নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

জ্বলুনি কা প্যায়ার

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১০:০২



এই যে সাজিস আমার লাগে ডর,
পাড়ার পুলায় সব'কটা খাচ্চর!

রোজ বিকেলে ঐ যে ছাদে যাস,
চোখ সেঁটে রয় সবগুলো বদমাশ!

ঐ যে হাঁটিস বারান্দাতে একা,
সকল ছুঁচোর ঘাড় সে চেয়েই বেঁকা!

সেই যে কেমন ভ্রু বাঁকিয়ে তাকাস,
কাক-শকুনেই ভর্তি পাড়ার আকাশ!

হাসলে তোর ঐ তিলের অবস্থানে,
হামলে তাকায় সব'কটা শয়তানে!

আবার যখন ফেসবুকে পোষ্ট দিস,
লাইকে ভাসায় তামাম সব ইবলিশ!

এই যে এত হারামজাদার ভীড়,
বুঝিস কি তুই কেউ কত অস্থির?

#কাটুসকুটুস_কাব্য

ছবিঃ
শায়মা আপুরে বলি
দিও ছবি এক;
স্যাটা স্যাট দিয়ে কয়
এঁকেছি কি দেখ?

সত্যি কি এঁকেছে-
না নেট থেকে মারা?
যে কোনটা হতে পারে
তারে চেনে যারা!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: প্রোপিকটা কার আঁকা ভুলে গেলে নাকি??
নেমক হারাম ভয়ানক তুমি এক দেখি।

আমার আঁকা কেড়ে নিয়ে জোরাজুরি করে
বসিয়েছো প্রোপিকেতে খুব দেখি জুড়ে।

এখন এসেছো সাধু এক চোখ কানা
তুমি দেখি পুরাটাই শয়তানের নানা।

শোনো শোনো ব্লগবাসি শোন কান দিয়ে
ভাইয়ার প্রোপিকটা দেখো মন দিয়ে।

শিল্পীটা আমি তার আর কেহো নয়
কিয়া বাত আঁকিয়াছি করো মোর জয়।
তবু শয়তানটার কি সে ছলা কলা
ইহারেই লোকে কয়
চোরের বাপের বড় গলা !

২৪ শে আগস্ট, ২০২১ ভোর ৫:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ভাষার কি ছিরি!
যেনো এঁকে দেয় ফিরি!!

নে রে বাবা প্লীজ বলে
ঘাড়-মাথা ডলে;
মানিব্যাগটাই নিলে
ছবিটার ছলে!

এইসব ওল্ড কেস
ক্যান আনো টেনে?
বলেকয়ে পিছলাও
জানে লোকে চেনে।

রাখঢাক রাখো ছাই
কও ধুত্তুরি;
কাল যে ছবিটা দিলে
এঁকেছো না চুরি?

২| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাটুস কুটুস কাব্য এখনো লেখা হয় দেখছি
ভালো

সুন্দর হইছে

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আমার তো আর তোমার মতন
অত্ত টপিক নেই;
আমার লেখা থমকে আছে
কাটুস কুটুসেই।

৩| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: দুধের স্বাদ মিটাবে ঘুলে......সাধে কী আর ;) ?????? !:#P

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
দুধ আর ঘোলের তফাৎ বুঝো বেশ,
তোমার গুণের নেই রে ভায়া শেষ। ;)

৪| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৮

টারজান০০০০৭ বলেছেন:
স্বাগতম! ব্লগে দেখিয়া খুশি হইলাম ! তোমার মনের রঙ দেখি শেষ হয় না ! ;)

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
রঙ আর কই
হালকা আঁচড় তুলির;
ঢাকুর ঢুকুর
বাজনা মৃদু ঢুলীর।

তোমার মতন
চিপায় গুজে রাখি;
রঙের ঝোলার
টুয়েলভ আনাই বাকি। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.