নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
কি ছড়া কি কবিতায়
যারে সদা পীর মানি;
'বাড্ডে বয়' সে আজ
প্রিয় কবি কিরমানী।
কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
মাথা যে খেলেনা ছাই
ধুরু ধেত্তেরি।
কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।
তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।
সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।
কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
কবি ''শুভ জন্মদিন''।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মারহাবা কয়েছ যা
পোষ্ট ক্যান দিলা না?
আমাতেই দিলা ছাড়ি
তুমি হে যা ঢিলা না।
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০
রোকনুজ্জামান খান বলেছেন: কবি কবিতা
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকু আসার আগেই পালান.............
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন কিরিমানী লিটন
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌঁছে দিলেম হে আবু সালমান
৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,
শুভেচ্ছা পৌঁছে গেছে..........
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬
কিরমানী লিটন বলেছেন: ঢাল নেই তলোয়ারও
নিধিরাম বীর,
দয়াকরে ডাকো তুমি
চুলোহীন পীর।
চাল নেই পাতিলও
কত কি যে রাধি
কবিতায় গোল্লায়
ছড়িতায় সাধি।
আছে শুধ ভালোবাসা
হোক কম দামী,
না জানুক কেউ তা
জানে-অন্তর্যামী।
কি করি কি ভাবো
শুন্যতে চাঁদ আঁকো
কিরমানী মেকী,
পীর বীর নীড় হারা
ভুমিহীন ঘরছাড়া
আকামের ঢেঁকি।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিনয়েরো সীমা আছে
গেলে সব ছাড়িয়ে;
মোর তরে অযথাই
ক'লে কত বাড়িয়ে!
বটগাছ বটগাছই
রয় সদা নুয়ে সে;
মোর যথা আগাছারা
বেড়ে উঠে ছুঁয়ে সে।
যত দেখি হয়রান
কি আজিব প্রতিভা;
থোড়া সে মিললে ছিটে
কি অমন ক্ষতি বা!
অসম অশনি যা যা
না-হক্ব দেখেছ ধামে;
চলেছে মসি হে মম
বিপ্লবে সংগ্রামে।
থামোনি থামোনি কভু
হায়েনার খুন রোষে;
সয়না সে শকুনের
আজো ঝাড়ে আক্রোশে!!
ঝেড়ে যাক শকুনেরা
এই মম অর্জন;
থেমেছে কি?না থামে সে
কিরমানী গর্জন।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগের কবি, কিরমানী লিটন, আড়াই বছরের বেশী ব্লগিং করছেন; তিনি অনেক অনেক পপুলার; বিবিধ বিষয়ের উপর কবিতা লেখেন; উনার বর্তমান কবিতাগুলোতে দেশের অপ-রাজনীতি, সমাজ ব্যবস্হার প্রতি ক্ষোভের প্রতিফলন দেখা যায়। মনে হচ্ছে, তিনি রাজনীতি, সমাজ নিয়ে ভাবছেন।
কবিতা এমন একটি সাহিত্য, যেখানে সৌন্দয্য, সত্য, প্রেম, ভালোবাসা, ক্ষোভ ইত্যাদিকে বেশ জোরালোভাবে প্রকাশ করা যায়; কিন্তু উহা রাজনৈতিক মতবাদ, অর্থনীতির তত্ব, বা ফাইন্যান্সের ফরমুলার বাহন নয়।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কবিতা এমন একটি সাহিত্য, যেখানে সৌন্দয্য, সত্য, প্রেম, ভালোবাসা, ক্ষোভ ইত্যাদিকে বেশ জোরালোভাবে প্রকাশ করা যায়; কিন্তু উহা রাজনৈতিক মতবাদ, অর্থনীতির তত্ব, বা ফাইন্যান্সের ফরমুলার বাহন নয়।
বিস্মিত কাকু !!!
মধূসুদন,রবীন্দ্র,নজরুল কিংবা সুকান্তে কি কোন আঁচই পান না ?!?
৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
কিরমানী লিটন বলেছেন: যে আমারে দেখিবারে পায়, ভালো মন্দ সকলি মিলায়। এবার পুজোয় তারে দিতে চাই- আপনারে যাহা দিতে পারি নাই.....
মুগ্ধ কৃতজ্ঞতা, শ্রদ্ধা আদর আর ভালোবাসায়।।।।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে তোমার অর্জন
আমাদেরি লোক যে;
সামুয় বসতি মোরা
বেটে সুখ-দুখ যে।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
কবি কিরমানী লিটনকে জন্মদিনের শুভেচ্ছা, সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আগেই বুঝে নিয়েছি
৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭
কিরমানী লিটন বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই, কিরমানী লিটনের কবিত্বের জীন তত্ত্বের উপর আপনার মননের চোখে দেখা সত্যকে আন্তরিক মতামতে প্রকাশ করার জন্য। আসলে আমি নির্মোহ নিরপেকক্ষ নই। আমার বিশ্বাসের সুতোয় বাঁধা সত্য আর সুন্দরকে আমি লালন করি- আমার মতো করে। সেখানকার বৈসাদৃশ্যের সাথে আমার আজন্ম বিরোধ। তাই জন্মসুত্রেই আমি বিরোধীদল। আমার বিশ্বাসের সদর দরজা মোহ আর মধুর নয়। এর জন্য অবশ্য আমার পারিপার্শিকতাও কম দায়ী নয়।
অনেক কৃতজ্ঞতা, আপনার ভাবনাকে খানিক সময়ের জন্য হলেও আমার উপর নিবদ্ধ করায়। ভালোবাসা কি করি আজ ভেবে পাইয়ের জন্য। যে আমাকে আমার কাঙ্খীত আনাকাঙ্খিত সব উপায়ে দেখার সুযোগ করে দেয়ার জন্য। কৃতজ্ঞতার শেষ নেই সামুর প্রতি। আমি এবং আমার কবিসত্বাকে তুলে ধরার সাহস পেয়েছি। এখানে না এলে আমি আমাকে চিনতেই পারতাৃ না- এতসব গুণীর সংস্পর্শও পেতাম না। বেঁচে থেকো সামু। শুভকামনা আর কৃতজ্ঞতা কি করি আজ ভেবে না পাই।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কিরমানী লিটন বলেছেন:
..........আসলে আমি নির্মোহ নিরপেকক্ষ নই। আমার বিশ্বাসের সুতোয় বাঁধা সত্য আর সুন্দরকে আমি লালন করি- আমার মতো করে। সেখানকার বৈসাদৃশ্যের সাথে আমার আজন্ম বিরোধ। তাই জন্মসুত্রেই আমি বিরোধীদল। আমার বিশ্বাসের সদর দরজা মোহ আর মধুর নয়।
ওয়াহ,,,কিয়া বাত হ্যায়!! বাণী মাইরি............
ভালোবাসা কি করি আজ ভেবে পাইয়ের জন্য। যে আমাকে আমার কাঙ্খীত আনাকাঙ্খিত সব উপায়ে দেখার সুযোগ করে দেয়ার জন্য।
ন্যাকাও মাইরি
১০| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ব্লগের কবি, কিরমানী লিটন, আড়াই বছরের বেশী ব্লগিং করছেন; তিনি অনেক অনেক পপুলার; বিবিধ বিষয়ের উপর কবিতা লেখেন; উনার বর্তমান কবিতাগুলোতে দেশের অপ-রাজনীতি, সমাজ ব্যবস্হার প্রতি ক্ষোভের প্রতিফলন দেখা যায়। মনে হচ্ছে, তিনি রাজনীতি, সমাজ নিয়ে ভাবছেন।
কবিতা এমন একটি সাহিত্য, যেখানে সৌন্দয্য, সত্য, প্রেম, ভালোবাসা, ক্ষোভ ইত্যাদিকে বেশ জোরালোভাবে প্রকাশ করা যায়; কিন্তু উহা রাজনৈতিক মতবাদ, অর্থনীতির তত্ব, বা ফাইন্যান্সের ফরমুলার বাহন নয়।
তার মতো সুন্দর করে আর কারো পক্ষে বলা সম্ভব নয়।
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাকু মোহান্ধ দেখছি
১১| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সোহানী বলেছেন: আছে শুধু ভালোবাসা
হোক কম দামী,
না জানুক কেউ তা
জানে-অন্তর্যামী।
শুভ জন্মদিন লিটন (কিরমানী).... লিটন নাম আবার একটি ব্রান্ড নেইম।
১২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০
বৃষ্টি বিন্দু বলেছেন: উভয়কে ধন্যবাদ।
জন্মদিনের শুভেচ্ছা
জানাই ওহে ভাই
ভাল থাক সবসময়
দু'আ করি এটাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ফুল গুলো ফোটার আগে
হয়ে থাকে কলি
তোমার সাথে মিলিয়ে তাল
কবিকে শুভ জন্মদিন বলি।