| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
 
আজিব এক পিস সে যে
অদ্ভুত ক্রিয়েশান;
কবে কোথা কি যে করে
লোকেরই তা টেনশান।
আপন খেয়ালে ডুবে
সদা নিজ দুনিয়া;
কে কি ভাবে তারে নিয়া
নো পরোয়া ও নিয়া।
মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে ভাবাবেন।
জ্বালাটা যে এখানেই
তার বড় শক্তি;
''প্রচন্ড ভালোবাসা''
নেই অতে মুক্তি।
আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।
সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।
জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।
ছিনু পাঠে ভ্যাগাবন্ড
গোবেচারা লগার এক;
বকে-ঝকে,ঘষে-মেজে
বানালো ব্লগার দ্যাখ।
স্বীকারেতে মোটে নেই
কোনোরূপ হীনতা;
আপু ছাড়া ব্লগখানা
স্রেফ যেনো চিরতা।
নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।
আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে। 
শোনো আপু ডাইনি হে
খুব ভালবাসি জেনো;
সদা এনজয় করি
তোমার ঐ ঘেনো ঘেনো।
ভুলি নাই এইদিন
আপু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।   
 
ছবিঃ(ফিসফিস)
চেহারা দেখিয়ে হাফ
ভাব ধরে ঢঙ্গি;
বাকী মুখ ব্রনে ভরা
আঁচিলের সঙ্গি।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দুই নক্ষত্রেরতো বটেই.................
পৌছে দিলুম আপ্নার শুভেচ্ছা![]()
২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: উৎসবে মাতোয়ারা প্রিয় এই ভুবন (সামু)
বাজনা বাজে তাই ঝন ঝনার ঝন।
আজকের এই দিনে কতো কাব্যের সৃজন
কতো লোকে করতে রাজী বিলাসি ভুজন।
সাগরের ঢেউ আর পাখির কলতান
পাহাড় করে আজ ঝরনার গান।
আজ এই আগস্টের ১৭ তম দিন
আজ সবার প্রিয় শায়মাপুর জন্মদিন।
শুভ জন্মদিন প্রিয় শায়মাপু।
ধন্যবাদ, কি করি আজ ভেবে না পাই'কে কাব্যিক ভাষায় শুভ দিনটি মনে করিয়ে দেওয়ার জন্য।
ইহে কাব্যের প্রশংসা না করে কি করে যাই।
বেস হয়েছে বেস।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহহহহ................একেবারে রসে ডুবো ছন্দ মন্তব্য।
আপু নির্ঘাত উড়ছে পড়ে,,,
আপ্নাকেও শুভেচ্ছা ![]()
৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৪
শায়মা বলেছেন: 
আমি যদি আজিব হই 
আজিবের নানা
এই কথা শুনে তিনি
হয়ে যাবে কানা! 
নো পরোয়া কাকে বলে
নো পাত্তা কি বা!
কে কি ভাবে ডোন্ট কেয়ার
খোড়া কালা হাবা!
বুদ্ধিতে আগে বাড়ো
মনোশক্তিতে সেরা
অসি চেয়ে মসি বড়
করে ছেড়া বেড়া! 
তবু
সকলের বন্ধু সে
সকলের সাথী
সবে তরে দেবে জান
করে আতিপাতি...... 
ভুলো নাই এই দিন
তোমারে সালাম!
প্রিয় ভায়া সোনামনি
শুভেচ্ছা জানিলাম!!!!!!!! ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অকে অকে,রাখো ঢঙ
আসছিগো ত্বরা;
ছন্দে বুঝামু আইজ
কারে কয় ছড়া।
৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৭
শায়মা বলেছেন: হা হা অনিকভাইয়া আর নুর ভাইয়া থ্যাংকস!!!!!![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো...............
৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন: 
ব্লগার শায়মা'কে জন্মদিনের শুভেচ্ছা।
উনার অনেক সফলতা আছে, আরো সফলতা কামনা করছি।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু.............কৈ গেলা
মিষ্টি খাওয়াও!!!
অবশেষে কাকুর স্বীকৃতি পেলে!!!!!!!!!!!! ![]()
৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:২৪
কবীর বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপু !
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌছে দিলুম................![]()
৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪১
মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন শায়মা ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌছাইতে গিয়া দ্যাহি দেমাগে তার মাডিত পাও পড়ে না!!!
৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৩
শায়মা বলেছেন: সবাইকে থ্যাংকস!!!!!!!!
এ্যান্ড থ্যাংকুশ ম্যাংকুশ!
চাঁদগাজীর ভাইয়ার
 গুনে গুনে এংকুশ!!!!!!! ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এংকুশ মানে কি?
একুশ না একশো?
৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫০
শায়মা বলেছেন: এংকুশ মানে হলো 
একশোর ভাই
ধিন তা না নাচে সে যে
কোনো দুখ নাই !
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকু নাচছেন বলতে চাও!!! ![]()
১০| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫২
কবীর বলেছেন: জন্মদিন উপলক্ষে কিছু খানাপিনার ব্যবস্থা হপে না ?  
 আমি পিচকা মানুষ ; নইলে কেঁদে দিলুম কিন্তু !!! ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাভ নেই ইমোশনে
চামে ফেলে ছিপটা;
নাম তার শায়মা হে
দুনিয়ার কিপটা। ![]()
১১| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৪
শায়মা বলেছেন: হবে হবে কবীর ভাইয়া!!!!!!!
ডোন্ট ক্রাই......
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই কেয়ামতটা গেলেই দিলুম বলে.....................
১২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৮
কবীর বলেছেন: নাম তার শায়মা হে
দুনিয়ার কিপটা।  
শয়মা আপু খানাপিনা হবে কখন, 
তোমার নামে এমন কিপটা বদনাম 
মানি না, মানবো না !! 
 
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: খানাপিনা আলবাৎ হবে...................তবে আফসোস,,,সে একাই খাবে খোকা
১৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:০১
ওমেরা বলেছেন: সুন্দর ছড়া লেখকের ও সায়মা আপুর জন্য অনেক অনেক দোওয়া । আল্লাহ আপনাদের হায়াত বৃদ্ধি করে দিন, আপনাদের দুঃখ কষ্ট দূর দিন । আল্লাহ আপনাদের ভাল রাখুন সব সময় । আমীন
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন................
জাঝা কাল্লাহু খাইরান
১৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:১৫
উম্মে সায়মা বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মামনির শুভেচ্ছা ও দোয়া ছানাকে পৌছে দিলুম 
  ![]()
১৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৩
উম্মে সায়মা বলেছেন: 
  
  ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেয়ের এই দিনে প্লিজ
করোনাকো মান;
দোষত্রুটি ক্ষমো আজ
প্রিয় খালাজান।
১৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:২৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা ভালোবাসা আপু শুভ জন্মদিন 
শুভ হোক জীবনের প্রতিটি ক্ষণ। সাফল্যময় হোক প্রতি দিন
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উত্তরোত্তর সাফল্যের পাশাপাশি দূরিভূত হোক তার যাবতীয় রঙঢঙ ও পেখনা
১৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  ভোর ৪:৫০
ডঃ এম এ আলী বলেছেন: শায়মাপুকে জন্মদিনের প্রাণডালা শুভেচ্ছা ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইনিপুকে শুভেচ্ছা পৌছে দিলুম  ![]()
১৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  ভোর ৪:৫৫
জগতারন বলেছেন: 
ব্লগার শায়মা-এর প্রতি কামনা করি শুভ জন্ম।
আর কবি কি করি আজ ভেবে না পাই-এর প্রতি প্রীতি সুভেচ্ছা জ্ঞাপন করছি শায়মা'র জন্ম দিন নিয়ে অকৃতিম বন্ধুসুলব সুন্দর এমন একটি ছড়া পাঠক-পাঠীকাদের উপহার দেয়ার জন্য ও দিনটি সব্বাইকে জানিয়ে দেয়ার জন্য।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিনটি জানাবো কি হে................সামুর বাচ্চা বাচ্চা জানে 
  
  
আপ্নাকেও শুভেচ্ছা,
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।![]()
১৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  ভোর ৫:০৯
এম এ কাশেম বলেছেন: বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।  
কবি শায়মাকে জানাই শুভ জন্মদিন।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম,তবে প্রাপ্তি স্বীকারের আশা না করাই উত্তম।আজ তার টিকিটির দেখা পাবেন বলে মনে হয় না। ![]()
২০| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:১৮
ব্লগ মাস্টার বলেছেন: শায়মাপুকে জন্মদিনের শুভেচ্ছা ।সাথে আপনাকেও ধন্যবাদ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও শায়মাপু,,,শুভেচ্ছা বুঝিয়া লও
ধন্যবাদ মাস্টারদা ![]()
২১| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: বোন শায়মা শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো মানে ভালো?
সকাল থেকে ফোন ধর্ছেনা.................আইজ তার ঠাঁট ঠমকির শ্যাষ নাই
২২| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন শায়মা । ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিকাছে,দুজনার মাঝে রানারের ভূমিকাই নিলুম,,,
ও ঠাকুর ঝি,বুঝিয়া লও![]()
২৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা শায়মা। বেঁচে থাকো অনেক অনেক দিন। 
 ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌছে দিলুম শুভেচ্ছা ঢঙরাণীরে..............
আপ্নার শরীর এখন কেমন?
২৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৩৮
নীলপরি বলেছেন: এই ছড়াটাও খুব ভালো লাগলো । শায়মাদির জন্য রইলো জন্মদিনের অনেক শুভেচ্ছা ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোই লাগলো যদি
এলে কেনো লেটে;
শায়মার কেক শেষ
স্রেফ এঁটো প্লেটে।![]()
২৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখালে আধেক মুখ 
বল কিহে কেসটা, 
ওদিকটা কদাকার? 
ভরে  ব্রন মেসতা ?   
  
  
আসলে -- 
শায়মাটা পরি এক 
নেই শুধু ডানাটা,
দেখলে তাহার রূপ 
চোখ হবে কানাটা।  
 
শায়মা'পুর জন্ম দিনে অনেক অনেক শুভ  কামনা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয় শুধু ব্রন ছুলী
গুটি দাগে ভরা;
নাকে গালে থুতনিতে
বারোমাসি ফোঁড়া।
আমরা দেখেছি যারা
জানি সে যে পেত্নি;
তাও শহরের নয়
গেরাইম্যা খেতনি।
২৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: যায় কি করা শোধ
ভালবাসার ঋন
শুভ হোক
শায়মাপুর জন্মদিন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঋণ আর শোধবে কি
নেই তার খোঁজ;
দেবেনা দেবেনা পার্টি
হয়ে গেছে বুঝ। ![]()
২৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:২৪
অর্ক বলেছেন: আজিব এক পিস!!!
আজিব এক পিস 
দ্বিতীয়টি নাই,
ভালো মন্দ যাই হোক
শায়মা শায়মাই।
ব্লগের রানী সে যে
সবার আপন
প্রজাদের কোলেপিঠে
করছে লালন।
এরানী নয় অত্যাচারী
নয় দুর্জন
সকলের সাথে তার
হৃদবন্ধন।
শুভ হোক জন্মদিন
শুভেচ্ছা অফুরান 
ফল্গুধারায় ভরা থাক
জীবন সুমহান। 
রাখলাম ভালবাসা
শুভেচ্ছা অশেষ
এভাবেই হাসিগানে
ছড়িয়ে আবেশ,
সুখে থাক সামু ব্লগ
পরীদের দেশ,
এ ভালবাসা যেন
কখনও হয় না শেষ।
আপনার ছড়া অত্যন্ত ভালো লাগলো। শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ছন্দ ত্রাসে
কেঁপে উঠে আত্মা;
আজ বুঝি কেন মোর
নেই ছিটে পাত্তা।
ছন্দ যা বাঁধলেনা
লাগে মোরে তুচ্ছ;
ঠিক যেনো খাঁটি দেশি
সারমেয় পুচ্ছ।![]()
২৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৩২
ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন শায়মাপু।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা সেন্ট হৈয়াছে............![]()
২৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৪০
কবিন্দু বলেছেন: খুব সুন্দর ছড়া।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ................হিংসুটে শায়মাপু শুনলে খপর আছে ![]()
৩০| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৪৫
কানিজ ফাতেমা বলেছেন: অনেক অনেক শুভ কামনা শায়মাপু । 
 ভাল থাকুন নিরন্তর ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো থেকো শায়মাপু.............. ![]()
৩১| 
১৭ ই আগস্ট, ২০১৭  সকাল ১১:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
ঠিক ঠিক বলেছেন,
আপুনি প্রসঙ্গে,
কে আছে তার মতো,
এ দুই বঙ্গে।
সিংহ রাশি বলে তিনি
হয়েছেন সিংহী,
পিঠা-পায়েশের সাথে
তাই বানান ফিন্নী!
শুভ জন্মদিন, আপুমনিতা!
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বানায় সে কথা ঠিক
খায় শুধু একা;
আজতক খাইয়েছে
হয়নিকো দেখা।
আষ্টেপিষ্টে তার
হিংসেমি লেপটে;
দু'বঙ্গে নেই নেই
তার মত কিপটে।
৩২| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অত গুনি সনে বলতে লাগে ভয়
আঁকা, গান, নাচ, রান্না
সব কিছুতেই  অনন্যা
সকল চ্যালেঞ্জে- যেন অকুতোভয়!
বুঝি পৃথিবীটা কেঁপেছিল সেদিন
চমকে ছিল আলোচ্ছটায়
যে শুভ ক্ষনে যে বেলায়
এসেছিল ভবে শায়মার- আত্মা মহান।
আজ সেই দিন তাই রেঙেছে ভুবন
সকলে জানাই তাের শুেভচ্ছা অফুরান
শুভ শুভ জন্মদিন 
 
শুভ শুভ জন্মদিন 
 
 
 
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলেতো নাশটা করে
যত দিয়ে পামটা;
হুদাই বাড়ালে তার
মিছিমিছি দামটা।
এমনিতে তার ঠাঁটে
ত্রিভূবনে টেকা দায়;
দিলে আগুনেতে ঘি'টা
না জানি কি হবে হায়!! ![]()
৩৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৩
তানহা তন্বী বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা সেন্ট হৈয়াছে ![]()
৩৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩৪
প্রামানিক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরুর শুভেচ্ছা আঁচল পাতিয়া লও হে ডাইনিপু...............
৩৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা শায়মাপু
৩৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সিংহ রাশির জাতিকা। শুভ জন্মদিন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: (ফিসফিস)
সিংহী সে মোটে নয়
আদতে সে ডাইনি;
কইলে বলেই কই
কইতে তা চাইনি।
৩৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩০
জেন রসি বলেছেন: শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা 
  
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপরাবাস্তবিয় শুভেচ্ছা গ্রহণ করো হে ডাইনিপু  ![]()
৩৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৩
ধ্রুবক আলো বলেছেন: আজিব এক পিস সে যে
অদ্ভুত ক্রিয়েশান;
কবে কোথা কি যে করে
লোকেরই তা টেনশান।
 
কথা সত্য, তথ্য মন্ত্রীর কাছে তথ্য আছে  
  
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য কহিতে বাপু
আমার কি ঠেকা?
তথ্যতো দিয়াছিলো
ইনা-মিনা-ডিকা।![]()
৩৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহহ.............মেহফিল জম গেয়া 
  ![]()
৪০| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:১৬
ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি; খানাপিনার চিন্তা ভুলে যান!! 
এই ব্লগের জন্মে খানাপিনা কপালে নাই। 
অবশ্য শায়মা আপু যদি আজকে একটা ফুড ব্লগ পোষ্ট দেয় তখন আমরা খাবারের ছবির তাকিয়ে থাকবো।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট দেবে সে কনফার্ম,
পাঠকের মনে জ্বালা ধরাতে হবে না.................... 
  ![]()
৪১| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: শায়মা আপুকে শুভেচ্ছা রাশি রাশি।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাশি রাশি শুভেচ্ছা পৌছে দিলুম![]()
৪২| 
১৭ ই আগস্ট, ২০১৭  দুপুর ২:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: শায়মা আপুর শুভ জন্মদিন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ তার ভাব মারার দিনও................ ![]()
৪৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪১
রাতু০১ বলেছেন: শায়মাপুকে জন্মদিনের শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা হে আপু![]()
৪৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৩:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন শায়মাপু হের লগে আপনারো আগাম শুভ জন্মদিন। ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরীবের আবার জন্মদিনগো ভাই...............ঢঙরাণীগো সুখ দেইখ্যাই আমার সুখ
মনে কর্ছেন আমি অতেই বাগবাগ।
আপ্নের্টা কবে মামা?
গিফট দিতে না পারি শুভেচ্ছা হৈলে জানামু.................
৪৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:০০
মৌমুমু বলেছেন: শায়মা  আপু, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
কি করি আজ ভেবে না পাই, আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
ভালো থাকবেন।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা নিজ হাতে পৌছে দিলুম,,,
মনছোঁয়া মন্তব্যের জন্য আপ্নাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা।![]()
৪৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবির শুভেচ্ছা গ্রহন করো ঢঙিপু ![]()
৪৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন আপি
সুন্দর কাটুক আগামী প্রতিটি দিন
বদের হাড়িরে ধন্যবাদ অনেকগুলো
কিন্তু উপহার কই আজিব কুরিয়ারে তো কিছু আসলো না হাহাহাহাহ
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বার্ড্ডে গার্ল টু বার্ড্ডে গার্ল,,,
কুরিয়ার গেছিলোতো,বিশাআআআল পার্সেল....................তুমি গভর্ণর আর রাজনের লগে মিটিংএ ছিলা,তাই রিটার্ন।
৪৮| 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৮
কবীর বলেছেন: ধ্রুবক আলো
 হা, হা, হা শায়মা আপু একটু হিসেবি কিন্তু কিপটে না ! 
 খাওয়াবে, খাওয়াবে কোন সমস্যা নেই ! ততক্ষণ, ধেয্য ধরে সালমান শাহ ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখুন ।  ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন আশার বাণী সামুর মামুরা অনেক ধরেছে হে বাছা,,,
ঠিক কহিয়াছো,সে আসলে কিপটে না রাম কিপটে!!! ![]()
৪৯| 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৯
সিফটিপিন বলেছেন: শায়মাপু তো বড় হয়ে গেছে তাকে এখন শুভেচ্ছা জানালে লজ্জা পাবে, ছোট থাকলে না হয় কথা আছিল 
  
তয় চবি দু খানা মচেতকার  ![]()
 
১৭ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডাইনিদের(পরী!!!) জীবন চক্র দীর্ঘ।
সে হিসেবে তার এই ৬৭বছর কুনু বয়েসই না............... 
 
সিফটিপিনের খোঁচা দিয়ে লাভ নেই,চামড়া তার গন্ডারের চাইতেই ৬ইঞ্চি বেশি পুরো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
৫০| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০২
খায়রুল আহসান বলেছেন: শায়মা'র শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা! আর সেটা এত সুন্দর একটা ছড়ার মাধ্যমে আমাদের সবাইকে জানিয়ে দেবার জন্য আপনাকেও ধন্যবাদ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা সেন্ট................
থাক ভায়া খালি খালি
দিয়োনাকো মিছে পাম;
জানি জানি এই ব্লগে
নেই মোর ছিটে দাম। ![]()
৫১| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১০
সোহানী বলেছেন: শুভ জন্মদিন শায়মা ........ অনেক অনেক ভালো থাকো.................
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা সেন্ট..............
সে ভালা না,,,মহা ফুর্তিতে আছে আইজ 
  ![]()
৫২| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৫১
তারেক ফাহিম বলেছেন: ছড়া কবিকে প্রথমত কৃতজ্ঞ সুন্দর ছড়ার জন্য
সায়মাপুর জন্য রহিল জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন সায়ামাপু
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুন্দর এবং বিনয়োচিত মন্তব্যের জন্য আপ্নাকেও ধন্যবাদ।
অনেক অনেক শুভ কামনা.................
৫৩| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: 
নিম্নে দেয়া ছবিটার অর্থ খোঁজার চেষ্টা করছি আপাতত ।
জন্মদিনের ড্রেস না পরলেও আগামীর জন্য রইলো অশেষ শুভ কামনা। এমনিভাবে জীবদ্দশায় আরো হাজারো জন্মদিন যেন আশে অসংখ্য সুখ নিয়ে ।
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিম্নে দেয়া ছবিটাই আমাগো পরীগো ভাইডি।
ভালা কথা,জন্মদিনের ড্রেস মানে ঠিক বুঝলামনা....................
৫৪| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ৯:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
পুরা ছবি নেই কেন ? কেন আধেক !! 
'ভাল কথা'র বিষয়ে- এটুকু না বুঝলেও চলে, গুরুজনেরা বলেন !
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবিঃ(ফিসফিস)
চেহারা দেখিয়ে হাফ
ভাব ধরে ঢঙ্গি;
বাকী মুখ ব্রনে ভরা
আঁচিলের সঙ্গি।
৫৫| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: 
তা তো পড়লাম । কিন্তু এমন আশুভ ভাবনা কী ঠিক ?
 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১০:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবনা নয়গো দাদা
ইহাই প্রকৃত কারণ;
আপনা বলেই কয়েছিগো
আছে শায়মার বারণ।
৫৬| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১০:৫৬
শায়মা বলেছেন: বুঝেছি বুঝেছি 
সব ছল বল চাতুরি
শুভকামনার ছলে
মাথাতেই হাতুড়ি! 
দিয়ে এই পোস্টখানা
কমেন্টো রন্ধে
কোটি কোটি বদনামী
গাও নানা ছন্দে!
দেবোনাকো কেক আর
পিজ্জা মিজ্জা চাইনিজ
শয়তান বদমাস
নিজে নিজে খাই নিস!
পানি দিয়ে মেখে ভাত
 মেখে নুন লঙ্কা 
খাও এবা শাস্তি
বাঁজাও সু ডঙ্কা!
 
১৮ ই আগস্ট, ২০১৭  ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সারাদিন শেষ করে
দুনিয়ার পার্টিসাটি;
মাঝরাতে এসে করে
ফাও কথা কাটাকাটি!
পানিভাতই দেবে তুমি
অটুকুনি আত্মা;
জেনে গেছে ব্লগে সবে
কিপটের স্বত্তা।
কেক পিজা চাইনিজ
বড় বড় বুলিটা;
শেষ নাই ডাইনির
চাপাবাজি ঝুলিটা।
এক গ্লাস পানি দিলে
মারে খোটা কতশত;
তার ধারে কেকের আশা!!
হইনিগো ছোট অত।
৫৭| 
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১১:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: কবিকূলকে জন্মদিনের শুভেচ্ছা
 
১৮ ই আগস্ট, ২০১৭  ভোর ৬:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিকূলকে পৌছে দেয়া হলো শুভেচ্ছা ![]()
৫৮| 
১৮ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
 
২০ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা
৫৯| 
১৮ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১১
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই  , 
শায়মাকে আপনার মাধ্যমে  জন্মদিনের শুভেচ্ছা । শায়মার দিনগুলি যেন সুন্দর, সাবলীল , নিষ্কলুষ, নিপাট, অর্থবোধক হয়ে ওঠে । 
 
২০ শে আগস্ট, ২০১৭  ভোর ৬:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার শুভ কামনাসমগ্র নিষ্ঠার সাথে স্বহস্তে পৌছে দিলুম তবে তার দিনগুলি আদৌ এমন যাবে কিনা সে নিয়ে বিরাআআআট সন্দিহান......................যেই হিংসুটে আর হিংস্র সে বাপ্রে বাপ!!!
৬০| 
২০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৪
শায়মা বলেছেন: ঐ ভাইয়া!!!!!!!!!!!  
আমি হিংসুটে !!!!!!!!!!!
 নাকি ওরা!!!!!!!!!!!!! ![]()
 
২০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয়ে কমু না নির্ভয়ে কমু...............পরে আবার মারবানাতো? 
  
  ![]()
৬১| 
২০ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
শায়মা বলেছেন: কি বললি মিছা কথা 
এক্ষুনি মার খা
লাথি ঝাটা চড় কিল
ঝাড়ু বাড়ি ছার খার! 
ভয়ে ভয়ে মিছা কথা
সে তো তোর নস্যি
বুঝেছি হিংসুটেদের সাথে
আজকাল ঘস্যি।
মিশে মিশে হয়েছিস
ওদের মত ছিঁচকা
জানে নাতো আজও তারা 
তুই এক মিচকা  !
৬২| 
২৯ শে আগস্ট, ২০১৭  রাত ১০:১৩
শায়মা বলেছেন: থ্রেট শুনে তুমি নাকি
দুইদিন পাক্কা 
অজ্ঞান ছিলে নাকি
খেয়েছিলে অক্কা!
থাক থাক ঢের হলো
কুমড়োর ছক্কা
রেঁধেছি আজকে বেশ
খেয়ে ফেলো বোক্কা! ![]()
৬৩| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৪
বর্ষন হোমস বলেছেন: 
ছড়া চমৎকার লাগলো  
। তা ভাই আপনারে কখনো ব্লগে এক্টিভ লিস্টে দেখি না।আজকে পাইলাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭  রাত ১২:১১
জাহিদ অনিক বলেছেন: হায় হায় ! আজকে কয়জনের জন্মদিন !!!
শায়মা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।
জ্বালাটা যে এখানেই
তার বড় শক্তি;
''প্রচন্ড ভালোবাসা''
নেই অতে মুক্তি। - কথা অতি খাটি !