নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

কুক আমাদেরি লোক

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫



খানা দেখে পায় বমি
ছিঃ কি বাজে কুক!
পরে দেখি ওমা এতো
আমাদেরি লোক!!

লুকিয়ে চামেতে করে
কুকিংএর ব্যবসা;
কাঁকড়া বিরানি বেচে
কয়ে 'ক্র‌েব খেবসা'!!

মুখে তা যায়না দেয়া
কুৎসিত দেখতেই;
পরিবেশো কি যে বাজে
দিন যাবে লেখতেই।

ভনভনে মশামাছি
ধূলোজমা বেশ থোরা;
গন্ধেতে টেকা দায়
এমনই সে রেঁস্তোরা।

ঠিক পাশে টয়লেট
দরোজাটা হাটখোলা;
দাড়িয়াবান্ধা খেলে
হাঁড়ি-থালে আরশোলা।

থাক আর কইবোনা
গা-টা করে রি রি;
এই হলো শর্টকাটে
সে হোটেলে ছিরি।

ম্যানেজারি ক্যাশে বসে
সেকি ভাব কুকটার;
পিক জমা মূলো দাঁতে
হাসি হাসি মুখ তার।

যার যার নিজ ধরা
তার কাছে সেরা;
হোকনা সে খোলা ছাদে
বেড়া দিয়ে ঘেরা।

থাকুক না নিজ যথা
আমার কি ধূৎ যা,
কেটে পড়ি যাতে দেখে
না পায় সে লজ্জা।

পরিশিষ্টঃ
স্বব্লগারি হাল দেখে
খুব পায় কান্না;
মাষ্টারি ছেড়ে শেষে
ধরিলো সে রান্না!!

ছবিঃ
দেখলে সে যদি যেচে
দেয় খেতে খেবসা;
তাইতো লুকিয়ে তুলি
তাই ছবি ঝাপসা।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কুঁড়ের_বাদশা বলেছেন:


ওস্তাদ, আই কিন্তু আয়া পড়াছি । :) আজইক্কা আই নিরাপদ বলগার হইছি। :)

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাহ মাশাল্লাহ
করলা কি কামডা!!
আশা করি কুঁড়েমিতে
কুঁড়োবেই নামডা। :D

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাঁকড়া খেতে কেমন?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেছি সে একি যথা
চিংড়ীর স্বাদ;
আমি বাপু ঘিনে মরি
নামেই তা বাদ। B:-)

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মনিরা সুলতানা বলেছেন:

কই পাস এই সব
আজেবাজে ক্ষেতু নাম
তোর হাতে পরলেই
নাম হয় বদনাম

ভালো কিছু আজ তক
পরেছে কি চোখে তোর ?
এই নামের মহিমায়
শুভ হয় কত ভোর !!!!

লিখেছিলি যতকিছু
ময়লা র ইতিহাস
এ সবেতে তোর শখ
জানতে কি আরোও চাস ?

থাক সে যতকিছু
আজেবাজে নোংরা
বলতে কি পারে বল
বড় ভাই বোনেরা ?

তুই হলি আমদের জাদুকর ছন্দের !!!!
তোর সব মিষ্টি ভালো আর মন্দের ।





১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেব্বাবা উল্টো যে
আমারেই গালিটা!
বুঝিনা আমারে কেন
ভাবে চোখে বালিটা?

ভেতরেতে আছে এক
ভেগাবন্ড সত্বা;
সেই নিয়ে পথে হেঁটে
চোখে খেনু গোত্তা।

সাইনবোর্ড ঝুলিয়ে সে
বেচে খানা কুকটা;
বেহালি দশাটি দেখে
মোচড়ায় বুকটা।

শত হোক ব্লগেতো সে
নিজেদেরি লোক;
দায়িত্ব ভেবে বাটি
সবে তার দুখ।

বুক ভরা মায়া মোর
এই হলো দোষ;
মিছেই তেলেবেগুনে
করো ফোঁসফোঁস।

নোংরাতে আজিবনি
আছে মহা শুচিবাই;
করবো কি?শুঁকে শুঁকে
তাই সদা খুঁজি পাই।

পাকসাফ থাকি বলে
লোকে করে হিংসে;
তুমিই খোঁচাটি দিলে
দুখে গেনু চিমসে। |-)

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

হাতকাটা হাকিমুল বলেছেন: উয়াও ব্রাদার !

আপনি কি কুকের রান্না খাইসেন ? টেস কেমন ?

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাগল?কষ্টে কত
এড়িয়েছি তার চোখ;
সে ফাঁপর মনে হলে
ঢিপ ঢিপ আজো বুক। B:-)

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

কামরুন নাহার বীথি বলেছেন:
জেসন, তুই হাটুরে মাইর খাবি সবার হাতে বলে দিলাম!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগারীয় মায়া থেকে
কয়েছি সে গল্প;
আজ বুঝি প্রেম-মায়া
ব্লগে ভারি অল্প। B:-/

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও এম জি !! মনিরা সুলতানা'পু কি খেইল দেখাইলেন! জেসন ভায়া তোমার বেইল শেষ !!!

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ ভায়া
বুক আজো দুরুদুরু;
অজ আমি,ধ্বজ আমি
প্রতি পদে তিনি গুরু। :||

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সোহানী বলেছেন: হাহাহা...আরে কাকড়াতো দারুন স্বাদের জিনিস... এবং খুবই এক্সপেন্সিভ।

নেও তুমার জন্য দিলাম.....

আর মাছি, ধুলা বা পাশে টয়লেটই তো ছালাদিয়া হোটেলের বৈশিষ্ট...................হাহাহাহা

যারা যাওয়ার তারা যায় কিন্তু তুমারে কেডায় কইছে যাইতে B:-/

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ মোটে নয়গো দামী
কুঁচো গুটি কাঁকড়া;
সে কুকের ভাঁড়ে সদা
সস্তারই আখরা।

এ্যাঁক এ্যাঁক খাক থু
আমি খামু ধূৎ তা?
চাইনে ভিক্কে বাপু
ঠেকাওগো কুত্তা।

সাধে কি চেয়েছি যেতে
নামে যত ঝক্কি;
খোদা যেনো এই হালে
করে তারে রক্ষ্যি।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা টা মজার ছিল ।ভালো লেগেছে খুব

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলুম দুখ কথা
তুমি কও ভালো!!
ঘায়ে নুন ছিটে পেয়ে
পিলে চমকালো। :|

৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ লিখন শৈলী।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি মিছে পটানি;
কি যে লিখি আগডুম
সেকি ছাই কম জানি? |-)

১০| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মানিজার বলেছেন: মানিজারি করাই মানিজারের কাজ । :-P

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেতো হে তোমার কাম
কুক করে রান্না;
রেসিপি গুলায় গা-টা
মাফ চাই,আর না। B:-)

১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন:

গালি দিনু কৈ তোরে
সবি ছিল পক্ষে
এবারের হাটুরে কিল
করবে কে রক্ষে ।


১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গরু মেরে চটি দান
বুঝি বাবা বুঝি;
পামেতে ভরেনা মন
এ ব্যপারে চুজি। :(

কিইবা করেছি পাপ
খাবো মার হাঁটুরে?
লোকসনে দিয়ে তাল
খুব করো খাটো রে। /:)

ক্যান হেগো সুরে গাও
বোন হয়ে আপনা?
দিল হুয়া চুরচুর
টুট গ্যায়া সাপনা। |-)

১২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




মনিরা সুলতানা কিন্তু এই পোস্টে আপনাকে ছাড়িয়ে গেছেন !
কুক সহ আপনার দু'জনেই কিন্তু আমাদেরই লোক ।
এখন যা করবেন ভেবে ভেবে করুন । ভেবে না পেলে হবেনা । B-)

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ নয় হামেশাই
যায় মোরে ছাড়িয়ে;
যখনি সে খুলে মুখ
হৃদ দেয় নাড়িয়ে।

মেধার কি জেল্লাগো
চোখ যায় ঝলসে;
সাধেই কি অভাগার
অলটাইম রোল সে?

দু'জনা সামুরি লোক
তাই দেয়া পোষ্টা;
ভেবেই পাইনে ভায়া
এতে কোথা দোষটা!!

একজোট হয়ে লাগে
পিছে যত মাইয়া;
একা মোরে ছেড়োনাগো
পাশে থেকো ভাইয়া।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

মনিরা সুলতানা বলেছেন:

রম্যের মাস্টার গি উ লি ভাই
ছোট খাট এই সবে
ও এম জি দিতে নাই

সে সবদিন ছিল
ছড়া আর ছন্দের
দুইহাতে লিখতুম
পেন্সিলে অন্যের ।

আজকাল কী বোর্ড
ঝামেলার নাই শেষ
চামে পিছে সরাবো যে
ইকোনো ডি এক্স

কি করির জ্বালাতনে
টাইপিং এ বাধ্য
ইকোনো কে ছাড়্লেও
ছিল মনে কাব্য !!



১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আমি আগেই জানি
তুমি রুস্তম ছুঁপা;
দৌড়োই যত আমি
এগিয়ে তুমিই দু'পা।

গুরুতো মেনেছি কবে
সদা থাকি ম্রিয়;
বুঝাবো কি করে আর
তুমি কত প্রিয়।

বুঝলেনা কোনোদিনি
আফসোস আফসোস;
তোমার ঐ লাথি-ঝাঁটা
এটুকুনে দিলখোশ। /:)

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আবারও আমার 'শায়মা' বহিন'ডার "রান্নাঘর" বিষয়ে প্রশ্নপত্রগুলো ফাঁস হইল। =p~ :) যাক, বাবা বাঁচা গেল বাপু, এবার বহিন'ডার মুখে বড় বড় কথা বলা বন্ধ হবে। =p~

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাগো ভায়া মনেমনে
ডাইনীর ডর;
যতই প্রবোধি মন
বুক থরোথর। B:-)

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন:

এবার তো দেখছি হাঁটুরে কিল আমি খেতে যাচ্ছি
বিগ বিগ ব্লগারের উৎসাহ পাচ্ছি !!!

থাক ভাই তুই সেরা
এই কান ধরলুম
তোরে আজ ছাড়াকার
মোর গুরু মানলুম


টুটা ফাটা স্বপ্নের
রিফু জানি করতে
শুধু তুই ধার দিস
সুই সুতো পরতে ।


ব্লগে সব যত আছে
ব্লগাররা হ্যাভী ওয়েট
তুই সেই দলের ই
হয় নাই কোন লেট।


যখন মনে এলো
দিব টাটা বাই বাই
ভেরি ভেরি ইম্পরট্যান্ট
কথা টাই দেখ
বলি নাই ।


বুঝে নেরে পিচকা
তোর তরে সব সব
এই তেলে খেয়ে নে 'রে
কাঁকড়া টা গবগব :P

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বুবুরে গুরু মোর
ঈমানসে বলছি;
ইশারায় কইলি যা
মাথা ঘুরে টলছি।

ফের এলো বুকে বল
সিনা ফুলে চওড়া;
দুর্মুখ যা যা ভাগ
সাথে শালী-বউরা।

পামটাম চাইনেকো
পাঠক হয়ে থেকো;
স্নেহের ঐ ছায়াতলে
থোরা জা'গা রেখো।

অতে আমি গদোগদো
এটুকুনি চাওয়া;
তবে বাপু মাফ চাই
হবেনা সে খাওয়া।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিজ ধরা নিজ কাছে সেরা হবেই তো, তা যতই খারাপ হোক না কেন!

ভালো লাগলো ছড়াটা।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টা কসম'সে
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: এমন বিচ্ছিরি হোটেলে
কে যেতে বলেছে
খাওয়া শেষে মনে হয়
কান দুটো মলেছে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাইনবোর্ড দেখেইতো
গিয়েছিনু থমকে;
পরিবেশ দেখে মরি
উল্টির দমকে। :(

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

নারে ভাই মানুম না
এমন মিছে ছলনা,
আপু মোদের সর্বসেরা
ব্লগের কে জানেনা!

কত সুন্দর গোছানো
ছবি দেখি সাজানো,
নামিদামি লোকগুলো
পরিসেবায় মশগুল'হু X((

যেভাবে বললেন যেন
ব্যবসায় দিছে টেক্কা,
লস দিতে পন্থা হেন
পুড়ছে নিজ চোখটা!! !:#P


১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারোতো তারে নিয়া
ছিলো সেই-ই ধারণা;
আসলে কি ব্যবসাতে
কেউ বাপু কারো না।

লাভটাই বড় কথা
টেকাটাই মুখ্য;
অধোঃপাত দেখে তার
ফেটে যায় বক্ষ।

কত উঁচা ছিলো তার
প্রফেশান মাষ্টারি;
লোভে পড়ে খুঁয়ে বসে
শেষতক ক্লাসটারি। /:)

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২১

কাউয়ার জাত বলেছেন: প্রতিভার কি নিদারুণ অপচয় কমেন্টেও ছন্দ! আপনার এসব লেখা যদি কোনদিন বই আকারে প্রকাশিত হয় তবে পোস্টের ছড়াগুলো স্থান পাবে। কিন্তু কমেন্টের ছন্দ? এগুলো কি সংরক্ষিত হবে?

কি করি ভাই, একটু ভেবে দেখুন, আপনাকে কত গুরুত্বপূর্ণ একখানা উপদেশ দিয়ে ধন্য করলাম! তাও মাগনা!

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে দেখলে কোথা
গাদা গাদা প্রতিভা;
হলোই বা থোড়া ব্যয়
কিসে অত ক্ষতি বা?

সুকুমার নই যে হে
যা লিখি তা সোনা;
অপচয় হলে ছিটে
হবে মহা গুণাহ।

বাঘা সব সনে হেথা
আছি এক সারিতে;
এ দেমাগে পড়েনা পা
পথে কিবা বাড়ীতে।

তোমাগো সঙ্গ পেয়ে
বুকে শ্লাঘা পুষি;
আমি অতি নস্যিগো
এটুকুনে খুশি।

কানেকানে মন দুখে
কথা এক কইগো;
কোন গাধা ছাপাবে হে
অভাগার বইগো? |-)

২০| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: অসময়ে বৃষ্টিতে
নেই কোন পারাপার
আপনার পোষ্ট পড়ে দেখি
সবাই বনে গেছে ছড়াকার।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সময়টা কাটে ভালো
নেইও অতে খরচা;
জাত কবি বাঙ্গালিগো
তাই ছিটে চর্চা।:)

২১| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

তানুন ইসলাম বলেছেন:

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত দ্যাও রসাভূনা
হৃদহরা ছবিগো;
কস্মিনে খাবোনে তা
তুমি খাও সবিগো।

২২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: বাহ্, ছড়ায় ছড়ায় ভরে গেলো।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভরলো সে আর কোথা
লিখেছ কি তুমি?
যে আশায় পোস্ট দিনু
পুরো গেনু দমি।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

বিষাদ সময় বলেছেন: ছালদিয়া হোটেলের ফিউচার ফর্সা,
পকেটটা খালি হলে সে'ই হয় ভরসা।
মশা, মাছি, তেলাপোকা তাতে দিয়ে নুন,
সস্তায় পাবে তুমি প্রোটিনের গুণ।
এমন হোটেলের কর তুমি নিন্দা!
পস্তাতে হবে শেষে শুধু ছালা পিন্দা।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আফসোস সেইদিন
ছিলেনাগো সাথে;
আইটেম যা যা ক'লে
সবি পেতে পাতে। :P

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

টারজান০০০০৭ বলেছেন: ভুতের গলির কমিউনিটি সেন্টারে রবিনের সাথে জেসনরে দেখিতাম , চেহারা মনে নাই ! দিদার ছিল কিনা মনে পড়ছে না। জেসন ছড়াকার, কবি হইবে চিন্তাও করি নাই ! অনিমেষও এমন নিরামিষ ছিল যে ভাবিতে অবাক লাগে অনি এখন নাট্যকার !

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলার কি আছে খোমা
বাঁদর যে ছোরাটা;
সেই ছিনু এই আমি
হারামীর গোড়াটা।

দিদার আসতোনা রোজ
দেখা হতো কদাচিৎ;
চারুর বউয়ের সনে
খেলিতো সে কিতকিত।

রবিনটা আজকাল
ফার্ম নিয়ে ব্যস্ত;
শুকিয়ে শুকিয়ে বেটা
আগাগোড়া শেষতো।

অনি আর অনি নাই
অনিমেষ আইচ সে;
দেদারসে কামাচ্ছে
দু'হাতে টু'পাইস সে।

আমিই সে রয়ে গেনু
আকামের ধারি;
দেখছোনা ব্লগে সবে
দেয় হুদা ঝাড়ি!! |-) :-<

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘটনা কি ?
রটনা কি!
একা ছ্যাকা
মনে আঁকা!

দুর্জনে বলে কানে
খেলে নাকি একটানে;
আঙুল চেটে
এটো প্লেট খুটে;

তৃপ্তির পর, পকেটটা গড়
কি করি কি! একপল -
ঝটপট খূলে যায়
বুদ্ধির ঘড় !

না দিয়ে বিল
খেয়েছা কিল
মেটাতে সে ঝাল
বদনাম কিলবিল!

:P :-/ :-B =p~


২৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

আখেনাটেন বলেছেন: অাহা! বেশ! বেশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.