহযেই বিচার্য!!
কথায় বাহুল্য হলে ক্ষমা করবেন।।

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে হালকাতে
দিলে যা যা বাণী;
মূর্খ হইয়াও বুঝি
তুমি উঁচা জ্ঞাণী।

বাহুল্য কোথা ভায়া
কথাইতো ক'লেনা;
ঢঙঢাঙ দেখে তোমা
গা-টা যা জ্বলে না.............. B:-/

১৯| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৬

জাহিদ অনিক বলেছেন: কবিদের এত মন খারাপ থাকে কেন ? কবিদের কি মন ভাল থাকতে নেই ?

ছন্দে-দ্বন্দে-আনন্দে-প্লাস

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমস্যা সেখানেই
কবি মনে দর্পন;
জগতের যত দুখ
কবিতেই অর্পন। /:)

২০| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭

আলভী রহমান শোভন বলেছেন: ভাল্লাগসে ! পোস্টে প্লাস। :)

তা কবির মন খারাপ কেন?

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোটা লেগেছে জেনে
বেশ ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।

মনের কি আছে কূল
কত তার রঙ্গ;
এই হাসে,এই কাঁদে
এই হৃদ ভঙ্গ।

২১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আইলাভিউ এমন কমেন্টে কেমন লাগে আপনার ? ;)

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেয়েরা ক'লে লাগে ভালা
পুলা ক'লে থমকায়;
'গে-হোমো'র মামলা কি?
কলজেটা চমকায়। ;) :P =p~

২২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ২:২১

হিমাদ্রী হিমু বলেছেন: কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।

অসাধারণ..!!!

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝেনা সে বাকি লোকে
কবি বলে বুঝ তা-য়;
বিশাল হিমাদ্রী বুকে
কবিদের মেলে ঠাঁয়।

২৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৫

উম্মে সায়মা বলেছেন: কবিদেরই শুধু মন খারাপ থাকে। না না যাদের মন খারাপ থাকে তারা কবি হয় ;)
ছড়িতা ভালো লেগেছে.....

১৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এতো দেখি নয়া এক
গ্যাঁড়াকলি দ্বন্দ্ব;
আসলেই ঘটনা কি
ভেবে খুঁই ছন্দ। B:-)

২৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: অ-কবিদের বলি--

তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'চার লাইনে ভায়া
বাঁধলে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ। #:-S

২৫| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: কষ্ট তুলির সে ক্যনভাসে
আঁকেন কবি ছবি;
কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।


...................কবি হতেও পারবো না কোন দিন আর না পারবো কবি মনের কষ্টের হদিস পেতে :(

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রকৃতির কবি তুমি
ভ্রমনিয়া কাব্য;
সে মুরোদ নেই মগো
তোমা নিয়া ভাববো। :(

তোমার ভাবের কাছে
মোরা সবে লিলিপুট;
দেখে সিঁটকিয়ে কও
যা যা মাই সিলি ফুট। /:)

২৬| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ বেলায় থাকনা চা
চলো খাই মদিরা;
'বাবা'ই বা মন্দ কি
খুশি হবে বদিরা। =p~

২৭| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মনের কথা বলেছেন, ভায়া । =p~

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি কই মনকথা
তুমি দ্যাও চা তিতে;
মদ কি সাধেতে খাই
খাই দুখ চাপিতে।

২৮| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওমর খৈয়াম লিখেছেন,
ঢালো সাকি সুরা মিটাও পিয়াসা
কাল নিশীথের ভরসা কই?
চাঁদনী জাগিবে যুগ যুগ ধরি
আমরাতো আর রবোনা সই।


কি করি এযুগের ওমর খৈয়াম
সঙ্গে রাখছে মদের বৈয়াম
আমরা কি তা সবারে কই? :P :P


১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ভায়া অলোয়েজই
কও বেশি বেশি;
মোটেই তা মদ নয়
ফেন্সির শিশি।

ডান হাতে আছে দেখো
শালটুর স্টিকটা;
ডাল-গাঁজা এক হলে
মারে সেকি কিকটা।

ফয়েল পেপারও আছে
বাবা টেনে নেবো সুখ;
এসো কভু মিলে খাবো
ভুলে যাবে যত দুখ।

ফিলিংস না হলে বাপু
ছন্দটা আসেনা;
নেশাতেই মজি তাই
মেয়েরা ভালোবাসেনা। |-)

২৯| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

মামুন ইসলাম বলেছেন: কবির লেইগ্গা সমবেদনা থাকলো ।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায়তো লাগে বাপু
দুখ দেখে দিলখোশ;
সকলেই মজা লয়
আফসোস আফসোস। /:) B:-/

৩০| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

সামিয়া বলেছেন: সুকুমার একী গো
ব্যথা ভরা বুকে!!!
আছি মোরা পাশে তার
সুখে কি'বা দুঃখে ।।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামিয়াও পাশে আছে
বাঁদরটা জানতোনা;
আহা আহা দিলখোশ
দুখে ইয়া সান্তনা।

৩১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



কত কথা বলেন ভাই
জনে প্রতিউত্তরে,
মুগ্ধ হয়েই ফিরে যাই
ধন্যবাদ কবি-রে।

কবি মনে যদিবা সুখ
দুঃখ পায় প্রাধান্য,
কষ্টবোধ যত'ই হোক
বুঝিবে-তা অসাধ্য।

দুঃখে ডুবিয়া-ও কবি
দিয়ে-যান কত সুখ,
জনমনের আঁকেন ছবি
আনন্দে ভরাই বুক।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিই বুঝলে সখা
অভাগারি দুঃখ;
বুঝলোনা কেউ আর
দুখে ফাটে বক্ষ।

তোমারে লুকামু কিগো
কই দুটো ঘটনা;
খুব করে বুঝে নিও
ভেবো মোটে ছোট না।

চিঠি লিখি ব্লাড দিয়ে
''ভালোবাসি তানিয়া'';
হারামীটা কত বদ
দৌড়ায় দা নিয়া !!!

গিফটে সুমিরে কই
চল করি পিরিতি;
চড় খেয়ে বুঝি শালী
ব্ল্যাকবেল্ট কারাতি।

মাইয়াগো কাছে জেনো
মন হলো খেলনা;
খেলে যেই মন উঠে
ছুড়ে মারে ঢেলনা।

তুমিই বলোনা ভায়া
কত চাও কাহিনী;
মাইয়াডি সব বদ
কাল সাপ নাগিনী।

সময় থাকতে সবে
হয়ে যাও সাবধান;
একা আছ,বেশ আছ
হয়োনাকো বলিদান।

শেষকথা বলে যাই
যত আছ সিঙ্গল;
ভুলেও হয়োনা কেউ
নারী সনে মিঙ্গল।

৩২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

সিঙ্গাম স্যার বলেছেন:



মজার কবিতা দিছেন গুরু
মনের কষ্ট আর উঁড়ু উঁড়ু
দূর হবে পেলে সুন্দরী বধূ

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আইয়াম্মা এত দেখি
স্বয়ং এলো সিঙ্গাম;
দিল হলো বাগবাগ
মুখে পুরে চুইংগাম।

লাভ কিবা বধু পেয়ে
পর-বধু টানিয়া;
মেয়ে খোঁজ থাকলে কও
হই খুশী তা নিয়া।

৩৩| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬

মিঃ মটু বলেছেন: কবির দুখে মন কান্দে আমার

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেঁদে আর কাম নাই
চলো মিলে খামু চা;
আলবাৎ সাথে দিমু
গ্রম গ্রম সমুচা।

৩৪| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭

মিঃ পাতলু বলেছেন: কান্দিস না মটু, আমি আইছি......

কবি ভাইর এত দুখ কিসে!!!

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানমুনা ক্যান কও
বক্সার বিল্লা;
বানালো তন্দুর মোরে
মনসুখে কিল্যা |-)

৩৫| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

শূন্যনীড় বলেছেন: কবিদের কষ্টই সঙ্গী হয়ে রয়!!

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজ্যর দুখ যেনো
কবিদেরি ঠ্যাকা;
কাঁদে একা,সয় একা
যায়না তা দেখা।

৩৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
ধুম ধুম তা না না
কষ্ট দে চার আনা-
অভিমান অপমান
দু আনা'র বিড়ি টান
লাল বাতি নীল বাতি :-B
কবিটার বুক ফাটি
ধুয়া ধুয়া ওই মেঘ
ছ আনা'র মিল্ক সেক
সাথে তিন দারু পেগ
খায় দায় ছবি দেখ
গালফ্রেন্ড লাল গাল
বিড়ি ফুঁকে বেশামাল
কবি সাবের ঝোলা ভরি
ষোল আনা গাঁজাখুরি........ :P




য়ুই মা................. :P

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কষ্টেও মজা পাই
শুনে এই মশকরা;
যাই কও ভায়া তোমা
আসলেই রস কড়া।

অভিমানে বিড়ি টানি
মদও খাই সত্য;
তবে বাপু ''লাল গাল''
অতি ভুল তথ্য।

আজতক মিলেনি সে
প্রেমিকার সঙ্গ;
খোমা দেখে যায় ভেগে
হৃদ করে ভঙ্গ।

নেশা কি এমনি করি
দুখে ফাটে বুকটা;
তাইতো নেশার তরে
সতত এ ঝোঁকটা। /:) :(

৩৭| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

এম আর তালুকদার বলেছেন: .
কবিদের আসরে সুখ দুঃখ একাকার
সদা মুখে হাসি থাকে
কাঁদে তারা কোন ফাকে !
কষ্টে বুক ফাটে
তবুও তারা সুখি বটে,
দিন নাই রাত নাই
লিখে যায় কাব্য
কলমের আঁচরে আঁকে ভবিতব্য।

৩৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ছড়া বরাবরের মতই আইটেম ছড়া হইছে । ভালো লাগল তবে মন খারাপ হইল
আবার কার কথা মনে করে ? ;)

৩৯| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:

কষ্ট তুলির সে ক্যনভাসে
আঁকেন কবি ছবি;
কবির কষ্ট কবিই বুঝে
কবিরা এক সবি।
---

জীবনে কবি হতেও পারব না, কবির কষ্ট বোঝায় দায় তাই আমার নেই!!!

৪০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,



বুকে জমাট বাধা ভার নিয়ে মন খারাপ এক কবিকে ...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.