নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'শুভ জন্মদিন\'\' সোহানী\'পু

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩



যতই থাকো না দূরে
কানাডার বরফে;
হৃদয়ের কত কাছে
প্রকাশি তা হরফে................

মেঘে মেঘে আজি বাপু
বেলা কম হলোনা;
তুমি আপু আজো ইয়ং
সিক্রেট বলোনা!!

শত ব্লগারেরো মাঝে
যে ক'জনা চমকায়;
আছো তাগো রাণী হয়ে
স্ব-ইমেজি দমকায়।

কি কমেন্ট,কি লেখনী
কিবা তার মমতায়;
বেঁধে নেবে বন্ধনে
জাদুকরি ক্ষমতায়!!

যা-ই লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।

আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।

সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।

ভুলি নাই এইদিন
আপু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।

কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।


মন্তব্য ১৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৫১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগার সোহানী'র জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও আপুনি, কাকুর শুভেচ্ছা বুঝিয়া লও..............

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের আপুনি মাপুনি, ভাইজান মাইজান ডাকা সঠিক নয়; ব্লগকে বাজার বানানো ঠিক নয়।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকু তুমি মোক্ষম
ধরিয়াছো কেসটি;
কিছুতেই হচ্ছেনা
সোজা মোর লেজটি। :-B

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পালক পালক বলেছেন: শুভ জন্মদিন

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌছে গেছে..............

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

এম. হাবীব বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার সোহানী...

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,
পৌছে দিলুম.............

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

আটলান্টিক বলেছেন: সামুতে কারো জন্মদিনে এমন কবিতা লেখা হয়েছে বলে আমার মনে হয়না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার চেনা এক অতি বদ আছে, যে প্রায় প্রায় লেখে..................শায়মাপু মনিরা'পুরা সাক্ষী

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

তারেক ফাহিম বলেছেন: সোহানী’পুকে জন্মদিনের শুভেচ্ছা।

লেখককে অভিনন্দন।

সামু ব্লগ মনে হয় দুদিন পর উষ্ঞতায় আসছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,

হিমের আড়ষ্ঠতা লেগেছে বৈকি, সামুতো ব্লগারদেরি দর্পন।
সকল দুর্ভোগ দূর হোক, এই প্রার্থনা করুণাময়ের কাছে..................

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

সোহানী বলেছেন: ও মাই গড!!!!!! কি বলবো বুঝতে পারছি না.......... একটু ধাতস্থ হয়ে নেই তারপর কিছু বলি..........

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি পার্টিতেই
হয়ে আছো মত্ত;
হুইস্কির পিপে সনে
কেকখানি কত্ত!!

আজ যে তোমারি দিন
জানুয়ারি নাইন;
নো প্রব,ধীরে এসো
টেক ইউর টাইম।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগার সোহানী

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় সুজন সুহৃদ...............

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।



ফ্রি তে কাজ সারলাম বলে
মনে করো না আপু ফেলনা
জেসন ই একাই বাসে ভালো !!
আমরাও কম না !

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা বাপু সাফ কই
যেতে পারো চটে;
যতই 'কম না' কও
থোরা কম বটে। :P

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: ব্লগার সোহানীকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা! আনন্দে কাটুক আজকের সারাটা দিন, বছর বছর ঘুরে ঘুরে সফলতা আর সমৃদ্ধি নিয়ে আসুক!
একজন সহব্লগার এর জন্মদিনে আরেকজন কর্তৃক এমন সুন্দর ছড়া রচনা- ব্যাপারটা বেশ ভাল লেগেছে। ছড়াও ভাল হয়েছে। + +

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানো তুমি,খুঁজি তোমা
গত বুক ফেয়ারে;
ছিলেনা ছিলেনা মোটে
বসতে যে চেয়ারে।

মোর সনে লিটনদা
আরো ছিলো ছবিটা;
সাথে ছিলো প্রবাসের
রাবেয়া'বু কবিটা।

এমনি কপাল,ঝাঁটা
সুখ আর সয়না;
তিনদিন গরু খোঁজে
তবু দেখা হয়না।

ফোনেও পাইনে লাইন
খুঁজে-ফিরে ক্লান্ত;
মনে মনে ভাবি আহা
ভায়া যদি জানতো!

তোমারেও ভালাবাসি
এ যে তারি নমুনা;
ক্যান জানি কয়ে দিনু
ভেবেছিনু কমু না।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




যিনি মাইনাস ৪০ ডিগ্রী তাপমাত্রায় জমে গিয়েছেন এমন "শুভ জন্মদিন" এর বারতা পেয়ে তিনি নিশ্চয়ই উষ্ণতায় গলে যাবেন ।

তেমনি অনেক উষ্ণতায় মাখানো শুভেচ্ছা রইলো "সোহানী"কে, তাঁর জন্ম দিনটির স্মরণে ।

সাথে আপনাকেও রইলো শেষ পৌষের শুভেচ্ছা, এমন সরস একটি কবিতার জন্যে ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্ট ভায়া
হামেষাই আলাদা;
মন চায় সোনা মুড়ে
ফ্রেমে বাঁধি তালা'দা।

কি করে যে পারো ছাই
ভারি লাগে ঈর্ষে;
কমেন্টে ব্লগ কূলে
তুমি সবা শীর্ষে।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন । সোহানীর জন্মদিনের শুভেচ্ছা রইল ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ,
শুভেচ্ছা পৌছে দিলুম। :)

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: হুম, ফেবু থেকে জানলাম আজ উনার জন্মদিন। শুভেচ্ছা.....

সুন্দর লিখেছেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এয়েচেন পামরাজ
দিয়েছেন পামটা;
সত্য ক'লোনা কভু
দিলোনাকো দামটা। |-)

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

সোহানী বলেছেন: সবার পুচকা কালের ছেলেবেলা মেয়েবেলার কাহিনী পড়ে পড়ে প্রায়ই ভাবি আমি ও লিখবো। ১০ বছর স্কুল জীবনে ৯টা স্কুল পাল্টানো সেটা কিন্তু কম চমকপ্রদ নয় কিন্তু সব ছাড়িয়ে কি করির এ কবিতা পড়ে মনে হলো জীবনের জন্মদিন পালনের কাহিনীই বলা উচিত। রিয়েলি আমি সত্যিই আপ্লুত।

অন্য দশ ফ্যামিলিতে কি হয় জানি না কিন্তু আমাদের ফ্যামিলি ট্রাডিশান জন্মদিন পালনে দারুন উৎসাহিত। বাবার জন্মদিন ২১ অক্টোবর কোন বারেই মিস হয়নি। হুমায়ন আহমেদের জীবনের গল্প যারা পড়েছেন তারা জানেন উনার মেয়েরা কিভাবে উনার জন্মদিন পালন করতো। তেমনি আমরা যেহেতু বোন সংখ্যা হুমায়ন আহমেদের মতই তাই বাবার জন্মদিন মানেই দারুন সারপ্রাইজ। আর এর ট্রেডিশান কিন্তু মা এবং বাবার কারনে। তাই বাসার জন্মদিন পালন হতো বেশ ঘটা করে।

সেভাবে স্কুল কলেজ জীবন পার করলেও ইউনিভার্সিটি লাইফের জন্মদিন পালন সবাই জানে। সেটা থেকে মাপ নেই। তারপর সংসার জীবনে ও একই কথা। আমি আবার এ ব্যাপারে ছাড় দিতে রাজি না, বাসার কেউ আমার জন্মদিন মনে না রাখলে ঝগড়া শুরু করে দেই :P

চাকরী জীবনে ও কখনই মিস হয়নি। সব কিছুতে উদ্যোগি হতাম কারন আমি বিশ্বাস করি কাজের মাঝে এ ধরনের ছোটছোট ভালোবাসা সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরীতে সাহায্য করে। তাই সিনিয়র জুনিয়র সবারই জন্মদিন পালন করতাম।

এবার অনেকদিন পর এ বুড়ো বয়সে কি করি এ লিখা পড়ে সত্যিই ভালোলাগছে। নিজেকে ভিআইপি ভিআইপি লাগছে........

অনেক অনেক ধন্যবাদ কি করি, আমার মতো ক্ষুদ্র একজন ব্লগারকে মনে করে চমৎকার লিখাটি উপহার দেবার জন্য। এটি সত্যিই আমার শ্রেষ্ঠ উপহার জীবনে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবার অনেকদিন পর এ বুড়ো বয়সে কি করি এ লিখা পড়ে সত্যিই ভালোলাগছে। নিজেকে ভিআইপি ভিআইপি লাগছে........

অনেক অনেক ধন্যবাদ কি করি, আমার মতো ক্ষুদ্র একজন ব্লগারকে মনে করে চমৎকার লিখাটি উপহার দেবার জন্য। এটি সত্যিই আমার শ্রেষ্ঠ উপহার জীবনে।


পঁচিশ পেরুলো তাও
রঙ কত দ্যাখনা;
মিছেই ঢঙটি করে
কত ত্বরা পেখনা!!! ;) :P :-B

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

সোহানী বলেছেন: "চাঁদগাজী বলেছেন:ব্লগার সোহানী'র জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।"

অনেক ধন্যবাদ গাজী ভাই।

"চাঁদগাজী বলেছেন: ব্লগারদের আপুনি মাপুনি, ভাইজান মাইজান ডাকা সঠিক নয়; ব্লগকে বাজার বানানো ঠিক নয়।"

আসলে ব্লগ মানে স্বাধীনতা, সেখানে কি কোন রুল কাজে লাগে?? আর আপুনি মাপুনি, ভাইজান মাইজান ডাকার মধ্যে যে ভালোবাসা জড়িত সেটা কি আপনি জানেন? ব্লগ মানেই শুধু ঝগড়া না সেখানে ও লুকিয়ে আছে অনেক অনেক ভালোবাসা, স্নেহ, মমতার বন্ধন।

ভালো থাকুন সবসময়। আর লিখতে থাকুন............

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা বুঝলেতো আর তিনি কাকু না...................তার বাঁকা কমেন্টকে আমরা সামুর ইয়াতীম অসহায় ব্লগাররা তকদীরের নির্মম খেল বলেই মেনে নিয়েছি।

বক্রতা যদি শিল্প হয় কাকু তবে মাইকেল এঞ্জেলো ;) :P =p~

তাও দেখো কাকুর ঐ কমেন্টে আমি বাদেও আরো ২টা কমেন্ট পড়েছে!!! 8-|

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

সোহানী বলেছেন: পালক পালক, এম. হাবীব ও মাহমুদুর রহমান সুজন .... অনেক অনেক ধন্যবাদ। সত্যিই অনেক ভালো লাগছে আপনাদের শুভেচ্ছাতে।

"একটি আটলান্টিক বলেছেন: সামুতে কারো জন্মদিনে এমন কবিতা লেখা হয়েছে বলে আমার মনে হয়না।"

............হাঁ, হয়েছে, আরো অনেকে লিখলে ও কি করি আগে ও লিখেছিল।

"তারেক ফাহিম বলেছেন: সোহানী’পুকে জন্মদিনের শুভেচ্ছা। লেখককে অভিনন্দন। সামু ব্লগ মনে হয় দুদিন পর উষ্ঞতায় আসছে।"
....... কি করবে সবাই ঠান্ডায় জমে গেছে........

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ....... কি করবে সবাই ঠান্ডায় জমে গেছে........

রস ঢেলে দাও, মালাই কুলফি হয়ে গেলো................ ;)

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

নূর-ই-হাফসা বলেছেন: সোহানী আপু শুভ জন্মদিন । অনেক ভালো থাকুন শুভকামনা র ইলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার জন্যেও শুভ কামনা................
শুভেচ্ছা পৌঁছে গেছে।:)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

সোহানী বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: ফ্রি তে কাজ সারলাম বলে
মনে করো না আপু ফেলনা
জেসন ই একাই বাসে ভালো !!
আমরাও কম না !

............ আমি জানি তুমি ভালোবাসো। তাইতো তোমাদের টানে বছরের পর বছর টিকে আছি সামুতে। তবে সত্যিই জেসনের কবিতা পেয়ে ভালো লাগছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে ভালোবাসে তা ঠিক
তবে নয় মোর যথা;
মেপে তা দেখলে পাবে
কম প্রায় চার সুতা। ;)

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

শামচুল হক বলেছেন: খাওয়া নাই দাওয়া নাই তরপরেও জন্মদিনের শুভেচ্ছা দিয়ে যাই সেই সাথে লেখককে ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাওয়ার কথা স্বপ্নেও ভাব্বেন্না মাইরি................কিপ্টেমীরে তিনি প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন!!!

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: খায়রুল আহসান ভাই, কি করি আপনাকে কিন্তু সত্যিই ভালোবাসে। দেখেন তার ফিরিস্তি কিভাবে দিল... অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আর্শীবাদেই আমার এ পথ চলা.............

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়ে আর লাভ কিগো
সেতো আর বাসেনা;
তুমি বলে এসেছে সে
এমনিতে আসে না। /:)

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

সোহানী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কোন মাইনাস ডিগ্রীই আমাকে জমাতে পারে না...হাহাহাহাহা।

তবে এমন "শুভ জন্মদিন" এর বারতা পেয়ে অসম্ভব আনন্দিত, ভালোবাসার উষ্ণতায় আপ্লুত।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাইনাস ফর্টিতেও জমলে না!!!
রহস্য কি?
(ফিসিফস.............ঢোক???) :P

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: ডঃ এম এ আলী ভাই, সুমন কর, নূর-ই-হাফসা ও শামচুল হক অনেক ধন্যবাদ। ওওও আচ্ছা..... এই যে নেন...


০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই কি তবে তেনার সেই বিখ্যাত ফুল কেকটা?

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্!!! কী করি ভাইকে ধন্যবাদ।

শুভ জন্মদিন, প্রিয় ব্লগার সোহানী :)

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ................;)

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

মলাসইলমুইনা বলেছেন: ফেসবুকে নাই
জানিনাই তাই,
বাজছেতো বিন
আজ জন্মদিন |
সোহানি, প্রিয় ব্লগার
আজ জন্মদিন তার !
কোনো কেক কাটা নাই !
হলেও দাওয়াত পাই নাই|
দুঃখ নাই কোনো
খুশি তবু মনো,
মাইনাস চল্লিশ নাকি তাপমাত্রা
তবুও জন্মদিনে হোক শুভযাত্রা !

ছড়ার মান যা তা হলেও জন্মদিনে প্রথম শ্রেণীর শুভেচ্ছা জানবেন আমার পক্ষ থেকে |

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতি উচ্চঃস্তরের হৈয়াছে..............কসম'সে

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: সোহানী আপুর এ বুড়া বয়সের জন্মদিন,একটু বেশি স্পেশাল হওয়া উচিৎ বলে মনে করি।। :-B

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাঁটি বচন...............সত্য কথার ভাত নাইগো গোঁসাই /:)

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

নূর-ই-হাফসা বলেছেন: আপু কেক খাওয়াতে ভুলবেন না যেন ,অল্প কেকে আমার হয়না কিন্তু । আমার দেখা মতে এই মাসের শুরুর দিকে জন্ম নেয়া মানুষ গুলো দারুন মানসিকতার অধিকারী হোন । সেই দলে আপনি ও আছেন । আমার লাস্ট পোষ্ট এর ভালো আপু টাও এই মাসের একদম শুরু তে জন্ম গ্রহন করেছিলেন ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার লাস্ট পোস্ট পড়লুম,,,,,,,লাইকড্‌

দেখি আপু এ বেলা খাওয়ায় কিনা...................

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

পবন সরকার বলেছেন: দুইজনকেই ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী'পু আর তার পার্মান্যান্ট বয়ফ্রেন্ড? :P =p~ =p~

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

শায়মা বলেছেন: শুভ জন্মদিন আপুনি!!!!!!!!!!!!!!!
শীতে এলো কাঁপুনি!!!!!!!!!!!
তারই মাঝে বাঁজে বীন
আজ তোমার জন্মদিন!!!!!!! :)






২. ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০ ৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের আপুনি মাপুনি, ভাইজান মাইজান ডাকা সঠিক নয়; ব্লগকে বাজার বানানো ঠিক নয়।


আপুনি আপুনি ডাক
চাঁদভাইয়া খেপে গাক
আকাশের চাঁদটাকেও
সবে ডাকে মামা!
আর চাঁদ ভাইয়া বলে
এই সব থামা!!!!!!!!!!!! :|

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বালি ঘুরে এলে বাপু
কতদিন পরে;
কে বুঝাবে মিস করে
গিয়েছিনু মরে। |-)

সে বুঝাবো পরে'খন
এসো কাকু ব্যপারে;
কয়েই বা লাভ কিগো
মাল যা না ক্ষেপারে!! B:-)

কথা সে কবেই বাঁকা
এ-ই যেনো ডিউটি;
কিবা করার আছে কও
মানা ছাড়া নিয়তি? /:)

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

শুভ_ঢাকা বলেছেন: প্রিয় ব্লগার সোহানী view this link :)

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিন্ক দেখে সোহানী'পু আর শায়মা'পু দু'জনেই কাঁদছে,
একজন খুশীতে আরেকজন (ফিসফিস..........হিংসেয়)

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন সোহানী'পু।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোকরান,
পৌঁছে দিলুম ভায়া............. :)

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

শাহিন-৯৯ বলেছেন: শুভ কামনা সোহনী আপু ও লেখককে।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্ট ভায়া
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: বাহ ! সুন্দর শুভেচ্ছা বার্তা ।
শুভ জম্মদিন সোহানীপু।
ধন্যবাদ জেসন দা

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার মায়া মাখানো বার্তায় আপ্লুত :)

৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আপনার এই গুনটি সতিই ভাল লাগে।।
আপনিই যখন হোষ্ট, তাহলে শুভেচ্ছাটা আপনার মাধ্যমেই দিলাম।
সহব্লগার সোহানী ভাল এবং সুখে থাকুন, সর্বদা।।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সানন্দে,,,
ও আপুনি, হ্যাপীদা'র হ্যাপী বার্তা বুঝিয়া লও হে...................

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২০

রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা ভালোবাসা শুভ জন্মদিন

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়ার্কিট আর গাস্পুলের শুভেচ্ছা বিনে শুকনো ভালোবাসায় মন ভরে কও?

৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৯

সোহানী বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ভাই, অনেক অনেক ধন্যবাদ।

মলাসইলমুইনা, ছড়ার মান নির্নয় হয় ভালোবাসা থেকে তাই সেটি আমার কাছে অতুলনীয়। অনেক অনেক ধন্যবাদ প্রথম শ্রেণীর শুভেচ্ছার জন্য।

শাহরিয়ার কবীর ভাই, সত্যিই এ বুড়া বয়সে অসাধারন সেলিব্রেশান পেলাম। অনেক অনেক ধন্যবাদ।

নূর-ই-হাফসা আপু, কেক পাওনা থাকলো। নেক্সট্ যখন দেশে যাবো সবার সাথে দেখা করবো অবশ্যই সাথে তোমার জন্য বেকারের এর কেক থাকবে ইনশাল্লাহ। তোমার আপুর কথা পড়েছিলাম আরো একটা লিখায়। যেখানেই থাকুক ভালো থাকুক....

পবন সরকার ভাই অনেক অনেক ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,চোখের সামনে বেকার,কিংস,কুপার্স,ক্যাপ্টেন্সের কেক বিলি হচ্ছে সমানে!!!

পার্সেল করার জন্যে আমার ডাক পড়বে নিশ্চয়...................চেহারাতেই যে একটা বেয়ারার বেয়ারার ভাব আছে /:)

৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৪

সোহানী বলেছেন: প্রিয় শায়মা, অনেক অনেক ধন্যবাদ।

আকাশের চাঁদটাকেও
সবে ডাকে মামা!
আর চাঁদ ভাইয়া বলে
এই সব থামা!!!!!!!!!!!! :|...........হাহাহাহাহা আর গাজী ভাই এর কথা এবং মন্তব্য সবসময়ই একটু ভিন্ন। দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছি।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বৃথাই কাকুরে বাপু
নীতি কথা কয়া;
দেখে দেখে আমাগো যে
হলো তা গা সয়া। :-B

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৯

সোহানী বলেছেন: শুভ_ঢাকা, ভিডিওটা অসাধারন। মেনি মেনি থ্যাংস।

ধ্রুবক আলো, অনেক অনেক ধন্যবাদ।

শাহিন-৯৯, অনেক অনেক ধন্যবাদ।

এডওয়ার্ড মায়া, মেনি মেনি থ্যাংস। আসলেই জেসন অসাধারন।

সচেতনহ্যাপী, সত্যিই কি করি এটি একজন ব্লগারের জীবনে অনেক বড় পাওনা।

রাবেয়া রাহীম আপু, অনেক অনেক ধন্যবাদ (শাশুড়ি আপা)। ;)

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,,,ভালো নাম দিয়েছ.............শাশুড়িপু
আইজ থিক্যা শুরু......................... =p~ =p~

৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩২

প্রামানিক বলেছেন: একজনের জন্মদিন আরেক জনে দিল পোষ্ট
কার কাছে খাওয়া চাবো, কে ভাই হবে হোষ্ট?
বছরে জন্মদিন একবারই আসে ভাই
তারপরেও সেইখানে খাওয়া দাওয়া কিছু নাই
খাওয়া ছাড়া জন্মদিনে মনের সুখে বলে যাই
দীর্ঘজীবন হয় যেন, আল্লাহর কাছে দোয়া তাই।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ট্রিট চাওয়াটাও ভায়া
আদতে বেকার;
ট্রিট চাইলেই ক'বে
দ্যাও কিছু ধার!!!

এই হলো শর্টকাটে
আপুনির গল্প;
কিপটেমিটারে তিনি
বানায়েছে শিল্প।

৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সোহানী আপুর জন্ম দিন। তাকে তো দেখছি না।

শুভ জন্মদিন।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো, গেলো কই!!!

৪০| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২

অন্তরন্তর বলেছেন: আরও এক বছরের বুড়ো হবার অভিনন্দন ব্লগার সোহানীকে।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখানেই ম্যাজিকটা
শুনে যাবে চমকে;
পঁচিশের পরে তার
বয়েস গেছে থমকে!!!

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: যায় কি করা শোধ
ভালবাসার ঋণ
খুব খুব শুভ হোক
সোহানী আপুর জন্মদিন।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ যা কৈলে বেশ
হৃদে লাগে ছোঁয়া;
এইদিনে আপুনিরে
প্রীতি আর দোয়া।

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
পাশের গ্রামের (শহরের) মানুষ তাও কেকু খাওয়ার দাওয়াত দিলনা কিপটে আপু। তার পরেও শুভ জন্মদিন !:#P !:#P

আমার জন্য কেক ফ্রিজে উডাইয়া রাখেন। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে টরোন্টো আসতাছি কেক খাওয়ার জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার আর শায়মা'পুরও ফেব্রুয়ারীর ৩০তারিখ যাওয়ার প্ল্যান আছে :-B
যদি দু'এক পিস জোটে কপালে....................

৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

আটলান্টিক বলেছেন: শত ব্লগারেরো মাঝে
যে ক'জনা চমকায়;
আছো তাগো রাণী হয়ে
স্ব-ইমেজি দমকায়





একদম ঠিক বলেছেন।সোহানী আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।এমনিতেই ঠান্ডায় প্রায় বিলুপ্ত হতে চলেছে সোহানী আপু।আপনার এই কবিতা পড়ে উনি যদি নতুন কিছু লিখতে বসেন তাহলেই হলো

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কম খরচে বাড্ডে কেকের রেসিপি নিয়ে ভাবছেন বলে শুনেছি.................. :P

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।


শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টা আরো সুন্দর :)

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

সোহানী বলেছেন: আমি হাজির........... তোমাদের জন্য কেকের এ্যারেন্জ করতে গেলাম......

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কদ্দুর এগুলো?
লোকজনতো টরন্টোর টিকিট কাটা শুরু করে দিয়েছে..................

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

সোহানী বলেছেন: প্রামানিক ভাই, কে আর খাওয়াবে :P জেসন এবার এ দায়িত্ব নিয়েছে তাই ও সব ব্যবস্থা করবে, চিন্তা করবেন না। আমাকে বলেছে আমি দেশে আসার পর আপনাদেরকে নিয়ে ট্রিট দিবে......। আর সত্যিই দীর্ঘজীবি হবার বদ দোয়াটা দিয়েন না আর যাই দেন। অামি বেশীদিন বেচেঁ ছেলে ও ছেলে বউরে ঝালায়ে হাড় মাংস আলাদা করতে চাই না.........হাহাহাহা অনেক ধন্যবাদ চমৎকার ছড়ার জন্য।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই দেখবেন কিভাবে... খাওয়া দাওয়ার ব্যবস্থাপনায় বিজি ছিলাম।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,,, স্মার্ট গার্ল!!!
কিপ্টেমি এক শিল্প বটে.................. :|

৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

জুন বলেছেন:
সোহানী বার বার ঘুরে আসুক দিনটি আপনার জীবনে এই প্রত্যাশায় ফরগেট মি নট ফুলের শুভেচ্ছা :)

কি করি কে অভিনন্দন জানাই এত সুন্দর একটি কবিতা লেখার জন্য সহ ব্লগারকে নিয়ে ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

সোহানী বলেছেন: অন্তরন্তর বলেছেন: আরও এক বছরের বুড়ো হবার অভিনন্দন ব্লগার সোহানীকে।
:(( :(( :(( সেই দু:খেইতো বাচি না।

লেখক বলেছেন: এখানেই ম্যাজিকটা
শুনে যাবে চমকে;
পঁচিশের পরে তার
বয়েস গেছে থমকে!!!

............ বুড়ো হয়ে গেছি, কবরে এক পা গেছে। এখন বছর ঘুরা মানে এক পা আগানো। বহুত টেনশানে আছি.........

মোস্তফা সোহেল, অনেক ধন্যবাদ। সত্যিই ভালোবাসার ঋণ শোধ হয় না কখনই।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ এক ঠ্যাঙের কি জেল্লা বাপ্রে!!!

৪৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

সোহানী বলেছেন: মোস্তফা কামাল পলাশ , আমি কিপটা, তাই না.. তুমিই ভয়ে আসলা না। তোমারে তো কইলাম ড্যানফোর্ট এ আসলে আওয়াজ দিও, ঘরোয়ার ঝালমুড়ি খাওয়াবো। এই যে কেক রেখে দিলাম...


ফেব্রুয়ারীরতে আসলে কল দিও।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বুঝি সেই ফুলওয়ালা কেকটা?
ঘরোয়ার ঝালমুড়িটা কি?
আমি আর শায়মা'পুও আসছি, ডেট আগেই বলা.................. ;)

৫০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

সামিয়া বলেছেন:

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

৫১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

সোহানী বলেছেন: একটি আটলান্টিক, হাহাহাহা ঠান্ডায় এখনো বিলুপ্ত হয়নি, অসংখ্য ড্রাফট্ শুধু জমছে কিন্তু পোস্ট করতে পারছি না কারন নিজের লিখা নিজেরই পছন্দ হয় না। আমার ড্রাফট্ যদি দেখাতে পারতাম তাহলে বুঝতা কত কিছু যে আমি লিখি.....হাহাহাহ অনেক অনেক ধন্যবাদ।

রাজীব নুর, অসংখ্য ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার রেসিপিটা ফাঁস করে দিয়েছি................ =p~ =p~

৫২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

সোহানী বলেছেন: প্রিয় জুনাপু, ফরগেট মি নট ফুলের শুভেচ্ছায় আপ্লুত। সত্যিই নিজেকে আকাশে উড়তে দেখছি। অকে ধন্যবাদ আপু। আমার নেইবার সারপ্রাইজ গিফট দিয়ে গেল.....

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অতে কি চকলেট?
নেইবারের নাম কি? :P

৫৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

সোহানী বলেছেন: ইতি সামিয়া, অনেক অনেক ধন্যবাদ........

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইতিখানাতো আর দেখছিনা নামে!!! #:-S

৫৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

কানিজ রিনা বলেছেন: দীর্ঘ জীবন কামনায় সহানীর জম্ম দিনে।
ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ কামনা পৌছে দিলুম আপু.............. :)

৫৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

কামরুননাহার কলি বলেছেন: সোহানী আপি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সোহানী আপি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আর লেখককে ধন্যবাদ। হাহাহাহহা এতো সুন্দর একটি কবিতা পাঠ করেছেন তার জন্য।
আর লেখককে ধন্যবাদ। হাহাহাহহা এতো সুন্দর একটি কবিতা পাঠ করেছেন তার জন্য।
আর এই সাদা গোলাপটি সোহানী আপির জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

৫৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা (বিলম্বিত) নিন সোহানী।

ফ্রি তে কাজ সারলাম বলে
মনে করো না আপু ফেলনা
জেসন ই একাই বাসে ভালো !!
আমরাও কম না !
মনিরা আপুর আমরাও মানে সেখানে আমিও আছি আপু - =p~

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুমমম,,,সোহানী'পুরে ভালোবাসার ব্যপারটা ভাবীরে জানাইতে হয় দেখছি..................

৫৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

তারেক ফাহিম বলেছেন: ব্লগটি পোষ্ট লগ্নে শুভেচ্ছা জানলাম।

নেট প্রভলেম করায় পিছিয়ে পড়লাম।

সোহানী আপুর জন্য জন্মদিনের শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর এদিকে আপ্নার লেট দেখে আপু পুরো রেগে কাঁই.................... B:-)

৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: সোহানী প্রিয় একটি নাম। তার জন্যে অনেক শুভকামনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হামাও প্রিয় একটি নাম।
শুভেচ্ছা পৌঁছে গেছে.................

৫৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

জাহিদ অনিক বলেছেন:


সোহানী আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যদিও কিছুটা দেরী হয়ে গেল।
সোহানী আপুর ব্লগ জীবন বেশ চমৎকার ও উদার। তিনি নিজের জীবন ও জবের পাশাপাশি যেভাবে ব্লগে সময় দিচ্ছেন সেটা সত্যিই প্রশংসাযোগ্য। যারা ব্লগে নিয়মিত থাকেন তারা সবাই জানেন ব্লগার হিসেবে সোহানী আপু বেশ চমৎকার।
তিনি নানা প্রকার প্রবন্ধ, জীবন থেকে নিয়ে নানা প্রকার গল্প যা মানুষকে ভীষণভাবে নাড়া দেয় এবং নানা প্রকার সচতেনতামূলক লেখা লিখে থাকেন।
ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে আশা করি।

সোহানী আপুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেটে আর পাম্পু দিয়ে লাভ নেই হে খোকা,
তোমার যা সর্বনাশ হবার তা হয়ে গেছেগো....................

৬০| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

কুঁড়ের_বাদশা বলেছেন: শুভ জন্মদিন সোহানী আপু :P


ওস্তাদ, আমি তো অলসতা কারণে, সবার শেষে এসেছি।
এখন আমার জন্য কি কেক টেক কিছু আছেনি ক্যান ?? :P

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে নাআআআআ,,,
২০১৯এর উয়িশ সবার আগে আপ্নিই করেছেন................... :-B

৬১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে বাদশা ভাই আর পারলেন কই সবার শেষ হতে...

সিরিয়ালে আমরা আছি না :P

অনেক ধন্যবাদ কি করি ভায়াকে! অনন্য জন্মদিনের শুভেচ্ছায় আমাদের সবাইকে অংশ নেয়ার সুযোগ করে দেয়ায়।
দারুন ছড়া কাব্যের তো তুলনাই নাই!
আমার জন্মদিনেও আমাকে অলংকৃত করেছেন অমূল্য কাব্য মনিহারে :)
কৃতজ্ঞতা আরেকবার।

সোনার মতো বদনখানি
হাসলে যেন মুক্তো ঝড়ে
নিন্দুকেরাও আড়ালেতে
কে নয়? সবাই তোমায় ভালবাসে!

শুভেচ্ছা আর শুভকামনায়
ভরে উঠুক তোমার জীবন
জনম জনম এই কামনা
নয়তো এ কথার কথন!
মন গহনের হৃদোচ্চারন

দিক প্রভু পরোয়ার দু-হাত ভরে
নন্দিনি হয়ে থাকো জনম ভরে।।
এমন শুভকামনা সবার মনে
রয় জানি চিরদিন সব স্বজনে।

শুরু হল, শেষ হবে- এইতো আবর্তনে
ভেলা বেয়ে সময়ের চলছে জীবন
চলছি সবাই একই পথে -অন্তহীন
ছায়া শুধু রয়ে যায় স্মৃতির দর্পনে।

(কথনিকার প্রথম অক্ষর গুলো মিলিয়ে নিন ;) )




১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরু আমি পুরাই ট্যারা..............ভৃগু ইজ ভৃগু

৬২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: জেসন, এই যে সে চকলেট.......


নেইবারের নাম দিয়া তুমার কাম কি!!!!!!!!!!!!! চকলেটের ভাগ চাইলে কও :#)

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেইবার ফিমেল হৈলে ইমেইলটা দিও, সিমেইল হৈলে লিটনদারে দিও।
আলবাৎ ভাগ চাই................

৬৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

সোহানী বলেছেন: জেসন: ঘরোয়ার ঝালমুড়ি তুমি এখানে না আসলে বুঝবা না। এখানে ২টা দোকানে দেশী পিয়াজু, ছোলা, ঝালমুড়ি পাওয়া যায়। আমরা মাঝে মাঝে ২ ঘন্টা জার্নি করে তা খেতে যাই। তোমরা আসলে সাথে অনেক কিছুই থাকবে.... সো তাড়াতাড়ি আসো। কিপ্টেমী করবো না শুধুমাত্র তোমাদের জন্য.....হাহাহাহা

ফুলওয়ালা/ফুলওয়ালীর কেক না, কেক এনেছে আমার বয়ফ্রেন্ড। আমার নেইবারের অনেক গল্প করেছি অনেক লিখায়.... পড়নাই তাই জানো না...........

কানিজ রিনা আপু, অসংখ্য ধন্যবাদ। কি করি পাগলের কাজ কামের জন্য লজ্জাই পাচ্ছি....

কামরুননাহার কলি: অসংখ্য ধন্যবাদ। ঠিক আমার বয়ফ্রেন্ড ও কাল এই গোলঅপ এনেছে........হহাহাহাহা মনে হয় তোমার পছন্দ জেনে.........

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফুলওয়ালা/ফুলওয়ালীর কেক না, কেক এনেছে আমার বয়ফ্রেন্ড।

সেতো আগেই জানিরে বাবা ''ফুল কেক''................তুমিই বলেছিলে না আনলে তার খবর আছে ;)
আমার প্রশ্ন ছিলো ছবির সেটাই ওইটা কিনা?

৬৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, হাহাহাহা অামি জানিতো আপনি আছেন, সবসময়ই থাকেন........... আর মনিরাতো সেই বাচ্চাকাল থেকে অামরা একই সাথে আছে কিনা, তাই চান্স পেলে ফাঁকি দিতে চায়।

তারেক ফাহিম: মনে হচ্ছে হঠাৎ আমি কোন আলাদিনের চেরাগ পেলাম, ব্লগের সব ভালোবাসা আমি একাই কুড়িয়ে নিচ্ছি.....

কুঁড়ের_বাদশা: অবশ্যই আছে। মোটেও দেরী হয়নি, সবে শুরু করেছি কেক কাটাকাটি......... অনেক ধন্যবাদ।

হাসান মাহবুব ভাই: শুধু নামটাই প্রিয় :(( আমার লিখা না !!!!! হাহাহা. আমি জানি আমি আপনার প্রিয় তালিকায়.... :`>

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিটনদা'র ভালোবাসা আকাশের মতই উদার, যে চায় সে-ই পায়...................ফুরায় না কভু!!!

তারেক ফাহিম: মনে হচ্ছে হঠাৎ আমি কোন আলাদিনের চেরাগ পেলাম, ব্লগের সব ভালোবাসা আমি একাই কুড়িয়ে নিচ্ছি.....

কথা সত্য, তোমার কাছে সে চেরাগ আছে বৈকি.....................(ফিসফিস,,, তুম চিজ হো হি এ্যাইসি..........কসমসে)

৬৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

সোহানী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই, হাহাহাহা অামি জানিতো আপনি আছেন, সবসময়ই থাকেন........... আর মনিরাতো সেই বাচ্চাকাল থেকে অামরা একই সাথে আছে কিনা, তাই চান্স পেলে ফাঁকি দিতে চায়।

তারেক ফাহিম: মনে হচ্ছে হঠাৎ আমি কোন আলাদিনের চেরাগ পেলাম, ব্লগের সব ভালোবাসা আমি একাই কুড়িয়ে নিচ্ছি.....

কুঁড়ের_বাদশা: অবশ্যই আছে। মোটেও দেরী হয়নি, সবে শুরু করেছি কেক কাটাকাটি......... অনেক ধন্যবাদ।

হাসান মাহবুব ভাই: শুধু নামটাই প্রিয় :(( আমার লিখা না !!!!! হাহাহা. আমি জানি আমি আপনার প্রিয় তালিকায়.... :`<

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাটা কেকের ঝুটামুটা আছে কি?

৬৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

সোহানী বলেছেন: জাহিদ অনিক : আমি যে কই লুকাই :``>> তেলাপোকাও একটা পাখি, আমি ও একজন লেখক তার আবার চমৎকার লিখা। ভালোবাসোতো তাই বলছো সেটা জানি। আসলে দীর্ঘদিন ব্লগে আছি তাই একটা অভ্যাস হয়েগেছে। ব্লগে উকিঁ না দিলে মনে হয় কি যেন করি নাই। তাই হাটে মাঠে ঘাটে যেখানেই থাকি যত ব্যাস্ততায় থাকি উকিঁ দিয়ে সবার লিখাগুলো পড়ে যাই। দীর্ঘদিন নিভৃতেই ব্লগিং করেছি, নিজের পরিচয় দেইনি কখনই। ব্যাক্তি সোহানীকে ব্লগার সোহানী থেকে আলাদা রেখেছিলাম অনেকটা পেশাগত কারনে। এই বছর থেকে অনেকের সাথে এড হয়ে সেই দুরত্বটা কমিয়ে নিয়েছি কারন মনে হয়েছে এখন দেশে নেই, সেই কারন ও নেই।............ নিজের প্রশংসা শুনতে সবারই ভালোলাগে তবে তা যদি হয় তোমার বা জেসন এর মতো আরো অনেক সেলিব্রেটি লেখকদের থেকে তাহলে নিজের অজান্তেই উড়তে থাকি... :P ..... এ ধরনের প্রশংসা নিজের প্রতি নিজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজের প্রশংসা শুনতে সবারই ভালোলাগে তবে তা যদি হয় তোমার বা জেসন এর মতো আরো অনেক সেলিব্রেটি লেখকদের থেকে তাহলে নিজের অজান্তেই উড়তে থাকি

এবার আমি উড়ছি (পামের তোড়ে)................ =p~ :-B =p~

৬৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগু (আধুনিক সুকান্ত) : আমি সত্যিই হাওয়ায় ভাসছি সাথে লজ্জায় লাল নীল হচ্ছি (ভাগ্যিস দেখতে পাচ্ছো না)। জেসন যে কি রকম লজ্জায় ফেললো আমাকে.... অামি একজন ব্লগার তার জন্য সবার সময় নষ্ট করে শুভেচ্ছা বার্তা। কিভাবে যে ধন্যবাদ দিব তা বুঝতে পারছি না। গর্তে লুকাই আর কি...........

অসাধারন কবিতাখানায় ধন্যবাদ। এ জীবনে শুধু আমাকে জন্য লেখা জেসনের পর তোমার কবিতা পেলাম। ;) ইয়ং বয়সেতো আর কেউ এমন কবিতা দিল না ....... কি আর করা বুড়া বয়সে পেলাম, তা ও বা কম কি :``>>

তোমার কবিতার প্রথম অক্ষর মিলে হয়...
সোহানি কে শুভ জনম দিন এর শুভেচছা।

ঠিক বলেছি.................... অসাধারন।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার আর কি অত লজ্জা, ভৃগুদা'র কবিতার ছটায় আমি লজ্জায় বেগুনী হয়ে গেছি অগাবগা সব লিখা নিয়ে.................. :(

৬৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগু (আধুনিক সুকান্ত) :

এখনতো আমারো বলতে হবে -
কি রকম লজ্জায় ফেললো আমাকে... :``>> তাদের অনু পরিমান হতে পারলেও এক জনম সার্থক।!
এত গহন ভালবাসার ঋন, -বুঝি খেলাপী হয়েই থাকতে হবে আজীবন :P

আহারে, ইয়াংকালে বলতা- ফটাফট লিখে দিতাম ;) হা হা হা

হুম। সঠিক। ন্ম, চ্ছ শুরুতে যুক্তাক্ষরে শব্দ খুঁজে পাইনিতো তাই ভেঙ্গেই দিয়েছি :) জনম দিনের শুভেচ্ছা

দারুন প্রতিমন্তব্যে কৃতজ্ঞতা


১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাহার বুড়োকালেও আমি সমান আগ্রহী,
সমরখন্দ বোখারা আমার হৈলে দিয়া দিতাম....................কসম'সে

৬৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

মিঃ সালাউদদীন বলেছেন: শুভ জন্মদিনের কবিতা, চমৎকার লেখা ! শুভ জন্মদিন আপু !!শুভ জন্মদিনের কবিতা, চমৎকার লেখা ! শুভ জন্মদিন আপু !!

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নার কেক পেয়ে আপু পুরো ফিদা আর আমি হিংসেয় জ্বলছি................ :P

৭০| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগু : উনারা এ যুগে বেচেঁ থাকলে ইর্ষান্বিত হতো নি:সন্দেহে।

ভালবাসার ঋন খেলাপী হয়েই থাকাই ভালো, কি ঠিক বললাম কবি???

ইয়াংকালে তোমাদের দেখা পেলেতো ভালোই হতো, অনেক কবিতার পর কবিতা সাজাতাম চারুকলার বকুলতলায় বসে বা বই সেলার বটতলায় বসে। এখনো মনে হয়, ছুটে যাই বকুলতলায় ... আড্ডা গান আর কবিতায় হারিয়ে যাই। আসবো, নেক্সট দেশে আসলে তোমাদের জানাবো, একটা জম্পেশ আড্ডা দিব ছবির হাটে বা বকুলতলায়।

হাঁ, তা বুঝেছি... জনম বা জন্ম একই......

জেসন : তাহার বুড়োকালেও আমি সমান আগ্রহী, সমরখন্দ বোখারা আমার হৈলে দিয়া দিতাম....................কসম'সে

হাঁ তা আর বলতে.......হাহাহা কয়জনরে এ ডায়ালগ দিসো :P :P :P :P

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উমমম,,,আর একজনকে বলেছি,
সাক্ষাত ক্লিওপেট্রা, কানাডার বরফে তার বাস।
আমরা একি স্কুল..............একি ভার্সিটি ;)

৭১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

সোহানী বলেছেন: মিঃ সালাউদদীন : সত্যিই চমৎকার কেক। অনেক ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে মোম পঁচিশটা হলে পুরো সামঞ্জস্যটা পেত..............

৭২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকবেন অনেক এই কামনা থাকলো।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দেবার আগেই তিনি বুঝে নিয়েছেন................স্মার্ট গার্ল :P

৭৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২১

সোহানী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

জেসন : সকালে আজ খুব তাড়াহুড়ায় নিজের কফি করতে সময় পাইনি। এ ঠান্ডায় দোকানে যে কফি কিনতে হবে দেখে বয়ফ্রেন্ড তাড়াতাড়ি কফি বানিয়ে ফ্লাক্সে দিয়ে দিল। এখন বের করে সেটা খেতে যেয়ে মনে হলো কফি খাচ্ছি নাকি বিষ....হাহাহা দিলাম ফোন, বল্লাম তুমি কি কফির সাথে এক চামুচ বিষ দিসো???? প্রশ্ন শুনে ভয়তো পেলই না উল্টা বললো, হাঁ দিসিতো। আসে পাশের ইয়ং মেয়েরা যেভাবে খোঁজ নিচ্ছে আমার গার্লফ্রেন্ড এখনো আছে কিনা তাই চান্স নিতে হবে না....... X( বুঝ অবস্থা.......

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোহিনুর ফাও পেলে
এই হয় হালটি;
স্টকে বফ তাই
থাকা চাই মাল্টি। ;)

কবে থেকে লেগে আছি
পটলেনা আহারে;
এ'বেলা তোমার টার্ন
বিষ দ্যাও তাহারে। :-B

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

সোহানী বলেছেন: হাহাহাহাহা........... স্টকে বফ!!!!!!!!!!!! সাথে মাল্টি !!!!!!!!!!!!!!!!!

ওরে ওরে ওরে, তুমি বিষ খাও, আমি মরি। সাথে কিছু দড়ি দিয়ে যেও, কচু গাছে ফাঁস দিমু........... :((

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি বিষ,তুমি দড়ি
সহমরনের সাধ;
জীবনে না হলোই বা
মরনেতে কাঁধে কাঁধ।

ভেবেছ কি শোনে কবো
আহা সেকি শান্তি;
মধুর সে বাণী শোনে
ভরে গেলো কানটি?

আলবাৎ কাভি নেহি
মাল আমি হার্ডনাট;
রাগো কিবা নাই রাগো
কথা কই কাটছাট।

ঝুলুক গফেরা সব
বিষ দ্যাও হাবিরে;
প্রেম যমুনায় ডুবে
চলো খাই খাবিরে। ;)

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

সোহানী বলেছেন: বিষ দ্যাও হাবিরে;........................... . এই নাও তোমারে পাঠালাম। আগে খেয়ে টেস্ট করো এটা পিউর কিনা!!! রিস্ক নেয়া কি ঠিক হবে??? কারন না মরলে বা আধা মরলেতো আমার খবর আছে.............. হাহাহাহাহাহাহা

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না দিয়োনা খবর্দার :|
আমি আবার তা বুদ্ধি করে শরবত বলে ছবিরে খাইয়েছি, ঢকঢক গিলে চুকচুক আওয়াজ তুলে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে!!! B:-)
কাল আবার আরো আছে নাকি জানতে চাইলো ভারি মজা বলে...................... B:-/

৭৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

সোহানী বলেছেন: মানে কি এই বিষে ধরলো নাB:-) B:-) B:-) । অাচ্ছা অাচ্ছা অাচ্ছা আরো কঠিন কিছু তাইলে টেষ্ট করাতে হবে...। তো ছবিটা কে? নিউ গার্লফেন্ড???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.