নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'\'শুভ জন্মদিন\'\' প্রিয় হেনা ভাই

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪



মান তার এত উঁচা
কিছু ক'তে বুকে কাঁপ;
রাজকীয় নাম এক
আবু হেনা আশরাফ।

যা লিখেন তা-ই হিট
সাবলীল গদ্যে;
স্বঠমকে করে রাজ
পাঠকের মধ্যে।

প্রাঞ্জল সহজিয়া
অতি বোধগম্য;
গদ্যের রাজ্যে সে
কিং অব রম্য।

পাঠকের পেটে খিল
হেসে কুটি কুটি;
হেনা ভাই একজনি
মিলবেনা দুটি।

লেখনীর কি হে কবো
নেই সেই স্পর্ধা;
কাঁচা হাতে দুরু বুকে
জানালুম শ্রদ্ধা।

আজ তার 'বার্থডে'
এই হলো ঘটনা;
তাইতো এ প্রয়াস হে
ব্যপারতো ছোট না।

গুরু কি মেনেছি সাধে
আমি নেড়ি পুচ্ছ?
তার ঐ মেধার কাছে
লাগে ভারি তুচ্ছ।

কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।

কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।

তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।

সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।

কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভায়া ''শুভ জন্মদিন''।

মন্তব্য ৭৯ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আমিও বলতে চাই শুভ জন্মদিন হেনা ভাই।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা বুঝে নিন গুরু,
আমিও শুভেচ্ছা পৌঁছে দিলেম.............. :)

২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

কামরুননাহার কলি বলেছেন: শুভ জন্মদিন হেনা ভাইয়া। কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন্তব্যে দিলখোশ :)
শুভেচ্ছা পৌঁছে গেছে...........

৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। শুভ জন্মদিন। কি যে করি!!!!

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উয়িশ করে যা করার করে ফেলেছেন :)

৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আপনি একা না, আমাগো ভাবীও............ :P

৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: ধিন তাকে নাকে ধিন
হেনাভাইয়ার জন্মদিন। :) :) :)

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাচানাচি ছেড়ে বাপু
বানাও এক কেক হে;
মুখে যত পিনু পিনু
আদতে তা ভেক হে।

কে কবে কয়েছে কভু
খায় তোমা রান্না;
বড় বড় পোষ্ট খালি
ঢের হলো,আর না।

৬| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ হোক জন্ম দিন।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা পৌঁছে দিলুম.......... :)

৭| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্য ধন্য হে সামুর
কিং অব ছড়াকার
সবদিকে হুশ তার
রাখে কত্ত খবর!

রাখে সবার খোঁজ খবর
সকলের করে কেয়ার
আমরা বেখেয়াল সব
তাইতো সে গুরু সবার।

ধন্য ধন্য আজ
জানালে খবর খোশ
শুভজন্মদিন ভায়া
আবু হেনা আশরাফ।

রইল শুভকামনা
দুজনার জন্যেইতা
সব কুশলে রেখো
মঙ্গলে হে বিধাতা।।




০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: করদা'রে মিছিমিছি
ডাকি আমি পামরাজ;
পামেরে শিল্প করা
তোমার বাঁ'হাতি কাজ।

তোমার ধারের কাছে
আমি আজো শিশু;
ছন্দে যা খেলেছ হে
ডরে করি ........। |-)

৮| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা!

জন্মদিন উপলক্ষে, লেখক সম্পর্কে কিছু জানালে ভালো হয়: উনার লেখা, লেখার ধরণ, লেখার এলাকা, উনার জীবন সম্পর্কে কিছু ধারণা দেয়ার দরকার; তা না করে ম্যাঁওপ্যাঁও ছড়া দিয়ে, কি সব 'উইশ পুইশ' লিখে বসে থাকেন?

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''ম্যাঁওপ্যাঁও'' আর ''উইশ-পুইশ'' চরম দুটি কাব্যিক শব্দ বাংলা সাহিত্যে দানিয়াছেন হে কাকু,
কৃতজ্ঞতার সীমা নেই মাইরি................ :D ;) :P =p~ :-B

৯| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক হয়েছে ম্যাও প্যাও ক্যাও ক্যাও
শুধু কথা দিয়ে দিয়ে আব্বার কেক চাও?
উইশ পুইশ তুমি দেবে আমি যাবো কিচেনে!
এ সুযোগে তুমি খোকা নেবে কোলে ঝোল টেনে..

তার চেয়ে হেনা ভায়া কত বড় লোকটা
কি করেন কি বা খান সরবৎ কোকটা
কি লেখেন কি দেখেন চারিদিকে তাকিয়ে
তার লেখা পড়ে লোকে ভাবে ভ্রুটা বাঁকিয়ে.....

লিখে দাও জানি মোরা তার কৃতি কাহিনী
এমনিতে ভক্তই মোরা সামু বাহিনী।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকুতো কয়ে খালাস
লিখা কি তা সুজা;
তোমারো বুদ্ধি সে তরো
হলো বেশ বুঝা।

হেনা-রচনাতো বাপু
সাগরের সম্ভার;
নামই ক'তে লাগে প্রায়
বুধ হতে সোমবার।

আমি অগা হাবুরাম
করিবো সে স্পর্ধা!
তার আগে হে যায় যেনো
অধমের গর্দা।

কেউ দিলো পিন,ব্যস
খুব দিলে ঘি তাতে;
বিপদে চিনিও মিতা
লেখা আছে গীতাতে।


১০| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: হি হি রাম রাম বিপদে মিতালী কি?
তোর দুষমন সব আমা গীতালীজী!!!!
রাম শ্যাম যদু মধু পিঠে দিক কষে ঘা
নাচিবো অমনি আমি ধিন তানা ধিনা তা!


লেখা নহে সোজা তবে বাঁকা করে লেখনা
শুধু মুখে চিঁড়া ভেঁজা শকুনের পেখনা....
বলেছিস সাচ মুঝ তুই অগা হাবুরাম
দাঁড়া তবে ডেকে আনি সাপুড়ে সে বাবুরাম।

চোখহীন সাপ দিয়ে ঠোক্কর বক্কর
দাঁত নেই তাতে কি হে চক্কর বক্কর
ফনা তুলে দেবে ঢিস
যেন গরু দমকে
সেই ঢিস খেয়ে তোর পিলে যাবে চমকে.....:)

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পিলে চমকাতে বাপু
লাগে কি সে ঢোঁড়াসাপ;
তুমিতো একাই শ হে
কি দজ্জাল ও মা'রে-বাপ!!

কামের সময় তার
মিনমিনা স্বর কি?
আদতে কি খনখনা
শুনে লাগে ডর কি!!

অন্যের দুখে তার
হাহা হিহি নৃত্য;
বেরুয় কত না সুর
জারি-সারি-কীর্ত।

শীত কি এবারি শেষ
এক মাঘে যায় না;
বাবুরামি ঢোঁড়া না হে
সেদিন হবো হায়েনা।

১১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। হেনা ভাইয়ের প্রতিও রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা........
+।

* ফাউ কথা বলা নিষেধ।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ তোমা কবো না হে
কিছুতেই পাম-টাম;
পাম শিল্পেতে আজ
রাজা মগো ভৃগুরাম।

আরো দেখো করছে কি
কুটনি সে ডাইনি;
মনদুখে শেয়ারি তা
কহিতে সে চাইনি। |-)

১২| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




সজ্জন আর গল্পে গর্জনের ব্লগার " আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম " কে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ..........



চাঁদগাজীর মন্তব্য অনুসরণে শায়মার তাৎক্ষনিক মন্তব্য আর লেখা ও মন্তব্যে আপনি জন্মদিনটাকে রঙিন করেছেন বেশ !!!

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্ট ধ্রুপদি করো
কয়ে কথা অল্প;
কমেন্টরে বানায়েছো
রীতিমতো শিল্প!!! B:-) B:-) B:-)

১৩| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:২১

সোহানী বলেছেন: শুভ শুভ শুভ দিন
হেনা ভাইয়ের জন্ম দিন................. ;)

হেনা ভাই খবর জানে না মনে হয়... এখনো হাজিরা দিচ্ছেন না এখানে।

কি করি... সত্যিই তুমি ইউনিক, জন্মদিনটা ঠিকই মনে করিয়ে দাও। মেনি থ্যাংস!!

তোমার আর শায়মার ছড়া দেখে মুগ্ধ যথারীতি। তোমরা কেমনে এভাবে মূহুর্তে ছন্দ মিলাও। আমার মাথায় কয়েকটা বাড়ি দিলেও ছন্দ পন্দ বের হয় না, শুধু দন্দ বা দন্ধ বের হয়ে।

আর হাঁ, কাকু ইউনিক,... ম্যাঁওপ্যাঁও ছড়া দিয়ে, কি সব 'উইশ পুইশ' লিখে বসে থাকেন? ........হাহাহাাহাহাহাহাহাহাহা

তুমি মাইরি এইবার যদি কাকুর জন্মদিন মিস্ করো তাইলে কিন্তু তোমার খপর আছে। তোমরে বাইন্ধা পিটানো হবে....হাহাহাা আমরা কাকুর সম্পর্কে বিস্তারিত জানতে চাই....: উনার লেখা, লেখার ধরণ, লেখার এলাকা, উনার জীবন সম্পর্কে কিছু ধারণা দেয়ার দরকার।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হেনা ভাই'র বার্থডে'র সবচে' বড় গিফট্‌ হলো তার সাধের পিসিটা গ্যাছে............
রম্যরাজের ট্রাজেডিতেও রম্য ঠাসা মাইরি !!! #:-S

আমার আর শায়মাপু'র লড়াই বলতে তুমি বোধহয় আমার সত্যের পক্ষের অনঢ় অটল অবস্থান আর শায়মাপু'র অনর্গল অবিরাম হিংসে ভরা খিস্তিকে বুঝিয়েছো? কাজ নেই বাবা তোমার সেই খিস্তিছন্দের............. ঐ একজনায় গেবন আমার ম্যাঁওপ্যাঁও মাইরি!!! /:)

কাকুর বার্থডে'র উইশ-পুইশ কুন কায়দায় করবেক তা নিয়ে আজ হতেই ভাবনায় লেগে গেলুম............. সে এক ব্যপক গবেষনা বটে, আফটার অল কাকু স্ট্যান্ডার্ড হয়া চাই। তাছাড়া তুমিও আজকাল দিনদিন যেমন উগ্র হয়ে যাচ্ছ মাইরি............মারামারি,খুনোখুনি,মস্তান হায়ারিং ছাড়া তোমার মুখ দিয়ে আর কথাই বেরুচ্ছেনা!!!
স্লিপিং বিউটি আজ ব্যান্ডিট কুইন.................আফসোস !!!

১৪| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

তারেক ফাহিম বলেছেন: সবারই জন্মদিনের কথা স্মরণে রাখেন দেখছি B-)

শ্রদ্ধেয়’র জন্মদিনের শুভেচ্ছা তাড়াতাড়ি পৌছিয়ে দিবেন।

ছড়াকারের ছড়া পড়ে বরাবরের মত মুগ্ধ ++

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুধু কাকুরটা আজো জানিনে..............ছলে-বলে-কৌশলে কিংবা ডলে বের করা যায় কিনা দেখুন না :P

শুভেচ্ছা তখন তখনি পৌঁছে গেছে :)

১৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
শুভ জন্মদিন গুরুজী

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শোকরিয়া সুজনজী :)

১৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:





শুভ হোক শুভদিন
গুরুজ্বী'র আজ জন্মদিন জানিনে তো আগে!
আপনাতে বাড়ে ঋণ
শুধবার নয় কোনদিন যে খুশি দিচ্ছেন ব্লগে।


০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার ছন্দত্রাসে আজকাল স্ব-অবস্থান নিয়ে প্রায় প্রায়ই মহাতন্কে থাকি B:-)

১৭| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: হেনা ভাইয়ের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।হেনা ভাইয়ের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ারাজের ফুলেল শুভেচ্ছা নিঃসন্দেহে হেনা ভাই'র কাছে বিশেষ কিছু................. :)

১৮| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: এইমাত্র হেনা ভাইয়ের সাথে ফোনে কথা হলো, হেনা ভাইয়ের কম্পিউটার নষ্ট থাকায় তিনি পোষ্টটি দেখা থেকে বঞ্চিত, তবে পুরো ছড়াটি তাঁকে পড়ে শুনিয়েছি। উনার জন্মদিনে এমন একটি ছড়া উপহার দেয়ায় লেখকের প্রতি অত্যান্ত খুশি। সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কৃতজ্ঞতা মুরুব্বি............:)

কি কুক্ষনেই না বীথিপু'র বাসায় যাওয়া হলোনা, আপনাদের শুভ দর্শনও হলোনা, হেনা ভাই'র নাম্বারও পাওয়া হলো না /:) B:-/ |-)

ভাবতে পারেন এই কচিমনে কত্ত দুঃখ বয়ে বেড়াচ্ছি!!! :-<

১৯| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ জন্ম দিন।

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ হে সুহৃদ,
শুভেচ্ছা পৌঁছে গেছে.............. :)

২০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন।

জন্মদিনের ছড়ার ঠেলায় বয়স এমনভাবে কমে যায় জানা ছিল না! হেনাভাইর ছবি দেখে মনেই হচ্ছে না উনি দাদা হয়ে গেছেন!

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উনার এ বয়েসের জিএফ কালেকশান দেখলেতো পুরো ভিড়মি খাবেন দাদা !!!

২১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:৪৫

আবু তালেব শেখ বলেছেন: চাদগাজি সাহেবের জন্মদিন টা মনে রাইখেন কিন্তু,এরকম ঘটা করে পালন করতে হবে অবশ্যই

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘটা মানে ঘটা!!
এমন ঝটকা দেবো না মাইরি 'হার্ট এ্যাটাক-ফ্যাটাক' যে কুনু কিছুই হয়ে যেতে পারে............... :P

২২| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশি কথা না বাড়াইয়া হেনা ভাইরে জন্মদিনের শুভেচ্ছা পৌছিয়ে দিন। B-)

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিছি বস..............

২৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: শুভ জন্মদিন হেনা ভাই!:)

কি করি + হেনা ভাই দুজনের জন্যই শুভকামনা! :)

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমাকেও ধন্যবাদ বিলুমনি.......... :)

২৪| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:২৬

শুভ_ঢাকা বলেছেন: গুরুজি শুভ জন্মদিন।

০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চক্লেট কেক না দিয়া অতি উত্তম কাজ করছেন, নাইলে শায়মাপু একাই সব..................

২৫| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০১

শায়মা বলেছেন:
এহ হেলে আনবেন হায়েনা কি বাহেনা
ঢোড়া সাপ দেখলেই লেজ তুলে চায়না
দৌড়াবেন বেশ জানি চেনা আছে তাহারে
মুখে মুখে লম্ফের কত রূপ বাহারে!!!!!!!!

আর মাঘ? বসে থাক এক শীতের আশাতে
বারো মাসে তেরো বাঁশ হানা দেবে বাসাতে
শুধু বাসা? নানা তুই যেখানেই যাবি রে
বাঁশ যাবে সাথে সাথে খাবি তুই খাবি রে!

বলেছিস আমি নাকি দজ্জাল, শয়তান!
ও মা মা বলে কি রে আমা মত মায়াবান!
না না না না মায়াবতী দেখেছিস কোনোদিন!
এই যে কতনা দয়া করছিই সারাদিন!

আমা নামে বদনামে বাঁচলি যে এতকাল
তার দাম কে দেবে রে হুনুমান জঞ্জাল!!!!!!! X((





:P


০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুখে তার ছুটে বান
কত না রসিয়া;
এরাম সকলে পারে
গলিতে বসিয়া।

গলি ছেড়ে পথে এসে
দ্যাও দেখি দুটো ফাল;
বুঝামু বুঝামু ঠিকি
কত ধানে কত চাল।

দয়াবতি!সেতো বটে
বুঝে খালি স্বার্থ;
আজতক পাইলোনা
ভালোবাসা কার তো।

খনখনা স্বরে তার
যে শুনে পালায়;
একা একা মায়াবতি
চেঁচিয়ে ফালায়।

দামতো দিলেম ফের
এ বেলা ছাড়িয়া;
কথা না বাড়িয়ে বাপু
দে দৌড় ঝাড়িয়া।

২৬| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা



আমার জন্য আতঙ্কে! মানছি না গুরু,
আপনি বাঁশ হলে'যে আমি কঞ্চে শুধু।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাঁশ কয়ে চামে মোরে
দিলে হে বাঁশই;
ডেকেছ হে ঠিক ঠিক
গরুই খাসই। |-)

২৭| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: চারদিকে সোড়গোল!
পড়ে গেল ভাইরে,
কি করি আজ ভেবে না পাই
সেড়ে ফেললো বাথডে।
না!না! নিজের নয়,
প্রিয়,আসরাফি ভায়ের।
যদিও আবুহেনা বলে
লোকে তাকে ডাকেরে!

সামুর বাহিনী আজ
বড় বেশি ব্যস্ত।
মামুদভাই ও কামরুনআফা
কেক নিয়ে মত্ত।
সেলিম,নুরভাই
বসেছিল আহারে।
শাইমাআপু সাজ্জাদভাই
নিয়ে গেল পানিরে!
ভৃগুভাই চাঁদস্যার
মাংস চিবাইরে!
শাইমাআপু বার তিনেক
চক্রর দিলরে।
সুমনকর হাত চেটে
কি দারুন রান্না!
আহমেদজী ফুল নিয়ে,
আজ আসি শাইমা।
সোহানিআপু ফাহিমভাই
এসে যখন পৌছাল,
সুজন রহমানভাই
কেক নিয়ে হাজির হল।
জাহাঙ্গীর নয়নভাই
প্রামানিকদার সঙ্গে
লাইনে বসেছিল
করুনাধারা স্যারও এক সঙ্গে।
আবু তালেব শেখ এসে
হাসুমামার খোঁজ করে,
বিলিয়ন রহমানভাই
ঢাকাথেকে আসতে
দেরি করে।
ক্ষমা চাইছি আমি
ছোট মুখে বড় কথা।
আমি পৌছে দেখি
খাবার কিছু নেই সেথা।
এমন মজার দিনে,
আবু হেনা ভাইরে!
আমার শুভেচ্ছা রইল
শুভ জনম দিনে।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চৌধূরি সাহেবতো পুরো ব্লগ পাড়া তোলপার করে ফেললেন মাইরি !!! B:-)

ইহাকেই বলে ছড়া........শায়মাপু যদি জানতো,,,আফসোস

২৮| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

শামচুল হক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলেম,
অনেক অনেক ধন্যবাদ :)

২৯| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ জন্মদিন আশরাফ ভাই।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজকীয় শুভেচ্ছা পৌঁছে গেছে,
ধন্যবাদ রাজপুত্র :)

৩০| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা এবং মন্তব্যগুলো দুই মিলে বেশ ভালই লাগল।চালিয়ে যান।আপনাদের দুইজনের জন্যই শুভকামনা।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব জরুরী কথা আছে হে প্রিয় সুহৃদ,
ঝটপট ফেবু আইডিটা দিন.............সিরিয়াসলি

৩১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

ধ্রুবক আলো বলেছেন: ''শুভ জন্মদিন'' প্রিয় আবু হেনা ভাই......

অনেক শুভ কামনা রইলো........…

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা প্রিয় ম্যাশ :)

৩২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: দুর্দান্ত !!!
জন্মদিনের শুভেচ্ছা ভাইয়ার জন্য।

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাণীমা'র রঙঢঙ
দিনদিন বাড়ছে;
অকিলো রেগেছে দেখি
এই কাম সারছে B:-) #:-S

৩৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সে আপনি একা না, আমাগো ভাবীও............ :P

হা হা হা

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি???
ভাবীরে সুন্দর কৈছি আর আপ্নে খিকখিকাইতাছেন!!!
খাড়ান..................

৩৪| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কালীদাস বলেছেন: ওনার রম্যগুলো বেশ লাগে আমার।
জন্মদিনের শুভেচ্ছা :)

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাধে কই 'কিং অব রম্য' ?
আপ্নাকেও শুভেচ্ছা,
পাঠে কৃতজ্ঞতা :)

৩৫| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:


বৃদ্ধা বান্ধবী পাগল হেনা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আশাকরি, নয়নতারা এবারের জন্মদিনকে আনন্দের উঁচু আসনে পোঁছে দিবে।
নয়নতারা ও নয়নতারার বন্ধুর জন্য নিরন্তর শুভকামনা

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়নতারা আপনারো বন্ধু বুঝি? :D

৩৬| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হেনা ভাইএর জন্ম দিনে বিলম্বিত শুভেচ্ছা

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহহহহহ..............
হেনা ভাই'র গোস্যা আমি বাবা ভাংগাইতে পারুম না। X(
''কিং অব রম্যে''র প্রতি ''প্রিন্স অব রম্যে''র বিলেটেড উইশ-পুইশ ফৌজদারি আইনে পড়ে কিনা বিশিষ্ট বিলাইপ্রেমি বিলাতি উকিল গুলশানাপু'র কাছে জানতে হৈবো। ;)

৩৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১০

জাহিদ অনিক বলেছেন:

কালীদাস বলেছেন: ওনার রম্যগুলো বেশ লাগে আমার।
জন্মদিনের শুভেচ্ছা :)




আমারওওওও খুউউউউউউব ভালো লাগে তার রম্য।

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ম্যাঁওপ্যাঁও বুদ্ধিতে আমি মুগ্ধ হে খোকা................ :)

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: কি করে কেন জানি রোজ গেলে
আমি লেট কুমার
তবুও দেরিতে হলেও বলি
হেনা ভাই খুব খুব শুভ হোক
জন্মদিন তোমার।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিব্বাস!! ছন্দ আপনার ঠোটে টপকায় মাইরি !!!
আমি পুরাই মুগ্ধ............

৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

ব্লগ সার্চম্যান বলেছেন: দিয়েছি সময় কম তারাতারি নিয়েনিন
কমেন্টটা মুছে দিবো।
নিলেন কিনা জানিয়ে দিয়েন।

০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ডান ডানা ডান

৪০| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার পিসি বিগড়ে যাওয়ায় কয়েকদিন অনলাইনে ছিলাম না। তাই আপনার এই চমৎকার ছড়ার মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছার উত্তর দিতে পারিনি। আমি সত্যিই দুঃখিত।

তবে শ্রদ্ধেয় ছড়াকার প্রামানিক ভাইয়ের কাছে ওই দিনই ফোনে পুরো ছড়াটা শুনেছি। তাকে ধন্যবাদ। মন্তব্যের মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

আপনি ছড়ায় যতটা প্রশংসা করেছেন, অতটা আমার প্রাপ্য নয় ভাই। তারপরেও এই ছড়ার কথা আমার অনেকদিন মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ কি করি আজ ভেবে না পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.