নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন কবি জাহিদ অনিক

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯



তিষ্ঠ হে ক্ষনিকের
কবো কথা অনিকের

সেদিনই সে এলো ব্লগে
এসে হিট লগে লগে

এই এটুকুন ছোড়া
খ্যাতি তার ব্লগজোড়া

ছোড়া কারে কহ যে
পেকেছে কি সহজে

যেখানেই দেয় হাত
ক্যায়া বাত,ক্যায়া বাত

কবিতা কি গল্প
যা লিখে তা শিল্প

ক্ষুরধার মেধা তার
ব্লেসিং এক বিধাতার

প্রতিভার জেল্লা
খুল্লাম খুল্লা

দেখতেও মিষ্টি
ইয়া গফ লিস্টি

ছোড়া থোড়া ইঁচড়ে
নারী তরে পিছ রে

ভালোনা হে ভাবসাব
আপুতেই যত ভাব

কথা কয় পাকনা
এসব আজ থাক না

কবো এক রাজ তার
বার্থডে'টা আজ তার

ডেট রাখি টুকিয়ে
রেখেছিলো লুকিয়ে

ওহে ছোড়া পিচ্চি
ভালোবাসা দিচ্ছি

ভালোবাসা জোয়ারে
মন থেকে দোয়ারে

বড় হও,জ্ঞাণী হও
ব্লগে আলোকিত রও

বাজে ঢাক বাজে বীণ
বাজে সুখে ধিনাধিন

দুখ-জরা হোক লীন
''শুভ শুভ জন্মদিন''

মন্তব্য ৬৩ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৪

শাহিন-৯৯ বলেছেন: এক কবির জন্মদিনে সামুর আর এক কবির ছন্দ-কবিতা বেশ ভালই হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুনেই তা কেমন জানি বেশ ভালো ভালো লাগছে :)

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। গফ লিস্টি? :)

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তো আর বলছি কি দাদা !!

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আহা !! আহা !!!
আজ আমাদের ব্লগের এই বছরের সেরা কবি'র জন্মদিন !!!!
শুভেচ্ছা অমলিন :)

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আলবাৎ
ঢাকঢোলতো আর এমনি এমনি বাজছে না,




তবে ঐ আবৃতি'র কাছে এ নিবেদন স্রেফ নস্যি কিংবা আরো তুচ্ছ /:)

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:০৩

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনিও সে কম কিসে?
মরে যাই রিষে রিষে।
বাহরে কি ছন্দ!
হয়নি তো মন্দ।
মচমচে স্বাদ যেনো,
ফুরফুরে ভাব যেনো।
পড়লাম আর উড়লাম,
ছড়ার দেশে ঘুরলাম।
কবির তরে কবির দোয়া-
তার তরে আর টবির দোয়া
পায় কি খুঁজে দিশে?

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ বাহ কি ছন্দ
জাত কবি গন্ধ

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:


শুভ জন্মদিন অনিক ভাই! গফ লিস্ট দেখতে কি গফরগাঁও যেতে হবে নাকি ব্লগেই ভাইরাল হচ্ছে... :-B

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তক্কে তক্কে আছি, পাওয়া মাত্রই................

৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জাহিদ অনিককে জন্মদিনের শুাভেচ্ছা।

অনিকের লেখায়, কিছুকিছু বিষয় ভাষা পাচ্ছে; দেখা যাক, কৈশোর পেরিয়ে কোনদিকে মোড় নেয়!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও চেয়ে আছি,
থোড়া শন্কায়ও আছি..............ছোড়া পড়ালেখা শিকেয় তুলে সারাদিন ঐ কবিতায় ডুবে থাকে। কখনোসখনো ঘোড়ারোগই লাগে, কিছু নারীকবির সঙ্গ তার সর্বনাশের চূড়ান্ত কারণ হতে পারে :(

ইয়ে কাকু শরীর ভালতো?
নো ঝাড়ি, খিটমিট !!! B:-)

৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৭

নূর-ই-হাফসা বলেছেন: শুভ জন্মদিন । বছরের প্রতিটি দিন খুব ভালো কাটুক অনেক অনেক শুভকামনা ।
আপনার কবিতা গুলো সর্বদা দারুন হয়

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমায় বল্লেন না বাড্ডে বয়কে? :P

৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে বললাম

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাহহহহ............. :`>

৯| ২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৪১

নাগরিক কবি বলেছেন: শুভ জন্মদিন কবি জাহিদ অনিক :) আমারে শুধু চা ও চার্মিনার খাওয়ালে হবে। জেসন ভাইরে কিছু না খাওয়ালেও চলবে ;)

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইতো বলি, ফিল্টার টিপড্‌ খায়না বলেই ছোড়ার ঠোঁট এত কালো !
তা ফেলুবাবু বেশ দেখালে,

ভাই বুলাইছি কামের লাই
কাম না অইলে কিয়ের ভাই

১০| ২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৫৮

জাহিদ অনিক বলেছেন:

কি করি ভাইয়া,
আমি ভেবেছিলা জন্মদিন লুকিয়ে পার পেয়ে যাব। পেলাম না । আপনি স্পাই না কসাই !!!!!!

আমাকে নিয়ে কবিতা, এই যে প্রথম কেউ লিখলো সেটা বলবো না। লিখেছে আগেও কেউ কেউ। তবে এইভাবে লিখে নাই। আগে যারা লিখেছে তারা লিখেছে তাদের সাথে আমার কি স্বপ্ন, কি আশা এসব নিয়ে। সেটা এক রকম এটা অন্যরকম। এইখানে অনেক কিছু আছে। আমাকে ব্যবচ্ছেদ করেছেন আপনি। ঠিক যেভাবে বায়োলজি ল্যাবে আমরা তেলাপোকার প্রস্থচ্ছেদ করি।

আমি এইটুকুন ছোরা !!!!!!!!!
হু টোল্ড ইউ !!!!!!!!!
আই এম বিগ !! বিগ !!! ভেরি বিগ !!!!!!!!!

-----------------------------

শাহিন-৯৯ ধন্যবাদ ।
সম্রাট ইজ বেস্ট , ধন্যবাদ। গফ কি জিনিস ? গলফ লিখতে চেয়েছিলেন তাই না ? আমি কখনও গলফ খেলি নাই।
মনিরা সুলতানা, সামু ব্লগের সেরা কবি এই বছরের এই ভুল উপাত্ত কে দেয় আপনাকে ? পরিসংখ্যান ভুল।
যাইহোক, শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মুহাম্মাদ খাইরুল ইসলাম, আপনি ঠিক বলেছেন। কোন ব্যক্তিকে নিয়ে কবিতা লেখা চাট্টিখানে কথা নয়।
ভ্রমরের ডানা পোষ্ট আপিসে খবর আইছে যমুনায় নাই জল
চাঁদগাজী, আমাকে নিয়ে আপনার ইতিবাচক ভাবনা একটু না বেশ কিছুটাই অনুপ্রাণিত করলো। ধন্যবাদ
নূর-ই-হাফসা অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো কাকে বলেছেন সে আমি জানি B-) :-B
নাগরিক কবি সেইদিন খাওয়াবো যেদিন এক এক করে পঞ্চাশ জন প্রণয়ী নিয়ে হাজির হবেন।


২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থোড়া ভুল হয়ে গেছে খোকা,
তুমি আসলেই এটুকুনটি নও, নিজে নিজে খেতে পারো, হাত ধুতে পারো, জামা-প্যান্ট পড়তে পারো, বাথরুমে যেতে পারো,
এসব কি চাট্টিখানি কথা মাইরি !!

ঐ বদটার কি আসলেই পঞ্চাশখানা ?!?

১১| ২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৮

রাবেয়া রাহীম বলেছেন:

ভালো থেকো জ্ঞাণে ভাল থেকো জনে-ধনে
শিভাশিস শুভকামনা এই দিনে এই ক্ষণে

ভালোবাসা জোয়ারে মন থেকে দোয়ারে

শুভ জন্মদিন প্রিয় ব্যাক্তি প্রিয় কবি প্রিয় মানুষ
অনেক অনেক শুভ কামনা এই দিনে

কি করি আর ভেবে না পাই ---
নতুন করে কিছু আর বলার নাই
বেঁধে রেখেছ সকলকে ছন্দের তালে
সামু হয়েছে আলোকিত তাই

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বুক!!
বেগ্গুনে ছড়া হাডিতো লাইলে কেনে অইবো দে? /:)
ভাতত মারিবা নিকি ওয়া? :(

১২| ২৭ শে মার্চ, ২০১৮ ভোর ৬:০৯

জাহিদ অনিক বলেছেন:


@রাবেয়া রাহীম, বুবু !
ধন্যবাদ টন্যবাদ জানিয়ে ফর্মালিটি করতে পারবো না। জন্মদিন আমার কাছে তেমন স্পেশাল কিছুই না। কবিদের কোন জন্মদিন থাকতে নেই। তারা প্রতিদিন জন্মায়।

কবিতা কি ? কবিতা কেমন ! এসব অনেক কিছুই রোজ রোজ শিখি। তোমার থেকেই শিখেছি অনেকটা।
পাশে আছি বুবু, জানি থাকবে। অনেক অনেক ভালোবাসা নিও বুবু।


কি করি ভাইকে নিন্দাবাদ জানাও নাই কেন !!!!!!! সে আমাকে পিচ্চি ছোড়া বলছে !! আমি নাকি ছোড !! কেমন লাগে !!

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে এও ঠিক তোমার পাকামোর কুনু সীমা নাই মাইরি,
কথার কি ভাব, বাপ্রে.............. :||

১৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১২

রাবেয়া রাহীম বলেছেন: জাহিদ অনিক বলেছেন:--কবিদের কোন জন্মদিন থাকতে নেই। তারা প্রতিদিন জন্মায়।

হুমম-- কথায় লেখায় বড় বড় ভাব =p~ তাই সব সময় তোমার কথাগুলো খুব ইউনিক হয়ে থাকে ।

বুইড়া ব্যাডার কাছে তুমি পিচ্চিই তো । তাই নিন্দাবাদ না দিয়া সাধুবাদ দিলাম এই কারনে যে --সে যে বুইড়া এইটা বুঝতে পারছে =p~

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাঁত সব কিড়মিড়
সাধুবাদে জ্বলে গা;
নিন্দেয় এই বুড়ি
না জানি ক্যায়া বলে গা X((

১৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬

শায়মা বলেছেন: কবি কবি ভাবখানা
আসলে সে বাচ্চু
দাঁড়ি গোফে জঞ্জালে
মন তার সাচ্চু!!!!

শিখিবোক দাঁড়ি আঁকা
সেই সৎ ইচ্ছায়,
খুঁজি মুখ দুখু দুখ
কার ছবি পাই!

হেনকালে ফেবুবুকে
উঠিলেন জামা( জাহিদমনি)
বলিলাম তারে আমি
এসো মোর মামা( মনি)

আঁকিবোক তারি মুখ
সেই কথা শুনে
দিলো হাক ইয়া ডাক
ভায়া নিজগুনে।

ভয়ে কাঁদে ভায়ামনি
আমি হাসি হিহি
পাইয়াছি তোরে আমি
ছাড়াছাড়ি নাহি।

একে একে দাঁড়ি গোফ
চুল মাথা ঝাঁকড়া
ক্লান্ত হইয়া আমি
হয়ে যাই কাঁকড়া।

ক্রিটিক্যাল তার চোখ
ক্রুকেটিয়া হাসি
আঁকিতে আঁকিতে গলে
লাগে মোর ফাঁসি!

রাগে চোখ কট মট
হাড়ে জং ধরে
সাধ জাগে ভাঙ্গি ঘাড়
মট মট করে!


শেষকালে অতি অতি
কষ্টে ও সৃষ্টে
উঠিলো যে ছবি এক
বড় অনাসৃষ্টে।

ছবি দেখে লজ্জায়
ভায়া কুপোকাৎ
তাই চোখ ঢেকে দেই
দিয়ে মোর হাত!


হা হা হা

ভাইয়ামনি সেই লাজবতী ছবি আজকে আবারও উপহার দিলাম!!!!! :)



জানি জানি শয়তানে( জেসনভায়া)
ভাবিতেছে কি!
পুরান গিফটো দিয়া
বড় বড় কথা যে!

আগে থেকে বলে দেই
সাবধান বৎস
বেশি কথা বললেই
খাওয়াবে যে মৎস!

যেন তেন মৎস না
বিষাক্ত পটকা
মাছ খেয়ে মিটে যাবে
জনমের খটকা! :)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একেতো বাসি সে গিফট
তার উপড়ে বাজে কি;
তোমার ঐ পচা গিফট
আসবে হে কাজে কি?

রুচিমুচি নেই ছিটে
আঁকিবুঁকি ছাড়ো না;
বিরক্ত করা ছাড়া
আর কিছু পারো না?

কাউয়া-বগা ঠ্যাং আঁকি
হও বুঝি পিকাসো?
তাই বলে রোজ রোজ!
মাথা-ব্রেনে ঠিকাছো?

মানুষ যে হেসে কুটি
বুঝলোনা বোকারে;
কয়ার আছে কয়ে যাই
অত কিসে ঠেকারে। B:-/

১৫| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিন জাহিদ অনিক! আনন্দে আর কবিতায় কাটুক আজ সারাটা দিন!
সহব্লগারদের জন্মদিন খুঁজে খুঁজে সুন্দর সুন্দর ছড়া পোস্ট করার জন্য কি করি আজ ভেবে না পাইকে সাধুবাদ!
বেশ মজার মজার ছড়া মন্তব্য পাওয়া যাচ্ছে!

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মজা নয় ভায়া সে যে
হৃদচেরা প্রতিবাদ;
মাঝে মাঝে না শুনালে
হয়নাগো এক আধ।

দেখোইনা সে বুড়িটা
মোরে কয় বুড়ো!
ভালোটা কি লাগে কও
খেলুমই না,ধুরু। X((

১৬| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

তারেক ফাহিম বলেছেন: অনিক ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা।

ছড়াকারের ছড়ায় বরাবরের মত মুগ্ধ।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার কমেন্টের মধ্যে আজিব এক সঞ্জিবনি তাকত আছে,
হর্লিক্স খেয়ে বুস্টের শক্তি পাই ;)

১৭| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

বৃতি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জাহিদ অনিক :) আপনার জীবন কবিতাময় হোক।
আর লেজেন্ড ছড়াকারের জন্যও অনেক শুভেচ্ছা :)

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার ঐ কমেন্টটি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো। :)

১৮| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন জাহিদ অনিক ভাই।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থ্যাংক্স ম্যাশ :)

১৯| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




জাহিদ অনিক নিজেই বলেছেন (১২ নং মন্তব্য ) "কবিদের কোন জন্মদিন থাকতে নেই। তারা প্রতিদিন জন্মায়।"

কি করি ? তাহলে একটা গানের কিছু লাইন শোনাই -
কত না নদীর জন্ম হয়,
আর একটা কেন গঙ্গা হয়না !
কত না মানুষ জন্ম লয়
আরে.. একটা কেন জাত হয়না ....


প্রতিদিন না হলেও জাহিদ অনিক যে দু'চার দিন পর পর কবিতা নিয়ে জন্ম নেয় তাতে কোনও ভুল নেই ।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ, গানটি কার গাওয়া? লিন্ক আছে কোনো?

ভাগ্যিস অনিকের কবিসত্বার জন্মদিন নিয়ে শুভেচ্ছামূলক লিখা শুরু করিনি, শায়মাপু'র মতন স্ক্রু সব খুলে যেত মাইরি B:-)

২০| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সেভেন সামুরাইনের একজন জাহিদ অনিকের জন্মদিনে একরাশ শুভেচ্ছা।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাহ, বিলু দেখি আমাদের ব্র‌ান্ড বানিয়ে দিলো............... :P

২১| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন জাহিদ অনিক। দারুন সব কবিতা লিখছেন।

উদিয়মান কবি
কবিতার আকাশে নতুন এক রবি।



অভিনন্দন। কি করি আজ ভেবে না পাই......দারুন আয়োজনে , অনেক স্নেহ আর ভালোবাসা আপনার জন্য ।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোড়ার কাঁসুন্দি আর সয়নাগো দাদা, হিংসেয় জ্বলি............. B:-/

২২| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

সামিয়া বলেছেন:

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি ইতিমনি
কি খবর কওতো;
ফ্রাইডে'তে দিও কল
যদি ফ্রী'টা হও তো।

মেলা মিস,তাতে কিবা
নিউ প্রোগ্রাম সেট;
অনীকের বার্থডে'টা
সেলিব্রেট হবে লেট।

২৩| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট। চমৎকার সব মন্তব্য।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ,,,
(ফিসফিস..........ভাবী কেমন আছেন?)

২৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার জন্ম দিনে কি দেব উপহার
নয় মনিহার, নয় ফুলহার
..................................।


ভাল থাকুন অনিক।

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ কি আ না পাই।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা মধু মধু............. :)

২৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব
জাহিদ ভাইয়ের জন্মদিনে।

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা ফুলখানি কি করেছ
সেও দিলেনা হেথা;
অনিকটা কি পারবে স'তে
ফুল না মেলার ব্যথা?? ;) :D :-B

২৬| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইস্ রে প্রিয় কবির জন্মদিন তবুও জানিনা! আপনার প্রতি এজন্য কৃতজ্ঞতার পরিমাণ বেড়েই চলেছে শ্রদ্ধেয় প্রিয় ভাই।





জন্মদিনের শুভেচ্ছা
দেরি করে ফেললাম তাই,
করবেন না যেন হেলা
দুজনই প্রিয়তে অন্তরে ঠাই।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামুরিয়াঁ সেভেনের
মুজিবীয় রূপকার;
করলেনা করলেনা
আজো সেই উপকার। :P

২৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

সোহানী বলেছেন: উপস্ এতো বড় ঘটনার এতো দেরিতে আগমন...... এ হতেই পারে না..... কিছুতেই পারে না....। ব্লগের একজন সেরা কবির জন্মদিন, ভাগ্যিস আমাদের জোকার কবি মনে করিয়ে দিল...... (সরি নামটা মনে পড়লে আরেক দফা হেসে নেই)।

অনেক অনেক শুভ কামনা জাহিদ অনিক..... তোমার জীবন মাত্রই কৈশোর পেড়োচ্ছে (চাদঁগাজী ভাই এর মন্তব্য দ্রষ্টব্য), এবং এ সময়েই তুমি যা লিখছো তা অনেক বেশীই পরিনত। তাই বিস্বাস করি পরিনত বয়সে যা লিখবা তা বিশ্ব ছড়িয়ে যাবে।....... কখনই লিখার সাথে আড়ি নিবা না এই প্রত্যয়........................ হ্যাপি বার্থডে

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিভীষনি খাতুনের
এই ছিলো মনে;
আপনা ভেবেছি মিছে
কি যে কুক্ষনে।

পরিশেষ জানলুম
মূল কথাটিও;
না না মোটে আমি নই
শশিকাকু প্রিয়।

থাক থাক লাগবোনা
একলাই চলো রে;
জ্বলুক সে নামে যত
নাহি খেদ, বলো রে। /:)

২৮| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
একি কান্ড একি কান্ড
কুম্ভকর্ণ ঘুম ভেঙ্গে দেখি সব লন্ডভন্ড
সবার পিছে পরে, হচ্ছে মন যাতনা
হ্যাপি বড্ডে ভায়া, ব্যাকবঞ্চে বলে ভুলনা ;)

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
কি করি ভায়াকে স্পেশাল ধন্যবাদ:) আমাদের শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেয়ায় :)

+++

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানো কত ছল বাপু
হোক যত লেট না;
ঠিকি যাবে উতরে হে
মাল তুমি টেটনা।

২৯| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল জাহিদ ভাইয়া। !:#P

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সন্ধ্যে থেকেই ভাবছিলুম আপনার কমেন্ট নেই কেনো?
এলেন, লিখলেন, পোষ্ট পেলো পূর্ণতা...............:)

৩০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কেন ভাইয়া,জন্মদিনের দাওয়াতের শেষে এসে কী ভুল করলাম ; খাওয়া-দাওয়া শেষে। এখন হাড়ি বাসন পরিস্কার করার লোক দরকার । :) ;)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে না না তাও না হে
কে শোধিবে বিলটা;
ভেগে গেছে সবে তাই
তোমারেই ছিলটা। :-B

৩১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০

জাহিদ অনিক বলেছেন:



শায়মা বলেছেন: কবি কবি ভাবখানা
আসলে সে বাচ্চু
দাঁড়ি গোফে জঞ্জালে
মন তার সাচ্চু!!!!

-- আমি যে বাচ্চা সেটা কি মাইক নিয়ে বলতে হবে !!!!!!!!!! আমি তো বাচ্চাই !!
লজবতী ছবি দেখে আমি যারপরনাই লজ্জায় লাল হয়ে গেছি।

থেংকু শায়মা আপু !!!


সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কবি খায়রুল আহসান সাহেব, আপনার থেকে জন্মদিনে শুভেচ্ছা পাওয়া নিশ্চয়ই ভালো লাগার মত। কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তারেক ফাহিম ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ ! কৃতজ্ঞতা

বৃতি আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করায় !!!

ধ্রুবক আলোর পিছনে শামিম ভাইকে ধন্যবাদ। সে কি কি আজ ভেবে না পাই আর জেশ্যন কোনটা কে এটা প্রায়ই গুলিয়ে ফেলে !


চমৎকার মন্তব্যের মাধ্যমে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় অনেক কৃতজ্ঞতা আহমেদ জী এস সাহেব। কবিদের জন্মনিয়ে আমার কথাটা আপনি পড়েছেন দেখে ভালো লাগলো।


সত্যপথিক শাইয়্যান সাহেবকে ধন্যবাদ । বিলু ভাই আমাদের সত্যিই ব্রান্ড বানিয়ে দিয়েছে



চিরসবুজ কবি সেলিম আনোয়ার ভাইয়ের প্রীতিতে কৃতজ্ঞতা

মোমবাতি কেক এর জন্য ধন্যবাদ সামিয়া আপুকে। থ্যাংক্স আপু


রাজীব নূর ভাইকে ধন্যবাদ


মাইদুল ভাইএর ফুল মনিহার পেয়ে ধন্য !!
তবে মোস্তফা সোহেল ভাইএর ফুলটা কই !!!!!!!!! পোস্টের মালিক বেঁচে দিয়ে বিড়ি খেয়েছে !!!!!!!!!!!

সহজ সরল ভাই আমার, নাইম ভাই। অনেক অনেক ধন্যবাদ


সোহানী আপু কি যেন বলেছে কি করি ভাইয়া কে, আমি কিছু জানি না।
সোহানী আপু, অনেক অনেক ধন্যবাদ জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। না লিখলেও আমি জানতাম শুভেচ্ছা আছে।

বিদ্রোহী ভৃগু, কবি আপনার উইশ দেরীতে পেয়েও আমি দারুণ হ্যাপি। ধন্যবাদ ভায়া।

শাহরিয়ার কবীর ভাইকে ধন্যবাদ। থেংকু ভাইয়ু।


আর পারব না কিছু লিখতে --------------- কেন জন্ম নিয়েছিলাম মাইরি !!!!!!!!!!!!!

৩২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

উম্মে সায়মা বলেছেন: দুইদিন পর এলাম প্রিয় কবির জন্মদিনের শুভেচ্ছা জানাতে। একেবারে লেইট লতিফ হয়ে গেলাম। এতক্ষনে কবি এসে সবাইকে ধন্যবাদ জানিয়েও চলে গেছে। আমার আর ধন্যবাদটাও পাওয়া হবেনা। আহা :|
যাক কি আর করা তবুও শুভেচ্ছা জানিয়েই যাই B-)
বিলেটেড হ্যাপি বার্থডে কবি জাহিদ অনিক।
আর কও করি ভাইয়ের সহব্লগারদের প্রতি আন্তরিকতায় মুগ্ধ!
ধন্যবাদ :)

৩৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

জাহিদ অনিক বলেছেন:

যারা যারা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে তাদের সবাইকেই আমি কৃতজ্ঞতা জানিয়েছি।
আপনি জানিয়েছেন আর আপনাকে জানবো না তাই কি হয় কবি উম্মে সায়মা !
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

আর কি করি ভাইয়ের সহব্লগারদের প্রতি আন্তরিকতায় মুগ্ধ! অথচ আমি ইহাতে যারপরনাই বিরক্ত !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.