নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'Love আজ -কাল\'

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭



প্রেমগুলো আজ রোমান্স খোঁজে
স্মার্টফোনেরই স্ক্রীনে;
আমরা ছিলেম স্কুল-গলিতে
দেখুক কেউ, রিস্কই নে।

প্রেমগুলো আজ আটকে আছে
সেট-মেন্যুতে ফাস্টফুডে;
আমরা ছিলেম মাঝ দুপুরে
ফুচকা-চা'য়ে ঘাস-রোদে।

প্রেমগুলো আজ এতই রঙীন
প্রাইভেসি সব টিকটকে;
আমরা ছিলেম একটু ছোঁয়ায়-
শ্বাসের মিটার ঠিক রুখে।

প্রেমগুলো আজ ফাস্ট ফরোয়ার্ড
লাভিউ শুনেই তরতাজা;
আমরা ছিলেম 'মরেই দেবো-
ভালোবাসার মর্যাদা'।

প্রেমগুলো আজ সকাল-বিকাল
ভীন মানুষের ইস্টোরি;
আমরা ছিলেম 'তুই কি আমার-
এক জীবনের ইশশ তোরই' ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন, প্লাস + +।
প্রত্যাবর্তনে সুস্বাগতম! অনেক শুভকামনা....

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উষ্ণ অভিবাদন আর সু-মন্তব্যের জন্য কৃতজ্ঞতা অনিঃশেষ প্রিয় অগ্রজ।
একে তো ছন্দ ভুলেছি সেই কবে পরন্তু মরার উপর গ্যাংগ্রীনতরো বিস্ময়ে এবং লজ্জায় কুঁকড়ে লক্ষ্য করলেম আমি সামুয় পোষ্ট করা ভুলে গেছি!!
গ্রেটার ফরিদপুরের খুব প্রচলিত এক্টা কথা আছে, 'না মাইরা ভাত খাওন যায় না..

হে সামুবাসী,
আমি দুষি, আমায় শাস্তি দিন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর।
সুন্দরতর।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব তো নিলা ইসপিশালিস্ট ভাব!!
'আজ' নাকি 'কাল' কুন্টা সেরা-
কও তো হোসেন সাব?

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

মা.হাসান বলেছেন: আপনি কবিতা লেখার মতো সুস্থ হয়েছেন দেখে খুব ভালো লাগছে।
এখন কি দেশে?

অনেক শুভ কামনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরিলে রাজ রোগেই,
ভোগে এবং ভোগেই।

মরার কথা ভুলো
আর তোমার কথা কও;
কেমন আছে গফ'রা সবাই
বাচ্চারা আর বউ?

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০

মা.হাসান বলেছেন: কেমন আছে গফ'রা সবাই
বাচ্চারা আর বউ?


ব্লগে ছিলেন না কিছু দিন। অনেক কিছু ঘটে গেছে। শেষের লাইনটা পাল্টাতে হবে। বউ এর যায়গায় বউরা করে দেন B-))

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছাদনাতলার থার্ডটুকুতক জানি,
এই ছিলো মোর জ্ঞাণের ষোলআনী।

মরনতলায় গিয়েছো বুঝি আরো !
ভাইয়া তুমি পারোও বাপু পারো !!

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালো আছেন?

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরেহ, কাকুকে পেয়েই চনমনে হয়ে গেলুম মাইরি। খানিক আগেই ভাবছিলেম আপনার কথা।
কাকু কেমন আছেন?

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আমরা ছিলাম কলির যুগে
যুগটা এখন ডিজিটাল
অ্যান্ড্রয়েডে ল'ভ করে সব
কাটায় বেদম বিজি কাল


অনেকদিন পর দুর্দান্ত ছড়ায় ফিরলেন দেখে ভালো লাগলো। আশা করি শরীর সুস্থ।

আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। দোয়া করি আপনার জন্য।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'ডিজে' এবং 'টাল'-
লোক দেখানো নেশার ঘোরেই
সব কি উন্মাতাল?

হিজিবিজি তাল-
টাইমপাসই আজ মুখ্য
কেবল বোঝে নিজই তাল!

মোদের চিঠিকাল-
নয় ডিজিটাল
তবুও সেরা
মোদের ইজি কাল।
_____________

শেকড় ডাকেই
প্রাণের টানেই ফেরা;
সামুর মানেই
মায়ার বাঁধন ঘেরা।

এই যে বলো
কেমন আছিটাছি?
এইটুকুনই সঞ্জীবনী
এ সম্বলেই বাঁচি।

কি সব আহা
কইলে ছোঁয়া ছোঁয়া;
সত্যি হলেম প্রীত
আর তোমার তরেও দো'আ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

ঢাবিয়ান বলেছেন: ব্লগের কবিতা আমার দুই চোখের বিষ :`> । কিন্ত আপনার কবিতা মানেই একরাশ ভাল লাগা ।++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই যে তুমি পাম্পুগুলোন দাও,
জেনেও সিনা দশহাত ফোলে ফাও।

তোমার তো বিষ
আমার এসিড লাগে;
কিড়মিড়ি এক
ফিলিংসটিলিংস জাগে।

বুঝিনা ছাই
এত্ত কিছু রেখে;
পাগলা কিছু
কোবতে কেনো লেখে?

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি মোটামুটি।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত্নে থাকুন, ভালো থাকুন প্রিয় কাকু।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪

নেওয়াজ আলি বলেছেন: l অপূর্ব প্রকাশ, শুভ কামনা ।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালো লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু-
হৃদে দাগ কাটলো।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছে পাম, ধ্যাৎ
কিসে পেলে গ্রেট?
চ্যাংড়াগুলো না আমাদের ভাবে
'গেঁয়োভুত' এন্ড 'ক্ষেত'!!

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবকিছু পরিবর্তনশীল।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'ম'এর মডার্ন কোড বুঝি আজ
জিরো সিক্স জিরো ফোর?
আমি না এখনো শায়মা'র মতো
সেকেলেই ধুত্তুর..... |-) /:)

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: সহজ সুন্দর কবিতা...
ভালোলাগা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্যাঁচের কবিতা-
শায়মাই যত লেখে;
কত বলি শেখো-
গোঁয়ার কখনো শেখে?

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

শোভন শামস বলেছেন: প্রেমগুলো আজ সকাল-বিকাল
ভীন মানুষের গল্প;
আমরা ছিলেম এক জীবনের-
একই সুখের কল্প।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কোট করেছো-
বল্লেনাতো ব্যপার?
ভাল্লেগেছে?
না ঘটনা ক্ষেপার?

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮

রামিসা রোজা বলেছেন:
আমরা ছিলেম মাঝ দুপুরে
ফুচকা-চা'য়ে ঘাস-রোদে ---একজেক্টলি ।
আর সাথে থাকতেই হবে নীল খামের কিছু চিঠি।
সুন্দর কবিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নীল খামের ঐ মানে,
চ্যাংড়াগুলো জানে?
সঙ্গে রাঙা গোলাপ-
হয়তো ওদের কাছে প্রলাপ!

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ অনেকদিন পর
কেমন আছো শরীর কেমন। দেশেই নাকি ইন্ডিয়া?

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুজোয় এবং ঈদে,
থাকিই তোমার হৃদে।

তুমি এলেই অন্য বাদ,
ও ছবিপু ধন্যবাদ।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর পেলাম, কেমন আছেন প্রিয়?
ছড়ায় বরাবরের মত ভালো লাগা।


১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর পেলাম, কেমন আছেন প্রিয়?
ছড়ায় বরাবরের মত ভালো লাগা

ফুল ফোটেছে বিয়ের
তাই ছিলেম হাওয়া-টাওয়া;
ফিরে এসেই প্রাপ্তি আমার
তোমার পাম্পু পাওয়া। ;)

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: ছন্দরাজ ভাই? খবর কি? আছে কেমন?
আজকাল প্রেম, ভালোবাসা সব হয় ভার্চুয়াল।
প্রোপজ হয় ফেবুতে
লাভার'স টক ম্যাসেঞ্জারে
ছ্যাকাও হয় ফেবুতে
সব শেষ ব্লকে মেরে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখলে সেকি ওরে,
ছন্দ দেখি তোমার ভায়া
টপাক টপাক ঝরে।

আমার খবর আর,
ছন্দ ভুলি কবেই
লেখায় কমেই গ্যাছে ধার।

যাগ্যে সেসব,
তোমার কথা বলো;
কাটছে কেমন কোভিডকালে-
প্রেম বা ক'টা হলো?

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

পদ্মপুকুর বলেছেন: আহা হা, ফুচকা চায়ে ঘাসে রোদেই আমাদের প্রেম ভালোবাসা আবার ফিরে আসুক...

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেই সুমধুর স্তব্ধ দুপুর,
শান্ত ছায়ার পদ্ম পুকুর,
সঙ্গে প্রিয়ার হাত;
একশত আট পদ্ম নীলে,
তিন প্রহরের মধ্য বিলে,
কত্ত নিঘুম রাত!

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মিছে পাম, ধ্যাৎ
কিসে পেলে গ্রেট?
চ্যাংড়াগুলো না আমাদের ভাবে
'গেঁয়োভুত' এন্ড 'ক্ষেত'!!

শুনু, ভূত আছে। আমি বিশ্বাস করি। দুনিয়াতে কত রকমের ভূত যে আছে। আধুনিক মানুষের কারনে আজ বহু ভূত বিপন্ন। ভূতদের হারিয়ে যেতে দেওয়া ঠিক হবে না। সংরক্ষনের ব্যবস্থা নেওয়া উচিত।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একরতি না কওনি তুমি বাড়িয়ে,
শায়মাপুকে দেইনি যেতে হারিয়ে। ;)

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ভালো লিখেছেন।সহজ সরল ভাষা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কঠিন কাব্য আমার কি আর আসে?
গেঁয়ো এসব পড়েই পাঠক হাসে। :(

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

ইসিয়াক বলেছেন:
+++
চেনা চেনা লাগে তবু অচেনা ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেকি!
তোমায়ও তো ফেবুতে প্রায় দেখি!!

সত্যি!
এই দুনিয়া কি ছোট এক রত্ত্যি!!

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

শিখা রহমান বলেছেন: চিঠি কি চিরকুট,
লাজুক বা মারকুট,
স্ক্রীনে কি ফোনে
সামনে বা মনে,
পরশু-আজ-কাল,
যাই হোক সাল,
দুজনেই আছি,
খুব কাছাকাছি।

ভালোবাসা প্রকাশের ধরন বদলাবেই। ভালোবাসা থাকুক তবু।

ছন্দের যাদুকর আবারো যাদুতে মুগ্ধ করলে। ভালোবাসা ও শুভকামনা।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: 'Love আজ -কাল' মুভি দুটা দেখেছি। একটা হিন্দি আরেকটা কোলকাতার।

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাব লাভ আজকাল মুভি বিষয়ে কিছু ছন্দের যাদুকর। মন্দ বলেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.