| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি করি আজ ভেবে না পাই
	ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
    
আবৃতি/শায়মাপু
'এই খোকা','না না খোকা'
কিছু বলা যাবে না;
গলাটি চড়ালে,ব্যস
অমনি সে খাবে না।
ভুলেও বা কভু যদি
মামনিটা ধমকায়;
থাকবেনা ঘরে আর
সিধে খোকা রাস্তায়।
অভিমানে,ভেজা চোখে
আনমনে পথে ঘুরে;
ভাবে খোকা হারাবে সে
মা'র থেকে বহু দুরে।
এমনি ছিলো সে খোকা
অদ্ভুত পাগলাটে;
মায়ের আঁচলে বেড়ে
কিছুটা বোকাও বটে।
অভিমান আবদার
সবি তার মা'র কাছে;
কানেকানে ফিসফিস
বাবা সব শুনে পাছে।
দুষ্টুমি দেখে তার
বাবা কভু রাগলে;
আঁচলে জড়িয়ে তারে
মা'ই নিতো আগলে।
ডরাতো যমের মতো
রাশভারী বাবারে;
ঘুরাতো সে ছড়ি একা
আর বাকি সবারে।
ঘুম পাড়ানিয়া গানে
মা'ই ঘুম পাড়াতো;
অস্থির গোটা পাড়া
সেটুকুনি জুড়াতো।
যন্ত্রনা শেষ নেই;
মা'র নেই শান্তি;
মা'কে জ্বালানোতে তার
নেই কোন ক্লান্তি।
সারাটা জীবন খোকা
রয়ে গেলো এমনি;
হবেইনা কেন বলো
ঢাল ছিলো মামনি।
কি ছোট,কি বড়বেলা
খোকা র'লো খোকাই;
হেসে কয় মা আহারে
রয়ে গেলি বোকাই।
একগ্লাস পানিও সে
ঢেলে খেতে জানেনা;
পৃথিবী একাই তার
কাউরে সে মানেনা।
খেলাধুলো রাজনীতি
রংবাজি মারামারি;
কোনটি করেনি খোকা
হামেশাই বাড়াবাড়ি।
ঝামেলা পাকানো তার
কাজ ছিলো নিত্য;
খোকার আর চিন্তে কি
মা'যে তার ভৃত্য!
তোমরা শুনেছ স্রেফ
মা'য়ে আছে জাদু;
আদতে জানতে যদি
শুনে ক'তে সাধু।
খোকার জেগেছে সাধ
কভু কিছু খেতে;
ঘরে ফিরে দেখে রেডি
সাজানো তা ট্রে'তে!!
পলিটিক্স করে কভু
খোকা গেলো জেলে;
সাতদিন লাগে প্রায়
বের হতে বেল-এ।
বাবা যদি জানে 'ফাঁসি'
খোকা সেই ডরে;
'দোস্তের বোনবিয়ে'
চিঠি দিলো ঘরে।
জামিনে বেড়িয়ে ফেরে
বীরর্দপে ঘরেতে;
চেহারা দেখে মা কয়
তুই ছিলি জেলেতে!!
কি আজব কও দিনি
কি আছে সে মা'তে!
খোকাও পারেনি মা'রে
কিছুই লুকাতে।
কিঞ্চিত ডরও ছিলো
করে যত কান্ড;
জানে মুখ দেখেই মা
ফুঁড়ে দেবে ভান্ড।
টেলিপ্যাথি,সিক্সথসেন্স
কি বা থার্ড আই;
আছে জেনো ঠিকঠিক
জানে সে-ই মা'ই।
এভাবেই চলছিলো
খোকা ছিলো সুখে;
হঠাৎ এক ঝড়ে সব
উড়ে এক ফুঁকে।
বাবা নেই সন্দেশে
পা হারালো মাটি;
জীবনের বিভীষিকা
বুঝলো খোকাটি।
পাথুরে পাহাড় যেনো
বুকে হলো জড়ো;
এক নিমিষেই খোকা
হয়ে গেলো বড়।
উপহাস,নাকি খেল!
বিধি কারে বলে?
ঠিক ক'টা দিন পরে
মা'ও গেলো চলে।
শেষ সয্যাটি নিয়ে
বাবার সে শোকে;
খোকারে মা ছেড়ে গেলো
রোগে ধুকে ধুকে।
খাটিয়ায় শোয়া মা'র
নিথর সে মুখ;
কি করে সইবে খোকা
ফাটে কচি বুক।
যেই বুকে মাথা গুজে
সদা প্রাণ জুড়ালো;
সেই মা'রে কি করে সে
কবরেতে শোয়ালো!!
খোকার কি দশা তব
করেছ কি কল্প?
এভাবেই শুরু তার
আঁধারের গল্প।
জীবনতো থেমে নেই
চলে তার গতিতে;
খোকা শুধু রয়ে যায়
মধূর সে অতীতে।
স্বার্থের এ পৃথিবীতে
নয় কেউ কারো;
যত দাও,তত চাই
আরো দাও আরো।
যে যারটা বুঝে নিয়ে
ছেড়ে গেছে যত প্রিয়;
খোকাই হারিয়ে সব
বোলহীন সদা ম্রিয়।
মা যেনো বলে উঠে
খোকা ওরে খোকা;
হবিনে মানুষ তুই
রয়ে গেলি বোকা।
যে হারায়,সে-ই বুঝে
মায়ের কি মমতা;
অপূর্ব নেয়ামত
কি অসীম ক্ষমতা!
পানি ঢেলে খেত না যে
আজ টানে বোঝা;
মনের গহীনে চলে
আজো মা'রে খোঁজা।
আজ ফের সেই খোকা
আনমনে,ভেজা চোখে;
একা একা পথেপথে
হেঁটে চলে এক রোখে।
উদভ্রান্তের মতো
কি আপন বুঝে;
পথিক সে বোকা খোকা
কারে যেনো খুঁজে!!
মা'রে ও মাগো মোর
কোথা গেলে চলে;
পারছিনা আমি আর
বুক যায় জ্বলে।
খোকা আজো প্রতি রাতে
খুঁজে মা'র ওম;
নেই পাড়ানিয়া গান
আসেনাকো ঘুম।
চিৎকারে 'মা' 'মা' বলে
বুক ফাটা সাধে;
মায়ের সে প্রিয় খোকা
প্রায় প্রায় কাঁদে।
বীরপুরুষ উপাখ্যান
এখানেই শেষ;
আধো মরা,আধো প্রাণে
আছে খোকা বেশ।
তোমরা চেনো না যারা
বলি এই ফাঁকে;
আজকাল প্রায় রাতে
মা'যে তারে ডাকে।
মা'হীন ধরায় আজ
ছয় সাল পুরালো;
খোকাও বুঝেছে ঠিকি
তারো প্রায় ফুরালো। 
 
কৃতজ্ঞতাঃ
থ্যাংক্স ধার ধারেনাকো
প্রিয় আপু শায়মা;
জানিস কি তোর মাঝে
প্রায় খুঁজে পাই মা?
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উল্টে খেতে জানিনে বলেইতো গলায় কাঁটা হেড়ে ঐ ছাইয়ে ভীড়লুম।
জীবনে চলতে গেলে মা বাবা দুজনের আদর ভালোবাসাই দরকার। তবে বেশি আদরে আদরে বাঁদর না হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। অন্য অনেক জীবন থেকে শিক্ষা নিতে হবে। 
(কাকু স্টাইলে মন্তব্য করলাম)।  
ঐ বাঁদরই হয়েছি এবং আজো তাই আছি। বাপ্রে বাপ,তুমি কাকুরও কাকু মাইরি!!
শায়মা আপুর আহ্লাদী গলায় আবৃত্তি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোই ভালো লাগলো।  
শায়মাপু শায়মাপুই.................মাষ্টারপিস
২| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভালো লাগলো ভায়া ।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমায়ও অনেকদিন পর পেয়ে ভাল্লাগছে.............কেমন আছো?
৩| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৬
সোহানী বলেছেন: মা বিয়ে কখনই কিছু লিখি না তাই অামি এখানে কোন মন্তব্য করবো না। খুব গভীরের একটি জায়গা এটা, প্রকাশ করতে ইচ্ছে করে না। হয়তো কোন একদিন বলবো।ভালো থেকো সবসময়।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যে হারায় সে-ই বুঝে
কি আছে সে মা'তে;
মায়ের সে প্রিয় খোকা(খুকু)
প্রায় কাঁদে রাতে।
৪| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:০৩
মরুসিংহ বলেছেন: শব্দ কত অল্প
তবুও পুরো একজীবনের গল্প।
সুন্দর ছড়া/কবিতা। (আমি ঠিক ছড়া আর কবিতার পার্থক্য জানি না)
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অল্প কথার মন্তব্যটিও ছুঁয়ে গেলো..................
৫| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের হারানোর ব্যাথা ইয়াতিম ছাড়া আর কে বোঝে!
 
 
আল্লাহ রাখুন উনাকে জান্নাতে
সূখে আর শান্তিতে 
যেমনি রেখেছেন তিনি শৈশবে 
ঢেকে আদরের আঁচলেতে ।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐশীরে স্বকথনে
বুনেছ কি যতনে;
না হয়েও চিনি ঠিকি
লুলু-মারজান রতনে।
৬| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:০৮
কাউয়ার জাত বলেছেন: পছন্দ করিলাম এবং লাইকু দিয়ে ধন্য হইলাম।
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,
পাঠে এবং লাইকে কৃতজ্ঞতা।
৭| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৩৬
তারেক ফাহিম বলেছেন: সুন্দর ছড়া পাঠে মুগ্ধ +
 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সুহৃদ.............
৮| 
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: 
কে আবৃতি করেছে ? নাম আর গলা বেশ চেনা চেনা লাগছে, কোথায় যেনো শুনেছি।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শ্যামা না শামা কি যেনো নাম তার...................ঠিক মনে করতে পারছিনা  ![]()
৯| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল আবৃত্তি
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো না লেগে উপায় আছে?আরি বাবা দেখতে হবেতো মালখানা কে?
১০| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনি ব্লগের সুকুমার বাবু বলে শুনেছিলাম। আজ প্রমাণ পেলাম।
প্রিয়তে নিয়েছি পোস্টটি।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে,ম'লামগো
ডোজ দ্যাও অল্প;
পাম মারাটারে তুমি
বানায়েছো শিল্প!!!!!!! 
  
এভাবে বাড়তি কয়ে
দিয়োনাকো লজ্জা;
বিব্রত হয়ে মরি
খেলমুনা ধূৎ যা। ![]()
১১| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১২:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ছড়া আর শায়মাপুর আবৃত্তি মিলিয়ে ভালোলাগার নিখুঁত সমন্বয়। মায়ের জন্য বুকের ভেতর একটা স্থান সবাই বিশেষ যত্নে স্থায়ী করে রাখতে চাইবে এটাই হওয়া উচিত। 
শুভকামনা।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাকিতে বুঝিনে মোরা
মা কাহারে কয়;
হারিয়ে বুঝার জ্বালা
সহিবার নয়।
১২| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৫১
রাবেয়া রাহীম বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা .।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৫০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন...............ভালোবাসা বুবু
১৩| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:০০
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মা জান্নাতে ভালো থাকুন। আপনার জন্য শুভকামনা।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ রাজকন্যে কন্কাবতি.................
১৪| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক শুভকামনা।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা..................
১৫| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: 
ওহ হ্যাঁ মনে পড়েছে । উনি জোর করে আমাকে উনার রবীন্দ্র সঙ্গীত শুনিয়েছিলো !
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও!!!
দেখেছ কান্ড?অথচ আমায় বল্লো আমিই নাকি একমাত্র.................. ![]()
১৬| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা .। 
(অসাধারন লিখাটির চমৎকার আবৃতি শুনলাম) 
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমীন
পাঠ এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
যদিও শেষ লাইনের ঢঙ দেখে গায়ে জ্বালা ধরে গেলো......................
১৭| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৯:০৪
সামিয়া বলেছেন: অসাধারণ বললেও কম হবে, ছড়াতে প্রচণ্ড বেদনা ফুটে উঠেছে, ফুটে উঠেছে প্রিয় মমতাময়ী মায়ের ভালবাসা এবং বিচ্ছেদ যন্ত্রণা। আপনার জন্য রইলো অনেক অনেক ভালবাসা ও দোয়া। একদম কাঁদবেন না। আপনার মা সব সময় আপনার সাথে আছে। এই ভেবে পথ চলুন, পথ সহজ না হলেও একটু তো ব্যথানাশক হবে।
 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হৃদছোঁয়া কমেন্টখানি ব্যথানাশকতো বটেই..................
অনেক অনেক ধন্যবাদ ইতিমনি।
১৮| 
০৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ১০:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: কষ্টের পংক্তিমালা! হৃদয় স্পর্শ করে গেল।
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাজুক লতা এবং শ্লাঘা, দুটোর অদ্ভুত এক মিশ্র অনুভূতি হচ্ছে মাইরি.................. 
  
অনেক অনেক ধন্যবাদ।
১৯| 
০৯ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:২২
কথাকথিকেথিকথন বলেছেন: 
তবে আমাকে উনি এমন কথা বলেন নি । তাই আমি ধরে নিয়েছি বঙ্গ, বিহার, উড়িষ্যার সবাইকেই উনি শুনিয়েছেন !
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো দেখছি!!! 
 
গেমুরে কি শুনিয়েছে কে জানে................পুরো গায়েব বেটা
ফিসফিস..............আমি কিন্তু ডাইনিপু থুড়ি শায়মাপুরেই সন্দেহ করি ![]()
২০| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৫০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছড়াটা বেশ ভালো লাগল।
খানিকটা বেশ লম্বাও বটে। ওহ! পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম ![]()
 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্লান্তিই বলে দিচ্ছে ছড়ার হাল.................পুরোই চুপসে গেলুম  
  ![]()
২১| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ৯:৩২
মনিরা সুলতানা বলেছেন: অসাধারন মাস্টার পিস !!!! 
মা’য়ের খোকা সবাই মা’কে এভাবেই ভালোবাসুক .। 
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হারিয়ে বেসেছি ভালো
হতভাগা কারে কয়;
পাবো কি ওপারে ক্ষমা
হামেশাই মনে ভয়। ![]()
২২| 
১০ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০৫
মোস্তফা সোহেল বলেছেন: অসাধারন হয়েছে।++
 
১৩ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে দ্যাও কি পাম
যত হোক বাজে?
হাছা-মিছে যাই হোক
শুনে মরি লাজে........ ![]()
২৩| 
১৬ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:১৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: https://www.youtube.com/watch?v=XmSt5aE-Fq4
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনবদ্য.................যাকে শুনিয়েছি সেই মাতোয়ারা!!!
আই শপথ
২৪| 
১৬ ই ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:৩৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: কবিতাটা বেশ কয়েকবার পড়লাম অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝিয়া পাইলুম
২৫| 
২৩ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ৭:৫১
শায়মা বলেছেন: ওহ আজ বুঝলাম শাহনাজ আপুর লিঙ্ক কোথা থেকে পাওয়া গেলো! ![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেরীতে হলেও বুঝতে পারার জন্যে অভিনন্দন। সেই লিন্কে তোমার অকৃত্তিম মুগ্ধতা কবিকে জানিয়েছি আগেই................
২৬| 
২৬ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৪৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: এই যে বীর পুরুষ তোমাকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছিনা ।
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিশ্বাস করুন আমার কুনু দুষ নাই................. 
  
  ![]()
২৭| 
২৬ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন্টা?
শায়মাপুর আবৃতি না কবিতা?
আপ্নেতে তারে পাইলে বেভুলা................ ![]()
২৮| 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৭:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
শুভ ভোর ২০১৮ !
জীবন হোক উচ্ছ্বাসময়....
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: 
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫১
জাহিদ অনিক বলেছেন:
যে খোকা ভাজ মাছটি উলটে খেতে পারে না সে হঠাত করে পলিটিক্স করলো কিভাবে !!!!!!!!!!
জীবনে চলতে গেলে মা বাবা দুজনের আদর ভালোবাসাই দরকার। তবে বেশি আদরে আদরে বাঁদর না হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। অন্য অনেক জীবন থেকে শিক্ষা নিতে হবে।
(কাকু স্টাইলে মন্তব্য করলাম)।
দারুণ গভীর ভাবের ছড়া, কি করে লিখেন এত বড় ছড়া এত বড় ভাব নিয়ে !
শায়মা আপুর আহ্লাদী গলায় আবৃত্তি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোই ভালো লাগলো।