নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন \'\'বিদ্রোহী ভৃগু\'\'

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১



মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা;
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা।

যে নামেই থাকো তুমি
মিম কিবা ভৃগু;
হৃদয়েতে করো রাজ
কয়ে দিচ্ছিগো।

যত লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।

কবিদেরও কবি তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।

তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।

শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।

রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।

তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।

বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।

এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
মোরা সব পূজারি।

(রি-পোষ্ট)

মন্তব্য ১০৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছড়াতে জন্ম দিনের শুভেচ্ছা! যার যা আছে তা দিয়েই করে ভালোবাসার বহি:প্রকাশ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তথাস্তু,
শুভেচ্ছা বুঝিয়া লও হে কবি

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগার বিদ্রোহী ভৃগুর জন্মদিনে অনেক অনেক রলো উনার জন্য

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ কাকু,
শুভেচ্ছা পৌছে দিলুম।
কাকুর শুভেচ্ছা প্রাপ্তি পরম ভাগ্যি হে ভৃগু,মিষ্টি খিলাও..................

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

জাহিদ অনিক বলেছেন:



বিদ্রোহী ভৃগু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা এবং জেসন ভাইকে ধন্যবাদ শুভেচ্ছা ।
হু ইজ জেসন ভাই সেটা জানতে চাইবেন না প্লিজ !

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনস্থ করেছি লিখবো মাত্র তখনি চোখে পড়লো ২য় লাইনখানা,,,
তোমার এত বুদ্ধি কেনো হে খোকা?

শুভেচ্ছা পৌছে গেছে.............

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

অপ্‌সরা বলেছেন: হ্যাপী বার্থ ডে ভাইয়া!!!!!!!!!!!

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুমামা তোমার ভাইয়া বুঝি?

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

কাছের-মানুষ বলেছেন: ব্লগার বিদ্রোহীর জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,
শুভেচ্ছা এক্সটেন্ডেড................ভৃগুমামাও খুশীতে গার্ডেন-গার্ডেন

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




আনন্দোচ্ছল হয়ে উঠুক বিদ্রোহী ভৃগুর জন্মবর্ষ পূর্তির দিনটি । ভালো থাকুক তার মন ও মননটি ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহাতক জানি এখনো পর্যন্ত তিনি প্রতি পেয়ালায় আনন্দলোকের উৎফুল্ল যাত্রী..............রাতভরের এ ভ্রমন তাকে গন্তব্যে পৌছোবে বলেই প্রত্যাশা ;) :P

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

জাহিদ অনিক বলেছেন:



আমার এত বুদ্ধি কেন সেটা মাঝে মাঝে আমিও ভেবে পাই না ! কি করি আজ ভেবে না পাই ! কি করি কন !

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন আত্মশ্লাঘায় ভুগো য্যান দেমাগে মাটিত পাও না পড়ে...............দেখবা অটোমেটিক বুদ্ধি নাই হৈয়া গেছে।
আরেকটা কাম করতে পারো,ছবির লগে দোস্তি করো।জানের দোস্তি...............সঙ্গ দোষে ফল পাইবা নিশ্চিত :-B

৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফাতেমা আপির জন্মদিনে তার পিক দিলেন। বিদ্রোহী ভাইয়ার জন্ম দিনে গ্রাফিক্স ছবি।। লেডিস ফাষ্ট।|| এটা বৈষম্য।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপবান ভৃগুমামা আড়ালে থাকতে চান................আমার কি দোষ? :-B

৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সিক্রেট-টা মেঘে মেঘে
ঢাকা আর যে হলো না।
বিদ্রোহী ভৃগু কেন ইয়ং
কারণটা একটু বলোনা।

কবির জন্মদিনে শুভেচ্ছা রাশি রাশি।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রতি রাতে ফেসিয়াল করেন শুনেছি................লিটনদা'র পরামর্শে

১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

জেন রসি বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী ভাই। এই উপলক্ষে জেসন ভাইয়ের ককটেল পার্টি দেওয়া উচিৎ ছিল। তিনি দেন নাই বলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ;)












১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,
আপনার সমাজতান্ত্রিক ইনসাফ দেখে আমি মুগ্ধ!!!
বড়দিনে কি পার্টির খড়গ মাথায় পড়ে ভাবছি.................... =p~ =p~

১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

উম্মে সায়মা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা....

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হে ভৃগুমামা,
শায়মা'র পাশাপাশি মাসিমা'র শুভেচ্ছাও লওগো................. :P

১২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।

এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
মোরা সব পূজারি।

আহা আহা !!

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরের লাইন কি মধু মধু না চুক চুক?
২য়টার সম্ভাবনাই বেশি।

তাও ক'বো,তুমি এলে
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো। :)

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: 'বিদ্রোহীকে বিপ্লবী শুভেচ্ছা ! !:#P !:#P

তবে ট্রিট না দিলে পেট খারাপ করিবে !

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিপ্লবী কথাতেই যত বিপত্তি,
এখন তিনি লাল সালামের ট্রিট দিলে হজম হবেতো??? =p~ =p~

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

উম্মে সায়মা বলেছেন: X(( X(( আমাকে এবার মাসিমা বানিয়ে দিলেন! (কান্নার ইমো হবে :-B )

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার দোষটা কিবা
নামেইতো পরিচয়;
সত্য না হলে বুঝি
শায়মাপু চুপ রয়?

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমার ১ম কমেন্টে টাইপো ছিলো:

ব্লগার বিদ্রোহী ভৃগুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রলো উনার জন্য

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুর উয়িশ,তাও আবার দুই দুই বার!!!
ও ভৃগু,বিরিয়ানি খিলাও................ =p~ =p~

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা ভিগু ভাই!


আর কবিতাটি হয়েছে খাসা
মালাই যেমন কারিতে ঠাসা.... :P

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব জানি কি লিখেছি
দিয়োনাকো পাম;
জানি জানি ব্লগে মোর
নেই ছিটে দাম।:(

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

জেন রসি বলেছেন:
দিন বড় হোক আর ছোট হোক খেলা হবে! তবে কবে হবে এটা আগামী ঈদের পর জানানো হবে। ;)













১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছাদনা তলার ডেট বুঝি ঈদের পরপরই?
তা শিডিউল কি কেবল দিনেই ;)

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: হ‍্যাপি বার্থডে টু ইউ সুপ্রিয় বিদ্রোহী ভৃগু। অভিনন্দন কি করি আজ ভেবে না পাই সুন্দর ছড়া রচনার জন্য ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলুম,,,
আর সালমানের তরে ভালোবাসা................:)

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা বিদ্রোহি ভৃগু কই? তাকে তো পোস্টে দেখা যাচ্ছে না। যাইহোক, জন্মদিনের শুভেচ্ছা।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হ্যাং ওভার কাটেনি আজো,কাটলেই..............;)

২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: এ যে দারুন সম্মান নিয়ে এসেছ গো ;)
শুভ জম্মদিন ভৃগু দা :)
প্রাণবন্ত থাকুন সারাবেলা।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধু দিনে না,রাতেও তিনি বেশ ঢুলুঢুলু ফুরফুরে মেজাজে ছিলেন...............;)

২১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

কালীদাস বলেছেন: হ্যাপি বার্থডে টু রেবেল ভৃগু ব্রো !:#P
ইয়ো ম্যান, হয়ার'স কেক? লেটস পার্টি ..................



:-B

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছার ঢঙে আমি মুগ্ধ

ছবি যেনো ছবি নয়
জীবন্ত ইতিহাস;
ঘটেছিলো রাতে যা যা
ছবিতে সবি যে ফাঁস!!!

২২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮

এপিস বলেছেন: শুভ জন্মদিন।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওপসসস,
এপিসের শুভেচ্ছা পৌছে দিলুম ভৃগুদার আপিসে.................:)

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

উম্মে সায়মা বলেছেন: শায়মাপু আসুক এর বিচার হবে :-B (এ অপবাদের তীব্র নিন্দা জানাচ্ছি)

সায়মা আর শায়মা... আলাদা কিন্তু। #:-S
কোন সায়মার মা হলেও অন্তত শায়মাপুর মা তো না :-B

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছি ছি দেখো করেটা কি
মেয়েরে ডাকে আপু;
কি জামানা এলো হায়
বুঝিনাকো বাপু!!!

বানানে কি এসে গেলো
নামতো সে একি;
শায়মা থাকতো চুপ
যদি হতে মেকি?

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

জাহিদ অনিক বলেছেন:


আরেকটা কাম করতে পারো,ছবির লগে দোস্তি করো।জানের দোস্তি...............সঙ্গ দোষে ফল পাইবা নিশ্চিত :-B
- উকাম হামাক দিয়ে হবে লে ! উ হাপনাকেই মানায় !

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মামুর বেটা ঝামেলা যে হামাক পরে চাপালে এ হলো নাকিগো?

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।
ভাল থাকুন আপনিও।।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সচেতন কি আর থাকিগো যে হ্যাপী থাকবো?
তা আপনি কেমন?:)

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন। জীবনে কি কোনোদিন ব্লগার ভাই বোনদের জন্মদিনের দাওয়াত খাওয়ার সৌভাগ্য হবে!?

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কারো হলেও শায়মাপুরটা হবেনা এ ব্যপারে নিশ্চিত,
বখিলতারে সে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে..................:(

২৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:০০

জুন বলেছেন: বিদ্রোহী ভৃগুর জন্মদিনে শুভকামনা রইলো !:#P
সাথে ছন্দের যাদুকরের প্রতিও একরাশ মুগ্ধতা :`>
মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা ;

পোষ্টে ঢোকার আগে আমিও এই কথাটি মনে মনে চিন্তা করছিলাম B-)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাষট্টি পেরুলো সে
দেখায় আজো কচি;
খুলবেনা মুখ কভু
যত তারে খুঁচি।:(

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

বিলিয়ার রহমান বলেছেন: ভৃগু দাকে শুভেচ্ছা জন্ম দিনের !:)



জেসন ব্রোকে ছড়ার জন্য ধন্যবাদ!:)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ভৃগুদা,বিলুসোনার শুভেচ্ছা বুঝিয়া লও,

পরের মালটিকে ঠিক চিনলুমনাগো.................

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগুকে জন্মদিনের বিশাল শুভেচ্ছা.. বাট বিনা খাওয়া দাওয়ায় :((

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার খাওয়া!!!
যারা যারা শুভেচ্ছা জানিয়েছে সবাইরে সে গিফট চাহিয়া মেইল দিচ্ছে............আমি ডরে ডিএক্টিভেট আছি।

এলা কও মূল কথা
খুলেছে কি আরো রূপ?
আয়না কি ক'লো আজ
কওনা,থেকো না চুপ।

৩০| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: এত ভালবেসে মোরে
বাড়িয়েছ ঋন
খুব খুব শুভ হোক
ভাইয়ার জন্মদিন।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডরে-ভয়ে,বুকে ফুঁয়ে
যা দেখানু স্পর্ধা;
অগাবগা লিখে তারে
জানালুম শ্রদ্ধা।

৩১| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ভায়া তুমি একি করেছ
আজীবন ঋণ ভারে মোরে বেঁধেছ
এত ভালবাসা পেয়ে হলাম ধণ্যি
কি করে শুধাব ঋণ ভেবে হই হন্যি।

কি করি বা জেশন কিবা ইমরান
তুমি মহা ছড়াকার সামুর সত্যেন
অধমের ভালবেসে করে তোল মহিয়ান
অন্তরের শ্রদ্ধা তোমায় -সত্যি তুমি মহান।

সব্বাইকে অন্তিরক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেই কয়েছি আছি
রাইটার্স ব্লকে;
ছন্দ খেলেনা ঘটে
মাথা পুরো লক্‌এ।

অত ঢঙ কইরোনা
কবে দিবা পার্টি;
কইলে পার্টির কথা
মুখে নাই রা'টি।

মুখে খই ঢের হলো
অতে চিড়ে ভিজে না;
গলাটি ভেজাতে চাই
বুফে কিবা ডিজে না।

৩২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

নায়না নাসরিন বলেছেন: হেপি বাড্ডে বিদ্রোহী ভৃগু ভাইয়া :)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বিদ্রোহী,আইজ তোমারি দিন..................হুহহহহ

৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন ভৃগু

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ প্রিন্স,
পৌছে দিলুম,,,:)

৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ জাহিদ অনিক
জাহিদ অনিক আমি কিন্তু বলি নাই জেশন কে ;) :P :P

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলেই কেগো হারামীটা???

৩৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রূপবান ভৃগুমামা আড়ালে থাকতে চান................আমার কি দোষ?

হা হা হা হা

থাকতে আর দিলেন কই?

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেজমন্থনই যে আমার কাম ;)

৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১

ময়না বঙ্গাল বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা রইল ভাইটির প্রতি

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাইটির শুভেচ্ছা গ্রহন করো ভৃগুমামা :)

৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

নতুন নকিব বলেছেন:



ধন্য কবি, হে 'বিদ্রোহী'
অনেক অনেক প্রীতি।
'কি করি ...' ও মুগ্ধ ছড়ায়,
জাগিয়ে তোলেন স্মৃতি।

দু'জনকেই হৃদয় থেকে,
অশেষ শুভাশীষ।
সত্য ন্যায়ের বীর সেনানী,
নির্ভীখ অহর্নিশ।

মরচে ধরা জড়ায় মোড়া,
কালচে ধরা কাল।
এই তোমাদের নিবের খোঁচায়,
হাসুক সূর্য লাল।

মুক্ত বাতাস মুক্ত আকাশ,
মুক্ত মানুষ আসুক।
রুদ্ধতা সব যাক ধুয়ে যাক,
শুদ্ধতায় মন ভাসুক।

মিথ্যাচারীর দন্ত-নখর,
উপড়ে ফেলা হলে।
রুদ্ধ কন্ঠ খুলুক আবার,
উঠুক কথা বলে।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাব্যিক ঢঙে ভায়া
বাঁধলে যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

তোমার ছন্দত্রাসে
আমি অতি নস্যি;
দেওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

নতুন নকিব বলেছেন:



সরি! অষ্টম লাইনে শব্দটি হবে 'নির্ভীক'। টাইপিং মিসটেকের কারনে 'নির্ভীখ' হয়েছে।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি বুঝি খুবি কম
যা যা লিখো ঋদ্ধে;
আরে বাপু অটুকুতো
বুঝার আছে বিদ্যে।

৩৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: ''বিদ্রোহী ভৃগু'' - কে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা! আর এ উপলক্ষে এত সুন্দর একটা ছড়া উপস্থাপনার জন্য ছড়াকারকেও আন্তরিক ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগডুম যা লিখেছি
খুব দিলে পামগো;
ভেবেছ জানিনে মোর
নেই ছিটে দামগো। |-)

৪০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

ওমেরা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়াকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা । সুন্দর ছড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা এক্সটেন্ডেড..............:)

৪১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @জেন রসি ভায়া আপনার মন্তব্যে সামু ব্লগের পুরানা আবেগের ডায়ালগটা মনে পড়ল

আয় বাভুল, বুকে আয় ;) :P =p~ =p~ =p~

অনেক ধন্যবাদ ভায়া- জেশন ভায়া পার্টি দিলে ডেটটা জানাইয়েন :P :-/ =p~ =p~

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পার্টি চাও?
আয় বাভুল, বুকে আয় ;) :P =p~ =p~ =p~

৪২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কালীদাস দাদা

ইয়ো ম্যান থ্যাকংস ফর এ নাইস ভার্চুয়াল পার্টি ;)
শ্যাম্পেন, কেক, মিউজিক সবই দিয়েছেন :) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ :)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বখিলতা ছাড়ো বাপু
শুভেচ্ছা পরে লও;
একচুয়াল সে পার্টিতে
কি কি হলো তাই কও।

৪৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ সোহানী @ ধ্রুবক আলো ভায়া হুম আসলেই ! ভার্চুয়াল আর কত????
কর্তৃপক্ষ আশা করি সবার ডেটাবেজ দেখে একটা উদ্যোগ নিতেই পারেন :P =p~ =p~


@জুন আপু- সব সিক্রেট মনের মাঝে ;) তরুন মনে তারুন্য ঝলকায় সময় যতই বয়ে যাক... :) সময় কিবা করে হায় :)

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা উদ্যোগটা আপনার থেকেই শুরু হোক না বাপু.................প্লেস আর ডেট দিলেই হয়,বাকী কাম আমাগো।

ত্বকের জেল্লাইতো বাপু মনে রঙ আনে...............সে-ই ঝেড়ে কাশো না সোনা

৪৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৩

জাহিদ অনিক বলেছেন:



ছবি আপুকে আপনি ঝামেলা বলে আখ্যায়িত করেছেন; এই কথা উনার কাছে পৌছাইতে হইবে।

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছি কি কার নাম
বুঝে নিলে আজুরে;
টাইম কই অত বাপু
কথা ক'তে খাজুরে।

তুমি সোনা তলে তলে
দেখি মহা প্যাঁচতো!
আমারো আসিবে ক্ষন
করে যাও,বেশতো।

৪৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

জাহিদ অনিক বলেছেন:


বিদ্রোহী ভৃগু বলেছেন: @ জাহিদ অনিক
জাহিদ অনিক আমি কিন্তু বলি নাই জেশন কে ;) :P :P
- আপনি বলেন নাই তা সত্য; তবে যার যা বলার সে তা ঠিকই বলে দিয়েছে B-)

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবারো বলি মালটা কে?
তার এখানে ফাংশন্টাইবা কি?
শায়মাপুর পিএস নাকি?

৪৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

খায়রুল আহসান বলেছেন: @নতুন নকিব,
বিদ্রোহী ভৃগু এর জন্মদিনে খুব সুন্দর কবিতা লিখেছেন। লাইক + +

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোক্ষম বিল'খন
সহমত পোষি;
কবি তিনি তাজধারি
অসি তার মসি।

৪৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী ভৃগু ভাইকে সঙ্গে লেখকেও অগ্রিম হ্যাপী বার্ডে ।

৪৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: উভয়কেই শুভেচ্ছা।

৪৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

তারেক ফাহিম বলেছেন: ভৃণ্ড ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা।
অভিনন্দ জানাচ্ছি লেখককে ছড়াকারে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
কমেন্টস্ গুলোতেও বেশ ফানি।

৫০| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: বিদ্রোহী ভৃগু গুরু কই গেলেন ? মিষ্টি আর কেক খামু !!! :) B:-)




জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই। :)

৫১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



মেঘে মেঘে ভেসে ভেসে ভায়ার
শুভ জন্ম দিনটা যে এসে গেছে দুয়ারে
হতোনা জানা যদিনা এ ছড়াটি চোখে ভাসত এ বেলায়।
এখন দেখি সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা
আর ছড়ায় ছড়ায় তাকে নিয়ে লিখা সুন্দর সুন্দর কথামালা
সবাই একসাথে জড়ো হয়েছে 'শুভ জন্মদিন ' বলতে ।
বিদ্রোহী ভৃগুর জন্য সূর্য হাসছে , গাছেরা নাচছে ,
পাখিরা গান গাইছে , ব্লগের ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছে
আজকের দিনটা তাই তার ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে ।
আশা করছি সব প্রিয়জনেরা বরাবরের মত আজকেও পাশেই আছে।
প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক
আজকের দিনটা প্রানখুলে উপভোগ করোক
জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,
ঐশ্বর্য আসুক এই কামনাই করি
আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই
সত্যির পথ থেকে যাবে না বিদ্রোহী ভৃগু সরে
বিদ্রোহের বানী সব সময় ঝড়ে পরোক কাব্যে ।
আমি চাই আমার এই শুভেচ্ছা
সারা জীবন তার সাথেই থাকুক ।

অনেক ধন্যবাদ প্রিয় এ কবির জন্মদিনের বারতা
আমাদেরকে জানানোর জন্য ।

৫২| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


ভালোবাসা আর ভালোবাসা
ভৃগু ভাইয়ের আজ জন্মদিন,
প্রিয়'কবির শুভদিন মম শ্রদ্ধা,
কামনায়-শুভহোক নিত্যদিন।

কি'করে বুঝাব পোষ্টে মুগ্ধতা
শুধিব'না কিভাবে জানলেন,
জেনে রাখুন শ্রদ্ধেয় কৃতজ্ঞতা
ভালবাসায় সুখবর জানালেন।

আপনার এহেন কাজে ওভাই
খুশি হবে কবিবর-ব্লগবাসী,
আমার মুগ্ধতা গেলাম জানাই
শ্রদ্ধেয় দু'কবিকে ভালবাসি।

৫৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন:


লেখক বলেছেন: আবারো বলি মালটা কে?
তার এখানে ফাংশন্টাইবা কি?
শায়মাপুর পিএস নাকি?



--- প্যাচ তো দুইটা লাগাছে ! আগে ছিল জেশন কে !
এখন আবার আর একটা নাম দেখা যাচ্ছে ! শায়মা ! হু ইজ দিস শায়মা !

৫৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ শাহরিয়ার কবীর - এত্ত দেরী করে নাকি;) :P
ইশ.. কেক মিষ্টি পাওনা রইলেন ভ্রাতা :) যেদিন দেখা হবে- সেদিনই খাইয়ে দেব :) ইরাদা রইল :)
অনেক ধন্যবাদ ভ্রাতা।

৫৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ ডঃ এম এ আলী
কি সৌভাগ্য আমার! প্রিয় মানুষেরা আজ ভরিয়ে দিচ্ছে সব দু:খ ব্যাথা।
শুভেচ্ছায় আর শুভকামনা ভাসছি যেন আকাশে-বাতাসে হেথা হোথা

আপনার কাব্যিক শুভকামনায় মুগ্ধ, আপ্লুত। হ্যাটস অফ অভিভাদন ভ্রাতা :)

৫৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ নাঈম জাহাঙ্গীর নয়ন - বাহ! দারুন কাব্যিক শুভেচ্ছায় মুগ্ধ।
অনেক অনেক শুভকমানা আর শুভেচ্ছা ভ্রাতা- দু-জনের পক্ষ থেকেই।

৫৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভ জন্মদিন, বিদ্রোহী ভৃগু!!!
ধন্যবাদ, কী করি আর ভেবে না পাই :)

৫৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: দারুণ ।
দুজনকেই শুভকামনা ।

৫৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

গেম চেঞ্জার বলেছেন: আমি তো লাস্টু!!!

৬০| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: এখন শুভ জন্মদিন কইলে দুজনে মিলে পিডানি দিবেন না, তার গ্যারান্টি আছে? ;)


গাধা তোকে আপনি করে বলি নি। বিদ্রোহি ভাইকে বলেছি! |-)

৬১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: শুভ জন্মদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.