নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

"শুভ জন্মদিন" ছড়ারাজ প্রামানিক

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০১



'টিং টিঙা টিং' ফেবুর নোটিশ
হঠাৎ পেলেম,সে কি!
আজ ছড়ারাজ প্রামানিকের
জন্মদিনও দেখি!!

সামুর যখন ছন্দে খরা
এগিয়ে এলেন একই;
ছন্দে একাই ব্লগ মাতালেন
ঐ এক প্রামানকিই!

কে কি বলে থোড়াই কেয়ার
ছন্দ করেন ব্রত;
তার দেখানো পথটি ধরেই
আমরা আরো কত?

সবাই তো আর পথ হাঁটে না
পথ সে কারো গড়া;
পথিক জানুক এ পথ জুড়েই
প্রামানিকের ছড়া।

তার লেখণীর বলবো কিছু
নাই রে সে আস্পর্ধা;
আজ এ দিনে গুরুর তরে
কাঁচা হাতের শ্রদ্ধা।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
গুরু 'শুভ জন্মদিন'।

(রিপোষ্ট)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুনলাম উনি ষাট বছরের বুড়া হয়ে গেছেন। শুভ জন্মদিন। আপনাকেও শুভ রাত্রী ভ্রাতা। ;)

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মন মননে তিনি এখনো আপনার চেয়েও চ্যাংড়া হে দাদা... ;)

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: হা হা হা আমার নামে ছড়া দিয়ে ধন্য করায় ধন্যবাদ জানিয়ে গেলাম।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবখানি য্যান
আর লিখিনি আগে,
কষ্ট পেলেম,
গোস্যা অতি জাগে।

কও তো তুমি
আমার চেয়ে বেশি;
কে লিখেছে তোমায় অত
গুণেই দেখাও শ্যাষই।



৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগার প্রামানিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।
আমরা উনাকে মিস করছি ব্লগে

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা উনাকে মিস করছি ব্লগে

একদম, আমিও...

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: যাক প্রামানিক ভাই এর জন্মদিন উপলক্ষ্যে অন্তত লেখা পাওয়া গেল।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাড্ডেপার্টির সঙগিরি ছাড়া শিখেছিই বা কি :(

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: প্রামানিক ভাই এর জন্মদিন উপলক্ষে একরাশ শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবারও ঠেংকু বদ্যা...

৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক শুভেচ্ছা প্রামাণিক ভাইকে। চমৎকার নির্মাণ।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।
শুভ কামনা নিরন্তর।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রামাণিক ভাইয়া জন্মদিনে শুভেচ্ছা রইলো

আপনাকেও ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি শোকরিয়া ছবিপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.