নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।
হদ্দ বোকা আবরার এখন
ধূসর ফ্রেমের স্মৃতি,
সব কিছু আজ অল কোয়ায়েট
শান্ত এবং স্থিতি।
আমরা সবাই শান্তিপ্রিয়
ঠান্ডা থাকার নীতি;
লালের মানে অস্তরাগ আর
প্রিয়ার মাথার সিঁথী।
আর কিছুতে লাল খুঁজি না
সাদাই মোদের প্রীতি;
আবরারেরও রক্ত রাঙা
আমরা ভুলেই জিতি।
আবরারেরা হদ্দ বোকা
বোকার মরাই রীতি;
ভালোই আছি, শান্তি আছে
থাকুক শাসক ভীতি।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
সুখের যুগে বিচার খুঁজো
স্পর্ধা তোমার অতি,
একটা বোকা অক্কা গেলে
কি অত ছাই ক্ষতি?
২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার কমেন্ট মানেই ভালো লাগা,
বুক ফুলিয়ে আঙ্গুল ঠুকার শ্লাঘা।
প্রশ্ন আছে তোমার জ্ঞাণে কি?
তুমিই বলো লালের মানে কি?
৩| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে,।
০৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমিই যখন বলো
হয়তো কিছু হলো
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তুমিই যখন বলো
হয়তো কিছু হলো
৫| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪২
নেওয়াজ আলি বলেছেন: অনেক ভালো লাগলো। শুভকামনা নিরন্তর।
০৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ভালো লাগা বটে
সুখেই আছি তো খাস,
মরেই বেঁচেছে আবরার বোকা
স্মৃতিতেই বসবাস।
৬| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৫
ঝুমুর জারোফা বলেছেন: কোটি হৃদয় কাঁদে হায়, তাতে কারো কী কোন হয় ক্ষতি?
যার চলে যায়, সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা।
০৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কতটা নিরস হয়ে গেছে দেখো
আমাদেরই অনুভূতি;
সব কিছু খুব সয়ে গেছে গায়ে
নেই উচ্ছ্বাসও অতি।
৭| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৭
কামাল১৮ বলেছেন: আবরারটা কে?কেনই বা স্মৃতি হয়ে গেলো?
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৩
হাবিব বলেছেন:
আবরারকে নিয়ে ছড়াটা চমৎকার হয়েছে।
কোনদিন এর বিচার হবে কি না জানিনা।