নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

একটি আঙ্গুল

১৭ ই মার্চ, ২০২১ রাত ১০:৩০



একটি আঙ্গুল শিখিয়েছিলো
উঁচিয়ে সিনা তাকাস;
একটি আঙুল দেখিয়েছিলো
ভাঙতে এলে বাঁকাস;
একটি আঙুল বুঝিয়েছিলো
সবার আগে 'মা' খাস;
ঐ আঙুলই একটা জাতি
ঐ আঙুলই আকাশ!

আকাশ কাঁপা বজ্রপাতের
কন্ঠ ছিলো তাহার;
কন্ঠে শুনে হয়নি মাতাল
প্রাণ নাচেনি কাহার;
কন্ঠে ছিলো উপোষ লড়েই
স্বাধীণ হবার আহার;
কন্ঠ যেনো বুক চিতিয়ে
আগলে রাখা পাহাড়।

ঐ যে মানুষ 'বীর বাঙালী'-
জাতির সীমারেখা;
ঐ যে মানুষ বিশাল বুকে-
আকাশটাকেই দেখা;
ঐ যে মানুষ 'জয় বাংলা'-
দৃপ্ত শ্লোগান শেখা;
মানুষটা আজ কেমন আছেন-
লাগছে উদাস একা!!

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এই যে তুমি ভালোটালো বলো,
সত্যি ভাবি হয়তো কিছু হলো।

২| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: খুব সুন্দর ছড়া।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
নামও তোমার বটে,
আত্মা কাঁপে অতে।
নাম যেমনই কও কথা বেশ মিঠে,
গ্যাস্ত্রিকো কৈ, প্রবলেমো নেই ছিটে।

৩| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে। +
অনেকদিন পর আপনাকে ব্লগে ফেরা দেখে প্রীত হ'লাম।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার কমেন্ট পাওয়াও কি কম ভাগ্য,
ক'জন সামুয় তোমার মতন প্রাজ্ঞ?

৪| ১৮ ই মার্চ, ২০২১ ভোর ৬:০২

ইসিয়াক বলেছেন:




তোমায় পেলাম অনেকটা দিন পরে,
ব্লগ থেকে কেন থাকছো সরে?
কবিতা তুমি সবসময় ভালো লেখো,
সত্যি বলছি, তুমি মিলিয়ে দেখো।
এবার থেকে নিয়মিত তোমায় চাই,
শুভ কামনায় তোমার এই ভাই।
ভালো থেকো ভালো থেকো অনেক ভালো থেকো।
শুধু দাবি সামু ব্লগকে ভুলো না"কো।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ভুলবো সামু পাগল হলে নাকি?
মনটাকে তো সামুয় ফেলেই রাখি।
শায়মা আপুর কঠোরতম বারন,
এটাই আমার ব্লগ না আসার কারণ।
ব্লগ নাকি তার খাঁ খাঁ আমার জন্য,
আমি এলেই পায়না পাঠক অন্য।
আমার আবার মনটা মায়ায় ভরা,
তাই আসিনা,থাকুক কি আর করা?

৫| ১৮ ই মার্চ, ২০২১ ভোর ৬:১৯

শিখা রহমান বলেছেন: অসাধারণ কবিতা ও শ্রদ্ধাঞ্জলি!!

বিনম্র শ্রদ্ধা রইলো।
শুভকামনা নিরন্তর গুণী ব্লগার ও প্রিয়তম কবি।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
•ƸӜƷ•.((◕. ◕))•❥
এই যে তুমি পাঠক আমি কবি,
এই প্রেরণা,এই লেখার উৎসবই।
পড়বে বলেই ছন্দেরা দেয় উঁকি,
তোমার জন্য ছন্দের আঁকিবুকি।
তোমার জন্য ছন্দেরা হয় গান,
ছন্দ জুড়েই রাজ্যের অভিমান।
ছন্দে গোপন ইচ্ছেরা হোক ঢাকা,
ছন্দে আমার তোমার সনেই থাকা।

৬| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতি।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
হয়তো মতের ভেদ আছে,
তাই বলে কি পিতার সনে ছেদ আছে?

৭| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: গভীর অনুভূতি । পাঠে অপার মুগ্ধতা।

১৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কৃতজ্ঞতা পাঠে, শুভেচ্ছা সম্ভাষে;
এমনি থেকো সব লেখাতেই পাশে।

৮| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ...
এই যে তুমি ভালোটালো বলো,
সত্যি ভাবি হয়তো কিছু হলো।

হ্যা ভালো হয়েছে। রোজ একগাধা কবিতা পড়ি। তাই ভালো মন্দ কবিতা অতি সহজেই ধরতে পারি।

১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এবার কিন্তু বেশ দিয়েছো লজ্জা,
অমন ক'লে খেলুমই না ধ্যূৎ যা। :`>

৯| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ছবি নাকি ছড়া?
কোনখানা বেশি কিউট
সোজা কাকে ধরা?

ছন্দ না গদ্য?
কে সহজে দেয় ধরা
কেবা দুর্বোধ্য?

গদ্য না জেসনে?
যদি বলি বেছে নাও
হবে খুশি কে সনে?

১০| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: লজ্জা পাওয়ার কিছু নাই। লেখালেখি অব্যহত রাখুন।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
শুনিয়া তাড়িত হই,
ঠিকাছে তুমিই সই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.