| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
  
খুব বেশি দেরি নয়
এই ধরো বারোমাস;
কি করে ছবিটা যেনো
হলো মোর অতি খাস।
খাস মানে শুধু খাস
রীতিমত প্রিয়ারে;
ফিসফিস,চলছেগো
খুব পরকিয়ারে।
মাইয়াটা অতি সোজা
নেই ছিটে মেকি;
আহা মায়া,লাগে মায়া
যত তারে দেখি।
ভাবেই সে করে বাস
লিখা তার হবি;
আজকাল যা করে সে
ভালো লাগে সবি।
কবিতা যা লিখছে সে
পড়ে যাই চিমসে;
আদতে সে জাত কবি
ভারি লাগে হিংসে।
অটুকুনি দৌড় মোর
লিখায়তো পারি না;
তাইতো সুযোগ পেলে
খোঁচা মারা ছাড়ি না।
ছন্দের মালা গেঁথে
বাঁধে যা সে কবিতা;
হিংসিত,তা-ও কই
মানে সেরা সবি তা।
লেখিকা সে পুরোপুরি
নেই অতে ভ্রান্তি;
অবিরাম লিখে চলে
সতত অক্লান্তি।
যা-ই দেখে তা-ই লিখে
ছবি আঁকে ছন্দে;
সারাদিনি ভাবে থাকে
কি সকাল সন্ধে!!
কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে আঁশ;
বোকাটারে ভালোবেসে
হয়েছে সর্বনাশ।
জানো কি সকলে আজ
ছবিটার বাড্ডে;
চলে এসো,সবে মিলে
দেবো সুখে আড্ডে।
হেসে,খেলে,নেচে,গেয়ে
উৎসবে রাঙিয়ে;
কেকটারে সুঁতো বেঁধে
দেবো গলে টাঙিয়ে।
প্রাণভরে দেব তারে
মন থেকে দোয়ারে;
এভাবেই থেকো সদা
ভালবাসা জোয়ারে।
আনন্দে সুখে সুখে
লিখে যাও অবিরাম;
লেখনির সুরভিতে
ছড়াবে তোমারি নাম।
দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন;
ভালোবাসা ভালোবাসা
ছবি,শুভ জন্মদিন।  
 
ছবিঃ
ফেবুরই সে চুরি কপি
দেই হেথা চুপি চুপি।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধু আক্ষরিক নয়গো বাছা................প্রকৃতই বাস্তবিক
শুভেচ্ছা পৌছে দিলুম![]()
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন: 
ব্লগার  কাজী ফাতেমা ছবি'কে জন্মদিনের শুভেচ্ছা, অনেক শুভ-কামনা রলো।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ কাকু,
শুভেচ্ছা পৌছে দিলুম![]()
৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: হোন খ্যাতি ও সম্মান পৃথিবী সমান
সুখিময় ভুবনে গড়ায় হোক বিশাল অবদান।
শুভ জনদিন প্রিয় কবি কাজী ফাতেমাপু।
আজকের মতো শুভ হোক আপনার আগামি দিন গুলি।
কি করি আজ ভেবে না পাই'কে দ্বিতীয় বারের মতো ধন্যবাদ শুভ এই দিনটির কথা স্মরণ করিয়ে দেবার জন্য।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কামনায় সিক্ত হোক কবি...............
আপ্নাকেও দ্বিতীয়বারের মতন ধন্যবাদ চমৎকার হৃদছোঁয়া মন্তব্যের জন্য![]()
৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৯
শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে আপুনি!!!!!!!!
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হ্যাপী বাড্ডে ছবিমনি
৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:২৫
কবীর বলেছেন: শুভ জন্মদিন ছবি আপু !
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ জন্মদিন শাহরিয়ার কবিরের আপু...................![]()
৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: ছবি আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর তোমার জন্য জন্মদিন ছাড়াই এত্ত এত্ত শুভেচ্ছা....................
৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৪
ওমেরা বলেছেন: আল্লাহ আপুকে নেক হায়াত বৃদ্ধি করে দিন ও বেশী বেশী ভাল আমল করার তৌফিক দিন । আমীন ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন.........সুম্মা আমীন
আপ্নার জন্যেও একি দোয়া রৈলো।
৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:০৬
কবীর বলেছেন: ছবি আপা আগামীকাল সকালে, 
খাওয়াবে হোটেল হিরা-ঝিলে !
কখন আসবে যে সকাল বেলা!! ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোক আর পাওনা হে
চাও হুদা ট্রিট;
উল্টো তোমারে ধরে
দেবে ছিলে ফিট!!! ![]()
৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:১৭
উম্মে সায়মা বলেছেন: বাহ! ছবি আপুরও আজ জন্মদিন? ছবি আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ছবি,,,শায়মাপুর মামনিও জেনে গেছে 
 
আন্টিকে সালাম দাও বেদ্দব ছেরি ![]()
১০| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২২
উম্মে সায়মা বলেছেন: খেলবনাআআআআ 
  
  ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিইইই,,,
দেখছো সালাম না দেয়ার নতিজা?
আন্টি অহন খেলবোইনা ![]()
১১| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৩
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা ভালোবাসা 
ছবি শুভ জন্মদিন 
অনেক অনেক শুভকামনা ছবি 
ভালো কাটুক জীবনের প্রতিটা মুহুর্ত 
ভালোবাসা অফুরান
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বকাবকিও যেনো না শুনে আর..................আমীন
১২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৭
রাবেয়া রাহীম বলেছেন: ইতা কিতা কও !! না  বকলে পেডের বাত অজম অইবোনি!!
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাওতো কথা!!!
থুক্কু থুক্কু.................আগের দোয়া কেন্সেল
বকা যেন রোজ হুনে তিনবেলা পেড ভৈরা................আমীন
১৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন: 
একটা হালকা মালকা ছবি দেয়া যেতো না?  উনার ছবি থেকে কেক মেক বেশী দেখা যাচ্ছে!
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা............মোক্ষম ধরেছেন কাকু,,,একেবারে মনের কথা 
  
 
ফেবু আতিপাতি খুঁজেও পাইনি ![]()
১৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  ভোর ৫:০৭
জগতারন বলেছেন: 
শুভ জন্মদিন প্রার্থনা করি কবি কাজী ফাতেমা, ছবি-এর প্রতি।
কবি  কি করি আজ ভেবে না পাই-এর প্রতিও সুভেচ্ছা কবি কাজী ফাতেমা, ছবি-এর জন্মদিন নিয়ে এমন সুন্দর ছড়া লিখার জন্য।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপ্নাকেও অনেক অনেক শুভেচ্ছা।
সাথে প্রার্থনাও...............
১৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  ভোর ৫:১৭
এম এ কাশেম বলেছেন: ছবি একে নাম ছবি
কবিতা লিখে কবি
ব্লগিং তার হবি
কাজী ফাতেমা ছবি। 
ছবিকে ছবির মত মনে রাখি।
শুভ জন্মদিন ছবি।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপ্রে বাপ,,,,ছবির ছায়ায় সবাই কবি হয়ে যায় 
 
কবি সঙ্গে ছন্দ বাস................ ![]()
১৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ তিনিও ভাবরাণী হৈয়াছেন...............টিকি/লেজের খোঁজ নেই
১৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবি কাজী ফাতেমা ছবির জন্মদিনে শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা । হ্যাপি বার্থ ডে টু ইউ কবি । ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবির শুভেচ্ছা নাও ছবি.............
১৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২৬
নীলপরি বলেছেন: আপনার ছড়াটা সুন্দর লাগলো । আর কবি কাজী ফাতেমা ছবির জন্মদিনে শুভেচ্ছা রইলো ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবির কেকখানা
রাখা আছে ফ্রিজে;
দিচ্ছেনা কাউরে সে
কিপটা ছিঃ কি যে!!! ![]()
১৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার প্রিয় একজন কবি, ফাতেমা ছবি। তাঁর জন্ম দিনে অনেক অনেক শুভ কামনা। 
চমৎকার ছড়ার জন্য 'কি করি'কে ধন্যবাদ। সাথে খানা খাদ্যের আয়োজন করলে মন্দ হত না!
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আয়োজন ঠিকি আছে,তয় আমি-আপ্নে মাহরূম,,, 
 
সে তার চ্যাংড়া আশেকগো নিয়া ফিটিং দিতে ডেটিংএ গেছে.................. ![]()
২০| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৫৭
পলক শাহরিয়ার বলেছেন: শুভ জন্মদিন, ছবি আপু।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ জন্মদিন কবি
২১| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব বল
ছবি আপার জন্মদিনে।
 
 
শুভ জন্মদিন ফাতেমা আপু।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিস্তিটা দিলে মাত
দিয়া তারে জবা;
এখনতো রঙেঢঙে
কত কথা ক'বা?!? ![]()
২২| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০৬
সামু পাগলা০০৭ বলেছেন: আপুকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা!
আর ছড়াকারও অসাধারণ আন্তরিকতার প্রকাশ ঘটালেন সহব্লগারের জন্মদিনে। আপনার জন্যেই তো জানতে পারলাম ওনার জন্মদিন। এজন্যে ভীষনভাবে কৃতজ্ঞ।  
 
ভালো থাকুন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি অগাবগা
সে কি ছাই কম জানি? 
  ![]()
২৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
হ্যাপি বার্থ ডে  
 কাজী ফাতেমা ছবি
ধন্যবাদ ছড়াকার সামুর ছড়ার রবি ![]()
সবই দিলে কয়ে ভায়া
কব আর কি?
শুভ কামনা হৃদয় থেকে
ভাল হোক সবি। 
 
+++
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই পটাই তারে
সে যে ফিদা তোমাতে;
আমিতো জিন্দা লাশ
লিটনদা কোমাতে। ![]()
২৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন ছবি আপু। 
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও আপু,বুইঝ্যা লও.............
২৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩২
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: জন্মদিন শুভ হউক 
সুন্দর কাটুক প্রতিটি দিন
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ জন্মদিন কবি
২৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩৯
কবিন্দু বলেছেন: খুব সুন্দর ছড়া।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিন্দুর এই ক'বিন্দু পটানিতে আমি বিগলিত ![]()
২৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: ছবি আপুকে জন্মদিনের শুভেচ্ছা এবং শুভ কামনা ।
ছড়ায় ছড়ায় শুভেচ্ছা জানানোয় প্রক্রিয়ায় ভাললাগা জানাই ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম,
আপ্নাকেও শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য...................
২৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩২
তানহা তন্বী বলেছেন: ব্লগার কাজী ফাতেমা ছবি'কে জন্মদিনের শুভেচ্ছা
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা বুঝিয়া লও কবি ছবি.................
২৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: 
 
শুভ জন্মদিন
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রমনি মোহন গুরু
খোঁজ পেতে রাঁধা;
ছবি তরে নিয়ে এলো
সুরভিত গাঁদা।
৩০| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন ছবি আপু।
ছড়াকারকেও ধন্যবাদ এই সুন্দর উপহারের জন্য।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বার্ড্ডে গার্ল কি আর এই সস্তা উপহারের ধার ধারে???
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ হে সুজন
৩১| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ জন্মদিন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ জন্মদিন হে কবি.............
৩২| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৬
জেন রসি বলেছেন: ছবি আপুকে জন্মদিনের শুভেচ্ছা।  
  
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেন রসিয় মহা মূল্যবান শুভেচ্ছা বুঝিয়া লও হে ঢঙি...............
৩৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
এখনো ভাতই খাই নাই। এত কাজের চাপ 
সরি ফর লেট আনসার
নামাজ পড়ে খেয়ে আসিি আগে
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডেটিংএ বিজি ছিলা খবর পাইছি,,,
কেএফসিতে ভাত খাইবা ক্যান??? ![]()
৩৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৯
ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি; খানাপিনার চিন্তা ভুলে যান!! 
এই ব্লগের জন্মে খানাপিনা কপালে নাই। 
অবশ্য ছবি আপু যদি আজকে একটা ফুড ব্লগ পোষ্ট দেয় তখন আমরা খাবারের ছবির তাকিয়ে থাকবো।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কপি পেস্ট কি এখানেরটা ঐখানে গেছে না ঐখানেরটা এখানে? 
  ![]()
৩৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি আপুর জন্য শুভকামনা। লেখককেও ধন্যবাদ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেব্বাবা..............সরকারের পক্ষ থেকেও রাজ শুভেচ্ছা চলে এলো!!! 
আর কি চাও হে সুন্দরি?
৩৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ব্লগার কাজী ফাতেমা আপুর শুভ জন্মদিন
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম হে প্রিয় সুহৃদ ![]()
৩৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:২৯
তপোবণ বলেছেন: প্রিয় কবির জন্মদিনে আমার আরেক অত্যন্ত প্রিয় কবি'র কবিতায় আপ্লুত হলাম। ছবি আপুকে শুভ-জন্মদিনের শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা জানিয়ে দিলুম,,,
আর প্রিয় সুহৃদের মন্তব্যে বাগবাগ হলুম![]()
![]()
৩৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন কবি কাজী ফাতেমা ছবি আপুর।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌঁছাইছি মামা............... ![]()
৩৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৫৮
মৌমুমু বলেছেন: কাজী ফাতেমা ছবি আপু, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
কি করি আজ ভেবে না পাই, আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
ভালো থাকবেন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিপুকে শুভেচ্ছা,,,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মৌমুমু ![]()
৪০| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২১
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেন্ট হৈয়াছে.............. ![]()
৪১| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: #আলো ভাইয়া হাহাহাহাহ এই মন্তব্য দেখার আগেই একখান পোস্ট দিয়া দিছি
অবশ্য নিজের তোলা ছবি ছিল অনেক খাবারের 
কিন্তু  সবই মোবাইলে কিংবা ক্যামেরায় পিসিতে নেয়ার সময় ছিল না ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মাপুর আগেই সাইরা ফালাইলা!!!!
তোমার খবর আছে.................ও তুমহে জিন্দা নেহি ছুরেগি ![]()
৪২| 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০৩
কবীর বলেছেন: ধ্রুবক আলো  
ছবি আপা, একটু হিসেবি কিন্তু কিপটে না !! ছবি আপার ব্লগে গিয়ে দেখুন আমাদের মত গরীব অসহায় ছোটদের জন্য মিষ্টি বিতরণ কর্মসূচি চলেছে !! ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ধ্রুবক আলো 
শাহরিয়ার কবির সোনা যে প্রপির ছানাটা সে প্রমান দিলো!!!
তার ছানাপোনায় আমি বাকরূদ্ধ 
  ![]()
৪৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০৭
সোহানী বলেছেন: শুভ জন্মদিন কাজী ফাতেমা ছব........
আর থ্যাংক্স কি করি চমৎকার ছড়ার জন্য।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাজী ফাতেমা ছব কে শুভেচ্ছা,,, 
 
তোমারটা কবে কও...............সেদিন আরেক্টা থ্যাক্স দিয়ো ![]()
৪৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: কবি কাজী ফাতেমা ছবি'র জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা! সুন্দর ছড়ার মাধ্যমে তা আমাদেরকে জানিয়ে দেবার জন্য আপনাকেও ধন্যবাদ। 
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা কবিকে,,,
খুব বুঝি পামে পামে
যা যা ক'লে চামে না;
হেসে আমি কুটি কুটি
হাসি মোর থামে না। 
  ![]()
৪৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১৫
তারেক ফাহিম বলেছেন: ছবি আপুর জন্ম দিনের শুভেচ্ছা,
প্রিয় কবিকেও ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা দিতে সুযোগদানে।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম,,,
ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানানোর সুযোগদানে আপ্নাকেও ধন্যবাদ। ![]()
৪৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... তাই নাকি.............
খুব সাধারন মানুষের আবার জন্মদিন কি!!!! জন্ম হয়ে জন্জালদের কোন জন্মদিন নেই.............
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইটাইতোরে বাবা,,,
আমার মতন অতি নিম্ন সাধারণ কিংবা জঞ্জালগোটা জিগাইছি নাকি?
জানছে চেয়েছি সুইটিং কিউটিং ঢঙিরাণী তোমারটা হে বাপু..................কবে কও,কানেকানে কতি চাও না ফেবুতে?
৪৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: 
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক তলা.............দুই তলা...............তিন তলা
বাপ্রে বাপ!!!
আমি ছাদেরটা খামু,চক্লেট লেয়ার বেশি 
 
ভালা কথা,তলা গুনতে আবার টেকা লাগেনাতো? 
  ![]()
৪৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাজী ফাতেমা ছবিকে জন্মদিনের শুভেচ্ছা। 
 ধন্যবাদ ভাই কি করি আজ ভেবে না পাই।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেনাভাই'র শুভেচ্ছা গ্রহণ করো ছবিরাণী................
আপ্নাকেও ধন্যবাদ গুরু। ![]()
৪৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: 
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইটা ছবির না শায়মার?
এস লিখা যে??? 
  ![]()
৫০| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:১৮
সোহানী বলেছেন: হায় হায় এইটা কি কইলা....সুইটিং কিউটিং ঢঙিরাণী................
কুৎসিত, ট্যারা কাঠখোট্টা মানুষেরে তুমি কি উপাধি দিলা......... ডরাইছ.........
আহারে আজ অবদি কেউই এমন কইরা কইলো না...................
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডরামু ক্যাঁ,,,
তোমার ড্রেসিং টেবিলের লুকিং গ্লাসটায় ধুলো জমেছে নিশ্চিত।
অন্ধদের পাড়ায় থাকো নাকি?নাকি আই হসপিটালের নার্স তুমি যে কেউই কুনুদিন কৈলোনা!!!
৫১| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২০
কানিজ রিনা বলেছেন: কাজী ফাতেমা ছবি ও সায়মার জম্ম দিনে
আমি পদবী ঘোসনা করছি এই দুইজন
রাজহংশী নারী।
সমস্ত মন্তব্যে তাই প্রমান করে। কি করি আজ
ভেবে না পাই, কবিতা দারুন অপুর্ব।
জম্মদিনের সুভেচ্ছান্তে রাজহংশীদ্বয়ের শুভকামনা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলাতো দুনোডারে ফুলাইয়া...................
অহন আর হেগো মাডিত পা-ও পড়বো কিনা কে জানে!!!
আমিও তোমার পদবী ঘোষনা করছি,,,
তুমি ''রাজ অপ্সরি''
৫২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:২৮
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহাহা.......................... আমি মরে গেলাম মাইরি..............
ড্রেসিং টেবিলতো রাখিই না চেহারা দেখার ভয়ে। আর চোখওয়ালাদের পাড়ায় থাকি বলেইতো এতো কিছু জানি....... 
আই হসপিটালের নার্স.... এইটা মন্দ কও নাই। এইটা একটা সমাধান হতে পারে যাতে কেউই দেখবে না.....হাহাহাহাহা
তুমি যে কই থেইকা এত্তো উদাহরন পাও.............. আল্লাহ আমারে বাচাঁও............
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারণ আমি প্রচুর ভেজিটেবল খাই,,,
আমার চোখ ভালা ব্রেনও ভালা 
 
তুমি বোধয় ছায়ার প্রেমে পড়েছো কিংবা স্নো-হোয়াইটের সেই রাণীর কমপ্লেক্সে ভুগছো
কাউরেই তোমার চোখে লাগেনা.................
তাই লোকে ডরে তোমারে কৈতে পারেনা..................আমার কথা ভিন্ন ![]()
৫৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: শুভ জন্মদিন, ছবি আপুমনি ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম প্রিয় সুহৃদ................
৫৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৪৭
সোহানী বলেছেন: হাহাহাহাহা............. ডরাইছি..........................
ওরে কে কোতায় আঁচো.... আমারে ধরো......... আমি হাসতে হাসতে হার্টফেইল করছি...................
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত যে পটানি দিনু
তুমি হাসো খিলি;
নিজেরে লাগছে যেনো
ভেরি ভেরি সিলি!! ![]()
৫৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: 
ছড়ায় আছে বহুমাত্রিক আলাপন । সুন্দর, নির্মল। রইলো অশেষ শুভ কামনা । এভাবেই আনন্দে কেটে যাক আরো অজস্র জন্মদিন আপন চোখের সান্নিধ্যে ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবির প্রতি আমারো একি কামনা...............
চমৎকার শুভেচ্ছা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।![]()
৫৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর ছড়া। 
শুভ জন্মদিন ![]()
 
১৮ ই আগস্ট, ২০১৭  ভোর ৬:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শর্টকাট মন্তব্যটিও দারুণ![]()
শুভেচ্ছা..............
৫৭| 
১৮ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,
কাজী ফাতেমা ছবিকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি । তার জীবন ভরে উঠুক নিত্যদিনের সাফল্যে । আরও আলোকিত হোক তার ব্লগীয় জীবন । 
আর  আপনাকে ধন্যবাদ এজন্যে যে , ব্লগারদের জন্মদিনে ছড়ায় ছড়ায় এরকম  শুভেচ্ছা জানিয়েছেন । এটা ব্লগের  অঙনকে সুস্থ্য রাখবে বলে বিশ্বাস করি । 
 
২০ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা মন ভালো করা চমৎকার মন্তব্যের জন্য।![]()
 এক্টা মানুষ দিনের পর দিন কি করে এত আকর্ষনীয়,চমকপ্রদ,প্রিয়পাঠ্য,গঠনমূলক,বিশ্লেষনি উৎকর্ষ সব মন্তব্য করে যান ভেবে ভেবে আমি হয়রান..........................!!!
আপ্নার সামুতে করা মন্তব্যগুলো থেকেই চমৎকার কয়েকটা মন্তব্যসংকলন বই বের করা সম্ভব।
৫৮| 
১৮ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৩
শ্রোডিঙ্গার বলেছেন: আপনাদের আড্ডা দেওয়ার ধরণটা মজার লাগছে। ![]()
কবির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শরিক হলাম আমিও।
 
২০ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার শুভেচ্ছা কবিকে পৌছে দিলাম.................আড্ডায় স্বাগতম।
তবে কবির প্রাপ্তি স্বীকারের সম্ভাবনা বড়ই কম,,,দেমাগে তার মাটিত পাও পড়েনা
৫৯| 
১৮ ই আগস্ট, ২০১৭  রাত ৮:২৭
সুমন কর বলেছেন: বিলম্ব জন্মদিনের শুভেচ্ছা......
ভালো হয়েছে।
 
২০ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি ভালো হয়েছে করদা?
বিলম্ব শুভেচ্ছা না ছবির বেস্বাদ কেকটা? 
  
  ![]()
৬০| 
২২ শে আগস্ট, ২০১৭  রাত ৮:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: সেই আগের মতই বালো লাগা । 
  
  ![]()
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:০৯
জাহিদ অনিক বলেছেন: ছবি আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

আপনাকেও অনেক ধন্যবাদ এত বিশাল ছড়া লিখে আমাদের জানানোর জন্য ।
কবিতা যা লিখছে সে
পড়ে যাই চিমসে;
আদতে সে জাত কবি
ভারি লাগে হিংসে। - আক্ষরিক অর্থেই মনে হচ্ছে