নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
বীরপুরুষ/আবৃতি
বাবা কয় ডানে যারে
খোকা যায় বামে;
শুনলে বা কথা বুঝি
কমে খোকা দামে।
কার কথা কেবা শোনে
হামেশাই জিদ;
ঘোরাবে সে একা ছড়ি
একা তারি জিত।
তার কথা সবি ঠিক
নিপাতনে সিদ্ধ;
বাকী সবে বোকা গাধা
সে একাই ঋদ্ধ।
লাগেনা লাগেনা বাবা
খোকা মহাবীর;
যা করে সে মনখুশী
সটান সিনা,শির।
আহ্লাদে অভিমানে
কাটালো সে চিরকাল;
বটগাছ হয়ে বাবা
আজিবনি ছিল ঢাল।
বাবা মানে পৃথিবী
বাবাই যে বর্ম;
বুঝলোনা হতভাগা
সে বাবার মর্ম।
একদিন বাবা তারে
ডাঁটে মৃদু ধমকে;
বীরখোকা ঘর ছাড়ে
স্বমহিম ঠমকে।
যাবার আগে যায় বলে
করে পণ,দৃঢ় স্বরে;
ফিরবোনা কোনদিন
বাবা যদি যায়ও মরে।
কি মহান বীর খোকা
কথায় সে নড়েনা;
শতডাক আকুতিতে
খোকা বাড়ী ফেরেনা।
ভাগ্যের পরিহাস
কি নিঠুর নিয়তি;
বাবা নেই সন্দেশে
খোকা বাড়ী ফিরতি।
নিথর বাবারে দেখে
মুখে নেই রা'টি;
পৃথিবী পাল্টে গেছে
পায়ে নেই মাটি।
বাবা যেনো বলে উঠে
হায় কি করলি খোকা;
এতদিন পরে বুঝি
ফিরলিরে তুই বোকা?
খোকা আর পারছেনা
কোথা রাখে এই দুখ;
কান্না আটকে আসে
খানখান কচি বুক।
পাথুরে পাহাড় যেন
বুকে হলো জড়ো;
এক নিমিষেই খোকা
হয়ে গেলো বড়।
উপহাস নাকি খেল
বিধি কারে বলে?
ঠিক ক'টা দিন পরে
মা-ও গেলো চলে।
( বীর খোকার কি দশা
করেছ কি কল্প?
ফের কভু বলবো
মা হারানোর গল্প। )
খোকা আর নেই খোকা
হলো পরিণত;
আজকাল সবি সয়
আঘাত আসে যত।
ছেড়ে যায় স্বজনেরা
প্রিয়জনে দেয় ধোঁকা;
ছোবলে খুবলে মারে
লাথি মারে চামচিকা।
চেনা হয়ে গেছে আজ
ভাই-বোন,খালা মামী;
চির চেনা মুখ সবি
হাড়ে হাড়ে হারামী।
খোকা বুঝে জীবনের
কি কদর্য রূপ;
সবি আজ সয়ে যায়
বীর খোকা চুপ।
আজ খোকা ভারি একা
সুনসান পৃথিবী;
কেউ কারো নয় হেথা
শুধু চায়,কি দিবি?
হায়রে বীরপুরুষ
কোথায় সে মর্দানি?
সেই বীর আজ গাধা
জীবনের বোঝা টানি।
আরো কর,আরো কর
আরো দেখা জিদ;
লাগেনা লাগেনা বাবা
আজো তোর-ই জিত।
ফাঁকা,সব ফাঁকা লাগে
কি ভীষন একা;
হঠাৎই চমকে উঠে
কে যেন ডাকে খোকা !!
ওরে খোকা,উঠ খোকা
কি হয়েছে বল;
ভাবিসনে,সাথে আছি
হারাসনে মনোবল।
কে ডাকে?কে ডেকে যায়?
খোকা উঠে হতচকি;
ডাকছে কে?বাবা না?
এথা ওথা দেয় উঁকি।
বাবা,ও বাবা মোর
কোথা গেলে চলে?
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে।
এইভাবে বাবা বলে
বুক ফাটা সাধে;
বাবার সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।
বীরপুরুষ উপাখ্যান
এখানেই শেষ;
আধো মরা,আধা প্রাণে
আছে খোকা বেশ।
শেষকথাঃ
বাবাহীন ধরায় আজ
ছয় সাল পুরালো;
আমিও গুনছি দিন
প্রায় বুঝি ফুরালো...............
(২৮শে জুলাই)
আবৃতিঃ শায়মাপু
কৃতজ্ঞতাঃ
থ্যাংকস্ দিয়ে আপুনিকে
করবোনা ছোট;
মোর আবদার সদা
তারি কাছে যত।
ধন্যবাদ দিয়ে শায়মাপুকে ছোট করার কোন মানেই হয়না।যত আবদার,আহ্লাদ সব তার কাছেই।প্রথমে গজগজ করে কি সব বলে, তারপরে যথারীতি ''ঠিক আছে''।বিরবির করে কি বলে সে-ই জানে।গতকালও বলা নেই কয়া নেই হঠাৎ আবদার আপু,কবিতা লিখবো আবৃতি করে দিতে হবে।এইবারে গজগজ না করেই বল্লেন ''ঠিকআছে,কখন লাগবে''?এমন আপুনিকে ভালো না বেসে পারা যায়?ভালোবেসে মরে যাই।''আপু তুমি এত ভালো কেন?'' এই টাইপ আদিখ্যেতা করতে করতে অরুচি ধরে গেলো কিন্তু তার ভালোগিরির আর শ্যাষ নাই..............................
(নয়া কিছু লিখার মাথা মুড নেই আজ তাই রিপোষ্ট)
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কওয়া ভারি সোজা
তবু কথাটা কি ধারালো;
যার নেই সেই বুঝে
জীবনে কি হারালো
২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্টের কবিতা, বাস্তবিক জীবনের চরম সত্য প্রকাশ ছন্দেবন্ধে।
একবুক ভালো লাগা রেখে গেলাম ছড়া কবিতায়।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ আর ছন্দ আসছেনাগো ভ্রাতা................
মন্তব্যে আপ্লুত।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭
রাবেয়া রাহীম বলেছেন: বাবার বীরপুরুষ খোকা আমাদের সবার আশীরবাদের ছায়ায় অনেক অনেক ভালো থাকুক।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মা'র ছায়া যার মাঝে দেখি সেও আমায় ছেড়ে সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে.............তবু হাত বাড়ালেই পাই,কি আজব!!!
৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ আর কিছু বলবো না।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরুর মন্তব্যই আশির্বাদ
অনেক অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: ছন্দের যাদুকরের ছন্দ পড়লাম এবং শায়মা বুবু আবৃতি শুনলাম ! সবমিলে ভালো লাগলো +
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ আর নিলাজ মিথ্যুক অভিযোগ পেলুম না................
৬| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা, প্রিয় ভাই-ব্রদারের সাথে একটু-আকটু মজা করা জায়েজ আছে !
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিওতো তাই-ই করলুম শোকের দিনেও...................
৭| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২
আখেনাটেন বলেছেন: আপনার এই লেখা পড়ে শীর্ষেন্দুর 'দূরবীণ' উপন্যাসের বাবা কৃষ্ণের সুইসাইডাল মৃত্যুর পর ছেলে ধ্রুবর বাবা হারানোর হাহাকার মনে পড়ল। সাথে নিজের বাবাকেও।
অসম্ভব ভালো লাগল। ভালো থাকুন।
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার পাঠের রুচিতে মুগ্ধ।
মন্তব্যে ভীষন ভালো লাগা.................
আপনিও ভালো থাকুন।
৮| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে
এবং শেষ কথাগুলো
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক চিলতে মিথ্যে বলিনি আজ................
৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: বাবার জন্য অন্তর থেকে দোয়া রইলো ভাইয়া!
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
১০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ বেহেশত নসীব করুন ;
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন,সুম্মা আমীন।
১১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:২০
সচেতনহ্যাপী বলেছেন: মনকাড়া শ্রদ্ধঞ্জলী।।
মনটা একটু পিছনে চলে গিয়েছিল, প্রতিটা লাইনেই।।
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতীতমুখীতার বড় জ্বালা..............আজ একটু হ্যাপী থাকার কৌশলটা শিখিয়ে দিন না প্লিজ
১২| ২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! বেস্ট সুন্দর ছড়া ।
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যটাও ওয়ান অব দত বেস্ট।
শুভ সকাল.............
১৩| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবৃত্তিটা দারুন লাগলো
+++++
২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিলক্ষন............না লেগে উপায় নেই
১৪| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯
সনেট কবি বলেছেন: সুন্দর ছড়া।
২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিশ্চিত???
১৫| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ছড়া কবিতা
সাথে আবৃত্তিটা দারুন লাগলো।
প্রিয়তে গেল , এ যেন হৃদয়েরই কথা
বাবাহীন তিন সাল পেরোল
মাও গিয়েছে দশক আগে
ছড়াটর পাঠ শুনে চোখে
জলের ধারা নামে ।
অনেক অনেক সহানুভুতি ও শুভেচ্ছা রইল ।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্য স্পর্শ করেছে ভীষন............আপ্লুত
ভালোবাসা
১৬| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮
নীলপরি বলেছেন: আপনার এই লেখাটা আগে পড়েছিলাম । তখনও ভালো লেগেছিল , এখনও লাগলো ।
শুভকামনা ।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অধমের লিখা একটা পরীর মনে আছে ভাবতেই মাথা কেমন যেনো ঝিমঝিম করছে....................
১৭| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
তপোবণ বলেছেন: ছড়াটা লিখার সময় আপনার চোখ নিশচয়ই ভিজেছিল। শুধু পড়েই ভিজেছে, আর লেখার সময় কবির মনের অবস্থা..। দুজনকেই হারিয়েছি তাই এমন আবেগি কবিতা বুকের মধ্যিখানে দুমড়ে মুচড়ে দেয়। প্রিয়তে রইলেন কবি, না হলে অন্যায় হবে।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমনি এক্টি লাইন নেই যা লিখার সময় শুধু চোখ না হৃদয় সিক্ত হয়নি।এটি আমার ভীযন আবেগের ও যত্নের এক্টি লিখা।আরেক অনাথের হৃদয় স্পর্শ করতে পেরেছে জেনে লিখা স্বার্থক মনে হচ্ছে।অনাথই বুঝে অনাথকে।এ কলিজা মোচড়ানো আবেগ আর কেউ বুঝবেনা।
তপোবনের প্রতি এক বুক ভালোবাসা।কি মুশকিল,,,আজকাল চোখে যেনো আমার কি হয়েছে...................
১৮| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
তপোবণ বলেছেন: পুনশ্চঃ বুঝাগেল শায়মাপু কবিতাটি আবৃত্তি করেছেন। লিঙ্কটা পেতে পারি?
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপুর আবৃত্তিই পোষ্টের প্রাণ।কিন্তু কয়া যাবেনা................এম্নিতেই দেমাগে তার মাটিতে পা পড়েনা
১৯| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০
তপোবণ বলেছেন: লিঙ্কটা পেয়েছি ভাইয়া প্রথমে খেয়াল করিনি। থ্যাংকস।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেমন লাগলো আবৃত্তিটা?
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীরপুরুষ ২ কি পড়েছেন?
২০| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
তারেক ফাহিম বলেছেন: বেদনাসিক্ত ছড়া কবিতাটি অসাধরণ লাগলো। বরাবরের মত পাঠে মুগ্ধ হলাম, সাথে আবৃত্তির প্রশংসা না করলেই নয়।
হৃদয় চুয়ে যাওয়ার মত চরনগুলো এক কথায় দারুন।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যটাও হৃদয় ছোঁয়া.................
অনেক ভালোবাসা প্রিয় সুহৃদ
২১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খ ছড়া সুন্দর হয়েছিল
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুঃখের মাঝে সৌন্দর্যের খোঁজ...............কবিরাই পারে
২২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
এরই নাম জীবনচক্র ......
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতি স্বাভাবিক তবু বড্ড নির্মম লাগে.................
২৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ কবিতা! জাদুকরী ছন্দ আর ভাবের খেলায় অসাম!! ক্যারি অন। শুভেচ্ছা রইলো।
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুঃখটা ক্যারি কর্বো না ভাবের খেলা?
২৪| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৭
তালপাতারপাখাই বলেছেন: দারুন ।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নিও দারুন ঝটকা দিলেন মশাই
২৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর ছড়া।
কি লিখিব বাবাকে নিয়ে
আজ ভাল নেই মন
বাবারা কি আর থাকে বল
সারাটি জীবন।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেউই থাকেনা সদা
নিঠুর এই-ই প্রথা;
অন্তরে রয়ে যায়
স্রেফ স্মৃতিকথা।
২৬| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
তপোবণ বলেছেন: আবৃত্তি শুনলাম। কি বলব কবিতার অন্তর্গত ভাবটা আবৃত্তিতে এমনভাবে ফুটে উঠেছে যে আবারও চোখ সিক্ত হলো। শায়মাপুর কণ্ঠ এখানে অন্যরকম আবহ তৈরী করেছে। শায়মাপুকে আমার প্রাণ নিংড়ানো ভালো লাগাটুকু দিলাম। বীরপুরুষ ২ আছে এটা আমার জানা ছিলনা, এরও আবৃত্তি আছে? লিঙ্কটা দিলে খুশি হবো।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীরপুরুষ ২
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪
সোহানী বলেছেন: পৃথিবীতে একমাত্র বাবা-মা ছাড়া সত্যিকারের নি:স্বার্থ আপন কেউই নেই ......... যার নেই সেই বুঝে কি কঠিন এ অনুভূতি কি কঠিন এ কষ্ট।