নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংব্লগার

নেশা ব্লগিং

কিংব্লগার › বিস্তারিত পোস্টঃ

ডাচ বাংলার বাশ যেন না খাই সবাই দোয়া করুন আমার জন্য (সময় তিন দিন)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

আজ ডাচ বাংলার বুথ থেকে মোবাইল ব্যাংকিং এর টাকা তুলতে গিয়ে জীবনের কঠিন একটি পরীক্ষায় পড়ে গেছি। জানিনা কপালে কি ধরনের বাশ লিখা আছে। কোন ক্রমেই মেনে নিতে পারছি না। টাকা তুলার জন্য সব প্রসেসিং শেষ মোবাইলে পিন ও চাপসি যখন টাকা বের হবে তখনই বিদ্যুত উদাও বুঝতেই পারতেছেন হঠাত দেখলাম চোখের মধ্যে ঝুনাকী পোকা উড়তেছে মুটা মোটি গেমেও গেলাম। তাতক্ষনিক ভাবে খানিকটা গেমেও গেলাম। মাথা কাজ করতেছে না কি করব ভেবে পাচ্ছি না ফোন দিলাম ১৬২১৬ এ কিছুটা -------------- দিল। তিন দিনের মধ্যে আবার আমার একাউন্টে টাকা পাঠাবে বলছে। অপেক্ষায় আছি কিন্তু এই টাকাটা যে কত প্রয়োজন ছিল আপনাদের বুঝানো যাবে না। মাত্র কয়েক মিনিট পূর্বে একজনের কাছ থেকে বেশ কাকুতি করে এনেছিলাম বিশেষ একটি প্রয়োজনে। আপনাদের কাছে শান্তির বাণী চাচ্ছি হতাশ করবেন না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

আশফাক সুমন বলেছেন: আল্লাহ আপনার পেরেশানি দূর করুন। আ-মিন

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

নীলতিমি বলেছেন: ডাচ্-বাংলার মাস্টারকার্ড দিয়ে পজ ট্যাঞ্জেকশন করতে গিয়ে আজ ৫০০০ টাকা ধরা খাইছি ! এই নিয়ে চারবার ধরা খাইলাম।

ফালতু সার্ভিস: কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই
! X( X(

আর এই কার্ড জীবনেও পজ -এ ইউজ করুম না। আমার এসসিবি'র ভিসাই ভালো ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: টাকা ফেরত পাবেন অবশ্যই, একটু ঝামেলা হলো এই আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.