নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের নানা অসংগতি ও অনাচার দেখতে দেখতে বড় অসামাজিক হয়েছি,সামাজিক হতে খুব ইচ্ছে করে,,

অসামাজিক পথিক

অসামাজিক পথিক › বিস্তারিত পোস্টঃ

মোবাইল অপারেটরদের ধাপ্পাবাজির শেষ কোথায়?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩



বাংলাদেশে সেবাদানকারী মোবাইল অপারেটরগুলোর ভন্ডামি দিনকে দিন বেড়েই চলেছে,দেখার কেউ নেই,কিছুদিন আগে কলরেট এক করার নামে নতুন ডাকাতি শুরু করেছে,বিটিআরসি সব জেনেও নীরব,নীরব বলা ঠিক হবেনা,,নীরব যাতে থাকে তার ব্যবস্থা হয়তো করা হয়েছে(বুইজ্জা লন)।আবার বিভিন্ন সার্ভিস অটো রিনিউয়ালের নামেও প্রতিদিন হাজারো গ্রাহকের পকেট কাটছে এরা,এসব ক্ষেত্রে রবি সবসময় ০.৫ জি এগিয়ে থাকে,,সেটা ক্যাম্পেইন ও ভন্ডামির ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য,এই যেমন অন্য অপারেটর যেখানে ৩ জি রবি ৩.৫ জি আবার অন্যরা ৪জি দিলে এরা ৪.৫জি।
কিছুদিন আগে রবির মাই স্পোর্টস সার্ভিস টির সুবিধা দেখে খেলা দেখার জন্য ৭ দিনের মাই স্পোর্টস প্যাক কিনি যেখানে রবির ওয়েবসাইটে লেখা এ প্যাকেজ ইউটিউব ও মাইস্পোর্টস এপ এর জন্য প্রযোজ্য। প্রসঙ্গত,আমি সাধারণত ওয়াইফাই ইউজ করি কিন্তু এ সময় আমি গ্রামের বাড়িতে অবস্থান করাতে এ প্যাকেজ কিনি। তারপর মাইস্পোর্টস এপ ওপেন করে দেখি চলছে না,এপস লোডিংয়ে যে সময় যায় তাতে ব্যালেন্স থেকে ২০+ টা উধাও,,পরে কাস্টমার কেয়ারে ফোন করে বলি সমস্যার কথা,কিন্তু মিষ্টি কন্ঠের দুষ্ট মেয়ে বলে, স্যার আপনি যে প্যাকেজ কিনছেন সেটাতে শুধুমাত্র ইউটিউব ব্যবহার করতে পারবেন।আমি বললাম,কিন্তু ওয়েবসাইটে যে দেখলাম ইউটিউব ও মাইস্পোর্টস এর ক্ষেত্রে প্রযোজ্য। দুষ্ঠ মেয়ে বলে কিনা,সরি সার,এরকম কোন সার্ভিস নেই।আমি বুঝলাম এদের কিছু বলে লাভ নেই,শুধু বললাম,বাটপারিটা কম করে করেন।তাতে এসব করতে আমার ১২০+ ব্যালেন্স শেষ।
অন্য আরেকটি ঘটনা বলি,আজ হঠাৎ করে বাংলালিংকে এসএমএস আসে আমি একটি সার্ভিস একটিভ করেছি খুব সফলভাবে এবং ব্যালেন্স থেকে বেশ কিছু টাকা গায়েব।আমি ভেবে পাইনা কবে এই সার্ভিস একটিভ করলাম।
মোবাইল অপারেটর দের এরকম ধাপ্পাবাজির স্বীকার হয়নি এরকম কেউ মনে হয় নেই এদেশে,কিন্তু কিছু করার নেই,কারন আমরা সাধারণ জনগণেরা বড়ই সহজ সরল জাতি,নিপীড়িত হতে হতে এসব গা সওয়া হয়ে গেছে। সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যম্ত নিপীড়িতই থেকে গেলাম।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

রাকু হাসান বলেছেন:

এমন অনেক উদাহারণ । আপনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জাানাতে পারেন । আপনার অভিযোগ প্রমাণিত হলে পুরষ্কিৃতও হবেন । এদের বিরুদ্ধে আামাদের একটি প্রতিবাদ দরকার ।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

অসামাজিক পথিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য,তবে যতদুর জেনেছি,তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবেনা এরকম পরিপত্র নাকি বিটিআরসির কাছে থেকে আগেই নিয়ে রেখেছে।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

শাহারিয়ার ইমন বলেছেন: এদের কেউ কিছু বলেনা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

অসামাজিক পথিক বলেছেন: আসলে আমরা সাধারণেরা নিপীড়িত হতে হতে এসব ঘটনাকে আর কিছু মনে করিনা

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



সহমত আপনার সাথে। গ্রাহকরা অসহায়। দেখার কেউ নেই। +++

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

অসামাজিক পথিক বলেছেন: হুআসলেই

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

MD ShiShir Salman বলেছেন: এদের গাছের সাথে বান্দা পেটানো উচিত।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

অসামাজিক পথিক বলেছেন: ঠিক কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? :)

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

সাইফুল১৩৪০৫ বলেছেন: বর্তমানে ব্রিলিয়্যান্ট অ্যাপ ব্যবহার করি। কলরেট কিছুটা সাশ্রয় হচ্ছে। তবে জিপি আমার ৩জি সিম নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ৪জি কিনিয়েছিল। যদিও আমার সেটটা ৩জি হওয়ায় আমি ৪জি কিনতাম না।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

অসামাজিক পথিক বলেছেন: জিপি ও মহা ডাকাত

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

কানিজ রিনা বলেছেন: এদের কারনে দেশ এখন উন্নয়নশীল।
তাই বেশী কথা বলা ঠিক না।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

অসামাজিক পথিক বলেছেন: ঠিক বলেছেন আপু :(

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল প্রতারণা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

অসামাজিক পথিক বলেছেন: ঠিক বলেছেন

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ডাকাতি বন্ধ করার জন্য বিটিআরসি'তে দক্ষ লোক দিতে হবে। কিন্তু তেনারা যদি ঘুষ খেয়ে চুপ থাকেন তাহলে তো কিছু করার নেই। তবে এই ডাকাতদের হাত থেকে বাঁচতে রীতিমত গবেষণা করে মোবাইল চালাতে হয়...

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

অসামাজিক পথিক বলেছেন: :) :D

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: তারা সেবার বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নেয়।
তারা ব্যবসায়ী। নানান ছলাকলা তো করবেনই।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

অসামাজিক পথিক বলেছেন: ব্যবসায়ী না ,ওরা ডাকাত

১০| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

লিংকন১১৫ বলেছেন: দুঃখের কথা আর কি কমু :-< মাঝে মাঝে মনে হয় নাম্বার টাই ফেলে দেই ক! মাগার পারি না সবাই জানে এই নাম্বার X(
আমাদের দেশে সময় ও টাকার কোন মূল্য নাইরে ভাই |-)
মনের দুঃখ মনেই পুষে রাখেন , দেখার কে আছে বলুন, আমরা যে যেভাবে পারছি বস্তা ভরে নিয়ে যাচ্ছি , কেউ কিছুই বলছে না , দেখেও না দেখার ভান করে থাকি। ভালো অভিভাবক না থাকলে যা হয় আরকি ।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

অসামাজিক পথিক বলেছেন: :((

১১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

আরজু পনি বলেছেন: গ্রামীণফোনের ডাটা ব্যবহার করি মোবাইলে...প্রায়ই যাচ্ছেতাই :(
কোন কোম্পানির ডাটা যে ব্যবহার করবো বুঝতে পারছি না :(

১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

অসামাজিক পথিক বলেছেন: সব গুলাই বাটপার,শহরে থাকলে ব্রডব্যান্ড ইউজ করতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.