নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের নানা অসংগতি ও অনাচার দেখতে দেখতে বড় অসামাজিক হয়েছি,সামাজিক হতে খুব ইচ্ছে করে,,

অসামাজিক পথিক

অসামাজিক পথিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের নির্বাচন ও ইভিএম বিতর্ক

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৭

ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে আশাকরি আমরা সবাই জানি,তারপরও সবার সুবিধার্থে আবার বলছি,
Wikipedia এর মতে, ইলেকট্রনিক ভোটিং (ইংরেজি: Electronic voting) আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ বা সংশ্লিষ্ট ভোটারদের স্বীয় মতামত প্রতিফলনের অন্যতম মাধ্যম। ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বিধায় সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত। এর অন্য নাম ই-ভোটিং। ইলেকট্রনিক প্রক্রিয়ায় এটি একাধারে সঠিকভাবে ভোট প্রয়োগ ও দ্রুততার সাথে ভোট গণনা করতে সক্ষম। এছাড়াও, ভোট গ্রহণে স্বচ্ছতা এবং উপযুক্ত ক্ষেত্র হিসেবে ক্রমশঃই সমগ্র বিশ্বে এটি জনপ্রিয়তা অর্জন করতে চলেছে।

ইদানিংকালে বাংলাদেশেও এ যন্ত্রের ব্যবহার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন একমত। এ বিষয়ে যতদুর জানা যায়, ৩৮২৫ কোটি টাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প পাস করেছে সরকার। যদিও এ মেশিন ব্যবহারের পক্ষে, বিপক্ষে অনেক মতামত রয়েছে,বিশেষ করে বিরোধীদলগুলো ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে,কিন্তু সরকার ও নির্বাচন কমিশন এর বিরোধীতার তোয়াক্কা না করেই ইভিএম কেনার তোরজোড় শুরু করে দিয়েছে।
কিন্তু এর মধ্যেই নতুন খবর হল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এলেক্স হাল্ডারম্যান দেখিয়েছেন যে ধরার কোন উপায় না রেখেই কত সহজে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) হ্যাক করে ভোটের ফলাফল কিভাবে পরিবর্তন করা সম্ভব। গত মাসে বোস্টনের এক প্রযুক্তি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

তিনি একটি ছদ্ম নির্বাচনের আয়োজন করেন যেখানে সম্মেলনে অংশগ্রহণকারী তিনজন জর্জ ওয়াশিংটনের পক্ষে ভোট দেন। কিন্তু হ্যাকিংয়ের শিকার মেমোরি কার্ডে ফলাফল আসে জর্জ ওয়াশিংটন পেয়েছেন ১ ভোট আর বেনেডিক্ট আরনর্ল্ড পেয়েছেন ২ ভোট। সামরিক কর্মকর্তা বেনেডিক্ট রেভোল্যুশনারি ওয়ারের সময় গোপন তথ্য বিক্রি করেন।

হাল্ডারম্যান যে ভোটিং মেশিনকে সহজেই হ্যাকিং করা যায় বলে দেখালেন, তা যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে ব্যবহৃত হয়। এই মেশিনের কোন ব্যালট পেপার নেই। আর তাই ভোটের ফলাফল পাল্টে দিলে তা ধরার বা চ্যালেঞ্জ করার কোন উপায় থাকে না।
এছাড়া কিছুদিন আগে ইউটিউবের বদৌলতে দেখলাম সম্ভবত এক মার্কিন মেয়ে মাত্র ৪ মিনিটে ইভিএম মেশিন হ্যাক করে দেখান।

এখন কথা হলো,
বাংলাদেশের সরকার ও কমিশন এ মেশিন ব্যবহারের যে তোরজোড় শুরু করে দিয়েছে তাতে জনসাধারণের মনে প্রশ্ন উঠতেই পারে যে সরকার আগামী নির্বাচনে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্যই কি এ মেশিনকেও একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, নাকি ৩৮২৫ কোটির প্রকল্পে একটা মেগা দুর্নীতি করতে চাইছে।
[বি:দ্র: ব্লগে আমি নতুন, ভুলত্রুটি হলে অগ্রিম ক্ষমাপ্রাথী ও গুরুজনদের পরামর্শ আশা করছি ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

মহামান্য রাজা (নাম টা বললাম না যদি অসম্মানি হয়ে যাই) সামু ভুবমে স্বাগতম........

আপনার এখানের পথচলা শুভ হউক। এই কামনা।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

অসামাজিক পথিক বলেছেন: ধন্যবাদ গুরু,আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলার শক্তি হোক,,,,,

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.