নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
পোষ্ট ভাবনাঃ গণতন্ত্রের উল্টো কথা-ছড়ারাজ প্রামানিক
হলোই না হয় চোর বাটপার
ঠগ বা ওদের দালাল;
দলের টিকেট পেলেই তো ব্যস
সব হয়ে যায় হালাল।
কে দাঁড়ালো সে কেবা চায়
মার্কা বাপু মুখ্য;
সুখ কিবা দুখ মার্কা তরেই
হিসেব অতি সুক্ষ।
যে-ই বা এলো পক্ষে তো ব্যাস
সে-ই সে পরম মিতা;
টুঁ শব্দে কেউ করলে ক্যাঁ কোঁ
ধিক তারে ধিক ছিঃ তা।
করলো কে কি ধুত্তুরি ছাই
দল ক্ষমতায় চাইরে;
বাঁচা-মরার এ লড়াইয়ে
ভাই মারে আজ ভাইরে।
ডেমোক্রেসির পিল গিলিয়ে
দেশ করেছে ভাগরে;
ভর করেছে জাতির ঘাড়ে
হিঁসহিঁসে দু'নাগরে।
নাকের ডগায় ফ্ল্যাগ উঁচিয়ে
নাগ কি ঠাঁটে চলছে!
নাগিন নাচে মাতাল জাতি
জ্বলছে শুধু জ্বলছে।
কে বুঝাবে দুখের কথা
কইলে ক'বে উসকানি;
হক্ব কথাতে জাতির জাগে
অন্ডকোষে চুলকানি।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইশশ, ১টা অক্ষর মিস করে গেছেন
২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
বাকপ্রবাস বলেছেন: হে হে হে হে
গণতন্ত্রের পিল খেয়েছি
কিছু বলতে চাইনে
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা সেই অমর বটিকা খাওয়া বানর সুন উখোং.........
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য। বাংলার মানুষ ক্যান্ডিডেট দেখে ভোট দেয় না, ভোট দেয় প্রতীক দেখে।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি কি?
ক্যান্ডি না ব্রান্ড
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
ফোয়ারা বলেছেন:
ওরেব্বাস ফাটাইয়া দিলেন তো।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সামলে ভায়া...
৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চুলকানির জন্য ১০০%গ্যারান্টি যুক্ত মলম...
পাগলা মলম
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চুল্কানি সারলেই বুঝি নিচের ছবিদ্বয়.........
৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক করেছি বড় হলে
কোরবো নিজেই দল,
দেখা যাবে কার বাহুতে
আছে কত বল...
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশ লেগেছে আইডিয়াটা
বুদ্ধি তোমার কি যে;
সেই সে ভালো নিজেই নেতা
নিজরে দেবো নিজে।
৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
গণতন্ত্রের শ্লোগানেতে
চলছে পরিবারতন্ত্র
যে ধরিবে হাল ভাই
সেই তো পাবে মন্ত্র
# মন্ত্রিত্ব পেতে চাইলে আমার নেত্রিকে নিয়ে নির্বাচনী প্রচারনা মূলক ছড়া লিখতে পারেন! (কাউরে বইলেন না )
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমিও কি কম চালু
পেতে থোরা ফায়দা;
ফোকাসে আসতে তাই
ধরি এই কায়দা।
৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভোটটা কিন্তু ......... চাই
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা... আমি ঝাঁঝালো চকলেট!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুমম, আমিও
বদি মামা নাই তাই মনটা খ্রাপ..........
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাহ হাহ হা
পেছনে আমরা আছি!
লুটুপুটিতে সেরম পারদর্শী
ভয়হীন চালিয়ে যান হাসি হাসি
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভয় মানে কইছো কি
ডরে কাঁপে বুকটা;
আমি ভায়া মাল সদা
'সরকারি' লোকটা।
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ব্যাপাক বিনোদন পাইলোম
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিরিয়াস কোবতেয় বিনুদিত দেখিয়া হতাশ হৈলেম
১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আচ্ছা, একটা সহজ প্রশ্ন,
প্রমানিক দা আর আপনারা এইসব জঠিল ছড়াগুলো কী খেয়ে লেখেন?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরুর গুলান গুরুই আর আমার গুলান শায়মাপু
১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: Awesome
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আবার কি গো?
গালি বুঝি হ্যা গো?
১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
আরোগ্য বলেছেন: এক্কেবারে ফাটিয়ে !!!!!!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহে না না
আরোগ্য ফাটিলে মগো কি উপায়?
১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শায়মা আপু তো জঠিল একজন মানবী। উনারে নিয়ে আমার ব্যাপাক কৌতুহল। একই মানুষ এতোসব পারে কেমনে?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস...তিনি রক্তমাংসের মানবী নহে
১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ছটা বলে ওভার বাউন্ডারি আর কি!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিওনাকো আর পাম
এই ভর সন্ধ্যে;
তোমাদের কি বা হাল
'দিদি' 'মোদি' দ্বন্দ্বে?
১৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কন কী মিয়া,
তাহলে?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুশশশ,
রাতে সে নাম মুখে আনতে নেই...........
১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ, তাহলে এখন দিনের অপেক্ষা ;(
তারপর আপনি সুস্থ আছেন তো?
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দোয়া পড়ে ফুঃকি ভায়া
বুক কাঁপে ডরে;
এখন না কবো কথা
কবো সবি ভোরে।
১৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১
নীল আকাশ বলেছেন: হোক না জামাই ইয়াবা সাপ্লাইয়ার
তাতে কি বা যায় আসে,
মার্কার একটা সীল মেরে দিলে
বউ এমপি ইসি মুচকি হাসে!
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদিভাবী একায় কি তায়
রানার বাপও নাচে;
ব্যস হয়েছে সব হালালি
কলংক আর আছে?
২০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। খুবই ভালো লাগল। ধন্যবাদ এই ছড়ার জন্য।
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গুরু খোশ মনখোশ
খুই সুখে দিশে;
এভাবেই রেখো গুরু
সদাগো আশিষে।
২১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক বলেছেন: সে আবার কি গো?
গালি বুঝি হ্যা গো?
ওগো গালি নয় ওটা গাড়ি হবে
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে আমায় কেনো?
ড্রাইভার চাই না ম্যাকানিক?
ওহহ, ধাক্কা বুঝি?
২২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
ঢাবিয়ান বলেছেন: ইলেকশশনে যেই দাড়াক, শ্লোগান একটাই।
......... চরিত্র
ফুলের মত পবিত্র।
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদি রানা কেউ নেই,
সে আর পেলেম কোথা........
২৩| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ওসব বাদ দিয়ে আসেন ইলিশ ভাজা খাই,
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার পক্ষ হৈতে ভায়া,
নৌকো না শীষ?
২৪| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: Hey little Porsche, I wanna try ya
Crazy baby girl, there ain’t nothing like you
Hey little Porsche, so right I had to get ya
B-b-back it up, let’s roll, roll, roll
Girl lets go
You sexy thing, you turn me on,
I need a private show, here on the lawn, in my garage
I think you on a row, hey Porsche girl
I think you know what I wanna do
Come on let me slide under so I can work on, work on you
I wanna take your top off, celebrate this champagne pop-off
Yeah, we could turn the clocks off
No rush, baby we could just park somewhere
I don’t need nobody’s permission
No keys, push start to ignition, say
Hey little Porsche, I wanna try ya
Crazy baby girl, there ain’t nothing like you
Hey little Porsche, so right I had to get ya
B-b-back it up, let’s roll, roll, roll, roll
Na-na-na-na-na-na, hey Porsche
I want you, na-na-na-na-na-na
Hey Porsche, na-na-na-na-na-na
I, I want you
Girl you know,
Damn I’ve been dreaming about the day you let me take you home
Just for a week and maybe more
Just say it, say I’ve never seen an ass like that
You gon’ make a nigga crash like that
Since I seen you in the window, knew what I was in for
Spending every rack on that
I wanna take your top off, celebrate this champagne pop-off
Yeah, we could turn the clocks off
No rush, baby we could just park somewhere
I don’t need (I don’t need) nobody’s permission
No keys, push start to ignition, say
Hey little Porsche, I wanna try ya
Crazy baby girl, there ain’t nothing like you
Hey little Porsche, so right I had to get ya
B-b-back it up, let’s roll, roll, roll, roll
La-la-la-la-la-la, hey Porsche
I want you, na-na-na-na-na-na
Hey Porsche, na-na-na-na-na-na
I, I want you
I wanna see how fast you can go
See how you handle as I’m losing control
As I make you turn away
Hey, let me turn up your sun
T-t-turn it uṗ and now here we go
Hey little Porsche, I wanna try ya
Crazy baby girl, there ain’t nothing like you
Hey little Porsche, so right I had to get ya
B-b-back it up, let’s roll, roll, roll, roll
Na-na-na-na-na-na, hey Porsche
I want you, na-na-na-na-na-na
Hey Porsche, na-na-na-na-na-na
I, I want you
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: Who's the good boy? I hear you crying
Without saying anything everybody
Is worried about you things never
Changed have you ever seen him in his
Beautiful eyes ............................
২৫| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুঝা গেল দিনকাল ভালই যাচ্ছে!
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কইতে এসেছি ভোরে
তুমি নাই তুমি নাই;
ফের নেমে এলো সাঁঝ
ধ্যূৎ ছাই ধ্যূৎ ছাই।
২৬| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভোটটা কিন্তু ......... চাই
অবশ্যই।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুরভী ভাবীরটাও কিন্তু.........
২৭| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
মনিরা সুলতানা বলেছেন: বেশ লিকেছেন দাদা।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে দিদি যে,
সব ভালোতো?
জামাই বাবু না আজ পুরো পাঁচশো রসোগোল্লা নিয়ে এলো! (হাফকেজি)
কি কান্ড বলুনতো মাইরি!
বলি এতো খরচা করলে চলে!!
মা বাবা বৌদি দাদা পিশি পিশে মেসো মাসি খুড়ো খুড়ি ঠাম্মা ঠাকুরদা আমি বিল্টু কানাই শিবু তপসে রুমু ঝুমু শিপ্রা খগেন মধু গবা টেঁপি বোঁচা অনিক গেমু ভৃগু অক্ষর ইতি মিথী বৃতি বিথী টোকন ছোটন বাবু সামু রাজু গিট্টু নীলা আর নীরা খেয়েও পুরো একখানা বেঁচে গেছে মাইরি!!
এসে আর্ধেক খেয়ে যাবেন কিন্তু...............
২৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
আখেনাটেন বলেছেন: নিচের ছবি দেখে হাসতে হাসতে শ্যাষ।
--এত উকুন নিয়ে কি করে ঘুমাস বু তুই!
--হুম; এই বদের হাড্ডিগুলো মোর জীবন ঝালাপালা করে দিল! এত এত পুষ্টির যোগান দিচ্চি, তারপরও এদের খাওয়ার সীমা পরিসীমা নেই।
--এরা এরকমই। খালি খাওন চায়। ভুখা-নাঙা প্রাণী। খালি খায়। এদের নিয়ে কি করা যায় বলত বু।
--কি আর করা! টিপে টিপে মেরে ফেল। যতই মরবে ততই লাভ। মাথার জ্বালা কমবে। শান্তিতে ঘুমানো যাবে।
অাচ্ছা, এই উকুনগুলো কি হাড়জিরজিরে খেটেখাওয়া দুপেয়ে...
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আয়না দেখেছো কভু
বুঝবে সে অনায়াসে;
চমকে যেওনা দেখে
অতি চেনা মুখ ভাসে।
শিল পাটাতে নুড়োনুড়ি
মরছি মোরা পিষে,
দুই রাণীতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে???
২৯| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কে বুঝাবে দুখের কথা
কইলে ক'বে উসকানি;
হক্ব কথাতে জাতির জাগে
অন্ডকোষে চুলকানি।
জাতির একটা অংশ আছে
নাম তাগো বুদ্ধিজীবী
তাদের বয়ান লিখতে গেলে
নেট লাগবে ৩ জিবি।
চেটে পুটে সব খেয়েও
তবু বলে পোষে নাই
আমি শুনলাম চুলকাবে কি?
এদের নাকি কোষই নাই!!
তবুও
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে বলেছে কোষই নাই হে
কইছো মিছে ছি ছি;
গুনলে বরং বেশিই আছে
৩টা তাদের ........।
৩০| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও এইটা কোত্থেকে আইলও, কাইটটা দিমু কেমনে ?
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে কি ভাববে লোকে
কইতে সে উসখুস;
শেষ 'তবু'টা ঝুলছে দেখো
ঠিক যেনো ৩কো...।
৩১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
কই ছরাকার কই?।
পথো পানে চেয়ে মুরা
উদাছ হয়ে রই!
আপ্নে না থাকলে কমেন্ট শায়মা শায়মা করে জিকির করবে কে???
২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চিকনে ঝেড়েছো বিষ
বেশ তলে তলে;
জপ করি,বেশ করি
তোমা বুঝি জ্বলে?
৩২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
নজসু বলেছেন:
শ্রদ্ধেয় ছড়াকার প্রামানিক এর গণতন্ত্রের উল্টো কথা
ছড়াটাই আমার প্রথম পাঠ ছিল।
এর আগে আমি উনার কোন লেখা পড়িনি। এই ছড়াটার মাধ্যমে উনাকে আমি
প্রিয়দের একজন করে নিয়েছি।
আপনার ছড়াটাও জম্পেস হয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছড়ারাজ প্রামানিক ইদানিং শারিরিক অসুস্থতা এবং কর্মব্যস্ততার দরুন কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন ব্লগে। এ কারণেই তাকে হয়তো আপনার চোখে পড়েনি এদ্দিন। তবে জানা যখন হলো তার অনন্য সব নান্দনিক ছান্দসিকতার রসাস্বাদনে আর বঞ্চিত হবেন না সে নিশ্চিত। 'প্রিয়' না করে উপায় কি? খোদ কাব্যবিমুখ কাকুও তার গুণমুগ্ধ ভক্ত।
তার ছড়া পাঠের পর বাকী সব পানসে হয়ে যায়। তবুও আপনার বিনয়সুলভ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
হাহাহাহাহা
দারুন হয়েছে । গনতন্ত্রের উলটো রথ ।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনোনয়ন পত্র দাখিল করেছিলাম।
জিপি সিমের ২০টাকা লোন আছে বলে ঋণখেলাপি হিসেবে মনোনয়ন বাতিল
৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: একটা কোবতে লিকেচি....
একটু দেকো না
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোন্টে বলোনা গো.......
৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বলবো কোন্টে
খুঁজে লও না
০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কওই না বাপু, ইমুন করো ক্যান?
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো..একটু হাসি.।হা হা হা.......
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সিরিয়াস ছড়ায় হাসি!!
ধন্য মোর কবি গেবন..........
৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটা পুস্ট দিচি...
দেকতেই হবি
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেইখেচি লো মায়াবাবু
৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: খালি লাইক দিয়াই খালাশ
নাকি কারো মায়ায়
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমার লাহান অত গিয়ান কি আছে যে কমেন্ট করুম
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে কও
আমি কিতুই জানি না
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাইলে আমি কি?
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১তারিখ নতুন বৈ পাইছো?
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন:
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
হাবিব বলেছেন: বাহ বাহ বাহ.......জাক্কাস হয়েছে