নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

হিট সিকার

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭


ফেবু/ব্লগের হিট সিকারের
যন্ত্রনাতে অস্থির;
স্টেটাসের মান যেনো ঠিক
রেলস্টেশন বস্তির।

'হ্যাঁচ্চো' দিলেও স্টেটাসে
লাইক পড়েছে একশো;
হায়রে নারী কারণটা কি
ভাইব্বা কভু দেখছো?

ভেটকি দিয়া,সেলফি নিয়া
যেই সাঁটালে প্রপি;
হামলে পড়ে চ্যাংড়া যত
লাইকটা দিয়ে চুপি।

কমেন্টেও আহা উহু
রঙ যে কত দ্যাখনা;
'ওহ ডিয়ার ভাইয়ামনি'
রিপ্লাইয়েও পেখনা!!

ঠুনকো কথায় তারা
হেসে পড়ে গড়িয়ে;
পোলাপানো অতে মজে
দে'কমেন্ট ভরিয়ে।

কারো পোষ্ট 'হা হা হি হি'
কেউ তুলে হাই;
অতেই হাজার লাইক
শত শত রিপ্লাই!!!

তেল পেয়ে কেউ খুশি
কারো মনে ভুখ;
যার মনে যে যে তাল
যার যাতে সুখ।

শেষ কথাঃ
নয়া পিঁড়ি প্রজন্ম
বিজি হিট সিকিংএ;
জানে তারা প্রভু কারা
দিল্লী না পিকিং এ?

মন্তব্য ৭৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা পাঠক ও মতামত চান; এবং এটাই স্বাভাবিক

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ ভায়া
লেখকও যে মাইরি;
হা হা,ইমো,হাই তোলা
ফাজলামো ডায়েরি!!! X((

২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফেসবুকে, ব্লগে নারীদের জয়জয়কার!

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পটিতে বাধ্য সবে
দেখে হেগো নখরা;
ছেলে-বুড়ো,সামু মডু
জংলী বা মঘরা।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: নারীর ছলনা বোঝার বয়সে কখনোই পৌঁছায় না পুরুষ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবছিনা একা আর
ফুলিয়াছে বক্ষ;
শ্লাঘা বোধ জাগে পেয়ে
সাধুদা'র সাক্ষ্য।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই চায় হিট পেতে, প্রয়োজনে দেয় পিঠ পেতে :(

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দু'লাইনে অল্পতে
কয়ে দিলে সবি;
টুং টাংএ যায় বুঝা
সে যে জাত কবি।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন: হি, হি, হি
এ পোষ্টে লাইক
দিয়ে দিয়েছি!!!!! :P

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোকরিয়া খোদা তরে
তিনি যে মেহেরবান;
করাননি এ বেলায়
তোমা দিয়া অপমান।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০

শাহরিয়ার কবীর বলেছেন: চেহারা ভালো হোক আর না হোক,
ফেবুতে ফটো দিলে হিট !
বেলা শেষে এখন সবাই বোঝে,
কোনটা ঠিক আর কোনটা বেঠিক !!! :P
তাইতো, ‘মোদের কি করি আজ’ ভায়া
আসছে এখন নীতিকথার আসর লইয়া !!
জুওয়ান বসে ভাইয়া মোদের
দিছে সকাল-বিকাল ছবি ফেবুতে !!! :P


(ছন্দ যাদুকরের সাথে আর ছন্দ লিখতে পারলাম না ভাই, এবার গেলুম ।) :P

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি যে কও উল্টো-পাল্টা
বুঝিনারে ভাইডি;
ফেবুয় তুমি কোথা পেলে
এই অধমের আইডি?

ফেবুর অত টাইম কই
ব্লগে কভু বসি;
তাও তুমি সদা মোরে
মিছে করো দোষী। /:)

৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০

রাবেয়া রাহীম বলেছেন: এক তরফ দোষ ভায়া দিয়ে গেলে নারীকে
এমনও দেখি কতক পুরুষও লাইক খোঁজে!
যার লেখার মান ভারি লাইক যায় সেদিকে
কেন মিছে দোষ খুঁজো সব বিষয়ে নারীতে!!

বুকে হাত দিয়ে বলো কথা সত্যি
তুমিও কি কখনো রুপবতী কন্যারে লাইক দেও নাই কি??

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অস্বীকার করেছি কি
লাইক আমি দেইনা;
খুব নিলে এক হাত
চান্স পেলে যেই না।

হ্যা হ্যা আমি দেই লাইক
আমারো যে আছে মন;
ক্যান তারা পরী সেজে
মন করে লুন্ঠন?

৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিখিয়াছেন কথা সত্যি
পাড়বেনা কেউ বলিতে
এতে মিছে আছে এক রত্তি।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জ্ঞাণী বলে পাওনিকো
হেথা কোনো মিছে;
দেখছোনা লেডি সব
লেগে গেলো পিছে? B:-/

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাস্তব ছড়া ভাই! নারী এখানেই ভাগ্যবতী
মেয়ে-ছবি রসমালাই, ছেলেদের বড় দুর্গতি!!

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাগ্যবতি নয়গো ভায়া
রূপই হেগো পুঁজি;
বুঝেই তারা ঢং করেগো
সে-ও মোরা বুঝি। :P

১০| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

মৌমুমু বলেছেন: মেয়েদের পিক দেখলেই পুরুষের ঠিক থাকেনা মাথা,
তবে কি নারীরা প্রোফাইল পিক দিবে মুন্ডু কাটা!!
ফেবু/ব্লগে পুরুষ যখন পাঠায় রিকোয়েস্ট
মেয়েদের নাকি ভাব বেড়ে যায় না করলেই এক্সেপ্ট!
পুরুষ ভাবে মেয়েরা চায় শুধুই হিট স্টিকার,
মেয়েদেরও যে মেধা আছে করেনা তারা স্বীকার!



[ কি করি আজ ভেবে না পাই কবিতাটায় শুধু মেয়েদেরই দোষ দিয়ে গেলেন!! আমার ব্লগে একটা নিক অনেকদিন ধরে আমাকে মন্তব্য করে যাচ্ছে, খুব করে মানা করার পরেও করছে। মন্তব্য ডিলিট করলে আবারো করছে। ব্লক করলে নতুন নিক খুলবে। ওমেরা আপুর ব্লগেও একটা নিক তাকে বিরক্ত করছে। মানা করার পরেও বিরক্ত করছে। এক্ষেত্রে দোষটা কাদের? মেয়েদের নাকি ছেলেদের? এসব দেখলে তখন আর ব্লগিং করতেই ইচ্ছে হয়না। কিন্ত মজার ব্যাপর হলো যখন এসব হচ্ছে তখন কেউ প্রটেস্ট না করে খেলা দেখে!!]

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অভিমানে ক'লে বেশ
প্রিয় আপু মৌমুমু;
শোনাবে কথা যে তিতে
তোমারে কি কও কমু?

আমি যদি দেই পোষ্ট
বাপ গেছে মরে;
দিনশেষে দেখি তাতে
দুটো লাইক পড়ে!

আঁটোসাঁটো স্লিভলেসে
দিলে ছবি লাড়কি;
অযুত নিযুতে লাইক
কবো কথা আর কি?

দাওনা শালীন ছবি
মুন্ডু না কেটে;
মূল্য মেধার সদা
না লাইক না হিটে।

কে কয়েছে মেধা নাই
শায়মা কি মনিরা;
জানা,জুন,রাবেয়াবু
বীথি,আরজুপনিরা।

নাম কবো কত আর
শত দৃষ্টান্ত;
গুণেই পাবেনা শেষ
কয়ে হবে ক্লান্ত।

মিছেই বুঝলে ভুল
সব মে'গো দোষী না;
চ্যাংড়া কয়েছি মগো
তাও তুমি খুশি না!

কি কবো দুখের কথা
আছে কিছু কূলটা;
মুঞ্চায় থাবরাই
মুঠো ধরে চুলটা।

ব্যাপারটা গুরুতর
কথা দিনু ভাববো;
অচিরেই দেবো এক
এই নিয়ে কাব্য।

১১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মৌ মুমু @ আপনি মেয়ে বলেই কি আপনাকে বিরক্ত করছে নাকি অন্য কারণ।
সাম্প্রতিক কালে ইঞ্জিনিয়ার মাধব ভাই অনেক হেনস্থার স্বীকার হয়েছেন ব্লগার নিক ধারী কিছু কুলাঙ্গারের জন্য ।

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে কারণই হোক বাপু
একি তার সমাধান?
মডুরা করছে কি হে
আর কত ক্ষমা দান?

১২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪

মৌমুমু বলেছেন: চিটাগাং এক্সপ্রেস ভাইয়া, আমি কথাগুলো এই কবিতার আলোকে বলেছি কেননা এখানে শুধুই মেয়েদের কথা বলা হয়েছে। ছেলেদেরকেও নিকে বিরক্ত করা হয় সেটা অন্য ধরনের বিরক্ত কিন্ত মেয়েরা ফেইস করে অন্য টাইপের বিরক্ত।

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের ক'লে একি কথা
বুঝলেনা গভীরতা!

দোষ নেও হুদা ঘাড়ে
না বুঝে কয়েছি কারে?

স্টেটাস দেয় তারা
হাহা হিহি হ্যালো বাই;
কভু ইমো হাঁচি-কাশি
কভুতো তুলেই হাই!!!

এসবের দায় কেনো
তুমি নাও ঘাড়ে;
ভাববো কি তুমিও কি
সে দলে আহারে?

রেপিস্টে করে রেপ
গালি লোকে দেয়নি?
কই কভু আমরাতো
দোষ ঘাড়ে নেইনি?

কনটেক্সট মূল কথা
জেন্ডার কি বিষয়?
আশা করি কি কয়েছি
বুঝিয়াছো নিশ্চয়।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মৌ মুমু@ যিনি বিরক্ত করছেন হয়তো বুঝতে পারছেন না জিনিসটা আপনার জন্য কতটা পীড়াদায়ক।

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এনডইল্যা ছল'র হতা
কি হইয়ুম ওয়া?
হামাকা বইঙ্গা ইতে
.................ফুয়া।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন লাইক দিয়ে গেলাম!

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেউ দিক কি না দিক
তুমি দেবে জানা;
তুমিইতো দিয়েছিলে
আইডিয়াখানা। ;) =p~

১৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সিটিং গাড়ীতে আছে নারীর
জন্য নয় সিট !!
তা দিয়েছেন
পূরুষ জাতি !!
ওরা অবলা, ওরা ককিলা
ব্লগে যদি হয় তারা
সেলিব্রেটি তাইলে
দোষ কী?
বাকের (পূরুষ) ভাইদের জন্মই
হল হেরে যাওয়ার জন্য !
তাই নিবেন না কোন টেনশন !!! :P

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ কথায় আছে
গভীরতা ভারি;
কি কয়েছে এঙ্গেলে
বুঝলোনা নারি। :P :-B

১৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি আপার ফেসবুক ফ্রেন্ডলিষ্টে আমি আছি !!! ওখানে (জি..... আপনার নাম) দেখেছিলাম, মনে হয় ।।


(এ মন্তব্যটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন । )

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি আপা?সেটি কেগো?
পড়ছেনা মনে;
মোর নাম ফেসবুকে
পেলে তুমি কনে? ;)

১৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপা মনিদের জন্য শুভ কাম না থাকল। হিট সিকিং- এইটা কোন বিষয় না। নারী হয়ে আমাদের পাশাপাশি ব্লগিং করছে এইটা কম কিসের!

আপা মনিদের পোষ্ট দেখলে আমরা সহজাত প্রবৃত্তির কারণে সহমর্মিতা দেখিয়ে লাইক এবং কমেন্ট করি।

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোমল বলেই ভায়া তুমি
ভাবছো অত সোজা;
চেনোনাতো চ্যাংড়াগোরে
কত্ত গোমর গোঁজা?

তেল পেয়ে কেউ খুশি
কারো মনে ভুখ;
যার মনে যে যে তাল
যার যাতে সুখ।

১৮| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: নারী ব্লগারদের পোস্ট বেশি পাঠ করা হয় ।কমেন্টেও বেশি পড়ে । তবে তাদের অনেকে বেশ ভাল পোস্ট করেন । নারীদের এগিয়ে যাওয়ার উৎসাহ দিতে হবে । নারীর ক্ষমতায়ন একটি ভাইটাল ইস্যু ।

ছড়া কিন্তু ভাল হয়েছে । :)

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকি আর বলতে গো
নারীরাই এগিয়ে;
নাম যদি কই এক
যাবে তুমি রাঙিয়ে।;)

ভালো বলে যে সে ভালো
আছে না হে শায়মা;
ব্লগারগো রাণী তিনি
চ্যাংড়াগো দাঈ মা। :D :P

১৯| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৫

নাবিক সিনবাদ বলেছেন: কবতেটা পড়ে আমি না পারলুম চুপ থাকতে, তাইতো বসে গেলুম কি-বোর্ডটা চাপতে।
কথা যাহা বলেছেন ছন্দের আকারে, তাহা নয় মিথ্যা সব্বাই জানেরে।

নারী'রাই পারে নাকে দড়ি দিয়ে ঘুরাতে, হোক সেটা বাস্তব কিংবা ব্লগ/ফেবুতে।
;)

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ ভায়া,মজা ছলে
বাঁধালে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

২০| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৮

নাবিক সিনবাদ বলেছেন: আপনেরেও এক্টা লাইক দিয়াছি, রিয়্যাক্ট সিস্টেম থাকলে হাহা রিয়্যাক্ট দিতাম। :D :D :D :-B :-B =p~ =p~

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দারুণ হয়েছে ভায়া
নয়া ঐ প্রপি;
আমিও প্রপিতে লাইক
দিনু চুপি চুপি।

২১| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আহা আহা কি দারুন
লিখিলেন ছড়া
এ যেন সুগন্ধি পুষ্পের
সৌরভে ভরা।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিবাস,তুমিও যে
ছড়া কাটো বেশ;
সুবাসিতো নয় শুধু
রয়ে যায় রেষ।

২২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: হাহা হিহি ইতা কিতা
কইলে তুমি ভাইয়্যু
মাজা তোমর ভাইঙ্গা দিবু
হিটসিকাররা আইয়্যু!;)

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে ডরেই কাঁপে বুক
আছি হেথা লুকি;
সারাখনি ভুলভাল
দোয়া বুকে ফুঁ'কি।:(

২৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

জুন বলেছেন: বহু জনের কথা শুনি ভায়া কি যে করি
সত্যি বলতে আমি ভয়ে ভয়ে মরি :-&

তাদের স্ট্যাটাসে নাকি লাইক পরে হাজার হাজার ;)
শুমার করিয়া সেদিন দেখি গোটা তিন কিবা চার /:)

যাই হোক ফেসবুকে লাইক নাহি চাই :||
ব্লগে মোর রেল লাইন আঁকে ক্লিকে নাম নাই :-/

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখিয়াছো ঋদ্ধগো
চেংড়িগো দেখোনি;
কত পপুলার তারা
দেখে এসো এখুনি।

হাজার আসে মিনিটেগো
দিন শেষে লক্ষ;
আদতে ঋদ্ধ যারা
দেখে ফাটে বক্ষ।

ক্লাস সদা ক্লাসই থাকে
তুমি সেই দলে;
একচুল ভুল ক'লে
দিও কান মলে।

২৪| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন !

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সখার কমেন্টখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

২৫| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




চোস্ত ................... =p~
আর এর সাথে সহব্লগার জুন এর ছন্দবদ্ধ ছড়াটাও বোনাস পেলুম !!!!!!

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত যে ভালো সে লিখে
আপু যদি জানতো;
জানবে কি করে কও
ভ্রমনে সে ক্লান্ত।

২৬| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

প্রোলার্ড বলেছেন: নারীর ক্ষমতায়ন নয় কোন ভাইটাল
সমাজকে করে দেয় ভীষণ টাল মাটাল
ব্লগে আর ফেস বুকে করে নানা ছলনা
এই ফাঁদে ছেলে বুড়ো বল কে পড়ে না ?
হাঁচি কাশি দিলেও তাতে পায় তারা লাইক
শেয়ারের মাধ্যমে Male তার মাইক
চরম দুঃখেও Male পায় উপহাস
বলে ফেসবুকে-ব্লগে ভাব মারাস?
সোস্যাল মিডিয়ার এই যে দুনিয়া
শো-অফ করাটাই main criteria


১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দে ছন্দে ভায়া
দিলে যা না দোলুনি;
ক্যারিবিয়া থেকেও হে
বাংলাটা ভুলনি। :D

২৭| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

মনিরা সুলতানা বলেছেন: লাইক কমেন্ট এর জন্য
ছড়া বেঁচো
কবিতা বেঁচো
বেঁচো গল্পখানি _
ভুলে ও বেইচ্চো না কন্য নিজস্ব কাহিনী ।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গ্ল্যামাররে পুঁজি করে
ভাসায় যেদিকে বান;
বুঝলোনা বুঝলোনা
নারীর কি সম্মান!!

২৮| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :D :D :D

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: :-B :-B :-B
দিলা স্রেফ ইমু;
তোমারে কি দিমু?

২৯| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর হইছে

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক খালি খালি
দিয়োনাকো মিছে পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর ছিটে দাম। |-)

৩০| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: ও মাই গড গড
আমি দেখি একি!
এই পোস্টে তাহাদের
দেখা নাই দেখি!!!!!! B:-)

ফাঁদখানা পাতিয়াছো
ভালো ভায়ামনি!!!!!!!
এই বটে মেরা ভাই
মায়া মুখখানি! :)

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত কৌশলে দিনু
ছিপি মুখে আঁটা;
এসেছেন এত'খনে
রাগে জ্বলে গা'টা। X((

দিলেনা জীবনে দাম
হুদাই যে গর্বি;
দেবেই বা কেনো বলো
নেই মোর চর্বি। /:)

৩১| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: চর্বির তেল দিয়ে মুরগীর ডিম
ভেঁজে দেবো খাবে কাক
মূলো, কচু সিম!

সেই খানা খেয়ে খেয়ে
কা কা রবে কবে,
এসেছিনু এ ধরায়
বুঝলোনা সবে!

কোকিলের গান শুনে
গেয়েছিনু কা কা
তাই শুনে জেসনটা
গুলি দিলো ফাকা!

ফাকতালে জেবনটা
গেলো মোর ভাই!
বুঝলাম মোর মত
গুণী দাম নাই! :(

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফাকতালে জেবনটা
গেলো মোর ভাই!
বুঝলাম মোর মত
গুণী দাম নাই! :(


আবার কি হলো আপু
কিসে অত দুঃখ?
বুঝি ডট কম বাপু
বুঝিনেকো সূক্ষ।

নেদা-গেদা ভেবে তারে
ক্ষমো তারে ক্ষমো;
ভুল বুঝে একদিন
করিবে সে নমোঃ।

৩২| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

জেন রসি বলেছেন: সিক সিক করে ভায়া
সেকি তার ক্লান্তি
সিকার দেখলেই
পেয়ে বসে ভ্রান্তি! ;)

বিঃদ্রঃ আপনার ছড়ার বই প্রকাশ করা উচিৎ। :)

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভ্রান্তি না আদতে যে
সে আসলে সিক;
প্রাতে-সাঁঝে উইথড্রলে
ঘাড়ে মারে কিক।

কিক আর সয়নাগো
শুরু তব পাগলামো;
নেশা তার পিছু লাগা
এভাবেই মাতলামো।

কি যে কয় অগাবগা
রুচিও যে হয়না;
মনে ভাবি বাপ-মা কি
তারে কিছু কয় না??? B:-)

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিঃদ্রঃ আপনার ছড়ার বই প্রকাশ করা উচিৎ। :)

ও খোদারে,মলামগো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানায়েছো শিল্প!!!

৩৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

সোহানী বলেছেন: ওওও আচ্ছা নারীরাই শুধু হিট চায়.............

হায়রে নারী কারণটা কি
ভাইব্বা কভু দেখছো?

তোমরা নারীদের জালে পা দেও দেখেইতো তারা জাল বিছায়, তোমরা আগে ঠিক হও, দেখবা সব ঠিক...............

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিছাবে জালটা তুমি
আটকালে দোষটা!
ফাঁদে পড়ে জান শেষ
অমা,ঝাড়ে রোষটা!!

টোপ দিয়ে মাছেগোরে
ছিপ ফেলে শিকারি;
দোষ নাকি মাছেগোরি
হায় খোদা কি করি!!!!!!!!!!

৩৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

সোহানী বলেছেন: আমরাতো শিকারী
জাল পেতে মাছ ধরি,
দিন শেষে হিসেব কষি
কয়টা বোকা গিললো টোপটি।......

ব্যার্থ চেস্টা ছন্দ মিলানোর।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়টা বোকা পড়ল খসি............... ;)

ঢঙ করোনাকো আপু
চিনি ঠিকি তোমারে;
টেটনাতে সেরা তুমি
জানো সবি,ওমা'রে.............. :P ;) :D

৩৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: B-)
কাল ফেবুতে পড়েছি
আজ এখানে,
সত্য কথা বলছ ভায়া
চলুক এমনে।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইছো কি ভায়া তুমি
আকাশ থেকেই পড়ি;
ফেবুতে তা পেলে কোথা
তবে কি করলো চুরি!!!

৩৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

ধুতরার ফুল বলেছেন: :|

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

অনিক_আহমেদ বলেছেন: চরম সত্য বলছেন রে ভাই। "ফেবু সেলিব্রেটি" দিয়ে দেশ ভরে গেল। ভাল লিখেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.