নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আকাশ চুরি!!

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:১৫



আমার গৃহে শোকের মাতম
প্রান্তর এ কারবালা;
জি-বাংলা নেই জলসাও নেই
অসহ্য তার জ্বালা!

গিন্নী তো প্রায় শয্যাশায়ী
বুয়াও মরে আধা;
পারবে তো আজ কৃষ্ণকলি
দ্বন্দ্ব-দ্বিধার ধাঁধাঁ!

মিঠাই কি সেই আগের মতন
অতীত ভেবে কাঁদে?
জুন গুহ আর ফেললো নাকি
শ্রীময়ীকে ফাঁদে?

হয়নি দেখা 'ক্রোড়পতি'
জিতলো কে আর কত?
দাদাগিরির নয়া সিজন
জমলো আগের মতো?

নতুন নতুন ঝগড়াঝাটির
শিক্ষা গেলো থেমে;
কার বা পতি আটকে গেছে
কার ননদের প্রেমে?

গিট্টুও নেই গ্যাঞ্জামও নেই
কেমন বেঁচে থাকা?
আমার গৃহে দুখের শোকে
থামলো সুখের চাকা।

অদ্ভুতুরে আজগুবে সে
ক্লীন ফিডেরই প্যাঁচে;
আমার গৃহের আকাশ উধাও
বৃথাই আছি বেঁচে!

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: আমি এই চেক করে দেখলাম ভারতীয় চ্যানেল বাদ গেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
চেক করেছো মাত্র!!
আমার ঘরে আজ দুটোদিন
অমানিশার রাত্র। |-)

২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:৩২

ইসিয়াক বলেছেন:





এই যে সংবাদ বাহক! তুমি দেখি সব খবরই রাখো!!!!
সত্যি করে বল লুকিয়ে লুকিয়ে কোন কোন চ্যানেল তুমি দেখো?

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি দেখি শুধু নিউজটিউজই
মাঝে সাঝে থোড়া খেলা;
আমি কি শায়মা সিরিয়াল দেখে
কাটাবো অবাধে বেলা?

আরও চিনি দুই বলিতে পারিই
মোটামুটি দিয়া জোর;
মনিরাপু আর সোহানী ম্যাডাম
মহা সিরিয়ালখোর।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এক হিসেবে ভালো হয়েছে,

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার তো মামু তিনখানা বউ
এমনি চাঁদের হাট;
আমার ঐ একই, সিরিয়াল ছাড়া-
কি করে কাটায় রাত?

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:৩৬

আইজ্যাক আসিমভ্‌ বলেছেন: সেই রকম কবিতা। খোঁচার পরিমাণ আরেকটু বাড়াইলে আনন্দিত হতাম। শুনলাম পাশের এলাকার অনেক বুয়া অসুস্থ হয়ে পড়ছে। কিএকটাবস্থা ! :-B !:#P

০৫ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোঁচাটোচা নয় গেয়েছি দুখের গীত,
এই ক্লীন ফিডে কার হার কার জিত?

ঘরে ঘরে যদি বুয়া হয়ে পড়ে সিক,
গৃহসুখ ভাঙ্গা নীতি কতখানি ঠিক?

মন্ত্রীর ঘরে বউ নেই বুঝি
ওরা কি করে না সংসার?
ঘরে ঘরে আজ শোকের মাতম
গৃহভাঙ্গা এই ঢঙ ছাড়। X((

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩

ইসিয়াক বলেছেন:

এই যে " কি করি আজ ভেবে না পাই' হ্যাঁ বলছি তোমাকে।
পোস্ট দিয়ে তো খোঁজ নেই, মজা নিচ্ছ কি আড়াল থেকে? ;)

০৫ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাল রাতে ভায়া কি যে পেয়েছিনু ভয়,
'ফেবু'ই চলে না 'ফেবু' করে নয়-ছয়!

চ্যাটিংয়ে ছিলেম কাজী ফাতেমার সনে,
একা একা ভারি প্রেম প্রেম নির্জনে।

এমনো সুখদে 'ফেবু' দেয় যদি ট্রাবল,
রুচী থাকে আর ব্লগে আসিবার তা বল? :(

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:২৫

সাইবার সোহেল বলেছেন: কি করি আজ ভেবে দরকার নাই.. টেলিভিশন বাদ দিয়ে এবার লাইভ এ্যাপে চলে যাই,
সেখান থেকেই দেখে নেই কয়েকদিনের বাদ যাওয়া ষড়ষন্ত্র গুলিইই, আ হাহাহা... =p~ =p~ =p~

০৫ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ওগো চাঁদ সোনা খোকা,
রাতের ভোটের ঘাগু সরকার-
ভেবো না তাগো রে বোকা;

টফি-তফি সব গাপ করে দিলো
ইউটিউবেও খালাস,
এতো প্রোগ্রাম,,,গুগল প্লে'তে হে
ক'টা এপস করি তালাশ?

তারচেয়ে রোজ এটিএন'এ দেখি
মাফুজ স্যারের গান;
আর বিটিভি'র সংবাদে দেখি
পেঁপে ধরে কয়খান?

৭| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,




এ খবর শুধু আকাশ চুরিই নয়, ঘরের গিন্নি আর বুয়াদের মাথায় আকাশ ভেঙে পড়াও।

জম্পেশ ছড়া।
ক্লিন ফিড খাড়া
কি দেখবে তুমি?
যতোই দাও খামি..... :P

০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
গিন্নীর হাসি সূর্যেরই মতো
সে হাসে তো হাসে ঘর;
ঘর জুড়ে আজ স্তব্ধ শশ্মান
হাসি নেই সে নিথর! :-<

৮| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন:
মন্ত্রী বলেছেন দেশী বিদেশী সব চ্যানাল চলবে। এতে খুশী। :D

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তথ্য উজীর যখন ছিলেন
বন ও পশুর দপ্তরে;
তখন থেকেই অসার কথা
বেশ করেছেন রপ্ত রে!

'বাঘ কমেছে' শ্লেষেই কহেন
সাংবাদিকে পিন দিয়া;
উজীর কহেন বাঘগুলো সব
পালিয়ে গেছে ইন্ডিয়া!!

এই উজীরের মিষ্টি কথায়
ট্রাস্ট করে না বাচ্চাও;
হাইস্যা কুটি শায়মাপু
ও চাঁদগাজী চাচ্চাও।

৯| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আহারে সিরিয়াল খোরদের কি হবে।

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
গিয়াস লিটন শয্যাশায়ী
রাবেয়া রাহীম অর্ধ লাশ;
আর দুটো দিন এমনি গেলে
শায়মাপু নেবেন ফাঁস!! /:)

১০| ০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: আকাশ উধাও নিয়ে তোমার বড্ড দেখি জ্বালা
সময় পেয়ে ভাবি বুঝি করছে কানটা কালা।
প্রচুর সময় পাচ্ছে বুঝি তোমায় ধোলাই দিতে
আহা ভাইয়া তোমার দুঃখ মাপার নেইকো ফিতে।


০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আমার গৃহে সেই হাকিকত
যে হাল তোমার ঘরে;
আমার তো স্রেফ কানেই তালা
কাল্লু তো পুড়ে জ্বরে!

কাল্লু বেচারা মানুষ তো আগে
এভাবেও কেউ মারে?
সারা মুখখানি ফুলে ফেঁপে ঢোল
তিনখানি কাটা ঘাড়ে!

পেছনটা নাকি ছ্যাকায় পুড়েছো
বাথরুমই তার বন্ধ;
তুমি না আপু মানুষ থাকো না
রেগে গেলে পুরো অন্ধ!! :(

১১| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আপনার এউ পোষ্টে এসে আনন্দ পেলাম।

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমি এলে আনন্দ কি কম?
তুমি না ঠিক রূহ আফজা
শরবত এ জমজম।

১২| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯

ইসলামি চিন্তাবিদ বলেছেন: বাংগালী নারীরাও থেমে নেই এখন তারা ওয়াই ফাই বা মোবাইলের মাধ্যমে ঠিকই জালসাজিবাংলাতে হাজিরা দিচ্ছে। কেউ কেউ ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে।

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এই ব্লগে এক ডাইনি আছে জানো?
হিংস্রতে নেই তার উপর স্থানও।

সেই তিনিও চুপসে বেড়াল
কেন্দে কেটে সারা;
এবার বলো যায় বাঁচা কি
জলসা ও জি ছাড়া? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.