নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

ট্রিবিউট টু \'এবি\'

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০



'সেই তুমি' আর গাইবেনা কেউ
সেই দরাজিয়া স্বরে;
'রুপালী গিটার' ঠিকি ফেলে আজ
চলে গেলে চিরতরে।

'শেষ চিঠি' হায় শুনিয়েই গেলে
এই ঘুম ভাঙ্গা শহরে;
পালাতে চাইলে পালানো কি যায়
হৃদে যে দাপটে রহো রে।

কষ্ট পেতেই ভালোবেসে শেষে
একি হায় দিয়ে গেলে;
ফেরারি মন সে ফেরারীই হলো
ঘর ছাড়া সুখী ছেলে।

সত্যিই কেউ বুঝেনি তোমারে
হাসতে গাইতে দেখে;
হারিয়ে বুঝেছি হারানোর দুখ
হারিয়েই লোকে শেখে।

কাঁটাতার ছিড়ে নেই কোথা বাকি
দুই বাংলার ভূমি;
বাঙ্গালি পাবেনা গায়নি যে কভু
'সেই তুমি' 'সেই তুমি'।

রাজ করেছিলে সকল হৃদয়ে
আছে যা বাংলাভাষী;
ভুলবোনা 'এবি' ভুলবোনা কভু
ভালোবাসি ভালোবাসি।



মন্তব্য ৫০ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরম করুনাময় তাকে জান্নাত দান করুন

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



একচালা টিনের ঘড়
এই আপন এই পর
সবাই তো যা যা বর
তবুও বানাই ঘড়........
আরও বেশি কাদালে
চলে যাবো ওপারে.......


বড্ড অভিমান নিয়ে সত্যিই ওপারে
চলে গেলেন আইয়ুব বাচ্চু
(ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি
আল্লাহ পাক রাব্বুল আল আমীন তাকে
জান্নাত বাসী করুন। আমীন। সুম্মা আমীন।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গানের কলি সব অদ্ভুতভাবে মিলে যাচ্ছে যেনো !!

বড্ড অভিমান নিয়ে সত্যিই ওপারে
চলে গেলেন আইয়ুব বাচ্চু
(ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি
আল্লাহ পাক রাব্বুল আল আমীন তাকে
জান্নাত বাসী করুন। আমীন। সুম্মা আমীন।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় গুরু এবি!র জন্য । ওপাড়ে শান্তিতে থাকুন- আপনি...

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওপাড়ে শান্তিতে থাকুন- আপনি... |-)

আমিন

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাঁর প্রায়ত আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।

সকল খেলা সাঙ্গ হলে
যাইযে চলে
সকল প্রিয় ফেলে - -

কেন এ আসা যা্ওয়া ভাবি নয়ন জলে
কোথা থেকে আসে মানুষ
কোথা যায় চলে???

শিল্পীর গানের কথায় কথায় স্মরণ ছড়ায় মুগ্ধতা
+++

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেন এ আসা যা্ওয়া ভাবি নয়ন জলে
কোথা থেকে আসে মানুষ
কোথা যায় চলে???
|-)

এসছি বলে যেতেই হবে
বড্ড নিঠুর রীতি;
যাবার যে জন যাবেই চলে
পোড়ায় কেবল স্মৃতি।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা করছি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আল্লাহ রাব্বুল আ'লামিন তাকে কবুল করুন, আমিন।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ওনার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী। ওনার রুহুর শান্তি কামনা করি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চির শান্তিতে থাকুন প্রিয় এবি

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: আজ সমস্ত বাংলাদেশ জুড়ে শুধু একটি নাম আইয়ূব বাচ্চু। বোঝাই যাচ্ছে কতখানি অধিকার করেছিলেন তিনি আমাদের।

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
তবু ভালোলাগা ভালোবাসার তুমি, আমার বাংলাদেশ..............

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
বিনম্র শ্রদ্ধা উনার প্রতি ।

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিনম্র শ্রদ্ধা.....

৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

আখেনাটেন বলেছেন: উনার রুহের মাগফিরাত কামনা করছি।

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন...

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৪

শায়মা বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা!

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রেস্ট ইন পিস...

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ কণ্ঠের অধিকারী শিল্পী গেয়েছেন মন ছুঁয়ে যাওয়া অনেক অসাধারণ গান | "সেই তুমি কেন এতো অচেনা হলে" গানটি সারাটা জীবন আমার হৃদয় জুড়ে থাকবে | কি এক সম্মোহনী শক্তি ছিল তার কণ্ঠে | আমি যখন দেশ ছেড়ে প্রবাসী হতে যাচ্ছি সেই সময় আমার শিশু কন্যারা (সবে মাত্র হাঁটতে শিখেছে) আইয়ুব বাচ্চুর গান শুনলেই দাঁড়িয়ে যেত এবং মাথা দুলিয়ে নাচের চেষ্টা করতো |

১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রথম পরিচয়ের দিন চিটাগংএর ছেলে জেনে অকৃত্রিম হাসিতে পরম মমতায় হাতটা ধরে জোরে ঝাঁকুনি দিলেন। আমিও দু'হাতে হাতখানি ধরে পরম আন্তরিকতায় জিজ্ঞেস করলাম কেমন আছেন বদ্যা?
স্বভাবসুলভ ভাবুক মুডে বললেন, কেটে যাচ্ছে রক্ত বেরুচ্ছেনা............. #:-S

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩

ঢাবিয়ান বলেছেন: বড় হয়েছি বাচ্চুর গান শুনে। এদের স্থান পুরন হবার নয়।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার নাতিপুতিরাও সেই একি গান শুনে বেড়ে উঠবে.............

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

এ.এস বাশার বলেছেন: গুরুকে নিয়ে কবিতা...সুন্দর হয়েছে...

শ্রদ্ধা ও ভালোবাসা গুরুর প্রতি....

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরু ঘুমোক শান্তিতে.........

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: তিনি তার গান দিয়ে কয়েক প্রজন্মকে একসাথে বেঁধে রেখেছিলেন।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আপনার শ্রদ্ধাঞ্জলি খুব সুন্দর হয়েছে। + +

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আল্লাহ রাব্বুল আ'লামিন তাকে জান্নাত দান করুন, আমিন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

শিখা রহমান বলেছেন: সব প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে, যাদের সুরে-কবিতায়-গল্পে বাঁধা আছে আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য!!

শ্রদ্ধাঞ্জলি সুন্দর হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে জানে,হয়তো শিঘ্রী আমরাও...
হারাতেই যে এসেছি

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

তারেক ফাহিম বলেছেন: উনার জন্য শ্রদ্ধা।

ভালো থাকুক প্রিয় ব্যক্তিটি।

ছড়ায় মুগ্ধতা।

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো থাকুক, শান্তিতে থাকুক............

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

মলাসইলমুইনা বলেছেন: অনেক দিন আগে ফেলে আসা চিটাগাংএর কথা, কলেজের করিডরে কাটানো দিনগুলির কথা মনে করিয়ে চলে গেলেন আইয়ুব বাচ্চু !

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আহা স্মৃতি.......
আপনি কি চাঁটগার?

১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর হবেনা সেই গান !

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবু সৃষ্টিতেই বেঁচে র'বেন............ |-)

১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৯

সোহানী বলেছেন: নক্ষত্র হয়ে থাকবেন তিনি সবসময়ই, প্রিয় এবি। হলের একটা প্রোগ্রামে স্বস্ত্রীক প্রথম দেখেছিলাম। ...........

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একদম,
চির নক্ষত্র হয়েই থাকবেন।
.
.
.
.
.
স্বস্ত্রীক দেখেছিলে !!! B:-) B:-)

২০| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: আমার আর এবির জন্মস্থান একই ভাবতেই ভাল লাগছে।
মহান আল্লাহ তিনাকে ক্ষমা করুন।

২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলেন কি!
চিটাগং?

২১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

সোহানী বলেছেন: হুম, ফার্স্ট ইয়ারে নবীন বরন প্রোগ্রামে এসেছিল। এবং তখন মাত্রই বিয়ে করেছিলেন তিনি।............ কেন তোমার হলে ও তো প্রোগ্রামে আসতেন।

২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি এবি'র অনেক লাইভ কনসার্ট দেখেছি। ইন্টারে পড়ার সময়ই প্রথম তার কনসার্ট দেখি তেজগাও কলেজে। তখন আমাদের সবচেয়ে বড় এন্টারটেনমেন্টই ছিলো এই লাইভ কনসার্ট। যেখানেই কনসার্টের খবর পেতাম ৪০/৫০ বন্ধু একসাথে চলে যেতাম রাস্তার ট্রাক থামিয়ে। সেও ছিলো আরেক এডভেঞ্চার মাইরি। আমি পড়তাম তিতুমির কলেজে। আমার কলেজ ছিলো ঢাকার মধ্যে কনসার্টের জন্য সবচেয়ে বিখ্যাত। ছাত্র রাজনীতির সবচাইতে বেশি এক্সেস ছিলো তিতুমিরে। ফলে ছাত্র সংসদ নির্বাচন, নবীন বরন এবং বিভিন্ন উপলক্ষ্যে দল-লীগ-বাম আর অন্যান্যরা এমনকি শিবিরও নিয়মিত কনসার্টের আয়োজন করতো। আর সে কারণে অন্যান্য কলেজের বন্ধুরাও আমাদের সাথে এক্সট্রা ভাব জমানোর চেষ্টা করতো। এর কারণও আছে। কারণ তখনকার কনসার্টে মাঠ ভর্তি হাজার হাজার দর্শক ছিলো খুব কমন একটা ব্যপার। ঐ যে বলেছি সে সময়ে কনসার্টই ছিলো তরুন-যুবা সমাজের সবচাইতে বড় এন্টারটেনমেন্ট এবং ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ। কনসার্টের দিন জায়গা দখল করে রাখা এবং স্থাণীয় রঙবাজি ও দাপট দেখানোও ছিলো এক ধরনের ফ্যাশান। আবাে প্রত্যেক কনসার্টে মারামারিও ছিলো খুব কমন একটা ব্যাপার। কত্ত কত্ত জটিল সমীকরন আর ডাইমেনশন মাইরি। ইভেন আমাদের ঢাবি'র কনসার্টেও আমরা কলাভবনের পুলাপানেরা কিন্তু কার্জন আর কমার্সের পুলাপানরে স্পেস দিতাম না। তোমার মনে আছে ৯৭এ বিজয় দিবসের কনসার্টে (ফিডব্যাক+ফিলিংস) টিএসসিতে অনেক বড় গ্যাঞ্জাম হয়েছিলো? গুলাগুলি হলো, গুলিবিদ্ধ হলো। হকিস্টিকের বারিতে হাত ভেঙ্গে আমি ১মাস হাসপাতালে ছিলাম। নিজের ভাঙ্গার আগে না হলেও এক হালির ভেঙ্গেছি। আরেকবার বুয়েটের কনসার্টে (মাইলস) একই বছরে মাথা নাক ফেটে একাকার দশা। এমনই ছিলো আমাদের সোনালী জীবনের কনসার্টের রোমাঞ্চকর সব অভিজ্ঞতা। প্রতিটি কনসার্টের অভিজ্ঞতা নিয়ে একেকটা জম্পেস পোষ্ট লিখা যাবে।
মিসেস এবি'কে দেখেছি কিনা মনে করতে পারছিনা তবে একটা সময় তার সাথে সখ্যতা ছিলো। বেশ কয়েকটা কনসার্ট আয়োজনের অভিজ্ঞতা হয়েছিলো। যে কোন কনসার্টের জন্য এবি এবং জেমসই ছিলো ফার্স্ট চয়েস। কারণ স্টেজ পার্ফরমেন্স এবং শো জমানোয় এ'দুজনের জুড়ি মেলা ভার। তখনকার সময় একটা কথাও প্রচলিত ছিলো ছাত্র সংসদ নির্বাচনে এবি বা জেমসের কনসার্ট মানে দল পাশ নিশ্চিত। আসলেই তা ফ্যাক্ট ছিলো। ছাত্রছাত্রীরা কনসার্টের ওজন বুঝে ভোট দিতো।
শেষ দেখা হয়েছিলো ২০১২তে কক্সবাজারে।
আমাদের সময়ে এবি প্রত্যেক কনসার্টে শো শেষ করতো কোন গানটা দিয়ে বলতো?

২২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

সুমন কর বলেছেন: কোন দিন ভুলতে পারবো না............

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কখনো নয়... |-) :-<

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


এই বছরের শেষ তাকে সামনে থেকে দেখছি লাইভ কনসার্ট এ । অফিশিয়াল হওয়ার কারনে তার কাছে যাওয়ার শুযোগ হয়েছিল । দারুন লেগেছে ।

সকালে অফিসে বসে যখন প্রথম শুনলাম সত্যি আমি বিশ্বাস করিনি । দুপুরের পর বিশ্বাস হয়েছে । আমার অফিসের পাশেই ছিলেন শেষ দেখা করতে পারলাম না

" সেই তুমি আর শোনা হলো না "

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষদিকে তার চেহারায়ও কিন্তু একটা ক্লান্তির ছাপ এসেছিলো। রংপুরের লাস্ট কনসার্টে টিভিতে লাইভ দেখেও আমার কিন্তু ঠিক তা-ই মনে হয়েছিলো। ঠিক একদিন পরেই.......... :(

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লিখেছেন। এবি'র মত লিজেন্ড কখনও হারিয়ে যাবে না। তাঁরা পৃথিবী থেকে চলে গিয়েও আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তবে আফসোস! বাংলাদেশের জন্য অনেক বড় একটি লস ছিল। এমন প্রতিভা হাজার বছরে একবারই আসে।
যাই হোক, শুভকামনা রইলো। :)

১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বড় লসতো বটেই, অপূরণীয় মাইরি।
সম্ভবত ফেবুতে একটা স্টেটাস দেখেছিলাম অনেকটা এরকম;
কয়েক বছরের সাধনায় হয়তো একজন ভালো গায়ক পাওয়া যাবে
কয়েক যুগের সাধনায় হয়তো একজন ভালো সুরকার পাওয়া যাবে
শতবছরের হয়তো একজন ভালো গীতিকার পাওয়া যাবে
কিন্তু হাজার বছরের সাধনায়ও আরেকটি আয়ুব বাচ্চু পাওয়া যাবে না
আসলেই তাই।
তিনি বেঁচে রবেন তার সৃষ্টিতে, আমরা তার সৃষ্টিতেই তাঁকে খুঁজে বেড়াবো.............
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা।

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:০৫

বলেছেন: বিনম্র শ্রদ্ধা,

আত্মার মাগফিরাত কামনা করছি।


দারুণ লেখা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিন,
অপারে ভালো থাকুন প্রিয় এবি

মন্তব্যে ভালো লাগা
পাঠে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.