নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'শুভ জন্মদিন\'\' প্রিয় মনিরা\'পু

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০



সাদাসিধে,মুখচোরা
ক'বে কথা মেপে;
ফেবুতেও বাড্ডেটা
রেখেছে সে চেপে!

ভাব যেনো তোদের কি
উপভোগি একা তা;
কেক-পার্টি খাওয়ানোর
অত কি হে ঠ্যাকাটা?

তুমি চলো ডালে আপু
মোরা চলি পাতাতে;
খাতাতে টুকেছি আগে
'জিজু'সনে আঁতাতে।

লাগবেনা পার্টিসার্টি
কেমন মিনসে ছাই;
হরষে-পুলকে থেকো
ভালো থেকো,এই-ই চাই।

হেভিওয়েট ব্লগার সে
সম্রাজ্ঞি কবিতার;
কি ছেড়ে কি ক'বো কও
মানে সেরা সবি তার।

নয়া কিবা কবো কও
সবি সবে জানা;
ঠাঁট-বাঁট ঠমকে সে
ঠিকি 'সুলতানা'।

পূণ্যি করেছি কভু
জনমের ভাগ্যিরে;
মমতা-বাঁধনে পেনু
সে-ই সম্রাজ্ঞীরে।

মায়াভরা বুকে তার
কি আজিব শক্তিরে!
বেঁধে নেন বন্ধনে
নেই অতে মুক্তিরে!!

কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে আঁশ;
আপুটারে ভালোবেসে
হয়েছে সর্বনাশ।

শুভদিনে,শুভক্ষনে
প্রাণ ভরে দোয়ারে;
প্রিয়জনে সদা থেকো
ভালোবাসা জোয়ারে।

শুদ্ধ ঋদ্ধালোয়ে
লিখে যাও অবিরাম;
স্ব-ছটায় হোক হোক
সুরভিত কবি-নাম।

কি করে জানাবো উয়িশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু শুভ জন্মদিন।

মন্তব্য ৭১ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

সোহানী বলেছেন: শুভ জন্মদিন মনিরা.............

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিফটবক্সগুলোতে কি কি থাকতে পারে আন্দাজ করার চেষ্টা করছি ;) :P :-B
ভালোকথা, তখন বলতে ভুলে গেছি, ক্যারোল কেমন আছেগো? :D

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

প্রিয় কবির জন্মদিনে একজন ভক্তের শুভেচ্ছা নিবেদন-


শুভ জন্মদিন!






২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলুম............ :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: আমি কিছু বললেই, চাপা মনে হয় কেন !! X(( X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অমা!!!
কবে? কোথায়? কখন? কিভাবে? :P

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন:

আপনার মারফত মনিরা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখি তোমার এই মারফতি শুভেচ্ছা কত দ্রুত পৌছানো যায়............. =p~

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

সুমন কর বলেছেন:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার ছবি?কারে কয়?
ক্লিয়ার না কিছু হে;
মিছিমিছি মাঝরাতে
ক্যান লাগা :P পিছু হে?

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

সুমন কর বলেছেন:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুল কি কয়েছি কও
দিয়েছ কি দামটা;
মিছে সে বানিয়ে ক'লে
কবো না কি 'পামটা'? :-B

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

সুমন কর বলেছেন:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছেই বা কি কয়েছি
প্রমানতো আজকে;
কওনিতো ভালা-খ্রাপ
আজ আমার কাজকে। ;) =p~ :D

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

ডঃ এম এ আলী বলেছেন:
ভালোবাসা ভালোবাসা
আপু শুভ জন্ম দিন
ভুলবনা কোন দিন


থ্যাংক ইউ কি যে করি ভাইয়া
সময়মত খবরটা তুলে না ধরলে
হতোনা কোন মতেই সমিচীন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দে বুকে কাঁপন ধরে গেলোগো দাদা,
সাহসে আর কুলোচ্ছেনা।
চমৎকার ছাণ্দসিক মন্তব্যে কি বলে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছিনে................ B:-)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

ওমেরা বলেছেন: শুভ জন্মদিন মনিরা আপুনি——-


চমৎকার ছড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপ্নাকেও ধন্যবাদ।
শুভেচ্ছা পৌছে গেছে............. :)

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
প্রিয় আপুর জন্মদিনের শুভেচ্ছা অনেক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুহৃদ।
শুভেচ্ছা পৌছে দিলুম.............. :)

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে জন্মদিনের শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কাকু যে!!!
কি সৌভাগ্য আপুর!! হিংসেয় জ্বলে যাচ্ছি মাইরি,,,

ও আপু মিষ্টি খাওয়াও............এমন কপাল স্রেফ মেলে শত সাধনে

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

সুমন কর বলেছেন: উনি আমাদের সবার প্রিয় আপু। উনার জন্য অনেক অনেক শুভেচ্ছা..............

ছড়া পচ্চা হয়েছে...........শায়মাপু আসুক, বলে দেবেনে


* আগেই লাইক দিয়ে গেছি..... /:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙ করে নয় বাপু
থোড়া করি পেখনা;
তাই বলে কবে পঁচা!
মিনসে কি দেখনা!! |-) :-<

শায়মা'পু ক'বে কি লো
তারই যে এ আইডিয়া;
উল্টো তোমারে চাঁদু
ধরিবে সে ছাই দিয়া। X((

রঙঢঙ যা-ই করি
কয়ে যাই সাফসাফ;
যা-ই লিখি কয়া চাই
'ভালা' নয় নেই মাফ। /:) B:-/

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

নূর-ই-হাফসা বলেছেন: ছড়া টা খুব ভালো হয়েছে ।
শুভ জন্মদিন আপু ।
আপনার প্রতিটি দিন আনন্দে কাটুক অনেক অনেক শুভকামনা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই চমৎকার মন্তব্য পড়ার পরে আপুর আনন্দে না থাকার কোন কারণ নেই,,,
পড়ে যে আমারই মন পুরো ভালো,,,ফুরফুরা............উড়াধুরা

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০০

জাহিদ অনিক বলেছেন: সুমন দা বলেছে, ছড়া পচ্চা হয়েছে...........শায়মাপু আসুক, বলে দেবেনে


আমিও এমন কিছু একটা ভাবছিলাম!
কিন্তু সাহস পাচ্ছিলাম না। সুমন'দা বলে দিল, এলা সাহস পাইছি!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাহস এলো ভালা কথা
কয়ে দেখো খালি;
খামচিতে গাল দুটো
হবে পুরো লালি।

শায়মারি ভাই আমি
ডাইনি সে,আমি ভুত;
চোখ উপড়িয়ে খেলি
কোর্ট কেটে কুতকুত।

নলা খুলে খাই পায়া
কলিজায় থাই স্যুপ;
প্রাণ ভয় থাকে যদি
একদম চুপ চুপ।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৭

উম্মে সায়মা বলেছেন: ওয়াও! কী সুন্দর ছড়ায় ছড়ায় উইশ!
শুভ জন্মদিন মনিরা আপু!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টেই প্রাণটা জুড়িয়ে গেলো গো মাসীমা.............কত্তদিন পরে এলে!!! :) :)

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগের জাহাপনা
মুনিরা সুলতানা
কবিতা,গল্প লেখায়
ব্লগে আলো ঝলকায়
তার জন্মদিনে অপেক্ষার সময় নাই
শুভেচ্ছার ঝাঁপি খুলে এলাম তাই ||

কি করবেন ভেবে পান আর না পান আমার শুভেচ্ছা সঠিক ব্যক্তির কাছে সঠিক ঠিকানায় সঠিক সময়ে পাঠাবার জোর দাবি থাকলো | নইলে সেই ফাল্গুনের মতো গর্জে উঠবো কিন্তু !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন ফাল্গুন ঠিক মনে করতে পারছিনা তবে এটুক বুঝছি যে ঘটনা একটা ঘটবেই,
রিস্কের কাম নাইরে বাবা, ও আপু বুঝিয়া লও আমানত।

এক্কেরে হাতে হাতে পৌছে দিয়েছি দাদা, বদ হৈলেও আমি পুলা অতি ভালা।

আর হ্যা, হুমকিতে শুকিয়ে কাঠ হৈলেও ছন্দে পুরো ফিদা.............আপনিও অতি কামেল মশাই :D

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন মনিরা আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
পৌছে গেছে শুভেচ্ছা............. :)

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মনিরা আপুকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক শুভ কামনা।

আপনাকেও অনেক ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ সুহৃদ,
পাঠে কৃতজ্ঞতা

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মানিরা আপু বেশ ভালো কবিতা লিখছেন। লেখাতে তার যত্নের ছাপ স্পষ্ট। জন্মদিনে তার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। ছন্দের যাদুকর ভাগ্যিস পাতায় পাতায় আছেন না হলে ব্যাপারটি জানা হতো না ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজকাল পাতায় পাতায় টেকা যাচ্ছেনা, কি কি সব স্প্রে করছে /:)
ভাবছি এবার নয়া ট্র‌েক ধরবো :P

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
তুমি বাপু খাস সবার
প্রিয় অতি গুনিদের
ভালবাসায় খাস অতি
সকেলরই ্আদরের!

আমজনতার ভীরে
রই সবে অগোচরে
উঁকি দাও মাঝ সাঝে
চমকে সমীেহ যাই সরে।

শুকিরয়া আছো তাই
কত কথা জানতে পাই
কে জানাত নইলে
আমে'র কোথা;ও েবল নাই!

আবোল তাবোল কথা থাক দূরে
ধন্যবাদ নাও কোচড় ভরে
সু-খবর দিয়ে সবারে সুযোগ দিয়ে
শুভেচ্ছা জানানোর, রাখলে ঋনি করে।

অন্তবহীণ শুভেচ্ছা শুভদিনে শুভকামনা
রইল চরণে-প্রিয় মনিরা সুলতানা
জনম জনেম হোক সৌভাগ্য এমন
চন্দ্র সূর্য গ্রহতারা করে অভিবাদন।

:)





২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অন্তবহীণ শুভেচ্ছা শুভদিনে শুভকামনা
রইল চরণে-প্রিয় মনিরা সুলতানা
জনম জনেম হোক সৌভাগ্য এমন
চন্দ্র সূর্য গ্রহতারা করে অভিবাদন।


আহারে অমন ভাবের ছিটেও যদি বেরুতো আমার কলমে |-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুদা সে ভৃগুদাই
নেই তার তুলনা;
মম তব পদ-পুষি
ভুলনা তা ভুলনা।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন মনিরা আপু... !:#P !:#P

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেএএএক ধন্যবাদ,,,
পৌছে দিলুম শুভেচ্ছা :)

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

আখেনাটেন বলেছেন: মনিরাপুকে জন্মদিনের ডালি ডালি ফুলেল শুভেচ্ছা।


যুগ যুগ জিও আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরা'পু আজ ফুলের ব্যবসা করলে নিশ্চিত লাখপতি.............. ;)

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখের দেখা হয়নি তবু কল্পনাতে তোমায় এঁকে
জন্মদিনের শুভেচ্ছা নাও, দিলাম সেটা হৃদয় থেকে।
ভবিষ্যতের দিনগুলো সব শান্তি-সুখের পায়রা হয়ে
উড়তে থাকুক তোমার তরে, খুশির জোয়ার আনুক বয়ে।

জন্মদিনের শুভেচ্ছা আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোর বলুন আর যাই বলুন, লাইনগুলি নিজ নামে চালাবো আজ হতে.............. ;) :D :-B

অসংখ্য ধন্যবাদ, দিব্যদৃষ্টিতে আপুর আকর্ণ হাসি দেখতে পাচ্ছি :)

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবিকে নিয়ে চমৎকার ছড়া।
মনিরা'পুকে জন্ম দিনের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্রেফ চমৎকার বললে কবির প্রতি পুরো ইনসাফ হয়না (আরি বাবা আপুর কথা বলছি)............সে এক আগাগোড়া ওয়ান্ডার ক্রিয়েশান মাইরি!!!

জুলাই'র ৩-এ আরো এক গুরুভার আছে আমার ;)

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

করুণাধারা বলেছেন: জন্মদিনে অজস্র শুভকামনা মনিরা।

আর ধন্যবাদ কবিকে, জন্মদিন জানান দেবার জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ,
পাঠে কৃতজ্ঞতা :)

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ছড়ায় মনিরা'পুর বন্দনা।

জন্মদিনের শুভেচ্ছা মনিরা'পুর জন্য। পৌছাতে লেট করবেন না :D

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৫মিনিট লেট হলো বলে আন্তরিকভাবে দুঃখিত,
আশা করছি আপনার পরবর্তি শুভেচ্ছায়ও আপনি আমাদের সেবাকেই বেছে নেবেন।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ জন্মদিন মনিরা আপু,
জন্মদিনে অজস্র শুভকামনা
লেখককে ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌছে গেছে,
আপনাকেও ধন্যবাদ।:)

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মনিরা সুলতানা বলেছেন: আমি ছিনু ডালে ডালে
তুই ছিলি পাতা'তে
জিজু টা কে ফুঁসলিয়ে
জেনে নিলি আঁতাতে;

ছটফটে জিনিয়াস তুই ভাই
সব সেরা।
তোর কথা তোর ছড়া
ওরে ব্বাস সবে ধরা।

উইশে'র ছড়া খানা
লিখেছিস মাপে সেই
সাথে দিলো থ্যাঙ্কু
প্রামানিকমিয়া ভাই।


সোহানী আপু 'টা দেখ
দিয়েছে যে কত্ত গিফট
লেখা আর মন তার
হেভীওয়েট ঠিক ঠিক।



নামে প্রিয় পাঠে প্রিয় লেখনীর ঝাঁঝে প্রিয়
প্রিয় সেত গুনে
শুভেচ্ছা নিবেদনে ভ্রমরে'র ডানা
রেখে গেলো উচ্ছ্বাস
এই ফাগুনে।



কর দাদা কি দারুন কয়ে গেলো
প্রিয় নাম;
শুভেচ্ছা সেও দিলো
তুই হলি বদনাম।

জাহিদ যে সেরা কবি
ভাবে তাই বাঁচে না
দিয়েছিলো শুভেচ্ছা খালি
নেই কোন রচনা।

ব্লগ সেরা আলী ভাই
ছড়া তে ও সে ঝলকে
শুভ কামনার ডালি আর
মুঠো ভরা গোলাপে।



সুইটে'র ডাব্বা
মিষ্টি সে ওমেরা
ভালোবাসা তার তরে
হোক যত আন্ধেরা।

সুজনের দেয়া সব
লাল নীল বেলুনে
মন টা তো দেয় লাফ
৫০ গুনে গুনে।


ফেভারিট চাঁদগাজী
দিলো ডালে তড়কে
তুই কেনো হাঁদা রাম
গেলি এত ভড়কে !!!!!


স্নিগ্ধ সরলা আপু
নূর-ই-হাফসা
তার মত তার সুরে দিলো
সেত বেষ্ট টা।


না জানি কি দর্শন
খুঁজে পেলো এ ছড়ায়;
সায়মা টা হতবাক
আনন্দ মূর্ছনায়।


ঝান্ডা টা লাল কিনা!
তাই এত তোড়জোড়
পেয়েছিনু ঠিক ঠাক শুভেচ্ছা
মলাসইলমুইনা ভাইয়ু'র



বেঁছে নিলো সেরা পথ
সত্যের ঠিকানা
শ্যাইয়ান ভাই মোর
পেয়েছি শুভেচ্ছা খানা।



বেশ বেশ মন খুশি
কবিতা'র প্রশংসায়
সেলিম আনোয়ার ভাই
রয়ে যায় শুভেচ্ছায়।


ওরে ওরে ভৃগু দাদা
করেছি কি দেখ না !!!!
ছড়িতায় দিলো কোপ
জেসন'কে একখানা।



বিরহের কবি বর
শা ক নামে চিনি যারে
সে ও দিলো আনন্দ
পার্টির টুপি পরে।



টেনে টুনে টন টন
ডালি ডালি শুভেচ্ছা
নাম টা যে কত্ত ত্যাড়া
আখেনাটেন বলি যারে।



আমি তাকে বলি বেষ্ট
প্রমান তো দেখলে !!!!
সুরে সুরে ছেয়ে গেলো
সম্রাট ইজ বেষ্ট শুভ কামনায়।



চমকের ধাক্কা লাগে
যার চোখে মুখে
লিটিন ভাই চমকায়
সদা ব্লগে রম্য লিখে
বড় ভাই মানি মোরা
সেও দিল প্রাণঢালা;
শুভেচ্ছা নিয়েছি'ত
ধুর ছাই মর জ্বালা।



আপু তুমি বেঁধে রাখো
মায়া ডোরে , ধারা বয় করুণা'
তোমার ভালোবাসা বল
সেকি কভু ভোলা যায় !!!


ফাহিমের শুভেচ্ছা
পেয়েছিনু লেইট এ
জেসন টা থেকে ছিলো
কাকে দেখে গেইট এ।



নূরু ভাই গুণীজন
রাখে সব হিসেবে
তাকে পেয়ে এই বেলা
জানি সব বিশেদে।


কারে কারে কি যে কব
হয় দিল মন ভার
ব্লগে এসে পেয়েছিনু
ভালোবাসা বেশুমার ।
সকলের তরে শুধু এইটুকু বলে যায়
সকলের ভালোবাসা পেয়ে শুধু লিখে যাই।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দের জেল্লায় কুঁকরে গেছি মাইরি!!! B:-)
বস ইজ অলোয়েজ বস ইনডিড

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কাব্যরসে আনন্দিত ভাই খুশির সংবাদে।





কি করে বলিব ওভাই
জেনে কতো খুশি,
জানিনা তো কিচ্ছু হায়!
অন্তরে যাদের পুষি।

প্রিয় আপুর প্রিয় দিন
জানিনে তো আগে,
সুখের হোক সর্বাঙ্গীণ
কামনা'এ জন্মদিনে।

আপনার কল্যাণে মিলে
কতদিন কত সুখবর,
সুস্থ থাকুন আপুর সাথে
সুখে থাকুন জীবনভর।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে মলামগো
কার চেয়ে কেবা কম;
ছন্দের ত্রাসে হায়
গা টা করে ছমছম। B:-)

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




জন্মদিনের শুভেচ্ছা রইলো "মনিরা সুলতানা'র জন্যে । দিনগুলি যেন তাঁর সোনার খাঁচায় বন্দী হয়েই থাকে ..............

আর আপনাকে ? কি যে বলি আজ ভেবে না পাই........................

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটা মানুষ শুধুমাত্র মন্তব্য দিয়েই কি করে এত প্রিয় হতে পারেন ভেবে আমিই দিশকুল পাইনে #:-S

কথা মোর একখানি
আমি অতি নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: আপুনির জন্মদিনে
লিখেছেন ছড়া সাচ্চা
দেরিতে হলেও আপুকে
জানাই জন্মদিনের শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার রাইটার্স ব্লকের জন্য আপনিও দায়ী মশাই...............

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন:

চারণ কবি নয়ন ভায়া
পেলাম তোমার উইশ
লেখা লিখি চালাও দারুন
থেমে না কিন্তু প্লিজ।


এই তো পেলাম অপূর্ব এক
ভালোলাগার শুভকামনা
জী এস ভাইয়া
ব্লগ ছাড়লে ও আপনার লেখা ভুলবো না।


একটু দেরী হলো ই না হয়
ঠিক নিয়েছি তুলে
মোস্তাফা সোহেল লিখলো ছড়া
সব অভিমান ভুলে।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো কই, ছন্দ আর পাইনে ক্যান............
গুরু ধরছেন নিজে হাল/আমার হাতে ভিখের থাল

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

সৈয়দ ইসলাম বলেছেন: চলে যাওয়া জন্মদিনের শুভেচ্ছা জানানো হল।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জন্মদিন গত হলেও ভালোবাসা চির সতেজ :)

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৩৩ নং মন্তব্যে অনেক অনেক খুশি আপু, কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।





থামবো না-ক আমি আপু
লিখবো গাইবো সবি,
অকবিতা সব লিখছি তবু
আপনারা বলেন কবি!

আমার যতো উৎসাহ-সাধ
সাহস উৎস-প্রেরণা,
সামু আর আপনারা অগাধ
বিশ্বাস-এর ঠিকানা।

এভাবেই অনুপ্রাণিত হবো
লিখবো কাব্য বা ছাই,
উৎসাহে ঋণী-সাহসী হবো
স্নেহাশিস যেনো পাই।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসম্ভব,,,
ঐ স্নেহের রাজ্যে আমার একার বাস,
কাউকে দেবো না ছিটে.............. ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.