নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

মরার বাপ

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭



বাপে না হয় পালছে মোরে
খাওন-পরনও দিছে;
দায়িত্বইতো করছে পালন
কিইন্যা কি সে নিছে?

করছি বিয়া,বউরে নিয়া
থাকুম সুখে একলা;
বাপ হালায়ও থাকবো লগে
কিমুন ছাগল দেখলা!!

ও বুইড়ারে মরার বাপ
আর কতকাল থাকবি?
দোহাই লাগে যাছনা এবার
কছনা কবে ভাগবি?

মান থাকেনা বউয়ের কাছে
জ্বালাইয়া খাছ খালি;
যা না বাবা,আইবো কুটুম
শাশুড়ি আর শালি।

সুজা কথায় ঘি উঠেনা
দে হালারে ধাক্কা;
কামডা কি আর ঘরে বুড়ার
রাস্তা-ঘাটে থাকগা।

আক্কেলডা দেখছ বুড়ার
ভিক্কা কইরা খায়!!
বাপ পরিচয় জানলে লোকে
ইজ্জত আমার যায়!!!

মরারও আর পাসনা সময়
যেই মিটিংএ ব্যস্ত;
অমনি ফোনে মরার খবর
কত্ত বুড়ার প্যাঁচতো!!!

মরার বুড়া মইরা হালায়
তাও দিলি না শান্তি;
জানলে লোকে ভাববোটা কি
হায়রে যদি জানতি?

না বাবা না লাশ নিমুনা
যা খুশি তাই করো;
লাশের বোঝা কান্ধে নিয়া
ফাসমু নাকি ধুরো।

মিচকা বুড়া মরলি শেষে
সেই কবরেই গেলি;
কোন আক্কেলে মানুষরে তুই
পরিচয়ডা দিলি!!

শেষ কথাঃ
পাইল্যা পুলা,লিইখ্যা জমি
ঠাঁই মিলেনা ঘরে;
ঠাঁই দুরে থাক স্বীকৃতিও
পাইলিনা হায় মরে।

আঞ্জুমানে মফিদুল আজ
বাপের শেষ জায়গা!!
ভাবিসনারে ওরে খোকা
তেরা ভি দিন আয়গা।

মন্তব্য ৫৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতার বিষয় বস্তু আলাদা। আপনি যে বিষয় নিয়ে লিখছেন তা পড়লে ভিতরে একবার নাড়া দিলেও দিবে।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলাদা না এ যে আজ
ঘরে ঘরে চিত্র;
জীবনের মানে কি হে
কারে ভাবি মিত্র?? B:-)

২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ফেল কড়ি মাখ তেল বলেছেন: কঠিন সত্য কথাগুলো সুন্দরভাবে কবিতায় উপস্থাপন করেছেন।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কঠিন বানালো কারা
কে নেবে সে দায়?
কাল যে নিজেরি ডাক
কে ভেবেছে হায়? :(

৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আঞ্জুমানে মফিদুল আজ
বাপের শেষ জায়গা!!
ভাবিসনারে ওরে খোকা
তেরা ভি দিন আয়গা।


লেখা নচিকেতা স্টাইলের হয়েছে ! বিয়ে পরে শশুর বাপ, বড় বাপ হয়ে যায় ; এটা বাস্তব, গো দাদা । X((

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজ ঢঙে লিখি বাপু
মিললে সে কাকতালী;
গুলি মারো বাপ-মা'রে
কলিজা শাশুড়ি-শালী। B:-/

৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

তপোবণ বলেছেন: অন্তরের ঘুমন্ত কড়াটা নেড়ে দিলে বাপু।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমস্যা নয় ছোট
আজ এ যে মহামারী;
দ্বারখানা খুলে এসো
ভাবি সমাধান তারি। /:)

৫| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মিঃ মটু বলেছেন: আপনার ছড়ার মতোই সাম্প্রতিক এক ঘটনা ঘটে গেল!! বাপের লাশ দাফনেও পোলা আহে না!!
ছড়া ভালা লাগলো

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভেবেছি নামেই মটু
আকলেতে মটু না;
আরিবাবা লিখেছিতো
ভেবে সেই ঘটনা। :D

৬| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সনেট কবি বলেছেন:



মানুষ নামে অনেক মানুষ
নেইরে মানুষ আর
অনেক মানুষ হয়ে গেছেে
আস্ত জানোয়ার!

বাপ মায়েরে চিনেনা আর
বিয়ে করার পরে
সব ভুলে যায় কেমন ছিল
বাপ-মায়ের আদরে।

যাদের দানে খেয়ে পরে
হয়রে মানুষ বড়
ক্যামনে তাদের রাখে দূরেে
এমন অহরহ।

পাইনা ভাষা এদের জন্য
ঘৃণা করার তরে
না হয় যেন এমন সন্তান
কভু কারো ঘরে।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাইনা ভাষা এদের জন্য
ঘৃণা করার তরে
না হয় যেন এমন সন্তান
কভু কারো ঘরে।

আমিন আমিন সুম্মা আমিন
একি দোয়া খোদা তরে;
না দেন যেনো এমন আযাব
শত্তুরেরও ঘরে।

৭| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অপ্‌সরা বলেছেন: ভীষন মন খারাপের ছড়া ভাইয়া! :(

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া নয় এ যে আপু
জীবনেরি গল্প;
ঘরে ঘরে চলেছে তা
বেশি কিবা অল্প। :(

৮| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাপ যেমন আজ বুইড়া,
আর আমরা ছুইরা,
কেও কেও হইলাম মমতার কুইরা,
তবে একদিন আমরাও হমু বুইরা ।
হেদিন আমাগো পুলাপাইনো আমাগো কইবো হালা,
কেমন হইবো হেদিন ভালা । :(

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহ, ক'লে মনে গাঁথা
বিভীষিকা কিসসা;
জানিনে এ বালা নাকি
পাপেরই কি হিস্যা? B:-)

৯| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

মিঃ পাতলু বলেছেন: ছড়াটা হাছাই লিখছুইন!! পোলাপান কত্ত খারাপ অহন ভাই!!! বাপের দাফনএ করে না!!!

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মরারও আর পাসনা সময়
যেই মিটিংএ ব্যস্ত;
অমনি ফোনে মরার খবর
কত্ত বুড়ার প্যাঁচতো!!!

১০| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

উম্মে সায়মা বলেছেন: মন খারাপ হয়ে গেল ছড়া পড়ে :| কঠিন বাস্তবতা।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন খারাপে লাভটা কিগো
সময় হলো এবার;
রুখতে হবে এ ট্র‌াজেডি
সইবোনা আর নেভার। X((

১১| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

Al Rajbari বলেছেন: :((
হুম-!!
ভাববার বিষয়-!!

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবছো বুঝি এ'কদিনে
দেখলে যা যা চখ্যে;
ডিলেমাটা বাপ না পুতের
কইবে কাহার পক্ষে? :-B

১২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

বড় কষ্টের ছড়া দিয়েছেন ভাই!!
কয়েকদিন আগের খবরটা খুব পুড়িয়েছে আমাকে।

ছড়ায় মুগ্ধতা রইল প্রিয় কবি

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘটনার শুরু থেকে
বিষাদ এই মনটে;
নিবেদন নিজ সুরে
গাইবে কি কন্ঠে?

১৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

আশাবাদী অধম বলেছেন: কেউ প্রিয়তে নিলনা এখনো? আচ্ছা আমি নিচ্ছি!

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেবেই বা কেনো বলো
আছেই বা কি অতে? |-)
এ জীবনে এ প্রথমই
নিলো কেউ প্রিয়তে। :)

১৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


নিবেদন নিজ সুরে
গাইবে কি কন্ঠে?
"-- বুঝতে পারলাম না ভাই!! প্লীজ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কন্ঠে মুগ্ধ তোমা
তাই বলেছি যে;
সুর দিয়ে ছড়াখানি
গাইবে কি নিজে?

১৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ও হ্যা, চেষ্টা তো একবার করাই যায় ভাই, তবে আমি কোনদিন কবিতা আবৃতি করিনি। তবুও চেষ্টা করবো। দেখি কেমন হয়।
জানাবো ভাই

২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকে ওকে তাই সই
চেষ্টায়ই খুশি;
ভালো হলে ভালোবাসা
খারাপ হলে ঘুষি। :D ;) :P =p~ :-B

১৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৭

জীবলু বলেছেন: ছড়ার প্রেক্ষাপট অত্যান্ত হৃদয় বিদারক । প্রতিটি বিবেকবান মানুষের মনকেই নাড়া দেয় । ধর্মীয় শিক্ষার অভাবেই ঐ ভদ্র লোকের সন্তানদের আচরন এমন নিষ্ঠুর, অমানবীক ও হৃদয় বিদারক হয়েছে ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যস্ত যে যার কামে
কার ফিরে বোধ তাতে;
ধর্মীয় সংস্কারই
পারে তারে শোধরাতে।

১৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শী+ জাগ্রত হোক বিবেক ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ্লোগানই তা রয়ে গেলো
উপায়টা বলো না;
বিবেক ঘুমায় জেগে
কারো জাগা হলো না। /:)

১৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৭

পবন সরকার বলেছেন: এক কথায় দারুণ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেঁথেছিনু গল্পটা
স্পর্শিয়া কি করুণ;
সেই মরমিয়া তোমা
লাগিলো এত দারুণ!!!!!!!!!!

১৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা

ভয় দিলে হয় না
সুরের বাহারি
চেষ্টায় মিলে না
কিভাবে তা বলি!

তবুও প্রিয়র তরে
ছাড়িনি তো হাল,
দেখি একটু পরে,
পাই নাকি তাল।

২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয় না দেখালে ভায়া
আমলে তা নিতেনা;
ভয়েতে বিশ্ব জয়
না হলে তা জিতে না।

পটাপট ফটাফট
বের করো সুরটা;
তা না হলে বের হবে
চকাচক ক্ষুরটা।

২০| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

সনেট কবি বলেছেন:


ঊনিশের শেষে এসে
এক কুড়ি পুরালাম
সকলের প্রতিবাদে
মনটারে জুড়ালাম।

অনাচারী থাকে যদি
বুঝে নিক ঘৃণাভাব
ভাল হয় যদি এতে
বদলায় স্বভাব।

কবি কয় কথা দিয়ে
ব্যাথা ভরা কান্নায়
তবু যদি দূর হয়
এতে কার অন্যায়।

এ জীবনে কত জনেে
আছে কত কষ্টে
ভাল হয় বুঝে যদিি
এটা পথ ভ্রষ্টে।

আরো আরো লেখা চাই
বিবেকের ঔষধ
মানুষেরা যেন করে
জীবনের দায় শোধ।

২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগো ভায়া আজকাল
ভালো কেউ শুনেনা;
দাম নেই আনা-ছিটে
ভালো কেউ গুণেনা।

ফান পোষ্ট দিলে ব্যস
হিট লাইক ভরপুর;
ব্লগেতে হয়না জা'গা
দলেদলে সুড়সুড়।

কেউ নিক কি না নিক
কবি অত ভাবেনা;
সত্য ভাষনে কবি
কোথা কভু দাবেনা।

ধর্মেতে নেই মোরা
সেক্যুলার দর্শন;
কি করে করিছ আশা
রহমত বর্ষন।

প্রতিনিয়তই করি
খোদাসনে খোদকারি;
ফিৎনা ফ্যসাদে ভরা
অজাচারি অনাচারি।

বদলাবো এ সমাজ
যত তুমি কও বা;
সমাধান দেখিনাকো
বিনে সেই তওবা।

পথ সেই একটাই
ফিরে চলো ধর্মে;
বরকত রহমত
পেতে হলে কর্মে।

বলার আছে বলে যাই
কাজ মোর অতটুকি;
দেখেছেন সে মহান
যার তরে মাথা ঠুকি।

তিনিই দেবেন জাঝা
যদি হই মনপুত;
কবুল কি হলো নাকি
আশা,তা-ও খুঁতখুঁত।

২১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:০২

সচেতনহ্যাপী বলেছেন: মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরটা শুনে।। আজ আবার ছড়া পড়ে।। শুধু এটুকু জানি, ওরা শাস্তি পাবেই।। আজ অথবা কাল।।

২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে দেবে শাস্তি তারে
ছেলে বড় কর্তা;
ক্ষমতা থাকলেও কি
তুমি তারে ধরতা?

শাস্তি দেবেন খোদা
সে আশায় গুনি দিন;
নিজের অপারগতা দেখে
নিজেদেরি লাগে ঘিন। X((

২২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২০

শামচুল হক বলেছেন: করছেন কি ভাই এ কি!
বাপকে নিয়ে ভালই লিখেছেন দেখি।

২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে ছাই পড়েছোগো
হলো এক মহা ভুল;
ছেলেরেই নিয়া লিখি
বুঝলে ভায়া শামচুল?? =p~

২৩| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: মন মুগ্ধ ছড়া ভালো হয়েছে বরাবরের মতই লাগলো ।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক বাবা মিছিমিছি
দিয়োনাকো হুদা পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর ছিটে দাম। |-)

২৪| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ছড়া ছন্দে আমাদের বর্তমান হীন মানসিকতাকে সুন্দর রূপ দিয়াছেন, আমাদের জন্যও সামনে এমন দিনটি হয়তো অপেক্ষা করছে।

২৫| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:

২৬| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

প্রাইমারি স্কুল বলেছেন: আমি আপনার ছাত্র হতে চাই

২৭| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যে ব্যবহার বাবার সাথে
করিলিরে তুই অভাজন,
একই হিসেব তোর বেলাতেও
বলছেন বিশ্ব মহাজন।

২৮| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই ভালই লেখেন প্রিয় কবি।
বাস্তব দিক তুলে ধরেছেন কবিতার ছন্দে।

২৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৯

এম আর তালুকদার বলেছেন: বাবা ছিল ভাল বন্ধু । সবাই আমার বাবার জন৽ দোয়া করবেন। চোখটা সিক্ত হল, কবিতার মন্তব৽ করতে পারলামনা।

৩০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৫

গেম চেঞ্জার বলেছেন: :(

৩১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

ব্লগ সার্চম্যান বলেছেন: বড় কষ্টের ছড়া :(

৩২| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:(

৩৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

গেম চেঞ্জার বলেছেন: আনসার নাই ক্যান? X((

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩০

সোহানী বলেছেন: মনটাই খারাপ করে দিলা.......

কিন্তু একটা কথা সবাই বউ এর দোষ দেয় কিন্তু এ কুলাঙ্গার ছেলেদের কথা আসে তার পরে। তোমার লিখায় তা আসলো... হাঁ ছেলে যদি চায় কোন বউ এর সাহস আছে কিছু বলার।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । পুরো বাস্তবতা তুলে ধরেছেন । অসাধারণ কবিতা । আমার খুব ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.