নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শায়মা\'পু সিক্রেট

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯



গ্রীষ্মতে আজ রোদ উঠেনা
বর্ষাতে নেই ঝড়;
মজনু মেকানিকই হলো
শায়মা আপুর বর।

মিছে নয় এক ছিটে
কেটে কই কিরে হে;
কি হয়েছে,কবে কোথা
কবো সবি ধীরে হে।

বেশিদিন আগে নয়
বিয়ে হলো লাস্ট জুনে;
আপাতত এই জেনো
আছে তারা হানিমুনে।

হয়েছে হঠাতি সব
ভারি তাড়াহুড়োতে;
বিয়েই যে হয়ে যাবে
ভাবিনি তা শুরুতে।

সামুর আমিই স্রেফ
জানি সব প্রথমে;
ঘটনাটি শুরু হয়
এ বছর গত মে।

স্কুল হতে ফিরছিলো
ছুটি হলে রিক্সায়;
বেভুলে ওড়না তার
চাক্কাতে চিপসায়।

দ্যাখোতো কি কেয়ামত
যায় গলে প্যাঁচিয়ে;
বাঁচাও বাঁচাও কয়ে
পাড়া তুলে চেঁচিয়ে।

রিক্সাওয়ালাটা বোকা
খেয়ে গেলো থতমত;
মাথায়ই এলোনা তার
করবে কি প্রথমত?

গলায় বাড়ছে ফাঁস
আপু গেলো নেতিয়ে;
পাবলিক জমে গেলো
ব্যপার না খতিয়ে।

'হেট' 'হেট' সরে যা রে
ছুটে এলো নায়কে;
কেঁচিতে উড়না কেটে
ঝুঁকে ক'লো 'হাই' 'ওকে'?

মিটমিটে খুলে চোখ
আপু চা'য় ধীরেতে;
বুকে বাজে রিনরিন
মন কাঁড়ে বীরেতে।

কে এ্যাই গো হ্যান্ডসাম
বাঁচিয়েছে জানটা;
ক্ষনিকেই জিতে নিলো
নায়কের স্থানটা।

আদতে সে হিরো ছিলো
গ্যারেজের মেকানিক;
গুনে পাড়া মাতোয়ারা
সাগরেদই শ'খানিক।

কেটে যায় দিন তার
রিক্সার মেরামতে;
হাত যশে মারহাবা
সবে খোশ কেরামতে।

সে যাগগে,আপু ক'লো
কেগো তুমি প্রিয় হে?
মন-প্রাণ নিলে জিতে
ভালোবাসা নিও হে।

বরফও গলবে অতে
সেতো অতি নস্যি;
ফেরাবে সাধ্য কি হে
হয়ে গেলো বশ্যি।

আবেগে কাঁপিয়ে কয়
মোর নাম মজনু;
আজ হতে কোরবান
তোমারেই ভজনু।

মুখোমুখি চোখাচোখি
বাজে 'তা তা ধিন তা';
ভর দুপুরেই লোকে
দেখে রোডে সিনটা।

ছি ছি তোবা যা হলোনা
পারবোনা কইতে;
সে 'সিন' দেখেছি স্রেফ
বড়দেরি বইতে!!

এভাবেই ইতিহাসে
নিলো এক নয়া বাঁক;
চুটিয়ে করেছে প্রেম
না ছিলোনা রাখঢাক।

কি গরীব কি ধনীর
যায় ঘুচে ব্যবধান;
এ জুটির প্রেম পেলো
ইতিহাসে স্থান।

এভাবে গড়িয়ে বেলা
পরিনতি বিয়েতে;
ছিমছাম পার্টিতেও
দেয় বুফে ফ্রি'য়েতে।

গড়েছে দু'জনা মিলে
অমর এক প্রেমাধার;
জুটি আহা মধু মধু
মেড ফর ইচ আদার।

ঘটনা রয়েছে চাপা
হবে ফাঁস দেরিতে;
কাটুক না খন কিছু
ভালোবাসা পিরিতে।

আমি বাপু ভুটভাট
পেটে কথা রয় না;
যত'খন না কবো তা
প্রাণে চাপ সয়না।

কয়েই দিনু যাহ শেষে
যা ঘটেছে ফিসফাস;
আপুরে কবেনা কেউ
এই মোর বিশ্বাস।

মন্তব্য ৯৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


আজ হোক, কাল হোক, সুখবর তো একদিন আসবেই!

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ মা! একি দেখছি হে
স্বয়ং যে কাকু হে!!
দেখে নাম,খাঁচারাম
চালায় কি চাকু হে !!! B:-)

আরি বাহ কি ভাগ্যগো
আজ কাকু খোশালো;
শায়মা'র বিয়া শুনে
কইলো কি রসালো!! :P

এ প্রথম কাকু মোরে
কয়েছেগো মিঠে বোলে;
দিল হলো বাগবাগ
মনে দিয়া উঠে জ্বলে। :D

কেমন আছো কাকুজান
ম্যালাদিন পরে !
ব্লগের এ্যাই হাল ক্যান
আফসোসি ঝরে। :(

২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৭

কাওসার চৌধুরী বলেছেন:


আপনার যেমন প্রোপিক; তেমন প্রতিভা; তেমন ছড়া/কবিতা; আর তেমন ওজনদার আজকে সায়মা আপুকে নিয়ে রম্য ছড়া।B-)এরিগেটগো জেইমাসিতা B-)

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে থাক থাক
দ্যাও ডোজ অল্প;
পাম মারাটারে তুমি
বানায়েছো শিল্প!!

মুইতো অব্রিগাদো
গ্রাসিয়াস এমিগো;
কত ভাষা জানো বাপু
কি জ্ঞাণী ও মাগো #:-S

৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন: ভুতে পেয়েচে কি আমরা তাকে এসব বলতে যাব?

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিতো আপনাজন
জানি কইবেনা তা;
জানোইতো ডাইনিটা
মোটে সইবেনা তা।

যদি শোনে কয়েছি তা
কাঁচা খাবে গিলেরে;
ভাবতে শিউরে উঠি
চমকায় পিলেরে।

এমনিতে বেশ ভালা
রেগে গেলে ডাইনি;
ম্যালাদিন মানুষের
মাংস সে খায়নি।

চিবিয়ে চিবিয়ে খায়
ধরে কাঁচা গোশত;
গোশতের খোঁজ পেতে
দুটো জ্বীন পোষতো।

কাহিনী সে ম্যালা বড়
কত কবো ঘটনা;
প্লীজ ভায়া চেপে রেখো
ব্যপারটা ছোট না। B:-)

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বলা নেই কওয়া নেই
এসেই শায়মা আপু!!!B:-)
ঠিক ঠাক বলতো দেখি
কে হে তুমি বাপু??:P

আমি থাকতে মেকানিক
কেন হবে বর??X(
কোথায় সে লুলা মিস্ত্রি
ধর ওকে ধর!!!:P

জানি জানি সব জানি
হিংসেতে এ মিথ্যা
ছ্যাঁকা খেয়ে লিখেছো ছড়া
দিস্তাকে দিস্তা!!:P

নতুন আবার কোনটা ছিল
সত্য করে বলতো হে?
আমার তো ধারণা
সে এক বরফ কন্যে??:P


পুনশ্চঃ
ছড়া দারুন হয়েছে ম্যান
আপনাকে নিয়মিত পাই না ক্যান??

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মর জ্বালা এত দেখি
পুরান এক আশিকে;
কাঁদিয়া কাঁদিয়া কয়
আমি একা খাঁসি ক্যাঁ?

না না তুমি একা নও
আছে সেলিম আনোয়ার;
কেঁদেই ভেসেছে আহা
আলীপুরি সালোয়ার।

ভৃগুদাও কম কিহে
চামে নিতো চান্স প্রায়;
জানিনে বেচারার আজ
বিহনে কি হাল হায়।

লিটনদা'র কি দশা
যদি আহা জানতে;
নিজ দুখ ভুলে আজ
তার দুখে কানতে।

মজে শোকে ডুবে থাকে
'বাবা' আর 'ফেন্সিতে';
ফিলিংসে কাটে দিন
কোনা আর কাঞ্চিতে।

ইতিহাস কত কবো
লাইন অতি লম্বা;
ভালা হবে যত ত্বরা
ভুলে তারে দম বা।

আপুর আমি পিএস হে
নই নই আশিকি;
যেটুকুন ভালোবাসি
নও কেউ তার সিকি।

মোর প্রিন্সেস থাকে
সে সুদুর বরফে;
রোষ ভায়া জানাবো তা
লিখে ত্বরা হরফে। ;)


৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...

ভালো লেগেছে । ++

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: রম্য ছড়াটি ভীষণ ভালো লাগলো। সায়মাপুর জন্য সমবেদনা একজন মেকানিককে যেহেতু আপনি ঠিক করেছেন বলে। ++

আমাদের আরেক হিরো মন্ডলভাইও ইতিমধ্যে আরেকটি আবেদন রেখেগেছেন। আমরা অবশ্য অল্পতেই খুশি, একটু পেটপুজো হলেই আমাদের চলে যাবে। আপুর বড়অনুষ্ঠান বলে কথা। হি হি হি।

আপনাদের দুজনকে অফুরান শুভেচ্চা।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমবেদনাটা কি হে
তারা সুখী জুটি হে;
আজকাল অমনটি
মিলবে না দুটি হে।

মিছে আক্রোশে জ্বলে
ফোঁসছে হে মন্ডল;
সত্যিকারের প্রেম
যায় করা ভন্ডুল?

পার্টি হবে,ট্রিট হবে
ক'টাদিন রোষ না;
হানিমুন থেকে ফিরে
দেবে তারা ঘোষনা।

৭| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনেক দিন পরে গুরু
তোমায় আজ পেয়েছি,
জ্বালাতে তাই আমি
হিরো, চলে এয়েছি।;)

আবেগেতে পড়ে যে
ভুল করে ফেলেছি, :(
৪নং কমেন্টটা
আমিই ভাই করেছি।:(

পোস্ট খানা দেখে শামা
ব্লগ থেকে সরলো,
মনে হয় শরমেতে
লগআউট করলো!:P

বুড়ো ছোড়া সবে মিলে
আজ তাকে ধরেছে,
ভয় পেয়ে নিশ্চয়
আগেভাগে সরেছে!!;)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহলান সাহলান
ছন্দেতে স্বাগত;
ম্যালাদিন পরে এক
ছড়াকার আগত।

ভুলটি ভেবেছ তারে
সে নিরেট বাঘিনী;
চিমটি কেটেই দেখো
কত রাগ-রাগিনী।

কথা কি হাস্যকর
তিনি যাবে পালিয়ে !
পার কি পেয়েছে কেউ
কভু তারে জ্বালিয়ে?

ভালা চাই তাই কই
চলো বাপু সামলে;
তেজতো জানো না তার
কবে উঠে হামলে !!

৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

এখওয়ানআখী বলেছেন: আমার ছড়া হয়না। তাই লিখতেও চাইনা।
ছড়াটাতো সত্যিই সুন্দর। কমেন্টের উত্তরগুলো আরো সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ্যাখো ছি ছি মিছিমিছি
ফেলছো হে লাজে;
এ ব্লগের সবে জানে
কি যে লিখি বাজে। |-)

৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, শায়মা নিজেই গ্রিল করবে, আজকে আমি চুপ থাকলেও চলবে।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তা যা কয়েছ ভায়া
ডর ঐ ডাইনীরে;
কি করে যে লিখে ফেলি
লিখতে সে চাইনি রে।

তুমি বাপু গুরুজন
মাঝে মাঝে দ্যাও ডাঁট;
অতেইতো শিখি সদা
যা যা কও কাটছাট।

১০| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @চাঁদগাজীবলেছেন: ভাবছি, শায়মা নিজেই গ্রিল করবে, আজকে আমি চুপ থাকলেও চলবে।)

.... আমি তো ভাবলাম, আজকের লড়াইটা আমিই করবো। কিন্তু লেখকতো ডুব মারলো.....:(




@আপুর আমি পিএস হে
নই নই আশিকি;
যেটুকুন ভালোবাসি
নও কেউ তার সিকি।"....


ছ্যাঁকা খেয়ে অবশেষে
সাজা হচ্ছে পিএস!!!:P
তার কাছে তোমারা
খাটাশের একশেষ।।X(

"শায়মা আপুনিটাকে
বড় বেশী ভালোবাসি;
সামু আছি তার টানে
ফিরে ফিরে তাই আসি।"


এ কথা কে কবে
বলো দেখি কয়েছে?;)
আমার কাছে কিন্তু
সব ডাটা রয়েছে।

হাঁড়ির খবর আজ আমি
করি যদি ফাঁস,
অনেক বুড়োর মাথায় কিন্তু
পড়বে আস্ত বাঁশ।

ভৃগুদা, লিটন ভাই
সেলিম ভাই বাদ দ্যান,
আমি হনু বালক বীর
একদম ইয়াং ম্যান।

ব্লগে এসে পাল্টানু
কত শত নিক!:P
এখনো যে আমি সেই
কনিষ্ঠ প্রেমিক।;)

সব শেষে বলি ম্যান
নয় কোন ফন্দি,
ভালো যদি চাও সবে
কর আজ সন্ধি!!:)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: "শায়মা আপুনিটাকে
বড় বেশী ভালোবাসি;
সামু আছি তার টানে
ফিরে ফিরে তাই আসি।"


বুঝিতে করেছ ভুল
সে কথার মানে কি?
তিনি মোর ব্লগ গুরু
নয়ারা তা জানে কি?

কয়েছি আপুনি সেথা
করোনি তা লক্ষ্য;
ছি ছি কি ভাবলে বাজে
ফেটে যায় বক্ষ।

বৃথাই হচ্ছো তুমি
মিছে ভেবে পেরেশান;
লুতুপুতু প্রেম ছাড়া
হয়না কি রিলেশান?

আজিব এক পিস সে যে
অদ্ভুত ক্রিয়েশান;
কবে কোথা কি যে করে
লোকেরই তা টেনশান।

আপন খেয়ালে ডুবে
সদা নিজ দুনিয়া;
কে কি ভাবে তারে নিয়া
নো পরোয়া ও নিয়া।

মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে ভাবাবেন।

জ্বালাটা যে এখানেই
তার বড় শক্তি;
''প্রচন্ড ভালোবাসা''
নেই অতে মুক্তি।

আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।

সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।

জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।

ছিনু পাঠে ভ্যাগাবন্ড
গোবেচারা লগার এক;
বকে-ঝকে,ঘষে-মেজে
বানালো ব্লগার দ্যাখ।

স্বীকারেতে মোটে নেই
কোনোরূপ হীনতা;
আপু ছাড়া ব্লগখানা
স্রেফ যেনো চিরতা।

নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।

শায়মা'পু চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছে
হর অন্তরে।

আশা করি বুঝেছো হে
আপুনির মর্ম;
পিএসগিরিটা তার
হেথা মোর ধর্ম।

১১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

দি এমপেরর বলেছেন: এ তো দেখছি ছড়ার হাটবাজার! বেশ বেশ!! ভালোই চলছে। অনেককিছুই জানলাম। চালিয়ে যান।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়া খাই,ছড়া গিলি
ছড়াতেই বাঁচিগো;
ছড়া পিষি,ছড়া ডলি
ছড়াতেই আছিগো।

১২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: সায়মা আপু যাই করুক না কেন, আপনার ছড়ায় বরাবরের মতোই আমি কাবু.........কি খাইবেন কন :)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইলে কি দেবে আর
বীথিপু'রা পায় সব;
খাঁচা ভরা লটকন
দল বেঁধে খায় সব।

আমারও ছিলো হে কথা
একসনে যাবারি;
কপালটা কত পুড়ো
প্রুভ হলো আবারি।

জানোইতো কোন দুখে
যেতে সেথা পারিনি;
রুহীপু এসেছে ফের
এবার আশা ছাড়িনি।

আরো আছে মনিরা'পু
বুকে বাঁধি আশাগো;
ব্লগারীয় মিলনের
আহা ভালোবাসাগো।

১৩| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইতো দিলা হে বাপু
(কাজী ফাতেমা) ছবি;
ঠিকাছে অতেই খোশ
ফের মিলা যো ভি। :P

১৪| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: শায়মা আপু ভালো থাকুক, সুখে থাকুক।

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালা সে থাকুক সদা
সে যে মোরও দাবী;
ইয়ে মানে ভালা কথা
কেমন আছে ভাবী? ;)

১৫| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন, দারুন ভায়া।
এক কথায় চমেৎকার.....:P
কয়েক দান দিয়ে দেখি
কার ভাগে আছে হার!!:P

@জ্বালাটা যে এখানেই
তার বড় শক্তি;
''প্রচন্ড ভালোবাসা''
নেই অতে মুক্তি।

1.
একি কথা শোনালে! B:-)
বলো গুরু পস্ট,
শুনেই তো মাথা মোর
পুরোটাই নষ্ট!!:P

তবে কি শামা আপু
আমায়ও করেছে বান??:P
এই আপুটার প্রতি
আমারও ভীষম টান!!B:-)

এখন কি করি আমি?
দাও দেখি বুদ্ধি,
তাবিজ না পানি পড়া
কীসে হব শুদ্ধি??:P

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা অবশেষে
চলে এলে লাইনে;
'আপুতেই' থেকো বাপু
না বামে না ডাইনে।

জাদু ভায়া এখানেই
যে-ই এসেছে সামনে;
দু'দিনেই হয়ে ফিদা
আপুনির নাম'নে।

বুঝি বুঝি তোমা হাল
সার ভাবা শুধু;
তোমা পরে অলরেডি
চালিয়েছে ভুডু।

হবে না তাবিজে কাম
সে বরং খাতরা;
উপায় আর নেই ভায়া
'ওয়ান ওয়ে' যাত্রা। B:-)

১৬| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @"শায়মা আপুনিটাকে
বড় বেশী ভালোবাসি;
সামু আছি তার টানে
ফিরে ফিরে তাই আসি।"

@জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।
......
আশা করি বুঝেছো হে
আপুনির মর্ম;


আহা ভায়া, তুমি দেখি
বিনয়ের অবতার,
ছড়ার প্রতি লাইনে
কত প্রশংসা তার।:)

এ যে মোর মনের কথা!
কেমনে তা জানলে??B:-)
আমাকেই যেন তুমি
ছড়াটায় আনলে!!;)

ইহাও সত্য
ব্লগটার প্রাণ সে,
না যদি দেখি তারে
দিনটাই পানসে!!:(

দেখতে দেখতে আপুটা
হয়ে গেল বুড়ি,
এবারের আগষ্টে
হবে নাকি তিন কুঁড়ি??:P

এবারেরর(আপুর) বাড্ডেতে
রেডি থেকো ঠিকঠাক,
বয়স তার যতোই হোক
অনুষ্ঠান হবে ঝিকঝাক।;)

ধানাই পানাই না করে
আসল কথায় আসি,
আমিও বুড়িটাকে
বড় ভালোবাসি।।:)

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা ভায়া, তুমি দেখি
বিনয়ের অবতার,
ছড়ার প্রতি লাইনে
কত প্রশংসা তার।:)


তিনি মোর মেনটর
তিনি মোর গুরু;
বিনয়ফিনয় কি হে
কি যে কও ধুরু।

এ যে মোর মনের কথা!
কেমনে তা জানলে??B:-)
আমাকেই যেন তুমি
ছড়াটায় আনলে!!;)


হেসে গড়ে যাই মরে
হা হা হি হি খিকখিক;
সকলেরি একি সুর
আছে যত গিনিপিগ।

কানেকানে কই ব্লগে
সে মালিকা হামিরা;
সবে তার পোষাহুলো
যত নামীদামীরা।

বাসো আর নাই বাসো
গোলামীই ভাগ্যরে;
এ নিয়তি মেনে নিছে
জ্ঞাণী-গুণী প্রাজ্ঞরে।

একাই সে করে রাজ
নাই ভাত কারোটা;
কি হে কও তিন কুড়ি
সেঞ্চুরি বারোটা !!

বেসে যাও,সে-ই ভালো
সে-ই উৎকৃষ্ট;
শত্তুরি করিলেই
হবে যাতাপিষ্ট। :(


১৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @পিএসগিরিটা তার, হেথা মোর ধর্ম।


পিএসের চাকরীটা
আমারও তো লাগে হে,
এমন মহারাণীর পেলে
সহজে আর ছাড়ে কে??;)

তবু আমি বলি গুরু
বয়স তো হল বেশ,
চাকরিটা বাদ দিয়ে
ঘরে গিয়ে করো রেশ!!(রেস্ট) :P

এ বয়সেও কেন তুমি
করিবে হায় কষ্ট?
আমিও বডিগাড হব
বলে দিনু পস্ট!!;)

ঘুষ টুস লাগে যদি
তাও কও ভায়া,
দুজনেই পিএস হব
নাহি লাজ, হায়া!!:P


(ওরে! আমিও ছড়াকার হয়ে গেলুম.:P)
ভালো থেকো প্রিয় ভাই
দেখা হবে, গুড বাই......:)

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবু আমি বলি গুরু
বয়স তো হল বেশ,
চাকরিটা বাদ দিয়ে
ঘরে গিয়ে করো রেশ!!(রেস্ট) :P


বয়েস কচ্ছো কি হে
আমি আজো পিচ্চি;
রোজ করি খাটে সুসু
এই কয়ে দিচ্ছি।

এ বয়েসে এত কাম
সইছেনা প্রাণেগো;
রাইমস আর বেবিফুড
আজো মোরে টানেগো।

ভাগ্যের ফেরে হায়
করি চাইল্ড লেবারি;
আপুনি করেছে ফিক্স
সেবা তারে দেবারি।

মন কি চায়না কও
আসুক না নয়া কেউ;
কে দেবে মুক্তি মোরে
করবে কি দয়া কেউ?

অনেকে করেছে ট্রাই
আপুনিই মানে না;
মুই ছাড়া আর কেউ
তারে নাকি টানেনা।

সেই কবে থেকে হায়
এই পদ আমারি;
পিএস হয়ে করে যাই
আপুনির চামারি। |-)

(ওরে! আমিও ছড়াকার হয়ে গেলুম.:P)

ছন্দে পেকেছো যা না
গা'টা উঠে ছমছমি;
ছড়ার রাজ্যে মোর
গেলো বুঝি ধন-জমি।

কি হবে জানিনে ছাই
এ লড়াইয়ে হারলে;
তুমি বুঝি শেষতক
ভাতে মোরে মারলে। |-)

১৮| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

তারেক ফাহিম বলেছেন: কেউ বলে ছড়ার যাদুকর
আমি বলি সুকুমার।

বরাবরের মতই ছড়াতে ভালোলাগা।

সায়মাপুকী ম্যাকানিক নিয়ে খুব বেশি ব্যস্ত ;)

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকই জাদুকর
আমি তারি শিষ্য;
তাহার ছন্দ ত্রাসে
পড়ে থাকি নিঃস্ব।

সুকুমার কয়ে বাপু
দিয়োনাকো আর পাম;
বেশ জানি এই ব্লগে
নেই মোর ছিটে দাম।

তা হে ঠিক,টুনাটুনি
অভিসারে ব্যস্ত;
নেই তাড়া,হোকনা হে
হানিমুন শ্যাষতো।

১৯| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @বয়েস কচ্ছো কি হে
আমি আজো পিচ্চি;
রোজ করি খাটে সুসু
এই কয়ে দিচ্ছি।:P

তাই তো বলি ভায়া
কেন এই নিক?
বুড়ো বয়সেও ঝুলিয়েছ
বাচ্চার পিক!!:P



@কি হবে জানিনে ছাই
এ লড়াইয়ে হারলে;
তুমি বুঝি শেষতক
ভাতে মোরে মারলে।

ছিঃ ছিঃ ভায়া একি কও?
তুমি হলে হিরো! ;)
মানলুম তোমা কাছে
আমি হনু জিরো!!:)



পুনশ্চঃ
গুরু রাগ করো না, এটা লাস্ট কমেন্টঃ
১. যাও, তোমাকে আজীবন পিএসের চাকরিটা দেয়া হল। তবে ব্লগে নিয়মিত না থাকলে চাকরিটা বেদখল হবে!:P
২. মোর বিরোধ কবিদের সাথে,
ছড়াকার তো জানেমান,
তুমি হলে বড় ভাই
দুটি দেহ একই প্রাণ।।:)


জান্টুস শামার জন্য
রইল শুভ ইচ্ছা,
বকবক ম্যালা হল,
শেষ করি কিচ্ছা।।:)

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই তো বলি ভায়া
কেন এই নিক?
বুড়ো বয়সেও ঝুলিয়েছ
বাচ্চার পিক!!:P


কি এক করেছ শুরু
বুড়ো বুড়ো বুড়ো;
কাছে পেলে করতেম
হাড় গুড়ো গুড়ো।

পেরুইনি ষোল আজো
জেনুইন টিনেজার;
হরলিক্স প্যাম্পার্স
মামি-পাপা কিনে যার।

তারে নিয়া এই হেনু
মিথ্যায় ধিক্কার;
শায়মাপু হেল্প হেল্প
এ'বেলায় চিৎকার।

পুনশ্চঃ
গুরু রাগ করো না, এটা লাস্ট কমেন্টঃ
১. যাও, তোমাকে আজীবন পিএসের চাকরিটা দেয়া হল। তবে ব্লগে নিয়মিত না থাকলে চাকরিটা বেদখল হবে!:P
২. মোর বিরোধ কবিদের সাথে,
ছড়াকার তো জানেমান,
তুমি হলে বড় ভাই
দুটি দেহ একই প্রাণ।।:)


চাইনে চাকরি বাপু
লটকেছে ঘাড়েতে;
পিচ্চি এ বয়েসেই
নুয়ে গেছি ভারেতে।

কবি সনে কি বিরোধ
কি হয়েছে কও না;
কি কারনে কবিগোরে
ছিটেটুকু সও না?

তবে ঠিক কবি প্রায়
নাক উঁচা হিংসুটে;
ছড়াকার দেখলেই
মুখ হয় পাংশুটে।

ক্যান জানি ছড়াকার
তাগো মনে সয়না;
কি কারণ,কি বিষয়
তাও খুলে কয়না।

এ বেলায় আমি দেই
জেনুইন তথ্য;
যা কবো তা ভেবে কই
সদা বলি সত্য।

ছোট মুখে কয়ে যাই
সরা ভেবে ধরা না;
সব ছড়া কবিতা হে
সব কবিতা ছড়া না।

তাল চাই,লয় চাই
আরো চাই ছন্দ;
তবেই না পাবে অতে
জাত কবি গন্ধ।

উস্তাদি ভাবে নয়
ছন্দের খেলাতে;
ছুটে যাবে মাতবরি
ছন্দে সে মেলাতে।

যাক বাবা বেশি কয়ে
চাইনেকো চটাতে;
ক্যান জানি কয়ে দিনু
মন কথা হঠাতে।

তোমা পেয়ে দিলখোশ
করে যাও চেষ্টা;
রেখো ধরে সদা বুকে
ছন্দের তেষ্টা।

সামুর এই বিভাগটা
হেলা করে জেষ্ঠরা;
অথচ কি জানে কেউ
সামুয় আছে শ্রেষ্ঠরা।

শায়মাপু প্রামানিক
আরো আছে যারা যারা;
বাংলা ব্লগ ভুবনে
ছড়াকূলে সেরা তারা।

সামুতে ছড়াই হলো
বিভাগের রাজা;
স্বাগত হে ছড়াকূলে
আজা গলে আজা।

২০| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

মিঃ আতিক বলেছেন: কবিদের আসর বসেছে, সুন্দর।

২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়গো কবি,তবুও সবের
ছন্দ ছড়াই খাবার;
ছন্দটারেই টানছি হেথা
রাবার যথা আবার।

২১| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: মেকানিক বলিস কি?
বল ইন্জিনীয়ার, X((
পাস করা বুয়েট হতে
করে না কাউরে কেয়ার.... B:-/

ওহ হো রে সাঁচবাদী
মিথ্যুক জন্মের
কিরে কেটে মিছে বলে
নহে কোনো কম্মের! :-P

ঐ গাঁধা বলিস কি
ফিরি আমি রিক্সায়!!! X((
স্কুল যাই ভিনিওতে
ফিরে আসি ট্রিভিটায়... B-)

লাইকান হাইপার স্পোর্টে
রোজ দেই রেস
মানসোরি ভাইভারে
হুড খোলা ওড়ে কেশ!!!!! :`>

এই সব কোথা পেনু
নায়কের কম্মে! :)
মেকানিক পাবে নাকি
কোনো তার জন্মে! 8-|

ঠিক ঠিক হিরো সে যে
তবে নহে মেকানিক
ফ্যাক্টরী দেশে দশে
আছে যে হে শ, খানিক। !:#P

জিতে নিলো মনটারে
কেড়ে নিলো প্রানটা!
নো চিন্তা এ জীবনে
গাড়ি বাড়ি ধিনতা! :-B

পারলার মলে মলে
উড়াচ্ছি দু,মাসে
ডোন্ট ওয়ারী করে দেবো
ফতুর আরও ক,মাসে! =p~

আহ কি হে লাগে নাকি
বেহস্ত ও পারে
থাকে যদি ব্যালান্সো
ব্যাংক ভরা এপারে! B-))

যাইহোক ফিরে আসি
এইবারে তোর কথাতে
পেঁচিয়ে পেঁচিয়ে গেলি
লতাতে ও পাতাতে। :#)

তুই যে রে হিংসুক
বদমাস মর্কট!
মিছে কথা রটে গেলি
দশ মুখে চটাপট! X((

সিক্রেট ফাঁস করা
এই কান ঐ কান
সাধে কি বলে রে লোকে
ঘরের শত্রু বিভীষন!


তবে শোন শুনে রাখ
জানি তোর জারীজুরী
শরীরের সাথে সাথে
হয়েছেও পায়াভারী!


যত লিখি ছড়িতাটা
খেয়ালে তা রেখেছি
কোন ঘাটে ভেড়ে তরী
বোঁজা চোখে দেখেছি!


যাক যাক উড়ে যাক
সুখের ঐ পায়রা
ডোন্ট হ্যাভ প্রবলেমো
তাইরা ও নাইরা!


তরী ভেড়ে ঘাটে ঘাটে
পাখি বসে গাছটায়
সন্মুখ দৃষ্টিতে কভু
নাহি চাহে পাছটায়!


:P

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসেই শুরুটা তার
রাজ্যের কুটনামি;
অশ্লীল খিস্তিতে
ঝড়ে গালি ঝমঝমি।

কোথা এতদিন পরে
জিগাসিবে কুশলে;
তা না ছাই,আসিয়াছে
ঝগড়ারি কু-ছলে।

আরি বাবা,স্বামী যাহা
তাহাই হে উত্তম;
মিছে কেনো বড় করে
দেখানোর নৃত্যম?

নিজ ঘরই জান্নাত
হোকনা সে পর্ন;
ভালোবেসে ভাবা চাই
তাহারেই স্বর্ণ।

হলোই বা মেকানিক
সমস্যা কি তাতে?
সুখে দুখে পাশাপাশি
থেকো ধরা-চিতাতে।

এরেইতো কয় প্রেম
এরই নাম সংসার;
মিথ্যে ফানুসি যত
শয়তানি ঢঙ ছাড়।

গাড়িবাড়ি সবি হবে
সংসার সামলা;
কোটিপতি সকলেরি
ব্যাকহিস্ট্রি কামলা।

ধীরে ধীরে হবে সবি
ধৈর্য্যটা চাই থাকা;
দু'আনারো দাম নেই
ঝুটা খাব ছাই-ফাঁকা।

পাচ্ছি নিখুঁত মিল
পড়েছি যা রূপকথা;
একেবারে হুবুহু হে
জেলেটার বউ যথা!!

লোকের সহানুভূতি
উবে গেছে,নাই লেশ;
সনেসারে মন দ্যাও
এই শেষ উপদেশ।


তবে শোন শুনে রাখ
জানি তোর জারীজুরী
শরীরের সাথে সাথে
হয়েছেও পায়াভারী!


যত লিখি ছড়িতাটা
খেয়ালে তা রেখেছি
কোন ঘাটে ভেড়ে তরী
বোঁজা চোখে দেখেছি!


যাক যাক উড়ে যাক
সুখের ঐ পায়রা
ডোন্ট হ্যাভ প্রবলেমো
তাইরা ও নাইরা!


তরী ভেড়ে ঘাটে ঘাটে
পাখি বসে গাছটায়
সন্মুখ দৃষ্টিতে কভু
নাহি চাহে পাছটায়!

লিখালিখি কার তরে
কার পরে মরি হে;
দাম নেই রতি-আনা
ফের শুনি ঝাড়ি হে!!

ধরায় নিয়ম এই-ই
কাঁটা তারি ভাগ্যে;
যে দেবে পুরোটা সঁপি
আহ কপাল,যাগগে। /:)

২২| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

জাহিদ অনিক বলেছেন:


শায়েমাপুর শুনেছিলাম গলায় ব্যথা !
এই তাহলে কারন !!!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়েছিলো হানিমুনে
গলা ব্যথা ছলে;
ডুবেছে ভেসেছে আহা
প্রে-মুনার জলে।

২৩| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন:

এই দেখ লাল কারে বিয়ে করে ঘুরছি

এই ওয়েডিং ড্রেসে বিয়ে করে ফিরছি

গিফ্টের ফুলগুলো হীরে চূনী পান্না
আহা আহা হিংসায় করিস না কান্না ....
মধু চন্দ্রিমা রাতে তারাদের ঝিলমিল
অনিকের গার্ল ফ্রেন্ড ভেবে হাসিস না খিলখিল

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সংসারে দ্যাও মন
খাব ছেড়ে হাজারো;
সবি হবি ধীরে ধীরে
ক্যাডিলাক পাজারো।

লজ্জা করেনা বুঝি
ওয়েডিংএ পড়ে ফ্রক;
লোকে মরে ছি ছি করে
বুড়িকালে কত ঢক।

ফ্রক না ফ্রক না জানি
ছিলো শাড়ি প্রাইডের;
জীজাজির ড্রেস ছিলো
গার্মেন্টস গাঁইটের।

সে যা হোক মানি মানি
প্রেম চুনী-পান্না;
চাপা ছাড়ো এ'বেলায়
ঢের হলো,আর না।

২৪| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

জাহিদ অনিক বলেছেন:

মধু চন্দ্রিমা রাতে তারাদের ঝিলমিল
অনিকের গার্ল ফ্রেন্ড ভেবে হাসিস না খিলখিল
তুমি আমার প্রেমিকাকে নিয়ে কিছু কইলা মনে হয় !!!!!!!!!!!!!!!

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সন্দেহ না বাঁধাতে
ছুটালো সে প্যাঁচটা;
তাও ক্যান অত রাগ
কও দিনি কেসটা?

২৫| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: লেখক বলেছেন

মর জ্বালা এত দেখি
পুরান এক আশিকে;
কাঁদিয়া কাঁদিয়া কয়
আমি একা খাঁসি ক্যাঁ?


থ্যাংক ইউ ধরে দিলে
মাস্ক পরা খাঁসি কে!
ফকিরের কথা দেখি
ফলে তবে বাসী রে!


না না তুমি একা নও
আছে সেলিম আনোয়ার;
কেঁদেই ভেসেছে আহা
আলীপুরি সালোয়ার।


ঠিক ঠিক বলেছো হে
ভায়া সেলিম আনোয়ার
শুধু কেঁদে ভাসায়নি
শাপ দিসে বার বার!


ভৃগুদাও কম কিহে
চামে নিতো চান্স প্রায়;
জানিনে বেচারার আজ
বিহনে কি হাল হায়।


না না ছি ছি ভ্বগু দাদা
অতিশয় ভালো ম্যান
শুধু শুধু তার পিছে
মিছে তুমি বলো কেন!


লিটনদা'র কি দশা
যদি আহা জানতে;
নিজ দুখ ভুলে আজ
তার দুখে কানতে


এহ হে রে কত বড়
শয়তান তুমি যে
এত বড় মিথ্যেতে
কাঁপিবেক ভূমি যে!
B:-)

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুরেতো চেনোনি হে
কত সে যে মিচকে;
ছাড়েনা সুযোগ পেলে
কি বুড়ি কি পুচকে।

মনে আছে 'দিয়া' নিকে
কয়েছিলো কি কি?
মিছে যত ভান ছাই
জানি জানো ঠিকি।

গিয়াস লিটনও হায়
ছিলো পুরো লাট্টু;
প্রেমতো দেখোনি আহা
সেলিমের পার্ট টু।

আমারে কইতো সবি
হৃদয়ের দুঃখ;
শুনেছিনু শেষে খেতো
গাজা ভরে হুক্কো।

গেমুরও কি কম তাল
খবিশের দাঁড়ি,
না পেয়েই দুখে বেটা
গেলো ব্লগ ছাড়ি।

২৬| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: ২৪. ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০ ০

জাহিদ অনিক বলেছেন:

মধু চন্দ্রিমা রাতে তারাদের ঝিলমিল
অনিকের গার্ল ফ্রেন্ড ভেবে হাসিস না খিলখিল তুমি আমার প্রেমিকাকে নিয়ে কিছু কইলা মনে হয় !!!!!!!!!!!!!!!


হ্যাঁ যদি আবার ভাইয়ামনি ভুল করে আমার মধুচন্দ্রিমার রাতের তারাভরা ঝিলিমিলি রাতকে তোর ঝিলমিল মনে করে বসে!!!!!! :(

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি ক'লে সিধে মনে
সে নিলো তা জটিলে;
সাধে কি অমন করে
পিছে না কিছু ঘটিলে?

২৭| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ! ছড়ায় ছড়ায় শায়মার বিয়ের খবর উপভোগ করলাম।
মাথায় ছন্দ এলে আবার আসবো --- =p~

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি ডেটিং আছে
তাই দিলা উসিলা;
নয়া গফ নাকি ওল্ড
হ্যাংলা না সুশীলা?

২৮| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আরি আরি কত কিছু
হয়ে গেল হেথা যে
আমি ছিনু ঘুমে দেখি
ডাকলেনা কেন হে?

তুমি কও কিরে কেটে
যা সব সত্যি
শায়মাপু বলে দিলো
নয় সাচ রত্তি!

আমরা কোথা যাই
কারে করি ভরসা
রহিম না করিম
কও দেখি খোলাসা ;)

তুমি বাপু এত জলদি
কেমনেতে বদলাও
সব ছেড়ে ছুড়ে কোন
বরফের দেশে চাও?

আহা বাহা কত ছবি
আহা কত রংঙ্গিন
শায়মাপুর ঘোরাঘুরি
তারাভরা হানিমুন :)

থাকুক হাসি খুশি
সূখে সবে চিরদিন
এই শুভ কামনা
রইলো অন্তহীন।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রঙপুরি ভরসা না
যবনের সত্য;
কোনকালে কয়েছি লো
কাযযাবি তত্ত্ব?

বিশ্বাসি লবে কারে
তোমারি সে ইচ্ছা;
স্রেফ কবো ভুলিওনা
শুনে ঝুট কিসসা।

শুভার্থি বলে তার
করি কত দোয়ারে;
উল্টো সে ফাঁদে হেথা
গপ বুর্জোয়ারে।

ভালা কথা কিছু ক'লে
সাথে সাথে ঘেউঘেউ;
অমন করলে কও
দেবে কি আশীষ কেউ?

পাগলও ভালোটা বুঝে
বুঝলোনা ডাইনি;
এ কারনে ব্লগে কারো
ভালোবাসা পায়নি।

ছেড়ে দাও তার কথা
পিছে কেন লাগো রে?
যে পথে ছুটিবার আঁশ
তুমিও সে ভাগো রে।

সামুর কৃষ্ণ তুমি
আছে শত গোপী;
আমায় ছাড়োগো একা
কেঁদে কই চুপি।



২৯| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আখেনাটেন বলেছেন:




হায় হায় একি শুনি
পুড়ল কার জানটা
গেল বুঝি এবারে
সেলিমের প্রাণটা!!

তবু ভাল এতদিনে
খুশির এ সংবাদ
কি করি’র উদারতায়
ব্লগ পেল মিঠে স্বাদ!!

মেকানিক মেকি না
জানাল তা শায়মা
মিষ্টির ডিব্বাটা নিয়ে
এবার আয় মা!! =p~

তবেই না কথা হবে
ফাঁকি দেওয়া যাবে না
নেই মাফ নেই মাফ
সামু কি কিছু পাবে না!! X((

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কয়েছ হে খাসা ভায়া
লাখ টেকা দামী;
পার্টি সে দিচ্ছে না ক্যাঁ
মিছে ক'লে আমি?

পারলে দেনা হে ট্রিট
স্বামী নাকি টাইকুন;
না হয় ধরেই নেবো
কোথাকার ছাই কোন। ;)

৩০| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: @ আখেনাটেন ভাইয়ু!!!!!!




ওয়েডিং কেক তবে খেয়ে নাও ভাইয়ু!!!!!!


সাথে কি এ ডেকোরেট আইসক্রিম চাইয়ু!!!!



প্রিমিয়ামের স্যুইটের বক্সটাও মজাদার
খেয়ে দেয়ে নেয়ে যাও, খোঁটা নাহি দেও আর

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের ঐ রূপকথা
মিছে যত কল্পনা;
আজো দেখি ঘটে তার
পাগলামো অল্প না।

এতো যদি বড়লোকি
পান্তা ক্যাঁ খাস তবে?
যে রুজি সে শোকরিয়া
ফিরে আয় বাস্তবে।

৩১| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:

তুমি কও কিরে কেটে
যা সব সত্যি
শায়মাপু বলে দিলো
নয় সাচ রত্তি!


কে বলেছে সত্যি না
খবরটা সাচ্চা
শুধু মেকানিক বলে
করে দিলো কাচ্চা!

হিংসায় জ্বলে বলে
রিক্সার মেকানিক
ট্রিভিটাটা ঠিক করে
ভাইয়ার শ্যালনিক.... মানে শ্যালক :) :) :)

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হোকনা সে মেকানিক
নিজেরই সে স্বামী হে;
মিছে নয়,নাজে কয়ে
তারে করো দামী হে।

৩২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

বিষাদ সময় বলেছেন: কতদিন হলো ব্লগে
নাই আর শায়মা,
কতজনে কেঁদে কেটে
দুখে প্রাণ যায় মা।

শুনে ছিনু রোগে শোকে
স্বাস্থটা রিক্ত,
তাই ভেবে করেছিনু
আঁখি কত সিক্ত।

গোপনে করলো সে
এতো বড় ছলনা,
তাও কেন তাকে কেউ
কটু কথা বলনা?

রিমো রেখে দিলো সে
মেকানিকে মনটা,
তাই শুনে বেজে গেল
রিমোর বিদায় ঘনটা (ঘন্টা।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখানেই আপুনির
চালাকিটা সুক্ষ;
রোগশোক বাজে কথা
বিয়ে ছিলো মুখ্য।

রোমিরা বাগড়া দেবে
শুনিলে সে বৌ হলে;
ট্যাকেল দিলো কি দেখো
নিদারুন কৌশলে।

রোমিটারো নেই খোঁজ
পড়ে তারি পাল্লায়;
না জানি কি হাল তার
স্রেফ জানে আল্লায়।

৩৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

শায়মা বলেছেন: @বিষাদ সময়!!!!!!!!

ঐ ভায়া রিমো বিমো কিমো কিমা করেছি
গল্পের ছলে ছলে কত নাম লয়েছি!!!
রিমো বিমো তার কাছে সব যে গো নস্যি
কি যে করি ভাইয়াটা একেবারে দস্যি
ইন্জিনীয়ারটাকে বানিয়েছে মেকানিক
কিচ্ছু জানেনা বোকা ছি ছি ছি ছি ধিক ধিক!!!!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত মায়া কাঁদোগো হে
মাথা ঠুকি নাঁকি ছলি;
মেকানিক মেকানিকই
হয়নাগো প্রকৌশলি।

কাঁদিয়া কি হবে কও
চেঞ্জ কভু তথ্যটা?
মেকানিক বউ তুমি
মানি লও সত্যটা।

৩৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

আখেনাটেন বলেছেন: মেকানিকের ইয়ে ইয়ে শায়মা, =p~

ছবি দেখিয়ে কলা বিক্রি
মানি না মানি না
হাড়ে হাড়ে কিপ্টে এক
তা কি মোরা জানি না!

কত জল কত ছল
একই অঙ্গে খলবল
যেন এক বাইম মাছ
ধরা যায় না পিছছল!!

খাওয়াবে না ঠিক আছে
এত ক্যান ছলনা
পাছে লোকে কিছু বলে
ঠিক কিনা বলনা!!

তবুও ভৃগুদা'র মতো বলি
খুশি থাক মেকানিক ইয়ে
হুড তোলা রিকসাতে
যুগ যুগ জিয়ে জিয়ে!! =p~ =p~


৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো বুঝেছ ভায়া
শায়মারে পুরোটা;
যম খাস কিপটে সে
খাটাশিনি বুড়োটা।

কই সবে করি দোয়া
সুখী হ স্বামীরে নিয়া;
উল্টো দেখোনা ছি ছি
নেই তার শোকরিয়া!!

টিকবেনা সংসার
বেশ বুঝি পাক্কা;
না-শোকরি মে'ছেলেই
খায় স্বামী ধাক্কা।

নিজ দোষে খাবে সে তা
আহা পুড়োকপালি;
মিছে কটাদিন বৃথা
প্রেমে পাড়া কাঁপালি। /:)





৩৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




বাহ ছড়ায় ছড়ায় জমেছে তো বেশ
দেখি কতোদিন থাকে হানিমুনের রেশ ! #:-S

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেকানিক বউ হয়ে
অস্বীকারে পেশা তার;
মিছে যত চাপাবাজি
আজীবনি নেশা তার।

টিকবেনা বিয়েটা হে
চলেছে যা ক্ষনটা;
অতি ত্বরা বাজিবে হে
তালাকের ঘন্টা।

৩৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: সংসারে দেবো মন
বলে কিরে বোকাটা
এই দেখি রয়ে গেলো
আজও কচি খোকাটা!

সংসারে কি কি কাজ
ধোয়া মোছা রান্না
তার তরে কুক আছে
ক্লিনার আছে আর না!

মালি আছে সামলাবে
গার্ডেনের দিকটা
গার্ডবাবা দেবে গার্ড
চুরিধারি কিকটা।

যাইহোক কি বলিলি!
মেরা স্বামী মেকানিক!
রিকিশিকে পাঠাবোরে
দেবে তোরে ইয়া কিক!

আমার প্রাসাদটারে
বলে দিলি পর্ণ!!!!!!!!!!!
তুই কানা হাঁদারাম
কুম্ভের কর্ণ!

রাত কানা চোখে তোর
ঠিক ঠাক দেখে না
ব্রেইনটাও নড়বড়ে
কোনো কিছু শেখে না!

ওহ কি যে বললি!
আমি সে জেলের বউ!
দৈত্যের কলসীতে
কুকুরের ঘেউ ঘেউ!!!!!!

সাবধান হুশিয়ার
ফাঁস করে দেবো সব
বলে দেবো বৈদেশে
তোর স্যুইপারী ছিলো জব!!!!!!!!!!



হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা :P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লোকেরটা দেখে দেখে
মিছে খা'বে ঢঙছেড়ে;
সবি হবে সবি হবে
মন দেও সংসারে।

অভাবের সংসারে
বেঁচে থাক আশা;
কাঁচা হোক তবু জেনো
নিজ ঘর খাসা।

৩৭| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০

শায়মা বলেছেন: সংসারে দেবো মন
বলে কিরে বোকাটা
এই দেখি রয়ে গেলো
আজও কচি খোকাটা!

সংসারে কি কি কাজ
ধোয়া মোছা রান্না
তার তরে কুক আছে
ক্লিনার আছে আর না!

মালি আছে সামলাবে
গার্ডেনের দিকটা
গার্ডবাবা দেবে গার্ড
চুরিধারি কিকটা।

যাইহোক কি বলিলি!
মেরা স্বামী মেকানিক!
রিকিশিকে পাঠাবোরে
দেবে তোরে ইয়া কিক!

আমার প্রাসাদটারে
বলে দিলি পর্ণ!!!!!!!!!!!
তুই কানা হাঁদারাম
কুম্ভের কর্ণ!

রাত কানা চোখে তোর
ঠিক ঠাক দেখে না
ব্রেইনটাও নড়বড়ে
কোনো কিছু শেখে না!

ওহ কি যে বললি!
আমি সে জেলের বউ!
দৈত্যের কলসীতে
কুকুরের ঘেউ ঘেউ!!!!!!

সাবধান হুশিয়ার
ফাঁস করে দেবো সব
বলে দেবো বৈদেশে
তোর স্যুইপারী ছিলো জব!!!!!!!!!!



হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা :P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাবধান হুশিয়ার
ফাঁস করে দেবো সব
বলে দেবো বৈদেশে
তোর স্যুইপারী ছিলো জব!!!!!!!!!!


জানোতো বিদেশ মানে
সুইপার ও লেবারি;
লাগে ঘিন,এ বেলায়
নাই কিছু কবারি।

৩৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:



আমারে কেউ ঠ্যাঙায়ো না,
দ-একটা ছড়া না দিলে আমি থাকতে পারমু না.....


@শায়মা,
ছড়ার অনুমতি.....

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা কবার কয়ে যাও
জিগানির কাম কি?
হিম্মতই না থাকিলে
কাব্যের দাম কি?

৩৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০

জুন বলেছেন:
ফ্রক না ফ্রক না জানি
ছিলো শাড়ি প্রাইডের;
জীজাজির ড্রেস ছিলো
গার্মেন্টস গাঁইটের।

=p~

শায়মা বলো দেখি
একি বড় অপমান
এক্ষুনি বেড় করো
অপরূপ ড্রেস খান

:P

হা হা হা বড়ই মজার ছড়া কি করি
+


৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখেছো এ'বেলা খেলো
হাতেনাতে ধরা সে;
বুঝলেতো আজ বাপু
চাপাটার চূড়া সে।

মেকানিক বউ তুই
অত ক্যান চাপারে;
পড়েছিস প্রাইড শাড়ি
পাকা রঙে ছাপারে।


৪০| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দরুন জমছে এই গরমে শায়মা আপুর বিয়ে নিয়ে ছড়ার মেলা । মিষ্টি কই ? :)

৪১| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪

শায়মা বলেছেন:



চিনিস তো প্রাইড এক
দুই এতে গাইট
ডোন্ট ওরি রিকিশি সে
করবে তোরে টাইট!

বাহাদূরী টেড়ি কাটা
লম্ফ ও ঝম্প
থেমে যাবে শুধু হার্ট
করিবেক কম্প।

এক হাতে নলি ধরে
দূরে দেবে ছুড়ে
তুই পুটি কুনোব্যাঙ
মরবি মাথা ঘুরে।

যাইহোক শুনে রাখ
ড্রেস ছিলো মসলিন
জগতের বিখ্যাত
ভেরি ভেরি লিন থিন!

জিজাজীর ড্রেসটা তো
ফেইল মুসা শমসের?
জুতাটার সেটিং এ তে
হীরা মোতি ঝমসের।

গলে ছিলো গজমোতী
অঙ্গুঠী জড়োয়া
তাই তোরে করি এত
হাই ফাই বড়োয়া! :)

৪২| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

শায়মা বলেছেন: সেলিমের পার্ট টু!

ইয়া খোদা বাঁচাইয়ো!!!!!!!!
লিটুদারে পুরবো কি
এইবার খাঁচাইও!!!!!!

দিয়া নিকে কারে বিয়া
দিলা তুমি বুঝিনি
তার পিছে তুমি ছিলে
কসম তা খুঁজিনি!

গেমু গেছে ব্লগ ছেড়ে
কে বলেছে তোরে তা!
সময় হলে আসিবেক
দৌড়িয়ে জোরে হ্যাঁ!

৪৩| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

শায়মা বলেছেন: @আখেনাটেন ভাইয়া

ঐ ভায়া হুড তোলা
কি যে সব বলো না!
হুড খোলা গাড়িটায়
বেড়ি আসি চলো না! :)


তবে বাবা বলে রাখি
বসিবেক ব্যাকেতে
ঠেলিয়া তুলিবে গাড়ি
পড়ে যদি প্যাকেতে....

যদি হয় পাংচার
গাড়ির ঐ চাক্কা
বদলে তা দেবে তুমি
কথা দাও পাক্কা! :(

আজকাল লোকজন
বড় সব ফাঁকিবাজ
কাজে কামে নেই মন
তবুও তো নাহি লাজ! :(

শোনো ভায়া আমি আর
সাথে তোমা জিজাজী
পিজা হাট যাই যদি
খেতে চিজ পিজাজী! B-)

গাড়িটা পাহারা দিও
রেখো তুমি আগলে।
সাবধান দেখি যদি
তুমি যদি ভাগলে!

৪৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

শায়মা বলেছেন: ৩৮. ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮ ০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:



আমারে কেউ ঠ্যাঙায়ো না,
দ-একটা ছড়া না দিলে আমি থাকতে পারমু না.....


@শায়মা,
ছড়ার অনুমতি


চুপ থাক দূরে গিয়ে মর তুমি গাধা
এতই কি সোজা নাকি ছড়া নিয়ে সাধা!
অং এর সাথে বং জুড়ে দিলে হয় কি?
ছড়ার যে মহারূপ ছড়া মাতা জয় কি!
ওহে খোকা বোকা সোকা ভাবছো এ আর কি?
যাহা তাহা লিখলেই ছড়া হলো আর কি!!!

আরে যা যা সাত মাস সাত দিন বছরে
করিয়া আয়রে ছোড়া চর্চা এ আসরে
মোরা হলো গুরুজন দুদিনের ছাত্র
এসেছিস এই ভবে কয়দিন মাত্র!
এসেই যে ভেবেছিস ধরা রে যে সরা
বেশি বাড় বাড়লেই কানে দেবো মোড়া! :P

৪৫| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
@শায়মা, X(X(X(
(ছড়াটা আগেই লিখেছিনু, তাই দিলাম...:()

হিরো আর কি কহিবে
বড় লস হল ম্যান, :(
টেনেটুনে আর দশটা বছর
বড় হনু না ক্যান?? :P

সেই ছোট থেকে তোমায়
চোখে চোখে রেখেছি,
সাহসে কুলোয়নি বলে
চুপচাপ থেকেছি!! :P

শেষমেষ তবু বলি
বাদ দাও ও মেকানি, :P
আগে তো বলিনি তোমায়
আমি হনু ত্রিপল'ই।



@মোরা হলো গুরুজন দুদিনের ছাত্র
এসেছিস এই ভবে কয়দিন মাত্র!
এসেই যে ভেবেছিস ধরা রে যে সরা
বেশি বাড় বাড়লেই কানে দেবো মোড়া!

যা যা যা, লিখ ছড়া
তোরাই হ সুকুমার, X(
কুলহীন কবির মত
লোক থেকে বহু ফার।

দেখি ক'জন তোরা
হোস গিয়ে নজরুল, X(
বেলা শেষে বুঝিবি
করেছিস কী যে ভুল।

বড় বাঁচা বেঁচেছি
বিয়ে তোকে করি নি,
এমন ডাইনি রুপ
আগে কেন দেখি নি!X(

জানিস তুই, কত মেয়ে
ঘোরে মোর পিছু,
ও পাড়ার অর্পা, শিমু
বলি তার কিছু।

মেকানিকের মাথাটা
খাচ্ছিস তো চিবিয়ে,
তোর মত হাতিকে সে
পুষিবে আর কি দিয়ে!!:P

তবু বলি ও বেচারাকে
দিস নাকো কষ্ট,
ব্লগে থেকে করিস না
নতুন প্রেম নষ্ট!!(যা, গিয়ে বরের সাথে গপ্পো কর....) X(





পুনশ্চঃ
আর লিখতে পারব না।
পেয়ারা কুচিকুচি করে কেটে কাঁসুন্দি দিয়ে মাখিয়ে খেতে দারুন লাগে। :P

৪৬| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: সব মাথার উপর দিয়া গেল। আমি ব্লগে নাই আর এদিকে কত কি হয়ে গেল। এইডা কোন কথা? X( বিচার হব্বে বিচার।

৪৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

শায়মা বলেছেন: @ পাঠকের প্রতিক্রিয়া


বয়সে হলেই বড়
বড় হওয়া যায় না
কত শত যদু মধু
পালাবা পথ পায় না..

কত হাতী গেলো তল
কত গেলো ঘোড়া
আর তুই আজ এলি
দুদিনের ছোড়া!!!

ওহ নো কি কপাল
এও ছিলো ঘটে
এলে বেলে চুনোপুটি
সাহসটা বটে!

ত্রিপলি কি হনুমনু
পাত্তা সে পায় না
ময়ূর পালক পরে
কাক ময়ূর হয় না!!!!!


:P

৪৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: @ পাঠকের প্রতিক্রিয়া






আহলে কি আহলাদ কাসুন দিয়ে পেয়ারা
খেয়ে খেয়ে আজ তোর এই হাল চেহারা!

যাই হোক শোন তুই আজ এক গল্প
এক ছিলো শিয়ালজী তার কথা বলবো।
পায়না সে খেতে আজ চুরি ধারী করে
তাই তো সে একা বনে অনাহারে মরে।
নেই গায়ে জোর তার চার পা তো চলে না
নো পাত্তা কেউ তার সাথে কথা বলে না।
ধুকে ধুকে মরে যে সে ডিগডিগে শরীরে
না খেয়ে যে মরলাম কি যে আমি করি রে।
মিন মিন করে কাঁদে খিনখিনে গলা
তবু কেউ তারে পেলে দেয় বাঁশ ডলা।
একদিন শেয়ালটা চলছিলো বনে
থোকা থোকা আঙ্গুর দেখলো সে ক্ষনে
লাফ দিয়ে ট্রাই করে আঙ্গুর ধরতে
বুক ধড়ফড় করে যায় বুঝি মরতে।
থেমে থেমে বার বার ট্রাই করে অবিরল
না পারিয়া বুঝে চাঁদু কত ধানে কত চাল!
শেষে মেষ ক্ষেমা দিয়া চোখ করে কটমট
বলে সোনা যাদু মনি " আঙ্গুর ফল টক" !!!!



সেকেন্ড পার্টের জবাব...... :)

৪৯| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৬:১৭

কাওসার চৌধুরী বলেছেন:



ছড়ার যাদুকর, কই আপনি?

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাত সকালেতে হেড়ে
ডাকিছো হে কারে?
প্রামানিক? লিটুদা?
না শায়মা আপারে?

৫০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @জান্টু আপু, শায়মা
হবে সে দাইমা??:P



খোঁচামারা মন্তব্যঃ

1. আমি হনু আসল হিরো
তোকে কি ভয় করি??X(
আমার কি লাভ? তুই যদি হোস
পেত্নী কিংবা পরী!!:P




একটা ছিল শেয়াল ভায়া
বুদ্ধিতে সে চালাক, ;)
মাথায় তাহার ফন্দি শুধু
ভয়ে সবাই পালাক!

হাঁস-মুরগি, কুমির ছানা
বাদ যায় না কিছু,
টক-মিষ্টি আঙুর ফল
কাঁঠাল কিংবা লিচু।।:P

শেয়াল যে খুব ধূর্ত প্রাণী
জানো নাকি তুমি?
পুরান অনেক শেয়াল ছিল
এখন তারা ঘুমি??:P

পুনশ্চঃ
আঙুর ফলের ভাগ না পেলে
দেব গোড়া কেটে, (আঙুরগাছের)
আমি যদি না পাই আঙুর
যাবে না কারো পেটে।:P:P



ছবিঃ সাবা।

৫১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

মেহবুবা বলেছেন: আসলে কি হলো ?
খুব জানতে ইচ্ছে করে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কি?
কাল্লু না মরেও শহীদ....... /:)

৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

এনজেল৩০ বলেছেন: হা হা হা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার লিখা নীরার বিয়ের ৯ম অংশের পার্ট টু পড়েছি।
বেশ লেগেছে। চলুক.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.